PDA

View Full Version : ইন্সটাফোরেক্স একাউন্ট ভেরিফাইড এর সুবিধ&



Tazul Islam
2016-03-09, 08:52 PM
স্ক্রীল একাউন্ট ভেরিফাই না হওয়ার পূর্বেই যদি ট্রেড শুরু করি তাহলে কি কোন সমস্যা আছে। আমাকে একটু বুঝিয়ে বলবেন।

Md Akter Hossain
2016-03-09, 10:03 PM
ইন্সটাফোরেক্স একাউন্ট ভেরিফাইড এর সাথে আপনার স্কিল অ্যাকাউন্টের ভেরিফাইড এর সম্পর্ক নাই । আপনি যদি প্রফিট করেন তাহলে আপনি আপনার ডলার যখন ইচ্ছা তখন আপনার স্কিল এ নিতে পারেন । এমনকি স্কিল অ্যাকাউন্ট ভেরিফাইড না থাকলেই । স্কিল অ্যাকাইন্ট ভেরিফাইড থাকলে আপনি বাড়তি কিছু সুবিদা পাবেন । আর কিছু না ।

Md Sanuwar Hossain Hossai
2016-03-09, 11:59 PM
ফরেক্স একাউন্ট ভেরিফাই এর সাথে স্কিল অ্যাকাউন্টের ভেরিফাই এর সম্পর্ক নাই। আপনি আপনার ফরেক্স একাউন্ট ভেরিফাই করেই ট্রেড করতে পারবেন কোনো সমস্যা নাই,,, ফরেক্সের ডলার আপনি য়ে কোনো অনলাইন ব্যাংক একাউন্টে থেকে তুলতে পারবেন।

rahmot255
2016-03-10, 07:10 AM
আমি জানি ইন্সটাফোরেক্স একাউন্ট ভেরিফাইড এর সাথে আপনার স্কিল অ্যাকাউন্টের ভেরিফাইড এর সম্পর্ক নাই । আপনি যদি প্রফিট করেন তাহলে আপনি আপনার ডলার যখন ইচ্ছা তখন আপনার স্কিল এ নিতে পারেন । এমনকি স্কিল অ্যাকাউন্ট ভেরিফাইড না থাকলেই । স্কিল অ্যাকাইন্ট ভেরিফাইড থাকলে আপনি বাড়তি কিছু সুবিদা পাবেন । আর কিছু না ।

basaki
2016-03-10, 11:35 AM
না আমি মনে করি কোন প্রকার সমস্যা নেউ। কারন আপনার স্ক্রিল এর সাথে আপনার ইন্সটা ফরেক্স এর কোন সম্পর্ক নেউ। তাই আপনি এই ব্যপার নিয়ে কোন চিন্তা না করে আপনি ভাল করে ফরেক্স মার্কেটে ট্রেড করে যান তবে আপনি যদি লাভ করে উথড্র করতে চান তবে আপনার একাউন্ট বেরিফাই করতে হবে।

arvi
2016-03-10, 11:55 AM
ইন্সতাফরেক্স এর সাথে স্ক্রিল এর কোন সম্পর্ক নেই। আপনি ইচ্ছা করলে যখন তখন আপনার প্রফিতের টাকা ফরেক্স থেকে উঠাতে পারবেন । তাতে যদি আপনার স্ক্রিল এর একাউন্ত ভেরিফাই করা না ও থাকে তাতে কোন প্রব্লেম হবেনা । এছাড়াও আপনি ব্যাংকের মাধ্যমেও সহজেই আপনার টাকা উথাতে পারবেন ।

golam0000
2016-03-10, 12:19 PM
ভেরিফাই করা ছাড়াই আপনি ট্রেড করতে পারবেন তাতে কোনো সমসসা নাই.আপনি ট্রেড করে তার প্রফিট উত্তোলন ও করতে পারবেন যদি আপনি আপনার একাউন্ট টি রিয়েল ডলার দ্বারা পরিচালিত করে থাকেন.কিন্তু যদি আপনার একাউন্ট বোনাস ডলার দ্বারা পরিচালিত হয়ে থাকে তবে সেইক্ষেত্রে আপনি ট্রেড তো করতে পারবেন কিন্তু প্রফিট উত্তোলন করতে পারবেননা.

