PDA

View Full Version : পিপস ও পিপেটিস এরা কি বন্ধু?



syed_rana
2016-02-09, 05:18 PM
ফরেক্স ট্রেদারদের মুখে শুনি যে,আজ মার্কেট এত পিপস মুভ করেছে । অন্য আরেকজনের মুখে শুনেছি পিপেটিসের কথা । এখন,আমার প্রস্ন হচ্ছে পিপস এবং পিপেটস কি একই জিনিস না আলাদা ? পিপস এবং পিপেটিস মানে কি বুঝানো হয় ?

Realifat
2016-02-10, 08:51 AM
ফরেক্সে মার্কেটের পরিবর্তন কতটুকু হচ্ছে তা বুঝার জন্য পিপস এবং পিপেটিস সম্পর্কে ধারনা থাকতে হবে।প্রাইসের চতুর্থ ঘরের যে পরিবর্তন হয় সেটা পিপসের পরিবর্তন।আর প্রাইসের ৫ম ঘরের যে পরিবর্তন সেটা পিপেটিস। সর্বোপরি প্রাইসের কেমন পরিবর্তন হচ্ছে বা হয়েছে বা হবে সে সম্পর্কে গানিতিকভাবে বুঝার জন্য পিপস এবং পিপেটিস সম্পর্কে ভালো ধারনার প্রয়োজন।

MotinFX
2016-02-10, 10:53 AM
ফরেক্স মার্কেটে আমরা পিপস হিসাব করে থাকি। দশমিকের পর চতুর্থ ঘরকে পিপস বলা হয় এবং দশমিকের পরে পাচঁ নম্বর ঘরকে পিপেটিস বলা হয়। কিছু ব্রোকারে পাচ নম্বর ঘর হিসাব করেনা। াববার ককিছু ব্রোকার শুধু পিপস হিসাব করে থাকে।

Marufa
2016-02-10, 11:11 AM
এখানে বন্ধু শত্রুর কোন বিষয় নেই । বন্ধু বা শত্রু বলতে যা বোঝায় বিষয় গুলো আসলে তেমন কিছু নয়। এগুলো ফরেক্স এর এক একটা টার্ম । পিপস্ বলতে দশমিকের পড়ে চতুর্থ সংখ্যাটিকে বুঝায় আর পিপেটিস বলতে দশমিকের পরে পঞ্চম সংখ্যাটিকে বুঝায় । এরকম হাজার হাজার বিষয় রযেছে ফরেক্স । এগুলো শিখতে হবে ।

sharifulbaf
2016-05-13, 02:33 PM
ফরেক্স মার্কেটে আমরা পিপস আর পিপেটিস এর কথা মনে করতে পারি,ফরেক্স মার্কেটে আমরা কারেন্সি পেয়ারে দশমিকের পরে চাঁর সংখাকে আমরা পিপস বলতে পারি,আবার দশমিকের পরে পাঁচ নাম্বার সংখাকে আমরা পিপেটিস বলে থাকি,ফরেক্স মার্কেটে আমরা পিপসের হিসাব করে থাকি,কত পিপস প্রফিট বা লস করলাম।

Mrs.SaoudiaIslam111989
2016-05-13, 02:43 PM
হ্যা পিপস এবং পিপেটিস হল একে অন্যের পরিপূরক একটিকে ছাড়া অন্যটির অস্তিত্ব কখনই কল্পনা করা যায় না। সহজ ভাবে যদি বলতে হয় তা হলে বলতে হবে পিপসের ক্ষুদ্রতম এককের নাম হল পিপেটিস। ইন্সটা ফরেক্স নামক যে ব্রোকার হাউজে আমরা ট্রেড করি সেখানে কেবল পিপসে ট্রেড করার সুযোগ রয়েছে তবে কিছু কিছু ব্রোকার রয়েছে যারা তাদের ট্রেডারদের পিপেটিসে ট্রেড করার সুযোগ করে দিয়েছে। তবে আমার কাছে মনে হয় পিপস অপেক্ষা পিপেটিসে ট্রেড করাটা অনেক বেশি ঝুকিপূর্ন।

dwipFX
2016-05-13, 04:48 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার পর বুঝতে পারলাম দশমিকের পর চতুর্থ ঘরের ব্যাবহা।। অর্থনীতিতে সঠিক পরিমাপের জন্য দশমিকের পরে চতুর্থ গড় ব্যাবহার করা হয়। আর দশমিকে পরে চতুর্থ গড় কে পিপস বলা হয়। তবে কিছু ব্রোকার ৫ তম গড় ব্যাবহার করে আর সেটাকে বলা হয় পিপেটিকস।

uzzal05
2016-06-26, 11:47 AM
কিছু ব্রোকার আছে যেগুলো দশমিকের পরে চার ঘর থাকে। আবার কিছু ব্রোকার আছে যেখানে দশ্অমিকের পরে পাচ ঘর আছে। দশ্মিকের পরে চার ঘর এর সখ্যাকে পিপ বলা হয়। আর দশ্মিকের পরে পাচ ঘরের সংখ্যাকে পিপেটিস বলে।

