PDA

View Full Version : মুভিং এভারেজ কি?



Alan Benet
2016-02-03, 08:45 PM
মুভিং এভারেজ সম্পর্কে কেউ বিস্তারিত জানালে উপকৃত থাকবো

Md Akter Hossain
2016-02-03, 08:51 PM
মুভিং এভারেজ হলো একধরনের ইন্ডিকেটর যা মেটা টোডারে ডিফল্প হিসাবে দেয়া খাকে । মুভিং এভারেজ এর কাজ হলো কেনডল গ্রলোর ক্লোজিং প্রাইজের গড় নির্নয় করা । ধরুন আপনি ema 20 করবেন তারমানে হলো মুভিং এভারেজ এর সুতা পূর্ববর্তী ২০ কেনডেলের ক্লোজিং প্রাইজের গড় দেখাবে ।

nelson
2016-02-04, 01:54 PM
মুভিং এভারেজ একটি বহুল ব্যবহৃত ইনডিকেটর। এটি সব এমটি৪ এরই দেওয়া থাকে। এর ডিফল্ট সেটিং সাথে ১৪। এখন আপনি যে কোন টাইম ফ্রেমেই একে ব্যবহার করতে পারবেন। আপনার মন চাইল কাষ্টমাইজ করেও একে ব্যভহার করতে পারবেন। যাই হোক আপনি যখণ ডিফল্ট টা ব্যবহার করবেন ডখন এই ১৪ এর মানে হল শেষ ১৪ টা ক্যানন্ডেল এর সমনিত ফল। এর আরো একটা সেটিং আছে স্লো ও এক্সপোনিয়েনশিয়াল। আমরা সাধারনত সবাই এক্সপোনিয়েলশিয়াল টাই ব্যভহার করি।

MotinFX
2016-02-06, 11:36 PM
ফরেক্স মার্কেটে অনেক রকমের ইনডিকেটর দেখতে পাই আমার কাছে মুভিং এভারেজ অনেক ভাল লাগে কারন এই ইনডিকেটর দিয়ে মার্কেট এভারেজ দেখা যায় যে মার্কেট কি পরিমান মুভ করেছে। এই ইনডিকেটর যখন মার্কেটে সাপোর্টে থাকে তখন আমরা ট্রেড করি। আপনাদের সঠিক ভাবে জানা থাকরে সুন্দর করে উপস্হাপন করবেন।

biswas90
2016-02-07, 12:17 AM
ফরেক্স মার্কেটে মুভিং এভারেজকেই আমার কাছে সব থেকে বেশি ইফেক্টিভ মনে হয়েছে । এটি মার্কেটের ধরন, প্রকৃতি এবং মার্কেট কতটুকু মুভ করেছে ও কতটুকু মুভ করতে পারে তা বুঝতে সাহায্য করে । এই মুভিং এভারেভারেজ কে আবার অনেকভাবে প্রাকাশ করা যায় । যেমন, সিম্পল মুভিং এভারেজ (sma), এক্সপোনেনশিয়াল মুভিং এভারেরেজ (ema), স্মুথড মুভিং এভারেজ (sma), লিনিয়ার ওয়েটেড মুভিং এভারেজ(lwma). এদেরকে আবার বিভিন্ন ম্যাথডে অ্যাপ্লাই করতে হয় । ক্লোজ, ওপেন, হাই, লো, মিডিয়াম প্রাইজ, টাইপিক্যাল প্রাইস, ওয়েটেড ক্লোজ । এখন আপনি আপনার পিরিয়ড ও শিফট কিভাবে ব্যাবহার করতে চান তা আপনার অভিক্ষতা অনুসারে সেটিংস করে নিবেন । ধন্যবাদ ।

majidiqbal
2016-02-24, 04:16 PM
মুভিং এভারেজ হচ্ছে ফরেক্স ট্রেডারদের জন্য সবচেয়ে গুরুত্বপুর্ন ইন্ডিকেটর । একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কেটের এভারেজ প্রাইজ ভ্যালু কেমন ছিল তা বোঝার জন্য মুভিং এভারেজ ব্যবহার করা হয়।

