PDA

View Full Version : নিজেই নিজের সিগন্যাল ট্রেডার:



Alan Benet
2016-02-01, 08:04 PM
আপনি একজন সিগন্যাল সেলার কে পার মান্থ যে ডলার সিগন্যাল পাওয়ার জন্য ব্যয় দিচ্ছেন আমি মনে করি মাত্র ৩ মাসের টাকা টা জমা করে সেই টা দিয়ে একটা প্রফেশনাল ট্রেডার এর কাছ থেকে একটু শিখে নেন...

পরবর্তী তে আপনি তিনটা জিনিস শিখতে পারবেন
১।নিজেই নিজের সিগন্যাল ট্রেডার
২। নিজের প্রতি কনফিডেন্স
৩।এমন কি যে প্রফেশনাল ট্রেডার এর কাছ থেকে শিখেছেন সে কিন্তু আপনাকে সিগন্যাল ট্রেডার হিসেবে হেল্প করবে

Marufa
2016-02-02, 06:26 PM
আমি একজন ট্রেডার কে চিনি যে প্রায় ৯০ ভাগ ক্ষেত্রেই সঠিক সিগন্যাল দেয় । আমার সামনেই সে প্রতিদিন ২০০ থেকে ৩০০ পিপস্ প্রফিট করে । তারপরও আমি তার সিগন্যাল ফলো করি না । এর কারন হচ্ছে আমি নিজেকেই যোগ্য করে গড়ে তুলতে চাই । আমি নিজের ওপর ভরসা করতে চাই । সিগন্যাল দেয়া বা নেয়া কোনটাকেই আমি ভাল মনে করি না ।

RUBEL MIAH
2016-02-27, 06:36 PM
ফরেক্স ব্যবসা করার জন্য নিজেই নিজের সিগন্যাল মানা উচিত । যে ট্রেডারগণ এই সিগন্যাল মেনে চলবে সে সফলবান হতে পারবে আর এই সিগন্যাল যে ব্যবহার করবে না সে সফলতা অর্জন করতে পারবে না । সুতরাং আমরা সব সময় এই সিগন্যাল মেনে চলার চেষ্টা করব ।

fatemaakhter
2016-02-27, 07:37 PM
আপনি যদি ফরেক্সে টিকে থাকতে চান তবে নিজেই একটা সিগ্ন্যাল তৈরি করে নেন ।সেটি আগে ডেমোতে প্রয়োগ করে দেখেন এটা আপনার পক্ষে যায় নাকি বিপক্ষে যায় ।যদি এটা আপনার পক্ষে যায় তবে আপনি রিয়েল ট্রেডে ব্যবহার করবেন ।

basaki
2016-03-08, 11:16 AM
হা আমি এটাকে অনেক ভাল বাশি কারন নিজে নিনে যদি আপনি সিগ্নাল বানিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন তবে আমি মনে করি আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করে অনেক ভাল কিছু করতে পারবেন। আমি অনেককে বিভিন্ন রকমের কোম্পানি থেকে নিউজ নিয়ে ট্রেড করতে দেখেছি।

raju0000
2016-03-08, 08:10 PM
আসলেই আমরা অনেকেই সিগনাল এর উপর নির্ভরশীল হয়ে ট্রেড করে থাকি যার জন্য আমাদের মুল্য ও পরিশোধ করতে হয়.কিন্তু এর অদলে যদি আমরা প্রফেশনাল ত্রাদের এর কাছ থেকে ট্রেড করা শিখি তাহলে আমাদের সিগনাল এ বে করা টাকা গুলো বেছে গেল.আর আমরা নিজের দক্ষতার উপর ভর করে ট্রেড করতে পারি.আর সিগনাল ও মাঝে মাঝে লস করে থাকে.

