PDA

View Full Version : একটি ট্রেডর করতে কত লস স্বীকার করেন।



md mehedi hasan
2016-02-07, 11:55 AM
যারা ফরেক্স মার্কেটে ট্রেড করে তারা প্রত্যেকেই একটি ট্রডের জন্য অনেক টাকা ঝুকি নিয়ে থাকে অর্থাৎ স্টপ লস দিয়ে থাকে।আমরা যারা ফোরামের সদেশ্য এই বিষয়টি যদি আমরা সকলের সাথে শিয়ার করি তাহলে আমাদের অনেক লাভ হবে।আমি একটি ট্রেডের জন্য সর্বোনিম্ন ১০০পিপস থেকে সর্বোচ্চ ২০০ পিপস পর্জন্ত লস শিকার করি।আমার একাউন্ট ব্যালেন্স ১১০ ডলার এবং প্রতিটি ট্রেডের সাইজ ০.০৩ ।:woo:

MotinFX
2016-02-07, 12:43 PM
ফরেক্স মার্কেটে আমি নতুন ট্রেডার যা ফরেক্স মার্কেট নিয়ে এখনো আমার অনেক কিছু শিখার আছে ামমি অনেক বেশি ঝুকি নিয়ে পেলি ফরেক্স মার্কেটে আমার এটা একটা সমস্যা। অনেক সময় দেখি আমার একুইটি ১০০ নিচে নামে যায়।অামারর জানতে ইচ্ছা করছে আমার একশত ডলারের একাউন্টে কত জুনি ট্রেড করা উচিত।

Hafizur Rahman
2016-02-07, 05:28 PM
ফরেক্স মার্কেট জারা নতুন তাদের মুল বালেন্সের ১% এর উপরে ঝুকি নেয়া ঠিক নয় । অর্থাৎ বালেন্স যদি হয় ১০০ ডলার তাহলে রিস্ক নিতে হবে ১ ডলার । আবার বালেন্স যদি হয় ২০০ ডলার রিস্ক নিতে হবে ২ ডলার । অপর দিকে জারা অভিজ্ঞ তারা তাদের মুল বালেন্স এর সরবচ্চ ৫% পর্যন্ত রিস্ক নিয়া ট্রেড করতে পারেন ।

Marufa
2016-02-07, 06:15 PM
আমার মতে একটি ট্রেড করতে একাউন্টের ২ ভাগের বেশি লস দেয়া ঠিক না । আপনার একাউন্ট ব্যালেন্স যদি ১০০ ডলার হয় তবে একটি ট্রেডে আপনি ২ ডলার পযর্ন্ত লস দিতে পারেন । এটি মানি ম্যানেজমেন্টের রুলস । তবে সব ক্ষেত্রে বিষয়টি সঠিক নয় । আপনার যদি ভাল কোন ট্রেডিং প্লান থাকে অথবে আপনি যদি নিয়মিত প্রফিট করেন তাহলে অন্য কথা ।

RUBEL MIAH
2016-05-26, 05:52 PM
আমার এ্যাকাউন্টে যদি ২০০ ডলার থাকে তাহলে আমি কমপক্ষে ২০ ডলার পর্যন্ত লস দিতে পারি । কিন্তু লস দেয়া আর বড় কথা নয় আসল কথা হল মার্কেট সর্ম্পকে ভালোভাবে বোঝা । যে যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে ।

maziz6989
2016-05-30, 12:37 PM
এটা নির্ভর করে ব্যক্তির উপর। কেননা একজন নিজে ডিসিশান নিতে পারে সে একটা ট্রেডে তার একাউন্ট এর কত পার্সেন্ট লস করতে ইচ্ছুক আছে। এখানে আমার জানামতে স্ট্যান্ডর্ড হল ১% লস করতে রাজি থাকা। এর বেশি হলে আপনার জন্য ভাল নাও হতে পারে। এই সংক্রান্ত অনেক হিসেব পাবেন বিভিন্ন ওয়েব সাইটে।

