PDA

View Full Version : আবেগ



Alan Benet
2016-02-03, 08:05 PM
ফরেক্স ট্রেডিং এ আপনার আবেগই আপনার পরম শত্রু !!!
আমি শুধু ফরেক্স মার্কেটের জন্য বলছি না যে কোন মার্কেটে আবেগই আমার বড় শত্রু আবার অনেক সময় আবেগ অনেক বড় কাজ করতে পারে ।
এটার উত্তর কী?

Marufa
2016-02-03, 08:12 PM
ফরক্স ট্রেডিং এ আবেগের কোন স্থান নেই । যে আবেগের বশবর্তী হয়ে ট্রেড করবে সে নিশ্চিত ধরা খাবে এটাই স্বাভাবিক । কারন আবেগ দিয়ে ট্রেড করলে এনালাইসিস করে ট্রেড নিবে না যার কারনে নিশ্চিত ধরা খাওয়ার সম্ভাবনা থেকে যায় । এটাই বড় সমস্যা ।আবেগ একাউন্ট জিরো করার জন্য যথেষ্ট ।

MotinFX
2016-02-06, 09:58 AM
আবেগ আমার জন্য বড় বিপদ হয়ে দেখা দিয়াছে কারন আমি যখন ট্রেড করি কোন ট্রেড আমার বিপরীতে গেলে তখন আমি আবেগে আরেকটা বড় ট্রেড অপেন করে বসি এই ভাবে আমি লস করতে করতে আমার একাউন্ট জিরো করে পেলি। আবেগ থেকে দুরে কোন কৌশল থাকরে আমাকে বলেন আমার অনেক উপকারে আসবে।

md mehedi hasan
2016-02-06, 10:11 AM
ফরেক্স মার্কেটে আবেগ একটি ক্ষতিকারক দিক।ফরেক্স মার্কেটে আবেগের বসবর্তী হয়ে ট্রেড করলে আপনি ক্ষতিগ্রস্থ হবেন।এর বাস্ততব প্রমান আমি নিজেই।কারন আমি গতসপ্তাহে usd/cad পিয়ারে সেল দিয়ে ট্রেড ওপেন করি এবং মোটামোটি প্রফিট ছিল কিন্তু আমি আবেগের বসবর্তী হয়ে ট্রেডটিকে দীর্ঘায়িত করি যার ফল সরুপ আমি উক্ত ট্রেড থেকে তেমন প্রফিট করতে পারেনি।তাই ফরেক্স মার্কেটে আবেগ নিয়ে ট্রেড না করা ভালো।নয়ে পরে আপনাকে অনেক মূল্য দিতে হবে।

real80
2016-02-15, 11:28 PM
ফরেক্স ট্রেডিং বিজনেসে ট্রেডারদের অন্যতম প্রধান শত্রু হচ্ছে ট্রেডারদের নিজেদের ইমোশন। এই আবেগ ট্রেডিং এবং ট্রেডার উভয়ের জন্য ভীষণ মাত্রার ক্ষতিকারক। আবেগ একজন ট্রেডারকে লস ট্রেডের দিকে ঠেলে দেয়। আবেগ দিয়ে ট্রেডিং করা যায় না। মার্কেট বুঝে ট্রেডিং করতে হয়। কেউ চাইলেই মার্কেট পরিবর্তিত হয়ে যায় না। তাই এই ট্রেডিং মার্কেটে আবেগের কোন স্থান নেই। নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে চাইলে আবেগ পরিহার করে ট্রেডিং করতে হবে।

RUBEL MIAH
2016-02-21, 04:08 PM
ফরেক্স ব্যবসায় লসের একমাত্র উপায় হল আবেগ । আবেগ যার যত বেশী সে তত বেশী লসের সন্মুখীন হয়ে থাকে । সুতরাং অামরা সব সময় এই ব্যবসা করার জন্য আবেগকে ছেড়ে দেব । আবগে ছাড়া আমরা সকলেই ট্রেড করব তাহলেই সফলকাম হতে পারব ।

fatemaakhter
2016-02-22, 12:16 PM
হ্যাঁ ফরেক্স করতে হলে অবশ্যই ইমোশন কে কনট্রোল করতে হবে। কারন এই ইমোশন এর জন্য ফরেক্স মার্কেট এ টিকে থাকা অনেক কঠিন। আমি অনেক অ্যাকাউন্ট হারিয়েছি এই ইমোশন এর জন্য। ইমোশন কে কনট্রোল করতে পারলে আমি মনে করি যে অনেক সহজে এই মার্কেট থেকে আয় করা সম্ভব। আমরা যখন ইমোশনাল হয়ে ট্রেড করি তখন অধিকাংশ ট্রেড দেয়া ভুল হয় ।

basaki
2016-03-19, 01:34 PM
হা ভাই ফরেক্স মার্কেটে একটি সত্য কথা হচ্ছে দরেক্স মার্কেটে যারা আবেগ দিয়ে ট্রেড করে থাকে আমি মনে করি তাদের অনেক লস হয়ে থাকে। আর আপনি যদি ফরেক্স মার্কেটে আবেগ ছেড়ে ভাল কিছু করতে চান তবে আমি মনে করি খুব ভাল ফরেক্স মার্কেটে ট্রেড করেই জীবিকা নির্বর করতে পারবেন।

