PDA

View Full Version : ইন্ডিকেটর কি? এটি দিয়ে কি সুবিধা ?



syed_rana
2016-02-09, 10:19 AM
ইন্ডিকেটর কি? এটি দ্বারা কি বুঝানো হয়,এবং এটি কিভাবে ব্যবহৃত হয় , ইন্ডিকেটরের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যায়, rsi,macd, এগূলী কি কি সুবিধা প্রদান করে এবং আমি কি ভাবে সহজে ইন্ডিকেটর ব্যবহার করা শিখতে পারব?

majidiqbal
2016-02-09, 10:39 AM
ইন্ডিকেটর কি? এটি আমারও জানা নেই। আমি ইন্ডিকেটর সম্পর্কে জানতে চাই । এই ইন্ডিকেটরের মাধ্যমে কি কি সুবিধা হয় এবং এর অসুবিধা আছে কিনা প্রভৃতি বিষয় গুলো জানতে চাই । আর ইন্ডিকেটর কিভাবে ব্যবহার করা হয় তা কিভাবে শিখতে পারব?

younus
2016-02-09, 10:50 AM
মার্কেট এর পরবর্তী মুভমেন্ট বুজতে সাহায্য করে

Vision
2016-02-09, 11:16 AM
আমরা নতুন ট্রেডাররা ফরেক্স মার্কেটে যে বিষয়গুলো নিয়ে প্রতরাণার শিকার হই তার মধ্য অন্যতম হল এই ঈন্ডিকেটর অন্যতম । কারণ এই ঈন্ডিকেটর অনেকটা লোভনীয় জিনিস বলা যায় । আসেলে আমি ঈন্ডিকেটর সম্পর্কে খুব কমই জানি আর এই কারণেই একজন প্রতারকের কাছে অল্পের জন্য প্রতারিত হওয়া থেকে রক্ষা পেলাম । সে আমাকে ঈন্ডিকেটর দিয়ে হাজার হাজার ডলার আয় করে দেওয়ার চিন্তা করছে ! আসলে সে নিজেই একটা ডলারও ফরেক্স থেকে ইনকাম করতে পারেনি । তাই ঈন্ডিকেটর প্রতারক হতে সাবধান ! বিশেষ করে নতুন ট্রেডাররা তারা আসলে বেশি ঠকে !

Marufa
2016-02-10, 11:37 AM
ইন্ডিকেটর দিয়ে মার্কেট এর বিভিন্ন রকমের অবস্থা বোঝায় । অতীতে মার্কেট কিভাবে মুভ করেছে সেটি বোঝার জন্য আমরা ইন্ডিকেটর ব্যবহার করতে পারে । বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিকেটর ভুল সিগন্যাল দেয় । তাই ইন্ডিকেটর ব্যবহার অনেক বেশি সচেতন হতে হবে সবাইকে । শুধুমাত্র ইন্ডিকেটর এর ওপর নির্ভর করে ট্রেড করা ঠিক না ।

MotinFX
2016-02-10, 11:52 AM
ইনডিকেটর অর্থ নির্দেশ করা। ফরেক্স মার্কেটে বেশির ভাগ ট্রেডার ইনডিকেটর টেকনিক্যাল এনালাইসিস এর জন্য ব্যাবহার করে থাকে। টেকনিক্যাল এনালাইসিস তিন ভাগে এনালাইসিস করে থাকে
এক, আপ ট্রেন্ড
দুই, ডাউন ট্রেন্ডে
তিন,সাইডওয়ে ট্রেন্ড।
বিনিময় রেট এর উর্ধগতিকে আপট্রেন্ড হিসাবে ইনডিকেট করা হয়। অথ্যাৎ সাপোর্ট হতে রেজিসটেন্স মুখি গতিকে আপট্রেন্ড বলে।

Realifat
2016-02-10, 12:01 PM
ইন্ডিকেটর হচ্ছে নির্দেশক। টেকিনিকাল অ্যানালাইসিস করার জন্য নির্দেশক হিসেবে ইন্ডিকেটরের সাহায্য নেওয়া হয়।বিভিন্ন রকমের ইন্ডিকেটরের মধ্যে আরএসআই, বোলিংজার ব্যান্ডস,মুভিং এভারেজ অনন্যতম। এইসব ইন্ডিকেটরের মার্কেটের প্রাইসের মুভমেন্ট বুঝতে সুবিধা বা সাহায্য করে বলে ইন্ডিকেটর ব্যবহার করা হয়।

Md Sanuwar Hossain Hossai
2016-02-10, 12:13 PM
ইন্ডিকেটর এর মাধ্যমে ফরেক্স মার্কেটের অতীত , বর্তমান এবং ভবিশ্যত সম্পর্কে জানা যায়৤ এগুলো অনুসরণ করে ফরেক্স থেকে লাভবান হওয়া আরও সহজ৤ এদের মধ্যে মুভিং এভারেজ অন্যতম ৤ মুভিং এভারেজ ফরেক্স মার্কেটের প্রতি মুহুর্তের বাজার উঠানামা করার প্রতিক নির্দেশ করে৤ এছাড়াও আছে ওসস্টাটিক ওসিলেটর, বলিংগার ব্যান্ড, জিগজ্যাগ, পিভাট পয়েন্ট ৤ এগুলো অনুসরণ করে তারপর ট্রেড করা উচিত৤

md mehedi hasan
2016-02-11, 11:12 AM
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর হচ্ছে একটি নির্দেশক যার দ্বারা মার্কেট ভবিষৎতে কোন দিকে মুভ করবে তার অগ্রিম নির্দশনা প্রদান করে।ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর কেউ পছন্দ কে আবা কে ইন্ডিকেটর এর ব্যবহার পছন্দ করেনা।তবে আমি ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় টেকনিক্যাল এনালাইসিস করার সুবিধার্থে দুটি ইনডিকেটর ব্যবহর করি।তবে ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ইন্ডিকেটর আপনর বন্ধু হতে পারে।যদি আপনি ইনডিকেটরের ব্যবর সঠ ভাবে জানেন।