Moon
2016-06-07, 07:41 PM
একটি ট্রেড করতে কত লস স্বিকার করতে হবে তা নির্ধরণ করার জন্য অামাদেরকে অবশ্যই অনেক বেশি পরিমাণে মানিম্যানেজমেন্ট ও রিস্কম্যানেজমেন্ট নীতি অণুসরন করতে হবে । আর এ্সব যদি ভালভাবে বিশ্লেষণ করা যায় তবে অবশ্যই তার মাধ্যমে ভালো একটা ফলাফল আসবে । আর রিস্কম্যানেজমেন্ট এর মাধ্যমে মোট ব্যালেন্সের কতটুকু রিস্ক নিতে হবে তা বিশ্লেষণ করে দেখা হয় ।

dwipFX
2016-06-08, 02:30 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার উদ্দেশ্য হল লাভ করা কিন্তু অনেক সময় মার্কেট আমাদের বিপরীতে যায় বিদায় লস হয়। একটা ট্রেডে আপনি কি পরিমান রস করতে চান সেটা আপনার উপর নির্ভর করে। আপনি মানি মেনেজমেন্ট মেনে ট্রেড করলে তাহলে ২ ভাগ লস করতে চান। আর মানলে সেটা আপনার উপর নির্ভর করবে।

HKProduction
2016-06-22, 04:37 AM
আমি সাধারণত .05 লটে ট্রেড করি। এটা আমার বর্তমান সিদ্ধান্ত। কেননা এর আগে আমি বড় লটে ট্রেড করে অনেক লস করেছি। বর্তমানে তা রিকভার করার চেষ্টায় আছি। আমি আমার প্রতিটি ট্রেডে 25 থেকে 30 পিপস স্টপ লস দিয়ে থাকি। এভাবে আমি আমার লাভ : লোকসান = 70 : 30 রেশিওতে করার চেষ্টা করি। আমি বর্তমানে কম লটে রিয়েল মার্কেটে প্রাকটিস করছি শুধু ফোরামের বোনাস মানি দিয়ে। আমি ডেমো ছেড়ে এখন রিয়েল মার্কেটে প্রতিষ্ঠিত হতে চাই।

Md Masud
2017-05-25, 06:38 PM
আপনার একাউন্ট ব্যালেন্স যদি ১০০ ডলার হয় তবে একটি ট্রেডে আপনি ২ ডলার পযর্ন্ত লস দিতে পারেন । এটি মানি ম্যানেজমেন্টের রুলস । তবে সব ক্ষেত্রে বিষয়টি সঠিক নয় । আমি বর্তমানে কম লটে রিয়েল মার্কেটে প্রাকটিস করছি শুধু ফোরামের বোনাস মানি দিয়ে ।

Mamun13
2017-06-01, 12:33 PM
আমি আসলে লং টার্ম ট্রেড করি৷তাই লসের পারিমান ২০০ পিপসের কখোনো নিচে হয় না৷লস নিয়ে আমি মোটেও চিন্তিত বা ভীত হইনা৷মাঝে মধ্যে ব্যালেন্সও শুন্য হয়ে যায়!!আমার লটের সাইজ মাত্র 00.01৷আমার একাউন্ট স্ট্যানডার্ড৷কম ব্যালেন্স দিয়েই আপাতত টেড করে ভালো করে দক্ষতা অর্জনের চেষ্টা করছি৷তাই খুবই কম লটে ট্রেড করি ও লংটাইম ফ্রেমে ট্রেড করি৷

