PDA

View Full Version : ফরেক্সে সফলতার মূল বিষয়গুলো কি কি?



syed_rana
2016-02-07, 04:42 PM
অনেকে অনেক সময় নিয়ে ট্রেড করেন এবং বিভিন্ন স্কীল তৈরী করছেন যেমনঃচার্ট প্যাটার্ন,পিভট পয়েন্ট,এলিয়েট ওয়েব সহ নানা বিষয়ের গাণিতিক ব্যখ্যাগুলো নিয়ে রিচার্চ করছেন এবং প্রাইস মুভমেন্ট বোঝার ক্ষমতা অর্জন করছেন । কিন্তু আমি মনে করি ,ধৈর্য্য,বিনম্রতা ও সফলতার অন্তর্ভুক্ত । এ বিষোয়ে আপনাদের মতামত কি?

MotinFX
2016-02-07, 05:06 PM
ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা অনেক কঠিন। আপনাকে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে জানার কোন বিকল্প নেই। ফরেক্স মার্কেটে সফল হতে হলে প্রাইস একশান, মানি মেনেজম্যেন্ট এবং ট্রেন্ড ধরা জানতে হবে। মার্কেটে অতিরিক্ত ট্রেড করা যাবেনা লট সাইজ এমন ভাবে তৈরি করতে হবে যাতে ইকুইটি ১০০ নিচে না নামে। ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে লোভ ত্যাগ করতে হবে এবং ধৈর্য হারা হওয়া যাবেনা।

Hafizur Rahman
2016-02-07, 05:19 PM
আমি মনে করি ফরেক্স এ সফলতার মুলে জেটা রয়েছে সেটা হল ধরজ । এর পরে শিক্ষার কন বিকল্প নেই । সাপোর্ট রেজিসটানস আকা জানতে হবে । ট্রেন লাইন আকা জানতে হবে । ফিবনচ্ছি সমন্ধে জানে হবে । ট্রেন এর বিপরিতে ট্রেড করা যাবে না । এর পর আবারো বলব ফরেক্স এ সফলতার মুল কারন ধরজ ।

Marufa
2016-02-07, 06:18 PM
আমি মনে করি আপনি যত বড় এনালাইজার হোন না কেন । আপনি যদি ঠিক মত নিয়ম মেনে ট্রেড না করেন তাহলে কোন লাভ নেই । আপনি পৃথিবীর সমস্ত এনালাইসিস একসাথে করলেও মার্কেট সম্পর্কে শতভাগ সঠিক ধারনা পাবেনা না ।তাই মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে পারলে লসের সম্ভাবনা কম থাকে ।

Audhidul
2016-02-07, 06:59 PM
ফরেক্স এ সফলতার জন্য যে বিষয়গুলো গুরুত দিতে হবে, প*্র্র্রথমত ধৈয্য সহকারে জানার আগ্রহ থাকতে হবে, ২য় ত সাপোট রেজিষট্যাস ,ট্রেণ্ড লাইন,ফিবোনাকি,মাকেট সেশন এবং নিউজ ট্রেড ট্রেডিং মেথড জানতে হবে ।লোভ করা যাবে না ।

basaki
2016-02-07, 07:15 PM
ফরেক্স মার্কেটে সফলতা করতে হলে অনেক কিছুই ফরেক্স সম্পর্কে জানতে হবে।বেশি বেশি ডেমো প্রেক্টিস করতে পারলে আমি মনে করি একজন ফরেক্স ব্যবসাহি ফরেক্স মার্কেটে রিয়াল ট্রেড করে খুব ভাল করতে পারবে এবং লোভকে পরিহার করলে ফরেক্স মার্কেটে সফলতা আসবে।

real80
2016-02-08, 11:57 AM
ফরেক্স মার্কেটে সবাই নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারে না। একজন সফল ট্রেডার হতে গেলে প্রতিটি ট্রেড নিয়ম মেনে করতে হবে। একই ট্রেডিং প্ল্যান অনুযায়ী প্রতিদিন ট্রেড করতে হবে।এভাবে নিজের ট্রেডিং প্ল্যান এর কথায় ভুল আছে তা বের করে ঠিক করতে হবে। নিজের ভুল বের করতে হবে। মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে। ভালভাবে মার্কেট এনালাইসিস করে তারপর ট্রেড করতে হবে। এনালাইসিস ছড়া একজন সফল ট্রেডার কখনই ট্রেড করেন না।লোভ সাম্লিয়ে ধৈর্য ধেরে ট্রেডিং করতে হবে।

md mehedi hasan
2016-02-08, 01:07 PM
ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা সহজ ব্যপারনা।ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং ফরেক্সবিষয়ে প্রচুর পড়াশুুনা করতে হবে।এগুলার পাশাপপাশি ফরেক্স মার্কেটে সফল হতে গেলে আপনাকে নিম্নের নিয়মগুলো পালন করতে হবে।
১.অতিরক্ত লোভ করা যাবেনা।
২.প্রচুর ধৈর্যধারন করতে হবে।
৩.অভার ট্রেড থেকে বিরত থাকতে হবে।
৪.প্রতিটি ট্রেড এনালাইসিস করে করতে হবে।
৫.সাপোর্ট ও রেসিসটেন্স লেভেন নির্্নয় করে ট্রেড করতে হবে।তাহলেই আপন ফরেক্স মার্কেটে সফল হতে পরবেন।

nelson
2016-02-08, 05:25 PM
ফরেক্স এ সফল হতে হলে আপনাকে ও আমাকে অনেক নিয়ম মেনে চলতে হবে। প্রথম বাড়াতে হবে ধৈয্য শক্তি। ঠিকমত মারকেট কে এ্যানালাইস করা শিখতে হবে। সব সময় ট্রেড করা যাবে না। এ+ ট্রেড না হলে ট্রেড এ ঠুকা যাবে না। ট্রেড করার পর অবশ্যই এস,এল ও টিপি দিতে হবে। অল্প লাভে ট্রেড ক্লোজ করা যাবে না। ট্রেড এ ঠুকার পর বার বার চাট দেখা যাবে না। এতে করে লস হয়। মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে। কারো সিগন্যাল নিয়ে ট্রেড এ ঠুকা যাবে না। নিজে বুজে শুনে ট্রেড করা উত্তম।

Vision
2016-02-08, 05:43 PM
সফলতা আসলে কোন নিদ্দিষ্ট বস্তু না যে এটা ধরলেই পাওয়া যাবে । আসলে সফলতা একটা ধারাবহিক প্রক্রিয়া । ফরেক্সের ক্ষেত্রে এ কথা আরোে বেশি সত্য । কারণ ফরেক্স মার্কেটে আমরা দেখতে পাই যে আপনি যদি একটা ট্রেড লাভবান হন তবে আপনাকে কেউ সফল ট্রেডার বলবে না । তাই অাপনি যদি ধারাবহিকভাবে যদি কিছু ট্রেডে লাভ করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তবে আপনি সফল ট্রেডার বলে বিবেচিত হবেন । আর আমি একজন নতুন ট্রেডার হিসেবে সফলতার মূল মন্ত্র হিসেবে বলতে পারি লেগে থাকা এবং অবিরত ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করা ।

razu777
2016-02-08, 06:10 PM
আমি মনে করি ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা অনেক কঠিন। আপনাকে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে জানার কোন বিকল্প নেই। ফরেক্স মার্কেটে সফল হতে হলে প্রাইস একশান, মানি মেনেজম্যেন্ট এবং ট্রেন্ড ধরা জানতে হবে। মার্কেটে অতিরিক্ত ট্রেড করা যাবেনা লট সাইজ এমন ভাবে তৈরি করতে হবে যাতে ইকুইটি ১০০ নিচে না নামে। ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে লোভ ত্যাগ করতে হবে এবং ধৈর্য হারা হওয়া যাবেনা।

Fxaziz
2016-02-09, 04:17 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে হলে আমাদের কে আমাদের কিছু বদ অব্বাস দুর করতে হবে।না হই আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবো না।যেমন-আমাদের কে আমাদের লোভ কে কন্ট্রোল করতে হবে,আমাদের কে আমাদের মাথা ঠাণ্ডা রেখে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে,ফরেক্স মার্কেট কে এনালাইসিস করা ছাড়া ট্রেড করা যাবে না।এই বিষয় গুলো মেনে যদি আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে পারবো।

RUBEL MIAH
2016-02-11, 03:20 PM
ফরেক্স ব্যবসার সফলতার মূল হল বিষয়গুলো নিম্নে দেওয়া হল :
(১) ধৈর্য্য ধারণ করতে হবে ।
(২) ফরেক্স মার্কেট সর্ম্পকে অভিজ্ঞতা থাকতে হবে ।
(৩) মার্কেট এ্যানালাইসিস করতে হবে ।
(৪) ফরেক্স নিউজ পড়তে হবে ।

sharifulbaf
2016-05-13, 03:27 PM
ফরেক্স মার্কেটে সফলতার মুখ দেখতে হলে আমাদের অনেক কিছু মেনে নিয়ে ট্রেডিং করতে হবে তাহলে ভাল করা যাবে,প্রথমে,আমাদের মাথা ঠান্ডা রেখে ট্রেডিং করতে হবে,ট্রেডিং করার পুর্বে কোন নিউজ আছে কিনা দেখে নিয়ে ট্রেড করতে হবে,ট্রেডিং করার সময় মানি ম্যানেজমেন্ট অনুসরণ করতে হবে,স্টপ আর টেক প্রফিট ব্যাবহার করতে হবে।

Mrs.SaoudiaIslam111989
2016-05-13, 03:34 PM
ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে সফলতার শিখরে উঠতে পারাটা অনেক কঠিন বলাটা ভূল হবে কারন ভাল করে ফরেক্স ট্রেডিং দক্ষতা,অভিজ্ঞতা এবং নিয়মনীতি অনুসরন করে ফরেক্সে ট্রেড করার অভ্যাস গড়ে তোলা গেলে খুব দ্রুতই ফরেক্সে ভাল একটি স্হান করে নেওয়া সম্ভাব। পাশাপাশি ফরেক্সে ট্রেড করার সময় লোভ লালসাকে চিরতরে বিদায় করে দিতে হবে এবং মানিম্যানেজমেন্ট ও মার্কেট অ্যানালাইসিসকে অনেক বেশি গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

dwipFX
2016-05-13, 06:06 PM
আসলে ফরেক্স মার্কেটে সফলতা অনেক কঠিন যেটা আপনাকে অনেক কিছু চিন্তা করে ট্রেড করতে হবে।আপনাকে লোভ করা যাবেনা, অতিরিক্ত ট্রেড করা যাবেনা, মানি মেনেজমেন্ট মেনে ট্রেড করতে হবে।আপনাকে ধৈর্য ধরে ট্রেড করতে হবে।

Moon
2016-05-13, 06:18 PM
আমি একজন নতুন ট্রেডার তাই এখনো বলতে পারব না যে ঠিক মূল বিষয়গুলো কি কি ? আমি মনে করি যে ফরেক্স এমন একটা মার্কেট যেখানে সফল হওয়ার জন্য বেশকিছু বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে । আর এতে করে সমন্বিত কাজ করার ফলেই আসবে কাঙ্কিত সফলতা । তবে ফরেক্স নিয়ে বেশি বেশি স্টাডির মাধ্যমে অনেক নতুন কৈশল শিখা যায় । যা উন্নতিতে ভূমিকা রাখে ।

Tazul Islam
2016-05-14, 06:11 AM
শুধু এনালাইসিস করে ট্রেড করলে সব সময় সফল হওয়া যায় না। অনেকে বিভিন্ন স্কীল তৈরী করছেন যেমনঃ চার্ট প্যাটার্ন,পিভট পয়েন্ট,এলিয়েট ওয়েব, ফিবোনাসি , আরএসআই, বলিন্জার ব্যান্ড সহ নানা বিষয়ের গাণিতিক ব্যখ্যাগুলো নিয়ে রিচার্চ করছেন এবং প্রাইস মুভমেন্ট বোঝার ক্ষমতা অর্জন করছেন । তারপরও তাকে ধৈর্য্ ধারন , আবেগ কন্ট্রোল . লোভ . ইত্যাদিকে বজর্ন করা শিখতে হবে কারন এইসব সফলতার অন্তর্ভুক্ত ।

sujon30
2016-08-26, 05:29 PM
ফরেক্স থেকে আমাদের সফলতা পেতে হলে আমাদের অনেক কিছু জানতে হবে এবং ফরেক্স এর অনেক নিয়ম-কানুন মেনে চলতে হবে। যেমন:-
১)লোভ করা যাবে না,
২) অনেক ধৈয্য ধরে কাজ করতে হবে,
৩) অনেক ডেমো প্রাকটির্স করতে হবে,
৪) এনালাইসিস করে ট্টেড করতে হবে,
৫) মানি ম্যানেজমেন্ট মেনে চলতে হবে।
এছাড়া ফরেক্স এর ইন্ডিকেটর ও চার্ট ফলো্ করে মার্কেট এর ভাব দেখে ট্টেড করলে ফরেক্স এর ভাল ট্টেডার হতে পারা যায়।

sheam
2016-08-26, 05:37 PM
আমার মতে ফরেক্সে সফলতার মূল বিষয়গুলো হল:-
১.কঠিন পরিশ্রম।
২.ধৈর্য্য ধারন করা।
৩.লোভ না করা।
৪.ইমোশনাল না হওয়া।
৫.অভার ট্রেড না করা।
৬.ভালভাবে মাকেট এনালাইসিস করা।

