PDA

View Full Version : এসএল ছাড়া ট্রেড:



Alan Benet
2016-02-01, 08:51 PM
একদা মনের খুশিতে আপনি বড় বড় লটে ট্রেড অপেন করা শুরু করবেন অতপর কোন ১দিন ১টা ট্রেড সামান্য ১০০-১৫০ পিপ্স মাইনাসে চলে যাবে। ততখনে আপনার ইকুইটি ব্যালেন্সের -৪০% চলে যাবে তারপর ভাববেন মারকেট তো ট্রেডের পক্ষেই যাবে থাক ট্রেড লজে ক্লোজ করব নাহ। এভাবে আরো ১০% মাইনাজে যাবে আর এভাবে যেতেই থাকবে যতক্ষন পরযন্ত আপনার একাউন্ট জিরো না হয়। এসএল ছাড়া ট্রেড আর ব্রেক ছাড়া গাড়ি এদের মাঝে কোন ফাঁরাক ।
হ্যাঁ কিছু কিছু ড্রাইভার আছে যারা ব্রেক ছাড়াই সারাদিন ঘুরে বেরাতে পারে, তবে তারাও যানে যে তারা কতটা নিরাপদ!!!!!
বিপদের সময় হয় চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে কিংবা রাস্তার পাসে কোন গাছ কিংবা বৃক্ষে গাড়ি ঠেস দিয়ে কোন মতে নিজেকে বাঁচাতে চেষ্টা করে...কেঊ পারে আবার কেউ পারে না।

nelson
2016-02-02, 03:59 PM
এস,এল ছাড়া ট্রেড ও আমার পছন্দ। কিন্তু আপনি যে এস,এল ছাড়া ট্রেড করবেন, তার জন্য আপনাকে অবশ্যই কোন না কোন স্ট্যাটিজি ফলো করতেই হবে। যারা এস,এল ছাড়া ট্রেড করে তারা মানি ম্যানেজমেন্ট খুব ভাল করে মানে। যেমন একটা ট্রেড নিল। মারকেট যদি তার ট্রেডের থেকে 2500 পিপস ও মাইনাসে যায় তবুও তার একাউন্ট এর বড় কোন ক্ষতি হবে না। পরে তারা আবার এই লস টাকে গুছেোর জন্য কাউন্টার ট্রেড করে। অনেকেউ ২-৩ স্টেপ এরিএন্ট্রিও নেন। এস,এল ছাড়া ট্রেড আর আর মাঝি ছাড়া নেীকা একউ জিনিস।

Marufa
2016-02-02, 04:02 PM
এস এল ছাড়া ট্রেড করা আর নিজের পায়ে নিজে কুড়াল মারার মধ্যে কোন পাথর্ক্য নেই বলে আমি মনে করি । কারন এস এল ব্যবহার না করার কারনে বেশিরভাগ ট্রেডার এর একাউন্ট জিরো হয়ে যায় । যে এস এল ব্যবহার না করার অন্যতম ফল । তবে এসএল ব্যবহার করে যুক্তিসংগত এস এল ব্যবহার করাটাই উত্তম বলে আমি মনে করি । না হলে এস এল ব্যবহার করে কোন লাভ নেই ।

MotinFX
2016-02-07, 09:57 AM
আমার একটা একাউন্ট জিরো হওয়ার মুল কারন হল আমি স্টপ লস ছাড়া ট্রেড করি আমি মনে করে ছিলাম স্টপ লস লাগবেনা কারন মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসবে। দেখতে দেকতে আমার একাউন্ট জিরো হয়ে যায় যা আমার কাছে খুব খারাফ লাগে তখন থেকে বুঝলাম স্টপ লস ছাড়া ট্রেড করে কখনো ঠিক না ব্রেক ছাড়া গাড়ির মত এক্সিডেন্ট করতে পারে।

md mehedi hasan
2016-02-07, 11:38 AM
আপনি একটি চিরসত্য কথা বলেছেন।ফরেক্স মার্কেটে প্রত্যেক ফরেক্স ট্রেডারদের স্টপ লস সেট করে ট্রেড করা উচিত।কারন আপনি যদি স্টপ লস সেট করে ট্রেড করেন তাহলে অনেক অনাকাঙ্খিত ঝুকির হাত থে আপার একাউন্টে রক্ষা করত পারবেন।বিশেষ করে যারা ফরেক্স মার্কেটে লং ট্রেড করে তাদের জন্য স্টপ লস সেট করা বাধ্যতামূলক বলে আম মনে করি।কারন স্টপ লস ব্যবহার করলে আপনি ট্রেড সেটাপ দিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন।

