PDA

View Full Version : ফরেক্স এ লস কিভাবে নিয়ন্ত্রন করা যায় ?



Hafizur Rahman
2016-02-04, 03:01 PM
আমরা ফরেক্স এ কিভাবে লস নিয়ন্ত্রন করতে পারি ? ;)

syed_rana
2016-02-04, 03:41 PM
অনেক ভাবেই লস নিয়ন্ত্রন করতে পারেন ।যেমন ,আপনি বাই অথবা সেল করার সময় দেখেশুনে ট্রেড দিবেন । অনেকগুলি ট্রেড এক সাথে পরিচালনা না করে কম পরিমানে ট্রেড দিয়ে তা মনিটরিং করতে থাকুন এছাড়া আপনি স্টপ লস এবং টেক প্রফিট সিস্টেম ব্যবহার করে ও ট্রেড করলে আপনার লসকে নিয়ন্ত্রন করতে পারবেন । আর যতটুকু পারবেন নিজের সিদ্ধান্ত অনুযাইয়ী ট্রেড করবেন,কারো কথায় মুগ্ধ হয়ে বাই বা সেল করবেন না।

Marufa
2016-02-12, 10:23 AM
লস নিয়ন্ত্রণ করা মানে আপনার ঝুকি কমিয়ে আনতে হবে এর জন্য আপনি -
- লট সাইজ কমিয়ে আনতে পারেন ।
- স্টপ লস ব্যবহার করতে পারেন ।
- কম লাভের আশা করতে হবে ।
- কম ট্রেড করতে হবে ।
মূল কথা আপনি মানি ম্যানেজমেন্ট মেনে একাউন্টের সব্বর্চ্চ ২ ভাগ রিস্ক নিবেন প্রতিটি ট্রেডে । আর মাসে ২০ থেকে ৩০ ভাগ প্রফিটের আশা করবেন । তাহলেই খুব বেশি লাভ না হলেও টিকে থাকতে পারবেন ।

RUBEL MIAH
2016-02-19, 08:07 PM
ফরেক্সে লস রিকভার করার একমাত্র উপায় হল মার্কেট এ্যানালাইসিস করা এবং ধৈর্য্য ধারণ করা । যে এই ধৈর্য্য ধারণ করে এই ফরেক্স ব্যবসা করতে পারবে সে তত বেশী উন্নতি করতে পারবে । সুতরাং ধৈর্য্যের সাথে এই ব্যবসা করতে পারলে অবশ্যই লসকে নিয়ন্ত্রন করা যাবে ।

raju0000
2016-02-20, 12:04 AM
প্রথমত আপনি ডেমো ট্রেড করতে পারেন যার ফলে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন কিভাবে লস থেকে বিরত থাকতে হয়.তার পর লস নিয়ন্ত্রণ করতে হলে স্টপ লস প্রতিটি ট্রেড এ সেট করতে পারেন.আপনি যেখানে স্টপ লস সেট করবেন ট্রেড টি সেখানে এসে বন্ধ হয়ে যাবে যার ফলে আপনি ট্রেড এ লস হবেননা.লস নিয়ন্রণ করার জন্য লস চিন্নিত করে তা শুধরানোর চেষ্টা করুন.

Vision
2016-02-20, 12:24 AM
আসলে ফরেক্স মার্কেটে লাভ লস হল একটা এই মার্কেটের অংশ । আর সেটা আমাদের মেনে নিতেেই হবে । আপন যদি আজকে ১০০ ডলার লাভ করেন তবে যে কোন অবস্থায় আপনাকে ৫০ ডলার লস করবেনই । তা আপনাকে মেনে নিতে হবে । কেননা ফরেক্স মার্কেটে লসকে বাদ দেওয়া যায় না তবে লসকে নিয়ন্ত্রন করা যায় । আর সেটা আমাদরে নিয়ন্ত্রিত ট্রেডিং এর মধ্যই নিহিত । লস নিয়ন্ত্রন করার অন্যতম কৈশল হল ওভার ট্রেডিং বাদ দিয়ে মানিম্যানেজমেন্ট মোতাবেক ট্রেড করা ।

Sahed
2016-02-20, 03:16 PM
অধিকাংশ ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে লোভের কারনে । শতকরা প্রায় ৯৫ জন ট্রেডারই এ মার্কেটে লস করে যার ফলে অকালেই অনেকে এই মার্কেট হতে ঝরে পড়ে । মার্কেটে লস টেকানোর জন্য আপনাকে মার্কেট এ্যনালাইসিস, মানি ম্যানেজমেন্ট ফলো করা এবং সীমিত ট্রেড করার মানসিকতা তৈরী করতে হবে। তাছাড়া ফরেক্স মার্কেটে না বুঝে ট্রেড করা থেকে বিরত থাকতে হবে ।

MoinFX
2016-02-21, 09:06 PM
ফরেক্স মার্কেটে লস নিয়ন্ত্রন করা মানে সফল ট্রেডার আমাদের লস নিয়ন্ত্রন করতে হলে ফরেক্স মার্কেটের সব নিয়ম মেনে ট্রেড করতে হবে । আমাদের কে মানি মেনেজমেন্ট মেনে ট্রেড করতে হবে এবং অতিরিক্ত ট্রেড থেকে দুরে থাকতে হবে আমাদের এই সকল ট্রেডিং রুলস মানতে হবে।

sharifulbaf
2016-03-27, 10:46 PM
ফরেক্স মার্কেটে লস নিয়ন্ত্রনের সহজ উপায় হল মানি ম্যানেজমেন্ট অনুসরণ করা,ট্রেডিং করার আগে মার্কেটের মুভমেন্ট দেখা পিভট পয়েন্ট দেখিতে হবে মার্কেটের গতি কোন দিকে,তার পরে ট্রেড করতে হবে প্রতি ট্রেডের সময় স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করতে হবে,রিস্ক কম নিয়ে ট্রেড করা।

ASADUR RAHMAN
2016-03-28, 08:39 AM
আপনাকে প্রথম যে কাজটি করতে হবে আপনি বাই অথবা সেল করার সময় দেখেশুনে ট্রেড দিবেন।আপনি না বুঝে ট্রেডকরলে আপনার লস হতে পারে।তাই আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে। আপনাকে এনালাইছিস করে কাজ করতে হবে।আপনাকে বেশি বেশি কেরে কাজ করতে হবে এবং দক্ষ একজন ট্রেডার হতে হবে।আরেকটি কথা আপনি আগে নিজেকে নিয়ন্ত্রন করতে শিখুন। তা হলে আপনি ফরেক্স এ লস নিয়ত্রন করতে পারবেন।

MOHAMMAD SHADAT HOSSEN
2016-03-28, 11:26 AM
লস নিয়ন্ত্রণ করতে হলে নিচের নিয়ম গুলু মানতে হবে -
১। লট সাইজ কমিয়ে আনতে পারেন ।
২।স্টপ লস ব্যবহার করতে পারেন ।
৩।বেশি লাভের আশা করা যাবে না
৪। বেশি ট্রেড করা যাবে না।