Marufa
2016-02-24, 06:25 PM
মুভিং এভারেজ এক ধরনের ইন্ডিকেটর । এর মাধম্যে মার্কেট এর বিভিন্ন ক্যান্ডেল এর মুভিং এভারেজ সম্পর্কে জানা যায় । মুভিং এভারেজের দিয়ে বিভিন্ন ধরনের ট্রেডিং কৌশল তৈরি করা যায় । আসলে মুভিং এভারেজ খুব ভাল একটি ইন্ডিকেটর যা দিয়ে আমরা খুব ভাল একটি ট্রেডিং কৌশল তৈরি করতে পারি ।

fatemaakhter
2016-02-25, 12:05 AM
মুভিং এভারেজ ইন্ডিকেটর ফরেক্সের জন্য খুবই গুরুত্বপুর্ন একটি টুল। এটি খুবই জনপ্রিয় একটি ইন্ডিকেটর। নতুন কিংবা অভিজ্ঞ সকল পর্যায়ের ট্রেডার রাই মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার করেন। একটি নির্দিষ্ট সময় ব্যবধানে মার্কেটের প্রাইস ভ্যালু কি ছিল তা নির্দেশ করতে মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার করা হয়। মার্কেট এনালাইসিসের জন্য মুভিং এভারেজ ইন্ডিকেটর খুবই কার্যকরী। আমি নিজেও এটি ব্যবহার করি ।

gmgmgm
2016-03-13, 11:05 PM
মুভিং এভারেজ একটি উপকারি ইন্ডিকেটর। এটি ১৪ টি ক্যান্ডেল বিবেচনা করে মার্কেটের অবস্থা বুঝাতে চেষ্টা করে। যারা এটির ব্যাবহার একবার ভালকরে শিখতে পারে তারা এই ইন্ডিকেটর দিয়ে ভাল লাভবান হতে পারে।এই ইন্ডিকেটর মেটাট্রেডার-৪ এ দেওয়া থাকে। শুধু আপনাকে সেট করে নিতে হবে।

yasir arafat
2016-04-06, 01:36 PM
আমি এর আগেও এ ইন্ডিকেটরটি ব্যবহার করেছি।খুব ভাল একটি ইন্ডিকেটর।এটাতে এন্ট্রি এবং এক্সিট সিগনাল আছে।তাছাড়া অনেকের কাছে আবার এটির রোবট ভার্সন আছে। রুবিকন প্রাইস অ্যকশনের উপর কাজ করে এবং london sesion এ ইন্ডিকেটরটি ভাল কাজ করে।আর সিগনাল খুব ভাল পাওয়া যায়।মোটামুটি প্রফিট থাকে।

ahal
2016-04-13, 12:20 AM
মুভিং এভারেজ ফরেক্স এর একধরনের নিরদেশিকা । মুভিং এভারেজ ব্যাবহার করে আমরা বেশ অনেক সময়ের ট্রেডিং হিস্ট্রি গুলো বুঝতে পারি । যেমন আমি যদি ৩০ মিনিটের অথবা ১ ঘণ্টার একটি ট্রেড ওপেন করি তা হলে এই নিরবাচিত সময়ের মধ্যে মার্কেট কি পরিমান পরিবরতন হয়েছে তা নিরদেশ করে । আমরা চাইলে এটি ৫০ টি বা তার বেশি মুভমেন্ত সম্পর্কে জানতে পারি ।

dwipFX
2016-05-14, 02:03 PM
মুভিং এভারেজ ফরেক্স মার্কেটে জনপ্রিয় ইনডিকেটর । ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে বিভিন্ন ইনডিকেটর সম্পর্কে জানতে হয় কারন ইনডিকেটর অনেক সময় আমাদের কে ভাল ট্রেড সিগনাল দিয়ে থাকে তাই আমাদের কে ট্রেড করতে হলে মুভিং এভারেজ নিয়ে এনালাইসিস করতে হবে সেটা কি নির্দেশ করে আমাদের দেখতে হবে।

Sahed
2016-07-26, 03:37 PM
নিঃসন্দেহে ফরেক্স মার্কেট একটি ভাল ইন্ডিকেটর । এই ইন্ডিকেটর মার্কেট আপ হবে না ডাউন হবে তা নির্দেশ করে থাকে । ফরেক্স মার্কেটে মুভিং এভারেজ ব্যবহার করে ভাল ফল পাওয়া যায় । তবে মুভিং এভারেজ বিভিন্ন পিপসে সেট করা যায়॥ এখন কোন পিপসে সেট করলে মুভিং এভারেজ ভাল কাজ করে তা জানা দরকার ।

milonkhanfx1993
2016-10-01, 08:59 PM
মুভিং এভারেজ সম্পর্কে কেউ বিস্তারিত জানালে উপকৃত থাকবো