Challange
2016-08-26, 07:38 PM
সফলতা একটা ধারাবহিক প্রক্রিয় । অাপনি একটা ট্রেডে সফল মানেই কিন্ত আপনার পুরো ট্রেডিং লাইফ সফল বলা যাবে না । বরং আপনি এ পর্যন্ত যা ট্রেড করেছেন তার মধ্য যদি অন্তত 70%-৮0% ট্রেড সফল হয় তবেই বলা যাবে যে আপনি সফল । আর সফলতা নামক জিনিসটা আস্তে অনেক বেশি সময় লাগে এমনিতেই হবে না লেগে থাকতে হবে এবং ধৈর্য্যসহকারে চেষ্টা অব্যহত রাখতে হবে ।

SAHADAT
2016-08-26, 07:47 PM
একজন সফল ট্রেডার হতে গেলে প্রতিটি ট্রেড নিয়ম মেনে করতে হবে। একই ট্রেডিং প্ল্যান অনুযায়ী প্রতিদিন ট্রেড করতে হবে।এভাবে নিজের ট্রেডিং প্ল্যান এর কথায় ভুল আছে তা বের করে ঠিক করতে হবে। নিজের ভুল বের করতে হবে। মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে। ভালভাবে মার্কেট এনালাইসিস করে তারপর ট্রেড করতে হবে। এনালাইসিস ছড়া একজন সফল ট্রেডার কখনই ট্রেড করেন না।

শিমুলআক্তার
2016-08-26, 08:10 PM
ফরেক্স ট্রেডিং এ সফল হবার জন্য এক জন ট্রেডারকে অনেক গুলো বিষয়কে গুরুত্ব দিতে হয় তবে এক্ষেত্রে আমার মত হল:
১) কমপক্ষে ৬ মাস থেকে ১ বছর ডেমো ট্রেডকরুন।
২) মনোযোগ সহকারে কোন নিদ্দিষ্ট পেয়ারের মার্কেট প্রতিদিন দেখুন এবংএই পেয়ারেই ট্রেড নিন ।
৩) ভাল মত মার্কেট এনালাইজ করুন।
৪) লোভকে নিয়নাতন করুন, ধন্যবাদ।

monirapk
2016-08-26, 09:32 PM
ফরেক্স ব্যবসা থেকে সফলতা খুব সহজে পাওয়া যায় না । কারন ফরেক্স খুব কঠিন ব্যবসা । তবে আমি মনে করি ডেমো ট্রেড অভিজ্ঞতা, টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস এবং বিভিন্ন রকমের ট্রেডিং স্ট্রাটেজি জানতে এবং ঠান্ডা মাথায় ট্রেড করলেই সফলতা পাওয়া যায় । আমি মনে করি ফরেক্স থেকে সফলতা পাওয়ার মুল বিষয় এই গুলোই ।

md arif khan
2016-08-26, 09:46 PM
ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং ফরেক্সবিষয়ে প্রচুর পড়াশুুনা করতে হবে।ওভার ট্রেড থেকে বিরত থাকতে হবে।প্রতিটি ট্রেড এনালাইসিস করে করতে হবে।তবে আমি মনে করি এখানে ধৈর্য্য ধরে টিকে থাকতে পারলেই ধীরে ধীরে সফল হওয়া সম্ভব।

Rana mollah
2016-08-26, 09:51 PM
ফরেক্সে সফলতা পেতে হলে ফরেক্স সম্পর্কে অনেক ভাল জ্ঞান ধারনা থাকতে হবে , ফরেক্সে ট্রেড করা শিখতে হবে , মার্কেট কিভাবে এনালাইসিস করতে হয় সেটা জানতে হবে , ফরেক্সে লোভ থেকে বিরত থাকতে হবে , বুঝে ফরেক্সে ট্রেড করতে হবে , ফরেক্সে কাজ করতে হলে ধৈর্য ধারন করা শিখতে হবে । ধৈর্য ধারন করা ও লোভ থেকে বিরত থাকতে পারলে ফরেক্সে সফল হওয়া যাবে এবং ফরেক্স থেকে মাসে অনেক টাকা আয় করা যাবে । ফরেক্সে সফলতার মূল বিষয় এটাই ।

Md Sanuwar Hossain Hossai
2016-08-26, 09:52 PM
ফরেক্সে সফলতার মুল চাবিকাঠি গুলী হল।
১. ফরেক্স জ্ঞান।।
২. ফরেক্স অভিজ্ঞতা।
৩. মানি ম্যানেজমেন্ট করা।।
৪. মিনিমাম ৬ মাস ডেমো প্রাকটিস করা।।
৫. ওভার ট্রেডিং না করা।।
৬. বেশি লোভ না করা।।
৭.ফরেক্স বাজার না বুঝলে ট্রেড থেকে বিরত থাকা।।

Afroza
2016-08-26, 11:00 PM
ফরেক্সে সফলতার জন্য বেশ কিছু জিনিস ফলো করতে হবে যেমন ধৈর্য , লোভ ত্যাগ করতে হবে , ট্রেড করার পুর্বে অবশ্যই মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে প্রধান কথা হল যদি ফরেক্সের সকল নিয়ম গূলো মেনে যদি ট্রেড করা জায় এবং অনেক অভভিজ্ঞিতা অর্জন করে ট্রেড করা যায় তাহলে ট্রেডিং ব্যবসায় সফলতা অর্জন করা যাবে ।

mithunsarkar
2016-08-26, 11:20 PM
ফরেক্স মানে ধরয পরিক্ষা আপনি যদি ফরেক্স করতে চান তবে আপনাকে অধিক সময় ধরে ফরেক্স মাকেটে থাকতে হবে | আপনাকে ফরেক্স সময় সম্পরকে জানতে হবে | আপনাকে নিয়মিত ডেমো পারতিস করতে হবে | অতিরিক্ত বা অকাধিক ট্রেড কোড়া যাবে না | কম পক্ষে আপনাকে ৩ থেকে ৫ মাস ডেমো কোড়লে আপনি সফল হতে পারবেন |

spring
2016-11-30, 10:13 AM
এখানে সফল হওয়া অনেকটাই কঠিন নিজেকে একজন সফল ট্রেডার হতে গেলে প্রতিটি ট্রেড নিয়ম মেনে করতে হবে। একই ট্রেডিং প্ল্যান অনুযায়ী প্রতিদিন ট্রেড করতে হবে।এভাবে নিজের ট্রেডিং প্ল্যান এর কথায় ভুল আছে তা বের করে ঠিক করতে হবে। নিজের ভুল বের করতে হবে। মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে। ভালভাবে মার্কেট এনালাইসিস করে তারপর ট্রেড করতে হবে। এনালাইসিস ছড়া একজন সফল ট্রেডার কখনই ট্রেড করেন না।লোভ সাম্লিয়ে ধৈর্য ধেরে ট্রেডিং করতে হবে।

uzzal05
2016-11-30, 10:18 AM
আমি মনে করি ফরেক্স আগে ভাল করে জানতে হবে। বিভিন্ন প্যটার্ন নিয়ে স্টাডি করতে হবে। একটা ভালো স্ট্রেটিজি দিয়ে টেস্ট করতে হবে ডেমো তে। যখন ডেমোতে ভালো সাক্সেস পাওয়া যাবে তখন লাইভ এ সেটা প্রয়োগ করতে হবে।

FOREX.NB
2016-11-30, 10:25 AM
কোনো কাজে একদিনে সফল হোয়া সম্ভব না, সফল হতেহলে চেস্টা করতে হবে। ফরেক্স ট্রেড এর ক্ষেত্রেও তাই।ফরেক্স এ সফল হবার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।লোভ নয়ন্ত্রন করতে হবে, ধৈর্য্য ধারন করতে হবে, প্রতিটা ট্রেড এনালাইসিস করার পর করতে হবে,লস হলে হাল ছেড়ে না দিয়ে লেগে থাকতে হবে, এবং ফরেক্স সম্পর্কে প্রচুর জানতে হবে তাহলেই ফরেক্স এ সফল হওয়া সম্ভব।

bank1
2016-11-30, 10:29 AM
ফরেক্সে সফল হতে গেলে কিছু মৌলিক বিষয় আছে যেগুলি মেনে চলতে হবে। যেমনঃ
১. মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করা।
২. স্টপ লস ও টেক প্রফিটের ব্যবহার করা।
৩. লোভ না করা।
৪. আবেগকে প্রশ্রয় না দেওয়া।
৫. ধারের টাকায় ট্রেড না করা।
৬. সারাদিন ট্রেড না করা। মাঝে মাঝে ট্রেডিং থেকে দূরে থাকা।
৭. লস লাভ উভয় অবস্থাতেই নিজেকে কন্ট্রোলে রাখা।
৮. ফরেক্স সম্পর্কে পড়াশুনা অব্যাহত রাখা।
৯. অ্যানালাইসিস করা ইত্যাদি।

vampire
2016-12-04, 08:04 PM
ফরেক্স মার্কেটে সাফলতা পেতে গেলে আপনাকে নিম্নোক্ত বিষয় গুলো হল-
১।মানি ম্যানেজম্যান্ট মেনে ট্রেড করতে হবে
২।মার্কেটে লোভ করা পরিহার অরতে
৩।মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করতে হবে।

Competitor
2016-12-04, 09:56 PM
ফরেক্স একটা ব্যাপক বিষয় । আর ফরেক্সে সফলতা অর্জনও একটা ব্যাপাক বিষয় এবং এর মূল বিষয়গুলো অনেক বিস্তারিত্ । ফরেক্সে সফলতার জন্য আামরা অনেক ট্রেডার অনেক কিছু করে থাকি । কিন্ত মূলত ফরেক্সে সফলতা আসবে আমাদের প্রচেষ্টা এবং লেগে থাকার ফলে । ফরেক্স এমন একটা বিষয় যেখানে যে যত ট্রেড করবে প্রেকটিক্যালি সে তত বেশি পরিমাণে শিখতে পারবে ।

creativeifx
2016-12-04, 10:06 PM
ফরেক্স সফলতার মুল বিসয় মার্কেট এর মভেমেন্ত আগে বুজা তার পর ট্রাড করা, মার্কেট এর ট্রেন্ড বুজা, মার্কেট এর ট্রেন্ড প্রপার ভাবে বুজতা হবে তাহলা আমরা অনেক পিপ এবং লং টার্ম ট্রাড করতা পারব।

NILSKY
2016-12-04, 10:29 PM
ফরেক্স এ সফল হতে হলে কিছু কিছু বিষয় অবশ্যই মাথায় রাখা লাগবে। যেমন...