nitaichandro
2016-02-11, 11:46 AM
ইন্ডিকেটর ফরেক্স অনলাইন মার্কেটে নির্দেশক বাহক হিসেবে কাজ করে। ইন্ডিকেটর শব্দের অর্থ নির্দেশক। *ফরেক্স মার্কেটে ট্রেডার গন টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য ব্যবহার করে থাকে। যার ফলে মার্কেট সর্ম্পকে তাদের ধারনা হয়ে যায়।যার ফলে লস হ্ওয়ার সম্ভাবনা কম থাকে।

abdulguffer
2016-02-11, 11:54 AM
ফরেকস এ ইনডিকেটর অর্থ নির্দেশক । এটি একটি পেয়ার এর বর্তমান টরেন্ড বুঝতে ও ভবিষ্যতের টরেনড কোন দিকে যাবে , আপটরেনড / ডাউন টরেনড /সাইডওয়ে সম্পর্কে আগাম নির্দেশ করে । তবে টরেড ওপেন করার জন্্যন শুধু মার্ত ইনডিকেটর এর উপর নিভৃর করা ঠিক না , এটাকে *একটা সহকারি হিসেবে বেবহার করতে পারেন । rsi,macd এর চাইতে মুভিং এভারেজ বেশি জনপ্রিও ।

razu777
2016-02-11, 12:19 PM
আমি যতটুকু বুঝি ইন্ডিকেটর দিয়ে মার্কেট এর বিভিন্ন রকমের অবস্থা বোঝায় । অতীতে মার্কেট কিভাবে মুভ করেছে সেটি বোঝার জন্য আমরা ইন্ডিকেটর ব্যবহার করতে পারে । বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিকেটর ভুল সিগন্যাল দেয় । তাই ইন্ডিকেটর ব্যবহার অনেক বেশি সচেতন হতে হবে সবাইকে । শুধুমাত্র ইন্ডিকেটর এর ওপর নির্ভর করে ট্রেড করা ঠিক না ।

Fxaziz
2016-02-11, 03:27 PM
আমি যত টুকু জানি ইনডিকেটর হচ্ছে এমন এক পদ্ধতি যা মাধ্যমে আপনি ফরেক্স মার্কেট কে এনালাইসিস করতে পারবেন।এর মাধ্যমে আপনি ফরেক্স মার্কেট কে টেকনিক্যাল এনালাইসিস করতে পারবেন।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমরা সাধারণত ফরেক্স মার্কেট কে তিন ভাবে এনালাইসিস করি।আর এখানে ইনডিকেটর বলতে টেকনিক্যাল এনালাইসিস এর অংশ বোজান হয়েছে।ইনডিকেটর এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ এনালাইসিস করে ট্রেড করতে পারি...।

abdulguffer
2016-02-11, 06:19 PM
হাজারো রং আর স্টাইলের ইন্ডিকেটরের ভিড়ে প্রফিট খুজে পাওয়া সত্যিই এক দুরুহ ব্যাপার। বরং নিউজের প্রভাব আর সাপোর্ট, পিভট, রেজিস্টান্ট ইত্যাদি নিয়ে ভালো আইডিয়া গড়ে তুলতে পারলে, মেটাট্রেডার এ বাই ডিফল্ট যেসব ইনডিকেটর দেয়া থাকে তাই যথেষ্ট। MACD, Moving Average, Alligator, Bollinger Bands ইত্যাদি যথেষ্ট ভালো ইন্ডিকেটর।

abdulguffer
2016-02-11, 06:22 PM
১. MACD (12,26,5) * ট্রেন্ড আপ/ডাওন/সাইডয়ে বুঝার জন্য। ।
২. Alligator * তিনটি সিম্পল মোভিং এভারেজ এর মডিফিকেশন ।

abdulguffer
2016-02-11, 06:23 PM
৩. Pivot Point(Fibo) * স্টপ লস বা টেক প্রফিট এবং অন্যান্য ধারনার জন্য।
৪. Timer * একটি কেন্ডেল শেষ হতে কতক্ষন বাকি, বুঝার জন্য।

abdulguffer
2016-02-11, 06:24 PM
বাই বা সেল করার সংকেত লাভের জন্য সিম্পল মুভিং এভারেজ(sma) একটি জনপ্রিয় মাধ্যম। এই ইন্ডিকেটরটি দিয়ে পিরিয়ড এবং প্রাইস এর ভিত্তিতে একটি গাণিতিক হিসাব এর মাধ্যমে আপনি ট্রেন্ড ডিরেকশন বুঝতে পারবেন।

abdulguffer
2016-02-11, 06:25 PM
আপনি কত সময়ের মুভিং এভারেজ পছন্দ করেন তার উপরে নিরভর করবে আপনি দীর্ঘ মেয়াদী নাকি স্বল্প মেয়াদী ট্রেড করতে আগ্রহী হবেন। ট্রেডাররা ৩টি সময়ের মুভিং এভারেজ সবচেয়ে বেশি ব্যবহার করেন। সেগুলো হলঃ
• ১০ দিনের মুভিং এভারেজ (সর্ট টার্ম )
• ৫০ দিনের মুভিং এভারেজ (ইন্টারমিডিয়েড টার্ম)
• ২০০ দিনের মুভিং এভারেজ (লং টার্ম)


সংগ্রহ-- বিডি ফরেক্স স্কুল

abdulguffer
2016-02-11, 06:27 PM
সিম্পল মুভিং এভারেজ বের করার গাণিতিক সুত্রঃ
sma = নির্দিষ্ট পিরিয়ডে ক্লোজিং প্রাইসের যোগফল / পিরিয়ড সংখ্যা
উদহারনঃ
ধরুন শেষ ৪ দিনের মার্কেট ক্লোজিং প্রাইস দেওয়া আছে। এগুলো হলঃ
১ম দিন= ২.৩১৬৬,
২য় দিন= ২.৩৩৪১,
৩য় দিন= ২.৩৩৯৮,
৪র্থ দিন= ২.৩৩৬৪,
এখন এদের যোগফলকে ৪ দিয়ে ভাগ করুন। সংগ্রহ-- বিডি ফরেক্স স্কুল

