PDA

View Full Version : রিস্ক রিওয়ার্ড রেশিও কি?



abdulguffer
2016-02-11, 04:20 PM
ফরেক্স মার্কেটে, রিস্ক রিওয়ার্ড রেশিও (Risk Reward Ratio) বলতে বোঝায়, সম্ভাব্য লস/ঝুকি আর প্রত্যাশিত লাভের অনুপাত, এক্ষেত্রে, আপনার লস আর লাভের অনুপাত হচ্ছে: রিস্ক রিওয়ার্ড রেশিও = ঝুকি/ প্রত্যাশিত লাভ= ২০/৬০= ১/৩ = ১:৩ ।

abdulguffer
2016-02-11, 04:22 PM
কোন ট্রেডারের রিস্ক রিওয়ার্ড যদি ১:৩ হয়, তাহলে সহজেই বোঝা যায় যে, উনি স্টপ লস ৫০ পিপস সেট করলে টেক প্রফিট সেট করবেন ১৫০ পিপস। আর টেক প্রফিট ১৫০ পিপস সেট করলে, স্টপ লস সেট করবেন ৫০ পিপস । প্রতিবার আলাদা করে বলতে হবে না, আমি ৩০ পিপস স্টপ লস সেট করলে, ৬০ পিপস টেক প্রফিট সেট করব।

Md. Tariqul Islam
2016-06-20, 04:57 PM
ট্রেডারের রিস্ক রিওয়ার্ড যদি ১:৩ হয়, তাহলে সহজেই বোঝা যায় যে, উনি স্টপ লস ৫০ পিপস সেট করলে টেক প্রফিট সেট করবেন ১৫০ পিপস। আর টেক প্রফিট ১৫০ পিপস সেট করলে, স্টপ লস সেট করবেন ৫০ পিপস । প্রতিবার আলাদা করে বলতে হবে না, আমি ৩০ পিপস স্টপ লস সেট করলে

Realifat
2016-08-20, 07:46 AM
ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেডে ঝুকি থাকে।লস বা লাভের ঝুকি যেকোন একটা হবেই। আর এজন্য রিস্ক রিওয়ার্ড রেষিও হিসাব করার দরকার। অর্থাত আপনি একটা ট্রেডে কতটুকু ঝুকির বিনিময়ে কতটুকু প্রফিট পাচ্ছেন এটাই রিস্ক রিওয়ার্ড রেশিও।আপনি যদি একটা ট্রেডে ১০০ পিপস স্টপলস দেন আর দুইশ পিপস টেকপ্রফিট দেন তবে রিস্ক রিওয়ার্ড রেশিও হবে ১:২।

hasan019
2016-08-28, 09:39 PM
ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেডে ঝুকি থাকে তবে ধারনা করা জায় যে আমাদের কমপক্ষে ৫০% ট্রেড সফল হয়। আর তা যদি হয় এবং আমরা যদি ১ঃ ২ দিয়েও করি তাও কিন্তু আমাদের প্রফিট থাকে। তবে সব সময় ১ঃ২ বা ১ঃ৩ হয় না।

Eefatali
2017-01-24, 01:47 PM
হ্যা, রিস্ক রিওয়ার্ড রেশিও হচ্ছে কতটুকু রিস্কে কতটুকু রিওয়ার্ড মানে প্রফিট করবেন সেটাকে বোঝায়।ধরুন আপনি ২$ লাভ করতে চান তাহলে আপনি স্টপলস কত নেবেন। যদি ২$ লাভের জন্য ২$ স্টপলস নেন তবে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও হবে ১:১।