PDA

View Full Version : ফরেক্স এ কি করে ধৈর্য বৃদ্ধি করা যায়।



Tazul Islam
2016-03-14, 06:48 PM
দ্রুত ট্রেড ক্লজ করে দিচ্ছি। যেখানে লাভ হবার কথা ১০ ডলার সেখানে ভয়ে ৪/৫ ডলার লাভে ট্রেড ক্লজ করে দিচ্ছি । এই বুঝি একাউন্ট শুন্য হলো এই ভেবে ভয়ে বিরাট লসে ট্রেড ক্লজ করি। আমাকে একটৃ বলবেন কি করে ধৈর্য বৃদ্ধি করা যায় ।

rahmot255
2016-03-14, 07:40 PM
এ ব্যপারে আসলে বলার তেমন কিছু নেই। দৈর্য নিজের কাছে।
আপনি কিভাবে নিজেকে কন্ট্রোল করবেন সেটা আপনার নিজের ব্যাপার।
আমরা যতই বলি, আসল ইফেক্টটা আপনারই দিতে হবে।

Realifat
2016-03-14, 07:41 PM
আপনাকে দীর্ঘদিন ডেমো ট্রেডিং করে যাওয়া উচিত।এতে করে ফরেক্সের ভালো বেসিক তৈরি হবে এবং মার্কেট সম্পর্কে ভালো ধারনা তৈরী হবে। আপনি ভালোমতো অ্যানালাইসিস এবং সাপোর্টে রেসিসটেন্স বুঝে ট্রেড করতে পারলে অটোমেটিক ধৈর্য্য ধরতে পারবেন।তাই বেশি ধৈর্য্যশীল হওয়ার জন্য ফরেক্সের প্রয়োজনীয় বিষয়গুলো আয়ত্ব করার প্রয়োজন।

Md Akter Hossain
2016-03-14, 08:19 PM
ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে ট্রেড করতে হবে । তবে এটা ঠিক করে বলতে পাবোনা যে ফরেক্স করে ট্রেড মার্কেটে ধৈর্য বাড়ানো যায় কি না । তবে এটা জানি যে মার্কেটে ট্রেড করতে করতে এক সময় একজন দক্ষ ট্রেডার হওয়া যায় ।

sharifulbaf
2016-03-22, 04:25 PM
ফরেক্স মার্কেটে ট্রেডং করতে হলে আমাদের অনেক ধৈর্য ধরতে হবে যাতে আমরা ভাল প্রফিট করতে পারি,আমাদের ইমোশনাল পরিহার করতে হবে,ট্রেডিং করার সময় আমাদের অনেক বিষয়ের দিকে খেয়াল করে ট্রেডিং করতে হবে,ফরেক্স মার্কেটে যারা বেশি পরিমান ধৈর্য ধরতে পারে তারা অনেক প্রফিট করতে পারে।

gmgmgm
2016-03-22, 04:53 PM
আমি জানিনা আপনার একাউন্ট এ ডিপজিট কত। তবে ডিপজিট যাই হোক আপনি যদি আপনার ডিপজিটের উপর হিসেব করে মানি ম্যানেজমেন্ট ফলো করেন তবে একাউন্ট শুন্য হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর ধৈর্য বাড়ানোর জন্য আপনাকে ডেমো ট্রেড করে আরো বেশি অভিজ্ঞ হতে হবে। আপনি যেদিন অভিজ্ঞ হবেন এমনিতেই ধৈর্য বেড়ে যাবে।

Md Sanuwar Hossain Hossai
2016-03-22, 05:09 PM
ফরেক্স খুবই রিস্কি ব্যাবসা।। আমি মনেকরি,, নতুন নতুন আমরা ট্রেড করে যা লাভ করি তাই নিয়েই আমাদের খুশি থাকা উচিৎ।। আমি প্রথমে ভালই লাভ করি কিন্ত পরে সব লস করি এর কারন বেশি লাভ করার আসা করি।।

RUBEL MIAH
2016-04-30, 02:36 PM
ফরেক্স হল একটি লোভণীয় ব্যবসা । এ ব্যবসায় ধৈর্য্য বৃদ্ধি করতে হলে লোভকে কমিয়ে আনতে হবে । যে যত বেশী লোভকে কন্ট্রোলে রাখবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমাদের ধৈর্য্য বৃদ্ধি একান্ত প্রয়োজন ।

Tazul Islam
2016-04-30, 03:29 PM
আপনাদের গুরুত্বপূর্ন মন্তব্যর জন্য অশেষ ধন্যবাদ। যারা আমাকে ধৈর্য ধারন করার বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন আমি তা গুরুত্ব সহকারে মেনে চলব। হ্যা আমার আগের চেয়ে কিছুটা ধৈর্য বৃদ্ধি পেয়েছে । এখন আর লসে ট্রেড ক্লজ করিনা। যতক্ষন না প্রফিট আসে ততক্ষন অপেক্ষা করি। মূলধন বৃদ্ধি করে ২৩৭ ডলার করেছি।

basaki
2016-05-11, 07:04 AM
আপিনি যদি ফরেক্স করতে গিয়ে ধর্য্য হারা হয়ে যান তবে আপনি ফরেক্স মার্কেটে খুব ভাল কিছু করতে পারবেন বলে আমি মনেবকরি না কারন আপনি যখন লসের মধ্য পরবেন তখন আপনাকে সেই লস উঠাতে আপিনাকে অনেক ধর্য্যশিল হতে হবে না হয় আপনাকে লস করতে হবে।

dwipFX
2016-05-11, 11:38 AM
ভাই একই সমস্যা আমার হয় যখন বেশি লস দেখি তখন ট্রেড ক্লোজ করে দিই আবার মার্কেট সেখান থেকে গুরতে শুরু করেছে। তাই আমি আপনাদের কাছে জানতে চাই সে কিভাবে মার্কেট ধৈর্য ধরা যায়। তাহলে ফরেক্স মার্কেটে এটা খুবই ভাল হবে।

Moon
2016-05-12, 12:11 PM
ধৈর্য্য সবসময়ই একটা অনেক বড় মহৎ গুণ । আমি মনে করি যে ধৈর্য্যশীল ব্যাক্তি একশ অস্থির ধৈর্য্যহারা ব্যাক্তি থেকে ও বেশি শক্তিশালী । আর সবসময় এটা মনে রাখতে হবে যে ফরেক্স এর মত একটা প্লাটফ্রমে এসে যদি আমরা ধৈর্য্যহীন হয়ে যায় তবে তা আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ হবে । কেননা আমরা এখানে ট্রেড করি নিজের টাকা দিয়ে যেটা একবার চলে গেলে ফিরে পেতে অনেক বেশি কষ্ট ।

basaki
2016-07-06, 11:04 PM
ফরেক্স মার্কেটে আসলে ট্রেড করতে করতেই আপনার ধ্যের্য্য চলে আসবে কারন আপনি যখন বেশি বেশি লস করবেন আর আপনার লসের কারন টা খুজে বার করতে পারেবন তখনেই আপনি আপনি নিজের ভুল গুলো খুজে বের করেই আপনি ভাল কিছু করতে পারবেন বলে আশা রাখি।

nestbdit
2016-07-09, 08:07 PM
ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে অবশ্যই ধৈর্য সহকারে ট্রেড করা খুবই গুরুত্ব পূণ্য। তবে ধৈর্যের জন্য নিজের মনকে কন্টোল করতে হবে। ট্রেড দেওয়ার সময় নিজের মনের সাথে কথা বলতে হবে। নিজে নিজে কে প্রশ্ন করুন ট্রেড দেওয়ার সঠিক সময় হয়েছে কি-না। বেশি বেশি ডেমো ট্রেড করুন। অল্প লাভেই সন্টুষ্ট থাকুন।

Challange
2016-09-11, 07:42 PM
ফরেক্স ধৈর্য্যর গুরুত্ব অসীম । আপনি যদি ফরেক্স করে ধৈর্য্য বৃদ্ধি করতে চান তবে অবশ্যই আপনাকে অনেক বেশি পরিমানে ধৈর্য্যর অনুশিলন করতে হবে । একদিনেই ধৈর্য্য পাবেন না । নবি মুহাম্মাদুর রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন - ধৈর্য্যর মত এত ব্যাপকতর কল্যাণ কাউকে প্রদান করা হয়নি । অর্থ্যাৎ যাকে ধৈর্য্যর গুণ দেওয়া হয়েছে সে হচ্চে সর্বোত্তম কল্যাণ প্রাপ্ত । তাই এটি অর্জনের জন্য এর যথার্থ অনুশীলনের প্রয়োজন ।

ONLINE IT
2016-10-18, 04:24 PM
ফরেক্স এর আর এক নাম হল ধৈর্য্য পরীক্ষা। যে যত বেশি ধৈর্য্য পরীক্ষা দিতে পারবে সে তত বেশি সফল হবে। এর জন্য আপনাকে বেশি বেশি ডেমো ট্রেড করতে হবে। নিজের ট্রেডিং এ্যানালাইসিসের উপর আত্মবিশ্বাস থাকতে হবে। নিজের এ্যানালাইসিস আগে ডেমোতে ধৈর্য্য সহকারে প্রয়োগ করুন। ডেমোতে সফল হলে রিয়েল এ সে মতে ট্রেড করুন। মনে রাখবেন ডেমোতে যদি আপনার এ্যানালাইসিস সফল হয় তাহলে রিয়েল এ ও সফল হবে। যদি ডেমোতে সফল হতে পারেন তাহলে রিয়েল এ কোন পারবেন না।

shimul77ss
2016-10-18, 08:51 PM
ফরেক্স থেকে সাফলতা পেতে হলে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে।নয়ত আপনি মার্কেটে টিকে থাকে পারবেন না। আর কোন ট্রেদ নিয়ে কখনো লোভে বশিভুত হওয়া যাবে না।আর মানি ম্যানেজম্যান্ট নিয়ন্ত্রন করতে হবে যাতে একাউন্ট জির না হয়।

sujon30
2016-10-18, 09:44 PM
ভাই ধৈয্য এবং পরিশ্রম যার যার নিজের কাছে সবকিছু। আপনি যদি মনে করে এই ফরেক্স মার্কেট এ আমি অনেকটা সময় দিব এবং ভাল আয় করব তাহলে আপনি একটি প্রতিদ্বন্দিতা করে এই ফরেক্স এ কাজ করতে পারবেন। তার জন্য আপনার নিজের বিশ্বাস ও আস্থা থাকতে হবে যাতে আপনি সফলতা হতে পারেন।

blue
2016-10-18, 10:43 PM
আমরা জানি ফরেক্স খুবই রিস্কি ব্যাবসা।। আমি মনেকরি,, নতুন নতুন আমরা ট্রেড করে যা লাভ করি তাই নিয়েই আমাদের খুশি থাকা উচিৎ।। আমি প্রথমে ভালই লাভ করি কিন্ত পরে সব লস করি এর কারন বেশি লাভ করার আসা করি।

motiar
2016-10-19, 11:00 AM
বেশি লোভ করবেন না । বরতঅমানে যেটা করছেন এটাই হলো একজন ভাল ট্রেডার হবার রাস্তা । কারন এভাবে নিশ্চিত লাভ করাটাই হলো বুদ্দিমান ট্রেডারের কাজ । এভাবে চলতে চলতে একসময়ে নিজেই বুঝবেন কখন কি করে বেশি লাভ হবে ।

sumon72
2016-10-19, 11:08 AM
জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে ধৈর্য্যের কোন বিকল্প নেই। আপনি প্রতিটা কাজ ধৈর্য্য সহকারে কাজ করলে সফলতা আপনার দ্বার প্রান্তে এসে ধরা দেবে।আপনার মনে রাখতে হবে ফরেক্স থেকে লাভ করতে হলে আপনাকে ধৈর্য্য রাখতেই হবে তাহলেই আপনার ধৈর্য্য শক্তি বাড়বে।

soniaakter
2016-10-24, 07:23 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে গিয়ে যদি ধৈর্যবান না হতে পারেন তাহলে ফরেক্স মার্কেটে ট্রেডিং করার দরকার নেই ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে ইমোশনাল পরিহার করতে হবে ফরেক্স মার্কেটে ট্রেড দেওয়ার পুর্বে ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করতে হবে তার পরে ট্রেড করতে হবে।

mithun30
2016-10-26, 11:12 PM
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার । ফরেক্স মার্কেট থেকে আমি এই মাসের শুরুতই ভাল আয় করি । কিন্ত দুটি ভূল ট্রেডিং এর কারনে আমি আমার আয় এবং ব্যলেন্স থেকে আরও ২০ ডলারের মত হারাই । এই সপ্তাহে আবার তা রিকভারি দিয়ে আমি অল্পকিছু আয় করি । এই মাসে এই পর্যন্ত *আমার মোট আয় ৮০ ডলার । ধন্যবাদ।

nisho5533
2016-10-27, 09:44 PM
মানব সভ্যতার প্রথম দিক থেকে মানূুষ এই পণ্যের দাম দেখে আসছে । তারা এ সর্ম্পকে ভালো জ্ঞান রাখতে পারে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য পণ্যের দাম সঠিকভাবে জানব । তাহলেই সফলকাম হতে পারব ।

