PDA

View Full Version : ইএ ব্যবহার করে আয়:



Alan Benet
2016-02-01, 09:04 PM
যারা ১০০০%+ প্রফিট করে তাদের অনেকেই ইএ ব্যবহার করে আর তারা সফল এর কারন হচ্ছে ট্রেড করার জন্য রোবট কিছু তত্তের উপর প্রস্তুত করা হয় বিধায় সিস্টেমের বাইরে যায়না+ নির্দৃষ্ট পেয়ারে ট্রেড করে মানিম্যানেজমেন্ট সহকারে এ জন্য তারা প্রফিটে থাকে। আমার এই পোস্টের দারা আমি এটাই বুঝাতে চাচ্ছি যে যদি সিস্টেমের উপর থেকে মানিম্যানেজমেন্ট করে ট্রেড করা যায় তাহলে কিছু না হলেও মাস শেষে একাউন্ট ব্যালেন্স মাইনাসে যাবেনা উপরন্তু কিছু না কিছু গ্রীন পিপ্স পাকেটে ঢুকবে।
একই একাউন্টে একাধিক সিস্টেমে ট্রেড করতে যাবেন না, হ্যাঁ তবে যদি একাধিক ট্রেডিং সিস্টেমের সমন্বয়ে ১টা সিস্টেম হয় তাহলে সেটা ভিন্ন কথা। মনে রাখবে সিস্টেম যত সাধারণ তত অসাধার

yasir arafat
2016-04-04, 12:51 AM
আমি রোবট ব্যবহার করি না।আর রোবট ট্রেডিং আমার ভাল লাগে না।আমি চাই নিজেকে ফরেক্সে দক্ষ করে তুলতে এবং সে অনুযায়ী কাজ করতে।রোবট আপনাকে সফল ট্রেডার হতে সাহায্য করে না।সেজন্য এসব রোবট থেকে নিজেকে দূরে রাখুন এবং অন্যদেরকে দূরে থাকতে সহায়তা করুন।

fatema begum
2016-08-01, 12:18 AM
ফরেক্স মার্কেটে আমি ইএকে সমর্থন করি না।যতক্ষণ নিজে পারি আমি চেষ্টা করি।আর সব থেকে বড় কথা হল আমি নিজের স্ট্রাটেজিটা ফলো করার চেষ্টা করি ।সুতরাং এটার ফলাফল আমার তেমন খারাপ আসে না বললে চলে।আপনারাও ট্রাই করে দেখুন।

vodrolok
2016-09-06, 04:03 PM
অন্যের ইএ ব্যবহার করে আয় করার চিন্তা আমার কাছে এক প্রকার পাগলামি বলে মনে হয়। তবে নিজের কোনো স্ট্রাটেজি ইএ তে রূপান্তরিত করলে সেটা ভিন্ন কথা। অথবা আমি যে স্ট্রাটেজি বুঝি এবং যে মানি ম্যানেজমেন্ট কে তার জন্য পারফেক্ট মনে করি সেসব ইনক্লুড করা থাকলে নিজের পছন্দনীয় সেটিংস ব্যবহার করে অবশ্য আয় করা যায়।

Forex Boy
2016-09-25, 12:57 AM
আমি আপনাকে অপমান করছি না। কিন্তু াামি এটাই বরতে চাই যে যখন আমাদের বুদ্ধিমত্তা কোন রোবটের থেকে একে বারে কম নয় তাহলে টাকা দিয়ে রোবটের ওপর ভরসা করে আমাদের কি লাভ। ফরেক্স্র মার্কেটের কিছুু নিওম কানুন জানা থাকরে ও মার্কেটকে ভাল ভাবে এনালাইস করতে পারলে আমরা অবশ্যই মার্কেটরে ট্রেন্ড ধরতে পারবে। ফলে প্রফিট ও আসবে।

tarekbsl101
2016-10-06, 02:28 PM
আমি মনে করি রোবোট নতুন দের জন্য নাহ এটি এক্সপাট দের জন্যই ভাল

nbfx
2016-11-03, 10:14 AM
ই এ ব্যবহার কোন বাহাদুরি নয়, যদি আপনি একজন ভাল ট্রেডার হতে চান। একজন আদর্শ ট্রেডারের বৈশিষ্ট্য হলো স্ক্যাপ্লিং বা ই এ ব্যবহার না করা । আর যদি আপনার হাতে ট্রেড করার মত সময় না থাকে, সেক্ষেত্রে ই এ ব্যবহার করে বাড়তি কিছু আয় করতে পারবেন।