MdMintuHossen2016
2016-02-11, 06:50 PM
ইন্ডিকেটর হল ফরেক্স ট্রেড সহায়ক এমন কিছু নির্দেশক যা আমাদেরকে ফরেক্সে ট্রেড করে ভাল প্রফিট লাভ করতে অনেক বেশি সহায়তা প্রদান করে থাকে।সেই কারনে বলা যায় ফরেক্স ট্রেডিংয়ে ইন্ডিকেটরের ব্যাবহার আমাদের ট্রেডিংকে অনেকাংশে সহজ করে দিয়েছে।আমরা বিভিন্ন ধরনের ইন্ডিকেকটর ব্যাবহার করে থাকি যেমন মুভিং অ্যাভারেজ,জিগজ্যাগ,পিভাট পয়েন্ট ইত্যাদি।

sharifulbaf
2016-03-30, 07:28 PM
ফরেক্স মার্কেটে আমরা বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যাবহার করে থাকি,ইন্ডিকেটর ব্যাবহার করে আমরা জানতে পারি কিভাবে প্রফিট করতে পারি,মার্কেটের মুভমেন্ট বুঝা যায়, মার্কেটের ট্রেন্ড বুঝা যায়,তাই আমাদের ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে ভাল হবে,যাতে ভাল প্রফিট করতে পারি।

Md Akter Hossain
2016-03-30, 09:34 PM
ইন্ডিকেটর হলো এক ধরনের প্রোগামিং লেংগুয়েজের মাধ্যমে তৈরি । যা আপনাকে মার্কেটের বিভিন্ন দিক সম্পর্কে কিছুটা ধারণা দেবে ট্রেড করার জন্যে । তবে বেশির ভাগ সময় ইন্ডিকেটর আপনাকে ভুল সিগনাল প্রদান করবে । যার ফলে অাপনার অ্যাকাউন্ট জিরো হবার সম্ভাবনা থাকে ।

rafiqul islam
2016-03-31, 06:11 AM
এই ইন্ডিকেটরের মাধ্যমে কি কি সুবিধা হয় এবং এর অসুবিধা আছে কিনা প্রভৃতি বিষয় গুলো জানতে চাই । আর ইন্ডিকেটর কিভাবে ব্যবহার করা হয় তা কিভাবে শিখতে পারব?

ASADUR RAHMAN
2016-03-31, 06:17 AM
ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক। যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে নির্দেশ করে। যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে।তবে ইন্ডিকেটর আপনাকে সে ক্ষেত্রে সাহায্য করবে।ফরেক্সে প্রফিট করার অনেক উপায় রয়েছে। আর আপনি যখন ইন্ডিকেটর নিয়ে কাজ করবেন, এরা আপনার ট্রেডিং টুলবক্সে একেকটি ভিন্ন ভিন্ন টুলস হিসেবে কাজ করবে।

yasir arafat
2016-04-03, 11:47 PM
ইন্ডিকেটর নামটি থেকেই আমরা সহজে ইন্ডিকেটরের সংঙ্গা পাই।ইন্ডিকেটর মানে হচ্ছে নির্দেশক ।অর্থাত্* নির্দেশ বা ইন্ডিকেট করা।ফরেক্স মার্কেটে এক ধরণের নিদের্শক বা অ্যানালাইসিস টুলস ব্যবহার করা হয়।যাকে ইন্ডিকেটর বা নির্দেশক বলে।

HKProduction
2016-04-07, 04:37 PM
ইন্ডিকেটর দিয়ে আমরা মার্কেটের সম্ভাব্য অবস্থান ও গতি সম্পর্কে একটা অনুমান নির্ভর করতে পারি। তবে এটা নিশ্চিত লাভের কোন নিশ্চয়তা প্রদান করে না। তবে প্রফিট করার জন্য আমাদের যথেষ্ট নির্দেশনা ও সহায়তা প্রদান করে থাকে। এটা রপ্ত করতে হলে ভালভাবে ডেমো থেকে ট্রেড প্রাকটিস করতে হয়।

basaki
2016-04-24, 11:19 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে আপনাকে অবশ্যই কোন না কোন ইন্ডিকেটর ব্যবহার করতে হবে কারন আপনি যদি ইন্ডিকেটর ভাল করে বুঝেন তবে ফরেক্স মার্কেটে আপনার লস হবে না বললেই চলে আর যদি আপনি কোন কিছু ব্যবহার না করে ট্রেড করেন তবে লাভ কম হবে বলে আমি মনে করি।

razu4th
2016-04-24, 11:52 PM
আমার মনে হয় আমরা নতুন ট্রেডাররা ফরেক্স মার্কেটে যে বিষয়গুলো নিয়ে প্রতরাণার শিকার হই তার মধ্য অন্যতম হল এই ঈন্ডিকেটর অন্যতম । কারণ এই ঈন্ডিকেটর অনেকটা লোভনীয় জিনিস বলা যায় । আসেলে আমি ঈন্ডিকেটর সম্পর্কে খুব কমই জানি আর এই কারণেই একজন প্রতারকের কাছে অল্পের জন্য প্রতারিত হওয়া থেকে রক্ষা পেলাম । সে আমাকে ঈন্ডিকেটর দিয়ে হাজার হাজার ডলার আয় করে দেওয়ার চিন্তা করছে ! আসলে সে নিজেই একটা ডলারও ফরেক্স থেকে ইনকাম করতে পারেনি । তাই ঈন্ডিকেটর প্রতারক হতে সাবধান ! বিশেষ করে নতুন ট্রেডাররা তারা আসলে বেশি ঠকে !

