Log in

View Full Version : ফরেক্স সাইকোলজি



Md Akter Hossain
2016-03-12, 07:54 PM
আমি শুনেছি যে ফরেক্স মার্কেটে নাকি ৭০ % সাইকোলজি, ২০% মানিম্যানেজমেন্ট আর বাকী ১০% টেকনিক্যাল কাজ করে । কিন্তু আমরা শুধু টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল নিয়ে পড়ে থাকি । আপনি নিজে এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন । আপনিও কি ফরেক্স সাইকোলজি ডেভোলপ করেছেন ?

force22
2016-03-15, 10:01 PM
আসলে আপনি যে সাইকোলজি এর কথা বলেছেন, তা একদিনে গরে ওঠবেনা।আপনি নিজে নিজে যত ট্রেড করতে থাকবেন,তত দিন দিন আপনার অভিজ্ঞতা বারবে,সেই সাথে সাথে ট্রেডিং সাইকোলজি ও বিল্ড আপ হতে থাকবে।

fatemaakhter
2016-03-15, 11:34 PM
আমি ফরেক্সে নতুন বিধায় আপনার সাইকোলজি কথাটির অর্থ ঠিক বুঝতে পারলাম না ।আমি মনে করি ফরেক্সে টিকে থাকার জন্য অবশ্যই ফরেক্স মার্কেটে অভিজ্ঞতার প্রয়োজন আছে। অভিজ্ঞতা না থাকলে আপনি কখনোই এখানে উন্নতি করতে পারবেন না। তবে শুরুতেই আপনি অভিজ্ঞতা পাবেন না। এখানে ধৈর্য্য ধরে পড়ে থাকতে হবে, এখানে শ্রম দিতে হবে। তারপর দেখা যাবে ঠিকই আপনার অভিজ্ঞতা হয়ে গেছে। আর এখানে অভিজ্ঞতা থাকলে অনেক কিছু করা সম্ভব বলে আমি মনে করি। আমার কাছে এটিই ফরক্সের সাইকোলজি ।

sharifulbaf
2016-03-22, 12:51 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের বেশির ভাগ কাজ করতে হয় সাইকোলজিক্যাল আর বাকিটুকু মানি ম্যানেজমেন্ট আর আন্যন তাই আমাদের ফরেক্স ট্রেডিং করতে হলে সব বিষয় দেখে ট্রডিং করতে পারলে অনেক ভাল হবে,তাই আমাদের ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হবে তাহলে অনেক ভাল হবে।

Md Akter Hossain
2016-03-22, 01:06 PM
আমি ফরেক্সে নতুন বিধায় আপনার সাইকোলজি কথাটির অর্থ ঠিক বুঝতে পারলাম না ।আমি মনে করি ফরেক্সে টিকে থাকার জন্য অবশ্যই ফরেক্স মার্কেটে অভিজ্ঞতার প্রয়োজন আছে। অভিজ্ঞতা না থাকলে আপনি কখনোই এখানে উন্নতি করতে পারবেন না। তবে শুরুতেই আপনি অভিজ্ঞতা পাবেন না। এখানে ধৈর্য্য ধরে পড়ে থাকতে হবে, এখানে শ্রম দিতে হবে। তারপর দেখা যাবে ঠিকই আপনার অভিজ্ঞতা হয়ে গেছে। আর এখানে অভিজ্ঞতা থাকলে অনেক কিছু করা সম্ভব বলে আমি মনে করি। আমার কাছে এটিই ফরক্সের সাইকোলজি ।

ফরেক্স মার্কেটেন উপর আপনাকে দক্ষতা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই আপনার সাইকোলজি ডেভোলপ করতে হবে । অাপনি এক কাজ করুন আপনি যেহেতু এই বিষয়টা সম্পর্কে জানেন না তাহলে গুগলে ফরেক্স সাইকোলজি লিখে সার্চ করুন । বিস্তারিত পেয়ে যাবেন ।

bonushunter
2016-03-22, 01:07 PM
এটা সত্য যে অভিজ্ঞ ফরেক্স ট্রেডারা বেশিভাগ ক্ষেত্রে সাইকোলজি এর ভিত্তি করে ফরেক্স ট্রেড করে। আপনিও সাইকোলজি এর উপর ভিত্তি করে ফরেক্স ট্রেড করতে পারেন তবে আপনাকে আগে ফরেক্স অনেক অভিজ্ঞ হতে হবে তাহলে আপনিও পারবেন। আর আভিজ্ঞতা অর্জনের জিন্য আপনাকে অবশ্যই ভালো করে ফরেক্স এনালাইসিস শিখতে হবে। তাহলে ধীরে ধীরে আপনিও অভিজ্ঞ হয়ে উঠবেন।

basaki
2016-05-01, 09:39 AM
ফরেক্স সাইকোলজি ফরেক্স মার্কেটে খুব প্রবাব ফেলে তাই আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করতে যান তবে আমি মনে করি আপনি আগে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান লাভ করেই তবে আপনি ফরেক্স ট্রেড ওপেন করতে পারেন ফরেক্স সাইকোলজিক্যাল কোন সমস্যা নয়।

Mamun13
2017-06-10, 09:05 PM
বিশ্বের সকল ট্রেডারগণ তিনটি পধ্বতিতে এনালাইসিস করে ট্রেড করছেন৷১০ ভাগ হলো ফান্ডামেন্টাল,২০ ভাগ হলো টেকনিক্যাল আর ৭০ ভাগ হলো সাইকোলোজিক্যাল এনালাইসিস৷সবগুলোই গুরুত্ত্ব দিতে হবে৷ফরেক্স ট্রেডিং অবশ্যই তার নিজস্ব কৌশলে চলছে৷সেগুলো ভালোভাবে শিখে আয়ত্ত্ব করে সঠিক নিয়মে ট্রেড করতে হবে৷এখানে গোরামীর বা আবেগের প্রশ্নই আসেনা৷লস হলে অবশ্যই তা সহজে মেনে নিয়ে নিশ্চিত হতে হবে যে আপনার শিক্ষার অভাব রয়েছে৷আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে নিজেকে সহজেই চিনতে পারি যে আমরা একেকজন কত বড় বড় লোভী৷এই লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷আমি এখোনোও আমার সাইকোলোজিক্যাল সমস্যাকে নিয়ন্ত্রন করার চেষ্টা করছি৷

alamsat
2019-01-20, 11:14 AM
আমি এতদিন ধরে ট্রেড করে দেখেছি কোন এ্যানালিসিস ১০০% কাজ করে না। মার্কেট তার নিজ গতিতে চলতে থাকে। আমরা যে বিভিন্ন এ্যানালিসিস করে থাকি তার মধ্যে ফান্ডামেন্টাল এ্যানালিসিস এর মাধ্যমে যে সকল বড় বড় নিউজ প্রকাশিত হওয়ার পর মার্কেট অনেক বেশি ওঠানামা করে কিন্তু কিছু সময় দেখা যাই নিউজ প্রকাশিত হয়েও কোন প্রভাব মার্কেটের উপর নেই। আবার টেকনিক্যাল এ্যানালিসিস করেও যখন দেখি মার্কেট সেল অর্থাৎ নিচের দিকে আসার সম্ভাবনা আছে কিন্তু তারপরও মার্কেট উপরে দিকে যাচ্ছে। তাই আমরা যে এ্যানালিসিস করে থাকি তা ৫০ % কাজ করে থাকে বাকি ৫০% মার্কেট তার নিজ গতিতে চলতে থাকে।