PDA

View Full Version : ইন্সটা ফরেক্স একাউন্ট ভেরিফাই না হলে



imran987
2016-03-02, 04:31 PM
ইন্সটা ফরেক্স একাউন্ট ভেরিফাই না হলে আমি কি টাকা উত্তোলন করতে পারবো? বড় ভাইদের কাছে জানার জন্য আগ্রহ প্রকাশ করছি।

InstaForex Sushantay
2016-03-02, 06:07 PM
ইন্সটা ফরেক্স একাউন্ট ভেরিফাই না হলে আমি কি টাকা উত্তোলন করতে পারবো? বড় ভাইদের কাছে জানার জন্য আগ্রহ প্রকাশ করছি।

সুহৃদ , ভেরিফিকেশন ছাড়া আপনি টাকা উত্তোলন করতে পারবেন না। টাকা উত্তোলন করার জন্য আপনার ইন্সটাফরেক্স ট্রেডিং অ্যাকাউন্টটি ২য় লেভেল ভেরিফিকেশন করতে হবে।
ইন্সটাফরেক্স চুক্তির শর্তানুসারে, ট্রেডিং অ্যাকাউন্ট ​​ভেরিফিকেশন একটি ঐচ্ছিক বিষয়। কিন্তু এটা আপনার পাসওয়ার্ড অথবা অন্যান্য গোপনীয় তথ্যসহ ট্রেডিং অ্যাকাউন্টকে নিরাপত্তা দিয়ে থাকে। ​​​​​​
যদিও অ্যাকাউন্ট ভেরিফিকেশন না করলে আপনার ট্রেডিং এ কোন প্রভাব ফেলেনা। ​ভেরিফিকেশন বা মূল্যায়ন এর জন্য দুইটি যাচাই স্তর বা লেভেল আছে। আপনি প্রথম এবং দ্বিতীয় স্তর । আপনি প্রথম স্তর পার করার পর, দ্বিতীয় যাচাই স্তরের এক্সেস পাবেন।
​​প্র​থম লেভেল ভেরিফিকেশনের জন্য আপনাকে​​​ ​​ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট এর স্ক্যানকপি সঠিকভাবে আপলোড করতে হবে​ (আপনার হাতে ধরে মুখমন্ডলসহ ছবি)​।
​http://support.instaforex.com/en/types_of_client_authentication​
এবং ​​দ্বিতীয় লেভেল ভেরিফিকেশনের জন্য আপনার ট্রেডিং অ্যাকাউন্টে​র​ উল্লেখিত ঠিকানা সম্বলিত আপনার যে কোন যে ব্যাংক অ্যাকাউন্টের (তিন মাসের অধিক পুরানো নয়) এক মাসের ব্যাংক Statement, গ্যাস বিলের কপি, বা বিদ্যুৎ বিলের কপি দিয়ে সেকেন্ড লেভেল ভেরিফাই করতে পারবেন।
আর ইসস্টাফরেক্সের ভেরিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে এই লিঙ্কটি অনুসরণ করুন-
https://www.instaforex.com/bd/verification.php

আপলোড এর ৭২ ঘন্টার মধ্যে এই নথি চেক করার পর আপনার ট্রেডিং অ্যাকাউন্টকে আপগ্রেড করা হবে। অথবা অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য অতিরিক্ত ডকুমেন্ট প্রয়োজন আছে হলে তা জানানো হবে।
​ইন্সটাফরেক্স: সবসময় এক ধাপ এগিয়ে! ইন্সটাফরেক্স এর সাথেই থাকুন।​
ধন্যবাদ

raju0000
2016-03-02, 08:21 PM
এই প্রশ্নের সঠিক উত্তর দেয়ার জন্য প্রথমে আমার জানতে হবে আপনি কি টাকা দিয়ে ট্রেড করছেন নাকি বোনাস ডলার দিয়ে?? যদি টাকা বিনিয়োগ এর মাধ্যমে ট্রেড করে উত্তোলন করতে যান তবে ভেরিফাই এর কোনো প্রয়োজন পরেনা.কিন্তু যদি ফোরাম বোনাস এর মাধ্যমে ট্রেড করে প্রফিট উত্তোলন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ভেরিফাই করার প্রয়োজন রয়েছে.

fatemaakhter
2016-03-02, 11:06 PM
ফরেক্সের মত একটা গুরুত্বপূর্ন ক্ষেত্রে ভেরিফাই খুবই প্রয়োজনীয়। ভেরিফাই ছাড়া একাউন্ট স্বচ্ছল বা ব্যবহারউপযোগী হয় না। এছাড়াও ভেরিফাই ছাড়া একাউন্ট বৈধতা পায় না কিন্তু ভেরিফাই করার মাধ্যমে একাউন্ট বৈধ এবং নিশ্চয়তা পায়। কেননা যেসব ক্ষেত্রে ভেরিফাই করা বাধ্যতামূলক নয় সেসব সাইটের নিরাপত্তা কম।কিন্তু যারা ভেরিফাই বাধ্যতামূলক করে সেসব ক্ষেত্রে নিরাপত্তা বেশি। আমি নিজেও ভেরিফাই করে ফরাম করেছি ।

basaki
2016-03-05, 10:06 AM
আমি মনে করি না কারন ফরেক্স মার্কেটে আপনার একাউন্ট বেরিফাই করাটার উপর অনেক কিছুই নির্বর করে তাই আমি মনে করি আপনার একাউন্ট যদি ভেরিফাই করা না থাকে তবে খুব তারাতারি ফরেক্স মার্কেটের আপনার একাউন্ট ভেরিফাই কতে নেন তাহলে আপনার কোন সমস্য আর হবে বলে আমার মনে হয় না।