Md Masud
2017-03-26, 10:02 PM
ফরেক্স মার্কেটে ধৈর্য্য বৃদ্ধি করতে হলে ফোরামে কাজ করতে হবে । ফোরামের মাধ্যমে এক মাস কাজ করার পর অামরা যে বোনাস পাব সেটা দিয়ে ট্রেড করলে পেছনের সেই এক মাস অবশ্যই ধৈর্য্যের সহিত কাজে লাগে । অামরা ফোরামে পোষ্ট বেশী করে দেওয়ার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।

shohanjacksion
2017-03-27, 10:54 AM
ফরেক্স এ ভয় থাকলে ট্রেড না করে ফরেক্স থেকে বিদায় নেয়া ভাল। ভয় ই হলো ফরেক্স এ লসের আরেকটি কারন। ধৈর্য বৃদ্ধি করতে হলে একমাত্র উপায় হলো দীর্ঘদিনের অভিজ্ঞতা অর্জন করা। এছাড়া ফরেক্স এর ধৈর্য আর ধৈর্য করে চিৎকার করে কোন লাভ নেই। লোভ এবং ধৈর্য এ দুটি ফাকিবাজি কথা ছাড়া আর কিছু নয়। আমরা সবাই একই রকম। দক্ষতা আর অভিজ্ঞতা অর্জন করুন।

uzzal05
2017-05-29, 08:42 PM
ধৈর্য একমাত্র ফরেক্স ট্রেডিং হয়তো ধরতে হয়। অন্যান্য ব্যবসায় ধৈর্য নেই বললে চলে। অনলাইন এ আপনি ফ্রিল্যাস্নসিং বা যেকোন কাজ করতে গেলে ধৈর্য দরকার। ধৈর্য ধরে যে ট্রেড করে সেই সফল। আর সফল তড়েডার রা অনেক কমে লস করে থাকে।

Mamun13
2017-05-29, 10:13 PM
অবশ্যই বলবো৷সেটা হলো আপনি একদম নতুন ট্রেডার তাই এমনটি হচ্ছে এবং হবেই৷এটা স্বাভাবিক ব্যাপার৷ভয় পাবেন না৷মার্কেটের সাথে এডজাস্ট হতে অনেক সময় লাগবে৷আস্তে ধীরে নিয়মিত অল্প করে ট্রেড করতে থাকুন৷ধীরে ধীরে ঠান্ডা মাথায় ফোরামের সকল বিষয় গুলো পড়ুন ও মূল লেখাগুলো নোট করে আস্তে আস্তে ডেমো ট্রেডিং এ প্র্যাকটিস শুরু করুন৷দীর্ঘ সময় নিয়ে প্র্যকটিস করতে করতে একসময় ঠিকই দক্ষতা অর্জন হয়ে যাবে ও নিয়মিত প্রফিট করতে পারবেন৷প্রচুর আত্নবিশ্বাস চলে আসবে৷তখন সহজেই বুঝতে পারবেন আপনি একজন সফল ট্রেডার৷নিয়মিত কঠোর প্র্যাকটিস করেই দক্ষ ট্রেডার হতে পারবেন৷

dipu441359
2017-05-30, 12:14 AM
আমার মতে দীর্ঘদিন ডেমো ট্রেডিং করে যাওয়া উচিত।এতে করে ফরেক্সের ভালো বেসিক তৈরি হবে এবং মার্কেট সম্পর্কে ভালো ধারনা তৈরী হবে। আপনি ভালোমতো অ্যানালাইসিস এবং সাপোর্টে রেসিসটেন্স বুঝে ট্রেড করতে পারলে অটোমেটিক ধৈর্য্য ধরতে পারবেন।তাই বেশি ধৈর্য্যশীল হওয়ার জন্য ফরেক্সের প্রয়োজনীয় বিষয়গুলো আয়ত্ব করার প্রয়োজন।

Foyazur
2017-11-23, 09:56 PM
ফরেক্স মার্কেট এ প্রথম প্রথম আমার ও এমন হতো এখন আস্তে আস্তে ফরেক্স মার্কেট এ ধৈর্য আমার বাড়তেছে আমি ও যখন ফরেক্স বিজনেস শুরু করি তখন একটু প্রফিট হলে ক্লোজ করে দিতাম আর মার্কেট যখন লসের দিকে যায় তখন দরে রাখতাম দেখতাম মার্কেট লস হতে হতে আমার একাউন্ট এ জিরো হয়্র যেতো তাই এই রকম হওয়াটাই স্বাভাবিক তাই ধৈর্য এমনা এমনি চলে আসবে।

01797733223
2017-11-24, 11:28 AM
ধৈর্য বৃদ্ধি করার এখানে একটাই কৌশল আর সেটা হচ্ছে লোভকে কন্ট্রোল করার অভ্যাস করতে হবে, তাহলেই দেখবেন যে আপনি ৭০% সফলতা অর্জন হবে । আর বাকীটুকু সেটা যখন আপনি বিভিন্ন এনাল্যাইসিসের মাধ্যমে সঠিকভাবে ট্রেডগুলো কোনরকম ভুল ভ্রান্তি ছাড়াই ভালভাবে নিতে পারবেন সেগুলোর ফাঁকে দিয়েই অর্জন করে ফেলবেন ।

expkhaled
2017-11-24, 02:34 PM
ফরেক্স এ ধৈর্য্য বৃদ্ধি করতে হলে, আপনাকে স্থির হতে হবে এবং মনে করতে দুনিয়ায় ফরেক্স ছাড়া অন্য কোন কিছু নেই। যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনি পারবেন, সময় নিয়ে চেষ্টা করে দেখুন। আরও একটি পদ্ধতি হলে নিজেকে স্থির করা সেটা হলো মেডিটেশন করা। যদি আপনি ২ বেলা মেডিটেশন করতে পারেন তাহলে আপনি ফরেক্স কেন যেকোন ব্যপারে আপনার ধৈর্য্য হবে অনেক শক্তিশালী।

yasir
2017-11-29, 10:33 AM
ধৈর্য বৃদ্ধি করার এখানে একটাই কৌশল আর সেটা হচ্ছে লোভকে কন্ট্রোল করার অভ্যাস করতে হবে, তাহলেই দেখবেন যে আপনি ৭০% সফলতা অর্জন হবে । আর বাকীটুকু সেটা যখন আপনি বিভিন্ন এনাল্যাইসিসের মাধ্যমে সঠিকভাবে ট্রেডগুলো কোনরকম ভুল ভ্রান্তি ছাড়াই ভালভাবে নিতে পারবেন সেগুলোর ফাঁকে দিয়েই অর্জন করে ফেলবেন ।

abdul malek
2017-12-02, 06:34 PM
দীর্ঘদিন ডেমো ট্রেডিং করে যাওয়া উচিত।এতে করে ফরেক্সের ভালো বেসিক তৈরি হবে এবং মার্কেট সম্পর্কে ভালো ধারনা তৈরী হবে।আপনি ভালোমতো অ্যানালাইসিস এবং সাপোর্টে রেসিসটেন্স বুঝে ট্রেড করতে পারলে অটোমেটিক ধৈর্য্য ধরতে পারবেন।আপনি যখন লসের মধ্য পরবেন তখন আপনাকে সেই লস উঠাতে আপিনাকে অনেক ধর্য্যশিল হতে হবে না হয় আপনাকে লস করতে হবে।যে যত বেশী লোভকে কন্ট্রোলে রাখবে সে তত বেশী সফলকাম হতে পারবে।সুতরাং আমাদের ধৈর্য্য বৃদ্ধি একান্ত প্রয়োজন।

Maria17
2017-12-03, 06:21 AM
আমি মনে করি যে কোন কাজ করার জন্য প্রথমে আপনাকে ধৈর্যধারন করতে হবে। তেমনি আপনাকে ফরেক্স ব্যবসা করতে হলে ধৈর্য্য ও পরিশ্রমের সাথে কাজ করতে হবে।আসলে ধৈয্য টা নিজের উপর নির্ভর করে। আপনি যদি ফরেক্স থেকে লাভ করতে চান তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য্য সহকারে কাজ করতে হবে।

Gforp
2017-12-03, 07:45 AM
শুধু ফরেক্স ভালো সুযোগ আছে তাহলে আপনি মনোযোগ দিয়ে তা শিখে ফেলুন এবং নিয়মিত অনুশীলন এবং তারপর তা হবে এটা আমাদের ক্যারিয়ার।

Gforp
2017-12-03, 07:47 AM
হ্যাঁ আমি সেই সময়ে একমত যে ফরেক্সটি আমার ধৈর্য পরীক্ষা করে দেখায়, কারণ এই ব্যবসার জন্য আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে হবে এবং ধৈর্য ধরতে হবে।

Gforp
2017-12-03, 07:57 AM
প্রকৃতপক্ষে ফরেক্স আমাদের রোগীর পরীক্ষা করে দেখায় এবং আমাদের কাছে প্রকাশ করতে পারে যে কিভাবে নগদীকরণের বিষয়ে আমরা কিছুটা স্বতঃস্ফূর্তভাবে ধরে রাখতে পারি।

Gforp
2017-12-03, 07:58 AM
প্রকৃতপক্ষে ফরেক্স আমাদের রোগীর পরীক্ষা করে আমাদের কাছে প্রকাশ করতে পারে যে, নগদ বিষয়ে আমরা কীভাবে কিছুটা সহ্য করতে পারি।

Gforp
2017-12-03, 08:13 AM
বৈদেশিক মুদ্রার ট্রেডিং ব্যবসার সফল হতে অনেক ধৈর্যের প্রয়োজন।

Gforp
2017-12-03, 08:17 AM
বৈদেশিক মুদ্রার বিনিময়ের ব্যবসাটি কার্যকর হওয়ার যথেষ্ট পরিসীমা আছে।

uzzal05
2017-12-03, 10:26 AM
আমাদের সবার একটা বদঅভ্যাস হচ্ছে আমরা লাভের ট্রেড বেশিক্ষন ধরে রাখতে পারিনা। আমরা লসের ট্রেড ঠিকই ধরে রাখতে পারি। যার কারনে সবসময় লাভের চেয়ে লস এর পরিমান বেড়ে যায়। তাই হাইয়ার টাইমপফ্রেম দেখে ট্রেড করা উচিত।

riponinsta
2018-05-14, 01:20 PM
হ্যাঁ আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করলে আপনার ধৈর্য বারবে কারন আপনাকে সারাদিন বসে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে যারা ফরেক্স মার্কেট এ ভাল ভাল ট্রেড গুল করে তারা ধৈর্য ধরে বসে থেকে খুজে খুজে ভাল ভাল ট্রেড গুল করে এতে করে অনেক ধৈর্যর দরকার হয় এই ধৈর্য আপনি অন্য কাজেও লাগাতে পারবেন

expkhaled
2018-05-14, 04:45 PM
দ্রুত ট্রেড ক্লজ করে দিচ্ছি। যেখানে লাভ হবার কথা ১০ ডলার সেখানে ভয়ে ৪/৫ ডলার লাভে ট্রেড ক্লজ করে দিচ্ছি । এই বুঝি একাউন্ট শুন্য হলো এই ভেবে ভয়ে বিরাট লসে ট্রেড ক্লজ করি। আমাকে একটৃ বলবেন কি করে ধৈর্য বৃদ্ধি করা যায় ।

