PDA

View Full Version : কারেনশী প্রাইস নির্ধারণে কোন কোন বিষয় জড়ি



syed_rana
2016-02-13, 03:07 PM
আমরা অগ্রীম ভাবে জানিনা কোন কারেন্সী স্ট্রং হবে বা কোন কারেন্সী লুজ হবে ! সাধারনত কোন দেশের মুদ্রার মান বাড়বে বা কমবে তা সেই দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে ।কিন্তু ওয়াল্ডের বড় বড় গভর্ন্র প্রেস ব্রিফিং করার প পরি ব্যপক পরিমানে মুদ্রা মুভমেন্ট হয় ।এটার কারণ কি ?

MotinFX
2016-02-13, 03:49 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে আমাদের কে এনালাইসিস করে ট্রেড করতে হয়। মার্কেটে প্রতিদিন কিছু নিউজ রিলিজ হয় আর সেই নিউজ গুলোকে বলা হয় ফান্ডামেন্টাল। নিউজ কেলেন্ডারে লেখা থাকে কখন কোন দেশের গভর্নর অর্থনীতি নিয়ে কথা বলবেন আমাদের সেই বক্তৃতার উপর নির্ভর করে ফরেক্স মার্কেটে মুবমেন করে।

Marufa
2016-02-13, 09:02 PM
মুদ্রার মান পরিবর্তনের সবচেয়ে বড় কারন চাহিদা এবং যোগানের পরিবর্তন । আর চাহিদা এবং যোগানের পরিবর্তন ঘটে তখন ই যখন বিভিন্ন অর্থনৈতিক সংবাদ পাবলিশ হয় । কারন এসব সংবাদ এর মাধম্যে দেশের এবং বিশ্বের বিভিন্ন অর্থনৈতিক অবস্থা তুলে ধরা হয় । আপনি নিউজ প্রফাইটার ইবুকটি পড়লে ক্লিয়ার হয়ে যাবেন ।

sharifulbaf
2016-03-30, 12:20 PM
ফরেক্স মার্কেটে কারেন্সি উঠানামা করে ফরেক্স মার্কেটের অর্থনৈতিক নিউজ এর উপরে ফরেক্স মার্কেটের কারেন্সির দাম উঠানামা করে থাকে,ফরেক্স মার্কেটের এই উঠানাকে কাজে লাগিয়ে আমরা প্রফিট করে থাকি,তাই ফরেক্স ট্রেডিং করার জন্য আমাদের ফরেক্স মার্কেটের নিউজের উপরে অনেক গুরুত্ব দিতে হবে।

Md Masud
2017-05-26, 10:18 AM
নিউজ রিলিজ হয় আর সেই নিউজ গুলোকে বলা হয় ফান্ডামেন্টাল। নিউজ কেলেন্ডারে লেখা থাকে । ফরেক্স মার্কেটের এই উঠানাকে কাজে লাগিয়ে আমরা প্রফিট করে থাকি,তাই ফরেক্স ট্রেডিং করার জন্য আমাদের ফরেক্স মার্কেটের নিউজের উপরে অনেক গুরুত্ব দিতে হবে ।

Mamun13
2017-11-28, 08:38 PM
ফরেক্স মার্কেটে লেনদেনের ফলেই মার্কেট প্রাইস উঠানামা করে থাকে৷বিশেষ করে কোনো বড় ধরনের নিউজ আওয়ারেই এই ভাবে প্রাইস দ্রূত ও খুব বেশি মুভমেন্ট করতে থাকে৷এর মূল কারন হলো ঐ নিউজ আওয়ারে বিশ্বের বড় বড় সুপার ব্যাংক সহ সকল ফিনানসিয়াল প্রতিষ্ঠান এবং অভিজ্ঞ ট্রেডারগণ সবাই একসাথে ব্যাপক লেনদেন শুরু করে দেন,ঐ সময়টাতে একটা বৃহৎ মুভমেন্ট হয়৷

samun
2021-07-19, 10:42 AM
মার্কেটে লেনদেনের ফলেই মার্কেট প্রাইস উঠানামা করে থাকে৷বিশেষ করে কোনো বড় ধরনের নিউজ আওয়ারেই এই ভাবে প্রাইস দ্রূত ও খুব বেশি মুভমেন্ট করতে থাকে৷ আসলে ফরেক্স মার্কেট হলো এমন একটি প্লাটফর্ম যেখানে যদি নিজের জ্ঞান দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগানো যায় তবে জীবনের একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব ফরেক্স মার্কেটে আমি নতুন অনেক কিছু সম্পর্কেই জানিনা আর জ্ঞান অর্জন করার কোনো শেষ নেই তাই নতুন নতুন একটি বিষয় সম্পর্কে জানাটা খুব বেশি প্রয়োজন তাই ফরেক্স মার্কেটে এসকল বিষয় সম্পর্কে জানো আমার খুব বেশি আগ্রহ এতে করে নিজের জ্ঞান দক্ষতা বৃদ্ধি পাবে পাশাপাশি ফরেক্স মার্কেটে দক্ষতার সাথে পরিচালনা করা সম্ভব হবে তবে ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা সম্ভব