PDA

View Full Version : লং ট্রেড



Alan Benet
2016-02-12, 07:21 PM
টেনশন ফ্রি ট্রেড করতে হলে ভাল একটা সুইং সেট আপের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হয়, আর সেই লাভের ট্রেড এনট্রি তে এস এল দিয়ে টিপি বসায়ে, কিছু নিয়ে, তার পর সেই ট্রেড এর দিকে নজর না দেয়ায় বুদ্ধি মানের কাজ। চেষ্টা করে দেখুন এক সময় অভ্যাস হয়ে যাবে।
এই মার্কেট এ টিকে থাকার মহা ঔষধ হলো এই লং টাইমের ট্রেড সেটআপ।

basaki
2016-02-13, 09:40 AM
ফরেক্স মার্কেটে যারা ট্রেড করে থাকে তাদের জন্য দুই ধরনের ট্রেড হয়ে থাকে একটা হচ্ছে সর্ট টাইম ট্রেড আর অন্যটি হচ্ছে লং টাইম ট্রেড। কেউ যদি লং টাইম ধরে ট্রেড করে যেতে চায় তবে আমি মনে করি তার খুব কম সময়ে লস হয়ে থাকবে কারন মার্কেট কোন না কোন সময়ে গুরে ধারাবেই।

Marufa
2016-02-13, 09:08 PM
লং ট্রেডের অনেক ভাল দিকও রয়েছে অনেক খারাপ দিক ও রয়েছে । আপনার জন্য কোন ট্রেডিং স্ট্রাটিজি বেস্ট এটা খুজে বের করে নিতে হবে । আপনার মনে হচ্ছে লং টার্ম ট্রেড ভাল আবার আর একজনের জন্য হয়ত শর্ট টার্ম ট্রেড ভাল । আমি ট্রেডিং ইন এ মুমেন্ট এ বিশ্বাসি । এমনকি প্রিভিয়াল ক্যান্ডেলকেও বিশ্বাস করি না ।

MotinFX
2016-02-14, 04:23 PM
আমার এই কয়েক মাসের অবিজ্ঞাতায় বলতে পারি ফরেক্স মার্কেট যারা লং ট্রেড করে তারা এই মার্কেটে সফল ট্রেডার। লং ট্রেড করতে হলে আমাদের অনেক ধৈর্যের প্রয়োজন হয় এবং লং ট্রেড যারা করে তারা মানি মেনেজমেন্ট মেনে ট্রেড করে সাপোর্ট রেজিসটেন্স দেখে ট্রেড করে এবং অতিরিক্ত ট্রেড থেকে দুরে থাকে তাই আমি মনে করি আমাদের এই মার্কেটে থেকে কিছু করতে হলে লং ট্রেড করতে হবে। ডেইলি মার্কেট দেখে ট্রেড করতে পারলে এই মার্কেটে সুফল পাওয়া সম্বভ।

mmlm
2016-02-20, 05:31 PM
আপনি একদম ঠিক বলেছেন লং ট্রেড না করলে ফরেক্স মার্কেটে কোন ভাবেই টিকে থাকা যাবেনা। কারন ফরেক্স মার্কেট খুব জুকি পূর্ণ তাই ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে শর্ট টাইম ট্রেডিং থেকে বেরিয়ে আতে হবে।আর তাহলেই ফরেক্স মার্কেটে অনেকদিন টিকে থাকা যাবে।

Md Akter Hossain
2016-02-20, 08:40 PM
আপনি যদি ট্রেডিং না পারেন তবে আপনি যেই রকম ট্রেডই করুন না কেনো আপসি লস করবেন ই । লং টার্মে ট্রেড করলে বড় ধরনের লস করবেন । তবে আপনি যদি সঠিক অ্যানালাইসিস করতে পারেন তবে অবশ্যই শর্ট টাইম ট্রেডিং থেকে লং টাইম ট্রেডিং অনেক ভালো ।

