PDA

View Full Version : মাকের্ট সেন্টিমেন্ট



Alan Benet
2016-02-03, 07:43 PM
প্রায় অনেক ট্রেডারকে বলতে শুনতে পাওয়া যায়, 'মাকের্টে ট্রেড নেয়ার জন্য এখন উপযুক্ত সময় নই' । এটিই হল মাকের্ট অনুভূতি বা মাকের্ট সেন্টিমেন্ট বুঝা যেটি একজন ট্রেডারকে এই মাকের্টে ট্রেডিং করতে বিশাল ভূমিকা পালন করে। তা কতটুকু সত্য:?

nelson
2016-02-04, 02:24 PM
আমরা যরা ফরেক্স শিখছি বা ফরেক্স করতেছি তারা সবাই ফরেক্স জীবনের শুরু পড়লেখা কম হলেও করেছি। তখন আমরা সবাই একটা জিনিস পড়ছি সেটা হল কি কি কারনে মারকেট মুভ করে। এর মধ্যে আমরা সবাই পড়ছি মারকেট মুভ করে ফান্ডামেন্টল, টেকনিক্যাল ও সেন্টিম্যান্টাল। যেমন ২০১৪ থেকে তেল এর দাম কমছে এটা হইছে ফান্ডামেন্টাল। আর সাধারনত মারকেট যেই মুভ টা করে এটা টেকনিক্যাল। তাহলে কোন সময় মারকেট সেন্টিম্যান্টালই মুভ করে। এই মুভ আমরা খুবই কম দেখতে পাই। যেমন ২০১৫ ৩রা ডিসেম্বর ইউরো যেই বুলিশ মুভ করছে এটা হইছে সেন্টিম্যান্টাল।

MotinFX
2016-02-06, 11:22 PM
ফরেক্স মার্কেটে আমরা তিন ধরনের ট্রেড করি ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল এনালাইসিস। কেই যখন বলে মার্কেটে এখন ট্রেড করার কোন উপযুক্ত সময় নেই সেটাকে বলে সেন্টিমেন্টাল আর এই ভাবে ফরেক্স মার্কেটে ট্রেড করি। মার্কেট যখন কোন নিউজের সময় রিলিজ হয় সে সময় ট্রেড করাকে বলে ফান্ডামেন্টাল এনালাইসিস।

biswas90
2016-02-07, 12:37 AM
সেন্টিমেন্টাল হচ্ছে নিজস্য চিন্তা-চেতনা । আর ফরেক্স মার্কেটে এই চিন্তা-চেতনার উপর ভিত্তি করেই ট্রেড করতে হয় । সেন্টিমেন্টালকে ফরেক্স মার্কেটে যত কম পরিচালনা করা যায় ততই ভাল । কারন, এগুলো অনেক সময় ফান্ডান্টোল এবং টেকনিক্যালকে চ্যালেন্জ করে সবকিছু ভন্ডুল করে দেয় । ফলে লস গুনতে হয় ।

RUBEL MIAH
2016-04-03, 03:16 PM
আমাদের সকলেরই আগে মার্কেট ফান্ডামেন্টাল করতে হবে । যে যত বেশী এই ফরেক্স মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং সেন্টিমেন্ট হলে সফলতা অর্জন করা যাবে না । বুঝে শুনে কাজ করলে সেই কাজে সফলতা অর্জন করা সম্ভব ।

askam
2016-04-03, 05:01 PM
ফরেক্স সম্পর্কে জানতে হলে অনেক কিছু ই জানতে হয় । তার মধ্যে অন্যতমও বিষয় হল মার্কেট সেন্টিমেন্ট । ট্রেড করার সময় অবশ্যয় খেয়াল রাখা জরুরী যে মার্কেট এখন ট্রেড করার জন্য উপযুক্ত কি না । এখন আমি বাই করব না সেল করব এটা বুঝা ই মার্কেট সেন্টিমেন্ট ।

Sahed
2016-07-29, 03:16 PM
ফরেক্স মার্কেটে মার্কেট সেন্টিমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার । আপনি মার্কেটে ট্রেড নেওয়ার আগে একবার হলেও দেখে আসুন যে পেয়ারটি সম্পর্কে ট্রেডারদের সেন্টিমেন্ট কি । কারন মার্কেট সেন্টিমেন্টের উপর আপনার ট্রেডিং এ লাভ করা বা লস করা অনেকট*া নির্ভর করে ।

milonkhanfx1993
2016-09-25, 11:33 PM
প্রায় অনেক ট্রেডারকে বলতে শুনতে পাওয়া যায়, 'মাকের্টে ট্রেড নেয়ার জন্য এখন উপযুক্ত সময় নই' । এটিই হল মাকের্ট অনুভূতি বা মাকের্ট সেন্টিমেন্ট বুঝা যেটি একজন ট্রেডারকে এই মাকের্টে ট্রেডিং করতে বিশাল ভূমিকা পালন করে। তা কতটুকু সত্য:?

মার্কেট এই উপরের দিকে উঠছে এই চলে গেল এন্ট্রি নেই এন্ট্রি নেই তারাতারি,এভাবে আসলে হয় না,আর এভাবে করতে গেলে আপনার দিকে দুই এক পিপ্স গিয়ে আবার আপনার বিপরিতে মার্কেট যেতে থাকে এটি আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম।

Mamun13
2017-09-13, 11:00 PM
মার্কেট সেন্টিমেন্ট হচ্ছে মার্কেটে ট্রেডারগণ কখন-কোন্ মুডে ট্রেড করছেন ? বুলিশ না বেয়ারিশ মুড ? মার্কেটে যখন ট্রেডারগণ ট্রেড করেন তখন ট্রেডিং টার্মিনালের বিভিন্ন চার্টে প্রাইসের কম/বেশি মুভমেন্ট আমরা দেখতে পাই৷ এই প্রাইসের মুভমেন্ট কখোনোও ট্রেন্ডিং মুডে হয় আবার মাঝেমাঝে রেন্জিং মুডে হয়ে থাকে৷এই পরিস্হিতিগুলোকেই মার্কেট সেন্টিমেন্ট বলা হয় যা দেখে বুঝে আমরাও সে অনুযায়ী ট্রেড করে থাকি৷যাকে আমরা সেন্টিমেন্টাল এনালাইসিস বলি৷

FREEDOM
2020-08-26, 10:47 PM
ফরেক্স মার্কেটে সবচেয়ে বেশি প্রয়োজন মার্কেট সেন্টিমেন্ট বোঝা যা অনেক ট্রেডারের পক্ষেই সম্ভব হয় না আর এ কারনেই লস খেতে হয়। অনেক সময়ই সেন্টিমেন্টালি চাপ সামলানো সম্ভব হয় না যেটা আমাদের খারাপ একটি গুন।