PDA

View Full Version : ফরেক্স মার্কেট সেন্টিমেন্ট বলতে কি বুঝায়



syed_rana
2016-03-15, 12:06 PM
ফরেক্স মার্কেট সেন্টিমেন্ট বলতে বুঝায় মাকের্টের আচরণ বা ব্যবহার (ট্রেন্ডিং,রেঞ্জিং আউট,কনসোলিডেটিং) বুঝতে পারা এবং সেই অনুসারে নিজেদের সেটআপ ঠিক করে ট্রেড এন্টি নেয়া । সহজ ভাষাই বললে, 'মাকের্ট সেন্টিমেন্ট হল মাকের্টের নির্রব ভাষা বুঝে তাঁর সাথেই পথ চলা' ।

sharifulbaf
2016-03-22, 03:05 PM
ফরেক্স মার্কেটে আমরা সেন্টিমেন্টাল ট্রেড করে থাকি,সেটা আপনি।বুঝতে পারেন নি তাই আমি আপনাকে বলি মার্কেটের মুভমেন্ট দেখে এনালাইসিস করে আমরা মনস্তাত্ত্বিক করি যে মার্কেটের মুভমেন্ট পরবর্তী কোন দিকে মুভ করতে পারে সেই ধারনাকে আমরা সেন্টি মেন্টাল ট্রেড বলে থাকি।

Tazul Islam
2016-03-22, 03:15 PM
দির্ঘ্য দিন ফরেক্স মার্কোটে জড়িত থাকার পড় মার্কেট মুভমেন্ট সমন্ধে একটা ধারনা মনের ভিতর বদ্ধমুল হয়।যেমন বিভিন্ন সময়ের মার্কেটের উন্নথান পতন বা কেন্ডল এর পরিচিতি বা মুভমেন্ট বুজতে পাড়া যায়। এই অনুমিত প্রক্রিয়া গুলোই হলো সেন্টিমেন্টাল মুভমেন্টে।

Realifat
2016-03-25, 01:06 PM
ফরেক্সে আমরা সবসময়ই চার্ট দেখি। এই চার্টে মার্কেটে পূর্ব অবস্থা এবং বর্তমানের অবস্তা নির্দেশ করে। আমরা এই চার্টের অ্যানালাইসিস করে মার্কেটের পরবর্তী মুভমেন্ট কোথায় হবে তা নির্দারন করার চেষ্টা করি তাকে বলেলে মার্কেটের সেন্টিমেন্ট অ্যানালাইসিস। অর্থাত মার্কেটের সেন্টিমেন্ট বুঝে অর্থাত মার্কেটের অবস্থা ্ুঝে অ্যানালাইসিস করা হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস।

RUBEL MIAH
2016-03-26, 06:11 PM
ফরেক্স মার্কেটে সেন্টিমেন্টাল হয়ে যদি কোন ট্রেডার ট্রেড করে তাহলে অবশ্যই সে ক্ষতির মধ্যে পতিত হবে । সুতরাং আমরা এই ব্যবসা করার জন্য সেন্টিমেন্টাল হওয়া যাবে না । যদি আমরা সেন্টিমেন্টাল হয়ে যাই তাহলেই আমরা ক্ষতির মধ্যে পড়ে যাবো । সুতরাং আমরা কখনো সেন্টিমেন্টাল হয়ে ট্রেড করব না ।

Furkan
2016-03-26, 07:01 PM
সেন্টিমেন্ট হচ্ছে ফরেক্র মারকেটে ট্রেড দিয়ার জন্য গুরুত্বপূরণ একটি বিষয়। সেন্টিমেন্ট হচ্ছে ফরেক্র মারকেটে যারা সিনিয়র আছেন তারা কয়েক জন মিলে চিন্তা করে যে ট্রেড দেয় তাকে ফরেক্র এর ভাষায় সেন্টিমেন্ট বুঝায়।

Md Akter Hossain
2016-03-26, 09:31 PM
সাধারনতো ট্যাকনিকাল অ্যানালাইসিস আন ফান্ডামেনটাল অ্যানালাইসিস এর সমন্বয়ে তৈরি হয় সেন্টিমেন্টাল অ্যানালাইসিস । আর সেন্টিমেন্টাল অ্যানালাইসিসকে আমরা সহজভাবে মার্কেট সেন্টিমেন্ট বলে থাকি । অথাৎ মার্কেটের বর্তমান অবস্থাকে আমরা মার্কেট সেন্টিমেন্ট বলে থাকি ।