Md Sanuwar Hossain Hossai
2016-03-28, 11:43 AM
ফরেক্সে লস নিয়ন্ত্রণ করতে গেলে আগে আমাদের আবেগ কে নিয়ন্ত্রণ করতে হবে।। আমাদের ধৈরয কম হলে ফরেক্স এর লস কে কাটিয়ে উঠা সম্ভব হবে না।। আমি মনেকরি ফরেক্স আমাদের অনেক খেত্রে লোভের দিকে ধাবিত করার চেষ্টা করে আমরা যদি সেই পথে অগ্রসর হই তাহলে আমাদের পতন নিশ্চিত।।

real80
2016-03-28, 01:13 PM
ফরেক্স মার্কেটে এই মুদ্রা কেনা বেচা করার মাধ্যমে যেমন লাভ হয়, তেমনি মুদ্রার উল্টা পিঠে লসও হয়ে থাকে। এটি সাধারন একটি ব্যাপার। ফরেক্স মার্কেটে লস সবার হয়ে থাকে। আমাদের উচিত লস থেকে শিক্ষা নেয়া। বিভিন্ন ভুলের কারনে আমরা লস করে থাকি। ওভার ট্রেডিং করতে থাকলে লস হবার সম্ভাবনা থাকে। নির্দিষ্ট কিছু পেয়ারে ট্রেডিং করা উচিত। স্টপ লস টেক প্রফিট মেনে চলে ট্রেডিং করা উচিত।

uzzal05
2016-03-28, 01:37 PM
ফরেক্স এ লস নিয়ন্ত্রন করার অনেক উপায় আছে। এখন আপনি যদি বেশি কারেন্সতে ট্টেড করেন তাহলে আপনার জন্য লস নিয়ন্ত্রন করা কঠিন হতে পারে। আপনি ১টা কারেন্সিতে ট্রেড করেন তাহলে লস হলেও খুব কম আপনি লস করবেন। আর বেশি কারেন্সিতে ট্রেড করলে উলটা পালটা ট্রেড করে আপনি লস করতে পারেন বেশী। তাই ১ টা পেয়ারে ট্রেড করা ভালো।

md samsulhuq786
2016-03-28, 02:35 PM
আমি বলবো অনেক ভাবেই লস নিয়ন্ত্রন করতে পারেন ।যেমন ,আপনি বাই অথবা সেল করার সময় দেখেশুনে ট্রেড দিবেন । অনেকগুলি ট্রেড এক সাথে পরিচালনা না করে কম পরিমানে ট্রেড দিয়ে তা মনিটরিং করতে থাকুন এছাড়া আপনি স্টপ লস এবং টেক প্রফিট সিস্টেম ব্যবহার করে ও ট্রেড করলে আপনার লসকে নিয়ন্ত্রন করতে পারবেন । আর যতটুকু পারবেন নিজের সিদ্ধান্ত অনুযাইয়ী ট্রেড করবেন,কারো কথায় মুগ্ধ হয়ে বাই বা সেল করবেন না।

golam0000
2016-03-28, 08:03 PM
ফরেক্স লস নিয়ন্ত্রণ করার জন্য আপনি বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করতে পারেন.যেমন-মার্কেট এনালাইসিস করতে পারেন যার ফলে আপনি বুঝতে পারবেন কখন ট্রেড নেয়া উচিত এর ফলে আপনি লস নিয়ন্ত্রণ করতে পারবেন,মানি ম্যানেজমেন্ট করে লস নিয়ন্ত্রণ করতে পারেন.স্টপ লস বেবহার করেও অনেকটা লস নিয়ন্ত্রণ করা যায়.

MD ALAMIN ARIF
2016-08-30, 06:07 PM
ডেমো ট্রেড করতে পারেন যার ফলে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন কিভাবে লস থেকে বিরত থাকতে হয়।তার পর লস নিয়ন্ত্রণ করতে হলে স্টপ লস প্রতিটি ট্রেড এ সেট করতে পারেন।আপনি যেখানে স্টপ লস সেট করবেন ট্রেড টি সেখানে এসে বন্ধ হয়ে যাবে যার ফলে আপনি ট্রেড এ লস হবেননা ।

kholil
2016-09-29, 12:00 PM
প্রতিটা ব্যবসায়ে লাভ লস থাকে । কিন্তু পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারলে ব্যবসায়ের লস অনেক কমানো সম্ভব । ফরেক্সের৫ ব্যবসায়ের ক্ষেত্রেও ঠিক তেমনি ভাবে যদি কাজ করা যায় তাহলে ফরেক্সের লসকেও কন্ট্রোল করা যাবে । ফরেক্সে বুঝে ট্রেড করতে হবে , ট্রেড করার সময় ধৈর্য নিয়ে ট্রেড করতে হবে , ফরেক্সে লোভ করা যাবে না , যদি ফরেক্সে লোভ করা হয় তাহলে তা বাদ দিয়ে ভাল করে বুঝে ট্রেড করতে হবে । তাহলে অনেক প্রফিট করা যাবে ।

nisho5533
2016-09-29, 05:19 PM
ফরেক্স লস লাভ দুই আছে তাই বলে আপনি যে সব সময় লাভ করতে পারবেন তা বলতে পারবেন না | এমন এক সময় আসবে আপনি অনেক লস করে ও পরে লাভ করছেন | আপনার অভিগতা আপনাকে লাভ অথবা লস করাতে পারে |

mithunsarkar
2016-09-29, 10:29 PM
ফরেক্স করতে গেলে লস হতেই পারে আমি মনে করি মার্কেটে লাভ করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে লোভের বশবর্তী হওয়া যাবে না আপনাকে একাগ্রচিত্তে ফরেক্স এর খুটিনাটি সব বিষয় খুব ভালভাবে জানতে হবে । তাই যদি লাভবান হতে চাই আমাদের উচিত হবে লসের কারণগুলো নিয়ে কাজ করা । নিজের ট্রেড নিয়ে সর্বক্ষণ বিশ্লেষণ করা । কেননা বিশ্লেষন এর মাধ্যমেই প্রকৃত তথ্য বেরিয়ে আসে

Competitor
2016-12-30, 09:58 PM
ফরেক্স এমন একটা মার্কেট যেখানে ট্রেড করার মাধ্যমে আমরা অনেক বেশি পরিমাণে ইনকাম করতে পারি । তবে এর বিপরীতে আমাদের প্রচুর লসও হয়ে থাকে । তবে সেটা হয়ে থাকে আমাদের দক্ষতার অভাবে এভং কিছু কৈশল ও সঠিক চেষ্টার সমন্বয় করতে না পারার ফলে । ফরেক্সে লস করলেও সেটা আমরা যদি নিয়মিত করি তবে তা আমাদের ট্রেডিং ক্যারিয়ারকে হুমকির মধ্য ফেলে দিবে । তাই লস নিয়ন্ত্রন করতে হলে অনেক বেশি পরিমাণে ট্রেডিং দক্ষতা অর্জণ করতে হবে ।

