PDA

View Full Version : স্কাল্পিং



Alan Benet
2016-02-01, 08:47 PM
আসলে আমিও একদা স্কাল্পিং এর নেশায় মগ্নছিলাম পরিণাম হয়েছিল মহা ভয়্ঙ্কর। হ্যাঁ স্কাল্পিং এ প্রফিট করা যায় তবে লং ট্রেডের মত সহজ নাহ। সবার কাছে আমার ১টা প্রশ্ন আপনি কোন টাইমফ্রেমে ট্রেড করেন? H4এর নিচে হলে বদ অভ্যাস পরিত্যাগ করুন।

majidiqbal
2016-02-02, 12:44 PM
আমি আসলে আমি h30 পর্যন্ত টাইম ফ্রেমেই বেশী ট্রেড করে থাকি। তবে লং ট্রাম ট্রেডিং টা্ই তেমন ভাল করতে পারছিনা। আর তাই স্কল্পিং করার চেষ্টা করছি। আসলে লংট্রাম ট্রেডিংএর ক্ষেত্রে কোন ধরণের টাইম ফ্রেম ব্যবহার করা উচিৎ তা জানতে পারলে ভালহত।

basaki
2016-02-02, 02:16 PM
ফরেক্স মার্কেটে ট্রেড দুই ভাবে করা জায় একটি হচ্ছে সর্ট টাইম ট্রেড আর একটি হচ্ছে লং টাই ট্রেড। যারা সর্ট টাইম ট্রেড করে থাকে এটাকে বলা হয়ে থাকে স্কল্পিং আর স্কেল্পিং করটা কগুব একটা সহজ কাজ বলে আমার মনে হয় না। এটা কর*্যে অনেক অবিজ্ঞতা লাগে।তাই অবিজ্ঞ হয়েই স্কেল্পিং করা অনেক ভাল।

Marufa
2016-02-02, 03:52 PM
আমার মনে হয় স্ক্যাপিং অনেক ভাল একটি ট্রেডিং কৌশল । তবে স্ক্যাল্পিং এর জন্য যথেষ্ট পরিমান ব্যালেন্স থাকতে হবে । এবং এ বিষয়ে বিস্তারিত পড়াশুনা করে নিতে হবে । না হলে স্ক্যাল্পিং করে সুবিধা করাটা একটু কঠিন হয়ে যাবে । স্ক্যাল্পিং করে যেমন অনেক লাভের সম্ভাবনা রয়েছে তেমনি অনেক বেশি পরিমানে লস এর সম্ভবনা রয়েছে ।

nelson
2016-02-02, 03:54 PM
আমি নিজে স্ক্যালপিং অনেক পছন্দ করি। মন চায় স্ক্যালপিং করে রাতারাতি ভাল মুনাফা করার। আমি এই পযন্ত স্ক্যালপিং শিকতে পারি নাই। স্ক্যালপিং করে প্রচুর ডলার নষ্ট করেছি। স্ক্যালপিং মানেই ইনডিকেটর বেস ট্রেড। ইনডিকেটর যা বলবে তাই ট্রেডার করে। আর বাংলাদেশে যারা সফল স্ক্যালপার, আমি তাদের স্ক্যালপিং করতে দেখেছি। তারা মারকেট থেকে লাভ করে আসলেই। তারাও ইনডিকেটর বেস ট্রেডার। তাদের স্ট্যাজিও আমি দেখেছি। কিন্তু আমি তা আয়ত্ব করতে পারি নাই। তাই আমি লস করি। নতুন ট্রেডার দের জন্য স্ক্যাপিং না করাই উত্তম।

MotinFX
2016-02-07, 10:02 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে স্কালপিন থেকে দুরে থাকতে কারন স্কেলপিন করে কেউ কখনো ভাল কিছু করতে পারেনাই। হ্যা আপনি তখন স্কেলপিন করতে পারেন যখন আপনার ট্রেডিং স্ট্রেটেজি ভাল হলে মাঝে মধ্যে করতে পারেন। স্কেলফিন করতে তখন যখন মার্কেটে সাইড ওয়ে ট্রেন্ড থাকে। আপনাদের সঠিক মতা মত জানন।

majidiqbal
2016-02-07, 10:19 AM
স্কল্পিং হলে এক প্রকারকের টেডিং পদ্ধতি।যার স্কল্পিং পদ্ধতি ব্যবহার করে তাদেরকে বলা হয় স্কাল্পার । আর স্কাল্পারা যেভাবে ট্রেড করে তাকে স্কল্পিং বেলে। স্কাল্পার দের ট্রেডিং পদ্ধতি হল- দ্রুত ট্রেড নেয় দ্রুত প্রফিট নিয়ে এক্সিট করে ১০-২০ পিপস পেলেই সন্তুষ্ট।

md mehedi hasan
2016-02-07, 11:11 AM
ফরেক্স মার্কেটে স্কালাপিং অত্যন্ত জনপ্রিয় পদ্ধতি।ফরেক্স মার্কেটে স্কালাপিং অত্যন্ত জনপ্রিয় পদ্ধতি হলেও এটা করা অত্যান্ত ঝুকি পূর্ণ।কারন আপনার সামান্য ভুলের জন্য আপনাকে চরম মূল্য দিতে হবে।তবে ফরেক্স মার্কেটে স্ক্যালাপিং করার আগে ডেমো প্রাক্টিসের সময় স্কালাপং করার কৌশল ভালোভাবে শিখেনিতে হবে।তবে আমি মনে করি ফরেক্স মার্কেটে স্কালাপিং এর চেয়ে লং ট্রেড করাই ভালো।কারন লং ট্রেডে ঝুকি কম থাকে।

abdulguffer
2016-02-11, 02:33 AM
ফরেকস এ কম সময়ে প্রচুর পরিমান লাব করার অন্যতম উপায় হচেছ *এই সকালপিং । তবে কিছুটা ঝুকিপুর্ন , কিন্তু আমার খুব পছেনদের কারন ফরেকস মারকেটে যখন বর ধরনের স্পাইক হয় তখন সকালপিং করে অনেক বেশি পরিমান পিপস খুবই কম সময়ে লাভ করা যায় ।

Swing Trader
2016-02-16, 04:35 PM
আমি স্কাল্পিং করেছি। একেবারে খারাপ করিছি এমন টা না। তবে স্কাল্পিং করে কখোনো ভালো ট্রেডার হওয়া যায় না। তবে কিছু সময় স্কাল্পিং করতে ভালো লাগে।

yasmin
2016-02-16, 06:47 PM
একটি ট্রেড ওপেন করার অল্প কিছু সময় পরে ট্রেড ক্লজ করে প্রেফিট নিয়ে ফরেকস মার্কেট থেকে বের হয়ে যাওয়াকে স্কেলপিং বলে । ফরেকস মার্কেটে যখন স্পাইক তৈরী হয় তখন স্কেলপিং করে প্রচুর প্রফিট করা যায়।

mmlm
2016-02-20, 05:44 PM
স্কাল্পিং ফরেক্সে একটি জনপ্রিয় শব্দ। কম বেশি সব ট্রে ডারই এ শব্দের সাথে পরিচিত। তবে স্কাল্পিং করে সাময়িক লাভ করা গেলেও আসলে দীর্ঘ মেয়াদে টিকে থাকতে পারবেন না। তাই আমি নতুন ট্রে ডারদেরকে বলব স্কাল্পিং নিয়ে গাটা গাটি না করে লং ট্রেডে মন দেয়া উচিৎ। কারন লং ট্রেড অনেক বেশি নিরাপদ। আর লং ট্রেডে প্রফিটের সম্ভাবনাও অনেক বেশি থাকে।

fatemaakhter
2016-02-25, 03:41 PM
স্কাল্পিং করে খুভ অল্প সময়ে লাভ করা যায়। আর এর ফলে ট্রেড ওপেন করে টেনশন থেকে মুক্তি পাওয়া যায়। কারন আমাদের মূলধন থাকে অল্প তাই আমাদের স্কাল্পিং করা ছাড়া অন্য কোন উপাই থাকে না। আর মার্কেট সম্পর্কে আমরা অগ্রিম ভবিষৎবাণী করতে পারি না তাই আমরা বলতে পারি না যে আজকে ট্রেড ওপেন করার পর এক মাস পর মার্কেট কি হতে পারে তাই আমাদের জন্য সঠিক ট্রেড হল স্কাল্পিং করা । তবে এটা ঝুঁকিপূর্ণ ।অভিজ্ঞ হলে করা জায় ।

জ্যাক কয়েন
2016-05-10, 03:19 PM
অল্প সময় ধরে ট্রেড করাকে স্ক্যাল্পিং বলে। যেমন চার্ট এর m1 m5 ও m15 টাইমফ্রেমে ট্রেড করাকে স্ক্যাল্পিং বলা হয়।

dwipFX
2016-05-12, 12:16 PM
আমি ডেমো ট্রেড করার সময় স্কেলপিং করতাম পরে অনেক ডলার লস করে পেলি আমি যত টুকু বুঝলাম আমাদের কে স্কেলপিং না করে সবসময় লং ট্রেডের দিকে মন দিতে হবে তাহলে ফরেক্স মার্কেটে কিছু ভারসাম্য লেভেল বুঝতে পারব।তাই আমাকে স্কেলপিং না করে ডেইলি বা সাপ্তাহিক টাইম ফ্রেম দোখে ট্রেড করতে হবে।

