PDA

View Full Version : Forex vs Islamic view by Md Mohabbat Elahi



MohabbatElahi
2016-02-09, 12:43 AM
সম্মানিত ফরেক্স ট্রেডার বৃন্দ আস্সালামু আলাইকুম৤
-------------------------------------------------------------
আমি একজন ফরেক্স ট্রেডার , এবং মাদ্রাসা লেভেলের সর্ব উচ্ছ ডিগ্রি তাকমীল বা (এম,এ) পর্যন্ত পড়া-শোনা করেছি৤ ফরেক্স ট্রেডিং কে অামাদের সমাজে অনেকেই বিভিন্ন ভাবে মূল্যায়ন করে থাকেন ৤ কারো কাছে এটি হারাম আবার কারো কাছে এটি হালাল৤ কিন্তু আমি আমার দীর্ঘ ছয় বছরের ট্রেডিং গবেষনা ও ইসলামীক দৃষ্টিকোন থেকে ফরেক্স মার্কেট হারাম হওয়ার ব্যাপারে কোন নির্ভযোগ্য কারন খুঁজে পাইনি, তাই আমি প্রফেশনাল ট্রেডার হিষেবে ফরেক্স মার্কেটে কাজ করছি, কিন্তু মানুষ হিষেবে আমিও ভুলের উর্ধে নয়, তাই নিম্মে আমি আমার ফরেক্স গবেষনা টি উপস্থাপন করলাম যদি আমার কোন বিষয় ভুল হয়ে থাকে তবে দয়া করে যৌক্তিক ব্যাখা দিয়ে ভুল টি সংশোধন করে দিবেন৤ আমি কৃতজ্ঞ থাকব৤

Forex vs Islamic view by Md Mohabbat Elahi
-----------------------------------------------------------

---> ইসলামিক নীতিঃ দুই পক্ষ ( ক্রেতা/বিক্রেতা) বিদ্যমান থাকা৤
---> ফরেক্স মার্কেটঃ দুই পক্ষ বিদ্যমান অর্থাৎ ব্রোকার/লিকিউডিটি প্রোভাইডার ও ট্রেডার৤

---> ইসলামিক নীতিঃ বিক্রয় যোগ্য বস্তু হওয়া এবং বস্তুর অস্তিত্য বিদ্যমান থাকা৤
---> ফরেক্স মার্কেটঃ বিক্রয় যোগ্য বস্তু যেমন, মূদ্রা, খনিজ পদার্থ, UK share, US share.

---> ইসলামিক নীতিঃ বস্তুর মূল্য নির্ধারন হওয়া৤
---> ফরেক্স মার্কেটঃ প্রতিটি মূদ্রা বা শেয়ার ভ্যেলুর জন্যে মূল্য নির্ধারিত, যা Exchange rate বা বিনিময় মূল্য হিসেবে পরিচিত ৤

---> ইসলামিক নীতিঃ বিক্রিত বস্তুর উপর ক্রেতার মালিকানা এবং মূল্যের উপর বিক্রেতার মালিকানা অর্জন হওয়া৤
---> ফরেক্স মার্কেটঃ ব্রোকার এবং ট্রেডার উভয়ে প্রতিনিয়তই বাই-সেলিং এর ভিত্তিতে অর্থ আদান প্রদান করছেন, কখনো অর্থ
যোগ হচ্ছে আবার কখনই বা বিয়োগ হচ্ছে

---> ইসলামিক নীতিঃ লেন-দেন দ্রুত নিষ্পত্তি হওয়া৤

---> ফরেক্স মার্কেটঃ এটি সর্ম্পূন্য স্পট ট্রেডিং মার্কেট, যেখানে প্রতিটি লেনদেন (ট্রেড) এক সেকেন্ডেরও কম সময়ে নিষ্পত্তি হয়৤

---> ইসলামিক নীতিঃ লেন-দেন সম্পূর্ন সূদ মুক্ত হওয়া৤
---> ফরেক্স মার্কেটঃ সুদ মুক্ত লেনদেনের সুযোগ রয়েছে৤

---> ইসলামিক নীতিঃ সমজাতিয় বস্তু কম-বেশিতে বিক্রয় না হওয়া৤
---> ফরেক্স মার্কেটঃ প্রতিটি দেশের মূদ্রা বিপরিত দেশের মূদ্রার সাথে বিনিময় হয়ে থাকে৤ সমজাতিয় কোন মূদ্রা বাই সেলিং হয়না৤ কারন এটি Exchange market.