sharifulbaf
2016-03-09, 04:06 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য অপরের সিগনাল ফ্লো করা ঠিক না কারন যদি ভাল সিগনাল দেয় তাহলে তারা নিজেরা বড় লোক হয়না কেন,তাই আমি মনেকরি ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য নিজের সিগনাল নিজেই তৈরি করে ট্রেডিং করা অনেক ভাল কারন ফরেক্স মার্কেটে এক এক সময় এক এক ধরনের সিস্টেম ভাল কাজ করে থাকে।

Md Akter Hossain
2016-03-09, 07:16 PM
আপনি একজন সিগন্যাল সেলার কে পার মান্থ যে ডলার সিগন্যাল পাওয়ার জন্য ব্যয় দিচ্ছেন আমি মনে করি মাত্র ৩ মাসের টাকা টা জমা করে সেই টা দিয়ে একটা প্রফেশনাল ট্রেডার এর কাছ থেকে একটু শিখে নেন...

পরবর্তী তে আপনি তিনটা জিনিস শিখতে পারবেন
১।নিজেই নিজের সিগন্যাল ট্রেডার
২। নিজের প্রতি কনফিডেন্স
৩।এমন কি যে প্রফেশনাল ট্রেডার এর কাছ থেকে শিখেছেন সে কিন্তু আপনাকে সিগন্যাল ট্রেডার হিসেবে হেল্প করবে

এই জিনিস গুলোই দরকার সবার আগে । অনেকে আছেন যারা অন্যের সিগনালের েইপর বিত্তি করে ট্রেড করে থাকেন । আমার মতে এটা ট্রেডারদের স্কিল নষ্ট করে দেয় । কেননা ফরেক্স এ ট্রেডারদের সিগনাল না নিয়ে নিজে কীভাবে সিহনাল তৈরি করা যায় সে দিকে মনোযোগ দেয়া দরকার ।

Realifat
2016-03-13, 11:47 AM
হ্য্, আমার মতে ফরেক্সে নিজেই নিজের সিগনালের অনুসরন করে ট্ররড করাটা সবচেয়ে ভালো পদ্ধতি।এতে করে নিজের দক্ষতা তৈরী হওয়ায় সারাজীবনের মতো জীবিকার চাহিদা মেটানো যায়। কিন্তু যদি অন্যের সিগনালের ওপর নির্ভর করে ট্রেড শিখা যায় তবে পরবর্তীতে সিগনালের অভাবে সমস্যা হতে পারে। তাই ফরেক্সে নিজে নিজের সিগনালের ভিত্তিতে ট্রেড করে নিজেই নিজের বস হওয়ার চেষ্টা কররুন।

hasan019
2016-03-13, 01:35 PM
আগে জখন আমি নতুন ছিলাম তখন ফেসবুকে ওয়েবসাইটে খুজতাম কোথায় ফ্রী সিগন্যাল দেয়। কিছু সিগন্যাল ফলো করে আমার অ্যাকাউন্ট এর বাড়োটা বাজাইছি। তারপর ঠিক করলাম আমি নিজেই শিখব। এখন সেভাবে নিজেকে তৈরি করতে পারি নি। তবে আমি হাল ছারিনি।

Fxaziz
2016-03-17, 06:54 PM
ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার আছে যারা রোবট এবং অনন্যার সিগন্যাল ব্যাবহার করে ফরেক্স মার্কেট এ ট্রেড করে।আমি মনেকরি ফরেক্স মার্কেট এ ট্রেড করার ক্ষেত্রে যদি আমরা আমাদের নিজেদের এনালাইসিস কে কাজে লাগিয়ে ট্রেড করি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবো।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমরা ফরেক্স মার্কেট কে তিন ভাবে এনালাইসিস করি।এই তিন প্রকার যদি আমরা ঠিক ভাবে করতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবো।

Sahed
2016-03-17, 09:37 PM
সিগনালের উপর ভর করে ফরেক্স মার্কেটে সফলতা পাওয়া খুবই কষ্টসাধ্য বিষয় বলে আমি মনে করি । সিগনাল *যদি আপনাকে সফলতা এনে দিতে পারে তাহলে ফরেক্স মার্কেটে যারা সিগনাল তৈরি করে তারা সিগনাল বিক্রয় না করে মার্কেটে ট্রেড করে কোটিপতি হয়ে যেত । আমার প্রশ্ন হচ্ছে তাদের ৯০% সফল এই সিগনাল বিক্রয় করছে কেন ?