এই সমস্যাটি হয় সাধারন সবসময় চার্ট দেখতে থাকলে। আপনাকে প্রথমে যেটি করতে হবে সঠিক মানিম্যানেজমেন্ট করে ট্রেড এ এন্ট্রি নিয়ে স্টপলস এবং টেক প্রফিট সেট করে মার্কেট থেকে সড়ে যেতে হবে। আর কখনও বার বার মার্কেট দেখার চেষ্টা করবেন না। দিনে নির্দিষ্ট ২/৩ বার মার্কেট দেখবেন শুধু ট্রেড গুলো কি ঠিকমত চলছে কিনা দেখার জন্য। যদি আপনি এই কয়েকটি অপশন অনুসরন করতে পারেন আশা করি আপনার এই সমস্যা থাকবে না। এই ধরনের সমস্যা সাধারনত সাইকোলজিক্যাল সমস্যা তাই এগুলো আপনাকে এভয়েড করা শিখতে হবে।

uzzal05
2018-05-25, 08:27 AM
এইভাবে ট্রেড করলে একাইন্ট এ ব্যালেন্স বৃুদ্ধি করা যাবে না। একাউন্ট এ ব্যালেন্স বৃদ্ধি করার জন্য ধৈর্য্য থাকতে হবে। কারন ধৈর্য্য ছাড়া একাউন্ট এ ব্যালেন্স কখনোই বাড়বে না। লসের ভয়ে লাভের ট্রডি ক্লোজ করা একদম বোকামী।

expkhaled
2018-05-25, 11:29 AM
ট্রেডিং এ ধৈর্য্য বৃদ্ধি করার জন্য স্টাডির প্রয়োজন। মার্কেট কিভাবে চলে সেটা যদি ভালভাবে না বোঝা যায় তাহলে আমাদের ধৈর্য্য বৃদ্ধি করা সম্ভব নয়। আর একটি ব্যপার ট্রেডিং করার কিছু সিস্টেম আছে যেগুলো ফলো করতে হবে। যেমেন : মানিম্যানেজমেন্ট করা শিখতে হবে, স্টপলস-টেকপ্রফিট ব্যবহার করা শিখতে হবে, মার্কেট এ সব সময় থাকা যাবে না, অন্যান্য কাজও করতে হবে, ট্রেড নেওয়ার পর অন্য কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে ইত্যাদি। আর আমাদের অধৈর্য্য হওয়ার পেছনে খাবারও দায়ী যেমন : অতিরিক্ত তেল যুক্ত খাবার খাওয়া, দুধ-ডিম না খাওয়া, ধুমপান করা ইত্যাদি। একজন ট্রেডার হতে হলে আপনাকে অনেক কিছু বুঝে চলতে হবে। খাবার দাবার থেকে শুরু করে আপনার আচার আচরন সবকিছুতে পরিবর্তন আসতে হবে। যেমন : অযথা কথা বলা ঠিক নয়, বন্ধুবান্ধবের সাথে আড্ডা কম দিতে হবে, রাগারাগি করা যাবে না ইত্যাদি।

Grimm
2018-05-25, 11:46 AM
ফরেক্স ব্যবসায় ধৈর্য্য বৃদ্ধি করা আসলে একটা কঠিন বিষয়। আমি অনেক আগে থেকে চেষ্টা করতাছি এই ব্যবসায় ধৈর্য্য বৃদ্ধি করার জন্য কিন্তু এখন পর্যন্ত আমি আমার ধৈর্য্য বৃদ্ধি করতে পারি নাই। আমার মনে হয় আমাদের ধৈর্য্য বৃদ্ধি করার জন্য বেশি সময় দিতে হবে আর সবসময় সকল নিয়ম মেনে ট্রেড করতে হবে। আমরা যদি সেটা ঠিকমত করতে পারি তাহলে আমরা এই ব্যবসায় সফল হতে পারবো আর যদি সেটা না করতে পারি তাহলে আমরা কখনই সফল হতে পারবো না। তাই আমাদেরকে ধৈর্য্য বৃদ্ধির জন্য অনেক পরিশ্রম করতে হবে।

souravkumarhazra6763
2018-05-25, 05:24 PM
ফরেক্স বিজিনেস এ যেটি সবচেয়ে বেশি দরকার তা হলো ধৈর্য্য,কিন্ত ধৈর্য্য ধরে রাখা খুব কস্টকর ব্যাপার,আমরা অল্প সময়ে অধিক আয় করতে চাই তাই ধৈর্য্য রাখতে পারিনা,অতিরিক্ত লোভ এর কারণে ধৈর্য্য হারা হয়ে জাই,তাই আমাদের লোভ ত্যাগ করে অল্প রিস্ক নিয়ে ট্রেড করতে হবে তাহলেই ফরেক্স ধৈর্য বৃদ্ধি করা যায়।

sr ritu
2018-09-19, 04:39 PM
ফরেক্স থেকে সাফলতা পেতে হলে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে।নয়ত আপনি মার্কেটে টিকে থাকে পারবেন না। আর কোন ট্রেদ নিয়ে কখনো লোভে বশিভুত হওয়া যাবে না।আর মানি ম্যানেজম্যান্ট নিয়ন্ত্রন করতে হবে যাতে একাউন্ট জির না হয়।

al amin
2018-09-19, 04:53 PM
ফরেক্স মার্কেটে ট্রেডং করতে হলে আমাদের অনেক ধৈর্য ধরতে হবে যাতে আমরা ভাল প্রফিট করতে পারি,আমাদের ইমোশনাল পরিহার করতে হবে,ট্রেডিং করার সময় আমাদের অনেক বিষয়ের দিকে খেয়াল করে ট্রেডিং করতে হবে,ফরেক্স মার্কেটে যারা বেশি পরিমান ধৈর্য ধরতে পারে তারা অনেক প্রফিট করতে পারে।

iloveyou
2018-09-19, 05:55 PM
ভাল কথা বলেছেন। ফরেক্স মার্কেটে ধৈর্য বৃদ্ধি করার অনেক উপায় আছে এবং সেগুলো আপনাকে মেনে চলতে হবে। তবে তার আগে একটা কথা বলে নেই, সেটা হলো যেহেতু আপনি একজন ট্রেডার সেহেতু আপনার কোনো না কোনো একটা পদ্ধতি রয়েছে যেটাকে অনুসরণ করে আপনি এখানে ট্রেডগুলো করে থাকেন। সেহেতু আপনাকে আপনার সিস্টেমের বাইরে কোনো কিছু করা যাবে না, সিস্টেম যদি ট্রেড নিতে বলে তবেই আপনি ট্রেড ওপেন কিংবা ক্লোজ করবেন। সুতরাং স্টপ লস এবং টেক প্রফিট দিয়ে ঘুমিয়ে পড়েন তাহলে আর সময়ের আগে আপনাকে ট্রেডগুলো অল্প প্রফিটে ক্লোজ করতে হবে না।

marjahan
2018-09-19, 06:16 PM
আস্তে আস্তে ফরেক্স মার্কেট এ ধৈর্য আমার বাড়তেছে আমি ও যখন ফরেক্স বিজনেস শুরু করি তখন একটু প্রফিট হলে ক্লোজ করে দিতাম আর মার্কেট যখন লসের দিকে যায় তখন দরে রাখতাম দেখতাম মার্কেট লস হতে হতে আমার একাউন্ট এ জিরো হয়্র যেতো তাই এই রকম হওয়াটাই স্বাভাবিক তাই ধৈর্য এমনা এমনি চলে আসবে।

martin
2018-09-19, 07:48 PM
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার । ফরেক্স মার্কেট থেকে আমি এই মাসের শুরুতই ভাল আয় করি । কিন্ত দুটি ভূল ট্রেডিং এর কারনে আমি আমার আয় এবং ব্যলেন্স থেকে আরও ২০ ডলারের মত হারাই । এই সপ্তাহে আবার তা রিকভারি দিয়ে আমি অল্পকিছু আয় করি । এই মাসে এই পর্যন্ত *আমার মোট আয় ৮০ ডলার । ধন্যবাদ।

Md_MhorroM
2018-11-30, 07:08 PM
আমরা জানি ধৈর্য্য সবসময়ই একটা অনেক বড় মহৎ গুণ । আমি মনে করি যে ধৈর্য্যশীল ব্যাক্তি একশ অস্থির ধৈর্য্যহারা ব্যাক্তি থেকে ও বেশি শক্তিশালী । আর সবসময় এটা মনে রাখতে হবে যে ফরেক্স এর মত একটা প্লাটফ্রমে এসে যদি আমরা ধৈর্য্যহীন হয়ে যায় তবে তা আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ হবে । কেননা আমরা এখানে ট্রেড করি নিজের টাকা দিয়ে যেটা একবার চলে গেলে ফিরে পেতে অনেক বেশি কষ্ট ।

Mahidul84
2018-12-02, 07:46 PM
আসলে ফরেক্স ধৈর্য্য বৃদ্ধি করে না বরং ধৈর্য্য আপনার মন মানসিকতার উপর নির্ভরশীল। আপনার যদি নিজের আস্থার উপর বিশ্বাস রাখেন তাহলে আপনি অবশ্যই ধৈর্য্যতার সাথে এই মার্কেটে টিকে থাকতে পারবেন। এবং সেই ধৈর্য্যতার উপর নির্ভর করে আপনি এই মার্কেটে বেশ সফলদায়কভাবে মুনাফা উপার্জন করতে পারবেন। আর এখানে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আপনি সব সময় স্থায়ীভাবে ট্রেডিং কৌশল পরিচালনা করুন তাহলে অবশ্যই সফলদায়ক ট্রেডার হতে পারবেন এই মার্কেটে।

TanjirKhandokar1994
2019-02-05, 12:12 PM
ধৈর্য্য মানুষের একটা অনেক বড় মহৎ গুণ ।আল্লাহতায়ালা ধৈর্য্যশিল ব্যক্তিকে ভালোবাসেন। তাই আমি মনে করি যে ধৈর্য্যশীল ব্যাক্তি একশত ধৈর্য্যহারা ব্যাক্তি থেকে অনেক বেশি শক্তিশালী । তাই আমাদের উচিত ফরেক্স এর মত একটা প্লাটফ্রমে সকলের ধৈর্য্য নিয়ে ট্রেড করা। আর যদি আমরা ধৈর্য্যহীন হয়ে যাই তবে তা আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ হবে ।

samirarman
2019-02-05, 02:06 PM
আমি মনে করি, আপনাকে দীর্ঘদিন ডেমো ট্রেডিং করে যাওয়া উচিত।এতে করে ফরেক্সের ভালো বেসিক তৈরি হবে এবং মার্কেট সম্পর্কে ভালো ধারনা তৈরী হবে। আপনি ভালোমতো অ্যানালাইসিস এবং সাপোর্টে রেসিসটেন্স বুঝে ট্রেড করতে পারলে অটোমেটিক ধৈর্য্য ধরতে পারবেন।তাই বেশি ধৈর্য্যশীল হওয়ার জন্য ফরেক্সের প্রয়োজনীয় বিষয়গুলো আয়ত্ব করার প্রয়োজন।

fxjaman
2019-02-05, 02:26 PM
এখানে আপনার ধৈর্য্যকে বৃদ্ধি করতে হলে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে আপনার সিস্টেমকে। কারন আপনি যে সিস্টেমে ট্রেড করেন সেটার বাইরে কোন কিছু করতে পারবেন না, পজিশন তৈরি না হওয়া পর্যন্ত আপনি কোন এন্ট্রি নিতে পারবেন না, আপনার পদ্ধতি/ স্ট্রাটিজির বাইরে কোন প্রকার ডিসিশন নেওয়া মানে অধৈর্য্যশীলতার পরিচয় দেওয়া। ইত্যাদি এই বিষয়টাকে সব সময় মাথায় রেখে কাজ করতে পারলে মার্কেটে আপনার ধৈর্য্য বৃদ্ধি পাবে।

Grimm
2019-02-05, 03:51 PM
এই বাজার সম্পর্কে আপনার ধৈর্য্য বৃদ্ধি করতে চাইলে আপনাকে অবশ্যই নিয়মিত ১/২ বছর ডেমো ট্রেডে নিয়োজিত থাকতে হবে। কেননা ডেমো ট্রেড দ্বারা আপনি আপনার সকল ধরনের কৌশলগুলো সম্পর্কে জানতে পারবেন। এমনকি আপনার টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং ইন্ডিকেটর ব্যবহার সম্পর্কেও অনেক বেশি দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনে সক্ষম হয়ে উঠতে পারবেন। এজন্য আমি মনে করি আপনি আগে মিনিমাম ১/২ বছর ডেমো ট্রেড লোভবিহীন হয়ে ট্রেড করে সফল হওয়ার চেষ্টা করুন। আর যদি ডেমোতে সফল হতে পারেন তাহলে আপনি অবশ্যই ভবিষ্যতে ধৈর্য্যতা বৃদ্ধি করেই ট্রেড করতে পারবেন।

expkhaled
2019-02-05, 04:03 PM
ধৈর্য্য ধারন করার জন্য মার্কেট কম দেখতে হবে। আর স্টপলস টেকপ্রফিট ব্যবহার করতে হবে তাহলে আপনাকে মার্কেট বারবার দেখতে হবে না। আসলে এগুলো হলো সাইকোলজিক্যাল সমস্যা তাই আপনাকে আগে মার্কেট এর বাস্তবতা বুঝতে হবে তাহলে আপনি অনেক উপকৃত হবেন। মার্কেট সম্পর্কে যত বেশী জ্ঞ্যান অর্জন করতে পারবেন ততবেশী অভিজ্ঞ হতে পারবেন। আর যতই না চান না আপনাকে লস করতে হবেই তাই লস যাতে না হয় সেই ধরনের টেকনিক্যাল বিষয় গুলো সম্পর্কে জানতে হবে। আর সঠিক মানিম্যানেজমেন্ট জানতে হবে।

fardin
2019-03-17, 08:42 PM
ধৈর্য্য সবসময়ই একটা অনেক বড় মহৎ গুণ । আমি মনে করি যে ধৈর্য্যশীল ব্যাক্তি একশ অস্থির ধৈর্য্যহারা ব্যাক্তি থেকে ও বেশি শক্তিশালী । আর সবসময় এটা মনে রাখতে হবে যে ফরেক্স এর মত একটা প্লাটফ্রমে এসে যদি আমরা ধৈর্য্যহীন হয়ে যায় তবে তা আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ হবে ।