১. ধৈর্য ধরে ট্রেড করতে হবে।
২. লোভ করা যাবেনা।
৩. অল্পতে খুশি থাকতে হবে।
৪. মাথা গরম না করে ঠাণ্ডা মাথায় ট্রেড করতে হবে।
৫. এনালাইসিস করে ট্রেড করতে হবে।

amdad123
2016-12-04, 11:56 PM
ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে ।আমি মনে করি আপনি নিজেকে নিয়ন্তন করবেন তারপর বাকীগুলো । যেমন ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস জানতে হবে। একটি স্ট্র্যাটেজি ফলো করতে হবে নিয়ম মেনে স্ট্র্যাটেজির বাইরে ট্রেড করা যাবে না, লোভ করা যাবে না , ওভার ট্রেডিং করা যাবে না ও ইমোশনাল হওয়া যাবে না।

abdurrashidmt
2016-12-05, 06:30 AM
ফরেকস সফলতার মুল কারন বলতে গেলে মার্কেট এনালাইসিস করার ক্ষমতা ,ধৈর্য্য ,লোভ করা থেকে বিরত থাকা, অভিগ্ঞতা ,এগুলো যদি কারও মধ্যে ফুলফিল থাকে তাহলে আমি মনে করি সে এক সময় সফলতার মুখ দেখবে ।

uzzal05
2016-12-05, 10:42 AM
বাস্তবে পরিশ্রম হছে সফলতার চাবিকাঠি। এখানে যারা অলস তারা তেমন কিছুই শিখতে এবং করাতে পারবে না। ফরেক্স এ যারা বেশী সময় দিয়ে বিভিন্ন সাইট ঘাটাসঘাটি করে তারাই বেশি জানতে পারে। আর বেশী জানলে অব্যশোই তারাতারি সফল হওয়া যাবে।

Skfarid
2016-12-05, 10:49 AM
ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল করে জানতে হবে। তা না হলে ফরেক্স মার্কেটে টিকিয়ে থাকা অনেক কঠিন হয়ে যাবে। বিশেষ করে আপনাকে জানতে হবে কি ভাবে একজন ভাল ট্রেডার হওয়া যায়, ধ্যর্য সহকারে ট্রেড করা, মানি ম্যানেজমেন্ট, এনালাইসিস, লট বা ভলিওম, পিপ বা পিপস ইত্যাদি। এসব জানার মাধ্যমে একজন অভিজ্ঞ ও দক্ষত ট্রেডার হতে হবে। আর এগুলোর ফরেক্স মার্কেটে সফলতার মূল বিষয় বস্তু ।

ONLINE IT
2016-12-05, 01:17 PM
ফরেক্স মার্কেটের সফলতার মুল হল আপনাকে ভাল ভাবে মার্কেট এ্যানালাইসিস করে তারপরে ট্রেড করতে হবে। আপনাকে বেশি বেশি মার্কেট নিয়ে এ্যনালাইসিস করতে হবে। এ্যানালাইসিস ব্যতিত আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না। ট্রেডের চেয়ে বেশি আপনাকে এ্যানালাইসিসের প্রতি বেশি মনোযোগী হতে হবে। কখনো অন্যকে অনুসরন বা অন্য কারো কথায় ট্রেড করা যাবে না।

nazib72
2016-12-21, 07:01 PM
ফরেক্সে সফল হবার জন্য খুব বেশি কিছু জিনিসের দরকার নাই । আমরা খুব সাধারন কিছু এনালাইসিস এর মাধ্যমেই ট্রেড করে সফল হতে পারি । তবে হ্যাঁ আমাদের ট্রেড গুলো অবশ্যই মানি ম্যানেজমেন্ট মেনেই করতে হবে । আমরা যদি মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করি তাহলে ফরেক্স এর রিস্ক অনেক কমিয়ে আনা সম্ভব ।

yasir
2017-03-13, 08:56 PM
ফরেক্স মার্কেটে একজন সফল ট্রেডার হতে গেলে প্রতিটি ট্রেড নিয়ম মেনে করতে হবে। একই ট্রেডিং প্ল্যান অনুযায়ী প্রতিদিন ট্রেড করতে হবে।এভাবে নিজের ট্রেডিং প্ল্যান এর কথায় ভুল আছে তা বের করে ঠিক করতে হবে। নিজের ভুল বের করতে হবে। মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে। ভালভাবে মার্কেট এনালাইসিস করে তারপর ট্রেড করতে হবে।

nbfx
2017-03-13, 10:56 PM
ফরেক্স মার্কেটে সফল হতে হলে অনেকগুলো বিবেচ্য বিষয় আছে যার অধিকাংশ আপনারা আলোচনা করেছেন। আমি কিছুটা সংযোজন করছি। ফরেক্সের প্রতি প্রচন্ড ভালবাসা আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে।জানার অদম্য আগ্রহ থাকতে হবে। ফরেক্সের মূল অস্ত্র হলো অভিজ্ঞতা আর সেটা অর্জন করতে টাকা খরচ না করে দীর্ঘদিন ডেমো চর্চা করুন। আর নিজস্ব স্বকীয় একটি ট্রেডিং কৌশল আবিস্কার করতে না পারলে কখনোই ফরেক্সে ভাল করতে পারবেন না। একজন আদর্শ ফরেক্স ট্রেডারকে অনেকগুলো গুণের অধিকারী হতে হবে ঃ-
(ক) মেটাট্রেডার-৪ সফটওয়্যার সম্পর্কে পরিপূর্ণ জানতে হবে।যাতে যে কোন পরিস্থিতিতে সফটওয়্যার নিয়ন্ত্রন করা যায়।
(খ) লোভ থেকে দূরে থাকতে হবে। লোভ ফরেক্স ব্যবসার জন্য ধ্বংসাত্মক।
(গ) টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস এর সমন্বয়ে নিজস্ব এনালাইসিস করতে হবে।
(ঘ) নিজস্ব ট্রেডিং কৌশল আবিস্কার করতে হবে। অন্যের দেয়া সিগন্যাল এরিয়ে চলতে হবে।
(ঙ) মানি ম্যানেজমেন্ট ও রিস্ক রেশিও সঠিক ভাবে পালন করতে হবে।
(চ) মূলধনের নিরাপত্তা নিশ্চিত করতে লিভারেজ কমিয়ে রাখা।
(ছ) একসাথে অনেক কারেন্সি বা অধিক ট্রেড নেয়া থেকে বিরত থাকা।
(জ) লসকে মেনে নিয়ে লাভের প্রত্যাশা করা।

asaa
2017-03-14, 12:39 AM
আমি বলবো ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা সহজ ব্যপারনা।ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং ফরেক্সবিষয়ে প্রচুর পড়াশুুনা করতে হবে।এগুলার পাশাপপাশি ফরেক্স মার্কেটে সফল হতে গেলে আপনাকে নিম্নের নিয়মগুলো পালন করতে হবে।
১.অতিরক্ত লোভ করা যাবেনা।
২.প্রচুর ধৈর্যধারন করতে হবে।
৩.অভার ট্রেড থেকে বিরত থাকতে হবে।
৪.প্রতিটি ট্রেড এনালাইসিস করে করতে হবে।
৫.সাপোর্ট ও রেসিসটেন্স লেভেন নির্্নয় করে ট্রেড করতে হবে।তাহলেই আপন ফরেক্স মার্কেটে সফল হতে পারবেন।

abdulguffer
2017-03-14, 03:12 AM
ফরেক্স এ সফলতার মূল বিষয় হচ্ছে দক্ষতা, ধৈর্য্য, লোভ না করা, মার্কেট এর উঠা- নামা দেখে উত্তেজিত না হওয়া, ফান্ডামেন্টাল এনালাইসিস ও সেন্টিমেন্লাটাল এনালাইসিস ও টেকনিক্যাল এনালাইসিস করে ফরেক্স ট্রেড ওপেন করা, অন্যের উপর নির্ভর না করা ও কম লিভারেজ ব্যবহার করা ইত্যাদি ।

monorom
2017-03-16, 05:24 PM
ফরেক্স মার্কেট এ সফলতার প্রধান বিষয় হল ধৈর্য । আপনাকে এই মার্কেট এ সফলতা অর্জন করতে হলে ধৈর্যশীল হয়ে ট্রেডিং পরিচালনা করতে হবে । আপনাকে ফরেক্স ট্রেডিং শুরুতে ভালো করে ডেমো ট্রেডিং করে অভিজ্ঞতা বাড়াতে হবে । ফরেক্স মার্কেট সঠিক ভাবে এনালাইসিস করতে জানতে হবে । কোন ট্রেড এ লস হয়ে গেলে হতাশ হওয়া যাবে না । আপনি যদি নিয়মিত ফরেক্স ট্রেডিং অনুশীলন করেন তাহলে আপনি এক সময় এই ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করতে সক্ষম হবেন ।

Md Masud
2017-03-16, 05:44 PM
ফরেক্স ব্যবসার সফলতার মূল কারণ হল ধৈর্য্য ধারণ করে দক্ষতা অর্জন করার চেষ্টা করা । অামরা মার্কেট বেশী বেশী এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা কম লিভারেজ নিব তাহলেই অামরা সফলতা অর্জন করতে পারব । অামরা কোন প্রকার লোভের বর্শিভূত হব না তাহলেই অামরা সফলকাম হতে পারব ।

Mamun13
2017-03-16, 07:41 PM
সফলতার জন্য প্রথমেই লাগবে দৃঢ়চিত্ত্বে শপথ যে এখান থেকেই আমি আমার জীবনের ক্যারিয়ার গড়ে তুলবো৷দৃঢ় প্রতিজ্ঞা না থাকলে জীবনে কোনো কিছুতেই স্হির হতে পারবেন না৷নিয়মিত কঠোর প্র্যাকটিস করেই দক্ষ ট্রেডার হতে পারবেন৷অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ গুণ হলো দৃঢ়তা,মনোযোগ,ধৈর্য্য,নির্লোভ মন৷ যদি ফরেক্সে ক্যরিয়ার গড়তে চান তাহলে দীর্ঘদিন নিয়মিত ডেমো ট্রেড করতেই হবে৷ডেমো ট্রেডিংএর কোনো বিকল্প নাই মনে রাখবেন৷১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷বিশ্বের সকল এক্সপার্ট ট্রেডারগণ প্রথমে দীর্ঘদিন যাবৎ ডেমো ট্রেড করেই সফলতা অর্জন করেছেন৷

01797733223
2017-12-03, 10:26 PM
ফরেক্স এ সফলতার মূল বিষয় গুলো খুবই সহজ কিন্ত শতকরা ৯০ জন ট্রেডার তা অনুসরন করতে পারে না । যথাঃ ধৈর্য্য, চেষ্টা, অধ্যবসায়, দীর্ঘ সময় যাবৎ* সঠিক ট্রেডের জন্য অপেক্ষা করা । কিন্তু আমরা কেউই এই বিষয় গুলোর দিকে লক্ষ্য রাখি না । যার পরিনতি হয় আমূল লস। একজন প্রফেশনাল ট্রেডার তখনই ট্রেড করে যখন সে তার সিস্টেম এর সিগ্নাল পায় । কিন্ত নতুন ট্রেডারের এতোটা ধৈর্য্য থাকে না । এবং লাভের তুলনায় লস বেশি করে ।

abdul malek
2017-12-03, 11:11 PM
আপনাকে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে জানার কোন বিকল্প নেই।ফরেক্স মার্কেটে সফল হতে হলে প্রাইস একশান, মানি মেনেজম্যেন্ট এবং ট্রেন্ড ধরা জানতে হবে।মার্কেটে অতিরিক্ত ট্রেড করা যাবেনা লট সাইজ এমন ভাবে তৈরি করতে হবে যাতে ইকুইটি ১০০ নিচে না নামে।কারণ ফরেক্স মার্কেটে আমরা দেখতে পাই যে আপনি যদি একটা ট্রেড লাভবান হন তবে আপনাকে কেউ সফল ট্রেডার বলবে না।তাই আপনি যদি ধারাবহিকভাবে যদি কিছু ট্রেডে লাভ করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তবে আপনি সফল ট্রেডার বলে বিবেচিত হবেন।

expkhaled
2018-05-24, 09:08 PM
মার্কেট এনালাইসিস করার সঙ্গে সঙ্গে সঠিক পজিশন তৈরী করার মত ক্ষমতা থাকতে হবে তাহলে ফরেক্স মার্কেট এ সফলতা পাওয়ার সম্ভাবনা কিছু হলেও বৃদ্ধি পাবে। আর সুযোগের অপেক্ষায় থাকতে হবে যদি ভাল সুযোগ আসে তখনই এন্ট্রি নিতে হবে যেখানে সেখানে এন্ট্রি নিলেই লস হওয়ার সম্ভাবনা বেশী থাকে। আর মানিম্যানেজমেন্ট মানতে হবে সব সময় কারন মানিম্যানেজমেন্ট হলো একটি সিস্টেম যা দিয়ে আপনি টিকে থাকবেন মার্কেট এ। ফরেক্স ট্রেড মানেই অনেক ধৈর্য্যর ব্যপার তারাহুরা করে কখনও ট্রেড হয় না।

iloveyou
2018-08-22, 11:57 PM
ভাল একটা স্ট্রাটিজি এবং এর সাথে আপনাকে এখানে মানি ম্যানেজম্যান্ট যোগ করতে হবে এটাই হলো সারমর্ম। তবে আনুসাঙ্গিক ভাবে এর সাথে এই মার্কেটের উপর প্রচুর পরিমাণে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। মার্কেটে আসলে কি হচ্ছে সেটা আপনাকে অনুভব করতে হবে, আর এভাবেই যখন আপনার দক্ষতা বৃদ্ধি পাবে, তখন আপনি সফলতার অনেক নিকটে চলে আসবেন।

