PDA

View Full Version : ট্রেডিং ফেইজ নিয়ে কিছু কথা



syed_rana
2016-02-22, 01:12 PM
আপনার ,আমার ট্রেডকে নিপুণভাবে পরিচালনা করার জন্য কিছু বিষয়ের উপর জোর দিতে হয়,যা ট্রেডকে আরো বেশি ইফেক্টিভ এবং ফলফ্রসু করবে । এই গলোর সমষ্টিকেই ট্রেডীং ফেইজ বলা হয় । ট্রেডিং ফেইজের মধ্যে যে বিষোয় গুলি গুরুত্বপূর্ন তা হচ্ছে ১)হিস্টোরিক্যাল মুভস ২) সেটআপ ৩) ট্রেডিং এন্ট্রি রুল ৪) রিস্ক ম্যানেজমেন্ট ৫) মানি ম্যানেজমেন্ট ৬) ট্রেড ম্যানেজমেন্ট ইত্যাদি জিনিস একটি ট্রেডকে আরেও বেশি স্ট্রং করে তুলে ।

Marufa
2016-02-22, 06:08 PM
ভাল একটি বিষয় সর্ম্পর্কে বলেছেন । আসলে এগুলো যথাযথভাবে অনুসরন করা ছাড়া কেউই সফল ট্রেডার হতে পারেনা । একজন সফল ট্রেডার হতে হলে প্রতিটি বিষয়ের প্রতি সমান গুরুত্ব দিতে হবে তবেই একজন সফল ট্রেডার হওয়া যাবে । আমি আমার ট্রেডিং ফেইজ তেরি করার জন্য কাজ করছি ।

sharifulbaf
2016-03-27, 10:40 PM
ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হতে হলে অনেক নিয়ম মেনে ফরেক্স ট্রেডিং করতে হয়, যদিও বিরক্ত লাগবে নিয়ম মানা যদি নিয়ম ব্রেক করে লোভে পরে ট্রেডিং করেন তাহলে ফরেক্স মার্কেটের একাউন্ট জিরো হয়ে যাবে,ফরেক্স মার্কেট হতে ভাল প্রফিট করার জন্য আমাদের টার্গেট নিতে হবে,অভার ট্রেডিং করা যাবেনা,স্টপ লস ব্যাবহার করতে হবে।

Md Masud
2017-05-26, 02:07 PM
একজন সফল ট্রেডার হতে হলে প্রতিটি বিষয়ের প্রতি সমান গুরুত্ব দিতে হবে তবেই একজন সফল ট্রেডার হওয়া যাবে । ফরেক্স মার্কেটের একাউন্ট জিরো হয়ে যাবে,ফরেক্স মার্কেট হতে ভাল প্রফিট করার জন্য আমাদের টার্গেট নিতে হবে । ট্রেডকে আরো বেশি ইফেক্টিভ এবং ফলফ্রসু করবে । এই গলোর সমষ্টিকেই ট্রেডীং ফেইজ বলা হয় ।

Mamun13
2017-11-28, 10:50 PM
ট্রেডিং ফেইজের সর্বপ্রথম বিষয় হলো-#সঠিক ও কার্যকরী ট্রেডিং স্ট্র্যাটেজী,#মানি মেনেজমেন্ট এবং রিস্ক রিওয়ার্ড রেশিও #ট্রেডিং সাইকোলোজী৷আপনার ট্রেডিং সাইকোলোজী যত স্ট্রং হবে আপনার এনালাইসিসগুলো ততই সঠিক ও মজবুত হবে৷আপনার মানি মেনেজমেন্ট এবং রিস্ক রিওয়ার্ড রেশিও যত ভালো হবে আপনার প্রফিটও তত ভালো আসবে৷আর আপনার ট্রেডিং স্ট্র্যাটেজী যত সঠিক হবে আপনার প্রত্যেকটি এন্ট্রী নিখুঁত হবে৷

samun
2021-07-25, 10:14 AM
আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে ফরেক্স মার্কেটে আমি তিন বছর যাবত কাজ করলেও খরচ মার্কেট সম্পর্কে আমি একদমই অজ্ঞ এসকল বিষয় সম্পর্কে জানতে পারলে নিজেকে দক্ষ অভিজ্ঞ এবং জ্ঞানী ট্রেডার হিসেবে গড়ে তোলা খুবি সহজ হবেএকজন সফল ট্রেডার হতে হলে প্রতিটি বিষয়ের প্রতি সমান গুরুত্ব দিতে হবে তবেই একজন সফল ট্রেডার হওয়া যাবে । ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য অবশ্যই সকল জ্ঞানের সমন্বয় নিজেকে গড়ে তোলা খুবি গুরত্তপূর্ণ না হলে ফরেক্স মার্কেটে খুব বেশিদিন টিকে থাকা সম্ভব হবে না