PDA

View Full Version : আমি ফরেক্স এ নতুন



forexboy
2016-02-05, 07:58 AM
আমি ফরেক্স এ নতুন। আমি কিভাবে ভালো ফরেক্স এ ভালো প্রফিট করতে পারি।আপনারা কিভাবে ফরেক্স করেন। কিভাবে করলে ভালো করতে পারি ফরেক্সে আমি।

md mehedi hasan
2016-02-05, 08:29 AM
ভাই আপনি ফরেক্স মার্কেটে নতুন তাই আপনার প্রথম ও প্রধন লক্ষ্য হবে ফরেক্স মার্কেটে নিজেকে টিকে রাখা লাভ করা না।আপনি যদি নিজেকে ফরেক্স মার্কেটে টিকে রাখতে পারেন তাহলে এই মার্কেট হতে অবশ্যই লাভ করতে পারবেন।আপনাকে প্রতিটি ট্রেড এনালাইসিস করে করতে হবে এবং সাপোর্ট ও রেসিসটেন্স লেভেল নির্ধারণ করা শিখতে হবে।ফরেক্স মার্কেটের আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে লোভ।তাই আনাকে লোভ ত্যাগ করতে হবে,ওভার ট্রেড করা থেকে বিরত থাকতে হবে এবং প্রচুর ধৈর্য ধারন করতে হবে।তাহলে আপনি ফরেক্স মার্কেটে সফল হতে পারবেন।

MotinFX
2016-02-06, 08:46 PM
ফরেক্স মার্কেটে অনেক নতুন ট্রেডার আসে তারা মনে করে ফরেক্স অনেক সহজ ট্রেড দিলেই লাভ হয়ে যাবে কিন্তু যখন বাস্তবেরর মুখামুখি হবেন তখন বুঝবেন ফরেক্স কাকে বলে। তাই ফরেক্স থেকে আয় করার আগে ফরেক্স সম্পর্কে ভাল করে শিখুন তারপর লাভ করার চিন্তা করুন। কারন এই মার্কেটে শিখতে হলে আপনাকে এক বছর সময় দিতে হবে তাহলে আপনি এই মার্কেটে সফল ট্রেডার হতে পারবেন।

Marufa
2016-02-06, 08:50 PM
ফরেক্স মার্কেটে নুতন পুরাতন বলতে কোন কথা নেই । আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ নতুনরা ভাল করতে পারে । তবে বেসিক বিষয়গুলো সম্বন্ধে জানতে কিছুদিন সময় লাগতে পারে । তবে সবাই কিছুদিন পরে যদি নিজের একটি ভাল ট্রেডিং প্ল্যান তৈরি করতে পারে তাহলেই যথেষ্ট প্রফিট করার জন্য ।

real80
2016-02-08, 12:48 PM
ফরেক্স মার্কেটের সুযোগ সুবিধার কথা জানতে পেরে অনেকেই এই মার্কেটে ট্রেড করার ব্যপারে আগ্রহী হয়ে উঠেন। কিন্তু সবাই ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারে না বেশিদিনের জন্য। ফরেক্স মার্কেটে সফল হতে গেলে মার্কেটে টিকে থাকতে হবে অবশ্যই। তাই নতুন ট্রেডার দের ট্রেড করার আগে থেকেই সাবধান হতে হবে। না জেনে না বুঝে মার্কেটে ট্রেড করতে আসলে লাভ তো দুরের কথা,অল্প দিনেই সব টাকা হারানোর শঙ্কা থেকে যায়। তাই আগে ভালভাবে ডেমো ট্রেডিং করে মার্কেট সম্পরকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

nitaichandro
2016-02-09, 12:22 PM
ভাই ফরেক্স মর্কেটে অম্ওি নতুন তাই ফরেক্স এ টিকে থাকতে হলে আর কি কি করতে হবে যদি বলে দেন তাই আমরা যারা নতুন তাদের জন্য অনেক ভাল হয়।আর কিভাবে ট্রেড করা যায় যদি বিস্তারিত বলতেন তাহলে অরনক উপকার হয়।

abdulguffer
2016-02-11, 03:24 AM
ফরেকস মারকেট এ যারা নতুন তারা অনেকে ফরেকস কে মানি মেকিং মেশিন মনে করে , টরেড করলেই ডলার , যা এক সময় আমিও মনে করতাম আর তাই গত ২ বছরে যা লছ করেছি তা এখনও রিকভার করতে পারি নাই । তাই বলব লাইভ টরেডিং করার আগে অনতত ৬ মাস ডিমো তে প্রেকটিস করুন। ডিমো তে যখন ৮০-৯০% লাভ করবেন তখন লাইভ টরেডিং এ আসতে পারেন ।

sharifulbaf
2016-02-12, 03:16 PM
ফরেক্স মার্কেট এ নতুন ট্রেডিং করতে হলে আমাদের ফরেক্স নিয়ে ভাল করে ফরেক্স ই বুক পরতে হবে,ফরেক্স মার্কেটের ডেমো একাউন্ট করে ভাল প্রফিট করার কলাকৌশল শিখে নিয়ে ট্রেডিং করলে ফরেক্স মার্কেট থেকে অনেক প্রফিট করা যাবে,তাই আমাদের ফরেক্স ট্রেডিং ভাল করে করতে হবে,অনেক প্রফিট হবে।

basaki
2016-02-12, 04:57 PM
ফরেক্স মার্কেটে যেহেতু আপনি নতুন আপনাকে আগে ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে কারন ফরেক্স মার্কেটে আপনি যদি না জেনে ট্রেড করতে জান তবে মনে করি আপনি অনেক লস করতে হবে। তাই যেহেতু আপনি নতুন তাই আগে ফরেক্সে জ্ঞান লাভ তারপর ইনভেস্ট।

fatemaakhter
2016-02-25, 04:50 PM
একজন নতুন ট্রেডার কে অনেক গুলো বিষয় মাথায় রাখতে হয়। প্রথমেই তাকে ফরেক্স ট্রেডিং শিখতে হবে ভালো করে। তার ট্রেডিং জ্ঞান কে ইউটিলাইজ করতে হবে। বিভিন্ন প্রতিকূল পরিবেশে মার্কেটে টিকে থাকার মন্ত্র জানতে হবে। পেশা হিসেবে ফরেক্সকে ভালো করে নিতে হবে। ট্রেডিং ভালোভাবে করতে হবে। তাহলেই একজন নতুন ট্রেডার ভালো ট্রেডার হতে পারবে। এজন্য আমরা বেশি করে ডেমোতে ট্রেড করব ।

majidiqbal
2016-02-25, 09:15 PM
আমি ফরেক্স এ নতুন। আমি ফরেক্স সম্পকে ভাল ভাবে জানতে চাই।

Rahat015
2016-03-02, 11:27 AM
ফরেক্স মার্কেট এ আপনাকে স্বাগতম। আসল কথা হল এখানে নতুন পুরাতন কিছুই না। যে নিয়ম মেনে চলবে , দিন শেষে সেই প্রফিট বের করে আনতে পারবে। আর যেহেতু নতুন তাই এক্টা কথা বলে রাখি পরনির্ভরশীল না হইয়ে নিজে নিজে এনালাইসিস করতে শিখুন। মনে রাখবেন মার্কেট এ থাকতে হলে আপনাকে এনালাইসিস অ মানি মেনেজম্যন্ট এর উপর জোর দিতে হবে।।

gmgmgm
2016-03-05, 09:29 PM
আপনি যদি ফরেক্স এ নতুন হন এবং ভাল ট্রেডার হতে চান তবে আমি বলব আপনি প্রচুর পরিমানে ডেমো ট্রেড করেন। আর পাশাপাশি ফরেক্স নিয়ে অনলাইনে বহু সহযোগীতা মূলক ভিডিও, ইবুক, এবং আরো নানা ধরনের টিউটরিয়াল আছে। যেগুলো আপনাকে ফরেক্স শিখতে সহযোগীতা করবে। আর কখনও মাথা গরম করে ট্রেড ওপেন করবেননা। মাথা ঠান্ডা রেখে ১ সেন্ট করে ট্রেড করতে থাকেন আর লস হলে লসের কারন এবং লাভ হলে লাভের কারন গুল যাচাই করার চেষ্টা করেন। ইনশআল্লাহ ভাল করবেন।

rahmot255
2016-03-07, 08:24 AM
আমি বলব ফরেক্স মার্কেটে নুতন পুরাতন বলতে কোন কথা নেই । আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ নতুনরা ভাল করতে পারে । তবে বেসিক বিষয়গুলো সম্বন্ধে জানতে কিছুদিন সময় লাগতে পারে । তবে সবাই কিছুদিন পরে যদি নিজের একটি ভাল ট্রেডিং প্ল্যান তৈরি করতে পারে তাহলেই যথেষ্ট প্রফিট করার জন্য ।