Tazul Islam
2016-04-25, 05:58 AM
ফরেকস্ এ অনেক ধরনের ইন্ডিকেটর আছে। ইন্ডিকেটর দিয়ে ফরেক্স মার্কেট এনালাইসিস করা হয়। ফরেক্স ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই টেকনিক্যাল এনালাইসিস করতে হবে। আর টেকনিক্যাল এনালাইসিস করার জন্য ইন্ডিকেটর সাহায্য নিতে হবে।

basaki
2016-05-06, 10:06 AM
ফরেক্স মার্কেটের ইন্ডিকেটর হচ্ছে একটি বিশাল বেপার এই ইন্ডিকেটর ব্যবহার করে আমরা অনেক ভাল করে ট্রেড করতে আরি আর সেটা করে ফরেক্স মার্কেটে ট্রেড করে অনেক লাভবান হতে পারি। তাই আমাদের ভাল করে ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেড করতে হয় তা শিখতে হবে।

dwipFX
2016-05-06, 03:49 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য বিভিন্ন রকমের ইননডিকেটর ব্যাবহার করা হয়। অামার কাছে ইনডিকেটর ভাল লাগেনা কারন আমি ডেমো ট্রেড করার সময় ইনডিকেটর ব্যাবহার করে অনেক লস খায়ছি তাই আমি মনে করি ফরেক্স ট্রেডকরতে হলে অনেক বেশি জানতে হবে।

Moon
2016-06-07, 07:35 PM
আমি একজন নতুন ট্রেডার বলে এখনো ঈন্ডিকেটর ব্যাবহার করিনি । তবে আমি মনে করি যে ঈন্ডিকেটর্ সম্পর্কে অভিজ্ঞদের মতামত প্রায় ক্ষেত্রেই নেতিবাচক হয়ে থাকে । কেননা ঈন্ডিকেটর দিয়ে এখন অনেক ক্ষেত্রেই ধান্ধাবাজি ব্যাবসা শুরু হয়ে গেছে । যার কারণে আমাদের মনে রাখতে হবে যে ধান্ধাবাজির ফাঁদে যেন পা না দিই । তবে কিছু কিছু ভাল ঈন্ডিকেটর আছে যা ব্যাবহার করতে পারি ।

amin rabby
2016-06-08, 10:30 PM
ইন্ডিকেটর হল একধরনের নির্দেশিকা যা প্রাইস বাড়বে কি কমবে তা নির্দেশ করে। ফরেক্স ট্রেড প্রাইস বাড়বে কিনা, কমবে তা অনেকের অজানা থাকে সে ক্ষেত্রে ইনডিকেটর ব্যবহার করা হয়। তবে সবসময় ইন্ডিকেটর ব্যবহার না করাই ভালো কারন তা সবসময় সঠিক নির্দেশনা দেয় না। মেটাট্রেডারে ডিফল্টভাবে কিছু ইন্ডিকেটর দেওয়া থাকে যেমনঃ Bollinger Bands, Moving Average, parabolic Sar ইত্যাদি। বিভিন্ন ধরনের ইন্ডিকেটর বিভিন্ন রকম সুবিধা দিয়ে থাকে।

Rahat015
2016-06-09, 04:00 AM
ইন্ডিকেটর দিয়ে মার্কেট এর বিভিন্ন রকমের অবস্থা বোঝায় । অতীতে মার্কেট কিভাবে মুভ করেছে সেটি বোঝার জন্য আমরা ইন্ডিকেটর ব্যবহার করতে পারে ।। এটা শুধুমাত্র আপনাকে মার্কেট এর বর্তমান পজিশন ছাড়া আর কিছু দিতে পারবে না।। কিন্তু মার্কেট এনালাইসিস এর জন্য আপনি ইন্ডিকেটর এর সাহায্য নিতে পারেন।।

MD ALAMIN ARIF
2016-06-12, 11:09 AM
নতুন ট্রেডাররা ফরেক্স মার্কেটে যে বিষয়গুলো নিয়ে প্রতরাণার শিকার হই তার মধ্য অন্যতম হল এই ঈন্ডিকেটর অন্যতম । কারণ এই ঈন্ডিকেটর অনেকটা লোভনীয় জিনিস বলা যায় । ইন্ডিকেটর এর মাধ্যমে ফরেক্স মার্কেটের অতীত , বর্তমান এবং ভবিশ্যত সম্পর্কে জানা যায়৤ এগুলো অনুসরণ করে ফরেক্স থেকে লাভবান হওয়া আরও সহজ এদের মধ্যে মুভিং এভারেজ অন্যতম মুভিং এভারেজ ফরেক্স মার্কেটের প্রতি মুহুর্তের বাজার উঠানামা করার প্রতিক নির্দেশ করে ইন্ডিকেটর এর মাধ্যমে ফরেক্স ।

basaki
2016-07-20, 07:14 PM
ইন্ডিকেটর হচ্ছে ফরেক্স মার্কেটের পথ পরিদর্শক। আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেশদ করে মুনাফা অর্জন করতে চান তাহলে আপিনাকে ইণ্ডিকেটর ব্যবহার করতে হবে।কারন ইন্ডিপেনডেন্ট ইন্ডিকেটর চাড়া আয়াপনি কোন ট্রেড করতে পারবেন বলে আমি মনেনকরি না তাই এটা আপনার লাগবে।

rafiqulfx1
2016-07-20, 10:20 PM
আমার জানামতে ইন্ডিকেটর দিয়ে মার্কেট এর বিভিন্ন রকমের অবস্থা বোঝায় । অতীতে মার্কেট কিভাবে মুভ করেছে সেটি বোঝার জন্য আমরা ইন্ডিকেটর ব্যবহার করতে পারে । বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিকেটর ভুল সিগন্যাল দেয় । তাই ইন্ডিকেটর ব্যবহার অনেক বেশি সচেতন হতে হবে সবাইকে । শুধুমাত্র ইন্ডিকেটর এর ওপর নির্ভর করে ট্রেড করা ঠিক না ।