Hafizur Rahman
2016-02-07, 05:47 PM
আজ পর্যন্ত জারা একাউনট জিরো জিরো করেছে তারা সবাই এস এল ছাড়া ট্রেড করে । তাই বলতে পারি এস এল ছাড়া ট্রেড করা আর একাউনট জিরো করা এর মধ্যে কন পার্থক্য নেই । এস এল ছাড়া ট্রেড করে হয়ত আপনি প্রফিত করতে পারছেন তবে এ কথাও মনে রাখতে হবে যে এক দিন হটাৎ করে আপনার বালেন্স জিরো হয়ে জেতে পারে ।

fatemaakhter
2016-02-25, 07:14 PM
আমি আমার প্রতিটি ট্রেডেই স্টপলস এবং টেকপ্রফিট ব্যবহার করার চেষ্টা করি। কারন আমি সর্বদা মার্কেটের প্রতি নজর দিতে পারি না। এক্ষেত্রে আমি স্টপলস ব্যবহার করলে আমার অতিরিক্ত লসের ট্রেড ক্লোজ হয়ে যায়। আবার প্রত্যাশাজনিত প্রাইসে টেকপ্রফিট হিট করে ট্রেড ক্লোজ হয়। এজন্য আমি স্টপলস ব্যবহার করে থাকি। স্টপ লস ব্যবহার না করলে ব্যালেন্স জিরো হওয়ার আশংকা থাকে ।

abdulguffer
2016-03-11, 01:13 AM
এস এল অর্থাৎ স্টপ লস । এই স্টপ লস এর প্রতি আমার একটা এলার্জি আছে। আমি আমার কোনো ট্রেডেই স্টপ লস ব্যবহার করি না। যার ফলে বহুবার আমার একাউন্ট ব্যালেন্স 00 হয়েছে। তাই আপনাদের অনুরোধ করছি স্টপ লস ছারা ট্রেড করবেন না।

basaki
2016-03-15, 09:07 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে নিজের মত করেই ট্রেড করতে হবে অন্য কেউ আপনাক্র বলে দিবে না আপনি কিভাবে ট্রেড করবেন। তবে আপনি যদি আপনার লস্টাকে কম করে দিতে চান তবে আমি মনে করি প্রত্যেক ট্রেড ইপেন করার সময়ে আপনি স্টপ লস ব্যবহাত করাটাই অনেক ভাল হবে।

nbfx
2016-12-14, 11:05 PM
মার্কেট প্রাইস ডেইলি চার্ট ও ৪ ঘন্টার টাইমফ্রেমে যদি মুভিং এভারেজ (ইএমএ১৪/৫০) ক্রসিং এর স্টাটিং পয়েন্টে থাকে তখন ট্রেড ওপেন করতে পারেন । ট্রেড ক্লোজ ৪ঘন্টার টাইমফ্রেমের মুভিং এভারেজ ১৪ টাচ করলে ট্রেড ক্লোজ করতে পারেন। কোন স্টপ লস সেট করার দরকার নেই। সফল হবেন ইনশাল্লাহ।অবশ্যই মানিমেনেজম্যান্ট মেনে চলবেন।

hasan019
2016-12-17, 10:44 PM
এস এল অর্থাৎ স্টপ লস এতা ছাড়া ট্রেড করা আর ব্রেক ছাড়া গারি চালানো একি কথা। আমি আপনাদের অনুরোধ করছি স্টপ লস ছারা ট্রেড করবেন না। আর টেক প্রফিট ইউজ করেন। আমি আমার প্রতিটি ট্রেডেই স্টপলস এবং টেকপ্রফিট ব্যবহার করি।

