PDA

View Full Version : ফরেক্স ট্রেডিং সংক্রান্ত কয়েকটি ভুল ধারন



MohabbatElahi
2016-02-16, 10:50 PM
01) Leverage নিয়ে ট্রেডিং করা হারাম, কারন Leverage মানে Loan.
বেশির ভাগ ফরেক্স ট্রেডারই জানেন যে leverage মানে loan, কিন্তু আসলেই কি leverage মানে loan ? লেভারেজের কারনে কি আমাদের Trading balance বৃদ্ধি পাই?
উত্তর ঃ না …………….
Leverage মানে Loan নয় ,আপনি হয়ত শুনে অবাক হচ্ছেন যে leverage মানে loan না হলে কি হবে?
আমার কাছে stock exchange-এর leverage এবং ফরেক্স মার্কেটের leverage এক নয়, কারন ফরেক্স মার্কেটে লেভারেজের কারনে বেলেন্স বৃদ্ধি পাইনা, আমি আজ দীর্ঘ ৬ বছর ফরেক্স মার্কেটে ট্রেড করছি কিন্তু লিভারেজের কারনে বেলেন্স *বৃদ্ধি পেতে দেখিনি, যেমন 1:50 লিভারেজে কখনো এক ডলার Deposit-এর বিপরিতে ৫০ ডলার balance দেখিনি, তাহলে leverage অর্থ loan কিভাবে হয়? অথবা এটি কেমন loan?
আপনি হয়ত বলতে পারেন লিভারেজের কারনে আপনি অনেক বেশি buy & selling করে Earn করার সুযোগ পাচ্ছেন যা সাধারনত সম্ভব নয়, এখন আমার প্রশ্ন হলো যদি তাই হয় তাহলে leverage মানে কি loan? না কি, purchase power বা ক্রয় ক্ষমতা ??
অবশ্যই purchase power বা ক্রয় ক্ষমতা, যে ক্ষমতার কারনে আমরা অল্প পুঁজি দিয়ে অনেক বেশি আয় করার সুযোগ রাখি, এবং এই সুবিধা ব্যবহারের কারনে আমরা যে profit make করি এর উপর broker কোন প্রকার commission search করেনা, পক্ষান্তরে স্টক মার্কেটে leverage মানে loan, যেখানে আপনাকে leverage trading এ কমিশন সহ Interest বা সুদ pay করতে হয়, যা ফরেক্স মার্কেটে প্রযোজ্য নয় কারন ফরেক্স মার্কেটে leverage মানে ক্রয় ক্ষমতা not loan.
এ বিষয়ে একটি উদাহরন দেওয়া যেতে পারে… যেমন আপনি আমার থেকে এক লক্ষ টাকার বিপরিতে দুই লক্ষ টাকার মাল নিয়ে গেলেন এবং তা বিক্রি করে আমার বাকি এক লক্ষ টাকা পরিশোধ করে দিলেন কোন প্রকার বাড়তি সুদ বা কমিশন ছাড়া, That means আমি আপনাকে এক লক্ষ টাকার বিপরিতে ২ লক্ষ টাকার লেনদেনের ক্ষমতা দিলাম ফলে আপনি বেশি লাভবান হলেন, এক্ষেত্রে আমার প্রফিট হলো আমি বেশি মাল বিক্রি করতে পেরেছি, এবং আপনিও নির্দিষ্ট পুজির বিপরিত অনেক বেশি অর্থ আয় করতে পেরেছেন,
ঠিক ফরেক্স মার্কেটে প্রতিটি ব্রোকার ট্রেডারদের কে leverage সুবিধা দিয়ে থাকেন যেন ট্রেডার গন অল্প পুঁজি বিনিয়োগ করে বেশি লাভবান হতে পারে, তবে বাজার মূল্যায়নের বিষয় টি আপনার, আপনি কি ভাবে এই ক্রয় ক্ষমতা কাজে লাগাবেন সেটি আপনার বিষয়, আসা করি বুঝতে পেরেছেন. এর পরও যদি আপনি বলেন যে লেভারেজ মানে লোন তাহলে বলতে হবে নিম্মোক্ত প্রশ্নের উত্তর কি হবে….??

Leverage মানে loan হলে ব্যালেন্স বৃদ্ধি পাইনা কেন ?
Leverage মানে Loan হলে ব্রোকার profit money এর উপর কোন প্রকার কমিশন search করেনা কেন?
Leverage মানে লোন হলে ব্রোকার Margin call বা stop out-এ কোনপ্রকার ক্ষতিপুরুন দাবি করে না কেন?
Leverage মানে লোন হলে Interset pay করতে হয়না কেন ?
এক কথায় আমি এটাই বুঝাতে চাচ্ছি যে ফরেক্স মার্কেটে লিভারেজ ও স্টক মার্কেট লিভারেজ এক বিষয় নয় সূতরাং ইসলামী শরীয়তে লিভারেজ ইস্যুতে ফরেক্স ট্রেডিং কে অবৈধ ব্যবসা বলার সুযোগ নেই.