Fxaziz
2016-03-08, 12:42 PM
আপনি যেহেতু ফরেক্স মার্কেট এর একজন নতুন ট্রেডার তাই আপনার উচিৎ হবে আগে ফরেক্স মার্কেট সম্পর্কে জানা।আপনি যদি ফরেক্স মার্কেট সম্পর্কে না যেনে ট্রেড করেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবেননা।আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আপনাকে আগে ডেমো একাউন্ট এ ট্রেড করেতে হবে।আপনি যত বেসি ডেমো একাউন্ট এ ট্রেড করবেন তত বেসি আপনি ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করে আয় করতে পারবেন।তাই ভালোভাবে ফরেক্স সম্পর্কে যেনে ট্রেড করুন।

RUBEL MIAH
2016-05-26, 11:15 AM
ফরেক্সে নতুন যারা তাদেরকে অবশ্যই অধ্যবসায়ই হত হবে । যে যত বেশী দক্ষতাশীল হবে সে তত বেশী সফলকাম হবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্যশীল হতে হবে তাহলেই সফলকাম হতে পারবে ।

saiful977
2016-05-27, 11:09 PM
নতুন তাই ফরেক্স এর সম্পর্কে ভালো ভাবে জানতে হবে তাই আমিও ভাল ভাবে জানার চেষঠা করতিচি

Rahat015
2016-06-15, 12:46 PM
প্রথমে আপনাকে স্বাগতম ফরেক্স দুনিয়ায়। আর প্রথম কথা হচ্ছে, ফরেক্স মার্কেট এ কিন্তু ৯০ % লস করে চলে যায়। তো আপনি প্রথমে মার্কেট এ ঠিকে থাকার চেষ্টা করেন , লাভ লস এর হিসাব পরে করবেন।। মার্কেট এ ঠিকে থেকে নিজের মূলধন আর দক্ষতা বাড়ান। বেশী বেশী এনালাইসিস করুন আর মার্কেট সেন্টিমেন্ট বুজুন। ইনশা আল্লাহ ভাল অবস্থান করতে পারবেন। লেগে থাকার মানসিকতা রাখুন।

Md. Tariqul Islam
2016-06-16, 04:27 PM
ফরেক্স মার্কেটে অনেক নতুন ট্রেডার আসে তারা মনে করে ফরেক্স অনেক সহজ ট্রেড দিলেই লাভ হয়ে যাবে কিন্তু যখন বাস্তবেরর মুখামুখি হবেন তখন বুঝবেন ফরেক্স কাকে বলে। তাই ফরেক্স থেকে আয় করার আগে ফরেক্স সম্পর্কে ভাল করে শিখুন তারপর লাভ করার চিন্তা করুন কিন্তু সবাই ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারে না বেশিদিনের জন্য। ফরেক্স মার্কেটে সফল হতে গেলে মার্কেটে টিকে থাকতে হবে অবশ্যই। তাই নতুন ট্রেডার দের ট্রেড করার আগে থেকেই সাবধান হতে হবে। না জেনে না বুঝে মার্কেটে ট্রেড করতে আসলে লাভ তো দুরের কথা,অল্প দিনেই সব টাকা হারানোর শঙ্কা থেকে যায়। তাই আগে ভালভাবে ডেমো ট্রেডিং করে মার্কেট সম্পরকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

Md. Tariqul Islam
2016-06-22, 12:24 AM
ফরেক্স মার্কেটে নিজেকে টিকে রাখা লাভ করা না।আপনি যদি নিজেকে ফরেক্স মার্কেটে টিকে রাখতে পারেন তাহলে এই মার্কেট হতে অবশ্যই লাভ করতে পারবেন।আপনাকে প্রতিটি ট্রেড এনালাইসিস করে করতে হবে এবং সাপোর্ট ও রেসিসটেন্স লেভেল নির্ধারণ করা শিখতে হবে।ফরেক্স মার্কেটের আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে লোভ।তাই আনাকে লোভ ত্যাগ করতে হবে