JOY33665577
2016-12-30, 11:06 PM
ফরেক্স এ লস করার মত অনোেকে কারন আছে। তবে বেশির ভাগ ক্ষেত্রে শুধুমাত্র নতুন দেরি ও মিডিয়মি ধরনের ট্রেডারদের লস করতে দেখা যায়। নতুন রা লস করে কারন তারা ফরেক্স এর নিয়ম কানুন মেনে ট্রেড করে না। আর মিডিয়াম রা ট্রেড করে লস করে কারন তাদের ভিতরে একটি ওভার কনফিডেন্ট চলে আসে ফলে অধিক লট ট্রেড দেয় মানি ম্যানেজমেন্ট ছাড়াই।

ONLINE IT
2016-12-31, 05:39 PM
ফরেক্স মার্কেটে কাজ করতে গেলে লাভ লস দুটোই হবে। তাই বলে কি বসে থাকলে হবে। না হবে না। লস কাটিয়ে উঠার জন্য প্রতি মুহুর্তে আপনাকে চেষ্টা করে যেতে হবে। হয়ত আপনি পুরো পুরি লস কাটিয়ে উঠতে পারবেন না কিন্তু আপনি যদি চেষ্টা করুন তাহলে লসকে আপনি নিয়ন্ত্রনে আনতে পারেন। আর এর জন্য আপনাকে লোভ হতে দুরে থাকতে হবে। মাথা ঠান্ডা রেখে রিক্স কম নিয়ে ট্রেড করতে হবে। কখনোই ওভার ট্রেড করা যাবে না। তাহলে আশা করা যায় যে আপনি লসকে নিয়ন্ত্রন করতে পারবেন।

spd
2016-12-31, 05:50 PM
লস নিয়ন্ত্রন করার একমাত্র উপায় হল মার্কেটে লোভ না করা আর মানি ম্যানেজম্যান্ট করে ট্রেড করা।আপনি যদি মার্কেটে টিকে থাকতে হলে আগে মার্কেট মানি ম্যানেজম্যান্ট করে ট্রেড করতে হবে।আর কোন ট্রেডে লোভ করা যাবে না।

Nodi roy
2016-12-31, 06:34 PM
ফরেক্স এ লস থেকে মুক্তি পেতে হলে আপনাকে ট্রেড এ দক্ষ হতে হবে আপনি ট্রেড এ দক্ষ না হলে আপনি ফরেক্স থেকে আয় করতে তো পারবেন না বরং আপনাকে অনেক লস এ পড়তে হবে। তাই ফরেক্স এর রিয়েল ট্রেড করার আগে আপনাকে ভাল করে ট্রেড শিখে নিতে হবে। আর এর জন্য আপনি ডেমো এর সাহায্য নিতে পারেন এটা আপনাকে দক্ষ ট্রেডার হতে সাহায্য করবে।

MONIRABEGUM8080
2016-12-31, 07:02 PM
লসকে নিয়ন্ত্রন করতে হলে আপনাকে অবশ্যই জ্ঞান সম্পান্য ফরেক্স ট্রেডার হরেত হবে এবং প্রতিটি ট্রেডে আপনাকে সেই জ্ঞানের আলোকে ট্রেড করার অভ্যাস গড়ে তুলতে হবে তাতে করে আপনার ভূল ট্রেডিং জালে জড়িয়ে পরার সম্ভাবনা অনেকাংশেই দুর হবে পক্ষান্তরে ভাল প্রফিট অর্জনের সম্ভাবনা অনেক গুনে বেড়ে যাবে।

millatbd
2016-12-31, 07:10 PM
আমার মতে আপনি যখন টেড্র করবেন তার আগে একই টেড্র একটি ডেমো অ্যাকাউন্টে করুন। যদি দেখেন লসের সম্ভবনা অনেক বেশি তাহলে টেড্র করবেন না। ভলিয়ম টা খুব বেশি ধরবেন না।

JOY33665577
2016-12-31, 10:54 PM
ভাই আমি আপনার সাথে একমত ,অনেক ভাবেই লস নিয়ন্ত্রন করতে পারেন ।যেমন ,আপনি বাই অথবা সেল করার সময় দেখেশুনে ট্রেড দিবেন । অনেকগুলি ট্রেড এক সাথে পরিচালনা না করে কম পরিমানে ট্রেড দিয়ে তা মনিটরিং করতে থাকুন এছাড়া আপনি স্টপ লস এবং টেক প্রফিট সিস্টেম ব্যবহার করে ও ট্রেড করলে আপনার লসকে নিয়ন্ত্রন করতে পারবেন । আর যতটুকু পারবেন নিজের সিদ্ধান্ত অনুযাইয়ী ট্রেড করবেন,কারো কথায় মুগ্ধ হয়ে বাই বা সেল করবেন না।

md motin
2016-12-31, 11:14 PM
আপনি অনেক ভাবেই লস নিয়ন্ত্রন করতে পারেন ।যেমন ,আপনি বাই অথবা সেল করার সময় দেখেশুনে ট্রেড দিবেন । অনেকগুলি ট্রেড এক সাথে পরিচালনা না করে কম পরিমানে ট্রেড দিয়ে তা মনিটরিং করতে থাকুন এছাড়া আপনি স্টপ লস এবং টেক প্রফিট সিস্টেম ব্যবহার করে ও ট্রেড করলে আপনার লসকে নিয়ন্ত্রন করতে পারবেন । আর যতটুকু পারবেন নিজের সিদ্ধান্ত অনুযাইয়ী ট্রেড করবেন,কারো কথায় মুগ্ধ হয়ে বাই বা সেল করবেন না।

Skfarid
2017-01-01, 12:49 PM
ফরেক্সে লস নিয়ন্ত্রণ করতে হলে যে বিষয় গুলোর প্রয়ােজন - অভিজ্ঞতা অর্জন, লোভ সামাল দেওয়া, মার্কেট এনালাইসিস করা, মানিম্যানেজম্যান্ট সম্পর্কে জানা , ধ্যর্য ধরে ট্রেড করা, ওভার ট্রেডিং না করা ইত্যাদি । তাই নিয়ন্ত্রণ করতে হলে উপরিউক্ত অভ্যাস গুলো অর্জন করতে হবে ।

md noor hasan
2017-01-13, 08:05 PM
আমার মতে ফরেক্সে লস রিকভার করার একমাত্র উপায় হল মার্কেট এ্যানালাইসিস করা এবং ধৈর্য্য ধারণ করা । যে এই ধৈর্য্য ধারণ করে এই ফরেক্স ব্যবসা করতে পারবে সে তত বেশী উন্নতি করতে পারবে । সুতরাং ধৈর্য্যের সাথে এই ব্যবসা করতে পারলে অবশ্যই লসকে নিয়ন্ত্রন করা যাবে ।

amdad123
2017-01-13, 10:46 PM
ফরেক্স মার্কেটে এমন কোন ট্রেডারকে খুঁজে পা্ওয়া যাবে না যে লস করে নাই কখনো । এ মার্কেটে প্রত্যেক ট্রেডারেরই লক্ষ থাকে লস কে নিয়ন্তন করা কিন্তু এ সব ট্রেডার সঠিকভাবে করতে পারে না। ফরেক্স মার্কেটে ট্রেড করলে লস হবে এটাই স্বাভাবিক কিন্তু একজন ট্রেডারের কাজ হল লসের পরিমান কমিয়ে লাভের পরিমান বাড়িয়ে আনা। এ জন্য অবশ্যই একজন ট্রেডারকে নিদিষ্ট একটি ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যবহার করতে হবে এবং স্ট্যাটেজির নিয়ম অনুযায়ী ও মানিম্যানেজমেন্ট ফলো করতে হবে। মার্কেট এনালাইসিস করতে হবে ট্রেড এন্টি নেওয়ার পূর্বে। এগুলো সঠিকভাবে করতে পারলে লস অনেকটা লাঘব করা যাবে।

riponinsta
2017-01-14, 11:12 AM
ফরেক্স মার্কেট এ আপনাকে লস নিয়ন্ত্রন করতে হলে আপনাকে প্রথম এ স্টপ লস ব্যবহার করতে হবে তারপর আপনাকে শিখতে হবে কি করে কম রিস্ক নিয়ে বেশি লাভ করা যাই । আপনি এমন একটা টেড ইং সিস্টেম খুজে বের করুন যা থেকে ১ ঃ ২ বা ১ ঃ ৩ তে টেড করতে পারবেন মানে ১ ডলার লস হলে সেই টেড টিপি হিট করলে যেন ৩ ডলার লাভ হয় ।

kazirasel
2017-01-15, 01:12 PM
ফরেক্স এ লস নিয়ন্তন করতে হলে সবার আগে নিজেকে নিয়ন্তন করতে হবে । নিয়ন্তন করতে হবে নিজের লোভ আবেগকে । ধের্য ধরতে হবে ট্রেড এন্টি নেওয়ার আগে নিজের স্টাটেজিতে ট্রেড না আসার আগে ট্রেড ধরা থেকে বিরত থাকতে হবে । মার্কেট এনালাউসিস করতে হবে মার্কেট এনালাইসিস করে লোভ আর আবেগ কে নিয়ন্তন করে ধের্য দরে আর টেক প্রফিট আর স্টপ লস ব্যবহার করে ট্রেড করতে পারলে ফরেক্স এর লস নিয়ন্তন বরা যাবে । মনে রাখবেন নিজের আবেগ দিয়ে কখনও ট্রেড নয় ।

Eefatali
2017-01-15, 01:55 PM
ফরেক্স এ লস নিয়ন্ত্রন করতে হলে আপনাকে বুঝেশুনে ধীরস্থীরভাবে ট্রেড করতে হবে। ভালো পজিশনে এন্ট্রি নিতে হবে এবং ভালো পজিশনে ক্লোজ করতে হবে।এজন্য আপনাকে অনেক সাধনা করে ধৈর্য্য ধরে ফরেক্স ভালোভাবে শিখতে হবে। তাহলে আপনি ফরেক্স মার্কেটে নিজের ব্যক্তিত্ব প্রতিষ্ঠিত করতে সক্ষম হতে পারেন এবং লস নিয়ন্ত্রন করতে পারবেন।

reser
2017-03-29, 11:08 PM
আসলে ফরেক্সে লস নিয়ন্ত্রণ করতে গেলে আগে আমাদের আবেগ কে নিয়ন্ত্রণ করতে হবে।। আমাদের ধৈরয কম হলে ফরেক্স এর লস কে কাটিয়ে উঠা সম্ভব হবে না।। আমি মনেকরি ফরেক্স আমাদের অনেক খেত্রে লোভের দিকে ধাবিত করার চেষ্টা করে আমরা যদি সেই পথে অগ্রসর হই তাহলে আমাদের পতন নিশ্চিত।।

martin
2017-03-29, 11:13 PM
অধিকাংশ ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে লোভের কারনে । শতকরা প্রায় ৯৫ জন ট্রেডারই এ মার্কেটে লস করে যার ফলে অকালেই অনেকে এই মার্কেট হতে ঝরে পড়ে । মার্কেটে লস টেকানোর জন্য আপনাকে মার্কেট এ্যনালাইসিস, মানি ম্যানেজমেন্ট ফলো করা এবং সীমিত ট্রেড করার মানসিকতা তৈরী করতে হবে। তাছাড়া ফরেক্স মার্কেটে না বুঝে ট্রেড করা থেকে বিরত থাকতে হবে ।

nbfx
2017-04-07, 06:47 AM
ফরেক্স মার্কেটে লাভ করতে হলে নিয়ন্ত্রন শিখতে হবে। যেমন ধরুন একজন মটরসাইকেল চালক যতটুকু গতি সে নিয়ন্ত্রন করতে পারে ঠিক ততটুকু গতিতেই সে সন্তষ্ট থাকে। ফরেক্স মার্কেট ঠিক তেমনি,কত সাইজে ট্রেড ওপেন করে লস নিয়ন্ত্রন করে লাভ করতে পারবেন সেটা আপনাকেই ঠিক করতে হবে। আমরা ফরেক্স করতে এসেছি লাভ করার জন্য, লস করার জন্য নয়।আমার মতে মূলধনের নিরাপত্তা আগে দিতে হবে। সেই হিসেবে যদি আপনার ১০০ডলার থাকে তাহলে ০.০১ লটে ১০ টি বা ০.০২ লটে ৫টি ভাগে ভাগ করুন। ১০ টি উইকেট হিসেবে চিন্তা করুন, আমি করি।ট্রেড ওপেন করার সাথে সাথে লাভ হয় না। মার্কেটের নেচার অনুযায়ী মুভমেন্ট করতে থাকে। তখন আমার এনালাইসিস পক্ষে থাকলে আরএকটি উইকেট ইনভেষ্ট করি, অর্থাৎ ২য় ট্রেড ওপেন করি। এভাবে আমি উইকেট ছাড়তে থাকিএবং গড় লাভে ক্লোজ করে দেই। আমার এই পদ্ধতি ব্যবহার করে আমি সফল ইনশাল্লাহ।