Sahed
2016-07-29, 05:15 PM
ফরেক্স মার্কেট স্ক্যাল্পিং করাটা অনেক ঝুকিপূর্ণ বলে আমি মনে করি । অধিকাংশ ট্রেডাররাই স্ক্যাল্পিং করে মার্কেটে লস করে থাকে । হ্যা অনেক সময় স্ক্যাল্পিং করে লাভ করা যায় ঠিকই তবে অতিরিক্ত স্ক্যাল্পিং নেশার মত হয়ে যায় যার ফলে মার্কেটে ঠিকে থাকা কষ্টকর হয়ে যায় । তাই আমি মার্কেটে কখনো স্ক্যাল্পিং করি না । ধন্যবাদ ।

shimul77ss
2016-11-23, 12:08 AM
স্কায়লিং করতে হলে আমাদের অনেক দক্ষ হতে হবে।কারন স্কায়লিং ট্রেড করতে হলে আমাদের অনেক রিস্ক নিতে হই।কখন ট্রেড ওপেন করতে হবে আর কখন ট্রেড ক্লোজ করতে হবে এই বিষয়ে ভাল জ্ঞান অর্জন করতে হবে।আর স্ক্যালিং এর উপযুক্ত সময় হল বার বার সাপোর্ট আর রেজিস্ট্যান্স এ আপ ডাউন করে তাহলের স্ক্যালিং ভাল করা যাই।

vampire
2016-12-03, 08:24 PM
ফরেক্স মার্কেটে ট্রেড দুই ভাবে করা যায় একটি হচ্ছে শর্ট টাইম ট্রেড আর একটি হচ্ছে লং টাই ট্রেড । যারা শট টাইম ট্রেড করে থাকে এটাকে বলা হয়ে থাকে স্কল্পিং।স্ক্যাল্পিং ট্রেড করা হয় মুলত ৫ থেকে ১ ঘন্টার টাইম ফ্রেমে তবে আপনি যদি স্ক্যাল্পিং করতে চান থাওলে মার্কেট অনেক দক্ষ হওয়া লাগবে।

riponinsta
2016-12-10, 04:11 PM
সাধারনত স্বল্প সময় এর মধ্য যে টেড গুলো ধরা হয় তাই স্কাল্পিং। স্কাল্পিং টেড করে অনেক লাভ করা যাই । আমি নিজে অনেক সময় স্কাল্পিং টেড করে থাকি । স্কাল্পিং এর অনেক ভাল ভাল টেদিং সিস্টেম পাওয়া যাই যা দিয়ে অনেক লাভ করা যাই আপনি ও পারবেন করতে । স্কাল্পিং টেড ইং সিস্টেম এই কারন এ অনেক নাম করছে অনেক।

RUBEL MIAH
2016-12-11, 10:22 PM
স্ক্যাল্পিং করে ট্রেড করা হল দক্ষতাবান ট্রেডারের পক্ষে সম্ভব । আমরা সব সময় বেশী বেশী সময় দেয়ার চেষ্টা করব । যে ট্রেডার বেশী বেশী ফরেক্স মার্কেটে সময় দিতে পারবে সে অবশ্যই লাভবান হতে পারবে । অতএব আমরা বেশী বেশী সময় দেওয়ার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর স্কাল্পিং ট্রেড করলে আগে থেকে মার্কেট এ্যানালাইসিস করে নেওয়ার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

msisohel
2016-12-12, 04:16 PM
স্কাপিইং ভালো তবে নতুন ট্রেডআরদের জন্য নয়।

nbfx
2016-12-14, 11:06 AM
নতুনদের প্রতি বিশেষ অনুরোধ স্ক্যাপ্লিং থেকে ১০০ মাইল দূরে থাকুন। ফরেক্স সম্পর্কে পরিপূর্ণ জানুন নিজেকে একজন আদর্শ ট্রেডার হিসেবে গড়ে তুলুন তখন যেভাবেই ট্রেড করবেন লাভ করতে পারবেন।

shohanjacksion
2017-01-30, 11:00 AM
প্রফিট করাটাই আমাদের মূল বিষয়। ফরেক্স মার্কেটে প্রফিট অথবা লস নির্ভর করে আপনার আমার স্ট্যাটেজির উপর। টাইমফ্রেম কোন বিষয় না, তবুও টাইমফ্রেম এনালাইসিস করতে হয় মার্কেট ট্রেন্ড বুঝার জন্য। এইচ-4 টাইমফ্রেমই সবচেয়ে ভাল ফলাফল বহন করে থাকে। দীর্ঘ মেয়াদী সময় নিয়ে ট্রেড করাটাই ভাল।

Mamun13
2017-11-11, 08:01 PM
আমার ট্রেডিং লাইফের শুরুতে স্ক্যালপিং বহুবার করে দেখেছি প্রচুর প্রফিট আসে সত্য কিন্তু তার চাইতেও লসের ঝুঁকির আশংকা অনেক বেশি থাকে৷তাই আমি নিজে কখোনোও স্ক্যালপিংকে নতুন শিক্ষার্থীদের জন্য পরামর্শ বা সমর্থন করিনা৷আমি নিজে লং টাইমফ্রেমে ট্রেড করি এবং অন্যদেরও সেটাই পরামর্শ দেই৷লং টাইমফ্রেমে ট্রেড করা সর্বাধিক নিরাপদ ও সঠিক৷