RASELRANA562917
2019-03-18, 03:05 PM
ধৈর্য বৃদ্ধি টা সম্পূর্ণ নিজের কাছে।ধৈর্য ধারণ করে যেকোন কাজ করলে তার সফলতা নিশ্চত।ধৈর্য ছাড়া কোন কাজ করলে ব্যর্থ হবার সম্ভাবনা ৯৯%।এজন্য আমার মতে প্রথমে ডেমো ট্রেড করে ধৈর্য শক্তি বাড়িয়ে নিয়ে তারপর রিয়্যাল ট্রেড করা উচিত।ট্রেডের ক্ষেত্রে ধৈর্য হারালে মুলধন হারানোর সম্ভাবনা বেশি।ট্রেড করার আগে টেকনিক্যাল বিষয় গুলো আগে জানতে হবে এরপর ধৈর্য ধারণ করে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে তবেই সফলতা অর্জন করা যাবে।

bdunity
2019-03-18, 03:21 PM
ফরেক্স ট্রেড করে সফলতা অর্জন করতে গেলে অবশ্যই ধৈর্য্য ধারন করতে হবে।আর ধৈর্য্য চেষ্টা সফল হওয়া এটা নিজের কাছে আপনি যদি চান আপনার ধৈর্য্য আপনি নিজে বৃদ্ধি করতে পারেন।আমার মতে ফরেক্স এ সফল হতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য্য ধারণ করতে হবে।তাহলে আপনি ফরেক্স এ ট্রেড করে সফল হতে পারবেন।

edottc
2019-03-18, 03:38 PM
যে কোন কাজের জন্য ধৈর্য ধরা উচিত তাতে করে সফল হওয়া যায় ।ফরেক্সে অবশ্যই ধৈর্য বৃদ্ধি পাই কারন ফরেক্স এ ট্রেড করতে হলে অনেক ভাবে চিন্তা করা লাগে এতে করে তার ধৈর্য বৃদ্ধি পাই ।আর ধৈর্য ধরলে সে অবশ্যই লাভ করতে পারবে ।

Rion
2019-11-09, 08:38 PM
জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে ধৈর্য্যের কোন বিকল্প নেই। আপনি প্রতিটা কাজ ধৈর্য্য সহকারে কাজ করলে সফলতা আপনার দ্বার প্রান্তে এসে ধরা দেবে।আপনার মনে রাখতে হবে ফরেক্স থেকে লাভ করতে হলে আপনাকে ধৈর্য্য রাখতেই হবে তাহলেই আপনার ধৈর্য্য শক্তি বাড়বে।

ARD
2019-11-10, 09:22 PM
আমরা ডেমো অ্যাকাউন্ট অনুশীলনে আমাদের ট্রেডিং দক্ষতা এবং কৌশলগুলি পোলিশ করতে পারি। ডেমো অ্যাকাউন্ট আমাদের প্রচুর অভিজ্ঞতা দেয় যা আমরা আমাদের আসল অ্যাকাউন্টগুলিতে ব্যবহার করতে এবং ফরেক্স মার্কেট থেকে সেরা উপার্জন পেতে পারি। বৈদেশিক মুদ্রার বাজারটি খুব শক্ত এবং শক্ত

saraa
2020-03-17, 05:29 PM
হ্যাঁ এটিই সেরা বিজনেস যেখানে আমরা সহজেই প্রচুর পরিমাণে উপার্জন করতে পারি যেমন আমরা যদি এখান থেকে লাভ এবং বোনাস উপার্জন করতে চাই তবে এর জন্য আমাদের আমাদের অনুভূতিগুলি নিয়ন্ত্রণ করার বিষয়ে আমাদের ভাবতে হবে আমরা চিৎকার করতে পারি আমাদের ইমোশনগুলি কোনও ক্ষেত্রেই এটি নিয়ন্ত্রণ করতে হবে লাভজনক আমরা কেবল আমাদের আন্তরিকতা এবং আনুগত্য সঙ্গে এখানে সেরা কাজ করতে হবে তারপর সাফল্য তার নিজের দ্বারা আমাদের কাছে আসবে

amreta
2020-03-17, 06:14 PM
দ্রুত ট্রেড ক্লজ করে দিচ্ছি। যেখানে লাভ হবার কথা ১০ ডলার সেখানে ভয়ে ৪/৫ ডলার লাভে ট্রেড ক্লজ করে দিচ্ছি । এই বুঝি একাউন্ট শুন্য হলো এই ভেবে ভয়ে বিরাট লসে ট্রেড ক্লজ করি। আমাকে একটৃ বলবেন কি করে ধৈর্য বৃদ্ধি করা যায় ।

রিয়েল মেং আগর আপন চাহতে হৈ কি আপনি সদর কে সাথ কাম কারেন অর কাবি ভী আপন জোকা ক্ষতি না হো তো অপকো পহলে টু মার্কেট কো সমাজে কর বাণিজ্য করী হোগি জাব আপন ট্রেড লাগেন টু আপন আপন ট্রেড কো মডিফাই কর্কে স্টপ লস আওর লাভ নিন সরঞ্জাম কো জারুর ইসতেমাল কারেন কিউঙ্কি দোস্ট কো ইসতেমাল করনে সে কথায় ভী রোগী কে ব্যাগের ট্রেডিং নাহিন কারেঙ্গে

SR12
2020-03-28, 12:51 PM
এটা সম্পুর্নভাবে যার যার নিজের উপর ডিপেন্ড করে আপনি কিভাবে নিজেকে কন্ট্রোল করবেন। তবে অন্য একটিভাবে নিজেকে কন্ট্রোল করা যায় তা হলো ফরেক্স ভালো করে শেখা এবং ডেমো ট্রেডিং করা। কারন আপনি যখন ভালো ফরেক্স জানবেন তখন আপনি মার্কেট দেখলেই এক্সিট পয়েন্ট ও এন্ট্রি পয়েন্ট বুজতে পারবেন।

Fxxx
2020-03-28, 01:23 PM
আমাদের সবার একটা বদঅভ্যাস হচ্ছে আমরা লাভের ট্রেড বেশিক্ষন ধরে রাখতে পারিনা। আমরা লসের ট্রেড ঠিকই ধরে রাখতে পারি। যার কারনে সবসময় লাভের চেয়ে লস এর পরিমান বেড়ে যায়। তাই হাইয়ার টাইমপফ্রেম দেখে ট্রেড করা উচিত।

Jid13
2020-03-28, 01:30 PM
ফরেক্স এ ভয় থাকলে ট্রেড না করে ফরেক্স থেকে বিদায় নেয়া ভাল। ভয় ই হলো ফরেক্স এ লসের আরেকটি কারন। ধৈর্য বৃদ্ধি করতে হলে একমাত্র উপায় হলো দীর্ঘদিনের অভিজ্ঞতা অর্জন করা। এছাড়া ফরেক্স এর ধৈর্য আর ধৈর্য করে চিৎকার করে কোন লাভ নেই। লোভ এবং ধৈর্য এ দুটি ফাকিবাজি কথা ছাড়া আর কিছু নয়। আমরা সবাই একই রকম। দক্ষতা আর অভিজ্ঞতা অর্জন করুন।

forex_fighter
2020-03-28, 02:14 PM
ফরেক্স মার্কেটে ট্রেডং করতে হলে আমাদের অনেক ধৈর্য ধরতে হবে যাতে আমরা ভাল প্রফিট করতে পারি,আমাদের ইমোশনাল পরিহার করতে হবে,ট্রেডিং করার সময় আমাদের অনেক বিষয়ের দিকে খেয়াল করে ট্রেডিং করতে হবে,ফরেক্স মার্কেটে যারা বেশি পরিমান ধৈর্য ধরতে পারে তারা অনেক প্রফিট করতে পারে।

sofiz
2020-03-28, 02:16 PM
ধৈর্য্য সবসময়ই একটা অনেক বড় মহৎ গুণ । আমি মনে করি যে ধৈর্য্যশীল ব্যাক্তি একশ অস্থির ধৈর্য্যহারা ব্যাক্তি থেকে ও বেশি শক্তিশালী । আর সবসময় এটা মনে রাখতে হবে যে ফরেক্স এর মত একটা প্লাটফ্রমে এসে যদি আমরা ধৈর্য্যহীন হয়ে যায় তবে তা আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ হবে । কেননা আমরা এখানে ট্রেড করি নিজের টাকা দিয়ে যেটা একবার চলে গেলে ফিরে পেতে অনেক বেশি কষ্ট ।

Kane
2020-03-28, 02:17 PM
ফরেক্স মার্কেটে ট্রেডং করতে হলে আমাদের অনেক ধৈর্য ধরতে হবে যাতে আমরা ভাল প্রফিট করতে পারি,আমাদের ইমোশনাল পরিহার করতে হবে,ট্রেডিং করার সময় আমাদের অনেক বিষয়ের দিকে খেয়াল করে ট্রেডিং করতে হবে,ফরেক্স মার্কেটে যারা বেশি পরিমান ধৈর্য ধরতে পারে তারা অনেক প্রফিট করতে পারে।

Hredy
2020-03-28, 02:23 PM
ফরেক্স মার্কেটে ট্রেডং করতে হলে আমাদের অনেক ধৈর্য ধরতে হবে যাতে আমরা ভাল প্রফিট করতে পারি,আমাদের ইমোশনাল পরিহার করতে হবে,ট্রেডিং করার সময় আমাদের অনেক বিষয়ের দিকে খেয়াল করে ট্রেডিং করতে হবে,ফরেক্স মার্কেটে যারা বেশি পরিমান ধৈর্য ধরতে পারে তারা অনেক প্রফিট করতে পারে।

Fxhuman
2020-03-28, 08:34 PM
জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে ধৈর্য্যের কোন বিকল্প নেই। আপনি প্রতিটা কাজ ধৈর্য্য সহকারে কাজ করলে সফলতা আপনার দ্বার প্রান্তে এসে ধরা দেবে।আপনার মনে রাখতে হবে ফরেক্স থেকে লাভ করতে হলে আপনাকে ধৈর্য্য রাখতেই হবে তাহলেই আপনার ধৈর্য্য শক্তি বাড়বে।

Md.Nasim Uddin
2020-03-28, 08:47 PM
ফরেক্স মার্কেটে সফলতার মূলে রয়েছে ধৈর্যশীলতা। যে ট্রেডার যত বেশি ধৈর্য ধারণ করে ফরেক্স মার্কেট ট্রেডিং অংশগ্রহণ করতে পারবে সেই মার্কেট থেকে সফলতা অর্জন করতে পারবে। ফরেক্স মার্কেটে ধৈর্যশীল হতে হলে অবশ্যই একজন ট্রেডার ডেমো ট্রেডে প্রাক্টিস মাধ্যমে ধীরে ধীরে নিজেকে রিয়েল ট্রেডে দক্ষ করে নিজেকে ধৈর্যশীল হয়ে অংশগ্রহণ করতে হবে। তাহলে ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করতে পারবে। ধীরে ধীরে ট্রেডে অংশগ্রহণ করলে নিজেকে ধৈর্যশীল ভাবে ফরেক্স মার্কেটে প্রতিষ্ঠা করতে পারবে। ধৈর্যশীল শালা ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করা সম্ভব নয় তাই প্রত্যেকটা ট্রেডারকে মার্কেট সম্পর্কে দক্ষতা অর্জন করেও ধৈর্যশীল হয় ট্রেনে অংশগ্রহণ করে সফলতা অর্জন করা উচিত।,,,,,ধন্যবাদ।

black-hill
2020-03-28, 09:06 PM
ফরেক্স এমন একটি ব্যবসা যে ব্যবসা করে খুবই অল্প সময়েই ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে । আবার ভাল সময় ও খারাপ হতে পারে দুইটাই নির্ভর করবে নিজের উপরেই। ফরেক্স এ লসের ভাগ কমাতে হলে অবশ্যই নিজের লোভকে কন্ট্রোল করতে হবে।