Mamun13
2017-11-22, 07:26 PM
প্রথমত আমাদেরকে ফরেক্সের খুঁটিনাটি সকল বিষয় এবং ট্রেডিং কৌশলাদি শিখতে হবে৷দীর্ঘদিন ব্যাপী এসব কৌশলাদি ডেমো ট্রেডে প্র্যাকটিস করে করে ট্রেডিং স্ট্র্যাটেজী এবং মানি ও রিস্ক মেনেজমেন্ট বিষয়ে নিশ্চিত হতে হবে৷ডেমোতে অভিজ্ঞ হয়ে গেলে তখন রিয়েল ট্রেডে আমাদের আর লস হবেনা আশা করা যায়৷লসের মূল কারনই হলো অনভিজ্ঞতা৷

expkhaled
2017-11-29, 04:49 PM
ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে লস সবাই করে। কিন্তু লস যারা কম করেন বা নিয়ন্ত্রন করতে পারেন তারাই একমাত্র লাভবান হন। ফরেক্স লস নিয়ন্ত্রন করতে হলে প্রথমত জানতে হবে লস কেন হয়? আপনি যদি সঠিকভাবে জানতে পারেন যে লস কেন হয় তাহলে সে লস আপনি নিয়ন্ত্রন করতে পারবেন সহজেই। সাধারন নতুন ট্রেডারগন লস করেন বেশী লাভ করেন কম কারন হিসাবে দেখা গেছে যে, মানি ম্যানেজমেন্ট করতে জানেন না ঠিক মত যার কারনে লস হয়। আবার নতুন ট্রেডার যখন ট্রেড করতে আসেন তার অতিরিক্ত আশা থাকে যার কারনে অনেক বেশী লটে এবং অনেক রিক্স নিয়ে ট্রেড করে যার কারনে লসের পরিমান বেশী হয়। সুতরাং ফরেক্স ট্রেড করতে হলে সুনিদিষ্ট জ্ঞান আহরন করার পরই ট্রেড করা উচিত।

morshed naim
2017-12-05, 02:43 AM
ফরেক্স এ লস নিয়ন্ত্রন করার অনেক উপায় আছে। এখন আপনি যদি বেশি কারেন্সতে ট্টেড করেন তাহলে আপনার জন্য লস নিয়ন্ত্রন করা কঠিন হতে পারে।আপনি বাই অথবা সেল করার সময় দেখেশুনে ট্রেড দিবেন । অনেকগুলি ট্রেড এক সাথে পরিচালনা না করে কম পরিমানে ট্রেড দিয়ে তা মনিটরিং করতে থাকুন এছাড়া আপনি স্টপ লস এবং টেক প্রফিট সিস্টেম ব্যবহার করে ও ট্রেড করলে আপনার লসকে নিয়ন্ত্রন করতে পারবেন এর জন্য আপনাকে লোভ হতে দুরে থাকতে হবে। মাথা ঠান্ডা রেখে রিক্স কম নিয়ে ট্রেড করতে হবে। কখনোই ওভার ট্রেড করা যাবে না।

Grimm
2018-02-07, 11:17 PM
আমার মনে হয় ফরেক্স এ লস সম্পূর্ণরুপে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কারণ এই বাজারটি হলো অনিশ্চিত বাজার আর এই বাজার সম্পর্কে কেউ ১০০ ভাগ সঠিক বিশ্রেষণ করতে পারে না। তাই এখানে লস সম্পূর্ণে রোধ করা সম্ভব নয়। তবে হ্যা আপনি যদি ভাল জ্ঞানের অধিকারী হোন তাহলে আপনি আপনার লস অনেক কমে আনতে পারেন। তাই লস কমানো জন্য আপনাকে অনেক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হবে।

amreta
2020-01-25, 06:53 PM
হাই প্রিয় নেহা ব্রিটিশ পাউন্ড মার্কিন ডলারের তুলনায় 1.3000 স্তরের উপরে অবস্থান করছে, যা বোঝায় যে এই জুটি আরও উচ্চতর পরীক্ষা চালিয়ে যেতে পারে। বিক্রেতারা 1.3000 স্তরের অধীনে দাম সরাতে ব্যর্থ হলে gbpusd ষাঁড়গুলি 1.3100 প্রতিরোধের স্তরের দিকে লক্ষ্য করা শুরু করতে পারে। 1.3065 স্তরের উপরে একটি বিরতি নিশ্চিত করবে যে gbpusd জোড়াটি 1.3100 প্রতিরোধের ক্ষেত্রের দিকে পরীক্ষা করার ইচ্ছা করছে।

Fxhuman
2020-01-27, 02:48 PM
ফরেক্স মার্কেটে লস নিয়ন্ত্রনের সহজ উপায় হল মানি ম্যানেজমেন্ট অনুসরণ করা,ট্রেডিং করার আগে মার্কেটের মুভমেন্ট দেখা পিভট পয়েন্ট দেখিতে হবে মার্কেটের গতি কোন দিকে,তার পরে ট্রেড করতে হবে প্রতি ট্রেডের সময় স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করতে হবে,রিস্ক কম নিয়ে ট্রেড করা।

Hredy
2020-02-08, 04:39 PM
লস নিয়ন্ত্রণ করা মানে আপনার ঝুকি কমিয়ে আনতে হবে এর জন্য আপনি -
- লট সাইজ কমিয়ে আনতে পারেন ।
- স্টপ লস ব্যবহার করতে পারেন ।
- কম লাভের আশা করতে হবে ।
- কম ট্রেড করতে হবে ।
মূল কথা আপনি মানি ম্যানেজমেন্ট মেনে একাউন্টের সব্বর্চ্চ ২ ভাগ রিস্ক নিবেন প্রতিটি ট্রেডে । আর মাসে ২০ থেকে ৩০ ভাগ প্রফিটের আশা করবেন । তাহলেই খুব বেশি লাভ না হলেও টিকে থাকতে পারবেন ।

Sohagzaman22
2020-02-14, 03:04 PM
ফরেক্স লস কন্ট্রোল করতে হলে আপনাকে খুবই ভালো ট্রডার হতে হবে। এর জন্য আপনাকে ডেইলি টাইম ফ্রেমে ট্রেড করতে হবে। মানিম্যানেজমেন্ট ফলো করতে হবে। লেভারেজ কম নিয়ে ট্রেড করতে হবে। এবং ধয্য সহকারে ট্রেড করতে হবে তাহলে লস কন্ট্রোল করা সম্ভব

Rokibul7
2020-02-23, 12:21 PM
মার্কেটের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধৈর্য ধারণ করা একদিন অথবা 10 বছরের জন্য নয় আজীবনের জন্য ফরেক্স মার্কেটে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে ফরেক্স বিজনেস করতে হলে অবশ্যই আপনাকে লস সম্মুখীন হতে হবে আর এসকল লস আপনার বিনা অভিজ্ঞতা কারণে হতে পারে অভিজ্ঞতা অর্জন করতে হলে আপনাকে সর্ব প্রথম আপনার লঞ্চের কারণ খুঁজে বের করতে হবে আমার লস এর কারণ হচ্ছে বেশি ইউজ করা তারপর ঘন ঘন ট্রেড দি আসল ব্যবহার করার একটা সুবিধা আছে যখন কোন নিউজ এর কারণে মার্কেট অনেক বেশি মুভমেন্ট করে তখন দেখা যাচ্ছে কে আমার মার্কেট নাও থাকতে পারে তখন যদি কোন ট্রেড আমার বিপক্ষে চলে যায় এবং এবং যদি আমার এস এল দেয়া থাকে তাহলে আমার লস কম হবে আর লস শেখাতে সবথেকে বড় এনাল সিস্টেম হচ্ছে আপনাকে অবশ্যই ধৈর্য্য ধরতে হবে এবং কম লর্ড ব্যবহার করতে হবে আপনার ব্যালেন্স অনুস্বারের ব্যবহার করবেন এবং বেশি ট্রিট দিবেন না আর নিজেই খুঁজে বের করুন যে আপনার ভুলগুলো ধন্যবাদ

