PDA

View Full Version : কোনটা ভালো?



forexboy
2016-02-12, 07:14 AM
মেটা ট্রেডার কোনটা ভালো। আপনারা কোনটা ব্যবহার করেন।মোবাইল এর জন্যে কোনটা ভালো হতে পারে।

maziz6989
2016-02-13, 04:15 PM
আমার কাছে সব সময় মেটা ট্রেডার ফোরই সেরা। অনেকে বলে ফাইভে নাকি আছে অমুক তুমক ইত্যাদি ইত্যাদি। আমি বলি ভাই ফোর এ যা আছে তাই তো ঠিক মত বুুঝি না এখানে কি দরকার ফাউ আপগ্রেডেশানের। তাই আমি সাজেস্ট করব মোবাইলে হোক আর ল্যপটপে ৪ সবার আগে।

Marufa
2016-02-14, 07:06 PM
কোনটা ভাল এটা নির্ভর করবে আপনার প্রয়োজনের উপর । কারন মেটা ট্রেডার ৪ এ বিশেষ কিছু সুবিধা রয়েছে যা মেটা ট্রেডার ৫ এ নেই । আবার মেটা ট্রেডার ৫ এ বিশেষ কিছু সুবিধা রয়েছে যা মেটা ট্রেডার ৪ এ নেই । তাই আপনি দুটো সফটওয়্যার ব্যবহার করে দেখতে পারেন যেটি ভাল লাগবে সেটি ব্যবহার করতে পারেন ।

basaki
2016-02-14, 07:41 PM
আমি মনে করি আপনি যদি ইন্স্ট ফরেক্সে একাউন্ট করে থাকেন তবে আপনার জন্য ইন্সটা ফরেক্স মেটা ট্রেডার ৪ ডাউনলোট্রেড আপনার মোবাইলে আপনি ভাল করে করতে পারবেন বলে আমি আশা করি করে তাবেই আপনি যে ব্রোকারে একাউন্ট করবেন সেই ব্রোকারের মেটা ট্রেডার অনেন ভাল হবে।

abdulguffer
2016-02-15, 05:03 PM
আমি আমার এন্ড্রয়েট মোবাইল ফোনে মেটাট্রেডার 4 ভারসন ব্যবহার করি ।কারন প্রয়োজনীয় সব ইন্ডিকেটর (rsi, macd , oscillator, adx, movingaverage ) ব্যবহার করে এনালাইসিস করে টরেড করতে পারি ।

abdulguffer
2016-02-15, 05:31 PM
লং টার্ম টরেড বা স্কালপিং বা সর্ট টার্ম টরেড এর জন্য বিভিন্ন টাইম ফেরেম এ টেকনিক্যাল এনালাইসিস করার জন্য প্রয়োজনীয় সকল প্রকার ইন্ডিকেটর মেটা ট্রেডার ৪ এ রয়েছে । এন্ড্রয়েট মোবাইল ফোনে মেটাট্রেডার 4 ভারসন ব্যবহার করে পিসির মতোই ফরেক্স ট্রেডিং করা যায় ।

riponinsta
2017-02-05, 03:32 PM
আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য মেটাট্রেডার ৪ ব্যবহার করি আমার কাছে মেটাট্রেডার ৪ কে অনেক ভাল লাগে কারন আমি প্রথম থেকে মেটাট্রেডার ৪ ব্যবহার করে ট্রেড করে আসছি ফরেক্স মার্কেট এ খুব কম লোক মেটাট্রেডার ৫ ব্যবহার করে বেশির ভাল মানুষ মেটাট্রেডার ৪ ব্যবহার করে থাকে তবে আপনার যেই তা ভাল লাগে আপনি সেই মেটাট্রেডার দিয়ে ট্রেড করতে পারবেন আমি মেটাট্রেডার ৪ ব্যবহার করে ট্রেড করে মজা পাই তাই মেটাট্রেডার ৪ ব্যবহার করি

siddiquecec
2017-02-13, 07:35 PM
আমার কাছে তো সবচেয়ে ভাল মেটা ট্রেডার mt4 ভাল। কারন এখানে আমি সুন্দর সুন্দর tool খাঁজে পাই যা analysis করতে খুব সহজ মনে হয়্। তাছাড়া যদি আপনি EA use করে ট্রেড করেন তাহলে EA সেটাপ করা একদম সহজ সো this is my good chose mt4

siddiquecec
2017-02-24, 03:40 PM
এম টি 4 এর চেয়ে ভাল টার্মিনার তো আমি পেলাম না। মোবাইলেও এ্ইটা ভাল, তবে আপনার জন্য সবই খারাপ হবে যখন আপনী লস করবেন। তাই ভাল analysis করুন এবং ভাল ট্রেড করুন প্রফিট করুন, আসলে মেটাট্রেডার প্লাটফর্ম তেমন কোন সমস্যা নয় ট্রেড করা গেলেই চলে।

