PDA

View Full Version : ফরেক্স মার্কেটে স্ট্যান্ডর্ড লট ব্রোকার



md mehedi hasan
2016-02-01, 09:27 AM
ফরেক্স মার্কেটে স্ট্যান্ডর্ড লট ব্রোকার হচ্ছে যে ব্রোকারের অধিনে ট্রেড করলে ১ লট পরিবর্তনে ১০ পিপস পরিবর্তন হয়।আপনি যদি ০.০১ ভলিয়ম দিয়ে ট্রেড ওপেন করেন যদি ১০ পিপস আপনার পক্ষে আসে তাহলে আপনি ১ ডলার লাভ করবেন।আমার প্রথম রিয়াল একাউন্ট ছিল স্ট্যান্ডর্ড লট ব্রোকার।:p

MotinFX
2016-02-06, 10:11 AM
ফরেক্স মার্কেটে বিভিন্ন রকমের ট্রেড সাইজ রয়েছে স্টেন্ড্রার্ড লট হল আপনি যখন একটা ট্রেড ০.০১লটে ট্রেড করবেন আপনার প্রপিট লস ১০ সেন করে হবে। আমার একাউন্ট হর মাইক্রো এখানে যত লট সাইজে ট্রেড করব সেই লট সাইজে উঠানামা করবে।

maziz6989
2016-05-31, 05:54 PM
ফরেক্স মার্কেটে স্ট্যান্ডর্ড লট ব্রোকার হচ্ছে যে ব্রোকারের অধিনে ট্রেড করলে ১ লট পরিবর্তনে ১০ পিপস পরিবর্তন হয়।আপনি যদি ০.০১ ভলিয়ম দিয়ে ট্রেড ওপেন করেন যদি ১০ পিপস আপনার পক্ষে আসে তাহলে আপনি ১ ডলার লাভ করবেন।আমার প্রথম রিয়াল একাউন্ট ছিল স্ট্যান্ডর্ড লট ব্রোকার।:p

আসলে স্ট্যান্ডার্ড লট ব্রোকারে ০.০১ লট সমান মাইক্রোলট ব্রোকারে ট্রেড করলে তা হবে ০.১০ এর সমান।
তাই যদি কেউ স্ট্যান্ডার্ড লট ব্রোকারে ট্রেড করেন তবে বুঝে শুনে করবেন।

dwipFX
2016-06-07, 11:41 AM
ফরেক্স মার্কেটে আমার ট্রেডিং অবিজ্ঞাতা কয়েক মাস এর বিতরে আমি স্ট্যান্ডার্ড লড ব্রোকারে ট্রেড করতাম একটা ব্রোকারে আমার একাউন্ট জিরো করতে মোটেই সময় লাগেনি। সে থেকে বুঝতে পারলাম আমার এখনো অনেক কিছু জানার অাছে তাই ফোরামের সাথে কাজ করে অনেক কিছু জানতে পারি।

Sahed
2016-07-25, 03:47 PM
ফেরেক্স এবং ব্রোকার শব্দ দুটি একটি আরেকটির সাথে জড়িত । ফরেক্স ছাড়া ব্রোকার এবং ব্রোকার ছাড়া ফরেক্স অসম্ভব । সাধারনত আমরা যে সকল কোম্পানির *মাধ্যমে ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি থাকে ব্রোকার বলা হয় । ফরেক্স মার্কেটে সাধারনত দুই ধরনের ব্রোকার রয়েছে ।
১। ডিলিং ডেস্ক ব্রোকার এবং
২। নো-ডিলিং ডেস্ক ব্রোকার ।

Mamun13
2017-09-14, 09:30 PM
আমরা যখন কোনোও রিয়াল একাউন্ট ওপেন করি তখন প্রায়ই স্ট্যানডার্ড একাউন্ট সিলেক্ট করি৷তাই যখন আমরা ট্রেডের সময় 0.01 সাইজের লট ওপেন করি তখন প্রতি ১ পিপ উঠানামার ফলে একাউন্টের ব্যালেন্সে দেখবেন ১০ সেন্ট করে যোগ বিয়োগ হচ্ছে৷এটি স্ট্যানডার্ড একাউন্টের সিস্টেম৷আমাদের ইন্সটাফরেক্স হলো তেমনি একটি স্ট্যানডার্ড লট ব্রোকার৷