02) ফরেক্স মার্কেট সম্পূর্ন gambling market এক প্রকার জুয়া.

ফরেক্স মার্কেট সম্পর্কে অনেকেই এমন ধারনা পোষন করে থাকেন, এমন কি দীর্ঘ দিন ফরেক্স মার্কেটে ট্রেডিং এর সাথে সম্পৃক্ত অনেকেই ফরেক্স মার্কেট সম্পর্কে এমনটি ধারনা পোষন করেন, কিন্তু এ বিষয়ে তাদের কাছে কিছু অকল্পনিয় ও উদ্ভট যুক্তি আছে, যা সম্পূর্ন অজ্ঞতার পরিচয় বহন করে. চলুন এ বিষয়ে আলোচনা করি,

ফরেক্স কে বলা হয় Trading Market আর ট্রেডিং বলতে বুঝানো হয় Buy & Selling অর্থাৎ যেখানে ক্রয়-বিক্রয় বিদ্যমান. এবার আসুন ফরেক্স মার্কেটে কি কেনা-বেচা হয়?
০১) মূদ্রা
০২) খনিজ পদার্থ
০৩) UK শেয়ার
০৪) US শেয়ার.

এবার আসুন ক্রয়-বিক্রয় কিভাবে হচ্ছে?
ক্রয়-বিক্রয় বুঝার ক্ষেত্রে আমরা প্রাথমিক পর্যায়ে মূদ্রা নিয়েই আলোচনা করি,

দেখুন আমাদের সামনে দুটি মুদ্রার একটি যোগল রয়েছে,যেমন EUR/USD

যখন আপনি buy বা long position take করেন তখন আপনি কি করছেন আপনি কি জানেন ?

আপনি EURO buy করছেন বিপরিতে US dollar বিক্রি করছেন, আর যখন আপনি *sell বা short position take করছেন তার মানে আপনি EURO sell করছেন বিপরিতে US dollar buy করছেন, long position এর ক্ষেত্রে প্রত্যাশা US dollar এর বিপরিতে EURO price increase হোক, short position এর ক্ষেত্রে প্রত্যাশা EURO price falling এর মাধ্যমে US dollar strong হোক. এখন এই দুই প্রকারের ট্রেড সরাসরি currency market এ কার্যকর হয় মূলত দু-ভাবে এক dealing desk এবং অপরটি হল no dealing desk এবার আপনার মার্কেট মূল্যায়ন যদি সঠিক হয় তাহলে আপনি profit করছেন আর যদি বাজার বিশ্লেষন আপনার সঠিক না হয় সে ক্ষেত্রে আপনি ব্যবসাতে লস করছেন… তাহলে সারমর্ম কি দাড়াল? ফরেক্স হচ্ছে সূম্পুর্ন ট্রেডিং মার্কেট যেখানে ক্রয়-বিক্রয় বিদ্যমান,এবং সঠিক মার্কেট মূল্যায়নে একজন ফরেক্স ট্রেডার

কিন্তু যদি এটি gambling বা জুয়া হয় তাহলে বলতে হবে নিম্মোক্ত প্রশ্নগুলোর উত্তর কি হবে?

০১) জুয়া খেলা কে কি ট্রেডিং বলা হয়? অর্থাৎ যেখানে ক্রয়-বিক্রয় বিদ্যমান?
০২) জুয়া খেলাতে কি ক্রয়-বিক্রয় যোগ্য উপাদান ও মূল্য নির্ধারনির বিষয় বিধ্যমান?
০৩)ফরেক্স Liquidity provider -গন কি জুয়ারি যেমন HSBC, Bank of America etc…
০৪)জুয়া খেলাতে time limitation আছে, কিন্তু ফরেক্স ট্রেডিং মার্কেটে কি Trade closing এর জন্যে নির্দিষ্ঠ কোন Time limitation আছে?



03)মূদ্রার অস্তিত্য বিদ্যমান নয়, এখানে শুধু একটি প্রাইজ দেখানো হচ্ছে.

অনেকেই বলে থাকেন যে ফরেক্স মার্কেটে মূদ্রার অস্তিত্য বিদ্যমান নয়,এখানে শুধু একটি প্রাইজ দেখানো হয়, আসলেই কি তাই ?

মুটেও না ………………………….এটি সম্পূর্ন উদ্ভট কথা,
দেখুন আপনি যে অর্থ দিয়ে ট্রেড করছেন এর দুটি পরিনতি হতে পারে
০১)এক বৃদ্ধি পাবে
০২)অপরটি হল শূন্য হয়ে যাবে.