riponinsta
2016-12-24, 04:10 PM
আমি মনে করি ফরেক্স মার্কেট এ এসএল ছাড়া ট্রেড করা উচিত না । আপনি এসএল ছাড়া ট্রেড করলে আপনি ১ বার ২ বার বা ১০০ বার বেচে গেলেন কিন্তু একবার ধরা খেলে আপনার অ্যাকাউন্ট ০ হয়ে যাবে তাই এসএল দিয়ে ট্রেড করুন । যারা অনেক দিন ধরে টেড করেন তারা প্রাই সবাই এসএল দিয়ে ট্রেড করে মাসে অনেক টাকা আই করছে আপনাকে এসএল দিয়ে টেড করতে হবে ।

nbfx
2017-01-20, 07:20 PM
ব্রেক ছাড়া গাড়ি আর এসএল ছাড়া ট্রেড এক নয়। আমি গত ৩ বৎসর যাবৎ এস এল ছাড়া ট্রেড করছি। এর জন্য একটি উপযুক্ত ট্রেডিং কৌশল ঠিক করতে হবে। মার্কেটের গতি বুঝে ট্রেড করতে হবে।আর অবশ্যই মানি মেনেজম্যান্ট মেনে চলতে হবে। আপনি যত বড় খেলোয়ারই হোন না কেন মানি মেনেজম্যান্ট না মানলে আপনি যে কোন সময় ধরাশায়ী হতে বাধ্য।

shohanjacksion
2017-01-21, 05:48 PM
স্টপ লস ব্যবহার না করেই ট্রেড করা হলো হলো ব্রেক বিহীন গাড়ী চালানোর মত। যে ট্রেডার স্টপলস ব্যবহার করেনা প্রকৃতপক্ষে সে সফল ট্রেডার নয় অথবা তার স্ট্র্যাটেজি ভাল নয়।একটি স্ট্র্যাটেজির একুরেসি যদি 90% ও থাকে তবেও তো 10% ট্রেড লস হবে। ট্রেড 100% সফল হতেই হবে এমন চিন্তা না করে ট্রেড করাই ভাল ।গাড়ী চালানোর আগে গাড়ীর ব্রেকটা ঠিক আছে কিনা ভাল করে দেখে নিন।

shohanjacksion
2017-02-08, 10:19 AM
একদা মনের খুশিতে আপনি বড় বড় লটে ট্রেড অপেন করা শুরু করবেন অতপর কোন ১দিন ১টা ট্রেড সামান্য ১০০-১৫০ পিপ্স মাইনাসে চলে যাবে। ততখনে আপনার ইকুইটি ব্যালেন্সের -৪০% চলে যাবে তারপর ভাববেন মারকেট তো ট্রেডের পক্ষেই যাবে থাক ট্রেড লজে ক্লোজ করব নাহ। এভাবে আরো ১০% মাইনাজে যাবে আর এভাবে যেতেই থাকবে যতক্ষন পরযন্ত আপনার একাউন্ট জিরো না হয়। এসএল ছাড়া ট্রেড আর ব্রেক ছাড়া গাড়ি এদের মাঝে কোন ফাঁরাক ।
হ্যাঁ কিছু কিছু ড্রাইভার আছে যারা ব্রেক ছাড়াই সারাদিন ঘুরে বেরাতে পারে, তবে তারাও যানে যে তারা কতটা নিরাপদ!!!!!
বিপদের সময় হয় চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে কিংবা রাস্তার পাসে কোন গাছ কিংবা বৃক্ষে গাড়ি ঠেস দিয়ে কোন মতে নিজেকে বাঁচাতে চেষ্টা করে...কেঊ পারে আবার কেউ পারে না।
স্টপ লস ব্যবহার ফরেক্স মার্কেটে অত্যন্ত জরুরী। কারন, এই মার্কেটে যেকোন ধরনের ইনভেষ্ট অত্যন্ত ঝুকিপূর্ণ। সুতরাং মানি ম্যানেজমেন্ট পদ্ধতির সাথে সাথে অবশ্যই একটি সঠিক স্টপ লস ব্যবহার করা উচিত এবং কিছু ট্রেড লস করার মনমানসিকতা থাকা উচিত।

edottc
2017-02-08, 10:43 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে এসএল বা স্টপ লস এর ব্যবহার করতে হবে । আপনি যদি এটা ছাড়া ট্রেড করেন তা্হলে কোন না কোন সময় লস হবেই । তাই এসএল এর ব্যবহার ফরেক্স মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ন ।