Sarder
2020-03-29, 04:06 AM
উল্লেখযোগ্য তবে কোনটি জন্মের মাধ্যমে তা শিখতে পারে না যে ডেমো অ্যাকাউন্টগুলির সাথে সাধারণভাবে শিখতে এবং অনুশীলন শুরু করতে এবং পরবর্তী সময়ে লাইভ এক্সচেঞ্জিং শুরু করা এবং সময়ের অভিজ্ঞতার অগ্রগতির সাথে সাধারণভাবে ডেমো অ্যাকাউন্টগুলি কীভাবে গ্রহণ করতে হয় তা অর্জন করা আপনার পক্ষে সবকিছু ফরেক্স পেশায় আপনার সেরা অস্ত্র

আমি যখন ফরেক্সে কাজ শুরু করি তখন থেকেই আমি কেবল একটি জিনিস শিখেছি এবং এটি আপনি আমার প্রতিবন্ধকতা হ'ল আপনি যখন সংযম দেখিয়েছেন, সেই মুহূর্তে আপনি অবশ্যই এখনই জয়ী হতে পারেন। যেহেতু এই ব্যবসাটি আপনার শেষ লক্ষ্য নিয়ে রয়েছে যে আপনি যত বেশি সহনশীলতা এবং কঠিন পরিশ্রম স্থাপন করবেন ততই আপনি এতে কার্যকর হবেন তাই আপনার নিজের মধ্যে যতটা সম্ভব পরিশ্রম করা উচিত যাতে আপনি নিজের মধ্যে জয় লাভ করতে পারেন।

চুপচাপ বৈদেশিক মুদ্রার বিনিময়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অপেশাদার এবং পুরাতন উভয় দালালকেই ফরেক্স এক্সচেঞ্জিংয়ে অনুশীলনকারী রোগীদের তাৎপর্য বোঝা দরকার। সহনশীলতার সাথে আপনি প্রসারিত ছাড়াই আপনার এক্সচেঞ্জের ইচ্ছাগুলি ফরেক্স এক্সচেঞ্জের চেয়ে বেশি করতে পারেন। অর্থহীন হারানো নগদ থেকে কৌশলগত দূরত্ব বজায় রাখার জন্য কীভাবে আরও রোগী হতে হবে তা নির্ধারণ করুন। অধ্যয়নের বিজ্ঞাপনের প্যাটার্ন এবং তদন্তের বিনিময়ে ডেমো প্রশিক্ষণের মাধ্যমে আপনার অন্তর্দৃষ্টি এবং অভিজ্ঞতার আদান-প্রদানের ভিত্তিতে তা উল্লেখযোগ্য যে, ফরেক্সে নগদ আনা মুশকিল তবে আপনি যখন আদান-প্রদান করছেন তখন নিয়মিত রোগী হন যখন আপনি একদিনে ধনী হতে পারবেন না।

Jasem Mojumder
2020-03-29, 07:11 AM
[FONT=Arial Black]আমি কিভাবে কাজ শুরু করব।

FONT]

uzzal05
2020-03-29, 08:00 AM
ফরেক্স এ ধৈর্য্য না থাকলে কিছুই করা যাবে না। আপনাকে ধৈর্য্য ধরার জন্য মার্কেট থেকে দুরে থাকতে হবে। সারাদিন চার্টে থাকলে কখনোই আপনি কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারবেন না। সেজন্য পাশাপাশি অফলাইনে চাকুরী করতে পারেন। কেননা এতে আপনার মার্কেট ট্রেড এর প্রতি নেশা অনেক কমে যাবে।

Lubna1212
2020-03-29, 08:35 AM
আপনার একটি দীর্ঘ সময়ের জন্য ডেমো ট্রেডিং করা উচিত। এটি ফরেক্সের বেসিকগুলি আরও ভাল করবে এবং বাজারের ভাল ধারণা তৈরি করবে। আপনি যদি প্রতিরোধে ভাল বিশ্লেষণ এবং সমর্থন দিয়ে বাণিজ্য করতে পারেন তবে আপনি স্বয়ংক্রিয় সহনশীলতা পেতে পারেন।

Tayef islam tarek
2020-03-29, 09:06 AM
শুধুমাএ insta forex না যে কোনো ট্রেডিং সাইটে কাজ করতে হলে ধৈর্য থাকা প্রয়োজন আছে ।যদি
ধৈর্য ধরে কাজ করতে পারো তাহলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবে।এসব সাইটে ভালো ফলাফলপাওয়ার জন্যdemo account দিয়ে কাজ শিখতে পারেন।

KGF3010
2020-03-29, 11:40 AM
ধৈর্য্য সবসময়ই একটা অনেক বড় মহৎ গুণ । আমি মনে করি যে ধৈর্য্যশীল ব্যাক্তি একশ অস্থির ধৈর্য্যহারা ব্যাক্তি থেকে ও বেশি শক্তিশালী । আর সবসময় এটা মনে রাখতে হবে যে ফরেক্স এর মত একটা প্লাটফ্রমে এসে যদি আমরা ধৈর্য্যহীন হয়ে যায় তবে তা আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ হবে ।

smbiplob
2020-04-22, 07:09 PM
আপনি ভালোমতো অ্যানালাইসিস এবং সাপোর্টে রেসিসটেন্স বুঝে ট্রেড করতে পারলে অটোমেটিক ধৈর্য্য ধরতে পারবেন আপনি যখন লসের মধ্য পরবেন তখন আপনাকে সেই লস উঠাতে আপিনাকে অনেক ধর্য্যশিল হতে হবে না হয় আপনাকে লস করতে হবে এটা মনে রাখতে হবে যে ফরেক্স এর মত একটা প্লাটফ্রমে এসে যদি আমরা ধৈর্য্যহীন হয়ে যায় তবে তা আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ হবে ।

KF84
2020-04-24, 06:10 PM
ধৈর্য্য আপনার মন মানসিকতার উপর নির্ভরশীল । আপনার যদি নিজের আস্থার উপর বিশ্বাস রাখেন তাহলে আপনি অবশ্যই ধৈর্য্যতার সাথে এই মার্কেটে টিকে থাকতে পারবেন এবং সেই ধৈর্য্যতার উপর নির্ভর করে আপনি এই মার্কেটে বেশ সফলদায়কভাবে মুনাফা উপার্জন করতে পারবেন । এখানে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আপনি সব সময় স্থায়ীভাবে ট্রেডিং কৌশল পরিচালনা করুন । আর আপনাকে আগে মার্কেট এর বাস্তবতা বুঝতে হবে তাহলে আপনি অনেক উপকৃত হবেন ।

Mahmud1984fx
2020-05-13, 12:08 PM
দ্রুত ট্রেড ক্লজ করে দিচ্ছি। যেখানে লাভ হবার কথা ১০ ডলার সেখানে ভয়ে ৪/৫ ডলার লাভে ট্রেড ক্লজ করে দিচ্ছি । এই বুঝি একাউন্ট শুন্য হলো এই ভেবে ভয়ে বিরাট লসে ট্রেড ক্লজ করি। আমাকে একটৃ বলবেন কি করে ধৈর্য বৃদ্ধি করা যায় ।

আমাদের কর্মপরিচালনা বা নিজেদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে আমাদের মন বা মানসিক অবস্থা। আর মনেই সৃষ্টি হয় পরিস্থিতির আলোকে আবেগ। মনের আবেগগুলো যখন আমাদেরকে নিয়ন্ত্রণ করে তখন অনাকাংখিত কাজ করে ফেলি। ঠিক এর বিপরীতে যখন আমরা আমাদের দ্বারা বা মস্তিস্ক দ্বারা মন বা মনের আবেগগুলো নিয়ন্ত্রণ করতে পারব তখন আমরা যেটা চাইব সেটাই হবে ইনশা আল্লাহ। এজন্য আমাদেরকে একটু সাধনা করতে হবে বা চেষ্টা করতে হবে কিছু দিন। চেষ্টা করলে কোন কিছুই অসম্ভব নয়।

Rokibul7
2020-05-13, 01:23 PM
ফরেক্স মাকেটে ধয বৃদ্ধি করতে হলে এ মাকেট সম্পকে জানতে হবে।এনালাইসিস করতে জানতে হবে।এ সব জানতে পারলে দেখবেন ধয এমনইতেই হয়ে গেছে।তখন আর এলেমেলো টেড করতে চাইবেন না।তখন বুঝবেন যে এখানে কতটা রিক্স এর জায়গা

IFXmehedi
2020-05-13, 02:26 PM
ফরেক্স মার্কেটে সফল হতে হলে আপনাকে অবশ্যই ধৈর্যের পরীক্ষা দিতে হবে । আপনি যত ধৈর্যবান হবে ততই আপনি ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করতে পারবেন । ধৈর্য ছাড়া ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা প্রায় অসম্ভব । তাই ফরেক্স মার্কেটে সফল হতে হলে ধৈর্যের বিকল্প নেই বললেই চলে । আমি মনে আপনি যত বেশি অনুশীলন করবেন ততঃ বেশি আপনার ধৈর্য ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে ।

Dibakar Biswas
2020-05-13, 03:40 PM
ফরেক্সে আপনাকে লস করার মন-মানসিতা থাকতে হবে। কোন ট্রেড ওপেন করার আগে তার স্টপলস ঠিক করতে হবে। মার্কেট যদি আপনার বিপরীতে যায় তবে আপনার দেওয়া স্টপলসে কেটে যাবে। আপনি প্রথমে ১ঃ২ এ ট্রেড করুন । যেমন আপনি কোন ট্রেডে ১০ পিপ স্টপলস দিলে টেকপ্রফিট দিবেন ২০ পিপে। তারমধ্যে ট্রেড ক্লোজ করবেন না। যদি এই নিয়মের মাধ্যমে নিজেকে মানাতে পারেন তবে বুঝবেন আপনি ধৈর্য্যশীল হয়েছেন। অনেকে এটা পারে না কেননা তারা মানি-মেনেজমেন্ট না মেনে বড় লটে ট্রেড ওপেন করে ।যার কারনে মার্কেট ১০-২০ পিপ তার বিপরীতে গেলে অনেক লস হয়ে যায় । তাই ওখান থেকে মার্কেট প্রফিটে আসলেও ভাবে আর নাও উঠতে পারে । তখন ১-২ পিপে ক্লজ করে দেয়। তাই তাদের লাভ বেশি হয় না আর মার্কেট না ফিরলে বড় ধরনের ক্ষতি হয়ে যায়। তাই মানি মেনেজমেন্ট মেনে স্টপলস ও টেকপ্রফিট বসিয়ে ট্রেড করুন। তাহলে আমার মনে হয় আপনি নিজেকে নতুন করে গঠন করতে পারবেন।

JUHAIRJABIR2
2020-05-13, 04:12 PM
সঠিক মানি ম্যানেজমেন্ট অনুসরণ করতে হবে। সঠিক মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে ট্রেড দেওয়ার পর প্রাইস যেদিকে যায় অপেক্ষা করতে হবে। হয় এস এল, না হয় টি পি। নিয়মটা অবশ্যই মানতে হবে।

zakia
2020-05-13, 09:57 PM
ফরেক্স এমনই একটি অনলাইন ভিত্তিক ব্যবসা যেটাতে অবশ্যই ধৈর্য ধারন করে কাজ করতে হবে । ফরেক্স এ সফলতার মুল চাবিকাঠিই হল ধৈর্য এবং দক্ষতা । তাই ফরেক্স থেকে আয় করতে হলে অবশ্যই ধৈর্য নিয়ে ধীরে ধীরে কাজ করতে হবে । আর এই ধৈর্য শক্তি বৃদ্ধির জন্য অবশ্যই লোভকে পরিহার করতে হবে, মানি ম্যানেজমেন্ট বুঝে, বিভিন্ন পর্যবেক্ষণ করে ছোট লটে অল্প অল্প করে ট্রেড করতে হবে, তাড়াহুড়া এবং উত্তেজনা কাজ করা যাবে না। তাহলেই ফরেক্সে ধৈর্য বৃদ্ধি করে সফলতা নিয়ে আসা যাবে ।

FATEMAKHATUN
2020-05-14, 12:10 AM
ফরেক্সে টিকে থাকার জন্য ধৈর্যের গুরুত্ব অপরিসীম। আর এক্ষেত্রে ধৈর্য বাড়াতে আপনাকে অবশ্যই ফরেক্স সম্পর্কে পূর্ণ মাত্রায় ধারণা থাকতে হবে।