Md Sanuwar Hossain Hossai
2016-06-26, 12:28 PM
ফরেক্স বাজারে আমরা ট্রেড করার সময় দেখি যে বাজার স্কেল উপর নিচের দিকে মুভ করছে।। ফরেক্স মুভমেন্ট এর এই এক ধাপ পরিবর্তননকে পিপস বলা হয়।। ফরেক্স বাজার প্রতিদিন সাভাবিকভাবে ১০০ - ১৫০ পিপস আপডাউন করে। আর প্রতি পিপসের ১০ ভাগের এক ভাগকে পিপেটিস বলে।।।

S M Murshedul Akhter
2016-06-26, 02:10 PM
আমি একজন ফরেক্স ট্রেডার। আমি যতটুকু জানি কারেন্সি পেয়ার এর বাজার মুল্যের দশমিকের পর চতুর্থ সং্খ্যা হলো পিপস এবং পঞ্চম সং্খ্যা হলো পিপেটিস। ধরুন gbpusd এর বর্তমান বাজার মুল্য হলো 1.44445 এখানে দশমিকের পর চতুর্থ সং্খ্যা হলো 4 এবং পঞ্চম সং্খ্যা হলো 5. সুতরাং 4 হলো পিপস এবং 5 হলো পিপেটিস। ধণ্যবাদ।

Md. Tariqul Islam
2016-06-26, 06:21 PM
এগুলো ফরেক্স এর এক একটা টার্ম । পিপস্ বলতে দশমিকের পড়ে চতুর্থ সংখ্যাটিকে বুঝায় আর পিপেটিস বলতে দশমিকের পরে পঞ্চম সংখ্যাটিকে বুঝায় । এরকম হাজার হাজার বিষয় রযেছে ফরেক্স । এগুলো শিখতে হবে । সহজ ভাবে যদি বলতে হয় তা হলে বলতে হবে পিপসের ক্ষুদ্রতম এককের নাম হল পিপেটিস। ইন্সটা ফরেক্স নামক যে ব্রোকার হাউজে আমরা ট্রেড করি সেখানে কেবল পিপসে ট্রেড করার সুযোগ রয়েছে তবে কিছু কিছু ব্রোকার রয়েছে যারা তাদের ট্রেডারদের পিপেটিসে ট্রেড করার সুযোগ করে দিয়েছে। তবে আমার কাছে মনে হয় পিপস অপেক্ষা পিপেটিসে ট্রেড করাটা অনেক বেশি ঝুকিপূর্ন।

amin rabby
2016-06-26, 06:23 PM
ফরেক্স মার্কেটে কোন কারেন্সি পেয়ারের দশমিকের পরে ৪থ সংখ্যার প্রতি এক একক পরিবর্তন বা মুভমেন্টকে pip বা পিপ বলে। pips অথবা পিপস হচ্ছে pip এর বহুবচন। যেমন eur/usd ছিল ১.৪৩৪০ এবং বর্তমানে তা ১.৪৩৪৫। এখানে ৫ পিপস পরিবর্তন হয়েছে। কিছু কিছু ব্রোকারে প্রাইস দশমিকের পরে ৫ ডিজিট থাকে। যেমনঃ ১.৪২৫৬১. এই পঞ্চম ডিজিট তাই হল পিপেটিস।

Mamun13
2017-06-28, 02:37 PM
পিপস ও পিপেটস হলো পিতা-পুত্রের মতোই৷পিপেটস সর্বদা পিপসের সাথেই চলে৷তাই এই দুইটা শব্দ আপনি সবার মূখে মূখে শুনবেন৷১০ পিপেটস মিলে হয় ১ পিপ৷প্রাইসের সংখ্যাগুলোর দশমিকের শেষের চতুর্থ সংখ্যাকে পিপস এবং পঞ্চম ক্ষুদ্র সংখ্যাকে পিপেটস বলা হয়৷

new man
2017-07-10, 12:31 PM
আমার জানা মতে পিপস ও পিপেটিস এরা একে অপরের বন্ধু হয় । এই জন্য তো কিছু কিছু লোক পিপস এর হিসাব করে আবার অনেকে পিপেটিস এর হিসাব করে থাকে । আমি মাঝে মাঝে ২ টারই হিসাব করে ফরেক্স মার্কেটে ট্রেড করে প্রফিট করার চেষ্টা করি । আমার মতে সকলে হয়তো পিপ্স ও পিপেটিস এর হিসাব করেই ট্রেড করে থাকে ।

