PDA

View Full Version : নবাগত ফরেক্স ট্রেডারদের জন্যে কিছু উপদেশ



MohabbatElahi
2016-03-09, 11:39 AM
ফরেক্স হচ্ছে অর্থনৈতিক মুক্তির এমন এক টি মাধ্যম যা সবার জন্যে উম্মুক্ত | এ মার্কেটে সফলতার পূর্ব শর্ত হল সবর্দা তথ্য দ্বারা নিজেকে এগিয়ে রাখা ও চৌকস থাকা অন্যথায় যে কোন দূর্ঘটনার সম্মুক্ষীন হওয়ার সম্ভাবনা রয়েছে,এর অন্যতম কারন হল সমন্বয় হিনতা অর্থাৎ Stock Exchange গুলোতে শেয়ার লেনদেনের ক্ষেত্রে সাধারনত সম্মীলিত আলোচনা পর্যালোচনার পাশা-পাশি একে অন্যের সাহায্য বা পরামর্শ গ্রহনের সুযোগ থাকলেও ফরেক্স ট্রেডারগন সেই সব সুবিধা থেকে বঞ্চিত ,কারন প্রতি একশত জন ফরেক্স ট্রেডারের মাঝে ৯০ জন ফরেক্স ট্রেডারই সিঙ্গেল ট্রেডার, ফলে মার্কেট মূল্যায়ন বা পরামর্শ গ্রহনে কারো কোন প্রকার সাহায্য পাওয়ার সুযোগ থাকেনা যা ট্রেডারদের জন্যে সঠিক সিদ্ধান্তে উপনিত হওয়ার ক্ষেত্রে অনেক বড় সমস্যা হিষেবে পরিলক্ষিত হয়, এবং এসব কারনে নতুন ফরেক্স ট্রেডারগনই খুব-বেশি ক্ষতিগ্রস্থ হয়ে থাকেন, তাই নবাগত ফরেক্স ট্রেডারদের প্রতি প্রত্যাশা থাকেবে ফরেক্স ট্রেডিং মার্কেটে প্রবেশের পূর্বে এবং পরে নিম্মোক্ত বিষয়গুলো মাথায় রেখে অগ্রসর হতে হবে |

০১)Trading concept না নিয়ে Forex মার্কেটে প্রবেশ করা যাবে না |

০২)পুঁজি ও প্রত্যাশা দুটির মাঝে সামাঞ্জস্য থাকা প্রয়োজন |

০৩)লোন নিয়ে ট্রেড করা যাবে না, এক্ষেত্রে দেওলীয়া হওয়ার সম্ভাবনা আছে |

০৪)হুজুকে কান না দিয়ে বিবেক খরচ করা৤

০৫)পাক্ষিক বা মাসিক টার্গেট নিয়ে বসে না থেকে প্রতিটি profit amount পৃথক রাখা |

০৬)প্রতিনিয়তই নিজেকে তথ্যে আপডেট রাখা, এবং বাজার বিশ্লেষন করা |

০৭)অন্য ট্রেডারদের পরামর্শ গ্রহন করা |

০৮)প্রতিটি ট্রেড start করার পূর্বে profit / loss-এর হিসাব মিলেয়ে নেওয়া |

০৯)সামগ্রীক ভাবে মার্কেট মূল্যায়ন করা |

১০)হাত ও ইমোশন কে নিয়ন্ত্রন রাখতে Trading terminal থেকে নন্যূতম দুই থেকে তিন হাত দূরে বসা |
----------------------------------------------------------------------------------------------------------------------
Md Mohabbat E-Elahi
Analytical Expert: Forex & CFD Market.
Writer:The insider secret of global forex marekt.

ফরেক্স বাবা
2016-03-26, 04:15 AM
ধন্যবাদ. সুন্দর উপদেশের জন্য। এছাড়া ডিমোতে পরিপূর্ণ অনুশীলন করে তারপর রিয়ালে ট্রেড করা উচিৎ।

Biplob72
2016-03-29, 12:52 PM
বাংলা ফরেক্স এই পেজ আমদের বাংঙ্গালিদের জন্য আর্শিবাদ সরূপ।

Md Akter Hossain
2016-03-29, 01:19 PM
খুব সুন্দর করে গুছিয়ে লেখেছেন । আশা করছি নতুনদের পাশাপাশি যারা পুরাতন আছেন তাদেরও অনেক উপকার হবে । আমি মার্কেটর সাথে জড়িত অাছি প্রায় দেড় বছরের মতো হল । চেষ্টা করবো অামিও অাপনার উপদেশ গুলো মোতাবেক তৈুরি করতে । কেননা লস করলে অনেক খারাপ লাগে ।

basaki
2016-03-29, 03:35 PM
ফরেক্স মার্কেটে যারা নতুন তাদের ক্ষেত্রে য্র বিয়াহিয়টা লক্ষ রাখতে হবে সেটা হচ্ছে অভার ট্রেডিং। কেউ যদি ফরেক্স মার্কেটে ট্রেড কপ্রতে গিয়ে অভার ট্রেড করতে চায় তবে তা পারবে কিন্তু আমি মনে করি অনেক রিক্স হয়ে যাবে। কারন অভার ট্রেড করলে লস হবার সম্ববনা থাকতে পারে।