Mamun13
2017-06-08, 09:45 PM
মার্কেট সেন্টিমেন্ট হচ্ছে মার্কেটে ট্রেডারদের সার্বিক ট্রেডিং পরিস্হিতি পর্যবেক্ষণ করা৷যেমন এই মূহূর্তে মার্কেটে eur/usd বা usd/jpy পেয়ার কী পজিশনে আছে-বুলিশ মুডে না বেয়ারিশ মুডে আছে ? অর্থাৎ ট্রেডারগণ ক্রয় করছে না কী বিক্রয় করছে ? না কী তারা অপেক্ষা করছে বা সিদ্ধান্তহীনতায় আছে-অর্থাৎ রেন্জিং মুড ?? ট্রেড করার পূর্বে অবশ্যই মার্কেটের এইসব পরিস্হিতি গুলোকে এনালাইসিস করতে হয়৷একেই আমরা বলি সেন্টিমেন্টাল এনালাইসিস বা মার্কেট সেন্টিমেন্টাল৷

Shadhin
2017-06-08, 09:54 PM
ফরেক্স মার্কেটে আমরা সাধারনত সেন্টিমেন্টাল ট্রেড করে থাকি। ফরেক্স মার্কেটিং এ ট্রেড করার জন্য একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় হছে সেন্টিমেন্টাল। সাধারন কথায় বলতে গেলে মার্কেটের বর্তমান অবস্থাকে আমরা সেন্টিমেন্টাল বলে থাকি। ফরেক্স মার্কেটে সেন্টিমেন্টাল হয়ে যদি কেও ট্রেড করে তাহলে তার লস হবার সম্ভাবনা অনেক বেশি থাকে । সুতরাং ফরেক্সে সেন্টিমেল্টাল অনেক গুরুত্ব অনেক।

uzzal05
2017-06-09, 05:57 AM
ফরেক্স মারকেট এ সেন্টিমেন্ট বুঝতে পারলে অনেক লস এর হাত থেকে বাচা যায়। কারন শুধু এনালাইসিস করে কিভহু করা যায়। নিজেকে ভালো করে যাচাই করতে যে ট্রেডটা নিচ্ছি সেটা কতটা যুক্তিযুক্ত। কারন সব এনালাইসিস ই মার্কেট এ জরুরী।

Competitor
2017-06-14, 07:27 PM
ফরেক্স অনেক ধরনের কৈশল আছে । তার মধ্য সেন্টিমেন্টাল এনা্লাইসিস অন্যতম । আমি মনে করি যে ফরেক্সে সেন্টিমেন্টাল বা সেন্টিমেন্ট এর আলাদা একটা দাম আছে । কেননা আমরা মার্কেটের আচরণ সেন্টিমেন্ট দ্বারাই বুঝতে পারি । ফরেক্সে সেন্টিমেন্ট বুঝতে পারাটা অনেক বেশি কঠিন । নিজের এনালাইসিসটা কতটা যৌক্তিক সেটা নির্ভর করবে সেন্টিমেন্টাল এনালাইসিসের উপর । তাই সেন্টিমেন্টাল এনালাইসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

FREEDOM
2020-06-21, 05:37 PM
ফরেক্স মার্কেট সেন্টিমেন্ট বলতে বুঝায় মাকের্টের আচরণ বা ব্যবহার (ট্রেন্ডিং,রেঞ্জিং আউট,কনসোলিডেটিং) বুঝতে পারা এবং সেই অনুসারে নিজেদের সেটআপ ঠিক করে ট্রেড এন্টি নেয়া । সহজ ভাষাই বললে, 'মাকের্ট সেন্টিমেন্ট হল মাকের্টের নির্রব ভাষা বুঝে তাঁর সাথেই পথ চলা' ।

মার্কেট সবসময় একরকম মুভমেন্ট করে না। কখনো আপট্রেন্ড কখনো ডাউনট্রেন্ড আবার কখনো রেন্জিং অবস্হায় থাকে। মার্কেট মুলত সাপোর্ট রেজিস্টান্স এ গিয়ে এমন একটি অবস্হার তৈরি করে তখন মার্কেট সেন্টিমেন্ট অনেক সময় বোঝা কঠিন হয়ে যায়। আমাদেরকে মুলত এনালাইসিস করেই মার্কেটের সেন্টিমেন্ট বুঝে সেই সাথে তাল মিলিয়ে ট্রেড করার চেষ্টা করতে হবে।

konok
2020-06-30, 10:41 PM
ফরেক্স মার্কেটে সেন্টিমেন্টাল হয়ে যদি কোন ট্রেডার ট্রেড করে তাহলে অবশ্যই সে ক্ষতির মধ্যে পতিত হবে । সুতরাং আমরা এই ব্যবসা করার জন্য সেন্টিমেন্টাল হওয়া যাবে না । যদি আমরা সেন্টিমেন্টাল হয়ে যাই তাহলেই আমরা ক্ষতির মধ্যে পড়ে যাবো । নিজেকে ভালো করে যাচাই করতে যে ট্রেডটা নিচ্ছি সেটা কতটা যুক্তিযুক্ত। কারন সব এনালাইসিস ই মার্কেট এ জরুরী।