anika
2016-03-17, 11:35 PM
হ্যাঁ নিজেই নিজের সিগন্যাল নিয়ে ট্রেড করা উচিত। কারন আপনি যদি বেশি সিগন্যাল নিয়ে চিন্তা ভাবনা করে তাহলে আরও অনেক সমস্যার শিকার হতে পারেন তাই অন্যর সিগন্যাল লক্ষ্য না করে নিজে যে সিগন্যাল ব্যাবহার করেন সেটাই ভাল হবে। তাছাড়া একটা সিগন্যাল ব্যাবহার করলে অনেক ভূলও কম হয়ে অনেক সমস্যাও কম হয় এবং অনেক ট্রেডও ভাল হয়।

Mamun13
2017-05-17, 08:23 AM
ভালোই বলছেন৷ঐ রকম আন্তরিক ও অভিজ্ঞ ট্রেডার দেশে থাকার কথাই না৷উনারা বাইরে উন্নত দেশে বসে ট্রেড করেন ও বসবাস করেন৷আর ফরেক্স কোচিং নামে ধোকাবাজি তো চলছেই৷ আমি কোনো অভিজ্ঞ ফরেক্স বন্দ্বু আমার আশেপাশে এখোনোও কাউকে পাইনি যিনি এক লাইন নতুন কিছু শিখাবে৷সে নিজেই তো জানে না অন্যকে শিখাবে কী ? আর যে জানে সে তাঁর চেহারাও কাউকে দেখায় না৷তবে আমাদের এই ফোরামে অনেক অনেক ভালো মানের লেখক লক্ষ্য করলাম৷ তাদের লেখা থেকে যথেষ্ঠ শেখার সুযোগ রয়েছে৷এখানে আমিও শিখছি ও আশা করছি নিয়মিত আমিও লিখবো যা অতীতে শিখেছি৷তাই শিখার জন্য আমাদের এই ফোরামই ভালো ও নিরাপদ মনে করি৷শিখায় আবার উল্টা পুজিঁও দেয়৷বাহ !!

uzzal05
2017-05-17, 01:24 PM
আমার মতে কারো সিগ্নাল এর উপর নির্ভর করে ফরেক্স করে ভালো করা সম্ভব না। তবে কারো কাছ থেকে এনালাইসিস শিখতে পারলে ভালো। কারন কখন সিগ্নাল দিবে সে অপেক্ষায় সারা দিন বসে থাকতে হয়। আর তাছারা সঠিক সময়ে সিগ্নাল আমরা নাও দেখতে পারি।

uzzal05
2017-05-19, 07:17 AM
ফরেক্স মারকেট যতদিন নিজেই নিজের সিগ্নাল না তইরি করতে পারবেন ততদিন সফল হওয়া সম্ভব না। কারন অন্য কারও সিগ্নালের উপর বসে থেকে মার্কেট থেকে প্রফিট করা সম্ভব নয়। তাই ফরেক্স মার্কেট এ অব্যশী নিজেকে দক্ষ করে তুলতে হবে।

uzzal05
2017-05-26, 07:09 AM
আমি ফরেক্স এ প্রথম দিকে সব সময় বিভিন্ন সাইট এর উপর নির্ভর করে চলতাম। তারা কখন কোন এনালাইসিস দিবে। তারপর আমি ট্রেড নিব। আসলে এগুলো দেখে কোন লাভ নেই। আর এইসব এনালাইসিস দেওয়া হয় অনেক পরে। ফরেক্স এ সফলতা পেতে হলে নিজেকে এনালাইসিস করে সিগ্নাল বানাতে হবে।