Rahat015
2017-06-16, 02:02 PM
আপনি কত ডলার রিস্ক নিবেন তা নির্ভর করবে আপনার ট্রেডিং ব্যালেন্স এর উপর আপ্নার দক্ষতার উপর আপনার এনালালিসিস এর উপর। আপনার যদি ৫০০ ডলার ট্রেডিং ব্যালেন্স থাকে তাহলে আপ্নি ৫% রিস্ক নিতে পারেন। মানি মেনেজমেন্ট করতে জানতে হবে। আর আপনার যদি ট্রেডিং স্ট্রাটেজি ভাল থাকে তাহলে আপনি ১০ ডলার নিতে পারেন। তবে নতুনদের জন্য আমি মনেকরি ব্যালেন্স যত হোক না কেন ২% এর বেশি যাওইয়া ঠিক হবে না। কারন লস করলে মানসিক অবস্থা ঠিক থাকবে না। তাই ছোট ছোট লাভ বা লস দিয়ে শুরু করা যায়।

abdulguffer
2017-06-19, 01:34 PM
আপনার একাউন্ট ব্যালেন্স যদি 100$ হয় তাহলে আপনি সর্বোচ্চ 0.10 লট এ ট্রেড ওপেন করতে পারবেন । এবং রিস্ক রিওয়ার্ড রেশিও মেনে 1:3 অনুপাতে স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করলে আপনি 10 পিপস এ স্টপ লস 30 পিপস এ টেক প্রফিট সেট করলেন। অর্থাৎ আপনি 100$ এর একাউন্ট এ প্রতিটি ট্রেড এর ক্ষেত্রে 1$ লস এর রিস্ক নিতে পারেন ।

maziz6989
2017-06-28, 08:58 AM
এই বস্তুটা এক এক জনের কাছে এক এক রকম। কেউ ১০ পিপ পর্যন্ত লস স্বীকার করে আবার কেউ ১০০পিপ আবার আমার মত কেউ কেউ আনলিমিটেড। তবে আমি এখন মনে করছি এত লং টাইম একটা ট্রেড এ লস ক্যারি করাটা চরম ভূল কেননা আপনার আমার একাউন্ট এর ব্যালান্স আনলিমিটেড নয়।

Shadhin
2017-07-18, 07:53 PM
আমরা যারা ফরেক্স ট্রেড করে থাকি তারা সবাই ফরেক্স এ ঝুকি এবং স্টপ লস দিতে থাকি আর ফরেক্স ট্রেড ব্যবসা যেমন একতা লাভ জনক ব্যবসা তেমনি এখানে অনেক লসের শিকার ও হইয়ে থাকেন আর এই লসের কারনে ট্রেড করা থেকে বিরত থাকলে হবেনা আর এক জন ট্রেডার যদি না জেনে বুঝে ট্রেড করে থাকেন তাহলে অনেক লসের সম্মুখিন হতে পারেন বলে আমি মনে করি

Momen
2017-07-22, 09:28 AM
আপনার একাউন্ট এর ডিপুজিট অনুযায়ী আপনার লসের পরিমানটা একটু বেশি হয়ে যাচ্ছে। আপনি যদি ১০০-২০০ ডলার লস স্বিকার করেন তাহলে আপনার ঐ ট্রেড থেকে প্রফিট আসা লাগবে ৩০০-৬০০ ডলার। তা কি আপনি কখনও সম্ভব করতে পেরেছেন। যদি না পারেন তাহলে আমি বলবো আপনি লসের দিকেই ধাবিত হবেন।

mahbubhb
2017-08-10, 04:49 AM
ফরেক্সে ট্রেড করে শুধু আপনার লাভ হবে তা না। এখানে আপনার লসও হবে। তবে আপনি যা লাভ করবেন আর যদি সেই পরিমাণ লস বা তারও অধিক লস করেন সেটা তো মেনে নিতে চাইবেন না। তাই লাভের তুলনায় কলসের রেশিও কমিয়ে আনতে হবে। আমরা যতই লাভ করি না কেন যদি একটু ও লস হয় তাহলে খারাপ লাগবে এটাই স্বাভাবিক। তাই আমি মনে করি লাভের তুলনায় লসের পরিমাণ হবে ৫-১০% পর্যন্ত গ্রহণযোগ্য।