Md. Tariqul Islam
2016-06-22, 02:25 PM
আপনাকে প্রতিটি ট্রেড এনালাইসিস করে করতে হবে এবং সাপোর্ট ও রেসিসটেন্স লেভেল নির্ধারণ করা শিখতে হবে।ফরেক্স মার্কেটের আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে লোভ।তাই আনাকে লোভ ত্যাগ করতে হবে,ওভার ট্রেড করা থেকে বিরত থাকতে হবে এবং প্রচুর ধৈর্য ধারন করতে হবে।তাহলে আপনি ফরেক্স মার্কেটে সফল হতে পারবেন। তাই ফরেক্স থেকে আয় করার আগে ফরেক্স সম্পর্কে ভাল করে শিখুন তারপর লাভ করার চিন্তা করুন। কারন এই মার্কেটে শিখতে হলে আপনাকে এক বছর সময় দিতে হবে তাহলে আপনি এই মার্কেটে সফল ট্রেডার হতে পারবেন।

RUBEL MIAH
2016-06-23, 05:20 PM
যারা ফরেক্সে নতুন তারা যেন ডেমোতে বেশী বেশী এ্যানালাইসিস করে । যে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । দক্ষতা ছাড়া কেহ জীবনে অন্তত ফরেক্স ব্যবসা থেকে লাভবান হতে পারবে না । সুতরাং আমরা সব সময় নতুনদের উৎসাহ দিয়ে থাকব তারা যেন রিয়েল ডলার দিয়ে প্রথমে ট্রেড না করে ।

Rahat015
2016-06-24, 01:48 PM
আপনি যেহেতু নতুন মার্কেট এ নতুন, তাই আগে আপনাকে ফরেক্স সম্পর্কে যাবতীয় জ্ঞান লাভ করতে হবে। ফরেক্স মার্কেটের ডেমো একাউন্ট করে ভাল প্রফিট করার কলাকৌশল শিখে নিয়ে ট্রেডিং করলে ফরেক্স মার্কেট থেকে ভালো প্রফিট করা যাবে। মার্কেট এনালাইসিস করতে শিখুন, মার্কেট ট্রেন্ড ধরতে শিখুন, মার্কেট চ্যানেল আকতে শিখুন। এতে ফরেক্স এ আপনি ভালো করতে পারবেন।

HKProduction
2016-07-03, 07:37 AM
ফরেক্সে নতুনরা এখন অনেক ভাল করছে। কেননা ফরেক্সের লসের কথা কম বেশি সবাই জানে বিধায় প্রথম থেকেই তারা সচেতন হয়ে ট্রেড করে। একজন নতুন ট্রেডার যদি তার এনালাইসিস নিয়ে দিন রাত ডেমোতে পড়ে থাকে তাহলে ফরেক্স মার্কেটে তার উন্নতি হতে খুব বেশি সময় লাগবে না। তবে তাকে সময় নিয়ে লেগে থাকতে হবে। যত বেশি প্রাকটিস করবে ততই ট্রেডের উপর তার অভিজ্ঞতা বাড়বে। আর ফরেক্সে অভিজ্ঞতা মানেই সফলতা্।

Md. Tariqul Islam
2016-07-19, 08:49 AM
আপনি ফরেক্স মার্কেটে নতুন তাই আপনার প্রথম ও প্রধন লক্ষ্য হবে ফরেক্স মার্কেটে নিজেকে টিকে রাখা লাভ করা না।আপনি যদি নিজেকে ফরেক্স মার্কেটে টিকে রাখতে পারেন তাহলে এই মার্কেট হতে অবশ্যই লাভ করতে পারবেন।আপনাকে প্রতিটি ট্রেড এনালাইসিস করে করতে হবে এবং সাপোর্ট ও রেসিসটেন্স লেভেল নির্ধারণ করা শিখতে হবে। তবে বেসিক বিষয়গুলো সম্বন্ধে জানতে কিছুদিন সময় লাগতে পারে । তবে সবাই কিছুদিন পরে যদি নিজের একটি ভাল ট্রেডিং প্ল্যান তৈরি করতে পারে তাহলেই যথেষ্ট প্রফিট করার জন্য ।