01797733223
2018-01-28, 06:47 PM
হ্যা ভাই এখানে এটা আপনি প্রথম অবস্থায় সাময়িকভাবে কিছু দিনের জন্য করতে পারেন। তবে এই অবস্থা থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। এবং পরবর্তিতে আপনাকে আপনার নিজের একটা সিস্টেম বানিয়ে ট্রেড করা জানতে ও শিখতে হবে, এবং সেটাই হবে আপনার নিজের সিগন্যাল। সুতরাং নিজের উপর আত্নবিস্বাস রেখে নিজের সিস্টেমে ট্রেড করাই হল নিজেই নিজের সিগনাল বানিয়ে কাজ করা।

Md.shohag
2020-12-02, 05:54 PM
আমি একজন ট্রেডার কে চিনি যে প্রায় ৯০ ভাগ ক্ষেত্রেই সঠিক সিগন্যাল দেয় । আমার সামনেই সে প্রতিদিন ২০০ থেকে ৩০০ পিপস্ প্রফিট করে । তারপরও আমি তার সিগন্যাল ফলো করি না । এর কারন হচ্ছে আমি নিজেকেই যোগ্য করে গড়ে তুলতে চাই । আমি নিজের ওপর ভরসা করতে চাই । সিগন্যাল দেয়া বা নেয়া কোনটাকেই আমি ভাল মনে করি না ।

EmonFX
2020-12-02, 06:15 PM
আপনি একজন সিগন্যাল সেলার কে পার মান্থ যে ডলার সিগন্যাল পাওয়ার জন্য ব্যয় দিচ্ছেন আমি মনে করি মাত্র ৩ মাসের টাকা টা জমা করে সেই টা দিয়ে একটা প্রফেশনাল ট্রেডার এর কাছ থেকে একটু শিখে নেন...

পরবর্তী তে আপনি তিনটা জিনিস শিখতে পারবেন
১।নিজেই নিজের সিগন্যাল ট্রেডার
২। নিজের প্রতি কনফিডেন্স
৩।এমন কি যে প্রফেশনাল ট্রেডার এর কাছ থেকে শিখেছেন সে কিন্তু আপনাকে সিগন্যাল ট্রেডার হিসেবে হেল্প করবে

আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের কখনোই অন্যের সিগন্যাল নির্ভর হয়ে ট্রেড করা ঠিক নয়। অন্যের স্ট্রাটেজি নির্ভর ট্রেডিং নিজের ট্রেডিং এবিলিটিকে ধ্বংস করার নামান্তর। অন্যের ট্রেডিং স্ট্রাটেজি ক্রয় করে ট্রেড না করে যদি নিজেই নিজের ট্রেডিং স্ট্রাটেজি ডেভলপ করার জন্য চেষ্টা করেন তাহলে দেখা যাবে আপনি নিজেই এক সময় সুন্দর ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করতে পারছেন এবং আপনিও সেই স্ট্রাটেজি বিক্রয় করতে পারছেন। আর তাতে করে নিজের প্রতি আত্মবিশ্বাস বা কনফিডেন্স বৃদ্ধি পাবে। এবং নিজেও একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার এ পরিণত হবেন। পরবর্তীতে ট্রেড করতে কারো সিগন্যাল নির্ভর করতে হবে না। আর তাছাড়া স্ট্রাটেজি ক্রয় করতে যে পরিমাণ অর্থ দিতে হয় সেটা দিয়ে একজন দক্ষ ট্রেডারের কাছে ট্রেডিং শিখলে সেটা অধিক বেশি কার্যকর। আমিও এমন টা করেছি। একজন দক্ষ ট্রেডার সারা জীবনের জন্য আপনার ট্রেডিং সিগন্যাল হিসেবে কাজ করতে পারে।