fatemaakhter
2016-02-25, 12:19 PM
আসলে আপনি ফরেক্স মার্কেটে যে ধরনের ট্রেড করেন না কেন সেটা লং ট্রেড হক বা শর্ট ট্রেড বা সুইং ট্রেড বা স্কালপিং হকনা কেন আপনার যদ ফরেক্স মার্কেট সম্পর্কে তেমন কোন অভিজ্ঞতা বা দক্ষতা অর্জন রতে না পারেন তাহলে তো আপনি লস খাবেন।তবে ফরেক্স মার্কেটে ট্রেডাররা তাদের পছন্দ আনুযায়ী বিভিন্ন পজিশনের ট্রেড করে থাকে।তবে ফরেক্স মার্কেটে স্কাল্পিং এর চেয়ে লং টেডের সুবিধা বেশি।আমি ফরেক্স মার্কেটে লং ট্রেড করি। লং ট্রেডে নিরাপদ বেশি ।

Rahat015
2016-03-02, 09:56 AM
লং নাকি শর্ট এটা নির্ভর করে ট্রেডার এর মানসিকতা এর উপর। অনেকেই লং এ করতে ভালোলাগে আবার অনেকেই ছোট ছোট সমইয় এ করতে ভালোলাগে। তবে যে যাই করুক দিন শেষে বিজইয়ের হাসি সেই হাসবে যে লাভ টা বের করে আনতে পারবে।।

gmgmgm
2016-03-08, 01:41 AM
অল্প অল্প করে ভাল প্রফিট নিতে চাইলে সর্ট টাইম টাইমফ্রেম এ ট্রেড করা ভাল। তবে এতে অনেক রিক্স থাকে। আপনার লাভও হতে পারে আবার লস ও হতে পারে। সর্টটাইম বা স্কাল্পিং করার জন্য একনজরে মার্কেটের দিকে তাকিয়ে থাকতে হয়। কিন্তু লং টাইম ট্রেডে সারাদিন মার্কেটের দিকে তাকিয়ে থাকতে হয়না। মাথায় প্রেশার ও নিতে হয়না। মারকেটের অবস্থা বিবেচনা করে ট্রেড ওপেন করে মাঝে মাঝে ফলো করলেই হয়। তবে লং ট্রেড করতে হলে আপনার একাউনটে অনেক বড় ডিপজিট থাকতে হবে।

Fxaziz
2016-03-08, 12:48 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের কে লং টাইম ফলো ফরতে হবে।আমি আমার ফরেক্স অভিজ্ঞতা থেকে বলছি আপনারা যদি লং টাইম নিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করেন তাহলে আপনারা ফরেক্স মার্কেট এ ট্রেড করে দফল হতে পারবেন।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় লং টাইম কে বেসি ফলো করি।এতে আমি ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে পারি।ফরেক্স মার্কেট এ আমরা চাইলে মাদের মত করে ট্রেড করতে পারি।তাই আমি ফরেক্স মার্কেট এ আমার মত করে ট্রেড করি।

abdulguffer
2016-03-12, 11:20 PM
ফরেক্স এ লং টার্ম ট্রেড করলেই যে বেশি লাভ হবে বা আপনি সফল ট্রেডার হতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই। ট্রেড লং টার্ম হোক আর স্কালপিং বা সর্ট টার্ম যেটাই হোক , না বুঝে ট্রেড করলে কখনো সফল হওয়া যায় না। সফল হতে হলে ফান্ডামেন্টাল এনালাইসিস এর পাশাপাশি টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করতে হবে।

RUBEL MIAH
2016-04-29, 09:15 PM
ফরেক্স ব্যবসা করার জন্য অবশ্যই আমাদের লং ট্র্রেড করতে হবে । যে লং ট্রেড করবে সে আশাকরি ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য লং ট্রেড করার চেষ্টা করব । তাহলেই সফলকাম হতে পারব ।

dwipFX
2016-05-04, 03:43 PM
আমার মনে হয় ফরেক্স মার্কেটে সবচেয়ে ভাল কাজ হল যারা লং ট্রেড করে তারাই ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবে না হয় ফরেক্স থেকে ভাল কিছু আশা করা যায়না। আমি চেস্টা করছি লং ট্রেড করার জন্য আশা করি একদিন সফল ট্রেডার হব।