Rokibul7
2020-08-13, 02:39 AM
ফরেক্সে মার্কেটের পরিবর্তন কতটুকু হচ্ছে তা বুঝার জন্য পিপস এবং পিপেটিস সম্পর্কে ধারনা থাকতে হবে।আমি একজন ফরেক্স ট্রেডার। আমি যতটুকু জানি কারেন্সি পেয়ার এর বাজার মুল্যের দশমিকের পর চতুর্থ সং্খ্যা হলো পিপস এবং পঞ্চম সং্খ্যা হলো পিপেটিস

habibi
2020-08-13, 11:55 AM
ফরেক্সে শেখার প্রথম শব্দটি আসে তা হল পিপস এবং পিপেটিস। পিপস এবং পিপেটিস কি এটি না বুঝলে ফরেক্স করা সম্ভব হলে ধারনা করা হয়। তবে এটি জটিল কিছু নয়।

পিপস
পিপস কি দুটি মুদ্রার মধ্যে মান পরিবর্তন করার পরিমাপের একককে "পিপস " বলা হয়। কোন কারেন্সি পেয়ারে দশমিক এর পর চার টা ডিজিট থাকে তার একক পরিবর্তন হল ১ পিপস মুভমেন্ট। একটি উদাহরণ সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি- ধরুন eur/usd পেয়ারের এক্সচেঞ্জ রেট হল ১.৪৪৫০ এখন দাম বেড়ে যদি ১.৪৪৫১ হয় তাহলে ১ যে বেড়েছে সেটিই পিপ্স অর্থাৎ আমরা বলতে পারি যে eur/usd পিপ্স বেড়েছে। যদি eur/usd পেয়ারের এক্সচেঞ্জ রেট ১.৪৪৫০ থেকে বেড়ে ১.৪৫৬০ হয় তাহলে আমরা বলতে পারি যে এটি ১০ বিপ্স বেড়েছে। অর্থ .(দশমিক) এর পরে সর্বশেষ সংখ্যার পরিবর্তন হল পিপ্স।

পিপেটিস

কোন কারেন্সি পেয়ারে দশমিক এর পর পাঁচ টা ডিজিট থাকে তার একক পরিবর্তন হল ১ পিপেটিস মুভমেন্ট। পিপেটিস হল পিপস এর ক্ষুদ্রতম একক। একটি উদাহরণ সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি- ধরুন eur/usd পেয়ারের এক্সচেঞ্জ রেট হল ১.৪৪৫১০ এখন দাম বেড়ে যদি ১.৪৪৫১১ হয় তাহলে ১ যে বেড়েছে সেটিই পিপেটিস অর্থাৎ আমরা বলতে পারি যে eur/usd পিপেটিস বেড়েছে। যদি eur/usd পেয়ারের এক্সচেঞ্জ রেট ১.৪৪৫১০ থেকে বেড়ে ১.৪৪৫২০ হয় তাহলে আমরা বলতে পারি যে এটি ১০ পিপেটিস বেড়েছে। অর্থ .(দশমিক) এর পরে সর্বশেষ সংখ্যার পরিবর্তন হল পিপেটিস।

Akib
2020-08-29, 10:05 PM
ফরেক্স মার্কেটে আমরা পিপস আর পিপেটিস এর কথা মনে করতে পারি,ফরেক্স মার্কেটে আমরা কারেন্সি পেয়ারে দশমিকের পরে চাঁর সংখাকে আমরা পিপস বলতে পারি,আবার দশমিকের পরে পাঁচ নাম্বার সংখাকে আমরা পিপেটিস বলে থাকি,ফরেক্স মার্কেটে আমরা পিপসের হিসাব করে থাকি,কত পিপস প্রফিট বা লস করলাম।
ফরেক্সে মার্কেটের পরিবর্তন কতটুকু হচ্ছে তা বুঝার জন্য পিপস এবং পিপেটিস সম্পর্কে ধারনা থাকতে হবে।প্রাইসের চতুর্থ ঘরের যে পরিবর্তন হয় সেটা পিপসের পরিবর্তন।আর প্রাইসের ৫ম ঘরের যে পরিবর্তন সেটা পিপেটিস। সর্বোপরি প্রাইসের কেমন পরিবর্তন হচ্ছে বা হয়েছে বা হবে সে সম্পর্কে গানিতিকভাবে বুঝার জন্য পিপস এবং পিপেটিস সম্পর্কে ভালো ধারনার প্রয়োজন

FREEDOM
2020-10-29, 11:10 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করার পর বুঝতে পারলাম দশমিকের পর চতুর্থ ঘরের ব্যাবহা।। অর্থনীতিতে সঠিক পরিমাপের জন্য দশমিকের পরে চতুর্থ গড় ব্যাবহার করা হয়। আর দশমিকে পরে চতুর্থ গড় কে পিপস বলা হয়। তবে কিছু ব্রোকার ৫ তম গড় ব্যাবহার করে আর সেটাকে বলা হয় পিপেটিকস।

Sid
2020-11-17, 11:20 AM
ফরেক্স মার্কেটে আমরা পিপস হিসাব করে থাকি। দশমিকের পর চতুর্থ ঘরকে পিপস বলা হয় এবং দশমিকের পরে পাচঁ নম্বর ঘরকে পিপেটিস বলা হয়। কিছু ব্রোকারে পাচ নম্বর ঘর হিসাব করেনা। াববার ককিছু ব্রোকার শুধু পিপস হিসাব করে থাকে।

Tariq
2020-11-18, 03:00 PM
ফরেক্স মার্কেটে আমরা পিপস হিসাব করে থাকি। দশমিকের পর চতুর্থ ঘরকে পিপস বলা হয় এবং দশমিকের পরে পাচঁ নম্বর ঘরকে পিপেটিস বলা হয়। কিছু ব্রোকারে পাচ নম্বর ঘর হিসাব করেনা। াববার ককিছু ব্রোকার শুধু পিপস হিসাব করে থাকে।

Starship
2021-02-12, 07:42 PM
মূলত ফরেক্স মার্কেটের প্রফিট বা লস গণনার একক হল পিপস বা পিপেটিস। দশমিকের পর সাধারণত চার সংখ্যার গণনাকারী পদ্ধতি হলো পিপস। অপরদিকে দশমিকের পর পাঁচ সংখ্যা গণনাকারী পদ্ধতি হলো পিপেটিস। তাই আমরা এই জুটিকে বন্ধু হিসেবে বিবেচনা করতে পারি, তবে দুটি মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। পিপস এর রেংক পিপেটিস এর তুলনায় একটু বেশি। একদিনে তুলনামূলকভাবে পিপেটিস অনেক বেশী মুভমেন্ট করে থাকে। তবে পিপস এর তুলনায় পিপেটিস এর ক্ষেত্রে লাভ বা লসের সংখ্যা কম হয়। তাই আমরা এই জুটিকে একই ক্যাটাগরিতে রাখতে চাই

FRK75
2021-03-17, 03:39 PM
বন্ধু শত্রুর কোন বিষয় নেই । বন্ধু বা শত্রু বলতে যা বোঝায় বিষয় গুলো আসলে তেমন কিছু নয়। এগুলো ফরেক্স এর এক একটা টার্ম । পিপস্ বলতে দশমিকের পড়ে চতুর্থ সংখ্যাটিকে বুঝায় আর পিপেটিস বলতে দশমিকের পরে পঞ্চম সংখ্যাটিকে বুঝায় । ফরেক্স বাজার প্রতিদিন সাভাবিকভাবে ১০০ - ১৫০ পিপস আপডাউন করে। আর প্রতি পিপসের ১০ ভাগের এক ভাগকে পিপেটিস বলে।।।

Mas26
2021-03-17, 03:57 PM
পিপস এবং পিপেটিস এরা দুজন বন্ধু কিনা সঠিকভাবে বলতে পারবো না কিন্তু এদের দুজনের মধ্যে একটু সামঞ্জস্যতা আছে। ফরেক্স মার্কেটে আমরা পিপস হিসাব করে থাকি। দশমিকের পর চতুর্থ ঘরকে পিপস বলা হয় এবং দশমিকের পরে পাচঁ নম্বর ঘরকে পিপেটিস বলা হয়। কিছু ব্রোকারে পাচ নম্বর ঘর হিসাব করেনা। আবার কিছু ব্রোকার শুধু পিপস হিসাব করে থাকে।

Smd
2021-08-06, 09:17 PM
পিপস এবং পিপেটিস সম্পর্কে ধারনা থাকতে হবে।প্রাইসের চতুর্থ ঘরের যে পরিবর্তন হয় সেটা পিপসের পরিবর্তন।আর প্রাইসের ৫ম ঘরের যে পরিবর্তন সেটা পিপেটিস। সর্বোপরি প্রাইসের কেমন পরিবর্তন হচ্ছে বা হয়েছে বা হবে সে সম্পর্কে গানিতিকভাবে বুঝার জন্য। দশমিকের পর চতুর্থ ঘরকে পিপস বলা হয় এবং দশমিকের পরে পাচঁ নম্বর ঘরকে পিপেটিস বলা হয়। কিছু ব্রোকারে পাচ নম্বর ঘর হিসাব করেনা।

samun
2021-09-11, 04:11 PM
পিপস এবং পিপেটিস হল একে অন্যের পরিপূরক একটিকে ছাড়া অন্যটির অস্তিত্ব কখনই কল্পনা করা যায় না। দশমিকের পর চতুর্থ ঘরকে পিপস বলা হয় এবং দশমিকের পরে পাচঁ নম্বর ঘরকে পিপেটিস বলা হয়।
সহজ ভাবে যদি বলতে হয় তা হলে বলতে হবে পিপসের ক্ষুদ্রতম এককের নাম হল পিপেটিস। প্রাইসের ৫ম ঘরের যে পরিবর্তন সেটা পিপেটিস। সর্বোপরি প্রাইসের কেমন পরিবর্তন হচ্ছে বা হয়েছে বা হবে সে সম্পর্কে গানিতিকভাবে বুঝার জন্য পিপস এবং পিপেটিস সম্পর্কে ভালো ধারনার প্রয়োজন| ইন্সটা ফরেক্স নামক যে ব্রোকার হাউজে আমরা ট্রেড করি সেখানে কেবল পিপসে ট্রেড করার সুযোগ রয়েছে তবে কিছু কিছু ব্রোকার রয়েছে যারা তাদের ট্রেডারদের পিপেটিসে ট্রেড করার সুযোগ করে দিয়েছে। সকলে হয়তো পিপ্স ও পিপেটিস এর হিসাব করেই ট্রেড করে থাকে ইন্সটা ফরেক্স নামক | তবে আমার কাছে মনে হয় পিপস অপেক্ষা পিপেটিসে ট্রেড করাটা অনেক বেশি ঝুকিপূর্ন।

FRK75
2022-01-01, 10:40 AM
ফরেক্স এর এক একটা টার্ম । পিপস্ বলতে দশমিকের পড়ে চতুর্থ সংখ্যাটিকে বুঝায় আর পিপেটিস বলতে দশমিকের পরে পঞ্চম সংখ্যাটিকে বুঝায় । এরকম হাজার হাজার বিষয় রযেছে ফরেক্স । এগুলো শিখতে হবে । সহজ ভাবে যদি বলতে হয় তা হলে বলতে হবে পিপসের ক্ষুদ্রতম এককের নাম হল পিপেটিস। ইন্সটা ফরেক্স নামক যে ব্রোকার হাউজে আমরা ট্রেড করি সেখানে কেবল পিপসে ট্রেড করার সুযোগ রয়েছে তবে কিছু কিছু ব্রোকার রয়েছে যারা তাদের ট্রেডারদের পিপেটিসে ট্রেড করার সুযোগ করে দিয়েছে। তবে আমার কাছে মনে হয় পিপস অপেক্ষা পিপেটিসে ট্রেড করাটা অনেক বেশি ঝুকিপূর্ন।

Mas26
2022-01-01, 11:43 AM
ফরেক্স মার্কেটে আমরা পিপস হিসাব করে থাকি। দশমিকের পর চতুর্থ ঘরকে পিপস বলা হয় এবং দশমিকের পরে পাচঁ নম্বর ঘরকে পিপেটিস বলা হয়। কিছু ব্রোকারে পাচ নম্বর ঘর হিসাব করেনা।কিছু ব্রোকার আছে যেগুলো দশমিকের পরে চার ঘর থাকে। আবার কিছু ব্রোকার আছে যেখানে দশ্অমিকের পরে পাচ ঘর আছে। দশ্মিকের পরে চার ঘর এর সখ্যাকে পিপ বলা হয়। আর দশ্মিকের পরে পাচ ঘরের সংখ্যাকে পিপেটিস বলে।