riponinsta
2016-12-17, 03:32 PM
ইএ ব্যবহার করে আয় করা যাই আবার লস ও হয় । আমি ইএ ব্যবহার করে আয় ও করছি আবার লস ও করছি , প্রথম দিকে ভাল লাভ হয় পরে জখন লস হয় তখন অ্যাকাউন্ট ০ হইয়ে যাই তখন কিছ করার থাকে না তাই ইএ ব্যবহার না করাই ভাল কিছু কিছু ভাল ইএ ভাল করে সেটিং করে ব্যবহার করলে অনেক লাভ করা যাই কিন্তু এর জন্য অনেক টেস্ট করা লাগে ।

siddiquecec
2017-02-01, 04:17 PM
আমিও একমত তবে আমি যা দেখেছি যাহারা ভাল ট্রেডার তাহারা কখনও রিয়েল ট্রেড এর জন্য ইএ ব্যবহার করে না ডেমোতে সাজানো থাকে যা দিয়ে analysis করে ট্রেড লাগায়।

shohanjacksion
2017-02-09, 04:48 PM
EA (expert advisor) ব্যবহার করলে শুধু EA এর উপরই নির্ভরশীল থাকা উচিত। এই ক্ষেত্রে যদি accuracy ভাল থাকে তবে রোবট এ নির্দেশকৃত মানি ম্যানেজম্যান্ট পদ্ধতি ভাল করে ব্যবহার করে আমরা প্রতিমাসে প্রায় নির্দিষ্ট পরিমান প্রফিট পকেটে উঠানো সম্ভব বলে আমি আপনার সাথে একমত। আমাদের প্রফিট যাই হোকনা কেন প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমান প্রফিট হলে আমরা ফরেক্স কে পেশা হিসেবে নিতে সক্ষম হতে পারব।

shohanjacksion
2017-02-09, 04:50 PM
ইএ ব্যবহার করে আয় করা যাই আবার লস ও হয় । আমি ইএ ব্যবহার করে আয় ও করছি আবার লস ও করছি , প্রথম দিকে ভাল লাভ হয় পরে জখন লস হয় তখন অ্যাকাউন্ট ০ হইয়ে যাই তখন কিছ করার থাকে না তাই ইএ ব্যবহার না করাই ভাল কিছু কিছু ভাল ইএ ভাল করে সেটিং করে ব্যবহার করলে অনেক লাভ করা যাই কিন্তু এর জন্য অনেক টেস্ট করা লাগে ।

আমি ফ্রিতে পাওয়া যায় এমন কয়েকটি রোবট ব্যবহার করে দেখেছি যে,লাভ তো দূরের কথা,সর্বদাই লস হয়ে থাকে। লাভ বা লস নির্ভর করে রোবট এর গঠনকৃত তথ্যের উপর। সব রোবট একই রকম স্ট্যাটেজি দিয়ে তৈরী হয়না। আর তাই ভাল রোবট ব্যবহার করলে প্রতিমাসে একটি ভাল প্রফিট পাওয়া যেতে পারে।

shohanjacksion
2017-03-09, 07:32 PM
ভাই, খুব ভাল কথা। তবে একদম সত্য হলেও সম্পূর্ণ অবিশ্বাসযোগ্য একটি কথা। ই এ ব্যবহার করে এত প্রফিট করা যেমন সহজ হবে তেমনি মূল ব্যালেন্সের ১০০০% লসও সাভাবিক যেখানে ১০০% লস হলেই ব্যালেন্স ফাকা। ফরেক্স মার্কেট আপনার আর আমার জন্য টাকা ফেলে রাখিনি যে, আমরা চাইলেই তারা টাকাটা আমাদের দিয়ে দিতে বাধ্য থাকিবে।

Momen
2017-07-23, 08:50 AM
ইএ টাও হচ্ছে এক ধরনের রোবট। রোবট দ্বারা ট্রেডিং আমি খুব একটা ভরসা পাই না। কারন রোবট কখন মার্কেট এর মুভমেন্ট কে আটকাতে পারে না। রোবট তার একটা নির্দিট গতিতে চলে। ফলে বেশির ভাগ সময়ই রোবট আমাদের লসের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য আমি বলবো রোবট দ্বারা ট্রেড পরিহার করুন।