Sahed
2016-07-29, 05:56 PM
ভাই ফরেক্স মার্কেটে লং ট্রেডিং করার ভাল এবং খারাপ দুই দিকই রয়েছে । আমি মনে করি ফরেক্স মার্কেটে আপনি লং ট্রেড করবেন না সর্ট ট্রেড করবেন বা লট ভলিউম কত দিবেন অথবা মার্কেট থেকে আপনি কত পিপস নিবেন নিউজ ট্রেডিং করবেন কি না ইত্যাদি আগে থেকে ঠিক করে একটি ট্রেডিং স্ট্রেট্রেজি তৈরি করে নিবেন ।

nisho5533
2016-08-18, 10:08 PM
Alan Benet
আমি আপনার সাথে একমত আপনি বলেছেন টেনশন ফ্রি ট্রেড করতে হলে ভাল একটা সুইং সেট আপের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হয়, আর সেই লাভের ট্রেড এনট্রি তে এস এল দিয়ে টিপি বসায়ে, কিছু নিয়ে, তার পর সেই ট্রেড এর দিকে নজর না দেয়ায় বুদ্ধি মানের কাজ।


ধন্নবাদ

ssrahman00
2016-08-20, 12:38 PM
আপনার জন্য কোন ট্রেডিং স্ট্রাটিজি বেস্ট এটা খুজে বের করে নিতে হবে। কেউ লং ট্রাড এ আবার কেউ ষরট ট্রাড এ ওভভস্ত।

HasanXM
2016-08-23, 11:41 AM
আপনি হয়তো অনেক জায়গায় স্ক্যাল্পিং শব্দটি শুনেছেন। মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা সাধারন ট্রেড হয়ে যায়। ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের কে লং টাইম ফলো ফরতে হবে। আমি আমার ফরেক্স অভিজ্ঞতা থেকে বলছি আপনারা যদি লং টাইম নিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করেন তাহলে আপনারা ফরেক্স মার্কেট এ ট্রেড করে দফল হতে পারবেন।

vodrolok
2016-09-12, 01:23 PM
ফরেক্সে ট্রেডকে মোট তিনভাগে ভাগ করা হয়। শর্ট ট্রেড, সুইং ট্রেড ও লং ট্রেড। এর মধ্যে শর্ট ট্রেড ঝুঁকি বেশি। সুইং ট্রেডে একটু কম। আর লং ট্রেড ধরা একটু কঠিন কিন্তু ধরতে পারলে একটা দুইটা ট্রেডই সারা বছরের জন্য যথেষ্ট। সকল সফল ট্রেডাররাই লং ট্রেড করে থাকে। স্ট্রাটেজি ঠিক থাকলে বহির্গত কারণে এখানে লস হয়না।

Rahat015
2016-09-16, 04:38 PM
টেনশন ফ্রি ট্রেড করতে হলে ভাল একটা সুইং সেট আপের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হয়, আর সেই লাভের ট্রেড এনট্রি তে এস এল দিয়ে টিপি বসায়ে, কিছু নিয়ে, তার পর সেই ট্রেড এর দিকে নজর না দেয়ায় বুদ্ধি মানের কাজ। চেষ্টা করে দেখুন এক সময় অভ্যাস হয়ে যাবে।
এই মার্কেট এ টিকে থাকার মহা ঔষধ হলো এই লং টাইমের ট্রেড সেটআপ।

আপনার থিওরি টা ঠিক বুজে উঠতে পারলাম না। সুইং সেট আপের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হয়, আর সেই লাভের ট্রেড এনট্রি তে এস এল দিয়ে টিপি বসায়ে, এই লাইন দিয়ে কি বুজিয়েছেন যদি একটু ব্যাখ্যা করে দেন তাহলে আমি কিছু শিখতে পারলাম আরকি। ধন্যবাদ

shariful
2016-09-20, 11:06 AM
লং ট্রেড আসলে কোন সময় করা উচিত? এটার কি কোন নির্দিষ্ট সময় আছে যেই সময় এ লং ট্রেড করা যায়।