Md_MhorroM
2018-09-12, 07:34 PM
আমি বলবো একজন সফল ট্রেডার হতে গেলে প্রতিটি ট্রেড নিয়ম মেনে করতে হবে। একই ট্রেডিং প্ল্যান অনুযায়ী প্রতিদিন ট্রেড করতে হবে।এভাবে নিজের ট্রেডিং প্ল্যান এর কথায় ভুল আছে তা বের করে ঠিক করতে হবে। নিজের ভুল বের করতে হবে। মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে। ভালভাবে মার্কেট এনালাইসিস করে তারপর ট্রেড করতে হবে। এনালাইসিস ছড়া একজন সফল ট্রেডার কখনই ট্রেড করেন না।

sr ritu
2018-09-12, 10:21 PM
শুধু এনালাইসিস করে ট্রেড করলে সব সময় সফল হওয়া যায় না। অনেকে বিভিন্ন স্কীল তৈরী করছেন যেমনঃ চার্ট প্যাটার্ন,পিভট পয়েন্ট,এলিয়েট ওয়েব, ফিবোনাসি , আরএসআই, বলিন্জার ব্যান্ড সহ নানা বিষয়ের গাণিতিক ব্যখ্যাগুলো নিয়ে রিচার্চ করছেন এবং প্রাইস মুভমেন্ট বোঝার ক্ষমতা অর্জন করছেন । তারপরও তাকে ধৈর্য্ ধারন , আবেগ কন্ট্রোল . লোভ . ইত্যাদিকে বজর্ন করা শিখতে হবে কারন এইসব সফলতার অন্তর্ভুক্ত ।

al amin
2018-09-21, 01:09 AM
ফরেক্স মার্কেটে আমরা দেখতে পাই যে আপনি যদি একটা ট্রেড লাভবান হন তবে আপনাকে কেউ সফল ট্রেডার বলবে না । তাই অাপনি যদি ধারাবহিকভাবে যদি কিছু ট্রেডে লাভ করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তবে আপনি সফল ট্রেডার বলে বিবেচিত হবেন । আর আমি একজন নতুন ট্রেডার হিসেবে সফলতার মূল মন্ত্র হিসেবে বলতে পারি লেগে থাকা এবং অবিরত ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করা ।

martin
2018-09-28, 12:20 PM
ফরেক্সে সফলতা পেতে হলে ফরেক্স সম্পর্কে অনেক ভাল জ্ঞান ধারনা থাকতে হবে , ফরেক্সে ট্রেড করা শিখতে হবে , মার্কেট কিভাবে এনালাইসিস করতে হয় সেটা জানতে হবে , ফরেক্সে লোভ থেকে বিরত থাকতে হবে , বুঝে ফরেক্সে ট্রেড করতে হবে , ফরেক্সে কাজ করতে হলে ধৈর্য ধারন করা শিখতে হবে । ধৈর্য ধারন করা ও লোভ থেকে বিরত থাকতে পারলে ফরেক্সে সফল হওয়া যাবে এবং ফরেক্স থেকে মাসে অনেক টাকা আয় করা যাবে । ফরেক্সে সফলতার মূল বিষয় এটাই ।

Mahidul84
2018-10-16, 08:26 PM
ফরেক্স সফলতা পেতে চাইলে আপনাকে ভাল জ্ঞান অর্জন করতে হবে, তারপর আপনাকে ট্রেডিং এর জন্য নিয়মিত ডেমো ট্রেডিং করতে হবে। এছাড়াও মার্কেট এনালাইসিস করতে হবে, মানি ম্যনেজমেন্ট করতে হবে, প্রত্যেক ট্রেডকে চ্যালেঞ্জস্বরূপ হিসেবে নিতে হবে, লোভ এবং ধৈর্য্য ধারণ করার মত ক্ষমতা অর্জন করতে হবে। তাহলে আপনি অবশ্যই ফরেক্স মার্কেটে সফলভাবে ট্রেড করতে পারবেন এবং ভাল মুনাফা উপার্জন করতে পারবেন।

saha
2018-10-16, 08:59 PM
ফরেক্স ব্যবসা থেকে সফলতা খুব সহজে পাওয়া যায় না । কারন ফরেক্স খুব কঠিন ব্যবসা । তবে আমি মনে করি ডেমো ট্রেড অভিজ্ঞতা, টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস এবং বিভিন্ন রকমের ট্রেডিং স্ট্রাটেজি জানতে এবং ঠান্ডা মাথায় ট্রেড করলেই সফলতা পাওয়া যায় । আমি মনে করি ফরেক্স থেকে সফলতা পাওয়ার মুল বিষয় এই গুলোই ।

fardin
2018-10-17, 01:59 PM
ফরেক্স এ সফলতার জন্য যে বিষয়গুলো গুরুত দিতে হবে, প*্র্র্রথমত ধৈয্য সহকারে জানার আগ্রহ থাকতে হবে, ২য় ত সাপোট রেজিষট্যাস ,ট্রেণ্ড লাইন,ফিবোনাকি,মাকে ট সেশন এবং নিউজ ট্রেড ট্রেডিং মেথড জানতে হভে। কোন সমস্যা হলে ভাল করে তা জানতে হবে।

Mahidul84
2018-10-17, 06:41 PM
ফরেক্স সফলতার মূল বিষয় হচ্ছে দক্ষতা ও কৌশলগত অভিজ্ঞতা থাকা। এছাড়াও আপনাকে কঠোর ধৈর্য্য সহকারে নিজের উপর আস্থা অর্জন করে টিকে থাকার জন্য মন মানসিকতা থাকতে হবে। তারপর ট্রেড করার জন্য ট্রেডিং লাইন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে। এবং নিয়মিত মার্কেট পর্যবেক্ষণ করার মত জ্ঞান থাকতে হবে। তাছাড়া মানি ম্যনেজমেন্ট, লিভারেজ ও লোভবিহীন হয়ে ট্রেড করার মত ক্ষমতা থাকতে হবে। যখন আপনি উক্ত বিষয়গুলো সম্পর্কে সঠিকভাবে ধারণা অর্জন করতে সক্ষম হতে পারবেন। তখন অবশ্যই আপনি ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে সক্ষম হতে পারবেন।

Mazharul777
2019-09-05, 04:02 PM
ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা অনেক কঠিন। আপনাকে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে জানার কোন বিকল্প নেই। ফরেক্স মার্কেটে সফল হতে হলে প্রাইস একশান, মানি মেনেজম্যেন্ট এবং ট্রেন্ড ধরা জানতে হবে। মার্কেটে অতিরিক্ত ট্রেড করা যাবেনা লট সাইজ এমন ভাবে তৈরি করতে হবে যাতে ইকুইটি ১০০ নিচে না নামে। ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে লোভ ত্যাগ করতে হবে এবং ধৈর্য হারা হওয়া যাবেনা।

ARIFULISLAM1996
2019-09-05, 07:48 PM
আমি মনে করি যে ফরেক্সে সফলতার মূল চাবিকাঠি হচ্ছে ধৈর্যশীলতা।ফরেক্ মার্কেটে যে যত বেশি ধৈর্যের পরীক্ষা দিতে পারবে আমার মনে হয় সে ততই বেশি প্রফিট করতে পারবে। এছাড়াও ফরেক্সে সফল হতে হলে সর্বদায় ফরেক্স সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি জ্ঞান অর্জন করতে হবে। ফরেক্সের নিয়ম-নীতিগুলো সম্পর্কে অবহিত হতে হবে।ফরেক্স বেশি বেশি জানার জন্য নিয়মিত ডেমো ট্রেডিংয়ে অনুশীলন করতে হবে।মনে রাখবেন ফরেক্সে জানার কোন শেষ নেই ।এটি একটি দীর্ঘমেয়াদী ব্যবসা। ফরেক্স মার্কেটে টিকে থাকাটাই বড় লক্ষ্য। কেননা সবাই ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারে না।তাই ফরেক্স মার্কেটে দীর্ঘদিন টিকে থাকতে হলে নিজের মন থেকে লোভ এবং ভয় পরিহার করতে হবে।ফরেক্সে সফলতা পেতে হলে ফরেক্স এর মূল ভিত্তি যেটা সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট।আর মানি ম্যানেজমেন্ট সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। ফরেক্স এর মার্কেটের অবস্থানগুলো নিশ্চিত করার দক্ষতা থাকতে হবে। ঝুঁকি নিয়ে অধিক লটে করা যাবে না।আমার মনে হয় এই বিষয়গুলো দিকে খেয়াল রেখে ট্রেড করলে আপনি অবশ্যই ভাল প্রফিট করতে পারবেন।

TanjirKhandokar1994
2019-09-06, 04:06 PM
আমরা সকলেই জানি যে ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা খুব একটা সহজ ব্যপার না।কেননা ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং ফরেক্সবিষয়ে প্রচুর পড়াশুুনা করতে হবে পাশাপপাশি ফরেক্স মার্কেটে সফল হতে গেলে আমাদের কে নিম্নের নিয়মগুলো পালন করতে হবে।
১— অতিরক্ত লোভ করা যাবেনা।
২— দক্ষতা অর্জন করে ট্রেড করতে হবে
২— প্রচুর ধৈর্যধারন করতে হবে।
৩— ওভার ট্রেড করা থেকে বিরত থাকতে হবে।
৪— প্রতিটি ট্রেড নেয়ার আগে এনালাইসিস করে করতে হবে।
৫— সাপোর্ট ও রেসিসটেন্স লেভেল বিবেচনা করে ট্রেড করতে হবে।আর উপরের এই বিষয় গুলো খেয়াল রেখে মনোযোগ সহকারে ট্রেড করতে পারলে অবশ্যই ভালো সফলতা পাবেন বলে আমি মনে করি। ধন্যবাদ

Rion
2019-09-07, 08:25 AM
ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা অনেক কঠিন। আপনাকে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে জানার কোন বিকল্প নেই। ফরেক্স মার্কেটে সফল হতে হলে প্রাইস একশান, মানি মেনেজম্যেন্ট এবং ট্রেন্ড ধরা জানতে হবে। মার্কেটে অতিরিক্ত ট্রেড করা যাবেনা লট সাইজ এমন ভাবে তৈরি করতে হবে যাতে ইকুইটি ১০০ নিচে না নামে। ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে লোভ ত্যাগ করতে হবে এবং ধৈর্য হারা হওয়া যাবেনা।

KGF
2019-09-07, 09:15 AM
ফরেক্স মার্কেটে সফলতা করতে হলে অনেক কিছুই ফরেক্স সম্পর্কে জানতে হবে।বেশি বেশি ডেমো প্রেক্টিস করতে পারলে আমি মনে করি একজন ফরেক্স ব্যবসাহি ফরেক্স মার্কেটে রিয়াল ট্রেড করে খুব ভাল করতে পারবে এবং লোভকে পরিহার করলে ফরেক্স মার্কেটে সফলতা আসবে।

KANIZFATEMA1997
2019-09-07, 10:21 AM
সাফল্য হল আপনি যা চান তা হাসিল করা,আনন্দ হল আপনি যা চান তা পাওয়া।যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশী,সাফল্য তার কাছেই এসে ধরা দেয়।কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ ততো কম।
ধৈর্য্যশীল হওয়া
সিগন্যাল ওপর নির্ভরশীলতা কম।
ট্রেডিং স্ট্রাটেজি থাকা
মানি ম্যানেজমেন্ট করা
বড় রিস্ক নিয়ে ট্রেড করা
উদ্দেশ্য নিয়ে ট্রেড করা
কৌশলী হওয়া
ট্রেডিং সম্পকে জ্ঞান রাখা
নিউজ সম্পকে ধারনা রাখা
লোভ না করা
আত্মবিশ্বাসী হওয়া
দক্ষতা বাড়ানো অভিজ্ঞতা বাড়ানো
সঠিক প্লান করা
বেশী করে এনালাইসিস করা
সুনিদিষ্ট পেয়ারের ট্রেড করা

Panna1989
2019-09-08, 12:42 AM
সফলতা আসলে কোন নিদ্দিষ্ট বস্তু না যে এটা ধরলেই পাওয়া যাবে । আসলে সফলতা একটা ধারাবহিক প্রক্রিয়া । ফরেক্সের ক্ষেত্রে এ কথা আরোে বেশি সত্য । কারণ ফরেক্স মার্কেটে আমরা দেখতে পাই যে আপনি যদি একটা ট্রেড লাভবান হন তবে আপনাকে কেউ সফল ট্রেডার বলবে না । তাই অাপনি যদি ধারাবহিকভাবে যদি কিছু ট্রেডে লাভ করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তবে আপনি সফল ট্রেডার বলে বিবেচিত হবেন । আর আমি একজন নতুন ট্রেডার হিসেবে সফলতার মূল মন্ত্র হিসেবে বলতে পারি লেগে থাকা এবং অবিরত ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করা ।

samirarman
2019-09-08, 02:12 AM
আমি মনে করি, আপনাকে ফরেক্স ব্যবসায় সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আমি জানি জানার কোন বিকল্প নেই। ফরেক্স ব্যবসায় এর মার্কেটে সফল হতে হলে প্রাইস একশান, মানি মেনেজম্যেন্ট এবং ট্রেন্ড ধরা জানতে হবে। মার্কেটে অতিরিক্ত ট্রেড করা যাবেনা লট সাইজ এমন ভাবে তৈরি করতে হবে যাতে ইকুইটি ১০০ নিচে না নামে। ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে লোভ ত্যাগ করতে হবে এবং ধৈর্য হারা হওয়া যাবেনা।