Md. Tariqul Islam
2016-07-19, 11:04 AM
ফরেক্স মার্কেটের সুযোগ সুবিধার কথা জানতে পেরে অনেকেই এই মার্কেটে ট্রেড করার ব্যপারে আগ্রহী হয়ে উঠেন। কিন্তু সবাই ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারে না বেশিদিনের জন্য। ফরেক্স মার্কেটে সফল হতে গেলে মার্কেটে টিকে থাকতে হবে অবশ্যই। তাই নতুন ট্রেডার দের ট্রেড করার আগে থেকেই সাবধান হতে হবে। না জেনে না বুঝে মার্কেটে ট্রেড করতে আসলে লাভ তো দুরের কথা,অল্প দিনেই সব টাকা হারানোর শঙ্কা থেকে যায়। তাই আগে ভালভাবে ডেমো ট্রেডিং করে মার্কেট সম্পরকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

majidiqbal
2016-07-19, 12:24 PM
আমি মনে করি প্রথমে আপনাকে ফরেক্স বিষয়ক পড়াশোনা করতে হবে। এর পর ইউটিউব সার্চ করে কিছু টিউটোরিয়াল নামিয়ে তা দেখে দেখে ডেমোট্রেড করা শুরু করুন এবং আস্তে আস্তে মার্কেট বিশ্লেষন ও কিছু অ্যানালাইসিস করা শিখুন। স্ট্যাটিজি করা। এভাবে ধৈর্য্য ধরে আস্তে আস্তে ট্রেডিং সম্পর্কে আত্ববিশ্বাস বারানোর মাধ্যমে এগোনো যেতে পারে।

basaki
2016-07-23, 12:30 PM
আপনি যেহেতু ফরেক্স মার্কেটে নতুন তাই আপনি আগে ফরেক্স মার্কেটে রিয়াল ট্রেড না করে আপনি ডেমো ট্রেড করে আগে অবিজ্ঞতা অর্জন করেন পরে আপনি রিয়াল মার্কেটে ফরেক্স ট্রেড করলে আমি মনে করি আপনার জন্য অনেক ভাল হবে। তা নাহলে আপনি অনেক লস করবে।।

Sahed
2016-07-29, 06:21 PM
ফরেক্স মার্কেটে আপনি যেহেতু একজন নতুন সদস্য সেহেতু আপনার উচিত হবে ফরেক্স মার্কেট সম্পর্কে আগে ভালভাবে পড়াশুনা করা । তারপর আপনি একটি ডেমো একাউন্ট খুলে প্রতিদিন যা পড়াশুনা করবেন সেই অনুসারে প্র্যাকটিস করতে থাকবেন ডেমোতে । তারপর একট স্ট্রেট্রেজি তৈরি করে লাইভ একাউন্টে ট্রেড করতে পারেন ।

hasan019
2016-08-25, 07:01 PM
সবাই ফরেক্স এ নতুন থাকে পরে আস্তে আস্তে তারা এক্সপার্ট হয। আপনাকে ফরেক্স ট্রেডিং শিখতে হবে ভালো করে আর তার জন্ন আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। সবার আগে শিখুন মানি মেনেজমেন্ট। এটাই আসল।

fxinfo
2016-08-25, 07:43 PM
ফরেক্স এ যারা নতুন তাদের সব সময় উচিত অনেক ভেবে চিন্তে তারপর যেকোন সিন্ধান্ত নেয়া । নতুনরা যদি হঠাৎ করে না বুঝে সিদ্ধান্ত নেয় তাহলে বেশিরভাগ সিদ্ধান্ত ভুল হবে বলে আমি মনে করি । আর এর ফলাফল হতে পারে ফরেক্স মাকেট থেকে অকালে ঝড়ে যাওয়া । তাই সফল হতে হলে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে ।

vodrolok
2016-09-12, 12:38 PM
ফরেক্সে যারা নতুন তাদের জন্য সর্ব প্রথম কর্তব্য হলো এই মার্কেট সম্পর্কে যত বেশি সম্ভব জানা। এবং প্রাথমিক কোর্সগুলো সম্পন্ন করে ফেলা। এজন্য বেবিপিপ্স.কম এর স্কুল অফ ফরেক্স নামক ফ্রি কোর্সটি খুবই কর্যকর। এবং পাশাপাশি ডেমো প্রাকটিস করতে থাকা এবং এই মার্কেটে কোন কোন বিষয় জানা আবশ্যক আর কোন কোন বিষয় থেকে সহস্র হাত দূরে থাকতে হবে তার সম্পর্কে যত বেশি সম্ভব জানতে থাকা।

