PDA

View Full Version : EurUsd



Alan Benet
2016-02-02, 05:22 PM
EurUsd মার্কেট এখনও একটি রেঞ্জের মধ্যেই ঘুরাফেরা করছে। জানুয়ারিতে মেজর কোন নিউজ না থাকায় মার্কেট খুব একটা মুভমেন্ট হয়নি। তবে এই মাস থেকে মার্কেট মুভ করা শুরু করবে আশা করা যায়।

Hafizur Rahman
2016-02-03, 08:14 PM
আমার ও তাই মনে হয়

MotinFX
2016-02-14, 11:48 PM
আমার কয়েকটা ফেয়ারের মধ্যে eur/usd একটি প্রিয় ফেয়ার। ফরেক্স মার্কেটে আমাদের এই ফেয়ার নিয়ে বেশি করে কাজ করতে হয়। কারন প্রতি সাপ্তাহে নিউজ রিলিজ হয় ইউরোর তাই মার্কেট মুব করে বেশি। আমার মনে হয় ইউরো মার্কেটে ভাল মুভ করতে পারে। আপনাদের পারামর্শ শেয়ার করেন তাহলে আমরা আরো অনেক কিছু জানতে পারব।

md mehedi hasan
2016-02-15, 10:04 PM
ভাই আপনি ঠিক বলেছেন।ইউরো ইউএসডি পিয়ার একটি সীমানার মধ্যে রেঞ্জবাউন্স করছে।তবে খুব শীঘ্রী এটা ব্রেকআউট হবে।আমার মনে হয় আগামী দুদিন সেলে যাবে এবং এর পর মার্কেট আপট্রেন্ড হতে পারে।

fatemaakhter
2016-02-23, 12:21 PM
ইউরো - ইউ এস ডি এখন ডাউন ট্রেডে আছে ।এটা আরও ডাউন ট্রেডে যাবে না কি আপ ট্রেডে যাবে ,তা বুঝা যাচ্ছে না ।

basaki
2016-03-04, 01:55 PM
ফরেক্স মার্কেটের একটি জনপ্রিয় পিয়ার হচ্ছে ইউরো ইউএসডি এই পিয়ারটি খুব ভাল আপ ডাউন হয়ে থাকেয়াপনি যদি অবিজ্ঞ বা ভাল ফরেক্স ট্রেডার হয়ে থাকেন তবে আপবি ফরেক্স মার্কেটে ট্রেড করে অনেক লাভ বান হয়ে পারবেন বকে আমি মনে করি ভাকিটা আপনি নিজের উপরেই করতে হবে।

Rahat015
2016-03-11, 10:25 AM
গতকাল এই পেয়ার টা যেভাবে মুভ করছে ১ ঘন্টা টাইম ফ্রেমে এর মুল কারন টা কি আমি এখনো বুজতে পারিনি। কেউ কি আমাকে একটু বুজাই বলবেন?? আর ইউ এস ডি রিলেটেড সব পেয়ার এ কিন্তু এ রকম অনেক মুভ করছে ।। কোন টা আপ এ ছিলও আবার কোন টা ডাউন এ ছিলো। এর মুল কারন টা কি যদি কেঊ জানাতেন। ভালো হতো।।

Md Akter Hossain
2016-03-11, 02:57 PM
ইউরো ইউ এস ডি পেয়ারের ভবিষ্যৎ বলাটা খুবই কঠিন ব্যাপার । গতকাল মার্কেট অনেক আপ ছিলো । এর প্রধান কারণ হলো ইসিবি প্রেস কনফারেন্স । খুবই হাই ইমটেক্ট নিউজ ছিলো এটা । সাধারণতো এই ধরনের হাই ইমটেক্ট নিউজজের সময় ট্রেড করা খুিই রিক্সি । তাই ভেবে চিন্তে ট্রেড করা দরকার ।