Hredy
2019-09-15, 04:25 PM
সফলতার জন্য প্রয়োজন দক্ষতা অার অভিজ্ঞতার। কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাই পারে সফলতার দ্বারে পৌঁছে দিতে। ফরেক্স এ সফল হতে গেলে অবশ্যই সর্বপ্রথমে ফরেক্স সম্পর্কে বিস্তারিত জ্ঞান রাখতে হবে। এরপর নিয়মিত অধ্যাবসায় করতে হবে। ট্রেড করার পূর্বে অবশ্যই সকল ধরনের এনালাইসিস করতে হবে। লোভ, তাড়াহুড়ো করা কন্ট্রোল এর পাশাপাশি ধৈর্যশীল হতে হবে তবেই ফরেক্স এ সফল হওয়া যাবে।

MDRIAZ777
2019-09-15, 05:06 PM
সুপরিকল্পীত ফরেক্স ট্রেডিং যেখানে ফরেক্স ট্রেডিংয়ের যথোপযুক্ত ট্রেডিং কৌশল, মার্কেট এনালাইসিস,
মানি ম্যানেজমেন্ট প্রভৃতি প্রতিটি বিষয়সমূহকে পরিপূর্ণ ভাবে অনুসরণ সাপেক্ষে ট্রেডিং কৌশল প্রণয়ন করা হয়। আর উপরে উল্লেখিত প্রতিটি বিষয়কে অনুসরণ করে ট্রেডিং কৌশল প্রণয়ন কেবলমাত্র একজন দক্ষতা সম্পন্ন অভিজ্ঞ ফরেক্স ট্রেডারই করতে পারে। ফরেক্স মার্কেটে ট্রেড করতে অনেকেই আসে তবে সকলের ট্রেডিং জ্ঞান এবং অভিজ্ঞতা থাকে না যার ফলশ্রুতিতে সবাই ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারে না যারা শুরুতেই ফরেক্স ট্রেডিং কৌশল সমূহ ভালোভাবে অনুশীলনের মাধ্যমে নিজের আয়ত্বে আনতে সক্ষম হয়,ফরেক্স মার্কেট এনালাইসিস অর্থাৎ মার্কেট কখন কোন দিকে প্রভাবিত হতে পারে সেই সম্পর্কে পূর্বেই গবেষণা করে যারা অ্যানালাইসিস প্রণয়ন করতে সক্ষম হয় তাদের পক্ষেই কেবল মাত্র সঠিক সময়ে সঠিক কারেন্সি পেয়ারে ট্রেড করে প্রফিট অর্জন করা সম্ভব হয়।অন্যদিকে ফরেক্স মার্কেট এ সফলতার সঙ্গে টিকে থাকতে হলে একজন ফরেক্স ট্রেডারকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট জ্ঞান পরিপূর্ণভাবে রপ্ত করতে হবে যা তাকে একাউন্ট ব্যালেন্স এর মূল্যায়ন সাপেক্ষে ট্রেড করতে এবং প্রতিকূল পরিস্থিতিতে ফাইট করে টিকে থাকতে সহায়তা প্রদান করবে।

reser
2019-09-15, 11:16 PM
আপনি যদি একটা ট্রেড লাভবান হন তবে আপনাকে কেউ সফল ট্রেডার বলবে না । তাই অাপনি যদি ধারাবহিকভাবে যদি কিছু ট্রেডে লাভ করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তবে আপনি সফল ট্রেডার বলে বিবেচিত হবেন । আর আমি একজন নতুন ট্রেডার হিসেবে সফলতার মূল মন্ত্র হিসেবে বলতে পারি লেগে থাকা এবং অবিরত ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করা ।

sofiz
2019-09-16, 12:51 AM
আমি মনে করি ফরেক্সে সফলতার জন্য বেশ কিছু জিনিস ফলো করতে হবে যেমন ধৈর্য , লোভ ত্যাগ করতে হবে , ট্রেড করার পুর্বে অবশ্যই মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে প্রধান কথা হল যদি ফরেক্সের সকল নিয়ম গূলো মেনে যদি ট্রেড করা জায় এবং অনেক অভভিজ্ঞিতা অর্জন করে ট্রেড করা যায় তাহলে ট্রেডিং ব্যবসায় সফলতা অর্জন করা যাবে ।

DJSUMON777
2019-09-16, 12:57 AM
আমি মনে করি সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হল ধৈর্য আপনি যদি ধৈর্যশীল না হন তাহলে সব দিক দিয়ে আপনি পারফেক্ট থাকলেও সফল হতে পারবেন না। ফরেক্স মার্কেটে সফল হওয়ার জন্য যেসব বিষয় আবশ্যক তারমধ্যে উল্ল্যেখযোগ্য ফরেক্স সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞান অর্জন করে নিতে হবে, মার্কেটের অবস্থার পরিবর্তন গুলো বুঝতে হবে এবং অনেক বেশি নিউজ পরতে হবে যাতে এনালাইসিস সহজ হয়। অর্থাৎ এনালাইসিস ভালো জানতে হবে এবং মার্কেট এনালাইসিস ভালভাবে জানলে অনেকটাই সহজ হয়ে যাবে সাফল্যের দুয়ার খুলতে,মানি ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আপনি সঠিকভাবে না করতে পারলে আপনার অ্যাকাউন্ট বাঁচিয়ে রাখা কঠিন হয়ে যায় তাই মানি ম্যানেজমেন্ট টা সঠিকভাবে করতে হবে এরকম আরো অনেক আবশ্যক বিষয়বস্তু রয়েছে যেগুলো সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে তাহলে আপনি ফরেক্স এ সফল হতে পারবেন

badboy
2019-09-16, 12:59 AM
আমার মতে ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল করে জানতে হবে। তা না হলে ফরেক্স মার্কেটে টিকিয়ে থাকা অনেক কঠিন হয়ে যাবে। বিশেষ করে আপনাকে জানতে হবে কি ভাবে একজন ভাল ট্রেডার হওয়া যায়, ধ্যর্য সহকারে ট্রেড করা, মানি ম্যানেজমেন্ট, এনালাইসিস, লট বা ভলিওম, পিপ বা পিপস ইত্যাদি। এসব জানার মাধ্যমে একজন অভিজ্ঞ ও দক্ষত ট্রেডার হতে হবে। আর এগুলোর ফরেক্স মার্কেটে সফলতার মূল বিষয় বস্তু ।

sumon918
2019-09-16, 01:20 AM
ফরেক্স সফলতার মূল বিষয়বস্তু আমি যেটা মনে করি সেটা হলো ধৈর্যশীল হওয়া অর্থাৎ লোভ কে নিয়ন্ত্রণ করে। এমন অনেক ট্রেডাররা রয়েছেন যারা অনেক বেশি অভিজ্ঞ এবং দক্ষতা সম্পন্ন ধৈর্য হারা হওয়ার কারণেই ঝরে পরেছেন। ফরেক্স যেসব বিষয়গুলো খুবই জরুরি সেগুলো হলো আপনাকে পরে সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে এটা প্রথম কথা। মার্কেট এনালাইসিস টোটালি বুঝতে হবে এবং মার্কেটের মুভমেন্ট বুঝে নিতে হবে। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া থাকতে হবে যা ম্যানেজমেন্ট স্কুল থেকে পাওয়া যাবে। আর তাছাড়া নিজের অভিজ্ঞতার কোন বিকল্প নেই

KGF3010
2020-04-23, 03:29 PM
১) কমপক্ষে ৬ মাস থেকে ১ বছর ডেমো ট্রেডকরুন।
২) মনোযোগ সহকারে কোন নিদ্দিষ্ট পেয়ারের মার্কেট প্রতিদিন দেখুন এবংএই পেয়ারেই ট্রেড নিন ।
৩) ভাল মত মার্কেট এনালাইজ করুন।
৪) লোভকে নিয়নাতন করুন,

Rion83
2020-04-23, 03:34 PM
ফরেক্স মার্কেটের সফলতার মুল হল আপনাকে ভাল ভাবে মার্কেট এ্যানালাইসিস করে তারপরে ট্রেড করতে হবে। আপনাকে বেশি বেশি মার্কেট নিয়ে এ্যনালাইসিস করতে হবে। এ্যানালাইসিস ব্যতিত আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না। ট্রেডের চেয়ে বেশি আপনাকে এ্যানালাইসিসের প্রতি বেশি মনোযোগী হতে হবে। কখনো অন্যকে অনুসরন বা অন্য কারো কথায় ট্রেড করা যাবে না।

Fardin02
2020-04-23, 03:40 PM
কোনো কাজে একদিনে সফল হোয়া সম্ভব না, সফল হতেহলে চেস্টা করতে হবে। ফরেক্স ট্রেড এর ক্ষেত্রেও তাই।ফরেক্স এ সফল হবার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।লোভ নয়ন্ত্রন করতে হবে, ধৈর্য্য ধারন করতে হবে, প্রতিটা ট্রেড এনালাইসিস করার পর করতে হবে,লস হলে হাল ছেড়ে না দিয়ে লেগে থাকতে হবে, এবং ফরেক্স সম্পর্কে প্রচুর জানতে হবে তাহলেই ফরেক্স এ সফল হওয়া সম্ভব।

Fxxx
2020-04-26, 04:30 AM
ফরেক্স মার্কেটের সফলতার মুল হল আপনাকে ভাল ভাবে মার্কেট এ্যানালাইসিস করে তারপরে ট্রেড করতে হবে। আপনাকে বেশি বেশি মার্কেট নিয়ে এ্যনালাইসিস করতে হবে। এ্যানালাইসিস ব্যতিত আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না। ট্রেডের চেয়ে বেশি আপনাকে এ্যানালাইসিসের প্রতি বেশি মনোযোগী হতে হবে। কখনো অন্যকে অনুসরন বা অন্য কারো কথায় ট্রেড করা যাবে না।

Kane
2020-04-26, 07:11 AM
আমি মনে করি আপনি যত বড় এনালাইজার হোন না কেন । আপনি যদি ঠিক মত নিয়ম মেনে ট্রেড না করেন তাহলে কোন লাভ নেই । আপনি পৃথিবীর সমস্ত এনালাইসিস একসাথে করলেও মার্কেট সম্পর্কে শতভাগ সঠিক ধারনা পাবেনা না ।তাই মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে পারলে লসের সম্ভাবনা কম থাকে ।

DEARMUM100
2020-04-26, 10:18 AM
ফরেক্সে সফলতার মূল বিষয়গুলো :সফলতা অর্জন করা মুখের কথা নয় বা সহজ কিছু নয়।এটা অর্জন করতে হয় নিরালস পরিশ্রম ও অধ্যবসায়ের দ্বারা।লোভহীন মনমানসিকতা।কঠোর পরিশ্রম করার মত সাহস ও দৃঢ়তা।এনালাইসিস করে ট্রেড করা।সহজে হতাশ হয়না।নিজের ওপর আস্থা রাখা।প্রতিদিন ৮-১০ঘন্টা সময় দেয়া।সঠিকভাবে মানিম্যানেজমেন্ট করা।স্টপলস ও টেকপ্রফিট সেট করা।ওভারলেটে ট্রেড করা থেকে বিরত থাকা

Jid13
2020-04-26, 11:40 AM
ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল করে জানতে হবে। তা না হলে ফরেক্স মার্কেটে টিকিয়ে থাকা অনেক কঠিন হয়ে যাবে। বিশেষ করে আপনাকে জানতে হবে কি ভাবে একজন ভাল ট্রেডার হওয়া যায়, ধ্যর্য সহকারে ট্রেড করা, মানি ম্যানেজমেন্ট, এনালাইসিস, লট বা ভলিওম, পিপ বা পিপস ইত্যাদি। এসব জানার মাধ্যমে একজন অভিজ্ঞ ও দক্ষত ট্রেডার হতে হবে। আর এগুলোর ফরেক্স মার্কেটে সফলতার মূল বিষয় বস্তু ।

smbiplob
2020-04-27, 12:39 AM
এই মার্কেট এ সফলতা অর্জন করতে হলে ধৈর্যশীল হয়ে ট্রেডিং পরিচালনা করতে হবে আপনাকে ফরেক্স ট্রেডিং শুরুতে ভালো করে ডেমো ট্রেডিং করে অভিজ্ঞতা বাড়াতে হবে ফরেক্স মার্কেট সঠিক ভাবে এনালাইসিস করতে জানতে হবে কোন ট্রেড এ লস হয়ে গেলে হতাশ হওয়া যাবে না আপনাকে কঠোর ধৈর্য্য সহকারে নিজের উপর আস্থা অর্জন করে টিকে থাকার জন্য মন মানসিকতা থাকতে হবে তারপর ট্রেড করার জন্য ট্রেডিং লাইন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং নিয়মিত মার্কেট পর্যবেক্ষণ করার মত জ্ঞান থাকতে হবে তাছাড়া মানি ম্যনেজমেন্ট লিভারেজ ও লোভবিহীন হয়ে ট্রেড করার মত ক্ষমতা থাকতে হবে ।