ForexStar
2020-12-02, 07:24 PM
অন্যের সিগন্যাল নির্ভর ট্রেডিং না করে নিজের ট্রেডিং স্ট্রাটেজি ডেভলপ করার চেস্টা করা উচিত। তাতে করে শুরুতে লস করলেও একসময় আপনি একজন দক্ষ ট্রেডারে পরিনত হতে পারবেন। তখন আপনি নিজেই ট্রেডিং সিগন্যাল তৈরি করতে পারবেন। আর অন্যের সিগন্যালের উপর ট্রেড করলে সেট নিজের প্রতিভাকে ধ্বংশ করার নামান্তর। তার থেকে নিজে মার্কেটে বেশি বেশি সময় দিয়ে নিজের মতো করে ট্রেডিং স্ট্রাটেজি দিয়ে ট্রেড করলে ভবিষ্যতে আপনি অন্য কারো থেকেও সুন্দর সিগন্যাল তৈরি করতে পারবেন এবং তখন আপনার ট্রেডিং স্ট্রাটেজিও বিক্রি করতে পারবেন। আর আপনি একটি অত্যন্ত যৌক্তিক কথা বলেছেন, যে টাকা দিয়ে স্ট্রাটেজি ক্রয় করেন সেটা দিয়ে কোন একজন অভিজ্ঞ ট্রেডারের কাছে ট্রেনিং নিলে সেটা আরো বেশি কার্যকর।

sss21
2020-12-02, 07:27 PM
ফরেক্স মারকেট যতদিন নিজেই নিজের সিগ্নাল না তইরি করতে পারবেন ততদিন সফল হওয়া সম্ভব না। কারন অন্য কারও সিগ্নালের উপর বসে থেকে মার্কেট থেকে প্রফিট করা সম্ভব নয়। তাই ফরেক্স মার্কেট এ অব্যশী নিজেকে দক্ষ করে তুলতে হবে।

Smd
2020-12-02, 08:22 PM
অনেকে আছেন যারা অন্যের সিগনালের েইপর বিত্তি করে ট্রেড করে থাকেন । আমার মতে এটা ট্রেডারদের স্কিল নষ্ট করে দেয় । কেননা ফরেক্স এ ট্রেডারদের সিগনাল না নিয়ে নিজে কীভাবে সিহনাল তৈরি করা যায়। এতে করে নিজের দক্ষতা তৈরী হওয়ায় সারাজীবনের মতো জীবিকার চাহিদা মেটানো যায়। কিন্তু যদি অন্যের সিগনালের ওপর নির্ভর করে ট্রেড শিখা যায় তবে পরবর্তীতে সিগনালের অভাবে সমস্যা হতে পারে।

Hridoy6763
2020-12-02, 10:27 PM
অন্য ট্রেডার দের সিগন্যাল অনুসরণ না করে নিজের সিগন্যাল দিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করা সব থেকে জরুরী,এতে আপনি অনেক কিছু শিখতে পারবেন,অন্যর উপর নির্ভর করা লাগবেনা,মার্কেট ভালো ভাবে চার্ট এন্যালাইসিস করে নিজের সিগন্যাল থেকে ট্রেড করা বুদ্ধিমান এর কাজ এতে আপনি অনেক কিছু শিখবেন ট্রেড এর ব্যাপারে।

ABDUSSALAM2020
2020-12-02, 11:51 PM
নিজেই নিজের সিগন্যাল ট্রেডার:
আপনি একজন সিগন্যাল সেলার কে পার মান্থ যে ডলার সিগন্যাল পাওয়ার জন্য ব্যয় দিচ্ছেন আমি মনে করি মাত্র ৩ মাসের টাকা টা জমা করে সেই টা দিয়ে একটা প্রফেশনাল ট্রেডার এর কাছ থেকে একটু শিখে নেন...