এমটি ৪ এর যে কয়টি ইন্ডিকেটর আছে সেগুলোর মধ্যে মুভিং এভারেজ বহুল ব্যাবহিত আমি এটির মেকিং রহস্য জানি না তবে এর ব্যাবহার জানি এবং এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ এবং ২০০ সিম্পল মুভিং এভারেজ এর বহুল ব্যাবহার টা জানি,আপনি নিজে এড করলে বুঝতে পারবেন।

shariful
2016-10-02, 11:54 AM
আচ্ছা,সিম্পল মুভিং এভারেজ আর এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ এর মদ্ধে পার্থক্য কি আমাকে বিষয় টা ভালভাবে দয়া করে জানাবেন,তাহলে এটা ব্যাবহার এ সুবিধা হবে

MoinFX
2016-10-06, 12:56 PM
ফরেক্স মার্কেটে বিভিন্ন রকমের ইনডিকেটর রয়েছে তারমধ্যে একটি মুবিং এভারেজ। মুভিং এভারেজ ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এনালাইসিস এর উপর ব্যাবহার করা হয়। মুভিং এভারেজ সম্পর্কে আমার সঠিক ধারনা নেই ফোরাম থেকে জানতে পারলাম।

tarekbsl101
2016-10-07, 01:05 PM
আসলে মুভিংএভারেজ সম্পক্রে ভাল যান্তাম নাহ এখন থেইকা জানলাম

ssrahman00
2016-10-10, 03:38 PM
ভাই টেকনিকাল এনালাইসিস সম্পরকে বিস্তারিত লিখেন।আমাদের মত নতুনরা অনেক উপকার পাবে

forexboy
2016-10-11, 03:22 PM
মুভিং এভারেজ এক ধরনের ইন্ডিকেটর । এটির ব্যাবহার একবার ভালকরে শিখতে পারে তারা এই ইন্ডিকেটর দিয়ে ভাল লাভবান হতে পারে।এই ইন্ডিকেটর মেটাট্রেডার-৪ এ দেওয়া থাকে। শুধু আপনাকে সেট করে নিতে হবে।

RichMahfuz
2016-10-11, 10:06 PM
মুভিং এভারেজ হচ্ছে পূর্বের ক্যান্ডেলের ৪ টির গড় অর্থাৎ ৫ ম ক্যান্ডেলটির পূর্ব সংকেত। এতি একটি ইনডিকেটর, এই ইনডিকেটর এর মাধ্যমে ট্রেড এর গতি সহজে বুঝা যায়। অনেকই এটা দেখে অনুমান করতে পারে কখন ট্রেড করতে হবে।

instasaiful
2016-10-31, 12:56 PM
মুভিং এভারেজ একটি এণ্ডিকেটর। কিন্তু এটি ভাল ভাবে বুঝতে পারছিনা। আপাতত এম.এ.সি.ডি, স্ট্যাটোস্টিক, বুলিংগার ব্যাণ্ড এগুলোকেয় যথেষ্ট মনে কছি।

Mamun13
2017-09-19, 07:45 AM
মুভিং এভারেজ একটি বহুল ব্যাবহৃত নতুন ট্রেডারদের জনপ্রিয় ইনডিকেটর৷এটি তাদের ট্রেডিং চার্টের টেকনিক্যাল এনালাইসিসের জন্য ব্যাবহার করা হয়৷মুভিং এভারেজের বিভিন্ন লেভেল দিয়ে প্রাইসের মুভমেন্টের একটা গড় হিসাব করা হয়ে থাকে৷নতুন ট্রেডারগণ অনেকেই আবার এই মুভিং এভারেজ দিয়ে ট্রেডিং স্ট্র্যাটেজীও তৈরি করে ফেলেন এবং তা দিয়ে ট্রেডও শুরু করে দেন৷

FREEDOM
2020-08-24, 03:18 PM
মুভিং এভারেজ ইন্ডিকেটর ফরেক্সের জন্য খুবই গুরুত্বপুর্ন একটি টুল। এটি খুবই জনপ্রিয় একটি ইন্ডিকেটর। নতুন কিংবা অভিজ্ঞ সকল পর্যায়ের ট্রেডার রাই মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার করেন। একটি নির্দিষ্ট সময় ব্যবধানে মার্কেটের প্রাইস ভ্যালু কি ছিল তা নির্দেশ করতে মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার করা হয়। মার্কেট এনালাইসিসের জন্য মুভিং এভারেজ ইন্ডিকেটর খুবই কার্যকরী। আমি নিজেও এটি ব্যবহার করি ।