Fxhuman
2020-04-27, 01:46 AM
একজন সফল ট্রেডার হতে গেলে প্রতিটি ট্রেড নিয়ম মেনে করতে হবে। একই ট্রেডিং প্ল্যান অনুযায়ী প্রতিদিন ট্রেড করতে হবে।এভাবে নিজের ট্রেডিং প্ল্যান এর কথায় ভুল আছে তা বের করে ঠিক করতে হবে। নিজের ভুল বের করতে হবে। মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে। ভালভাবে মার্কেট এনালাইসিস করে তারপর ট্রেড করতে হবে। এনালাইসিস ছড়া একজন সফল ট্রেডার কখনই ট্রেড করেন না।

KF84
2020-06-12, 01:32 PM
আপনাকে কঠোর ধৈর্য্য সহকারে নিজের উপর আস্থা অর্জন করে টিকে থাকার জন্য মন মানসিকতা থাকতে হবে । তারপর ট্রেড করার জন্য ট্রেডিং লাইন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং নিয়মিত মার্কেট পর্যবেক্ষণ করার মত জ্ঞান এবং সময় থাকতে হবে । তাছাড়া মানি ম্যনেজমেন্ট, লিভারেজ ও লোভবিহীন হয়ে ট্রেড করার মত ক্ষমতা থাকতে হবে । যখন আপনি উক্ত বিষয়গুলো সম্পর্কে সঠিকভাবে ধারণা অর্জন করতে সক্ষম হতে পারবেন তখন সফলতার দিকে এগিয়ে যাবেন ।

Sakib42
2020-06-12, 04:35 PM
অনেকে অনেক সময় নিয়ে ট্রেড করেন এবং বিভিন্ন স্কীল তৈরী করছেন যেমনঃচার্ট প্যাটার্ন,পিভট পয়েন্ট,এলিয়েট ওয়েব সহ নানা বিষয়ের গাণিতিক ব্যখ্যাগুলো নিয়ে রিচার্চ করছেন এবং প্রাইস মুভমেন্ট বোঝার ক্ষমতা অর্জন করছেন । কিন্তু আমি মনে করি ,ধৈর্য্য,বিনম্রতা ও সফলতার অন্তর্ভুক্ত । এ বিষোয়ে আপনাদের মতামত কি?

সফলতার মূল বিষয় হচ্ছে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে পাশাপাশি ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান কাজ গুলি নিয়ে গোষা মাজা করতে হবে এবং আপনাকে উপযুক্ত শ্রম প্রদান করতে হবে তাহলে আমার মতে আপনি একজন সহজ ট্রেডার হতে পারবেন এবং সফলতা অর্জন করতে পারবেন,

Mas26
2020-06-12, 04:50 PM
অনেকে অনেক সময় নিয়ে ট্রেড করেন এবং বিভিন্ন স্কীল তৈরী করছেন যেমনঃচার্ট প্যাটার্ন,পিভট পয়েন্ট,এলিয়েট ওয়েব সহ নানা বিষয়ের গাণিতিক ব্যখ্যাগুলো নিয়ে রিচার্চ করছেন এবং প্রাইস মুভমেন্ট বোঝার ক্ষমতা অর্জন করছেন । কিন্তু আমি মনে করি ,ধৈর্য্য,বিনম্রতা ও সফলতার অন্তর্ভুক্ত । এ বিষোয়ে আপনাদের মতামত কি?

konok
2020-07-01, 02:43 PM
ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা অনেক কঠিন। আপনাকে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে জানার কোন বিকল্প নেই। ফরেক্স মার্কেটে সফল হতে হলে প্রাইস একশান, মানি মেনেজম্যেন্ট এবং ট্রেন্ড ধরা জানতে হবে। মার্কেটে অতিরিক্ত ট্রেড করা যাবেনা লট সাইজ এমন ভাবে তৈরি করতে হবে যাতে ইকুইটি ১০০ নিচে না নামে। আমি একজন নতুন ট্রেডার হিসেবে সফলতার মূল মন্ত্র হিসেবে বলতে পারি লেগে থাকা এবং অবিরত ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করা ।

IFXmehedi
2020-07-02, 06:46 PM
অনেকে অনেক সময় নিয়ে ট্রেড করেন এবং বিভিন্ন স্কীল তৈরী করছেন যেমনঃচার্ট প্যাটার্ন,পিভট পয়েন্ট,এলিয়েট ওয়েব সহ নানা বিষয়ের গাণিতিক ব্যখ্যাগুলো নিয়ে রিচার্চ করছেন এবং প্রাইস মুভমেন্ট বোঝার ক্ষমতা অর্জন করছেন । কিন্তু আমি মনে করি ,ধৈর্য্য,বিনম্রতা ও সফলতার অন্তর্ভুক্ত । এ বিষোয়ে আপনাদের মতামত কি?

ভাই ফরেক্স মার্কেটে সফলতার পেছনে অনেক কিছু থাকে । আপনি শুধু ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করলেই এই মার্কেটে সফল হতে পারবেন না । এই মার্কেটে সফল হতে হলে আপনাকে ধৈর্য সহকারে আপনার ট্রেডিং জ্ঞান কাজে লাগাতে হবে । তাহলেই আপনি ধীরে ধীরে ফরেক্স মার্কেটে অভিজ্ঞ হয়ে উঠবেন আর এভাবেই আপনি ফরেক্স মার্কেটে নিজের সফলতা খুঁজে পাবেন ।

muslima
2020-07-08, 12:59 AM
ফরেক্স মার্কেটে সফল হতে হলে প্রাইস একশান, মানি মেনেজম্যেন্ট এবং ট্রেন্ড ধরা জানতে হবে।মার্কেটে অতিরিক্ত ট্রেড করা যাবেনা লট সাইজ এমন ভাবে তৈরি করতে হবে যাতে ইকুইটি ১০০ নিচে না নামে।কারণ ফরেক্স মার্কেটে আমরা দেখতে পাই যে আপনি যদি একটা ট্রেড লাভবান হন । ফরেক্স এ সফল হতে গেলে অবশ্যই সর্বপ্রথমে ফরেক্স সম্পর্কে বিস্তারিত জ্ঞান রাখতে হবে। এরপর নিয়মিত অধ্যাবসায় করতে হবে। ট্রেড করার পূর্বে অবশ্যই সকল ধরনের এনালাইসিস করতে হবে।

milu
2020-07-11, 01:27 AM
একজন সফল ট্রেডার হতে গেলে প্রতিটি ট্রেড নিয়ম মেনে করতে হবে। একই ট্রেডিং প্ল্যান অনুযায়ী প্রতিদিন ট্রেড করতে হবে।এভাবে নিজের ট্রেডিং প্ল্যান এর কথায় ভুল আছে তা বের করে ঠিক করতে হবে। নিজের ভুল বের করতে হবে।প্রতিটা ট্রেড এনালাইসিস করার পর করতে হবে,লস হলে হাল ছেড়ে না দিয়ে লেগে থাকতে হবে, এবং ফরেক্স সম্পর্কে প্রচুর জানতে হবে তাহলেই ফরেক্স এ সফল হওয়া সম্ভব।

Soh1952
2020-07-12, 11:43 AM
ফরেক্স মার্কেটের সফলতার মুল হল আপনাকে ভাল ভাবে মার্কেট এ্যানালাইসিস করে তারপরে ট্রেড করতে হবে। আপনাকে বেশি বেশি মার্কেট নিয়ে এ্যনালাইসিস করতে হবে। এ্যানালাইসিস ব্যতিত আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না। নিয়মিত কঠোর প্র্যাকটিস করেই দক্ষ ট্রেডার হতে পারবেন৷অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ গুণ হলো দৃঢ়তা,মনোযোগ,ধৈর্য ্য,নির্লোভ মন৷ যদি ফরেক্সে ক্যরিয়ার গড়তে চান তাহলে দীর্ঘদিন নিয়মিত ডেমো ট্রেড করতেই হবে৷ডেমো ট্রেডিংএর কোনো বিকল্প নাই মনে রাখবেন৷

Devdas
2020-07-14, 03:14 PM
ফরেক্স সফলতার মূল বিষয় অনেক কিছুই থাকতে পারে। তবে আমি যতটুকু জানি বলার চেষ্টা করছি। ফরেক্স এর সফলতার জন্য আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক অনুশীলন করতে হবে। ফরেক্স মার্কেট প্রথমে আপনাকে প্রায় ১ বছর ডেমো প্রাকটিস করে নিজেকে দক্ষ ককে তোলতে হবে। আপনি প্রতিদিন অন্তর ৩ থেকে ৪ ঘন্টা সময় দিতে হবে। তারপর মার্কেট এর সকল কার্যক্রম যেমন, মার্কেট এনালাসিস করা, নিউজ দেখা, মানি ম্যানেজমেন্ট মেনে চলা, যত কম পেয়ার এ পারেন ট্রেড করা, খুব কম লটে ট্রেড করা। এছাড়া আপনাকে ধৈর্য্য ধারন করে, লোভটাকে সামলে নিয়মিত ফরেক্স করতে হবে। তাহলে দেখবেন যে আপনি সাফলতা দিকে এগোচ্ছেন। ধন্যবাদ।

KAZIMAJHARULISLAM
2020-07-14, 03:27 PM
ফরেক্সে সফলতা পাওয়া কোন একক বিষয়ের উপর নির্ভর করে না। তারপরও যে যে বিষয় আপনি দক্ষ হলে,ফরেক্স থেকে সফল হবেন বলে আশা করি, তা হলো ফরেক্স সম্পর্কে আপনার অনেক বেশি জ্ঞান থাকতে হবে অর্থাৎ ফরেক্স সম্পর্কে আপনি যত বেশি অভিজ্ঞ ও দক্ষ থাকবেন তত বেশি আপনার পক্ষে সফল হওয়া সহজ হবে। অতিরিক্ত লোভ করা যাবে না, অর্থাৎ লোভে পড়ে কখনোই ওভারলটে ট্রেড ধরা যাবেনা। যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে অবশ্যই প্রচুর ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং কখনোই ধৈর্য হারানো যাবেনা।হোঁচট খেয়ে পুনরায় দাঁড়ানোর মানসিকতা থাকতে হবে।কেননা ফরেক্সে আপনি যতটা অভিজ্ঞ থাকবেন এবং সিদ্ধান্ত গ্রহণে আপনার বিচক্ষণতা যত বেশি থাকবে আপনি ততটাই দ্রুত এবং ততটাই বেশি সফলতা অর্জন করবেন।

Starship
2020-07-14, 03:42 PM
ফরেক্সে সফলতা মূল বিষয়


ফরেক্সে সফল হওয়া সহজ বিষয় নয়। এখানে টিকে থাকতে হলে অনেক ধৈর্যের পরিক্ষা অতিক্রম করতে হয়। ধৈর্য হলো ফরেক্স এর মূল চালিকাশক্তি। একজন সফল ফরেক্স ট্রেডারের যে সকল গুণাবলী থাকে তা আলোচনা করা হল -

১. ধৈর্য সহকারে জ্ঞানলাভ
২. লোভ নিয়ন্ত্রণ
৩. মার্কেট এনালাইসিস করে ট্রেড করা
৪. ধৈর্য সহকারে অনুশীলন করা
৫. মার্কেটের গতিবিধি তদারকি করা
৬. অনুমানের উপর ভিত্তি করে ট্রেড না করা
৭. আবেগ নিয়ে ট্রেড না করা
৮. রিস্ক ও বড় লটে ট্রেড না করা
৯. মানি ম্যানেজম্যান্ট মেনে চলা
১০. স্টপ লস এবং টেক প্রফিট সেট করা

jimislam
2020-08-08, 05:50 PM
ফরেক্স মার্কেটের সফলতার মুল হল আপনাকে ভাল ভাবে মার্কেট এ্যানালাইসিস করে তারপরে ট্রেড করতে হবে। আপনাকে বেশি বেশি মার্কেট নিয়ে এ্যনালাইসিস করতে হবে। এ্যানালাইসিস ব্যতিত আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না। মার্কেটে অতিরিক্ত ট্রেড করা যাবেনা লট সাইজ এমন ভাবে তৈরি করতে হবে যাতে ইকুইটি ১০০ নিচে না নামে। ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে লোভ ত্যাগ করতে হবে এবং ধৈর্য হারা হওয়া যাবেনা।

Suriya Sultana Hira
2020-08-08, 06:09 PM
অনেকে অনেক সময় নিয়ে ট্রেড করেন এবং বিভিন্ন স্কীল তৈরী করছেন যেমনঃচার্ট প্যাটার্ন,পিভট পয়েন্ট,এলিয়েট ওয়েব সহ নানা বিষয়ের গাণিতিক ব্যখ্যাগুলো নিয়ে রিচার্চ করছেন এবং প্রাইস মুভমেন্ট বোঝার ক্ষমতা অর্জন করছেন । কিন্তু আমি মনে করি ,ধৈর্য্য,বিনম্রতা ও সফলতার অন্তর্ভুক্ত । এ বিষোয়ে আপনাদের মতামত কি?