KamalKumar14184721Das
2016-07-20, 10:53 PM
ইন্ডিকেটর হল ফরেক্স র্মাকেটের একটি দিক নির্দেশনা । ইন্ডিকেটর দেখে র্মাকেটের কোন দিকে মুভিং করবে তার র্নিদেশনা পাওয়া যায় কিন্ত এই ইন্ডিকেটর সব সময় সঠিক র্নিদেশনা দেখায় না বেশির ভাগ ক্ষেএ ইন্ডিকেটর র্নিদেশনা ভুল হয় তাই মার্কেটে ট্রেড করার সময় ইন্ডিকেটর ফলো না করাই ভাল ।

SAHADAT
2016-08-26, 09:05 PM
ফরেক্স মার্কেটে যে বিষয়গুলো নিয়ে প্রতরাণার শিকার হই তার মধ্য অন্যতম হল এই ঈন্ডিকেটর অন্যতম । কারণ এই ঈন্ডিকেটর অনেকটা লোভনীয় জিনিস বলা যায় । আসেলে আমি ঈন্ডিকেটর সম্পর্কে খুব কমই জানি আর এই কারণেই একজন প্রতারকের কাছে অল্পের জন্য প্রতারিত হওয়া থেকে রক্ষা পেলাম । সে আমাকে ঈন্ডিকেটর দিয়ে হাজার হাজার ডলার আয় করে দেওয়ার চিন্তা করছে ! আসলে সে নিজেই একটা ডলারও ফরেক্স থেকে ইনকাম করতে পারেনি ।

sujon30
2016-08-26, 09:55 PM
ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক, যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে নির্দেশ করে। এই ইন্ডিকেটর দ্বারা বাই ও সেল এর হিট গতিবিধি ধাপ। এটা বিভিন্ন সিগন্যাল দেখায় যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে পরবর্তীতে প্রাইস বাড়বে না কমবে এবং সে অনুসারে ট্রেড করতে পারেন। এছাড়া অনেক ইন্ডিকেটর মার্কেট ট্রেন্ড বুঝতেও আপনাকে সাহায্য করবে। আর এটাই হল ইন্ডিকেটর।

md arif khan
2016-08-26, 10:03 PM
ইন্ডিকেটর হচ্ছে নির্দেশক।ইন্ডিকেটর দিয়ে মার্কেট এর বিভিন্ন রকমের অবস্থা বোঝায়।অতীতে মার্কেট কিভাবে মুভ করেছে সেটি বোঝার জন্য আমরা ইন্ডিকেটর ব্যবহার করতে পারি।বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিকেটর ভুল সিগন্যাল দেয়।তাই ইন্ডিকেটর ব্যবহারে সবাইকে অনেক বেশি সচেতন হতে হবে এবং ইন্ডিকেটর এর সঠিক ব্যবহার করতে হবে।

Rana mollah
2016-08-26, 10:35 PM
ইন্ডিকেটর হলো একটা দিক নির্দেশক যা ফরেক্সে ট্রেডারকে ট্রেড করতে সাহায্য করে । ফরেক্সে যারা ট্রেড করে তারা কোন না কোন ইন্ডিকেটর ব্যবহার করে তারপর ফরেক্সে ট্রেড করে । ফরেক্স মার্কেটে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর থাকে , তার ভেতর যার যেটা ভাল লাগে সে সেটা ব্যবহার করে ফরেক্স এ ট্রেড করে । ইন্ডিকেটর ফরেক্স এ ট্রেড করার জন্য সহজ পথ নির্দেশ করে যাতে ট্রেডার সেই অনুযায়ী ট্রেড করে লাভ করতে পারে । ইন্ডিকেটরের যে এতে কি লাভ তা আমি জানি না ।

Afroza
2016-08-26, 10:43 PM
ইন্ডিকেটর হল ফরেক্স ট্রেডের একটি অংশ যার অর্থ হল নির্দেশক । ফরেক্স ট্রেডিং এ ইন্ডিকেটর দিয়ে মার্কেট সম্পর্কে বুঝা যায় । অনেক গুলো ইন্ডিকেটর রয়েচজে তা দিয়ে মার্কেট এনালাইসিস করা যায় এবং মার্কেট এর গতিবিধি সম্পর্কে বোঝা যায় । আমরা যদি ইন্ডিকেটর গুলো ব্যাভার করে ট্রেড করতে পারি তা হলে ট্রেডিং এ সঠিক পথে চলতে পারব ।

জ্যাক কয়েন
2016-09-04, 02:28 PM
আমি যতটুকু জানি ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক, যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে নির্দেশ করে। যদি আপনার কিছু অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে, তবে ইন্ডিকেটর আপনাকে সে ক্ষেত্রে সাহায্য করবে। ইন্ডিকেটর এর সুবিধা হল ইন্ডিকেটর এর সিগন্যাল ফলো করে অনেক ডলার প্রফিট করা যায়। এছাড়াও ইন্ডিকেটর এর মাধ্যমে মার্কেটের ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে জানা যায়।

Shuvo Ghosh
2016-09-04, 03:25 PM
মনে করুন আপনি একটা গাছ থেকে কিছুু আম পারতে চাচ্ছেন কিন্তুু আপন ঠিক বুঝতে পারছেন না যে কোন আমটি পাকা আর কোন আমটি অর্ধ পাকা। তাই আপনি আপনার বন্ধুর সহযোগিতা নিয়ে সকল পাকা আম গুরো গাছ থেকে পারাতে সক্ষম হোলেন এখানে আপনার বন্ধু হোল আপনার দিক নির্দেশক মানে ইন্ডিকেটর। তেমনি ফরেক্স প্লাটফর্মে কিছু গ্যাজেট ইন্ডিকেটর দেয়া থাকে যা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

currency
2016-09-04, 03:44 PM
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর বলতে বুঝায় নির্দেশক। টেকিনিকাল অ্যানালাইসিস করার জন্য নির্দেশক হিসেবে ইন্ডিকেটরের সাহায্য নেওয়া হয়।বিভিন্ন রকমের ইন্ডিকেটরের মধ্যে আরএসআই, বোলিংজার ব্যান্ডস,মুভিং এভারেজ অনন্যতম। এইসব ইন্ডিকেটরের মার্কেটের প্রাইসের মুভমেন্ট বুঝতে সুবিধা বা সাহায্য করে বলে ইন্ডিকেটর ব্যবহার করা হয়।