Sarder
2020-03-30, 06:11 AM
ট্রেডিং কৌশল রয়েছে যা খুব ভালভাবে কাজ করে। পদ্ধতিটি যে লক্ষণগুলি দেয় তার লক্ষ্যে নয় তবে তারা তাদের অবস্থানের সাথে কীভাবে আচরণ করে সে কারণে বেশিরভাগ ব্যবসায়ীরা নগদ আনেন না। খুব বেশি পর্যবেক্ষণযোগ্য, সংবেদনশীলভাবে লাভজনক ট্রেডিং পদ্ধতি অনায়াসেই কোনও ব্যবসায়ীর হাতে একটি হারাতে যাওয়ার পদ্ধতিতে রূপান্তরিত হবে যিনি অনুভূতিকে কীভাবে লেনদেন করেন তা প্রভাবিত করতে দেয়।

প্রত্যেকেই অনন্য এবং একটি নির্দিষ্ট পদ্ধতি যা অন্য কোনও ব্যবসায়ী যথাযথভাবে প্রক্রিয়াটি অনুসরণ করে এমন প্রত্যাশা করে বিভিন্ন ব্যবসায়ীর আলোকে অন্য কোনও ব্যবসায়ীর পক্ষে আদৌ কার্যকর হতে পারে না another ব্যবসায়ী সুইং ট্রেডিংয়ের সাথে ক্রমশ খুশি হতে পারে তবে মাথার ত্বকের কোনও আকাঙ্ক্ষা নেই এবং নির্দেশনার কোনও ব্যবস্থা নেই, পাশাপাশি প্রস্তুতিও তাকে একটি ফলপ্রসূ হকার - এবং অন্যান্য উপায় হিসাবে তৈরি করবে।

আপনার কাছে ঝুঁকি ডজ করার বিকল্প নেই। ফরেক্সে কোনও নগদ আনার জন্য এটি স্টাফের এক টুকরো। আপনি যে ঝুঁকির পরিমাপ করেন তা ধারাবাহিকভাবে আপনার সম্পদের পরিমাণের একটি উপাদান হতে হবে, হারের শর্তে, আপনি যে কোনও একটি ব্যবসায়কে কেন্দ্র করে। অতি সাধারণভাবে নিরাপদ কোনও ট্রেডে 0.5% বা তার চেয়ে কম রেকর্ড জমা দিচ্ছে। ঠিক আছে 0.5-1%। মাঝারি ঝুঁকি 1-2.5%। 2.5% এরও বেশি ঝুঁকিপূর্ণ (এই হারগুলি আমার অনুভূতি; অন্য কোনও ব্যক্তি এগুলিকে নীচে বা নীচে নামিয়ে আনতে পারে - যদি তাদের বাজি ধরতে হয় - বাণিজ্য না করে)।

ঝুঁকি বাড়ার সাথে সাথে যে কোনও দুর্ভাগ্য ঘটেছে তা ফিরিয়ে আনতে, অন্তর্দৃষ্টিযুক্ কে রেট দিন। উদাহরণস্বরূপ, আপনি যদি $ 1000 অ্যাকাউন্টে বাণিজ্য শুরু করেন এবং রেকর্ডটি 900 ডলারে কমিয়ে $ 100 (- 10%) হারাতে থাকেন, তবে সেই $ 100 দুর্ভাগ্যটি পুনরুদ্ধার করতে 11.12% লাগে। হারানো 200 ডলার (- 20%) এটিকে ফিরিয়ে আনার জন্য 25% বৃদ্ধি প্রয়োজন, যেহেতু যে কোনও ব্যবসায়িক কৌশল নিয়ে দুর্ভাগ্যের অগ্রগতির মুখোমুখি হওয়া আপনার ব্যতিক্রমী নয় কারণ আপনার ঝুঁকিটি হ্রাস করা উচিত - তবে আপনি এটি সম্পূর্ণরূপে নিষ্পত্তি করতে পারবেন না । এটি যেমন হয় তেমনি এটি উপলব্ধি করা অপরিহার্য যে আপনি যে ঝুঁকিটি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন সেটি কোনও কৌশলটির উপাদান নয় - এটি এমন কিছু যা আপনি যে কোনও পদ্ধতি ব্যবহার করতে পারবেন তার সিদ্ধান্ত নেওয়া উচিত। যদি কোনও নির্দিষ্ট পদ্ধতিটি এমন কিছু বলে যে আপনি একটি নির্দিষ্ট ঝুঁকি স্তর ব্যবহার করা উচিত এবং এটি আমার প্রস্তাবের চেয়ে উপরে, এটি ডজ করুন। এর একটি ক্ষেত্রে এমন কোনও কৌশল হবে যা মার্টিনগাল কাঠামোটি ব্যবহারের অংশের অনুমানকে পরিবর্তন করে। এগুলি যাই হোক না কেন কৌশলগত দূরত্ব বজায় রাখুন। আপনি শেষ পর্যন্ত আপনার রেকর্ড জিততে হবে।

আমার সেরা প্রস্তাবটি হ'ল যে কেউ আপনার কার্যকর পদ্ধতিটি বিক্রয় করবে তাদের আবিষ্কার করে ধন ব্যবসায়ের সহজ পথ আবিষ্কার করতে যা কিছু লাগে না আপনি তা করুন। তারা বাজেয়াপ্ত করতে পারে যে তারা নিজের নগদ হকারিং এনেছে যাতে তারা নিজেরাই ব্যবসা করে us সমপরিমাণ ট্রেডিং রোবট বা মেটাট্রেডার বক্তৃতায় যে কেউ বিক্রয় করছেন - বিশেষজ্ঞ পরামর্শদাতা (ইএ)। একটি অনুরূপ উপদেশ প্রয়োগ করা হয়।

পরিবর্তে, মান ক্রিয়াকলাপ (পিএ) ট্রেডিং শিখুন এবং আপনার পিএ সিগন্যালের চ্যানেল হিসাবে আপনার জন্য কাজ করে এমন কয়েকটি পয়েন্টার বাছুন। যদি আপনি আপনার গ্রাফটিতে 2 বা 3 পয়েন্টারের বেশি ব্যবহার করে বাণিজ্য আলাদা করে রাখেন তবে আপনি অতিরিক্ত সংখ্যক মার্কার ব্যবহার করছেন (আমার অনুভূতি)। আপনি যে কোনও পয়েন্টার ব্যবহার করেন তা একক কারণে হওয়া উচিত এবং আপনার কেবল একটি দরকার one আমি আমার প্যাটার্ন গাইডেন্সনের জন্য একটি ব্যবহার করি, শক্তি অনুমানের জন্য একটি এবং আমি যে জুটিটি বাণিজ্য করছি তার প্রসার ঘটবে