HKProduction
2016-06-29, 09:21 AM
ফরেক্স একটি বাস্তবধর্মী বিজনেস। এখানে আবেগের বশে কোন প্রফিট করা যায় না। প্রফিট করতে হলে বাস্তব ট্রেডিং এর অভিজ্ঞতার প্রয়োজন হয়। ইমোশনাল ট্রেডাররা এখানে সব সময় লস করে থাকেন। সুতরাং আমাদেরকে ইমোশনকে পরিহার করে রিয়েলিটিকে নিয়ে ভাবতে হবে। লস হলেই এর কারন জানতে হবে। ভাল ট্রেডাররা সব সময় তাদের লস থেকে রাভের কারন জানতে চান । এবং শেষ পর্যন্ত সেটা ফরেক্স মার্কেটে বের করা সম্ভব।

HKProduction
2016-06-29, 09:22 AM
ফরেক্স একটি বাস্তবধর্মী বিজনেস। এখানে আবেগের বশে কোন প্রফিট করা যায় না। প্রফিট করতে হলে বাস্তব ট্রেডিং এর অভিজ্ঞতার প্রয়োজন হয়। ইমোশনাল ট্রেডাররা এখানে সব সময় লস করে থাকেন। সুতরাং আমাদেরকে ইমোশনকে পরিহার করে রিয়েলিটিকে নিয়ে ভাবতে হবে। লস হলেই এর কারন জানতে হবে। ভাল ট্রেডাররা সব সময় তাদের লস থেকে লাভের কারন জানতে চান । এবং শেষ পর্যন্ত সেটা ফরেক্স মার্কেটে বের করা সম্ভব।

Md. Tariqul Islam
2016-07-18, 09:59 AM
ফরেক্স মার্কেটে আবেগের বসবর্তী হয়ে ট্রেড করলে আপনি ক্ষতিগ্রস্থ হবেন।এর বাস্ততব প্রমান আমি নিজেই।কারন আমি গতসপ্তাহে usd/cad পিয়ারে সেল দিয়ে ট্রেড ওপেন করি এবং মোটামোটি প্রফিট ছিল কিন্তু আমি আবেগের বসবর্তী হয়ে ট্রেডটিকে দীর্ঘায়িত করি যার ফল সরুপ আমি উক্ত ট্রেড থেকে তেমন প্রফিট করতে পারেনি।তাই ফরেক্স মার্কেটে আবেগ নিয়ে ট্রেড না করা ভালো।নয়ে পরে আপনাকে অনেক মূল্য দিতে হবে।

Sahed
2016-07-24, 05:29 PM
উত্তেজিত হয়ে ট্রেড করে বা আবেগের বশে ট্রেড করে ফরেক্স মার্কেটে আজও কেউ ভাল কিছু করতে পারেনি । তাই ফরেক্স মার্কেটে আবেগী এবং উত্তেজিত হয়ে ট্রেড করা মুটেও ঠিক নয় । ট্রেড করার আগে আপনি ভালভাবে মার্কেট এ্যনালাইসিস করুন এবং এ্যনালাইসিস করার পর আপনার যদি মনে হয় আপনি ট্রেড করে লাভবান হতে পারবেন তাহলে ট্রেড করুন । তারপরও যদি আপনার ট্রেড লসের সম্মুখিন হয় তাহলে ট্রেড ক্লোজ করে মার্কেট থেকে বেরিয়ে আসুন ।

milonkhanfx1993
2016-09-29, 11:04 PM
ফরেক্স ট্রেডিং এ আপনার আবেগই আপনার পরম শত্রু !!!
আমি শুধু ফরেক্স মার্কেটের জন্য বলছি না যে কোন মার্কেটে আবেগই আমার বড় শত্রু আবার অনেক সময় আবেগ অনেক বড় কাজ করতে পারে ।
এটার উত্তর কী?