HASIBURRAHMAN
2020-05-14, 12:19 AM
ধৈর্য বৃদ্ধি করার জন্য শুধুমাত্র লসকে মেনে নেয়ার মত মানসিকতা প্রস্তুত রাখাটাই যথেষ্ট। অর্থাৎ লস হবে এটা জেনেই ট্রেড করতে হবে লস থেকে শিখতে হবে পরবর্তীতে লস না হয় সে চেষ্টা করতে হবে।

Hredy
2020-07-22, 07:07 PM
ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে ট্রেড করতে হবে । তবে এটা ঠিক করে বলতে পাবোনা যে ফরেক্স করে ট্রেড মার্কেটে ধৈর্য বাড়ানো যায় কি না । তবে এটা জানি যে মার্কেটে ট্রেড করতে করতে এক সময় একজন দক্ষ ট্রেডার হওয়া যায়

Devdas
2020-07-22, 07:13 PM
ফরেক্স একটি রিক্সি মার্কেট। এই মার্কেট এ ঝুঁকি নিয়েই ট্রেড করতে হয়। ঝুঁকি না নিলে আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন না। ফরেক্স এ আপনি যত বেশী ধৈর্য্য ধরে ফরেক্স করবেন আপনি তত বেশী ফরেক্স থেকে সাফলতা অর্জন করে থাকবেন। ধৈর্য্য ধরার বৃদ্ধি হচ্ছে আপনি একটি রুটিন অনুযায়ী ধৈর্য্য ধরার একটি প্যাকেজ করতে পারেন তাহরে দেখবেন যে আপনি ধৈর্য্য ধরতে পারছেন।

IslamMdMerajul
2020-07-22, 07:39 PM
ফরেক্সে অবশ্যই অনেক ধৈর্য ধারণ করে কাজ করতে হয়। যে যত বেশি ফরেক্সে ধৈর্য ধারণ ক্ষমতা রেখে কাজ করবে সে তত বেশি ফরেক্স থেকে ভালো কিছু আশা করবে।তারপরে আমরা যারা কাজ করব অবশ্যই অনেক ধৈর্য সহকারে কাজ করব। একসময় দেখা যাবে যে ফরেক্স থেকে আমরা এই ধৈর্য ধারণের জন্য অনেক বড় একটা মূল্যায়ন পেয়েছি।

uzzal05
2020-07-22, 10:56 PM
ফরেক্স মার্কেট প্রফিট করার জন্য আমাদের প্রচুর ধৈর্য্য ধরতে হবে। কেননা ধৈর্য্য ধারন ছাড়া মার্কেট থেকে আমরা কিছু করতে পারব না। আর ফরেক্স এ ধৈর্য্য ধারন ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের হাইয়ার টাইমফ্রেম অনুসরন করতে হবে। তাহলে আমাদের ধৈর্য্য অটোমেটিক বাড়তে থাকবে।

Starship
2020-07-22, 11:45 PM
ফরেক্স মার্কেটে সফলতার অন্যতম চাবিকাঠি হলো দরজা। ধৈর্য্য এমন একটি ফল যেটা অর্জন করতে পারলে এর ফল মিষ্টি হয়। যদি কারো ধৈর্য্য না থাকে তাহলে সে কোন সময় ফরেক্সের সফল হতে পারবে না। ফরেক্স মার্কেটে ধৈর্য লোভ নিয়ন্ত্রণ হলো সফলতার অন্যতম গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরে আপনি যদি ফরেক্স মার্কেট এনালাইসিস শিখতে পারেন ও এর অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন নতুবা পারবেন।

muslima
2020-07-23, 01:39 AM
ফরেক্স এ ধৈর্য্য বৃদ্ধি করতে হলে, আপনাকে স্থির হতে হবে এবং মনে করতে দুনিয়ায় ফরেক্স ছাড়া অন্য কোন কিছু নেই। যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনি পারবেন, সময় নিয়ে চেষ্টা করে দেখুন। আরও একটি পদ্ধতি হলে নিজেকে স্থির করা সেটা হলো মেডিটেশন করা। সিস্টেম যদি ট্রেড নিতে বলে তবেই আপনি ট্রেড ওপেন কিংবা ক্লোজ করবেন। সুতরাং স্টপ লস এবং টেক প্রফিট দিয়ে ঘুমিয়ে পড়েন তাহলে আর সময়ের আগে আপনাকে ট্রেডগুলো অল্প প্রফিটে ক্লোজ করতে হবে না।

milu
2020-07-23, 11:55 AM
ফরেক্স এ ভয় থাকলে ট্রেড না করে ফরেক্স থেকে বিদায় নেয়া ভাল। ভয় ই হলো ফরেক্স এ লসের আরেকটি কারন। ধৈর্য বৃদ্ধি করতে হলে একমাত্র উপায় হলো দীর্ঘদিনের অভিজ্ঞতা অর্জন করা। এছাড়া ফরেক্স এর ধৈর্য আর ধৈর্য করে চিৎকার করে কোন লাভ নেই।আপনি যখন লসের মধ্য পরবেন তখন আপনাকে সেই লস উঠাতে আপিনাকে অনেক ধর্য্যশিল হতে হবে না হয় আপনাকে লস করতে হবে।যে যত বেশী লোভকে কন্ট্রোলে রাখবে সে তত বেশী সফলকাম হতে পারবে।সুতরাং আমাদের ধৈর্য্য বৃদ্ধি একান্ত প্রয়োজন।

Md.shohag
2020-07-23, 12:03 PM
আপনাকে দীর্ঘদিন ডেমো ট্রেডিং করে যাওয়া উচিত।এতে করে ফরেক্সের ভালো বেসিক তৈরি হবে এবং মার্কেট সম্পর্কে ভালো ধারনা তৈরী হবে। আপনি ভালোমতো অ্যানালাইসিস এবং সাপোর্টে রেসিসটেন্স বুঝে ট্রেড করতে পারলে অটোমেটিক ধৈর্য্য ধরতে পারবেন।তাই বেশি ধৈর্য্যশীল হওয়ার জন্য ফরেক্সের প্রয়োজনীয় বিষয়গুলো আয়ত্ব করার প্রয়োজন।

mahmudfx84
2020-07-23, 12:03 PM
ফরেক্সে ধৈর্য্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার । এই হাতিয়ার যার আছে সে সফল হতে পারে ফরেক্সে। ধৈর্য্য যদি ও মানব জীবনের সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। ধৈর্য্য না থাকলে কোন কিছুতে সফল হওয়া কঠিন। ফরেক্সে সফল হতে হলে যে কোন মূল্যে টিকে থাকতে হয়। আর ফরেক্সে দীর্ঘ্যদিন টিকে থাকতে গেলে প্রয়োজন অপরিসীম ধৈর্য্য। ফরেক্স সম্পর্কে ভালভাবে জানলে এবং নিয়ম মেনে ট্রেড করলে ধৈর্য্যশীল এমনিতেই হয়ে উঠা যায়। রাতারাতি নয় এখানে সফল হতে হলে ধীল গতিতে এগিয়ে যেতে হবে।

jimislam
2020-07-23, 12:44 PM
আসলে ফরেক্স ধৈর্য্য বৃদ্ধি করে না বরং ধৈর্য্য আপনার মন মানসিকতার উপর নির্ভরশীল। আপনার যদি নিজের আস্থার উপর বিশ্বাস রাখেন তাহলে আপনি অবশ্যই ধৈর্য্যতার সাথে এই মার্কেটে টিকে থাকতে পারবেন। অভিজ্ঞতার আদান-প্রদানের ভিত্তিতে তা উল্লেখযোগ্য যে, ফরেক্সে নগদ আনা মুশকিল তবে আপনি যখন আদান-প্রদান করছেন তখন নিয়মিত রোগী হন যখন আপনি একদিনে ধনী হতে পারবেন না।

KAZIMAJHARULISLAM
2020-07-23, 01:18 PM
আসলে এই সম্পূর্ণ বিষয়টাই আপনার মানসিকতার উপর নির্ভর করে।কেননা আপনি ফরেক্সে যত বেশি অভিজ্ঞ হবেন এবং যত বেশি জ্ঞানী হবেন ,ততই আপনার ধৈর্যের পরিমাণ বৃদ্ধি পাবে এবং বুঝতে পারবেন যে চটজলদি নেয়া কোনো সিদ্ধান্ত থেকে ধৈর্য ধারণ করে নেয়া সমস্ত সিদ্ধান্তই আপনার জন্য বেশি উপকারী।তবে আপনার এই ধৈর্যের পরিমাণ একদিনেই বৃদ্ধি পাবে না ।আপনাকে প্রতিনিয়ত ফরেক্স এর সাথে লেগে থাকতে হবে , তাহলেই আস্তে আস্তে আপনি আপনার ধৈর্যের পরিমাণ বৃদ্ধি করতে পারবেন। তাই বলব ফরেক্স এর সাথে লেগে থাকেন,তাহলেই আপনি ফরেক্স থেকে অনেক ভালো কিছু করতে পারবেন।

FREEDOM
2020-07-23, 02:37 PM
দ্রুত ট্রেড ক্লজ করে দিচ্ছি। যেখানে লাভ হবার কথা ১০ ডলার সেখানে ভয়ে ৪/৫ ডলার লাভে ট্রেড ক্লজ করে দিচ্ছি । এই বুঝি একাউন্ট শুন্য হলো এই ভেবে ভয়ে বিরাট লসে ট্রেড ক্লজ করি। আমাকে একটৃ বলবেন কি করে ধৈর্য বৃদ্ধি করা যায় ।

এ ধরনের ভুল আমরা সকলেই কমবেশি করে থাকি আমার ক্ষেত্রেও এ ধরনের ভুল অনেক বেশি হয়ে থাকি। যখন ট্রেডে প্রফিটে থাকে তখন অল্প লাভেই ট্রেড ক্লোজ করার জন্য ব্যাস্ত হয়ে পড়ি আবার যখন কসে থাকি তখন দীর্ঘ সময় লস নিয়ে ঝুলে থাকি এভাবে ট্রেড করে আসলে আমাদেরই ক্ষতি তা জানা সত্তেও এখনও নিজেকে কন্ট্রোল করতে পারি না আর এটাই হয়ে দাড়ায় বড় লসের কারন।

Hredy
2020-07-23, 02:43 PM
ফরেক্স মার্কেটে ট্রেডং করতে হলে আমাদের অনেক ধৈর্য ধরতে হবে যাতে আমরা ভাল প্রফিট করতে পারি,আমাদের ইমোশনাল পরিহার করতে হবে,ট্রেডিং করার সময় আমাদের অনেক বিষয়ের দিকে খেয়াল করে ট্রেডিং করতে হবে,ফরেক্স মার্কেটে যারা বেশি পরিমান ধৈর্য ধরতে পারে তারা অনেক প্রফিট করতে পারে।

Fardin02
2020-07-23, 03:08 PM
একই সমস্যা আমার হয় যখন বেশি লস দেখি তখন ট্রেড ক্লোজ করে দিই আবার মার্কেট সেখান থেকে গুরতে শুরু করেছে। তাই আমি আপনাদের কাছে জানতে চাই সে কিভাবে মার্কেট ধৈর্য ধরা যায়। কারন এভাবে নিশ্চিত লাভ করাটাই হলো বুদ্দিমান ট্রেডারের কাজ । এভাবে চলতে চলতে একসময়ে নিজেই বুঝবেন কখন কি করে বেশি লাভ হবে ।

Hredy
2020-07-23, 03:21 PM
ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে ট্রেড করতে হবে । তবে এটা ঠিক করে বলতে পাবোনা যে ফরেক্স করে ট্রেড মার্কেটে ধৈর্য বাড়ানো যায় কি না । তবে এটা জানি যে মার্কেটে ট্রেড করতে করতে এক সময় একজন দক্ষ ট্রেডার হওয়া যায়

konok
2020-08-16, 02:18 PM
ফরেক্স এ ধৈর্য্য বৃদ্ধি করতে হলে, আপনাকে স্থির হতে হবে এবং মনে করতে দুনিয়ায় ফরেক্স ছাড়া অন্য কোন কিছু নেই। যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনি পারবেন, সময় নিয়ে চেষ্টা করে দেখুন। মার্কেট সম্পর্কে যত বেশী জ্ঞ্যান অর্জন করতে পারবেন ততবেশী অভিজ্ঞ হতে পারবেন। আর যতই না চান না আপনাকে লস করতে হবেই তাই লস যাতে না হয় সেই ধরনের টেকনিক্যাল বিষয় গুলো সম্পর্কে জানতে হবে। আর সঠিক মানিম্যানেজমেন্ট জানতে হবে।