আমার বিশ্বাস আমার প্রতিক্রিয়া আপনার তদন্তের জবাব দিতে কার্যকর হয়েছে এবং আমি আপনাকে আপনার ব্যবসায়ের চেষ্টায় সেরা কামনা করছি।

Sarder
2020-03-30, 09:13 PM
আপনাকে প্রথম যে কাজটি করতে হবে আপনি বাই অথবা সেল করার সময় দেখেশুনে ট্রেড দিবেন।আপনি না বুঝে ট্রেডকরলে আপনার লস হতে পারে।তাই আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে। আপনাকে এনালাইছিস করে কাজ করতে হবে।আপনাকে বেশি বেশি কেরে কাজ করতে হবে এবং দক্ষ একজন ট্রেডার হতে হবে।আরেকটি কথা আপনি আগে নিজেকে নিয়ন্ত্রন করতে শিখুন। তা হলে আপনি ফরেক্স এ লস নিয়ত্রন করতে পারবেন।

ট্রেডিং পদ্ধতিগুলির একটি দুর্দান্ত কাজ রয়েছে যা খুব ভালভাবে কাজ করে। বেশিরভাগ ব্যবসায়ীরা পদ্ধতিটি যে লক্ষণগুলি দেয় তার লক্ষ্যে নগদ আনেন না তবে তারা কীভাবে তাদের অবস্থানের সাথে আচরণ করেন। খুব বেশি পর্যবেক্ষণযোগ্য, বোধগম্যভাবে লাভজনক ব্যবসায়ের পদ্ধতি হস্তক্ষেপে কোনও ব্যবসায়ীর হাতে একটি হারাতে যাওয়ার পদ্ধতিতে রূপান্তরিত হবে যিনি অনুভূতিকে কীভাবে লেনদেন করেন তা প্রভাবিত করতে দেয়।

প্রত্যেকেই অসাধারণ এবং একটি নির্দিষ্ট পদ্ধতি যা একজন ব্যবসায়ীর পক্ষে প্রশংসনীয়ভাবে কাজ করে বিভিন্ন ভেরিয়েবলের কারণে অন্য ব্যবসায়ীর পক্ষে মোটেও কাজ করতে পারে না, আশা করে অন্য ব্যবসায়ী সঠিকভাবে পদ্ধতিটি অনুসরণ করেন followed ব্যবসায়ী ক্রমবর্ধমান সুইং ট্রেডিংয়ের জন্য উন্মুক্ত হতে পারে তবে মাথার ত্বকের কোনও আকাঙ্ক্ষা নেই এবং কোনও নির্দেশনা বা সম্ভাব্য প্রস্তুতির কোনও পরিমাণই তাকে একটি কার্যকর ফেরিওয়ালা হিসাবে তৈরি করতে পারে না - এবং অন্যান্য উপায়।

আপনার ঝুঁকি থেকে দূরে থাকার বিকল্প নেই। ফরেক্সে কোনও নগদ আনার জন্য এটি স্টাফের এক টুকরো। আপনি যে ঝুঁকির পরিমাপ করেন তা ধারাবাহিকভাবে আপনার সম্পদের পরিমাণের একটি অংশ হতে হবে, হারের শর্তে, আপনি যে কোনও একটি ব্যবসায়কে কেন্দ্র করে। অতি সাধারণভাবে নিরাপদ কোনও ট্রেডে 0.5% বা তার চেয়ে কম রেকর্ড জমা দিচ্ছে। সাধারণত নিরাপদ 0.5-1%। মাঝারি ঝুঁকি 1-2.5%। 2.5% এর বেশি উচ্চ ঝুঁকি (এই হারগুলি আমার উপসংহার; অন্য কোনও ব্যক্তি এগুলিকে সংশোধন করতে পারে বা একটি সামান্য ডিগ্রী পর্যন্ত নামিয়ে রাখতে পারে - যদি তাদের বাজি ধরতে হয় - বাণিজ্য না করে)।

ঝুঁকি বাড়ার সাথে সাথে অর্জিত যে কোনও দুর্ভাগ্য ফিরিয়ে আনতে এটি আরও বেশি, বুদ্ধিমানের হার লাগে takes উদাহরণস্বরূপ, আপনি যদি এক $ 1000 অ্যাকাউন্টে বাণিজ্য শুরু করেন এবং রেকর্ডটি 900 ডলারে হ্রাস করে $ 100 (- 10%) হারাতে থাকেন, তবে সেই $ 100 এর দুর্ভাগ্য পুনরুদ্ধারে 11.12% লাগবে। হারানো 200 ডলার (- 20%) এটিকে ফিরিয়ে আনার জন্য 25% বৃদ্ধি প্রয়োজন, যেহেতু আপনার যে ঝুঁকিটি হ্রাস করা উচিত এমন কোনও ব্যবসায়িক কৌশল নিয়ে দুর্ভাগ্যের অগ্রগতির মুখোমুখি হওয়া অস্বাভাবিক নয় - তবুও আপনি এটি সম্পূর্ণরূপে নিষ্পত্তি করতে পারবেন না । তবুও, এটি উপলব্ধি করা অপরিহার্য যে আপনি যে ঝুঁকিটি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন তা পদ্ধতিটির একটি উপাদান নয় it এটি এমন কিছু যা আপনি যে সিস্টেমটি ব্যবহার করতে পারেন তার সিদ্ধান্ত নেওয়া উচিত। অফ স্পষ্ট যে কোনও নির্দিষ্ট পদ্ধতিটি এমন কিছু বলে যা আপনার নির্দিষ্ট ঝুঁকির স্তরটি ব্যবহার করা উচিত এবং এটি আমার প্রস্তাবের চেয়েও উপরে, এটিকে দূরে রাখুন। এটির কোনও ক্ষেত্রে কোনও মার্টিনগাল কাঠামোটি ব্যবহার করে পার্সেল অনুমানের পরিবর্তন করে এমন কোনও কৌশল হবে। এগুলি যাই হোক না কেন কৌশলগত দূরত্ব বজায় রাখুন। আপনি অনিবার্যভাবে আপনার রেকর্ড জিততে হবে।

আমার সেরা সুপারিশটি হ'ল যে কেউ আপনার কার্যকর কৌশল বিক্রি করবে তাকে আবিষ্কার করে ধন ব্যবসায়ের বিকল্প পথটি আবিষ্কার না করার জন্য যা কিছু করা লাগে আপনি তা করুন। তারা বাজেয়াপ্ত করতে পারেন যে তারা তাদের নগদ বিক্রি করার পদ্ধতিটি বনাম নিজেরাই এনেছেন। সমপরিমাণ ট্রেডিং রোবট বা মেটাট্রেডার বক্তৃতায় যে কেউ বিক্রয় করছেন - বিশেষজ্ঞ পরামর্শদাতা (ইএ)। একটি অনুরূপ উপদেশ প্রয়োগ করা হয়।