পরবর্তী তে আপনি তিনটা জিনিস শিখতে পারবেন
১।নিজেই নিজের সিগন্যাল ট্রেডার
২। নিজের প্রতি কনফিডেন্স
৩।এমন কি যে প্রফেশনাল ট্রেডার এর কাছ থেকে শিখেছেন সে কিন্তু আপনাকে সিগন্যাল ট্রেডার হিসেবে হেল্প করবে।
সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

Sun
2020-12-03, 02:40 PM
ফরেক্স ব্যবসা করার জন্য নিজেই নিজের সিগন্যাল মানা উচিত । যে ট্রেডারগণ এই সিগন্যাল মেনে চলবে সে সফলবান হতে পারবে আর এই সিগন্যাল যে ব্যবহার করবে না সে সফলতা অর্জন করতে পারবে না । সুতরাং আমরা সব সময় এই সিগন্যাল মেনে চলার চেষ্টা করব ।

Suruj
2020-12-03, 02:44 PM
নিজে যদি ভালো ভাবে মাকের্ট এ্যানালাইসিস করতে পারেন তাহলে আপনাকে কারো কাছে যেতে হবে না । আপনি নিজেই মাকের্ট এর অবস্থা বুঝে ট্রেড করতে পারবেন।তখন আপনি আপনার নিজের সিগন্যাল ট্রেডারে পরিনত হবেন।

Tapujyoti
2020-12-03, 03:13 PM
আপনার সুপরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ। ফরেক্সে আমি সম্পূর্ণ নতুন একজন সদস্য। কাজেই আপনাদের সুপরামর্শই আমাদের চলার পথের একমাত্র পাথেয়। তবে কখন কোন কারেন্সিতে বিনিয়োগ করলে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে সে বিষয়ে ধারণা দিলে আমার মনে হয় আরো ভালো হতো।

Sid
2020-12-09, 10:00 AM
ফরেক্স ব্যবসা করার জন্য নিজেই নিজের সিগন্যাল মানা উচিত । যে ট্রেডারগণ এই সিগন্যাল মেনে চলবে সে সফলবান হতে পারবে আর এই সিগন্যাল যে ব্যবহার করবে না সে সফলতা অর্জন করতে পারবে না । সুতরাং আমরা সব সময় এই সিগন্যাল মেনে চলার চেষ্টা করব ।

Starship
2021-03-22, 11:40 PM
এটা একটি খুবই ভালো উদ্যোগ নিজেই নিজের সিগন্যাল ব্যবহার করে ট্রেড করা। অপরের সিগন্যাল অনুসরণ করে ট্রেড করা মানে হলো অপরের ঘাড়ে বন্দুক রেখে যুদ্ধ করার ন্যায়। অপরের উপর নির্ভরশীল না হয়ে নিজে নিজেই আত্মশক্তিতে বলীয়ান হয়ে দক্ষ হিসেবে গড়ে ওঠা বুদ্ধিমানের কাজ। ওপারে সিগনালে নির্বাচন হয় হয়তোবা আপনি সাময়িক সময়ের জন্য প্রফিট করতে পারবেন কিন্তু একটি সময় আপনি সেই সিগন্যাল নাও পেতে পারেন সেইসময় আপনি আর প্রফিট করতে পারবেন না। তাই নিজে নিজেই মার্কেট এনালাইসিস করবে ট্রেড করা শিখুন এটাই বুদ্ধিমানের কাজ।

FRK75
2021-07-25, 11:12 AM
ফরেক্স মার্কেটে সফলতা পাওয়া খুবই কষ্টসাধ্য বিষয় বলে আমি মনে করি । সিগনাল *যদি আপনাকে সফলতা এনে দিতে পারে তাহলে ফরেক্স মার্কেটে যারা সিগনাল তৈরি করে তারা সিগনাল বিক্রয় না করে মার্কেটে ট্রেড করে কোটিপতি হয়ে যেত । আমার প্রশ্ন হচ্ছে তাদের ৯০% সফল এই সিগনাল বিক্রয় করছে কেন ?

EmonFX
2021-07-25, 11:28 AM
আপনি একজন সিগন্যাল সেলার কে পার মান্থ যে ডলার সিগন্যাল পাওয়ার জন্য ব্যয় দিচ্ছেন আমি মনে করি মাত্র ৩ মাসের টাকা টা জমা করে সেই টা দিয়ে একটা প্রফেশনাল ট্রেডার এর কাছ থেকে একটু শিখে নেন...