---> ইসলামিক নীতিঃ প্রতারনার ঝুঁকি না থাকা৤
---> ফরেক্স মার্কেটঃ সম্পূর্ন সিন্ডিকেট মুক্ত ও একেবারেই সচ্ছ যা পরিচালিত হয় গ্লোবাল সেন্ট্রাল ব্যাংক দ্বারা৤

---> ইসলামিক নীতিঃ লাভ/লস বিদ্যমান থাকা৤
---> ফরেক্স মার্কেটঃ দুটিই বিদ্যমান৤
----------------------------------------------------------------------------------------
Md Mohabbat E-Elahi
Analytical Expert: Forex & CFD Market

basaki
2016-02-09, 08:48 AM
আমার মতে ফ্রেক্স ব্যবসাটা ইসলামের দিক থেকে হালাল। কারন হচ্ছে ফরেক্স মার্কেটে ফরেক্স ব্যবসাহিরা ফরেক্স ট্রেড করতে গিয়ে লাভ এবং লসের সম্মুক্ষিন হতে হয়। আর যেখানে লাভ এবং লস রয়েছে আমি মনে করি সেই ব্যবসাটা যে কেউ অনায়াসে করতে পারবে বলে আশা করি।আপনারা কি বলেন।

BDFabi
2016-03-14, 12:41 PM
ভালো একটি লেখা। ব্যাক্তিগত ভাবে আমিও কিছু গবেষণা করেছি; হারাম হউয়ার কুনো কারণ পাইনি। একটা সমস্যা হচ্ছে যারা হারম বলে; তারা এই ব্যাবসা সম্পর্কে না জেনেই মন্তভ করে থাকে।

Md Akter Hossain
2016-03-14, 09:37 PM
ফরেক্স মার্কেটে এমন অনেক ধরনের লোক আছে যারা ফরেকস মার্কেটকে হালাল না বলে হারাম বলে থাকেন । তবে তারা যদি জেনে শুনে বলতো তাহলে হয়ত বলত না । আপনার লেখাটা পড়ে থুব ভাল লাগল । অন্তত এটো পড়ে তাদের এত দিনের ভুল ভাংতে পারে ।আশা করি এই ধরনের টোষ্ট নিয়মিত পাব ।

majidiqbal
2016-03-14, 09:57 PM
ইসলামি দৃষ্টিতে ব্যবসা করা হালাল । এ দিক থেকে ফরেক্সকে আমরা হলাল ব্যবসা বলতে পারি।কেননা ইসলাম ব্যবসায় যেসব বিষয় হারাম করেছে তার কোনটাই ফরেক্সে নেই বললেই চলে।

Jakson24
2016-06-03, 08:11 AM
For Forex is a commonly used abbreviation for "foreign exchange," and it is typically used to describe trading in the foreign exchange market by investors and speculators.Example, imagine a situation where the U.S. dollar is expected to weaken in value relative to the euro. A forex trader in this situation will sell dollars and buy euros. If the euro strengthens, the purchasing power to buy dollars has now increased. The trader can now buy back more dollars than they had to begin with, making a profit

Tofazzal Mia
2018-02-26, 07:09 PM
https://scontent-sin6-2.xx.fbcdn.net/v/t1.0-9/20246019_570511249786126_5766848313799872029_n.jpg ?oh=c7e6faff88fdb6f03553883fecbfd489&oe=5B0F5175
ইসলামী অনুশাসনে সুদ বা সোয়াপ মুক্ত ব্যবস্থায় সেই সব ট্রেডাররা ট্রেডিং কার্যক্রম পরিচালনা করতে চান তাদের জন্য ইন্সটাফরেক্স সুদ বা সোয়াপ মুক্ত "ইসলামিক অ্যাকাউন্ট" এর সুবিধা প্রদান করে।
ইন্সটাফরেক্স এর ষ্ট্যাণ্ডার্ড অথবা ইউরিকা অ্যাকাউন্টের অন্যান্য ট্রেডিং শর্তগুলো ঠিক রেখে, ইসলামী ধর্মীয় রীতি মেনে এই অ্যাকাউন্টে কোন সুদ গ্রহন বা প্রদান করা হয় না।
ইসলামিক অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্কটি অনুসরণ করুন-
https://goo.gl/PDsvAi