milonkhanfx1993
2016-09-23, 11:06 PM
নতুন মানে আম্রা,আমি নিজে যতবার নিউজ ট্রেডিং করতে গেছি ততবার লস করেছি তাইলে আমরা কি করা উচিত আমি এম্নিতেউ অনেক প্র্যাক্টিস করি আবার অনেক সময় এন্ট্রি দিলেই উলটা দিকে মার্কেট যেতে থাকে।

Rahamat123
2016-11-09, 09:37 AM
যার যত বেশী অভিজ্ঞতা রয়েছে সে তত বেশী সফলতা অর্জন করতে পারবে । আমাদের উচিত হবে আগে ফরেক্স ব্যবসা করার অাগে দক্ষতা অর্জন করা । দক্ষতা ছাড়া ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা সম্ভব নয় । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করব তাহলেই সফলকাম হতে পারব ।

nisho5533
2016-11-11, 08:57 PM
ভাই আপনি ফরেক্স যেহেতু নতুন তাই আমার মনে হয় আপনি এখন আয় করার উদ্দেশ্য না করে আপনি ফরেক্স সম্পরকে কি ভাবে জানতে বা বুঝতে পারবেন সে সম্পকে জানুন |আমার মনে হই আপনি যদি এখন ফরেক্স থেকে আয় করতে চান তবে আপনি আয় করতে পারবেন না ফরেক্স এ লস করবেন ফরেক্স আয় করার জন্য দক্ষতা প্রযোজন |

sohrab
2016-11-11, 10:46 PM
ফরেক্স করতে নতুন বা পুরাতন কোন বিষয় না । এখানে দক্ষতা আর অভিজ্ঞতাই আসল বিষয় । আপনি যদি দক্ষতার সাথে মার্কেট এনালাইসিস করে ট্রেড না করতে পারেন তা হলে লস হবে । এক্ষেত্রে নতুনরা বেশী লস করে থাকে । তাই নতুন হিসেবে ভাল ভাবে মিখুন তার পর লাবের চেষ্টা করুন ।

nisho5533
2016-11-16, 09:07 PM
ভাই আপনি ফরেক্স মাকেটে নতুন তাই আমি মনে করি ফরেক্স থেকে আয় করবেন কি করে তা না ভেবে আপনি ফরেক্স মাকেটে দক্ষতা অজন করবেন কি করে তার জন্য পরিশ্রম করেন তবে দেকবেন ফরেক্স থেকে আপনি এমনি আয় করতে পারছেন | ফরেক্স থেকে আয় করতে হলে ফরেক্স মাকেটে আপোণাকে থাকতে হবে পরিশ্রম করতে হবে তার পর আপনি আয় করতে পারবেন |

Lipu
2016-11-17, 12:14 AM
ফরেক্স এ নিউজ ট্রেড করার জন্য আপনাকে আগে বুঝতে হবে যে, যেই কারেন্সি নিউজ এসেছে তা ঐ কারেন্সি জন্য ভালো না খারাপ।ব্যাপার টা খুব সিম্পল আবার ততটা সিম্পল ও না।নিউজ টা যদি কারেন্সিএর জন্য ভালো হয় তাহলে কারেন্সি এর মান বাড়বে আর কারেন্সি জন্য খারাপ হলে কারেন্সি এর মান কমবে।আপনাকে ধারনা রাখতে হবে নিউজের ধরনের উপর।আপনি যদি ফরেক্স এ নতুন হন তাহলে নিউজ ট্রেড করতে যাবেন না।

shaminfx
2016-11-19, 07:59 PM
আপ্নে যেহেতু ফরেক্স মার্কেটে নতুন তাহলে আপনার প্রথম ধাপ হবে মেটা টুলস এর টুকটাক কাজ শিখা,এবং মার্কেটের চার্ট টা খুব বেশি করে ফলো করা,১০০ ডলার ব্যালেন্স নিয়া ০.০১ এর লত সাইজ ইউজ করা,ধিরে ধিরে মার্কেট টা কে নিজের কন্ট্রোলে আনা,আর বেশি লোভ থকে বিরত থাকা,