পরবর্তী তে আপনি তিনটা জিনিস শিখতে পারবেন
১।নিজেই নিজের সিগন্যাল ট্রেডার
২। নিজের প্রতি কনফিডেন্স
৩।এমন কি যে প্রফেশনাল ট্রেডার এর কাছ থেকে শিখেছেন সে কিন্তু আপনাকে সিগন্যাল ট্রেডার হিসেবে হেল্প করবে

হ্যাঁ আমিও মনে করি অন্যের সিগন্যালের পিছনে না দৌড়িয়ে সেই সময়টা নিজের স্ট্রাটেজি ডেভলপ করার প্রতি বিশেষ মনোযোগী হওয়া উচিত। তাতে করে যেমন আপনার অর্থ বেঁচে যাবে তেমনি আপনিও একদিন একজন দক্ষ ট্রেডার হয়ে উঠবেন। নিজেকে প্রশ্ন করি, আমি কি কারো সিগন্যাল দেখে ট্রেড করি? নাকি সিগনাল দেখে নিজের সাথে মিলাই। নাকি কারো এনালাইসিস দেখি? তার পর মিলাই? নাকি সিগন্যাল কিনি? নাকি বড় ভাইদের কাছ থেকে জিজ্ঞাসা করি? আমি যাই করিনা কেন নিজের সিস্টেম এর সাথে না মিললে আমি ট্রেড দিবনা। নিজের এনালাইসিস এর সাথে না মিললে ট্রেড দিবনা। প্রতিজ্ঞা করি আজ থেকে। নইলে বাঁশ!!
এভাবে এই বিষয়গুলো নিয়ে সচেতন হই না বলে আমরা প্রতিনিয়ত লস করে যাচ্ছি। এখনও সময় আছে। আসুন একটু নিয়মের মধ্যে আসি। অনেক তো লস করলাম, আর কত? এবার আসুন একটু প্রফিট করি।

samun
2021-09-06, 03:46 PM
সিগনালের উপর ভর করে ফরেক্স মার্কেটে সফলতা পাওয়া খুবই কষ্টসাধ্য বিষয় বলে আমি মনে করি । সিগনাল *যদি আপনাকে সফলতা এনে দিতে পারে তাহলে ফরেক্স মার্কেটে যারা সিগনাল তৈরি করে তারা সিগনাল বিক্রয় না করে মার্কেটে ট্রেড করে কোটিপতি হয়ে যেত । অন্যের সিগন্যাল নির্ভর হয়ে ট্রেড করা ঠিক নয়। অন্যের স্ট্রাটেজি নির্ভর ট্রেডিং নিজের ট্রেডিং এবিলিটিকে ধ্বংস করার নামান্তর। অন্যের ট্রেডিং স্ট্রাটেজি ক্রয় করে ট্রেড না করে যদি নিজেই নিজের ট্রেডিং স্ট্রাটেজি ডেভলপ করার জন্য চেষ্টা করেন তাহলে দেখা যাবে আপনি নিজেই এক সময় সুন্দর ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করতে পারছেন এবং আপনিও সেই স্ট্রাটেজি বিক্রয় করতে পারছেন। আর তাতে করে নিজের প্রতি আত্মবিশ্বাস বা কনফিডেন্স বৃদ্ধি পাবে। এবং নিজেও একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার এ পরিণত হবেন। পরবর্তীতে ট্রেড করতে কারো সিগন্যাল নির্ভর করতে হবে না। তবে এই অবস্থা থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। এবং পরবর্তিতে আপনাকে আপনার নিজের একটা সিস্টেম বানিয়ে ট্রেড করা জানতে ও শিখতে হবে, এবং সেটাই হবে আপনার নিজের সিগন্যাল। সুতরাং নিজের উপর আত্নবিস্বাস রেখে নিজের সিস্টেমে ট্রেড করাই হল নিজেই নিজের সিগনাল বানিয়ে কাজ করা। আর তাছাড়া স্ট্রাটেজি ক্রয় করতে যে পরিমাণ অর্থ দিতে হয় সেটা দিয়ে একজন দক্ষ ট্রেডারের কাছে ট্রেডিং শিখলে সেটা অধিক বেশি কার্যকর। আমিও এমন টা করেছি। একজন দক্ষ ট্রেডার সারা জীবনের জন্য আপনার ট্রেডিং সিগন্যাল হিসেবে কাজ করতে পারে।