shohanjacksion
2017-03-11, 05:34 PM
মেটা ট্রেডার-4 ব্যবহার করতে পারেন। বেশিরভাগ ট্রেডারই এই টার্মিনাল ব্যবহার করে থাকেন। কোনটা ভাল আর কোনটা মন্দ এই সব নিয়ে অনেক ভেবে চিন্তা করে নেওয়ার কিছু নাই। আমি মনেকরি মেটাট্রেডার ফোরই হলো বেষ্ট। এরপরও অনেকেই অন্যান্য টার্মিনাল ব্যবহার করে থাকেন তাদের ব্যক্তিগত সুবিদা বা স্বাচ্ছন্দের জন্য।

shohanjacksion
2017-03-20, 04:28 PM
কোনটা ভাল এটা নির্ভর করবে আপনার প্রয়োজনের উপর । কারন মেটা ট্রেডার ৪ এ বিশেষ কিছু সুবিধা রয়েছে যা মেটা ট্রেডার ৫ এ নেই । আবার মেটা ট্রেডার ৫ এ বিশেষ কিছু সুবিধা রয়েছে যা মেটা ট্রেডার ৪ এ নেই । তাই আপনি দুটো সফটওয়্যার ব্যবহার করে দেখতে পারেন যেটি ভাল লাগবে সেটি ব্যবহার করতে পারেন ।

ঠিক বলেছেন। ভালো বা মন্দ কোনোটাই নয়। বলা যায় যে, দুইটিতেই আলাদা আলাদা সুবিদা আছে এবং দুইটিই ভালো। আমরা যে টার্মিনাল ব্যবহার করে অভ্যস্থ সেটিই ব্যবহার করা ভালো। আমি mt4 টার্মিনাল ব্যবহার করে আসছি। তার পাশাপাশি আমার একটি ট্রেডিং একাউন্ট Mt5 Terminal দিয়ে ব্যবহার করি। আমার কাছে কোন পার্থক্য মনে হয়না। কারন আমি 4 টার্মিনাল দিয়ে আমার এনালইসিস করি।

H M R Al Amin
2017-03-28, 08:27 PM
আমার কাছে ফরেক্স মার্কেটে মেটাট্রেড ৪ ব্যবহার করতে ভাল লাগে । আসলে মার্কেটে কাজ করার প্রথম থেকেই আমি মেটাট্রেড ৪ ব্যবহার করি এই জন্য আমার কাছে ৪ ভাললাগে আমি অন্য কোন র্ভাসন ব্যবহার করি নাই । আমরা যেই ভার্সনে কাজ করিনা কেন আমাদের প্রথমে মার্কেট বুঝতে হবে । বেশি করে মার্কেট এনালইসেস করতে হবে তাহলে আমরা ফরেক্স মার্কেট থেকে লাভবান হতে পারবো ।

Shadhin
2017-06-12, 01:47 PM
ফরেক্সে আপনার চাদিদার ওপর নির্ভর করে কোনটা ভাল । তবে আমার মতে আপনি মেটা ট্রেডার ৪ ব্যবহার করতে পারেন। ফরেক্সে বেশির ভাগ অভিজ্ঞ ট্রেডার রা এতা ব্যবহার করে থাকে। আপনি যদি মেটা ট্রেডাএ ৪ এ বুঝে শুনে আপনার দক্ষতা কে কাজে লাগিয়ে ট্রেড করতে পারেন তাহলে আপনি ফরেক্স থেকে সফলতা পাবেন।

Nur Alam
2017-06-12, 01:58 PM
মেটা ট্রেডার এ কোন টা ভাল সেটা আপনার চাহিদার ওপর নির্ভর করা থাকে । তবে আপন মেটা ট্রেডার ৪ ব্যবহার করতে পারেন। মেটা ট্রেডার ৪ সাধারনত ফরেক্সে অভিজ্ঞ ট্রেডার রা ব্যবহার ঙ্করে থাকেন। আপনি যদি মেটা ট্রেডার ৪ এ আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দক্ষ ভাবে ট্রেড করতে পারেন তাহলে ফরেক্স আপনাকে নিয়ে যাবে উন্নতির চরম শেখরে।