Md Sanuwar Hossain Hossai
2016-09-04, 05:18 PM
ফরেক্স বাজার ভালভাবে এনালাইসিস করার জন্য ইন্ডিকেটর আমাদের বিশেষ সহায়তা করে থাকে।। ইন্ডিকেটর এর সাহায্যে আমরা প্রতিদিনের ফরেক্স মুভমেন্ট এর গড় হিসেভ বুঝতে পারি। ইন্ডিকেটর এর সশায্যে প্রতিমুহূর্ত এর সরবোচ্চ এবং সর্বনিম্ন মুভমেন্ট এর পরিমাণ বুঝতে পারি।। তাই ফরেক্স ট্রেডিং এ ইন্ডিকেটর বিষেশ ভুমিকা রাখে।।।

Shuvo Ghosh
2016-09-04, 05:29 PM
মনে করেন আপনার একটা পুকুর আছে সেখানে আপনি বিভিন্ন রকমের মাছ ছেরেছেন, কিছুদিন পরে আপনার কিছু মাছ উঠানোর দরকার হলে আপনি একজন জেলে কে খবর দিয়ে পাঠালেন, জেলে মাছ ধরতে গিয়ে বুঝলো যে পুকুরে অনেক প্রকার মাটৱছ আছে, সুতরাং সে আপনাকে দেখিয়ে দিতে বোল্ল যে কোন মাছ ধরবে, আপনি তাকে দখিয়ে দিলেন। এখানে আপনি একজন ইন্ডিকেটর হয়ে কাজ করলেন। ইন্ডিকেটরের কাজ আপনাকে রাস্তা দেখান।

Shimul77
2016-09-04, 05:30 PM
ইন্ডিকেটর হলো ফরেক্স এর মার্কেটের অবস্থা নির্দেশ করে।ইন্ডিকেটর থেকে বুঝতে হবে আপনার ট্রেড করার পর আপনি লাভ না লস করবেন।ইন্ডিকেটর এর অংশ তিনটা।যথাঃ ১।আপওয়ে ২। সাইডওয়ে ও ৩।ডাউনওয়ে

vodrolok
2016-09-06, 02:37 PM
ইনডিকেটর হচ্ছে মার্কেটে এনালিসিস করার জন্য সকল তথ্যের প্রয়োজন হয় তার নির্দেশকারী কোনো চিহ্ন। যেমন ডেইলি ওপেন ইনডিকেটর এর মানে হলো যে ইনডিকেটর প্রত্যেকদিনের ওপেন প্রাইসের লেভেলটা নির্দেশ করবে। এটা এক কথায় কেবল সময় বাঁচায়। আর যে সকল হিসাব জটিল এবং প্রয়োজনীয় তা আমাদের কাছে খুব সহজে উপস্থাপিত হয়।

Challange
2016-09-06, 07:22 PM
ঈন্ডিকেটর শুধুই একটা নির্দেশক মাত্র । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তারা জানি যে এই মার্কেটে ট্রেড করার ক্ষে্ত্রে কিছু সহায়ক ঈন্ডিকেটর ব্যবহার করা হয় । তাই আমি অনেক বেশি পরিমাণে এই সব ঈন্ডিকেটরকে এবয়েড করার চেষ্টা করি । কেননা এসব ঈন্ডিকেটর শুধুই একজন ট্রেডারের সময় নষ্ট করে এবং মূলত কিছু আউটপুট দিতে পারে না । তাই নিজের দক্ষতার উপরই ভরসা করতে হবে ।

rafizul
2016-09-06, 07:57 PM
ইন্ডিকেটর সর্ম্পকে আমার ভাল ধারনা নেই । সেহেতু আমি তেমন কিছু বলতে পারছি না । যারা জানেন তারা অনুগ্রহ করে জানাবেন আশা রাখি ।

RUBEL MIAH
2016-12-13, 02:45 PM
ইন্ডিকেটর হল ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য একটি স্পেশাল মাধ্যম । এই ইন্ডিকেটরের মাধ্যমে আমরা মার্কেটের দিক অবলম্বন করতে পারব । অতএব অামরা যখনই ফরেক্স ব্যবসা করব তখনই ইন্ডিকেটর ব্যবহার করার চেষ্টা করব তাহলেই লাভবান হতে পারব । সুতরাং আপনারাও চেষ্টা করেন ইন্ডিকেটর প্রতিটি ট্রেডে ব্যবহার করে উপকৃত হওয়ার ।

uzzal05
2016-12-13, 04:39 PM
ইন্ডিকেটর হচ্ছে একটি নির্দেশক। যা আপনাকে ট্রেড সম্পর্কে ধারনা দিবে। আপনি যদি মার্কেট না বুঝেন যে কোথায় যাবে বা কি হতে পারে তাহলে আপনি ইন্ডকেটর এর সাহায্য নিতে পারেন। ইন্ডেকেটর ব্যবহার করে আপনি বাই বা সেল এর সিন্ধান্ত নিতে পারেন।