Fxaziz
2016-03-05, 04:00 PM
না আপনি আপনার একাউন্ট ভেরিফাই করা ছাড়া ফরেক্স মার্কেট এ ট্রেড করলেও আয় করা তাজা উত্তোলন করতে পারবেননা।তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করা টাকা উত্তোলন করতে হলে আপনাকে অবশ্যই আপনার একাউন্ট ভেরিফাই করতে হবে না হই আপনি আপনার আয় করা টাকা উত্তোলন করতে পারবেননা।আপনি যদি ভেরিফাই করা ছাড়া আপনার একাউন্ট এ ট্রেড করেন তাহলে আপনার একাউন্ট এর জন্য হুমকি হয়ে দারাবে।তাই একাউন্ট ভেরিফাই করে আপনি আপনার ট্রেড শুরু করুন।

sharifulbaf
2016-03-24, 11:21 PM
ফরেক্স মার্কেটের ইনিস্ট্রা ফরেক্স ব্রোকারের একাউন্ট ভেরিফাই করতে পারেননা বা ভেরিফাই হয়না,,তাই আমি বলি একাউন্ট ভেরিফাই করতে হলে আপনাকে যে ডকুমেন্ট আপলোড করার কথা সে গুলি করলে একাউন্ট ভেরিফাই হয়ে যায়,যার কারনে আমাদের একাউন্ট ভেরিফাই করতে পেরেছি।

RUBEL MIAH
2016-03-26, 06:01 PM
ইন্সটাফরেক্স মার্কেটে প্রতিদিনের আয় প্রতিদিন উত্তোলন করা যায় তখনই যখন ভেরিফাইয়ের কাজ সম্পূর্ণ করা হয় । দুটো ভেরিফাইয়ের কাজই সম্পূর্ণ করত হবে তা না হলে ডলার উত্তোলন করা কখনোই সম্ভব নয় । সুতরাং আমরা সব সময় আগে এ্যাকাউন্ট ভেরিফাই করে নেব তারপর এ্যাকাউন্টে ডলার ডিপোজিট করব তাহলেই সফলকাম হতে পারব ।

Realifat
2016-03-26, 07:24 PM
ইন্সটাফরেক্সে অ্যাকাউন্টের ভেরিফাই না করলে উইথড্র করতে পারবেন না। এমনকি এক লেভেল ভেরিফাই হলেও উইথড্র করতে পারবেন না।সকল লেভেল ভেরিফাই সম্পুর্ন থাকলে কেবল উইথড্র করতে পারবেন। তাই যারা যারা অ্যাকাউন্টের ভেরিফাই সম্পন্ন করেন নি তারা ভেরিফাই সম্পন্ন করে ট্রেড করার চেষ্টা কররুন যাতে উইথড্র করতে সমস্যায় না পরতে হয়।

Md Akter Hossain
2016-03-26, 09:14 PM
ইন্সটাফরেক্স সএকাউন্ট ভেরিফাই না হলে অাপনি টাকা তুলতে পারবেন কিনা সেটা নির্ভর করে আপনি কোন ধরনের অ্যাকাউন্ট ট্রেড করেন সেটার উপর । আপনি যদি ফোরামের পদত্ত লিংক ব্যবহার করে অ্যাকাউন্ট করেন তাহলে ভেরিফাই না হলে অাপনি টাকা তুলতে পারবেননা । তবে ফোরামের অ্যাকাউন্ট না হলে তুলতে পারবেন ।

Mamun13
2017-06-05, 10:23 PM
জী না,একাউন্ট 2 লেভেল ভেরিফাইড না করে কোনো ডলার উইথড্রো করতে পারবেন না৷তাই অবশ্যই ডলার ডিপোজিট করার পূর্বে আপনার ট্রেডিং একাউন্ট টি 2 লেভেল ভেরিফাইড করে নিবেন৷ভেরিফাইড একাউন্ট 100% নিরাপদ থাকবে,আপনার পুজিঁ ও প্রফিট নিরাপদ থাকবে৷

Momen
2017-07-22, 03:25 PM
জ্বি না, আপনার একাউন্ট যদি সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করা না থাকে তাহলে আপনি টাকা উত্তলন করতে পারবেন না। এর জন্য আপনাকে সবগুলো স্টেপ এর ভেরিফিকেশন কম্পিলিট করতে হবে তারপর টাকা উইথড্র দিন। অন্যথায়, আপনার দেয়া উইথড্রটি প্রসেস হবে না।