milonkhanfx1993
2016-09-24, 12:02 AM
ভাল একটা সুইং পয়েন্ট অনেক সময় খুজেই পাই না ভাইয়া,তবে এরেক্টা বিষয় লং ট্রেডের ক্ষেত্রে,সেটা হল মার্কেট এর সাপোর্ট আর রেসিস্ট্যান্স কেমন কাজে লাগতে পারে সেটা এক্তু বুঝিয়ে বললে কাজে এ লাগত।

nisho5533
2016-11-16, 09:44 PM
ভাই ফরেক্স এ লং ট্রেড করার পক্ষপতি আমি না ফরেক্স আপনি যদি লং ট্রেড করে থন তবে আপনার একাঊন্ট কখন কি হবে আপনি জানতে ও পারবেন না | তাই আমার মনে হয় আপনি যখন মাকেটে থাকবেন তখন ট্রেড কোড়া ঠীক হবে আপোণী আপোণাড় চোখে দেখতে পারবেন আপনার একাঊন্ট অবস্থা |

shimul77ss
2016-11-20, 05:36 PM
ফরেক্স মার্কেটে লং ট্রেড করে ভাল লাভ বান হওয়া যাই। আমি লং ট্রেডে ট্রেড করি।কারন এতে ঝুকি অনেক।লং ট্রেড করার সুবিধাও অনেক।সারাদিন মার্কেত নিয়ে পড়ে থাকা লাগে না।একদিনে যেকোন একজাইগাই এন্ট্রি নিয়ে স্টপ লস সিলেক্ট করে দিলেই লং ট্রেড শুরু হয়ে যাই।

nisho5533
2016-11-20, 07:05 PM
আমি ফরেক্স এ লং ট্রেড করার পক্ষপাতি না আমি মনে করি ফরেক্স মাকেট থেকে আয় করতে হলে আমি যত খন মাকেটে থাকব আমি তত খন ট্রেড করব | ফরেক্স মাকেটে লং ট্রেড থেকে সহজে আয় করা যায় না আর আপনার একাউন্ট কখন কি হবে আপনি কিছু বলতে পারবেন আপনাকে সব সময় মাকেটে থাকতে হবে |

shaminfx
2016-11-20, 07:43 PM
ফরেক্স মার্কেটে যারা নতুন আসে, তারা আসলে সর্ট টাইম টা বেশি পছন্দ করে থাকে,এটা সবার জন্য হয় নতুন অবস্থাই, তার পর যখন আস্তে আস্তে বুঝতে পাড়ে আসলে সর্ট টাইম টা দিয়া প্রতি নিওত প্রফিট করা জাই,।।আর আমার মনে হয় কি ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে লং টাইমে সব থেকে ভালো একটা পারফেক্ট টাইম......।

Mamun13
2017-10-03, 08:58 PM
ফরেক্স মার্কেটে যারা সত্যিকারের পেশাদার ও প্রতিষ্ঠিত ট্রেডার তারা সবাই লং ট্রেডার রূপে ট্রেড করেন৷সফল ট্রেডারগণ সর্বদা লং টাইম ফ্রেম দেখেই এনালাইসিসগুলো করে থাকেন৷কারন শর্ট টাইম ফ্রেমগুলো সর্বদা লংটাইম ফ্রেমগুলোকে ফলো করে চলে৷তাই শর্ট টাইম ফ্রেম দেখে ট্রেড করা খুবই রিস্কি আর লং টাইম ফ্রেমে ট্রেড করাই যথোপযুক্ত এবং সঠিক পদ্ধতি৷