RUBEL MIAH
2017-04-29, 06:10 PM
এসএল ছাড়া ট্রেড আর ব্রেক ছাড়া গাড়ি এদের মাঝে কোন ফাঁরাক । ট্রেড ক্লোজ ৪ঘন্টার টাইমফ্রেমের মুভিং এভারেজ ১৪ টাচ করলে ট্রেড ক্লোজ করতে পারেন । স্টপ লস সেট করা বাধ্যতামূলক বলে আম মনে করি।কারন স্টপ লস ব্যবহার করলে আপনি ট্রেড সেটাপ দিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন ।

Md Masud
2017-05-24, 05:30 PM
এসএল ব্যবহার করে যুক্তিসংগত এস এল ব্যবহার করাটাই উত্তম । প্রত্যাশাজনিত প্রাইসে টেকপ্রফিট হিট করে ট্রেড ক্লোজ হয়। এজন্য আমি স্টপলস ব্যবহার করে থাকি। স্টপ লস ব্যবহার না করলে ব্যালেন্স জিরো হওয়ার আশংকা থাকে । রেড ক্লোজ ৪ঘন্টার টাইমফ্রেমের মুভিং এভারেজ ১৪ টাচ করলে ট্রেড ক্লোজ করতে পারেন ।

zobairi007bd
2017-05-28, 10:04 AM
আমি স্টপ লস পছন্দ করি না। লসের ফলে মানসিক চাপ বেড়ে যায় ফলে বড় ভলিউম ট্রেড করে লস বেশি হয়। আমি ছোট ভলিউমে ট্রেড করা পছন্দ করি।

Nur Alam
2017-05-30, 04:15 PM
এস এল ছাড়া ট্রেড করা আমারো অনেক ভাল লাগে। ফরেক্সে সাধারনত ট্রেড করতে হলে আপনার নিজের মতই ট্রেড কতে হবে। ফরেক্সে এস এল ছাড়া ট্রেড করা অনেক সহজ এবং এই পদ্ধতিতে ট্রেড করলে লস হবার সমজভাবনা অনেক কম থাকে। সুতরাং আমি মনে করি এস এল ছারা ট্রেড করা অনেক সুবিধাজনক।

Mamun13
2017-06-01, 09:31 AM
এস.এল সেট করা আপনার ওপেনিং ট্রেডের জন্য খুবই ভালো ও নিরাপদ৷আমরা বেশি লাভের আশায় থাকি ও লস একেবারেই দিতে চাইনা৷তাই এস.এল সেট করতে চাইনা৷এটা আসলে আমাদের মানসিক সমস্যা৷যে কোনো ব্যাবসা মানেই হলো আপনাকে কিছু লস দিতেই হবে,কোনো উপায় নাই৷এস.এল সেট করার জন্য অবশ্যই আপনার ট্রেডিং চার্টের সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো ভালো করে চিনতে হবে৷

Shadhin
2017-06-10, 04:52 PM
ফরেক্সে এস এল ছাড়া ট্রেড করা আর নিজের পায়ে নিজে কুড়াল মারা সমান। কারন ফরেক্সে এস এল ছাড়া ট্রেড করলে আপনার লস হবার সম্ভাবনা অনেক বেশি থাকে। ফরেক্সে না বুঝে শুনে এস এল ছাড়া ট্রেড করে আপনার একাউন্ট জিরো হয়ে যেতে পারে। একমাত্র ফরেক্সে দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার রাই এস এল ছাড়া ট্রেড করে থাকেন।

uzzal05
2017-06-10, 10:07 PM
মাঝি বিহীন নৌকা যখন চলতে থাকে তেমনি ফরেক্স এ স্টপ লস ছাড়া ট্রেড সমান কথা। মাঝিবিহীন নৌকা একদিকে চলতে চলতে এক্সিডেন্ট করতে পারে। তেমনি ফরেক্স এ স্টপ লস ছাড়া ট্রেড করলে যে কোণ সময় একাউন্ট জিরো হয়ে যেতে পারে।