পরিবর্তে, মান ক্রিয়াকলাপ (পিএ) ট্রেডিং শিখুন এবং আপনার পিএ সিগন্যালের একটি চ্যানেল হিসাবে আপনার জন্য কাজ করে এমন কয়েকজন চিহ্নিতকারী বেছে নিন। আপনি যদি ট্রেড সিফলিংয়ের জন্য আপনার ডায়াগ্রামে 2 বা 3 পয়েন্টারের বেশি ব্যবহার করছেন আপনি এত বড় সংখ্যক মার্কার ব্যবহার করছেন (আমার অনুভূতি)। আপনি যে কোনও পয়েন্টার ব্যবহার করেন তা একক কারণে হওয়া উচিত এবং আপনার কেবল একটি দরকার one আমি আমার প্যাটার্ন দিকনির্দেশনা সরবরাহ করতে একটিটিকে ব্যবহার করি, বলের অনুমানের জন্য একটি এবং আমি যে জুটিটি বাণিজ্য করছি তার জন্য একটি

FREEDOM
2020-04-14, 07:43 PM
আমরা ফরেক্স এ কিভাবে লস নিয়ন্ত্রন করতে পারি ? ;)

ফরেক্সে লস নিয়ন্ত্রণ করার উপায় হলো নিজেকে সমযত রাখা। কারন বেশিরভাগ ট্রেডারই নিজেকে কন্ট্রোল এ রাখতে পারে না। তারাহুরা করে ট্রেড নিয়ে থাকে অনেকে আবার লস হলে বেশি করে ওভার ট্রেডিং করে। মুলত আমি মনে করি ট্রেডের পরিমান যত কম হবে লস হবার সম্ভাবনা তত কমে যাবে। কারন আপনি যদি ডেইলি পাচটি ট্রেড না করে বুজেশুনে দুটি ট্রেডও ওপেন তবে দেখবেন ৫ টি ট্রেডের ফলাফলের চেয়ে ২ টি ট্রেডের ফলাফলই বেশি ভালো হবে এতে করে লস হবার সম্ভাবনাও অনেক কম থাকবে এমনটাই আমি মনে করি।

souravkumarhazra6763
2020-04-22, 05:51 PM
ফরেক্স মার্কেট এ লস নিয়ন্ত্রণ করতে না পারলে আপন প্রতিনিয়ত আপনার ব্যালেন্স হারাবেন,তাই ফরেক্স ট্রেডিং বিজিনেস এ টিকে থাকতে হলে আপনাকে আগে কিভাবে লস নিয়ন্ত্রণ করবেন সেটি ভালো ভাবে যানতে হবে,ফরেক্স লস নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে ট্রেডিং এ খুব ভালো দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করতে পারবেন,ভালো ভাবে ম্যানি ম্যানেজমেন্ট নিয়ে ট্রেড করতে হবে লস নিয়ন্ত্রণ করার জন্য।

Dibakar Biswas
2020-04-23, 10:10 PM
প্রাথমিকভাবে লস নিয়ন্ত্রণের কিছু সহজ উপায় রয়েছে। যথা-

১. নিন্ম হারে লেভারেজ গ্রহন
২. সর্বদা স্টপলস ব্যবহার করা
৩. ওভার ট্রেড না করা
৪. লট সিমীত রাখা
৫. হতাশ না হওয়া

FX7
2020-04-25, 01:58 PM
লস কমানোর অনেকগুলো উপায় আছে যেমন ছোট ছোট লট ব্যবহার করা বেশি লোভ না করা ঘনঘন ট্রেড থেকে বিরত থাকা এবং বেশি ট্রেড পরিচালনা না করা একসাথে স্টপ লস জিপি এগুলোর ব্যবহার করা বেশি রিক্স না নেওয়া না বুঝে ট্রেড না করা আর সব থেকে বড় দেশ সমস্যাটা সেটা হচ্ছে ফ্রি গ্রুপ গুলো আপনাকে একদম শেষ করে দিবে

FX7
2020-04-25, 02:00 PM
ফরেক্সে লস করা খুবই সহজ করার কিন্তু লাভ করা খুবই কষ্টসাধ্য এবং কঠিন তাই এখানে বিনা এনালাইসিস করে কোন লাভ নেই হয়তোবা আপনাকে 10 ডলার প্রফিট করবে কিন্তু 50 ডলার কেটে নেবে এরকমই হয় মার্কেটে আবার অনেকে লাখ লাখ ডলার ইনকাম করে

SR12
2020-04-25, 02:15 PM
আমরা ফরেক্স এ কিভাবে লস নিয়ন্ত্রন করতে পারি ? ;)

ফরেক্সে লস নিয়ন্ত্রণ করতে হলে আগে ফরেক্সে দক্ষ হয়ে উঠতে হবে। কারন যত বেশি দক্ষতা ততো বেশি প্রফিট করা সম্ভব। আমরা যদি নিজেদেরকে দক্ষ করে তুলতে না পারি তবে এখান থেকে লস কমানো সম্ভব হবে না এজন্য ভালো করে ফরেক্স শিখতে হবে।

sofiz
2020-04-25, 07:19 PM
লস নিয়ন্ত্রণ করতে হলে নিচের নিয়ম গুলু মানতে হবে -
১। লট সাইজ কমিয়ে আনতে পারেন ।
২।স্টপ লস ব্যবহার করতে পারেন ।
৩।বেশি লাভের আশা করা যাবে না
৪। বেশি ট্রেড করা যাবে না।

Runil
2020-04-25, 07:22 PM
প্রথমত আপনি ডেমো ট্রেড করতে পারেন যার ফলে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন কিভাবে লস থেকে বিরত থাকতে হয়.তার পর লস নিয়ন্ত্রণ করতে হলে স্টপ লস প্রতিটি ট্রেড এ সেট করতে পারেন.আপনি যেখানে স্টপ লস সেট করবেন ট্রেড টি সেখানে এসে বন্ধ হয়ে যাবে যার ফলে আপনি ট্রেড এ লস হবেননা.লস নিয়ন্রণ করার জন্য লস চিন্নিত করে তা শুধরানোর চেষ্টা করুন.

forex_fighter
2020-04-25, 07:23 PM
ফরেক্স এমন একটা মার্কেট যেখানে ট্রেড করার মাধ্যমে আমরা অনেক বেশি পরিমাণে ইনকাম করতে পারি । তবে এর বিপরীতে আমাদের প্রচুর লসও হয়ে থাকে । তবে সেটা হয়ে থাকে আমাদের দক্ষতার অভাবে এভং কিছু কৈশল ও সঠিক চেষ্টার সমন্বয় করতে না পারার ফলে । ফরেক্সে লস করলেও সেটা আমরা যদি নিয়মিত করি তবে তা আমাদের ট্রেডিং ক্যারিয়ারকে হুমকির মধ্য ফেলে দিবে । তাই লস নিয়ন্ত্রন করতে হলে অনেক বেশি পরিমাণে ট্রেডিং দক্ষতা অর্জণ করতে হবে ।