Montu Zaman
2018-04-19, 03:48 PM
ভাল একটা সুইং পয়েন্ট অনেক সময় খুজেই পাই না ভাইয়া,তবে এরেক্টা বিষয় লং ট্রেডের ক্ষেত্রে,সেটা হল মার্কেট এর সাপোর্ট আর রেসিস্ট্যান্স কেমন কাজে লাগতে পারে সেটা এক্তু বুঝিয়ে বললে কাজে এ লাগত।
আমি লং ট্রেড পছন্দ করি এবং এটা বেছেঁ নিতে আমি ১:১০০০ লিভারেজ নিয়েছি। সুতরাং কোন একটি কারেন্সী ভাল করে লং টাইমফ্রেম (৬ মাস বা ১ বছরের) বিশ্লেষন করে বাই বা সেল এন্ট্রি নেবার সেটা আমি ঊর্ধ্বমুখী নাকি নিম্নমুখী ট্রেন্ড দেখে নিই। তারপর কোন ট্রেড এ পজিশন নিয়ে নিয়ে অবস্থা বুজে ১০০ থেকে ২০০ পিপস বসিয়ে ট্রেডে এন্ট্রি করি। আর এই কাজটি প্রতিদিন করি যদিও এর জন্য গুরুত্বপূর্ণ ema/ma, পিভট পয়েন্ট বের দেখে নিএয় sup/res গুলো higher টাইম ফ্রেম এ মার্ক করে রাখি। ট্রেড দেবার আগে আমি কি ১ বারের জন্য হলেও ট্রেনড ।আখ এবং গুরুত্বপূর্ণ নিউজগুলো ভাল করে দেখে নিই।

jakaria991
2018-12-03, 12:09 AM
আসসালামুয়ালাইকুম, লং ট্রেড বলেন আর শট ট্রেড আমি মনে করি দুটোতেই লাভ আছে, তবে তখনই যখন আপনি ফরেক্স সম্পরকে ভাল ভাবে বুজবেন । না বুজে ট্রেড করলে আপনি ১০০% লস করবেন তবে ঝরে বক মরার মত লাভও হতে পারে কিন্তু সেটা ধরে রাখতে পারবেন না । আমার দেখা মতে ১ ঘন্টা, ৪ ঘন্টা, ১ দিন টাইমফ্রেম গুলু লাভ করার জন্ন ভাল কারন এ সব টাইমফ্রেমে ট্রেড করার জন্য অনেক সময় পাওয়া যায় । আমার মনে হয় ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে লং টাইমে সব থেকে ভালো একটা পারফেক্ট টাইম

fxjaman
2018-12-04, 12:46 PM
আসলে লং টাইমফ্রেমে ট্রেডগুলো করলে রির্স্কের পরিমাণটা অনেক কম থাকে। ঠান্ডা মাথায় খুব শান্তিমত মার্কেট অ্যানালাইসিস করা যায়, এছাড়াও আরও একটা সুবিধা আপনাকে ঘন ঘন মার্কেট দেখতে হবে না, মাসে একবার অথবা দুবার দেখেন এতেই আপনার ট্রেড ক্লোজ হবার জড়ালো সম্ভাবনা থাকে। তবে এর জন্য আপনাকে অনেক ধৈর্য্যশীল হতে হবে।

shohanjacksion
2019-01-22, 11:29 AM
টেনশন ফ্রি ট্রেড করতে হলে ভাল একটা সুইং সেট আপের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হয়, আর সেই লাভের ট্রেড এনট্রি তে এস এল দিয়ে টিপি বসায়ে, কিছু নিয়ে, তার পর সেই ট্রেড এর দিকে নজর না দেয়ায় বুদ্ধি মানের কাজ। চেষ্টা করে দেখুন এক সময় অভ্যাস হয়ে যাবে।
এই মার্কেট এ টিকে থাকার মহা ঔষধ হলো এই লং টাইমের ট্রেড সেটআপ।