FREEDOM
2020-08-31, 05:28 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে নিজের মত করেই ট্রেড করতে হবে অন্য কেউ আপনাক্র বলে দিবে না আপনি কিভাবে ট্রেড করবেন। তবে আপনি যদি আপনার লস্টাকে কম করে দিতে চান তবে আমি মনে করি প্রত্যেক ট্রেড ইপেন করার সময়ে আপনি স্টপ লস ব্যবহাত করাটাই অনেক ভাল হবে।

sss21
2020-08-31, 05:37 PM
এস এল অর্থাৎ স্টপ লস এতা ছাড়া ট্রেড করা আর ব্রেক ছাড়া গারি চালানো একি কথা। আমি আপনাদের অনুরোধ করছি স্টপ লস ছারা ট্রেড করবেন না। আর টেক প্রফিট ইউজ করেন। আমি আমার প্রতিটি ট্রেডেই স্টপলস এবং টেকপ্রফিট ব্যবহার করি।

Bossking
2021-01-23, 03:59 PM
ব্রেক ব্যতীত যানবাহন এবং এসএল ছাড়া বিনিময় খারাপ
আমি বিগত 3 বছর ধরে এসএল ছাড়াই বিনিময় করছি। এর জন্য আপনাকে উপযুক্ত এক্সচেঞ্জিং সিস্টেমটি ঠিক করতে হবে। আপনার বাজার এবং এক্সচেঞ্জের গতি বোঝা দরকার। আরও কী, নির্বাহীদের নগদ করতে আপনার অবশ্যই প্রয়োজন। আপনি যত বড় খেলোয়াড়ই হন না কেন, আপনি যদি এক্সিকিউটিভদের নগদ না অনুসরণ করেন তবে আপনি যখনই নিঃসন্দেহে প্ররোচিত হবেন।

zubair
2021-01-27, 05:24 PM
যারা প্রফেশনাল ট্রেডার তারা আগে থেকেই প্লান করে থাকে। প্লান মাফিক কাজ করেন বিধায় তারা সহিজে লস করেন না। আর প্লান ছাড়া যারা ফরেক্স করবনে সে অব্যশোই ধরা খাবেন। ফরেক্স এ সফলতা পাওয়ার জন্য আ,আদের সকল্কে প্লান করতে হবে।

zubair
2021-01-30, 02:07 PM
GBPUSD কোনও নির্দিষ্ট দিকনির্দেশ ছাড়াই প্রায় 1.2343 এর কাছাকাছি সংহতকরণ অব্যাহত রাখে। সম্ভবত, আজ এই জুটিটি 1.2200 এর দিকে পড়ে এবং তারপরে 1.2343 এ ফিরে যেতে পারে to পরে যদি দামটি এই সীমানাকে ডাউনসাইডে ভঙ্গ করে, বাজারটি 1.2055 এর দিকে একটি নতুন অবতরণ কাঠামো গঠন করতে পারে; যদি উল্টো দিকে হয় – লক্ষ্যটি নিয়ে 1.2555 এ উপরের দিকে বাণিজ্য শুরু করুন।

Mas26
2021-05-28, 10:07 PM
এস এল ছাড়া ট্রেড করা আর নিজের পায়ে নিজে কুড়াল মারার মধ্যে কোন পাথর্ক্য নেই বলে আমি মনে করি। এসএল ব্যবহার করে যুক্তিসংগত এস এল ব্যবহার করাটাই উত্তম বলে আমি মনে করি। না হলে এস এল ব্যবহার করে কোন লাভ নেই।আমার একটা একাউন্ট জিরো হওয়ার মুল কারন হল আমি স্টপ লস ছাড়া ট্রেড করি আমি মনে করে ছিলাম স্টপ লস লাগবেনা কারন মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসবে। দেখতে দেকতে আমার একাউন্ট জিরো হয়ে যায় যা আমার কাছে খুব খারাফ লাগে তখন থেকে বুঝলাম স্টপ লস ছাড়া ট্রেড করে কখনো ঠিক না ব্রেক ছাড়া গাড়ির মত এক্সিডেন্ট করতে পারে।