Sid
2020-08-16, 05:52 PM
ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে ট্রেড করতে হবে । তবে এটা ঠিক করে বলতে পাবোনা যে ফরেক্স করে ট্রেড মার্কেটে ধৈর্য বাড়ানো যায় কি না । তবে এটা জানি যে মার্কেটে ট্রেড করতে করতে এক সময় একজন দক্ষ ট্রেডার হওয়া যায়

samun
2020-08-16, 06:25 PM
ফরেক্স ট্রেড করে সফলতা অর্জন করতে গেলে অবশ্যই ধৈর্য্য ধারন করতে হবে। আর ধৈর্য্য চেষ্টা সফল হওয়া এটা নিজের কাছে আপনি যদি চান আপনার ধৈর্য্য আপনি নিজে বৃদ্ধি করতে পারেন। আমার মতে ফরেক্স এ সফল হতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য্য ধারণ করতে হবে। তাহলে আপনি ফরেক্স এ ট্রেড করে সফল হতে পারবেন।।।

Soh1952
2020-08-16, 10:14 PM
ফরেক্স এ ধৈর্য্য বৃদ্ধি করতে হলে, আপনাকে স্থির হতে হবে এবং মনে করতে দুনিয়ায় ফরেক্স ছাড়া অন্য কোন কিছু নেই। যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনি পারবেন, সময় নিয়ে চেষ্টা করে দেখুন। আরও একটি পদ্ধতি হলে নিজেকে স্থির করা সেটা হলো মেডিটেশন করা। কারণ এই ব্যবসার জন্য আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে হবে এবং ধৈর্য ধরতে হবে।

zakia
2020-08-24, 08:03 PM
আপনার একটি দীর্ঘ সময়ের জন্য ডেমো ট্রেডিং করা উচিত। এটি ফরেক্সের বেসিকগুলি আরও ভাল করবে এবং বাজারের ভাল ধারণা তৈরি করবে। আপনি যদি প্রতিরোধে ভাল বিশ্লেষণ এবং সমর্থন দিয়ে বাণিজ্য করতে পারেন তবে আপনি স্বয়ংক্রিয় সহনশীলতা পেতে পারেন। ফরেক্স ট্রেড করে সফলতা অর্জন করতে গেলে অবশ্যই ধৈর্য্য ধারন করতে হবে।আর ধৈর্য্য চেষ্টা সফল হওয়া এটা নিজের কাছে আপনি যদি চান আপনার ধৈর্য্য আপনি নিজে বৃদ্ধি করতে পারেন।আমার মতে ফরেক্স এ সফল হতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য্য ধারণ করতে হবে।তাহলে আপনি ফরেক্স এ ট্রেড করে সফল হতে পারবেন।

zubair
2020-08-24, 09:19 PM
ব্যবসায়ীরা ধৈর্যের দক্ষতা শিখতে পারেন এমন চারটি সহজ উপায়:
1. দিকনির্দেশে আপনাকে সহায়তা করতে "ফেইলারের" বা ছোট অবস্থানগুলি ব্যবহার করুন।
২. আস্তে আস্তে অবস্থানের বাইরে বা স্কেল করুন।
৩. যা আপনাকে ধৈর্য হারাতে পরিচালিত করে তা নথি করুন।
৪. "তৈরি" মানসিকতার চেয়ে একটি "বিল্ড" করুন।

sss21
2020-08-24, 09:27 PM
জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে ধৈর্য্যের কোন বিকল্প নেই। আপনি প্রতিটা কাজ ধৈর্য্য সহকারে কাজ করলে সফলতা আপনার দ্বার প্রান্তে এসে ধরা দেবে।আপনার মনে রাখতে হবে ফরেক্স থেকে লাভ করতে হলে আপনাকে ধৈর্য্য রাখতেই হবে তাহলেই আপনার ধৈর্য্য শক্তি বাড়বে।

zakia
2020-08-25, 09:28 AM
ফরেক্স মার্কেটে ট্রেডং করতে হলে আমাদের অনেক ধৈর্য ধরতে হবে যাতে আমরা ভাল প্রফিট করতে পারি,আমাদের ইমোশনাল পরিহার করতে হবে,ট্রেডিং করার সময় আমাদের অনেক বিষয়ের দিকে খেয়াল করে ট্রেডিং করতে হবে,ফরেক্স মার্কেটে যারা বেশি পরিমান ধৈর্য ধরতে পারে তারা অনেক প্রফিট করতে পারে। ধৈর্য বৃদ্ধি করার জন্য শুধুমাত্র লসকে মেনে নেয়ার মত মানসিকতা প্রস্তুত রাখাটাই যথেষ্ট। অর্থাৎ লস হবে এটা জেনেই ট্রেড করতে হবে লস থেকে শিখতে হবে পরবর্তীতে লস না হয় সে চেষ্টা করতে হবে।

Fahmida1
2020-08-25, 10:04 AM
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। অনেক ধৈর্য্য ও পরিশ্রমের মাধ্যমে ফরেক্স মার্কেটের সফলতা অর্জন করার সম্ভব হয়। ফরেক্স ফোরাম এর মাধ্যমে অতি দ্রুত গতিতে সফলতা অর্জন করা যায় না। অনেক ধৈর্য্য সহকারে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। ধৈর্যসহকারে ফরেক্স ফোরামের নিয়মাবলী অনুসরণ করতে হয়। ফরেক্স ফোরাম এ সম্পর্কে এনালাইসিস করতে হয়। ডেমো অ্যাকাউন্ট এ সম্পর্কে অনুশীলন করতে হয়। ধৈর্যসহকারে এই গুলো অনুসরণ করলে ফরেক্স মার্কেটে ভালো ট্রেডার হওয়া যায়। এমনকি ধৈর্য বৃদ্ধি পায়।

forexmastersharif
2020-08-25, 10:22 AM
ফরেক্স মার্কেট সম্পর্কে সব কিছু জানলে ও সকল নিয়ম মানলে আপনি এমনেতেই ধৈর্যশীল হয়ে উঠবেন। ফরেক্স রাতারাতি নয় ধীর গতিতে এগিয়ে যেতে হবে। তাই বেশি ধৈর্যশীল হবার জন্য ফরেক্সের প্রয়োজনী বিষয়গুলো আয়ত্ত করুন।:1f624:

mahmudfx84
2020-08-25, 10:26 AM
আমরা জানি ধৈর্যের অপর নাম অপেক্ষা করা। আর এটাও ঠিক যে, যে কোন কাজে অপেক্ষা করা বেশ কঠিন কাজ । এজন্যই যার মধ্যে ধৈর্যের গুণাবলী বিদ্যমান সেই সফলতা পায়। স্বয়ং মহান আল্লাহও ধৈর্য্যশীলকে পছন্দ করেন। আমার মতে ফরেক্সে সফলতার আরেক নাম টিকে থাকা। আর ফরেক্সে টিকে থাকতে হলে আবেগকে নিজের নিয়ন্ত্রণে রেখে , লোভমুক্ত হয়ে সফলতার জন্য নিয়ম নীতি মেনে ট্রেড করতে হবে। দীর্ঘ্য অভিজ্ঞতা-দক্ষতা অর্জনের মাধ্যমেই ফরেক্সে টিকে থাকতে ধৈর্য্যশীলতা অর্জিত হতে পারে। ধন্যবাদ।

FRK75
2020-10-27, 11:10 AM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে গিয়ে যদি ধৈর্যবান না হতে পারেন তাহলে ফরেক্স মার্কেটে ট্রেডিং করার দরকার নেই ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে ইমোশনাল পরিহার করতে হবে ফরেক্স মার্কেটে ট্রেড দেওয়ার পুর্বে ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করতে হবে তার পরে ট্রেড করতে হবে।

FRK75
2021-07-15, 03:19 PM
মার্কেট কিভাবে চলে সেটা যদি ভালভাবে না বোঝা যায় তাহলে আমাদের ধৈর্য্য বৃদ্ধি করা সম্ভব নয়। আর একটি ব্যপার ট্রেডিং করার কিছু সিস্টেম আছে যেগুলো ফলো করতে হবে। যেমেন : মানিম্যানেজমেন্ট করা শিখতে হবে, স্টপলস-টেকপ্রফিট ব্যবহার করা শিখতে হবে, মার্কেট এ সব সময় থাকা যাবে না, অন্যান্য কাজও করতে হবে, ট্রেড নেওয়ার পর অন্য কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে ইত্যাদি। আর আমাদের অধৈর্য্য হওয়ার পেছনে খাবারও দায়ী যেমন : অতিরিক্ত তেল যুক্ত খাবার খাওয়া, দুধ-ডিম না খাওয়া, ধুমপান করা ইত্যাদি। একজন ট্রেডার হতে হলে আপনাকে অনেক কিছু বুঝে চলতে হবে। খাবার দাবার থেকে শুরু করে আপনার আচার আচরন সবকিছুতে পরিবর্তন আসতে হবে।

Mas26
2021-07-15, 07:46 PM
ফরেক্স খুবই রিস্কি ব্যাবসা আমি মনেকরি নতুন নতুন আমরা ট্রেড করে যা লাভ করি তাই নিয়েই আমাদের খুশি থাকা উচিৎ।আমি প্রথমে ভালই লাভ করি কিন্ত পরে সব লস করি এর কারন বেশি লাভ করার আসা করি।ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে ট্রেড করতে হবে। তবে এটা ঠিক করে বলতে পাবোনা যে ফরেক্স করে ট্রেড মার্কেটে ধৈর্য বাড়ানো যায় কি না। তবে এটা জানি যে মার্কেটে ট্রেড করতে করতে এক সময় একজন দক্ষ ট্রেডার হওয়া যায়। আমাদের ধৈর্য্য বৃদ্ধি একান্ত প্রয়োজন।

Smd
2021-10-08, 08:49 PM
আপনাকে সারাদিন বসে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে যারা ফরেক্স মার্কেট এ ভাল ভাল ট্রেড গুল করে তারা ধৈর্য ধরে বসে থেকে খুজে খুজে ভাল ভাল ট্রেড গুল করে এতে করে অনেক ধৈর্যর দরকার হয়। কিন্ত ধৈর্য্য ধরে রাখা খুব কস্টকর ব্যাপার,আমরা অল্প সময়ে অধিক আয় করতে চাই তাই ধৈর্য্য রাখতে পারিনা,অতিরিক্ত লোভ এর কারণে ধৈর্য্য হারা হয়ে জাই,তাই আমাদের লোভ ত্যাগ করে অল্প রিস্ক নিয়ে ট্রেড করতে হবে।

EmonFX
2021-10-08, 10:07 PM
প্রচুর ধৈর্য না থাকলে আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না। ফরেক্সে সফলতার জন্য ধৈর্যের বিকল্প নেই। ফরেক্সে সফল হতে হলে প্রচুর ধৈর্যের অনুশীলন করতে হবে। ফরেক্স থেকে 90% ট্রেডার ঝরে যায় শুধুমাত্র তাদের অধৈর্যতার কারণে। ফরেক্সে তাড়াহুড়ো করে কোন ট্রেড নেয়া যাবে না। তাড়াহুড়োর ফল কখনোই ভালো হয় না। একটি ট্রেড নেয়ার আগে অবশ্যই সে বিষয়ে অনেকে স্টাডি ও এনালাইসিস করে ট্রেড নিতে হবে। অনেকেই সময় না নিয়ে অধৈর্য হয়ে তাড়াহুড়ো করে ট্রেড নিয়ে বসে ফলে লস করে।

কিন্তু আমাদের রিটেইল ট্রেডারদের অনেক সমস্যা আছে, সফলতার পথে অনেক বড় বাঁধা। দেখা যায় অনেকে দু-একটি ট্রেডে লস করে সেই লস পুষিয়ে নেয়ার জন্য প্রোপার অ্যানালাইসিস ছাড়াই তাড়াহুড়ো করে বড় লটে ট্রেড নিয়ে বসে। ফলে আবারও লস করে। আবার অনেকে পরপর দু চারটি ট্রেডে ভালো করতে পারলে অতি উৎসাহী হয়ে বড় বড় লটে ট্রেড নিয়ে থাকেন। সঠিকভাবে মার্কেটের মুভমেন্ট মূল্যায়ন না করার দরুন এখানেও লস করেন। এসবের সব কিছুর কারণ হলো অধৈর্যতা। তাই বলব ফরেক্স ট্রেডিংয়ে সফলতার জন্য প্রচুর ধৈর্যশীলতার অনুশীলন করতে হবে।