ONLINE IT
2016-12-13, 06:06 PM
ইন্ডিকেটর হল দিক নির্দেশনা। ইন্ডিকেটরের মাধ্যমে আমরা মার্কেট হতে দিক নির্দেশনা পাই। বিভিন্ন রকমের ইন্ডিকেটর আছে ফরেক্স মার্কেটে। তবে সেই সব ইন্ডিকেটর হতে আপনাকে বেছে নিতে হবে কোন গুলো আসলেই আপনার কাজে আসবে। মুলত ইন্ডিকেটর কখনোই মার্কেট সম্পর্কে ভবিষ্যত বানী করতে পারে না। তবে মার্কেট সম্পর্কে আপনাকে দিক নির্দেশনা দিতে পারে।

cool razu
2016-12-13, 08:01 PM
আমার জানামতে ইন্ডিকেটর দিয়ে মার্কেট এর বিভিন্ন রকমের অবস্থা বোঝায় । অতীতে মার্কেট কিভাবে মুভ করেছে সেটি বোঝার জন্য আমরা ইন্ডিকেটর ব্যবহার করতে পারে । বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিকেটর ভুল সিগন্যাল দেয় । তাই ইন্ডিকেটর ব্যবহার অনেক বেশি সচেতন হতে হবে সবাইকে । শুধুমাত্র ইন্ডিকেটর এর ওপর নির্ভর করে ট্রেড করা ঠিক না ।

Skfarid
2016-12-14, 12:27 PM
আপনি ইন্ডিকেটর ব্যাবহার করে ধারণা নিতে পারেন মার্কেট কোন দিকে মোভ করতে যাচ্ছে সে আলোকে আপনি ট্রেড ওপেন ও ক্লোজ করতে পারেন, তবে ইন্ডিকেটর এর সাথে সাথে অন্যান্য এনালাইসিস করে যদি আপনি মার্কেট ওপেন করেন আপনার লাবের সম্ভাবনা বেশি আর লসের সমাভাবনা কম থাকে। আমার জনা মতে কোন ইন্ডিকেটরেই নাই যাহা আগাম আপনাকে বলে দিবে মার্কেট আপটেন্ড যাবে নাকি ডাউন এর দিকে যাবে। যদি থাকত সবাই ফরেক্স নিয়ে এত ঘবেষণা না করে ঐ ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করত।

the viper
2016-12-14, 04:43 PM
ফরেক্স মার্কেটের অতীত , বর্তমান এবং ভবিশ্যত সম্পর্কে জানা যায় ইন্ডিকেটরের মাধ্যমে। এগুলো অনুসরণ করে ফরেক্স থেকে লাভবান হওয়া আরও সহজ।এদের মধ্যে মুভিং এভারেজ অন্যতম...। মুভিং এভারেজ ফরেক্স মার্কেটের প্রতি মুহুর্তের বাজার উঠানামা করার প্রতিক নির্দেশ করে।

nazib72
2016-12-14, 05:21 PM
টেকিনিক্যাল অ্যানালাইসিস করার জন্য নির্দেশক হিসেবে ইন্ডিকেটরের সাহায্য করে অর্থাৎ ইন্ডিকেটর হচ্ছে নির্দেশক।বিভিন্ন রকমের ইন্ডিকেটরের মধ্যে আরএসআই, বোলিংজার ব্যান্ডস,মুভিং এভারেজ অনন্যতম। এইসব ইন্ডিকেটরের মার্কেটের প্রাইসের মুভমেন্ট বুঝতে সুবিধা বা সাহায্য করে বলে ইন্ডিকেটর ব্যবহার করা হয়।তবে ইন্ডিকেটর ব্যাবহার করে সবসময় সঠিক সিগ্নাল নাও পাওয়া যেতে পারে তাই ইন্ডিকেটর ব্যাবহারে সচেতন থাকা উচিত।

ucall
2017-02-13, 10:54 PM
আমার জানামতে ইন্ডিকেটর দিয়ে মার্কেট এর বিভিন্ন রকমের অবস্থা বোঝায় । অতীতে মার্কেট কিভাবে মুভ করেছে সেটি বোঝার জন্য আমরা ইন্ডিকেটর ব্যবহার করতে পারে । বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিকেটর ভুল সিগন্যাল দেয় । তাই ইন্ডিকেটর ব্যবহার অনেক বেশি সচেতন হতে হবে সবাইকে । শুধুমাত্র ইন্ডিকেটর এর ওপর নির্ভর করে ট্রেড করা ঠিক না ।

lemon777
2017-02-15, 10:19 AM
আমি মনে করি ইন্ডিকেটর দিয়ে মার্কেট এর বিভিন্ন রকমের অবস্থা বোঝায় । অতীতে মার্কেট কিভাবে মুভ করেছে সেটি বোঝার জন্য আমরা ইন্ডিকেটর ব্যবহার করতে পারে । বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিকেটর ভুল সিগন্যাল দেয় । তাই ইন্ডিকেটর ব্যবহার অনেক বেশি সচেতন হতে হবে সবাইকে । শুধুমাত্র ইন্ডিকেটর এর ওপর নির্ভর করে ট্রেড করা ঠিক না ।

riponinsta
2017-02-15, 12:15 PM
ইনডিকেটর মানে হল দিক নিরদসনা ফরেক্স মার্কেট এ আপনি ইনডিকেটর দিয়ে ট্রেড করে অনেক অনেক ডলার লাভ করতে পারবেন খালি চাট এ অনেক সময় মার্কেট বুঝা যাই না মার্কেট কোন দিকে যাবে ফরেক্স মার্কেট এ বড় বড় ট্রেডার ইনডিকেটর ব্যবহার করে ট্রেড করে থাকে আপনি যদি কোন ইনডিকেটর ভাল করে বুঝে ট্রেড করতে পারেন তা হলেও অনেক অনেক ডলার লাভ করতে পারবেন সবাই কম বেশি ১ টা থেকে ২ টা ইনডিকেটর দেখে ট্রেড করে থাকে ফরেক্স মার্কেট এ

Mamun13
2017-02-15, 12:59 PM
যেকোনো প্রকার ইনডিকেটরই বলেন না কেনো মনে রাখবেন স্বয়ং আপনি নিজে ব্যতিত অন্য কোনো কিছুই আপনাকে ১ টাকা প্রফিট দিতে পারবে না৷তবে ইনডিকেটর অনেকেই ব্যাবহার করেন৷অনেক অনেক ইনডিকেটর রয়েছে মার্কেটের গতিবিধি অনুমান করার জন্য৷ইনডিকেটর প্রায়ই সঠিক কাজ করতে পারেনা৷তাই সেগুলোর উপর কোনো ভাবেই নির্ভর করা যাবেনা৷