Momen
2017-07-22, 07:24 AM
আমি নিজে মেটা ট্রেডার ৪ ব্যবহার করি। আমার কাছে ভালোই লাগে, কোনো সমস্যা দেখা দেয় নাই। তবে এক এক জনের পছন্দ এক এক টা হতে পারে। এখানে ভিন্ন মতামত আসতেই পারে। তবে আমার মতে মেটা ট্রেডার ৪ পার্ফেট, চাইলে আপনিও ট্রাই করতে পারেন।

FREEDOM
2020-10-29, 11:54 AM
মেটা ট্রেডার-4 ব্যবহার করতে পারেন। বেশিরভাগ ট্রেডারই এই টার্মিনাল ব্যবহার করে থাকেন। কোনটা ভাল আর কোনটা মন্দ এই সব নিয়ে অনেক ভেবে চিন্তা করে নেওয়ার কিছু নাই। আমি মনেকরি মেটাট্রেডার ফোরই হলো বেষ্ট। এরপরও অনেকেই অন্যান্য টার্মিনাল ব্যবহার করে থাকেন তাদের ব্যক্তিগত সুবিদা বা স্বাচ্ছন্দের জন্য।

sss21
2020-10-31, 01:59 PM
লং টার্ম টরেড বা স্কালপিং বা সর্ট টার্ম টরেড এর জন্য বিভিন্ন টাইম ফেরেম এ টেকনিক্যাল এনালাইসিস করার জন্য প্রয়োজনীয় সকল প্রকার ইন্ডিকেটর মেটা ট্রেডার ৪ এ রয়েছে । এন্ড্রয়েট মোবাইল ফোনে মেটাট্রেডার 4 ভারসন ব্যবহার করে পিসির মতোই ফরেক্স ট্রেডিং করা যায় ।

EmonFX
2020-12-31, 09:37 AM
মেটা ট্রেডার কোনটা ভালো। আপনারা কোনটা ব্যবহার করেন।মোবাইল এর জন্যে কোনটা ভালো হতে পারে।

আমি শুরু থেকেই মেটাট্রেডার 4 ইউজ করে আসছি। এটাই আমার কাছে সবথেকে বেস্ট ট্রেডিং প্লাটফর্ম বলে মনে হয়। বেশিরভাগ ট্রেডার মেটাট্রেডার 4 ব্যবহার করে থাকেন। মেটাট্রেডার 4 সুন্দর ও সাবলীল এবং সাজানো-গোছানো। এখানে সবাই খুব সহজেই ট্রেনিং করতে পারেন। অবশ্য আমি এখন পর্যন্ত মেটাট্রেডার 5 ইউজ করিনি। আমি যতটুকু শুনেছি মেটাট্রেডার 5 কিছুটা অগোছালো এবং ব্যবহার কিছুটা জটিল। সে কারণেই মেজরিটি পার্সেন্ট ট্রেডার মেটাট্রেডার 4 প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকেন।

habibi
2021-01-05, 05:04 PM
আমার কাছে এখনো mt4 প্লাটফর্ম ভাল লাগে। আসলে mt4 এবং mt5 এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এর মধ্যে অন্যতম হল mt4 প্রায় সব ধরনের কারেন্সি পেয়ার রয়েছে এবং সকল প্রকার মেটাল, সিএফডি, স্টক এবং ক্রিপ্টোকারেন্সি পেয়ার ট্রেড করা যায়। অন্যদিকে mt5 সকল কারেন্সি পেয়ারে ট্রেড করা গেলেও সিএফডি, স্টক এবং ক্রিপ্টোকারেন্সি ে ট্রেড করা যায় না। তাই আপনি mt5 এ বিটকয়েনে ট্রেড করতে না। মেটাল, সিএফডি, স্টক এবং ক্রিপ্টোকারেন্সি তে ট্রেড করতে হলে আপনাকে mt4 প্লাটফর্মের মাধ্যমে ট্রেড করতে হবে। তাই যেগুলো mt5 এর ট্রেড করা যায় না সেগুলো আপনি mt4 এ ট্রেড করতে পারবেন।

mt5 এ সবচেয়ে বড় যে সুবিধাটি রয়েছে তাহলো অসংখ্য টাইম ফ্রেম এগুলো হল-
m1 m2 m3 m4 m5 m6 m10 m12 m15 m20 m30 h1 h2 h3 h4 h6 h8 h12 d1 w1 mn1

mt4 এর টাইমফ্রেম এগুলো হল-
m1 m5 m15 m30 h1 h4 d1 w1 mn1

Rony1122
2021-01-21, 08:22 PM
মোবাইলের জন্য মেটে টেডার ৪ ভাল।আমি শুধু mt4 ব্যাবহার করছি।আর কোন টা ব্যাবহার করি নি।তবে mt4 প্লাটফর্ম আমার কাছে খুবই ভাল লেগেছে।