IFXmehedi
2021-10-11, 12:33 PM
ফরেক্স এ ধৈর্য্য বৃদ্ধি করতে হলে, আপনাকে স্থির হতে হবে এবং মনে করতে দুনিয়ায় ফরেক্স ছাড়া অন্য কোন কিছু নেই। যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনি পারবেন, সময় নিয়ে চেষ্টা করে দেখুন। আরও একটি পদ্ধতি হলে নিজেকে স্থির করা সেটা হলো মেডিটেশন করা। যদি আপনি ২ বেলা মেডিটেশন করতে পারেন তাহলে আপনি ফরেক্স কেন যেকোন ব্যপারে আপনার ধৈর্য্য হবে অনেক শক্তিশালী।প্রকৃত ক্ষে ফরেক্স আমাদের রোগীর পরীক্ষা করে দেখায় এবং আমাদের কাছে প্রকাশ করতে পারে যে কিভাবে নগদীকরণের বিষয়ে আমরা কিছুটা স্বতঃস্ফূর্তভাবে ধরে রাখতে পারি।

Smd
2022-01-20, 10:22 PM
আপনাকে সারাদিন বসে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে যারা ফরেক্স মার্কেট এ ভাল ভাল ট্রেড গুল করে তারা ধৈর্য ধরে বসে থেকে খুজে খুজে ভাল ভাল ট্রেড গুল করে এতে করে অনেক ধৈর্যর দরকার হয়। কখনও বার বার মার্কেট দেখার চেষ্টা করবেন না। দিনে নির্দিষ্ট ২/৩ বার মার্কেট দেখবেন শুধু ট্রেড গুলো কি ঠিকমত চলছে কিনা দেখার জন্য। যদি আপনি এই কয়েকটি অপশন অনুসরন করতে পারেন আশা করি আপনার এই সমস্যা থাকবে না। নয়ত আপনি মার্কেটে টিকে থাকে পারবেন না। আর কোন ট্রেদ নিয়ে কখনো লোভে বশিভুত হওয়া যাবে না।

Mas26
2022-01-20, 10:34 PM
ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে ট্রেড করতে হবে । তবে এটা ঠিক করে বলতে পাবোনা যে ফরেক্স করে ট্রেড মার্কেটে ধৈর্য বাড়ানো যায় কি না । তবে এটা জানি যে মার্কেটে ট্রেড করতে করতে এক সময় একজন দক্ষ ট্রেডার হওয়া যায়,ফরেক্স মার্কেটে যারা বেশি পরিমান ধৈর্য ধরতে পারে তারা অনেক প্রফিট করতে পারে।

FRK75
2022-04-12, 04:53 AM
ফরেক্স এ ধৈর্য্য না থাকলে কিছুই করা যাবে না। আপনাকে ধৈর্য্য ধরার জন্য মার্কেট থেকে দুরে থাকতে হবে। সারাদিন চার্টে থাকলে কখনোই আপনি কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারবেন না। সেজন্য পাশাপাশি অফলাইনে চাকুরী করতে পারেন। কেননা এতে আপনার মার্কেট ট্রেড এর প্রতি নেশা অনেক কমে যাবে।ফরেক্সে আপনাকে লস করার মন-মানসিতা থাকতে হবে। কোন ট্রেড ওপেন করার আগে তার স্টপলস ঠিক করতে হবে। মার্কেট যদি আপনার বিপরীতে যায় তবে আপনার দেওয়া স্টপলসে কেটে যাবে। আপনি প্রথমে ১ঃ২ এ ট্রেড করুন । যেমন আপনি কোন ট্রেডে ১০ পিপ স্টপলস দিলে টেকপ্রফিট দিবেন ২০ পিপে। তারমধ্যে ট্রেড ক্লোজ করবেন না। যদি এই নিয়মের মাধ্যমে নিজেকে মানাতে পারেন তবে বুঝবেন আপনি ধৈর্য্যশীল হয়েছেন। অনেকে এটা পারে না কেননা তারা মানি-মেনেজমেন্ট না মেনে বড় লটে ট্রেড ওপেন করে ।যার কারনে মার্কেট ১০-২০ পিপ তার বিপরীতে গেলে অনেক লস হয়ে যায় । তাই ওখান থেকে মার্কেট প্রফিটে আসলেও ভাবে আর নাও উঠতে পারে । তখন ১-২ পিপে ক্লজ করে দেয়। তাই তাদের লাভ বেশি হয় না আর মার্কেট না ফিরলে বড় ধরনের ক্ষতি হয়ে যায়। তাই মানি মেনেজমেন্ট মেনে স্টপলস ও টেকপ্রফিট বসিয়ে ট্রেড করুন। তাহলে আমার মনে হয় আপনি নিজেকে নতুন করে গঠন করতে পারবেন।

FRK75
2022-08-19, 11:51 PM
ফরেক্স মার্কেটে ধৈর্য বৃদ্ধি করার অনেক উপায় আছে এবং সেগুলো আপনাকে মেনে চলতে হবে। তবে তার আগে একটা কথা বলে নেই, সেটা হলো যেহেতু আপনি একজন ট্রেডার সেহেতু আপনার কোনো না কোনো একটা পদ্ধতি রয়েছে যেটাকে অনুসরণ করে আপনি এখানে ট্রেডগুলো করে থাকেন। সেহেতু আপনাকে আপনার সিস্টেমের বাইরে কোনো কিছু করা যাবে না, সিস্টেম যদি ট্রেড নিতে বলে তবেই আপনি ট্রেড ওপেন কিংবা ক্লোজ করবেন। সুতরাং স্টপ লস এবং টেক প্রফিট দিয়ে ঘুমিয়ে পড়েন তাহলে আর সময়ের আগে আপনাকে ট্রেডগুলো অল্প প্রফিটে ক্লোজ করতে হবে না।আর স্টপলস টেকপ্রফিট ব্যবহার করতে হবে তাহলে আপনাকে মার্কেট বারবার দেখতে হবে না। আসলে এগুলো হলো সাইকোলজিক্যাল সমস্যা তাই আপনাকে আগে মার্কেট এর বাস্তবতা বুঝতে হবে তাহলে আপনি অনেক উপকৃত হবেন। মার্কেট সম্পর্কে যত বেশী জ্ঞ্যান অর্জন করতে পারবেন ততবেশী অভিজ্ঞ হতে পারবেন। আর যতই না চান না আপনাকে লস করতে হবেই তাই লস যাতে না হয় সেই ধরনের টেকনিক্যাল বিষয় গুলো সম্পর্কে জানতে হবে। আর সঠিক মানিম্যানেজমেন্ট জানতে হবে।

Mas26
2022-08-23, 10:04 AM
ফরেক্স মার্কেটে ট্রেডং করতে হলে আমাদের অনেক ধৈর্য ধরতে হবে যাতে আমরা ভাল প্রফিট করতে পারি,আমাদের ইমোশনাল পরিহার করতে হবে,ট্রেডিং করার সময় আমাদের অনেক বিষয়ের দিকে খেয়াল করে ট্রেডিং করতে হবে,ফরেক্স মার্কেটে যারা বেশি পরিমান ধৈর্য ধরতে পারে তারা অনেক প্রফিট করতে পারে।আপিনি যদি ফরেক্স করতে গিয়ে ধর্য্য হারা হয়ে যান তবে আপনি ফরেক্স মার্কেটে খুব ভাল কিছু করতে পারবেন বলে আমি মনেবকরি না কারন আপনি যখন লসের মধ্য পরবেন তখন আপনাকে সেই লস উঠাতে আপিনাকে অনেক ধর্য্যশিল হতে হবে না হয় আপনাকে লস করতে হবে।

samun
2022-09-18, 08:52 AM
ফরেক্স এমনই একটি অনলাইন ভিত্তিক ব্যবসা যেটাতে অবশ্যই ধৈর্য ধারন করে কাজ করতে হবে । ফরেক্স এ সফলতার মুল চাবিকাঠিই হল ধৈর্য এবং দক্ষতা । তাই ফরেক্স থেকে আয় করতে হলে অবশ্যই ধৈর্য নিয়ে ধীরে ধীরে কাজ করতে হবে । যদি কারো ধৈর্য্য না থাকে তাহলে সে কোন সময় ফরেক্সের সফল হতে পারবে না। ফরেক্স মার্কেটে ধৈর্য লোভ নিয়ন্ত্রণ হলো সফলতার অন্যতম গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরে আপনি যদি ফরেক্স মার্কেট এনালাইসিস শিখতে পারেন ও এর অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন নতুবা পারবেন।

md mehedi hasan
2022-09-18, 11:44 AM
ফরেক্স মার্কেটে ধৈর্য্য ধারণ করা কেউ আপনাকে শেখাতে পারবে না।যতখন না পর্যন্ত আপনি ফরেক্স মার্কেটের মূল মর্ম বুঝতে পারবেন না।ফরেক্স মার্কেটে এক দুই বছরে আপনি আপনার মাইন্ড সেট করতে পারবেন না।অনেক দিনের সাধনার পর সব কিছু এমনিতেই ঠিক হবে।আপনাকে এই বিষয়ে সবাই উপদেশ দিবে যে আপনি ধৈর্য্য সহকারে ট্রেড করেন।বা আপনি নিজেও কাউকে এই বিষয়ে উপদেশ দিবেন।কিন্তু বাস্তবে নিজেই এই উপদেশ রক্ষা করতে পারবেন না।একবার না দুই বার না বারবার ফরেক্স মার্কেটে আপনি এই ট্রাপে পরবেন।কিন্তু প্রশ্ন হলো তাহলে কবে আমার এই সমস্যা সমাধান হবে।সমস্যা সারাজীবন কারো থাকে না।আপনি ফরেক্স মার্কেটে বারবার পরাজিত হতে হতে একদিন আপনা আপনি ধৈর্য্য চলে আসবে।তখন অতীত এর কথা চিন্তা করে হাসবেন।আর মনে মনে ভাবতে থাকবেন।আমি কতটা বোকা ছিলাম।

Mas26
2022-09-18, 10:49 PM
ফরেক্স মার্কেটে ট্রেডং করতে হলে আমাদের অনেক ধৈর্য ধরতে হবে যাতে আমরা ভাল প্রফিট করতে পারি,আমাদের ইমোশনাল পরিহার করতে হবে,ট্রেডিং করার সময় আমাদের অনেক বিষয়ের দিকে খেয়াল করে ট্রেডিং করতে হবে,ফরেক্স মার্কেটে যারা বেশি পরিমান ধৈর্য ধরতে পারে তারা অনেক প্রফিট করতে পারে।আপনাকে দীর্ঘদিন ডেমো ট্রেডিং করে যাওয়া উচিত।এতে করে ফরেক্সের ভালো বেসিক তৈরি হবে এবং মার্কেট সম্পর্কে ভালো ধারনা তৈরী হবে। আপনি ভালোমতো অ্যানালাইসিস এবং সাপোর্টে রেসিসটেন্স বুঝে ট্রেড করতে পারলে অটোমেটিক ধৈর্য্য ধরতে পারবেন।ফরেক্স করতে গিয়ে ধর্য্য হারা হয়ে যান তবে আপনি ফরেক্স মার্কেটে খুব ভাল কিছু করতে পারবেন বলে আমি মনেবকরি না কারন আপনি যখন লসের মধ্য পরবেন তখন আপনাকে সেই লস উঠাতে আপিনাকে অনেক ধর্য্যশিল হতে হবে না হয় আপনাকে লস করতে হবে।তাই বেশি ধৈর্য্যশীল হওয়ার জন্য ফরেক্সের প্রয়োজনীয় বিষয়গুলো আয়ত্ব করার প্রয়োজন।

FRK75
2023-12-03, 11:51 PM
ধৈর্য বৃদ্ধি টা সম্পূর্ণ নিজের কাছে।ধৈর্য ধারণ করে যেকোন কাজ করলে তার সফলতা নিশ্চত।ধৈর্য ছাড়া কোন কাজ করলে ব্যর্থ হবার সম্ভাবনা ৯৯%।এজন্য আমার মতে প্রথমে ডেমো ট্রেড করে ধৈর্য শক্তি বাড়িয়ে নিয়ে তারপর রিয়্যাল ট্রেড করা উচিত।ট্রেডের ক্ষেত্রে ধৈর্য হারালে মুলধন হারানোর সম্ভাবনা বেশি।ট্রেড করার আগে টেকনিক্যাল বিষয় গুলো আগে জানতে হবে এরপর ধৈর্য ধারণ করে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে তবেই সফলতা অর্জন করা যাবে।আমাদের সবার একটা বদঅভ্যাস হচ্ছে আমরা লাভের ট্রেড বেশিক্ষন ধরে রাখতে পারিনা। আমরা লসের ট্রেড ঠিকই ধরে রাখতে পারি। যার কারনে সবসময় লাভের চেয়ে লস এর পরিমান বেড়ে যায়। তাই হাইয়ার টাইমপফ্রেম দেখে ট্রেড করা উচিত।