লং টাইম ট্রেডের জন্য অবশ্যই বড় অংকের ডিপোজিট থাকা আবশ্যক। কেননা , আমরা লক্ষ্য করলে দেখি যে, বেশির ভাগ ট্রেডার লস করে থাকেন শুক্রবার দিন ,বিশেষ করে প্রতি মাসের প্রথম শুক্রবার দিনে অনেকের ব্যালেন্স জিরো হয়ে যায়। যেই পদ্ধতি অবলম্বন করলে আপনার ব্যালেন্স জিরো হবেনা এবং অল্প হলেও প্রফিট হবে সেই পদ্ধতিই ভাল। আপনার এ পদ্ধতিটি অবশ্যই ভাল। তবে ক্যারি ট্রেডের জন্য মোটা অংকের ব্যালেন্স এবং ছোট লটে ট্রেড করে বসে থাকতে পারলে খুব ভাল একটি নিশ্চিত প্রফিট পাওয়া যেতে পারে।

princeeyasin
2019-05-06, 07:31 AM
ফরেক্স মার্কেটেে ট্রেড দুইটি অপশন আছে এক হল সট টাইম ট্রেড আর লঙ্গ টাইম ট্রেড এবং এখানে ট্রেডারা দুই ভাবে কাজ করে থাকে তবে আমার মতে লঙ্গ ট্রেড এ ঝুকি থাকে কম।

princeeyasin
2019-05-06, 07:39 AM
ফরেক্স মার্কেটেে ট্রেড করে টিকে থাকতে গেল আপনাকে লং ট্রেড করতে হবে। আর একটা জিনিস মাথায়ই রাকতে হবে বেশি লোভ করা যাবে না তাহলে ফরেক্স মার্কেটেে আপনি টিকে থাকতে পারেন না।

FX7
2019-12-02, 01:39 AM
একটা পেয়ারে বাই টেড দিয়েছিলাম দুমাস আগে। সেই পেয়ার যে বেকআউট হয়ে যাবে তা বুঝি নি। মাকেট এত সেল হয়ে গেছে যে আমি ৪০+লসে এগিয়ে গেছি।এখন সে টেড আমার লং টেডে চলতেছে।লসে ক্লজ করিনি বিধায় এখন আমাকে আরও লস গুনতে হচ্ছে।আর মাকেট কেটে দিলে দেখা যায় যে মাকেট উপরে উঠতেছে,সেই চিন্তা করে টেড লং করে ফেলছি এখন আমার লসও লং লস হচ্ছে

Rokibul7
2020-03-07, 11:54 PM
লং টেড করার জন্য কেমন ব্যালেন্স থাকা প্রয়োজন।আর যদি ক্যাপিটাল আমার কম হয় তাহলে লং টেড আমি কেমন প্রফিট পাবো?ধরুন আমার ব্যালেন্স ১০০ডলার।আমি ১সেন্ট করে লং টেড নিলে আমার কেমন লাভ হবে।সেটা হয়তো বুঝতে পারছি যে আপনি বলবেন,যে পিপস /লট অনুজায়ি লাভ হবে।তবে লং টেডে ১০০ডলার দিয়ে কি মাসে ২০/২৫ডলার লাভ করা সম্ভব?আমার ৬মাসের অভিজ্ঞতা দিয়ে?

SR12
2020-03-31, 08:49 PM
ফরেক্সে যারা প্রফেশনাল ট্রেডার তারা মুলত লং টাইম ট্রেডার বলেই আমি মনে করি। আর লং টাইম ট্রেডিংয়ে রয়েছে অনেক সুবিদা যেমন ভালো করে একটি ট্রেডে এন্ট্রি নিতে পারলে তা থেকেই অনেক পিপস কালেক্ট করা সম্বব হবে। তবে এজন্য অবশ্যই ডেইলি ক্যান্ডেল বা ওয়েকলি ক্যান্ডেল এনালাইসিস করতে হবে এবং মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে।

FREEDOM
2020-04-01, 08:35 PM
লং টাইম ট্রেড সবসময়ই ভালো ফলাফল দেয় যদি সঠিকভাবে এনালাইসিস করে ট্রেডে এন্ট্রি নেওয়া যায়। তবে সবসময় লং ট্রেড নেওয়ার সুযোগ পাওয়া যায় না এজন্য অনেক বেশি সময় অপেক্ষা করতে হয়। এমনও হয় সপ্তাহে একটি ভালো সুযোগ পাওয়া যায় লং ট্রেডের জন্য। তাই যারা ধৈর্য সহকারে লং ট্রেড করতে পারবে তাদের লাভের সম্ভাবনা অনেক বেশি তৈরি হবে।