Momen
2017-07-23, 10:11 PM
ইন্ডিকেটর হচ্ছে ফরেক্স মার্কেট সম্পর্কে সিগন্যাল প্রদর্শনকারী একটা অটোমেটিক ট্রেডিং সিস্টেম। যার মাধ্যমে আমরা খুব সহজেই মার্কেট এর মুভমেন্ট সম্পর্কে বুঝতে পারি। এছাড়াও, এর মাধ্যমে আমরা কোনো কারেন্সি কতটুকু শক্তিশালী তাও দেখে নিতে পারি। ফরেক্স মার্কেট এর সবগুলো ইন্ডিকেটর কাজের এমনটা নয়, তবে এর মাঝেও কিছু আছে যেগুলো যথেষ্ট পরিমান কাজে দেয়।

Montu Zaman
2019-06-12, 06:34 PM
ফরেক্স মার্কেট একটা অতি ঝুকিপূর্ণ প্লাটফ্রম যেইখানে কাওকে বিশ্বাস করা উচিত না বলে মনে করি আমি। সেইখানে হেল্পার (Indicator) ব্যাবহার করে কিভাবে ট্রেড করি। আপনার কি কখন ও এমনটা মনে হয় যে সাহায্যকারি (Indicator) সংকেত দেই তাই মার্কেট উপরে বা নিচে যাই কক্ষনও এমনটা হয়না বলে মনে করি আমি। মার্কেট তার নিজের গতিতে চলে তাই সাহায্যকারি (Indicator) সংকেত দেয়। তা হলে আমরা কেন সাহায্যকারী (Indicator) কে নিয়ে লাফালাফি করি। আমার মনে হয় মার্কেট এর মুভমেন্ট কে বুঝার চেষ্টা করা উচিত।

abcdilip
2019-09-08, 03:21 PM
ইন্ডিকেটর দিয়ে মার্কেটের ধারনা পাওয়া যায়। অর্থাৎ ইন্ডিকেটর দিয়ে মার্কেট এর বিভিন্ন রকমের অবস্থা বোঝায় । অতীতে মার্কেট কিভাবে মুভ করেছে সেটি বোঝার জন্য আমরা ইন্ডিকেটর ব্যবহার করতে পারে । বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিকেটর ভুল সিগন্যাল দেয় । তাই ইন্ডিকেটর ব্যবহার অনেক বেশি সচেতন হতে হবে সবাইকে । শুধুমাত্র ইন্ডিকেটর এর ওপর নির্ভর করে ট্রেড করা ঠিক না। ইন্ডিকেটর ফলো করে ট্রেড করা উচিত।

Rokibul7
2020-02-24, 09:32 AM
ভাই আমি ফরেক্স মার্কেটে একেবারেই নতুন আমার কোন প্রকার ইন্ডিকেটর সম্পর্কে ধারণা নেই অথবা আমি কোন ধরনের ইন্ডিকেটর এখনো ব্যবহার করিনি আমাকে কেউ বলতে পারেন যে আমার কেমন ধরণের অথবা কোন ইন্ডিকেটর এটা আমার জন্য উপকারী হতে পারে যেটা আমি সহজেই বুঝতে পারব আসলে আমি ফরেক্সে জয়েন করেছি বেশিদিন না 6 মাস একটা উইড্রো পাইছি যেটা আমাকে ইন্সটাফরেক্স খুব সহজেই দিয়ে দিয়েছে আর ওইটা পাওয়ার পর ফরেক্সের পিপাসা আরো বেড়ে গেছে আমাকে কি কেউ বলতে পারেন যে আমার জন্য কোন ইন্ডিকেটর সহজ এবং উপকারী হবে যেটাতে আমি লাভ না করতে পারলেও মার্কেটের মুভমেন্ট সম্পর্কে আমার কিছু একটা ধারণা হবে যদি কারো হাতে সময় হয় অবশ্যই আমাকে সাজেস্ট করবেন আর আপনারা আপনাদের মতামত দিয়ে আমাদের মত নতুন ট্রেডারদের অনেক সাহায্য করেন ভাই আপনাদের কথা মত চলে আমি একটা উইথড্রো পাইছি ফোরামে একটা জিনিস সবথেকে বেশি ভালো লাগছে সেটা ফোরামে অনেক স্টেপ আছে যে স্টেপগুলো তে আলাদা আলাদা ব্যাপার নিয়ে আলোচনা করা হয় এই স্টেপে আমি ইন্ডিকেটর সম্পর্কে জানতে এসেছে ধন্যবাদ আপনাদের আপনাদের সময় নষ্ট করে এভাবে ফোরামে পোস্ট করে আমাদের উপকার এবং সামনে চলার পথ দেখানোর জন্য

FREEDOM
2020-04-12, 05:20 PM
ইন্ডিকেটর কি? এটি দ্বারা কি বুঝানো হয়,এবং এটি কিভাবে ব্যবহৃত হয় , ইন্ডিকেটরের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যায়, rsi,macd, এগূলী কি কি সুবিধা প্রদান করে এবং আমি কি ভাবে সহজে ইন্ডিকেটর ব্যবহার করা শিখতে পারব?

ইন্ডিকেটর হলো এক ধরনের সফটওয়ার যা মার্কেটে ট্রেড করতে সাহায্য করে। যেমন কিছু কমন ইন্ডিকেটর দেখতে পাবেন যার মাধ্যমে মার্কেট সম্পর্কে ভালো ধারনা পাওয়া যায় যেমন আরএসআই ইন্ডিকেটর, মুভিং এভারেজ ইন্ডিকেটর, ফিবোনাক্কি এগুলো মুলত মার্কেটে সাপোর্ট রেজিস্টান্স, বায়ার পজিশন সেলার পজিশন বুজাতে কিছুটা হলেও হেল্প করে।