FRK75
2021-11-06, 05:14 PM
ট্রেডার আছে যারা রোবট এবং অনন্যার সিগন্যাল ব্যাবহার করে ফরেক্স মার্কেট এ ট্রেড করে।আমি মনেকরি ফরেক্স মার্কেট এ ট্রেড করার ক্ষেত্রে যদি আমরা আমাদের নিজেদের এনালাইসিস কে কাজে লাগিয়ে ট্রেড করি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবো।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমরা ফরেক্স মার্কেট কে তিন ভাবে এনালাইসিস করি।এই তিন প্রকার যদি আমরা ঠিক ভাবে করতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবো।

samun
2022-07-21, 05:04 PM
ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার আছে যারা রোবট এবং অনন্যার সিগন্যাল ব্যাবহার করে ফরেক্স মার্কেট এ ট্রেড করে।আমি মনেকরি ফরেক্স মার্কেট এ ট্রেড করার ক্ষেত্রে যদি আমরা আমাদের নিজেদের এনালাইসিস কে কাজে লাগিয়ে ট্রেড করি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবো। অন্যের ট্রেডিং স্ট্রাটেজি ক্রয় করে ট্রেড না করে যদি নিজেই নিজের ট্রেডিং স্ট্রাটেজি ডেভলপ করার জন্য চেষ্টা করেন তাহলে দেখা যাবে আপনি নিজেই এক সময় সুন্দর ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করতে পারছেন এবং আপনিও সেই স্ট্রাটেজি বিক্রয় করতে পারছেন। আর তাতে করে নিজের প্রতি আত্মবিশ্বাস বা কনফিডেন্স বৃদ্ধি পাবে। এবং নিজেও একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার এ পরিণত হবেন। পরবর্তীতে ট্রেড করতে কারো সিগন্যাল নির্ভর করতে হবে না। আর তাছাড়া স্ট্রাটেজি ক্রয় করতে যে পরিমাণ অর্থ দিতে হয় সেটা দিয়ে একজন দক্ষ ট্রেডারের কাছে ট্রেডিং শিখলে সেটা অধিক বেশি কার্যকর।

Mas26
2023-03-15, 11:09 AM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য অপরের সিগনাল ফ্লো করা ঠিক না কারন যদি ভাল সিগনাল দেয় তাহলে তারা নিজেরা বড় লোক হয়না কেন,তাই আমি মনেকরি ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য নিজের সিগনাল নিজেই তৈরি করে ট্রেডিং করা অনেক ভাল কারন ফরেক্স মার্কেটে এক এক সময় এক এক ধরনের সিস্টেম ভাল কাজ করে থাকে। ফরেক্সে নিজেই নিজের সিগনালের অনুসরন করে ট্ররড করাটা সবচেয়ে ভালো পদ্ধতি।এতে করে নিজের দক্ষতা তৈরী হওয়ায় সারাজীবনের মতো জীবিকার চাহিদা মেটানো যায়। কিন্তু যদি অন্যের সিগনালের ওপর নির্ভর করে ট্রেড শিখা যায় তবে পরবর্তীতে সিগনালের অভাবে সমস্যা হতে পারে। তাই ফরেক্সে নিজে নিজের সিগনালের ভিত্তিতে ট্রেড করে নিজেই নিজের বস হওয়ার চেষ্টা কররুন।