PDA

View Full Version : কেন ফরেক্স মার্কেটে স্পাইক তৈরি হয়?



abdulguffer
2016-02-11, 05:53 PM
যখনই মার্কেটে লেনদেনের পরিমান অনেক বেশি বেড়ে যায়, তখনই প্রাইস মুভমেন্টও খুব বেশি পরিবর্তিত হয়। আর এর ফলেই মার্কেটে স্পাইক তৈরী হয়। ৩ ডিসেম্বর (২০১৫) ইসিবির ইভেন্টকে ঘিরে মার্কেটে স্পাইক তৈরী হয়েছিল ।

abdulguffer
2016-02-11, 05:55 PM
নিউজ টাইমে বড় বড় ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোও ট্রেড করে, ফলে মার্কেট অনেক বেশি মুভ করে ও স্পাইক তৈরী হয়। আবার কোন নিউজ ছাড়াও একেবারে শান্ত মার্কেটেও অনেক সময় স্পাইক তৈরী হয়।

abdulguffer
2016-02-11, 05:58 PM
ফরেক্স মার্কেট খুব বিশাল বলে কোন বড় প্রতিষ্ঠান তখনই মার্কেট কিছুটা মুভ করাতে পারে, যখন তারা খুব বিশাল পরিমানে কোন কারেন্সি বেচাকেনা করে । এবং যদি তখন মার্কেটে আর বড় কোন বায়ার বা সেলার না থাকে তবেই মার্কেট কিছুটা মুভ করাতে পারে ।

Md. Tariqul Islam
2016-06-20, 04:56 PM
নিউজ টাইমে বড় বড় ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোও ট্রেড করে, ফলে মার্কেট অনেক বেশি মুভ করে ও স্পাইক তৈরী হয়। খন তারা খুব বিশাল পরিমানে কোন কারেন্সি বেচাকেনা করে । এবং যদি তখন মার্কেটে আর বড় কোন বায়ার বা সেলার না থাকে তবেই মার্কেট কিছুটা মুভ করাতে পারে ।

Realifat
2016-08-20, 07:50 AM
ফরেক্স একটা আনপ্রেডিকটেবল মার্কেট সেটা আমি আহাগোড়া বলে আসছি। কেননা ফরেক্স মার্কেটে হটাত করেই বড় ধরনের মুভমেন্ট হয়ে যেতে পারে। আবার মুভমেন্ট হওয়ার কারনে মার্কেটে স্পাইক তৈরি করতে পারে। বিশেষ করে বড় বড় নিউজটাইমে স্পাইক হওয়ার সম্ভবনা বেশি থাকে। এখন পর্যন্ত ফরেক্সে যত স্পাইক হয়েছে অধিকাংশ নিউজ টাইমে হয়েছে।