Grimm
2018-02-09, 12:12 AM
আমার মনে হয় না যে আমি কোন রোবট ব্যবহার করে এই বাজার থেকে ১০০% আয় করতে পারবেন। আমার মতে আপনি যদি কোন রোবট দীর্ঘদিন ব্যবহার করেন তাহলে একসময় দেখতে পাবেন আপনি ১০০% ক্ষতি করে দিয়েছেন। কারণ কোন রোবটই আপনাকে কখনই দীর্ঘসময়ের জন্য মুনাফা দিতে পারবে না। যদি এটি পারতো তাহলে এতদিনে সব ট্রেডাররাই রোবট ব্যবহার করতো।

maziz6989
2018-02-21, 12:58 PM
যদি তাই হত - কোন রোবট ব্যবহারকরি তার রোবট বেচত না। অনলাইনে আপনি এমন হাজার হাজার রথি মহারথি পাবেন যারা ১০০০% প্রফিটেবল রোবট ১০০-৫০০ ডলারের বিনিময়ে বিক্রি করে। এতই যদি প্রফিট আসে তবে কেন এই ধান্ধা - মাথায় ঘিলু থাকলে বুঝতে সময় লাগার কথা নয়।

Yousuf Habib
2018-09-29, 12:08 PM
ea ব্যাবহার কারী যাহারা ইএ ব্যাবহার করে থাকেন তাহারা জানেন হয়তো সেই সব ট্রেডারা আমার মনে হয় খুবিই দক্ষ আমি কিন্তু ইএ ব্যাবহার করিনা কারণ আমি মনে করি নিজে কোন কিছুর উপর ডিপেন্ড না করে আপনি নিজে একটু চেষ্টা করলে অবশ্যই এক সময় নিজেই ইএ হয়ে উঠবেন।
thanks

FXOCM
2018-12-09, 01:00 PM
আমি ও ইএ(ea) ব্যবহার ফরেক্স করতে চাই । কিন্তু কিভাবে , কোথায ?

Rokibul7
2020-07-27, 01:27 AM
যারা ১০০০%+ প্রফিট করে তাদের অনেকেই ইএ ব্যবহার করে আর তারা সফল এর কারন হচ্ছে ট্রেড করার জন্য রোবট কিছু তত্তের উপর প্রস্তুত করা হয় বিধায় সিস্টেমের বাইরে যায়না+ নির্দৃষ্ট পেয়ারে ট্রেড করে মানিম্যানেজমেন্ট সহকারে এ জন্য তারা প্রফিটে থাকে। আমার এই পোস্টের দারা আমি এটাই বুঝাতে চাচ্ছি যে যদি সিস্টেমের উপর থেকে মানিম্যানেজমেন্ট করে ট্রেড করা যায় তাহলে কিছু না হলেও মাস শেষে একাউন্ট ব্যালেন্স মাইনাসে যাবেনা উপরন্তু কিছু না কিছু গ্রীন পিপ্স পাকেটে ঢুকবে।
একই একাউন্টে একাধিক সিস্টেমে ট্রেড করতে যাবেন না, হ্যাঁ তবে যদি একাধিক ট্রেডিং সিস্টেমের সমন্বয়ে ১টা সিস্টেম হয় তাহলে সেটা ভিন্ন কথা। মনে রাখবে সিস্টেম যত সাধারণ তত অসাধার

ঠিকই বলছেন ভাই সিষ্টেম যত সাধারন তত অসাধারন।আমি সিস্টেম এর বাইরে থাকি। তাই লসেই ঝুলে থাকি।ভাই আজ থেকে সাধারন সিষ্টেমে থাকবো।মাকেটে টিকেই থাকতে পারছি না।

FREEDOM
2020-09-30, 12:28 PM
EA (expert advisor) ব্যবহার করলে শুধু EA এর উপরই নির্ভরশীল থাকা উচিত। এই ক্ষেত্রে যদি accuracy ভাল থাকে তবে রোবট এ নির্দেশকৃত মানি ম্যানেজম্যান্ট পদ্ধতি ভাল করে ব্যবহার করে আমরা প্রতিমাসে প্রায় নির্দিষ্ট পরিমান প্রফিট পকেটে উঠানো সম্ভব বলে আমি আপনার সাথে একমত। আমাদের প্রফিট যাই হোকনা কেন প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমান প্রফিট হলে আমরা ফরেক্স কে পেশা হিসেবে নিতে সক্ষম হতে পারব।