nisho5533
2016-11-20, 08:10 PM
ফরেক্স এ আমি মনে করি যে যায় নিজের ধারনা মত করে থাকি | ফরেক্স থেকে আয় বা ভাল যাই বলেন না কেন ফরেক্স থেকে আয় করতে হলে প্রতিনিয়ত আপনাকে ডেমো পারতিস করতে হবে আপনি যত ডেমো পারতিস করবেন আপনি তত ফরেক্স সম্পরকে শিখতে বা ফরেক্স থেকে আয় করতে পারেন |

riponinsta
2017-01-29, 02:40 PM
আপনি যদি ফরেক্স মার্কেট এ সিখার পরিবর্তে সুধু লাভ করতে চান তা হলে আপনি লাভ করতে পারবেন না আগে আপনাকে ফরেক্স মার্কেট এ টেড করা ভাল করে সিখুন তারপর আপনি লাভ এর কথা চিন্তা করুন আপনি যদি একবার ভাল করে সিখে ফেলতে পারেন তা হলে ফরেক্স মার্কেট থেকে লাভ করার কথা চিন্তা করা লাগবে না লাভ এমনিতে হবে আপনার এই সিস্টেম ওই সিস্টেম এর পিছে না ঘুরে একটা ভাল টেড ইং সিস্টেম পুরুপুরি বুঝে টেড কর*্যন অনেক লাভ করতে পারবেন ফরেক্স মার্কেট থেকে

Mamun13
2017-11-07, 09:02 PM
আপনার প্রথম কর্তব্য হলো কয়েক বছরব্যাপী হাতে সময় নিয়ে প্রতিদিন ২/৩ ঘন্টা ফোরামে স্টাডি করা৷ফোরামে নিয়মিত লেখাপড়া করবেন আর সেগুলো ডেমো ট্রেডিংএ প্র্যাকটিস করে করে শিখবেন৷এভাবে যতই শিখবেন ততই বুঝতে শুরু করবেন৷এভাবে যতই বুঝবেন ততই সেগুলো প্রয়োগ করবেন৷আর যতই প্রয়োগ করবেন ততই সুস্পষ্ঠ ধারণা হবে এবং অভিজ্ঞতা দিন দিন বাড়তে থাকবে৷একদম নতুনদের জন্য আমার লেখা ধারাবাহিক লেসনগুলো আপনাদের অনেক উপকারে আসবে৷ফরেক্সর সঠিক,বাস্তব সম্মত ও কার্যকরী বেসিক ট্রেডিং কৌশলগুলো আমার লেসনগুলোতে পেয়ে যাবেন৷তাই পড়তে থাকুন,শিখতে থাকুন...অবশ্যই একদিন ট্রেডার রূপে প্রতিষ্ঠিত হয়ে যাবেন,কোনোও সন্দেহ নাই৷

Syed Moinul
2018-01-29, 11:52 PM
সকলের সাথে আমিও বলবো যে ফরেক্স মার্কেট এ টিকে থাকাই প্রধান লক্ষ। তাই অধিক মুনাফা এর লোভ করলে টিকে থাকা কঠিন।

Syed Moinul
2018-01-30, 03:46 PM
ফরেক্স এ টিকে থাকার মূল মন্ত হলো এর কৌশল গুলা ভাল ভাবে শেখা। সেই অনুযায়ী ডেমো তে প্রাকটিস করা। তারপর আপনার কৌশল গুলো ভাল ভাবে আয়ত্ত্ব হলে এবং ডেমো তে প্রফিট করতে পারলে লাইভে আসার কথা ভাবতে পারেন।

alamsat
2018-03-14, 10:59 PM
আপনি যেহেতু নতুন সেহেতু আপনি ঠিক জায়গায় আসছেন। তারমানে আপনি বাংলাদেশ ফরেক্স ফোরাম এ একাউন্ট করছেন। আপনি একটি কাজ বেশি বেশি করবেন সেটি হলো ফোরাম এর সকল পোস্ট নিয়মিত পড়বেন না বুজলে প্ৰশ্ন করবেন. এখানে আপনার প্রশ্নের উত্তর সবাই দেয়ার চেষ্টা করবে. আর নিয়মিত ডেমো ট্রেড করে ট্রেড এর কৌশল শেখার চেষ্টা করুন.