PDA

View Full Version : ফরেক্স মার্কেটে ক্রোর লেভেল কি?



md mehedi hasan
2016-02-04, 12:28 PM
আমরা ফরেক্স মার্কেটে সাপোর্ট লেভেল ও রেসিসটেন্স লেভেল নির্ধান করে ট্রেড করে থাকি।ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেডকে প্রফিটেবল ট্রেডে পরিণিত করতে সাপোর্ট লেভেল ও রেসিসটেন্স লেভেল এর গুরুত্ব অনেক।কিন্তু সাপোর্ট লেভেল ও রেসিসটেন্স লেভেল সম্পর্কে জানলেও আমি ক্রোর লেভেল কি সে সম্পর্কে জানিনা।ট্রেড করার ক্ষেত্রে এই লেভেলে গুরুত্ব কতটুকু এবং ক্রোর লেভেল কি যদি আপনারা আমাকে বিস্তারিত জানাতেন তাহলে আমি খুব উপকৃত হতাম।:woo:

MotinFX
2016-02-06, 11:42 PM
ফরেক্স মার্কেট সম্পর্কে আমরা অনেক পড়া লেখা করতেছি আমি ট্রেড করার সময় চেস্টা করি মার্কেটের সাপোর্ট লেভেল ধরার জন্য তখন মার্কেটে বাই করার সুযোগ খুজি কিন্তু ক্রোর লেভেল সম্পর্কে আমার কোন ধারনা নেই।সিনিয়র দের কারো জানা থাকলে আমাদের সাথে শেয়ার কররবেন।

abdulguffer
2016-02-16, 08:40 PM
সাপোর্ট ও রেজিস্টানস লেভেল নির্নয় করে বাই / সেল টরেড এন্ট্রি করে থাকি । কিন্তু ফরেক্স এ ক্রোধ লেভেল টা কি , জানিনা ।

Marufa
2016-02-16, 09:23 PM
আমার জানা মতে ফরেক্স মার্কেট এ সাপোর্ট এবং রেসিসটেন্স অনেক বেশি কাজে লাগে । এই সাপোর্ট এবং রেসিসটেন্স এর সাথে সবাই পিভট পয়েন্ট ও ব্যবহার করে । আমি ফরেক্স মার্কেট এ বিভিন্ন পড়াশুনা করেছি । এ পযর্ন্ত অনেক ইবুক কমপ্লিট করেছি । কিন্তু ক্রোর লেভেল সম্বন্ধে শুনিনি । দেথি ইন্টারনেনেট কিছু পাই কি না ।

mmlm
2016-02-20, 05:38 PM
ফরেক্স মার্কেট এ সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেলের গুরুত্ব অসীম। এ মার্কেটে টিকে থাকতে গেলে ভাল করে ফরেক্স মার্কেট এ সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল বুজতে হবে। আমি ফরেক্স মার্কেট এ সাপোর্ট এবং রেসিসটেন্স বুজে রেদ করার চেষ্টা করি। কিন্তু ক্রোর লেভেল কি সে ব্যপারে একদমই শুনিনি। যদি কার জানা থাকে শেয়ার করলে সবাই উপকৃত হব।

Md Akter Hossain
2016-02-20, 08:35 PM
ক্রোর লেভেল সম্পর্কে আমি আজকেই প্রথমেই শুনতে পেলাম । আগে কখনোই আমি ক্রোর লেভেল সম্পর্কে কারো কাছে শুনিনি । তবে ব্যপারটা আমার কাছে ইমপোরটেন্ট মনে হলো । দেখি গুগলে সার্চ করে কিছু পাওয়া যায় কিনা । যদি ইমপোরটেন্ট কিছু পায় তবে অবশ্যই জানাবো ।

fatemaakhter
2016-02-25, 04:20 PM
আমি তো পিভট পয়েন্টের সাপোর্ট ও রেসিস্তেন্স লেভেল দিয়ে ট্রেড করি ।ফরেক্সে ক্রোর লেভেল কি এবং এটা আমাদের কি সুবিধা দেয় তা জানার ইচ্ছে রইল ।আপ্নারা কেউ জানতে পারলে জানাবেন ।

Mamun13
2017-09-07, 09:24 AM
আমরা কেউই সম্ভবত এই 'ক্রোর লেভেল' সম্পর্কে তেমন কিছুই জানিনা এবং কখোনোও কারোও কাছে শুনিনি৷তাহলে এই শব্দটি আসলো কোথা থেকে ? ফরেক্স ট্রেডের সাথে আমরা যারা দীর্ঘদিন যাবৎ আছি তারা অবশ্যই ফরেক্সের প্রতিটি শব্দ-অক্ষর দেখেছি,শুনেছি৷অথচ এই 'ক্রোর লেভেল' শব্দটি অনেকেই শুনি নাই !! আসলে শব্দটি হচ্ছে-'Core Level' অর্থাৎ মূল লেভেল বা সাপোর্ট/রেসিসট্যান্সের যে মূল লেভেলগুলোকে আমরা নির্ণয় করে থাকি,অনেকেই আমরা যাকে-'Key Level' বলে থাকি,আবার অনেকেই যাকে-'Entry Level' বলে চিনি...যা একই বিষয় অথচ ভাষাগত পার্থক্যের কারনে দূর্বোধ্য মনে হয়,আর জানলে খুবই সহজ৷