যদি বৃদ্ধি পাই তাহলে আপনি লভ্যাংশ উত্তলন করছেন, এবং এটি সরাসরি আপনার Local currency-তে convert করছেন, অপর দিকে যখন আপনি লসে কোন একটি ট্রেড ক্লোজ করছেন ঠিক তখনই আপনার losing amount লিকিউডিটি প্রোভাইডারের কাছে চলে যাচ্ছে, বিষয় টি এমন নয় যে আপনার ওপেন ট্রেড লসে গেলে সেটি সাথে সাথে ব্রোকার বা লিকিউডিটি প্রোভাইডার ক্লোজ করে দিচ্ছে বরং আপনি নিজেই বুঝে শুনে ট্রেড সম্পন্ন করছেন, ঠিক এভাবে প্রতিনিয়তই দুই পক্ষ currency buy & selling করে যাচ্ছে যার পরিমান বর্তমানে ৫ ট্রিলিয়ন ডলার,
এবার আসি Price নিয়ে… প্রাইজ টা আসলেই কি ?

দেখুন EUR/USD এখানে দুটি মূদ্রা মিলে একটি জোড়,এখন এই জোড়ের price value উঠা নামার পেছনে মূলত উভয় মূদ্রার প্রভাব বিদ্যমান, যেমন global business এ যদি আজ কে EURO-র তুলনায় US dollar storong হয় তাহলে এক্ষেত্রে EUR/USD currency pair-টি bearish pattern-এ ক্লোজ হবে. বিপরিতে bullish pattern, আর যদি price equal হয় তাহলে Doji তে close হবে…. এখন এই মুদ্রা যুগলে কোন টি বৃদ্ধি পাচ্ছে সেটি আমরা meta trader traminal-এ দেখতে পাচ্ছি… সূতরাং বাজার মূল্যায়ন করে আমরা ব্রোকারের সহায়তায় buy & selling করছি, এখন যদি এখানে মূদ্রার অস্তিত্যই বিদ্যমান না থাকে তাহলে আপনাকে বলতে হবে

০১) বিড/অকস রেট বলতে আপনি কি বুঝেন ?
০২) কারেন্সি ইন্ডেক্স বলতে আপনি কি বুঝেন ?
০৩) আপনার Investment বা profit money উথড্র করলে সেটি কি ভাবে local currency-তে রূপান্তরিত হয়?
০৪) ডেমো ট্রেডিং একাউন্ট এবং রিয়েল ট্রেডিং একাউন্টের মাঝে পার্থক্য কি?
০৫) ব্রোকার বা লিকিউডিটি প্রোভাইডারের কাছে মূদ্রার অস্তিত্য বিদ্যমান না থাকলে আপনি উথড্র করেন কি ভাবে? এবং ডিপোজিটের ফাংশনই বা কেন ?

প্রিয় পাঠক কষ্ট করে এই আর্টিকেল টি পড়ার জন্যে ধন্যবাদ. যদি আমার ব্যাক্তিগত এই মার্কেট মূল্যায়নে কোন একটি বিষয় ভুল হয়ে থাকে তাহলে দয়া করে যৌক্তিক ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিবেন, কারন আমিও ভুলের *উর্ধে নয়. আমি জানতে পছন্দ করি, কারন আমাদের সমাজ ব্যবস্থায় একটি বিষয় কে যখন আমরা সঠিক ভাবে বিশ্লেষন করতে ব্যার্থ হয় ঠিক তখনই এটি বিতর্কিত হয়ে উঠে,বর্তমানে অনেকেই ফরেক্স মার্কেট কে হারাম বা জুয়া ইত্যাদি বিভিন্ন ভাবে মূল্যায়ন করছেন, তাই সচেতনতা সৃষ্টি ও ব্যাক্তিগত মার্কেট মূল্যায়ন আপনাদের কাছে উপস্থাপন করলাম, ভুল হলে উপযুক্ত ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিবেন কৃতজ্ঞ থাকব৤

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Md Mohabbat E-Elahi
Analytical Expert: Forex & CFD Market.
writer: The insider secret of global Forex Market.
Skype: mohabbatelahi

farabi
2016-04-03, 09:44 PM
প্রথমেই পোস্ট দাতাকে অনেক ধন্যবাদ এমন মুল্যবান তথ্য দেওয়ার জন্য। আমি অনেকদিন যাবত অনেকই অনেক ভাবে এই প্রশ্নগুলো করতাম কিন্তু কারো কাছে সঠিক উত্তরটা পাই নাই। আবার উত্তর পেলেও তা এইভাবে গুছানো পাই নাই। আমি নিজেও ভাবতাম যে ফরেক্স মানেই জুয়া এবং ফরেক্স এইটা হারাম। এখন সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছে।