PDA

View Full Version : আপনার একাউন্টের উপর রিক্স কম নিন।



md mehedi hasan
2016-02-11, 02:38 PM
ফরেক্স মার্কেটে আপনার একাউন্ট যদি ছোট হয় তাহলে আপনার একাউন্টের উপর রিক্স কম নিন।কারন ফরেক্স মার্কেটে আপনার একাউন্ট টিকিয়ে রাখতে হবে।ফরেক্স মার্কেটে আপনার প্রথম টার্গেট হবে একাউন্ট টিকিয়ে রাখা।তারপর আপনাকে লাভের কথা চিন্তা করতে হবে।ফরেক্স মার্কেটে ভালো ট্রেডার তারাই যারা একাউন্ট টিকে রাখতে পারে এবং এ ব্যাপারে সচেতন থাকে।:p

majidiqbal
2016-02-11, 02:56 PM
আপনি যদি একজন ভালো ট্রেডার হন তহলে প্রথমে আপনি আপনার একাউন্ট ব্যালেন্স চেক করুন।যদি আপনার একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকে তাহলে আপনি আপনার টার্গেট মেনে চলুন ।আর যদি আপনার একাউন্ট ব্যালেন্স কম থাকে তাহলে আপনি আপনার একাউন্টের উপর রিক্স কম নিন্

Marufa
2016-02-12, 09:05 AM
লাভ করা সহজ কিন্তু একাউন্ট টিকিয়ে রাখা যথেষ্ট কঠিন । ইচ্ছে করলেই আপনি ট্রেড করে লাভ করতে পারেন । আবার বেশি লাভ করতে গিয়ে বড় বড় লটে ট্রেড করে একাউন্ট একদিনের মধ্যেই জিরো হয়ে যাবে । তাই আমাদের সকলেরই প্রথম টার্গেট হওয়া উচিত একাউন্ট টিকিয়ে রাখা । তাহলে অটোমেটিকলি লাভ চলে আসবে ।

sharifulbaf
2016-02-12, 03:11 PM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করিতে হলে আমাদের টার্গেট নিয়ে ট্রেডিং করা উচিত তাই আমাদের কম রিস্ক নিয়ে ট্রেডিং করলে আমাদের একাউন্ট টিকে থাকবে এবং প্রফিট আসবে,যদি কেউ কম রিস্ক নিয়ে ট্রেডিং করে ফরেক্স মার্কেট এ টিকে থাকিতে পারে তাহলে সে লাভ করতে পারবে,অনেক একাউন্ট জিরো হয় কারন কম ব্যালেন্স নিয়ে বড় লটে ট্রেডিং করে রিস্ক বেশি নেওয়ার কারনে।

basaki
2016-02-12, 05:02 PM
ফরেক্স মার্কেটে যে যত কম রিক্স নিয়ে ট্রেড করবে সে ফরেক্স মার্কেটে বেশি দিন টিকে থাকবে বলে আমি মনে করি। আর যারা ফরেক্স মার্কেটে এসে মনে করে যে সে খুব তারাতারি বড়লোক হবে তাহলে তার একাউন্ট বেশি দিন স্থায়ি হবে না। তাই আমার মতে কম কম করে ফরেক্স মার্কেটে ট্রেড করাই অনেক ভাল।

mmlm
2016-02-20, 05:27 PM
আপনার সাথে আমিও একমত। ফরেক্স মার্কেটে একাউন্ট টিকিয়ে রাখা সবচেয়ে কষ্টের কাজ। আপনি যদি একাউন্ট টিকিয়ে রাখতে পারেন তাহলে লাভ আসবেই। তাই আগে একাউন্ট রক্ষা করা জরুরি তারপর লাভের চিন্তা করা উচিত। কিন্তু আমাদের মধ্যে অনেকে আছেন যারা চান একদিনেই অনেক টাকা লাভ করতে আর তারাই বেশি একাউন্ট জিরো করেন।

fatemaakhter
2016-02-25, 03:52 PM
যারা নতুন তাদের কাছে চ্যালেঞ্জ হল নিজের ব্যালেন্সকে জিরো হতে রক্ষা করা ।যদি এটা সে করতে না পারে তাহলে সে ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবে না ।এ কারনে আমাদের ট্রেড করার সময় ছোট লটে ট্রেড করে রিস্ক কম নিতে হবে ।

hkabirshas
2016-02-25, 07:26 PM
ফরেক্স-এ অবশ্যই নতুনদের জন্য টিকে থাকা একটা কঠিন বিষয়। তাই একাউন্টের রিক্স কম নেওয়া একটা উত্তম পরামর্শ। ছোট ছোট ট্রেড করলে একাউন্ট সহজে বা খুব তাড়াতাড়ি জিরো হওয়া থেকে বেঁচে থাকা যাবে। মার্কেট এনালাইসিস করে কম রিক্স নিয়ে ট্রেড পরিচালনা করাই আমার মতে সবচেয়ে ভাল।

Vision
2016-02-28, 10:01 PM
আসলে ফরেক্স একটা ঝুঁকিপূর্ণ ব্যবসায় । এই ব্যবসা করার জন্য আমরা অনেক টাকা ইনভেস্ট করলেও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা রিস্ক নিয়ে সঠিক পরিকল্পনা করতে পারি না । কারন রিস্ক বেশি নিলে একাউন্ট এর উপর এবং ট্রেডার এর উপর মানষিক চাপ পড়ে । আর একজন নতুন ট্রেডারকে অবশ্যই রিস্ক নিতে হবে খুবই পরিমিতভাবে । কারণ ফরেক্সে টিকে থাকাটা অনেক বড় একটা চ্যালেন্জ । সেই চ্যালেন্জকে মোকাবেলার জন্য আমাদেরকে ট্রেডিং দক্ষতাকে কাজে লাগিয়ে কম রিস্ক নিয়ে ট্রেড করতে হবে । কম রিস্ক কম লস ।

Rahat015
2016-03-03, 01:32 AM
ফরেক্স মার্কেট টিকে থাকা মানে আপনার একাউন্ট কে টিকে রাখা, আর আপনার একাউন্ট ঠিকে থাকলে আপনি মার্কেট এ ঠিকে থাকতে পারবেন, একাউন্ট ঠিকিয়ে রাখার জন্য যে জিনিস্টা খুব বেশী গুরুত্বপূর্ন তা হলো মানি ম্যানেজমেন্ট। কারন পুজির সঠিক ব্যবহার পারে আপনার একাউন্ট কে বাচিয়ে রাখতে। পরিকল্পনা ছাড়া ট্রেড আপনাকে ফরেক্স এ ঠিকিয়ে রাখতে পারবেনা।।

gmgmgm
2016-03-08, 01:18 AM
একাউন্ট টিকে থাকলেই কেবল ট্রেড করা যাবে। আপনার একাউন্ট যদি খালি হয়ে যায় তাহলে কিকরে ট্রেড করবেন। তাই ট্রেড করার আগে ভাল করে বুঝে নিবেন মার্কেট আপনারা বিপরীতে গেলে একাউন্ট টিকে থাকে কিনা। তাই সবসময় চেষ্টা করবেন খুব ছোট লট নিয়ে ট্রেড করতে । তাহলে একাউন্ট খালি হওয়ার ঝুকি কম থাকবে।

Fxaziz
2016-03-08, 12:09 PM
ফরেক্স মার্কেট এ আমাদের কে ট্রেড করে টিকে থাকতে হলে আমাদের প্রথম কাজ হবে আমাদের একাউন্ট কে টিকিয়ে রাখা।আমরা যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমাদের একাউন্ট খালি করে পেলি তাহলে আমরা সব কিছু হারাবো।আমরা যদি আমাদের একাউন্ট খালি না করি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে টিকে থাকতে পারবো।অনেক ফরেক্স ট্রেডার আছে যারা ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় তাদের একাউন্ট এ বেসি রিস্ক নেই।এতে তারা ট্রেড করে তাদের একাউন্ট ধরে রাখতে পারে না।

arvi
2016-03-11, 11:20 AM
ফরেক্স একটি সেনসিটিভ বিসিনেস মার্কেট । এখানে আমরা আমাদের মুল্ধন খাটিয়ে যেমন লাভ করি তেমনি আবার লসের সম্মুখীন ও হই । তাই আমাদের কে অবশ্যই কম রিস্ক নিয়ে ট্রেড করাই ভালো । নিজের ক্যাপিতেল কে নিরাপদ রেখে কম রিস্কের সাথে ট্রেড করাই ভালো বলে আমি মনে করি । আমরা যদি আমাদের মুল্ধন ই রিস্ক নিয়ে নষ্ট করে ফেলি তাহলে তো ট্রেড করাই মুশকিল হবে ।

Md Akter Hossain
2016-03-11, 11:31 AM
আমি সব সময়ই আমার অ্যাকা্ন্ট এ অনেক কম রিস্ক নিয়ে ট্রেড করে থাকি । তবে আমি যেটা সবথেকে বেশি পাধান্য দেই সেটা হলো পিপস । অথাৎ আমার এস এল কম থাকলেও আমার টিপি কিন্তু অনেক বেশি থাকে । তাই একাধিকক ট্রেডে লস করলেও একটা টিপি হিট করলেই আমার প্রফিট চলে আসে ।

abdulguffer
2016-03-12, 09:57 PM
ফরেক্স এ সফলতা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে মার্জিন রাখতে হবে। আপনি যত ছোট লট এ ট্রেড করবেন তত বেশি মার্জিন পাবেন। আপনার একাউন্ট ব্যালেন্স যদি কম হয় সে ক্ষেত্রে বেশি রিস্কি বা রড় লট এ ট্রেড এন্ট্রি নিলে মার্জিন অনেক কমে যাবে ফলে লস হওয়ার সম্ভাবনা বেশি , এমনকি আপনার পুরো ব্যালেন্স হারাতে পারেন।

Tazul Islam
2016-03-14, 06:25 PM
ফরেক্সে টিকে থাকাটা অনেক বড় একটা চ্যালেন্জ। এই চ্যালেস্জ কে মোকাবেলা করতে হলে আপনাকে আপনার একাউনটএর উপর চাপ কম নিতে হবে। মুলধনের কিছু অংশ রেখে ট্রেড করুন। আপনার উপর চাপ কম থাকবে। মার্কেটের উল্থান পতনের সময় ঐ অংশ কাজে লাগাতে পারবেন । ভাল লাগবে আর চাপমুক্ত থাকবেন।

Md Akter Hossain
2016-03-14, 09:59 PM
ফরেক্সে টিকে থাকাটা অনেক বড় একটা চ্যালেন্জ। এই চ্যালেস্জ কে মোকাবেলা করতে হলে আপনাকে আপনার একাউনটএর উপর চাপ কম নিতে হবে। মুলধনের কিছু অংশ রেখে ট্রেড করুন। আপনার উপর চাপ কম থাকবে। মার্কেটের উল্থান পতনের সময় ঐ অংশ কাজে লাগাতে পারবেন । ভাল লাগবে আর চাপমুক্ত থাকবেন।

কেন জানি আপনার মতামতের সাথে আমি মত প্রকাশ করতে পারলাম না । কেননা ফরক্সে এ একজন দক্ষ ট্রেডারের প্রথম কাজ টাই হল লস কীভাবে রিকভার করতে হয় সেটা শিখা । লস হতেই পারে । তবে লসকে মেনে নিয়ে নতুন মানসিকতা নিয়ে ধৈর্য ধরে ট্রেড করলে সহজে রিকভার করা যায় ।