আপনার কথার সাথে আমি একমত আছি । ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হরে আমাদেরকে অনেক পদক্ষেপ গ্রহণ করতে হয় । অনেক নিয়ম কানুন মেনে চলতে হয় । তার মধ্যে অন্যতম হলো ধৈর্য্য,,, পরিশ্রম,,, জ্ঞান,,,, আর লোভ থেকে বিরত থাকা,,,, ধন্যবাদ ।

Sid
2020-08-22, 06:37 PM
আমি মনে করি আপনি যত বড় এনালাইজার হোন না কেন । আপনি যদি ঠিক মত নিয়ম মেনে ট্রেড না করেন তাহলে কোন লাভ নেই । আপনি পৃথিবীর সমস্ত এনালাইসিস একসাথে করলেও মার্কেট সম্পর্কে শতভাগ সঠিক ধারনা পাবেনা না ।তাই মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে পারলে লসের সম্ভাবনা কম থাকে ।

FREEDOM
2020-08-22, 11:20 PM
শুধু এনালাইসিস করে ট্রেড করলে সব সময় সফল হওয়া যায় না। অনেকে বিভিন্ন স্কীল তৈরী করছেন যেমনঃ চার্ট প্যাটার্ন,পিভট পয়েন্ট,এলিয়েট ওয়েব, ফিবোনাসি , আরএসআই, বলিন্জার ব্যান্ড সহ নানা বিষয়ের গাণিতিক ব্যখ্যাগুলো নিয়ে রিচার্চ করছেন এবং প্রাইস মুভমেন্ট বোঝার ক্ষমতা অর্জন করছেন । তারপরও তাকে ধৈর্য্ ধারন , আবেগ কন্ট্রোল . লোভ . ইত্যাদিকে বজর্ন করা শিখতে হবে কারন এইসব সফলতার অন্তর্ভুক্ত ।

samun
2020-08-22, 11:34 PM
সফলতার জন্য প্রথমেই লাগবে দৃঢ় মনোবল ও কঠিন তপস্যা। যেন এখান থেকেই আমি আমার জীবনের ক্যারিয়ার গড়ে তুলতে পারি৷দৃঢ় প্রতিজ্ঞা না থাকলে জীবনে কোনো কিছুতেই স্থির চিত্তে বেচে থাকা সম্ভব নয়৷ ফরেক্স মার্কেটে সফল হতে হলে নিয়মিত কঠোর প্র্যাকটিস করেই দক্ষ ট্রেডার হতে হবে৷ অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ গুণ হলো দৃঢ়তা,মনোযোগ,ধৈর্য ্য,নির্লোভ মন৷ যদি ফরেক্সে ক্যরিয়ার গড়তে চান তাহলে দীর্ঘদিন নিয়মিত ডেমো ট্রেড করতেই হবে৷ডেমো ট্রেডিংএর কোনো বিকল্প নাই মনে রাখবেন১০০ ভাগ রিস্ক ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷ বিশ্বের সকল এক্সপার্ট ট্রেডারগণ প্রথমে দীর্ঘদিন যাবৎ ডেমো ট্রেড করেই সফলতা অর্জন করেছেন৷ এমনকি রিয়েল ট্রেড এর পাশাপাশি এখনও ডেমো ট্রেড করে যাচ্ছে।

zakia
2020-08-23, 10:52 PM
মার্কেট এনালাইসিস করার সঙ্গে সঙ্গে সঠিক পজিশন তৈরী করার মত ক্ষমতা থাকতে হবে তাহলে ফরেক্স মার্কেট এ সফলতা পাওয়ার সম্ভাবনা কিছু হলেও বৃদ্ধি পাবে। আর সুযোগের অপেক্ষায় থাকতে হবে যদি ভাল সুযোগ আসে তখনই এন্ট্রি নিতে হবে যেখানে সেখানে এন্ট্রি নিলেই লস হওয়ার সম্ভাবনা বেশী থাকে। আর মানিম্যানেজমেন্ট মানতে হবে সব সময় কারন মানিম্যানেজমেন্ট হলো একটি সিস্টেম যা দিয়ে আপনি টিকে থাকবেন মার্কেট এ। বেশি বেশি ডেমো প্রেক্টিস করতে পারলে আমি মনে করি একজন ফরেক্স ব্যবসাহি ফরেক্স মার্কেটে রিয়াল ট্রেড করে খুব ভাল করতে পারবে এবং লোভকে পরিহার করলে ফরেক্স মার্কেটে সফলতা আসবে।

anikhasan
2020-08-23, 11:35 PM
ফরেক্স সফলতার মুল বিষয় হচ্ছে। নিয়ম মাফিক কাজ করা। ট্রেড সম্পর্কে ভালো ভাবে জানতে হবে। অতিরিক্ত বিনিয়োগ না করা। আর ধারাবাহিক ভাবে কাজ করতে পারলে আপনি হবেন সফল ট্রেডার্স।।

Md.shohag
2020-08-23, 11:53 PM
ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা অনেক কঠিন। আপনাকে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে জানার কোন বিকল্প নেই। ফরেক্স মার্কেটে সফল হতে হলে প্রাইস একশান, মানি মেনেজম্যেন্ট এবং ট্রেন্ড ধরা জানতে হবে। মার্কেটে অতিরিক্ত ট্রেড করা যাবেনা লট সাইজ এমন ভাবে তৈরি করতে হবে যাতে ইকুইটি ১০০ নিচে না নামে। ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে লোভ ত্যাগ করতে হবে এবং ধৈর্য হারা হওয়া যাবেনা।

sss21
2020-10-18, 05:30 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে হলে আমাদের কে আমাদের কিছু বদ অব্বাস দুর করতে হবে।না হই আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবো না।যেমন-আমাদের কে আমাদের লোভ কে কন্ট্রোল করতে হবে,আমাদের কে আমাদের মাথা ঠাণ্ডা রেখে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে,ফরেক্স মার্কেট কে এনালাইসিস করা ছাড়া ট্রেড করা যাবে না।এই বিষয় গুলো মেনে যদি আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে পারবো।

Habibur shaikh
2020-10-19, 09:32 PM
ফরেক্স একটি অনলাইন ব্যবসায় মাধ্যম। এই মাধ্যমে কাজ করে সফলতা অর্জনের জন্য ধৈর্যশীল ও পরিশ্রমি এবং দক্ষতা একান্ত প্রয়োজন। এই তিনটি জিনিস না থাকলে এই ব্যবসায় মাধ্যমে সফলতা অর্জন করা সম্ভব নয়।

ABDUSSALAM2020
2020-10-19, 10:35 PM
ফরেক্সে সফলতার মূল বিষয়গুলো কি কি?
অনেকে অনেক সময় নিয়ে ট্রেড করেন এবং বিভিন্ন স্কীল তৈরী করছেন যেমনঃচার্ট প্যাটার্ন,পিভট পয়েন্ট,এলিয়েট ওয়েব সহ নানা বিষয়ের গাণিতিক ব্যখ্যাগুলো নিয়ে রিচার্চ করছেন এবং প্রাইস মুভমেন্ট বোঝার ক্ষমতা অর্জন করছেন । কিন্তু আমি মনে করি ,ধৈর্য্য,বিনম্রতা ও সফলতার অন্তর্ভুক্ত । এ বিষোয়ে আপনাদের মতামত কি?সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

FRK75
2020-10-19, 11:17 PM
ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে জানার কোন বিকল্প নেই।ফরেক্স মার্কেটে সফল হতে হলে প্রাইস একশান, মানি মেনেজম্যেন্ট এবং ট্রেন্ড ধরা জানতে হবে।মার্কেটে অতিরিক্ত ট্রেড করা যাবেনা লট সাইজ এমন ভাবে তৈরি করতে হবে যাতে ইকুইটি ১০০ নিচে না নামে।কারণ ফরেক্স মার্কেটে আমরা দেখতে পাই যে আপনি যদি একটা ট্রেড লাভবান হন তবে আপনাকে কেউ সফল ট্রেডার বলবে না।তাই আপনি যদি ধারাবহিকভাবে যদি কিছু ট্রেডে লাভ করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তবে আপনি সফল ট্রেডার বলে বিবেচিত হবেন।

Sun
2020-11-12, 05:36 PM
ফরেক্স এ সফলতার জন্য যে বিষয়গুলো গুরুত দিতে হবে, প*্র্র্রথমত ধৈয্য সহকারে জানার আগ্রহ থাকতে হবে, ২য় ত সাপোট রেজিষট্যাস ,ট্রেণ্ড লাইন,ফিবোনাকি,মাকে ট সেশন এবং নিউজ ট্রেড ট্রেডিং মেথড জানতে হবে ।লোভ করা যাবে না

Smd
2021-05-12, 10:18 PM
আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবো না।যেমন-আমাদের কে আমাদের লোভ কে কন্ট্রোল করতে হবে,আমাদের কে আমাদের মাথা ঠাণ্ডা রেখে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে,ফরেক্স মার্কেট কে এনালাইসিস করা ছাড়া ট্রেড করা যাবে না।আর এতে করে সমন্বিত কাজ করার ফলেই আসবে কাঙ্কিত সফলতা । তবে ফরেক্স নিয়ে বেশি বেশি স্টাডির মাধ্যমে অনেক নতুন কৈশল শিখা যায় ।

Mas26
2021-05-12, 11:11 PM
ফরেক্স মার্কেটে সবাই নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারে না। একজন সফল ট্রেডার হতে গেলে প্রতিটি ট্রেড নিয়ম মেনে করতে হবে।ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা সহজ ব্যপারনা।ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং ফরেক্সবিষয়ে প্রচুর পড়াশুুনা করতে হবে।এগুলার পাশাপপাশি ফরেক্স মার্কেটে সফল হতে গেলে আপনাকে নিম্নের নিয়মগুলো পালন করতে হবে।অতিরক্ত লোভ করা যাবেনা।প্রচুর ধৈর্যধারন করতে হবে।
৩.অভার ট্রেড থেকে বিরত থাকতে হবে।প্রতিটি ট্রেড এনালাইসিস করে করতে হবে।সাপোর্ট ও রেসিসটেন্স লেভেন নির্্নয় করে ট্রেড করতে হবে।তাহলেই আপন ফরেক্স মার্কেটে সফল হতে পরবেন।

EmonFX
2021-05-22, 11:18 AM
অনেকে অনেক সময় নিয়ে ট্রেড করেন এবং বিভিন্ন স্কীল তৈরী করছেন যেমনঃচার্ট প্যাটার্ন,পিভট পয়েন্ট,এলিয়েট ওয়েব সহ নানা বিষয়ের গাণিতিক ব্যখ্যাগুলো নিয়ে রিচার্চ করছেন এবং প্রাইস মুভমেন্ট বোঝার ক্ষমতা অর্জন করছেন । কিন্তু আমি মনে করি ,ধৈর্য্য,বিনম্রতা ও সফলতার অন্তর্ভুক্ত । এ বিষোয়ে আপনাদের মতামত কি?