Fxaziz
2016-03-10, 03:50 PM
না কোন সমস্যা নাই।স্ক্রিল এবং ফরেক্স একাউন্ট এর মধ্যে তপাথ রয়েছে।আপনি স্ক্রিল একাউন্ট ভেরিফাই ছাড়া ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারেবন।তবে সে ক্ষেত্রে আপনার একটু সমস্যা হতে পারে।আর যদি আপনি আপনার ফরেক্স একাউন্ট ভারিফাই না করেন তাহলে আপনি ট্রেড করতে পারবেন ঠিকই কিন্তু আপনি আপনার আয় করা টাকা উত্তোলন করতে পারবেননা।তাই ফরেক্স মার্কেট এর রিয়েল একাউন্ট এ ট্রেড করার আগে আপনার একাউন্ট ভালোভাবে ভেরিফাই করে নিন।

pipshunter
2016-03-13, 11:10 PM
ইন্সটাফরেক্স এশিয়াতে সর্বশ্রেষ্ঠ ব্রোকার বলে পরিচিত।ইন্সটাফরেক্স অবসশই অ্যাকাউন্ট ভেরিফাইড করে এবং তিনি একজন সৎ ব্রোকার হওয়ায় ইনভেরিফিকেসন অ্যাকাউন্ট ব্যান করে দেয়।ইন্সটাফরেক্স আমদের অনেক সুবিধা দেন এবং একজন সৎ ব্রোকার সে একমাত্র ব্রোকার যিনি আমদের জন্য সুদবিহিন অ্যাকাউন্ট এর ব্যবস্থা করেছে।

Realifat
2016-03-13, 11:25 PM
স্ক্রিল অ্যাকাউন্টের ভেরিফাই না হলেও ট্রেডের কোনো সমস্যা নেই বলে মনে করি।কারন স্ক্রিল অ্যাকাউন্টের সাথে ট্রেডিং অ্যাকাউন্টের ট্রেড করার কোনো সম্পর্কে নেই।সম্পর্কে তখনই তৈরি হবে যখন আপনি ট্রেডে প্রফিট করবেন এবং প্রফিট উঠাতে চাইবেন।তবে প্রফিট উঠানোর জন্য স্ক্রিল ছাড়াও আরো অনেক মেথড রয়েছে যেগুলো ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন।

sharifulbaf
2016-03-22, 06:45 PM
আপনি আপনার ইনিস্ট্রা ফরেক্স এর একাউন্ট ভেরিফাই করে ট্রেডিং করতে পারবন,কিন্তু আপনার স্ক্রিল একাউন্ট ভেরিফাই না থাকিলে কোন সমস্যা নেই তাই পরে একাউন্ট ভেরি ফাই করে নিতে পারেন সে জন্য আপনাকে ভাল করে ট্রেডিং করতে পারেন, যদি প্রফিট স্ক্রিলের মাধ্যমে ব্যাং কে নিতে চান সে সময় ভেরিফাই করে নিতে হবে।

Mamun13
2017-05-29, 08:15 AM
আপনি স্ক্রীল একাউন্ট কেন খুলবেন এবং কেন তা ভেরিফাইড করবেন ? প্রথমেই এ বিষয় গুলো জানতে হবে৷ইন্সটা ফরেক্সে আপনি রিয়েল একাউন্ট খুলবেন এবং সেটি ব্যাবহার করবেন অবশ্যই ট্রেড করার জন্য৷ইন্সটা ফরেক্স হচ্ছে আপনার ট্রেডিং ফ্লাটফর্ম৷ আর স্ক্রীল হচ্ছে ডলার ক্রয়-বিক্রয়ের ফ্লাটফর্ম বা মানি প্রসেসর বা পেমেন্ট মেথড৷আপনি আপনার ট্রেডিং ফ্লাটফর্মে ট্রেড করে যা প্রফিট করবেন তা উইথড্রো করার জন্যই এই স্ক্রীল একাউন্টের প্রয়োজন পড়ে৷তাই স্ক্রীল একাউন্ট যখন সুবিধা তখন ভেরিফাইড করে নিবেন৷এতে কোনোই সমস্যা নাই৷প্রথমে প্রফিট করার চেষ্টা করা উচিৎ৷পরে উইথড্রো দেওয়ার চিন্তা করবেন৷

Momen
2017-07-23, 02:33 PM
ইন্সটা ফরেক্স একাউন্ট ভেরিফাই না থাকলে আপনার অনেক ধরনের সমস্যা ফেইস করতে হতে পারেন। যেমনঃ আপনি হয়তো উইথড্র দিতে চাচ্ছেন, কিন্তু আপনার একাউন্ট ভেরিফাই করা না থাকার কারনে আপনার উইথড্র প্রসেসড হবে না। তাছাড়া, স্ক্রিল একাউন্টও ভেরিফাই না থাকলে আপনি স্ক্রিল থেকে লেন-দেন সম্পন্ন করতে পারবেন না।