RUBEL MIAH
2016-04-03, 05:58 PM
অবশ্যই আমি যখন ট্রেড করি তখন অবশ্যই আমি ঝুকি কম নেই । যে ট্রেডারগণ যত ঝুকি কম নেবে সে তত বেশী সফলকাম হতে পারবে । ঝুকি ছাড়া ট্রেড করলে সেই ট্রেডে লাভবান হওয়া সম্ভব ।

yasir arafat
2016-04-04, 05:47 PM
ফরেক্স মার্কেটে আপনার একাউন্ট যদি ছোট হয় তাহলে আপনার একাউন্টের উপর রিক্স কম নিন।কারন ফরেক্স মার্কেটে আপনার একাউন্ট টিকিয়ে রাখতে হবে।ফরেক্স মার্কেটে আপনার প্রথম টার্গেট হবে একাউন্ট টিকিয়ে রাখা।তারপর আপনাকে লাভের কথা চিন্তা করতে হবে।ফরেক্স মার্কেটে ভালো ট্রেডার তারাই যারা একাউন্ট টিকে রাখতে পারে এবং এ ব্যাপারে সচেতন থাকে।:p

ট্র্রেড করার সময় হল সপ্তাহে পাঁচ দিন ।শনিবার এবং রবিবার মার্কেট বন্ধ থাকে । সুতরাং যে পাঁচদিন মার্কেট খোলা থাকে তার ও সব সময়ে ট্র্রেড করা যায় না । ট্র্রেড করার সময়ে হল দুপুর থেকে রাত দশটা পর্যন্ত । আর অন্য সময়ে মার্কেট মুভমেন্টট কম করে । অতএব আমরা যখনই ট্র্রেড করব বুঝে শুনে ট্র্রেডকরব যাত করে সমস্যা পড়তে হয় না ।

arvi
2016-04-06, 12:20 AM
এটি একটি সিরিয়াস বিষয় । ফরেক্স এ নিজের মুলধন টিকিয়ে রেখে লাভ করা খুব সহজ নয়। তাই প্রথমেই আমরা আমাদের একাউন্টকে ঝুকি মুক্ত রাখতে ছোট ছোট লটে ট্রেড অপেন করে কম লাভ করে ক্যাপ্টেল বড় করা । একাউন্ত যেন জিরো না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখা তা অনেক জরুরী । তাই আমি কম রিস্ক কম লাভ কিন্তু ভালো ভাবে টিকে থাকাটাকেই বেশি গুরুত্য দেই। ট্রেড করে লাভ করতে হলে একাউন্ত ঠিক রাখতেই হবে ।

Mamun13
2017-09-07, 11:30 AM
আপনি যখনই ট্রেড করতে বসবেন তখন লক্ষ করবেন আপনার পুজিঁ বা ব্যালেন্সের পরিমাণ কত আছে৷ট্রেড ওপেন করার সময় হিসাব করে নিবেন আপনার টেকপ্রফিট ও স্টপলস কত পিপস রাখবেন৷রিস্ক রিওর্য়াড রেশিও-1:3 রাখবেন৷আপনার ওপেনিং ট্রেড যেন কখোনোও সর্বোচ্চ 5% এর বেশি রিস্কে না থাকে৷খুবই অল্প রিস্ক নিবেন,অল্প লাভ করবেন৷অল্প রিস্ক নিয়ে আপনার পুজিঁ নিরাপদ রাখবেন৷

FREEDOM
2020-08-26, 02:19 PM
ফরেক্স মার্কেটে যে যত কম রিক্স নিয়ে ট্রেড করবে সে ফরেক্স মার্কেটে বেশি দিন টিকে থাকবে বলে আমি মনে করি। আর যারা ফরেক্স মার্কেটে এসে মনে করে যে সে খুব তারাতারি বড়লোক হবে তাহলে তার একাউন্ট বেশি দিন স্থায়ি হবে না। তাই আমার মতে কম কম করে ফরেক্স মার্কেটে ট্রেড করাই অনেক ভাল।

sagar0835
2020-08-28, 03:55 PM
মানি ম্যানেজমেন্ট খুবই প্রয়োজনী।
এটা ধরে ফেল্লে অনেক ইজি।

sss21
2020-08-29, 10:14 PM
যারা নতুন তাদের কাছে চ্যালেঞ্জ হল নিজের ব্যালেন্সকে জিরো হতে রক্ষা করা ।যদি এটা সে করতে না পারে তাহলে সে ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবে না ।এ কারনে আমাদের ট্রেড করার সময় ছোট লটে ট্রেড করে রিস্ক কম নিতে হবে ।