ফরেক্সে সফলতা পাওয়া অত্যন্ত একটি দুরূহ কাজ ফরেক্স মার্কেটে সফলতার মূলে রয়েছে অভিজ্ঞতা। কঠোর পরিশ্রম এবং অভিজ্ঞতা অর্জনের মাধ্যমেই এই সফলতা অর্জন করা সম্ভব। ফরেক্স মার্কেটে অভিজ্ঞতার কোন বিকল্প নেই। ফরেক্সে ব্যাপক দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন না করেই যারা ট্রেড করতে চলে আসেন তাদের বেশির ভাগই ব্যর্থ হয়। তারা অনেকেই দু’একটি ট্রেডিং ইন্ডিকেটরের উপর ভিত্তি করেই ট্রেড নিয়ে বসে এবং উইনিং পার্সেন্টিজ দেখে ট্রেড নিয়ে বসে। নিজের মেধা না খাটিয়ে, কোন ধরেনের স্ট্রাটেজি বা স্টাডি না করেই ট্রেড করা শুরু করে দেয়। ট্রেড ওপেন করে বাই সেল নিতে পারলেই মনে করে ট্রেডিং এর অনেক কিছু শিখে ফেলেছে এবং ট্রেড নিয়ে বসে। ফলে লস করে ব্যালেন্সে হারিয়ে হতাশ হয়ে মার্কেট থেকে বিদায় নিয়ে নেয়।

তাই ফরেক্সে ভালো করতে হলে অবশ্যই ফরেক্স সম্পর্কে অনেক দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। তার জন্য প্রচুর মার্কেট এনালাইসিস করতে হবে। টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস করে মার্কেট সম্পর্কে পূর্ন ধারনা তৈরি করতে হবে। ক্যান্ডেলিস্টিক চার্ট বিশ্লেষনের মাধ্যমে টেকনিক্যাল এবং বিভিন্ন নিউজ গুলো বিশ্লেষন করে ফান্ডামেন্টাল ধারনা নিতে হবে। সর্বপরি বেশি বেশি ডেমো প্রাকটিস করতে হবে। তাহলেই ফরেক্স থেকে ভালো উপার্জন সম্ভব। অন্যথায় আপনার জন্য শুধু হতাশাই অপেক্ষা করছে।

FRK75
2021-09-05, 12:07 PM
ফরেক্সে সফলতা অর্জনও একটা ব্যাপাক বিষয় এবং এর মূল বিষয়গুলো অনেক বিস্তারিত্ । ফরেক্সে সফলতার জন্য আামরা অনেক ট্রেডার অনেক কিছু করে থাকি । কিন্ত মূলত ফরেক্সে সফলতা আসবে আমাদের প্রচেষ্টা এবং লেগে থাকার ফলে । ফরেক্স এমন একটা বিষয় যেখানে যে যত ট্রেড করবে প্রেকটিক্যালি সে তত বেশি পরিমাণে শিখতে পারবে ।

FRK75
2022-01-05, 09:55 AM
সফলতার মূল বিষয় হচ্ছে দক্ষতা ও কৌশলগত অভিজ্ঞতা থাকা। এছাড়াও আপনাকে কঠোর ধৈর্য্য সহকারে নিজের উপর আস্থা অর্জন করে টিকে থাকার জন্য মন মানসিকতা থাকতে হবে। তারপর ট্রেড করার জন্য ট্রেডিং লাইন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে। এবং নিয়মিত মার্কেট পর্যবেক্ষণ করার মত জ্ঞান থাকতে হবে। তাছাড়া মানি ম্যনেজমেন্ট, লিভারেজ ও লোভবিহীন হয়ে ট্রেড করার মত ক্ষমতা থাকতে হবে। যখন আপনি উক্ত বিষয়গুলো সম্পর্কে সঠিকভাবে ধারণা অর্জন করতে সক্ষম হতে পারবেন। তখন অবশ্যই আপনি ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে সক্ষম হতে পারবেন।

IFXmehedi
2022-01-06, 12:03 AM
ফরেক্সে সফলতা অর্জনও একটা ব্যাপাক বিষয় এবং এর মূল বিষয়গুলো অনেক বিস্তারিত্ । ফরেক্সে সফলতার জন্য আামরা অনেক ট্রেডার অনেক কিছু করে থাকি । কিন্ত মূলত ফরেক্সে সফলতা আসবে আমাদের প্রচেষ্টা এবং লেগে থাকার ফলে । ফরেক্স এমন একটা বিষয় যেখানে যে যত ট্রেড করবে প্রেকটিক্যালি সে তত বেশি পরিমাণে শিখতে পারবে ।

আমি মনে করি সফলতা একটি আপেক্ষিক ব্যাপার । সফলতা পেতে হলে আগে প্রচুর পরিমাণে ধৈর্য এবং পরিশ্রম । ফরেক্স মার্কেটে সফলতা এর ব্যতিক্রম নয় । এখানে সফল হতে হলে একজন ট্রেডারকে প্রচুর ধৈর্য সহকারে পরিশ্রম করতে হবে। দীর্ঘ সময় ধরে ফরেক্স মার্কেটের পেছনে লেগে থাকতে হবে সময় দিতে হবে এবং ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে *। ফরেক্স মার্কেট সঠিকভাবে এনালাইসিস করার দক্ষতা অর্জন করতে হবে এবং লোভ পরিহার করতে হবে । তাই আমি মনে করি সময় নিয়ে দক্ষতার সাথে যদি একজন ট্রেডার কাজ করতে পারে তাহলে সে একদিন না একদিন অবশ্যই ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে পারবে ।

Smd
2022-03-12, 10:31 PM
ফরেক্স মার্কেটে সফল হতে হলে প্রাইস একশান, মানি মেনেজম্যেন্ট এবং ট্রেন্ড ধরা জানতে হবে।মার্কেটে অতিরিক্ত ট্রেড করা যাবেনা লট সাইজ এমন ভাবে তৈরি করতে হবে যাতে ইকুইটি ১০০ নিচে না নামে।কারণ ফরেক্স মার্কেটে আমরা দেখতে পাই যে আপনি যদি একটা ট্রেড লাভবান হন তবে আপনাকে কেউ সফল ট্রেডার বলবে না।তাই আপনি যদি ধারাবহিকভাবে যদি কিছু ট্রেডে লাভ করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে পারেন। তাই আপনি যদি ধারাবহিকভাবে যদি কিছু ট্রেডে লাভ করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তবে আপনি সফল ট্রেডার বলে বিবেচিত হবেন । আর আমি একজন নতুন ট্রেডার হিসেবে সফলতার মূল মন্ত্র হিসেবে বলতে পারি লেগে থাকা উচিত বলে মনে করি।

IFXmehedi
2022-03-15, 03:18 PM
ফরেক্স এ সফলতার জন্য যে বিষয়গুলো গুরুত দিতে হবে, প*্র্র্রথমত ধৈয্য সহকারে জানার আগ্রহ থাকতে হবে, ২য় ত সাপোট রেজিষট্যাস ,ট্রেণ্ড লাইন,ফিবোনাকি,মাকে ট সেশন এবং নিউজ ট্রেড ট্রেডিং মেথড জানতে হবে ।লোভ করা যাবে না ।

ফরেক্স মার্কেটে ট্রেডিং করে সফলতা পাওয়ার জন্য বেশ কিছু নিয়ম-কানুন মেনে চলতে হয় এবং সে অনুযায়ী কাজ করতে হয় । এক্ষেত্রে একজন ট্রেডার কে অবশ্যই প্রচুর ধৈর্যশীল হতে হবে এবং নিজের ইমোশন অর্থাৎ নিজের লোভ কে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা থাকতে হবে । প্রচুর পরিমানে সময় দিয়ে ফরেক্সের কাজ করতে হবে এবং কখনো অস্থিরতা বসত ট্রেডিং করা যাবে না । নিজের দক্ষতাকে বৃদ্ধি করার জন্য ডেমো অনুশীলন করতে হবে, মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে শিখতে হবে । ফরেক্স মার্কেটে বিভিন্ন ধরনের এনালাইসিস রয়েছে সেগুলো সম্পর্কে সঠিক জ্ঞান নিয়ে তারপর মার্কেট পরিস্থিতি বিবেচনা করে ট্রেডিং করার অভ্যাস গড়ে তুলতে হবে । এ সকল কাজের মাধ্যমে একজন ট্রেডার অনেক প্রফিট অর্জন করতে সক্ষম হবে বলে আমি মনে করি । আর এভাবে কাজ করতে করতে একদিন সে ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হয়ে উঠতে পারবে ।

FRK75
2023-01-17, 07:33 PM
ফরেক্স এ সফলতার মূল বিষয় গুলো খুবই সহজ কিন্ত শতকরা ৯০ জন ট্রেডার তা অনুসরন করতে পারে না । যথাঃ ধৈর্য্য, চেষ্টা, অধ্যবসায়, দীর্ঘ সময় যাবৎ* সঠিক ট্রেডের জন্য অপেক্ষা করা । কিন্তু আমরা কেউই এই বিষয় গুলোর দিকে লক্ষ্য রাখি না । যার পরিনতি হয় আমূল লস। একজন প্রফেশনাল ট্রেডার তখনই ট্রেড করে যখন সে তার সিস্টেম এর সিগ্নাল পায় । কিন্ত নতুন ট্রেডারের এতোটা ধৈর্য্য থাকে না । এবং লাভের তুলনায় লস বেশি করে ।ফরেক্স ব্যবসা থেকে সফলতা খুব সহজে পাওয়া যায় না । কারন ফরেক্স খুব কঠিন ব্যবসা । তবে আমি মনে করি ডেমো ট্রেড অভিজ্ঞতা, টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস এবং বিভিন্ন রকমের ট্রেডিং স্ট্রাটেজি জানতে এবং ঠান্ডা মাথায় ট্রেড করলেই সফলতা পাওয়া যায় । আমি মনে করি ফরেক্স থেকে সফলতা পাওয়ার মুল বিষয় এই গুলোই ।ফরেক্স সফলতা পেতে চাইলে আপনাকে ভাল জ্ঞান অর্জন করতে হবে, তারপর আপনাকে ট্রেডিং এর জন্য নিয়মিত ডেমো ট্রেডিং করতে হবে। এছাড়াও মার্কেট এনালাইসিস করতে হবে, মানি ম্যনেজমেন্ট করতে হবে, প্রত্যেক ট্রেডকে চ্যালেঞ্জস্বরূপ হিসেবে নিতে হবে, লোভ এবং ধৈর্য্য ধারণ করার মত ক্ষমতা অর্জন করতে হবে। তাহলে আপনি অবশ্যই ফরেক্স মার্কেটে সফলভাবে ট্রেড করতে পারবেন এবং ভাল মুনাফা উপার্জন করতে পারবেন।

FRK75
2023-07-13, 05:37 PM
ফরেক্স মার্কেটের সফলতার মুল হল আপনাকে ভাল ভাবে মার্কেট এ্যানালাইসিস করে তারপরে ট্রেড করতে হবে। আপনাকে বেশি বেশি মার্কেট নিয়ে এ্যনালাইসিস করতে হবে। এ্যানালাইসিস ব্যতিত আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না। ট্রেডের চেয়ে বেশি আপনাকে এ্যানালাইসিসের প্রতি বেশি মনোযোগী হতে হবে। কখনো অন্যকে অনুসরন বা অন্য কারো কথায় ট্রেড করা যাবে না।সফলতার জন্য প্রথমেই লাগবে দৃঢ়চিত্ত্বে শপথ যে এখান থেকেই আমি আমার জীবনের ক্যারিয়ার গড়ে তুলবো৷দৃঢ় প্রতিজ্ঞা না থাকলে জীবনে কোনো কিছুতেই স্হির হতে পারবেন না৷নিয়মিত কঠোর প্র্যাকটিস করেই দক্ষ ট্রেডার হতে পারবেন৷অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ গুণ হলো দৃঢ়তা,মনোযোগ,ধৈর্য ্য,নির্লোভ মন৷ যদি ফরেক্সে ক্যরিয়ার গড়তে চান তাহলে দীর্ঘদিন নিয়মিত ডেমো ট্রেড করতেই হবে৷ডেমো ট্রেডিংএর কোনো বিকল্প নাই মনে রাখবেন৷১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷বিশ্বের সকল এক্সপার্ট ট্রেডারগণ প্রথমে দীর্ঘদিন যাবৎ ডেমো ট্রেড করেই সফলতা অর্জন করেছেন৷

FRK75
2024-02-07, 09:55 PM
ফরেক্স মার্কেট এ সফলতার প্রধান বিষয় হল ধৈর্য । আপনাকে এই মার্কেট এ সফলতা অর্জন করতে হলে ধৈর্যশীল হয়ে ট্রেডিং পরিচালনা করতে হবে । আপনাকে ফরেক্স ট্রেডিং শুরুতে ভালো করে ডেমো ট্রেডিং করে অভিজ্ঞতা বাড়াতে হবে । ফরেক্স মার্কেট সঠিক ভাবে এনালাইসিস করতে জানতে হবে । কোন ট্রেড এ লস হয়ে গেলে হতাশ হওয়া যাবে না । আপনি যদি নিয়মিত ফরেক্স ট্রেডিং অনুশীলন করেন তাহলে আপনি এক সময় এই ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করতে সক্ষম হবেন ।সফলতার জন্য প্রথমেই লাগবে দৃঢ়চিত্ত্বে শপথ যে এখান থেকেই আমি আমার জীবনের ক্যারিয়ার গড়ে তুলবো৷দৃঢ় প্রতিজ্ঞা না থাকলে জীবনে কোনো কিছুতেই স্হির হতে পারবেন না৷নিয়মিত কঠোর প্র্যাকটিস করেই দক্ষ ট্রেডার হতে পারবেন৷অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ গুণ হলো দৃঢ়তা,মনোযোগ,ধৈর্য ্য,নির্লোভ মন৷ যদি ফরেক্সে ক্যরিয়ার গড়তে চান তাহলে দীর্ঘদিন নিয়মিত ডেমো ট্রেড করতেই হবে৷ডেমো ট্রেডিংএর কোনো বিকল্প নাই মনে রাখবেন৷১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷বিশ্বের সকল এক্সপার্ট ট্রেডারগণ প্রথমে দীর্ঘদিন যাবৎ ডেমো ট্রেড করেই সফলতা অর্জন করেছেন৷