আচ্ছা আবেগ টা কেমন হয় সেটা বলি,যখন পর পর দুই টা ট্রেড প্রফিট এ আসে তখন মনে হয় হয়েই গেল আমি পারেছি তখন বড় লটে ট্রেড মারে আর যেটা হওয়ার সেটাই হই,বড় লস করে ফেলে,মানে প্রফিট এর চেয়ে লস ই করে বেশি।

Dilip05
2016-09-30, 10:18 PM
ফরেক্স এ অনেক সময় মনে হয় মার্কেট নিচে নামবে অথবা মার্কেট উপরে উঠবে এটাই হলো আবেগ। মনে রাখবেন আবেগে ট্রেড করবেন তো লস করবেন।

Ajobja12
2016-09-30, 10:58 PM
কথাটা ঠিকই । ভালো পণ্য সকলেরই চাহিদা । আমরা যদি ফরেক্স মার্কেটটিকেও এভাবে দেখি তাহলে আমরা লাভবান হয়ে যেতে পারি । যেমন eur , usd .gbp ।ইত্যাদি কারেন্সীগুলো যদি অামি সুন্দরভাবে দেখতে পারি তাহলে অবশ্যই সফলকাম হতে পারব ।

MoinFX
2016-10-06, 10:50 AM
ফরেক্স মার্কেটে আমরা যারা কম বয়সি ট্রেডার আছি সবাই কম বেশি আবেগ দিয়ে ট্রেড করি সে থেকে লস ছাড়া লাভ করতে পারিনা।তাই আমাদের কে কর্ম ক্ষেত্রে আবেগ দিয়ে ট্রেড করা যাবেনা।আবেগ আমাদের চলার জন্য বড় বাধা তাই আমাদের কে আবেগ দিয়ে ট্রেড না করে বিবেগ দিয়ে ট্রেড করতে হবে।

forexboy
2016-10-11, 03:05 PM
আবেগ একাউন্ট জিরো করার জন্য যথেষ্ট । লস হলেই এর কারন জানতে হবে। ভাল ট্রেডাররা সব সময় তাদের লস থেকে লাভের কারন জানতে চান । এবং শেষ পর্যন্ত সেটা ফরেক্স মার্কেটে বের করা সম্ভব।

Rahat015
2016-10-15, 10:53 PM
এটা সার্বজনীন সত্য যে মানুষ আবেগের বশবর্তী হয়ে যে সব সিদ্ধান্ত নেই তার ৯০% এ ভুল হয়। এর থেকে বোঝা যায় আবেগ আমাদের জন্য কতটুকু ক্ষতিকর। তাই ফরেক্স এ আবেগের কোন জায়গা নেই। তবে হা সেন্টিমেন্টাল এর সাথে আপনি আবেগ মিলাতে পারবেন না। ফরেক্স চলে পুরো বিশ্বের ট্রেডার এর ট্রেড এর উপর। তাই কখনো আবেগ দিয়ে ট্রেড করা উচিত না। বাস্তবতাকে প্রাধান্য দিয়ে ট্রেড করা উচিত।

mithunsarkar
2016-10-20, 12:09 PM
ফরেক্স ব্যবসা একটি আন্তর্জাতিক শেয়ার মার্কেট । এখানে কারেন্সি কেনা বেচা করা হয় । আপনি যদি এই ফরেক্স ব্যবসা কে জুয়া খেলা মনে করেন তাহলে কখনই এই মার্কেট এ আপনি সফলতা অর্জন করতে পারবেন না । এই ফরেক্স মার্কেট এ সফলতা পেতে হলে ফরেক্স ট্রেডিং ভালো ভাবে শিখতে হবে । এই ব্যবসা সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে তাহলেই এই মার্কেট এ সফলতা পেতে সক্ষম হবেন ।

Mamun13
2017-10-02, 08:48 AM
আপনার মনের আবেগের কোনোও মূল্য এখানে পাবেন না৷তাই আবেগ দিয়ে কখোনোই ফরেক্স মার্কেটে ট্রেডের চেষ্টা করবেন না৷এখানে আসলে এইসব আবেগ ঝেঁড়ে ফেলে মার্কেটের বিভিন্ন কৌশলগুলো শিখতে হবে৷দীর্ঘদিন যাবৎ নিয়মিত প্র্যাকটিস করে করে অভিজ্ঞতা-দক্ষতা অর্জন করতে হবে৷এই মার্কেটে যে যত শিখবে,প্র্যাকটিস করবে,দক্ষতা অর্জন করবে সে ততই সফল ও পেশাদার ট্রেডার হতে পারবে৷আবেগের কথা ভূলে যান এখনই,এই মুহূর্তে...৷

expkhaled
2017-10-18, 05:33 PM
আবেগ তারিত হয়ে কেউ যদি ট্রেড করেন সেখানে লস ছাড়া কিছু দেখা যাবে না। কার মার্কেট হচ্ছে শুধু ক্যালকুলেশন, আপনি সঠিক ক্যালকুলেশন করতে না পারেন তাহলে কখনও মার্কেট এ ট্রেড করা উচিত নয়। আপনাকে সবসময় বাস্তব ধর্মী হতে হবে। শুধু লাভবান হতে চাওয়া ঠিক হবে না। আপনাকে লস টাও নিতে শিখতে হবে। আপনাকে জানতে হবে কত আপনি লস দিবেন আর কতটুকু লাভ করবেন।