IFXmehedi
2020-06-30, 11:28 PM
ফরেক্স মার্কেট সেন্টিমেন্ট বলতে বুঝায় মাকের্টের আচরণ বা ব্যবহার (ট্রেন্ডিং,রেঞ্জিং আউট,কনসোলিডেটিং) বুঝতে পারা এবং সেই অনুসারে নিজেদের সেটআপ ঠিক করে ট্রেড এন্টি নেয়া । সহজ ভাষাই বললে, 'মাকের্ট সেন্টিমেন্ট হল মাকের্টের নির্রব ভাষা বুঝে তাঁর সাথেই পথ চলা' ।

ভাই ফরেক্স মার্কেট সেন্টিমেন্ট বলে কিছু নেই ফরেক্সে যেটা সমস্যা সেটা হল এই মার্কেটে আমরা আমাদের সেন্টিমেন্ট ধরে রাখতে পারি না যার ফলে আমরা হয়তো অনেক সময় দেখা যায় ১০০/২০০ ডলার লসে ট্রেড রেখে দেই কিন্তু যখনই 10 থেকে 15 টা লাভ হয় সাথে সাথে কেটে দেই । এইটাই হলো আমাদের সেন্টিমেন্ট আর এর কারণে আমরা ফরেক্স থেকে যথাযথ পরিমাণ অর্থ উপার্জন করতে পারি না । কিন্তু আমরা যদি আমাদের এই সেন্টিমেন্ট নিয়ন্ত্রণ করে ট্রেডিং করতে পারি তাহলে এই মার্কেট থেকে অনেক লাভ করা সম্ভব ।

Sid
2020-12-10, 07:20 AM
ফরেক্সে আমরা সবসময়ই চার্ট দেখি। এই চার্টে মার্কেটে পূর্ব অবস্থা এবং বর্তমানের অবস্তা নির্দেশ করে। আমরা এই চার্টের অ্যানালাইসিস করে মার্কেটের পরবর্তী মুভমেন্ট কোথায় হবে তা নির্দারন করার চেষ্টা করি তাকে বলেলে মার্কেটের সেন্টিমেন্ট অ্যানালাইসিস। অর্থাত মার্কেটের সেন্টিমেন্ট বুঝে অর্থাত মার্কেটের অবস্থা ্ুঝে অ্যানালাইসিস করা হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস।

Rony1122
2021-01-24, 12:42 AM
মার্কেটের মুভমেন্ট দেখে এনালাইসিস করে আমরা মনস্তাত্ত্বিক করি যে মার্কেটের মুভমেন্ট পরবর্তী কোন দিকে মুভ করতে পারে সেই ধারনাকে আমরা সেন্টি মেন্টাল ট্রেড বলে থাকি।ফরেক্স মাকেটে টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস ২০%আর বাকি৮০%হচ্চে সেন্টিমেন্টাল এনালাইসিস।

KAZIMAJHARULISLAM
2021-01-24, 07:24 AM
কোন ট্রেডে এন্ট্রি নেওয়ার পূর্বে, পূর্ববর্তী সময়ে মার্কেটের মুভমেন্ট এর উপর বিবেচনা করে, ভবিষ্যৎ মুভমেন্ট সম্পর্কে,যে টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস ফলো করতে হয়, সেই সাথে নিউজ এর প্রতি খেয়াল রেখে, সাপোর্ট রেজিস্ট্যাস্ন সম্পর্কে ধারণা রেখে,যে নিশ্চয়তা গ্রহণ করতে হয়,তাকেই ফরেক্স মার্কেটের ভাষায় সেন্টিমেন্ট বলা হয়ে থাকে। সেই সাথে মার্কেট এখন কোন মুডে আছে, এবং ভবিষ্যতে কোন মুডে যাবে,এই সবগুলো সম্পর্কে ধারণা রেখেই সিদ্ধান্ত গ্রহণ করা।এক কথায়, ফরেক্স নামক গুপ্তধন খুঁজে বের করার,নকশাই হলো, ফরেক্স মার্কেটের সেন্টিমেন্ট বা সেন্টিমেন্টাল এনালাইসিস।

EmonFX
2021-01-24, 08:27 AM
ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস এর পাশাপাশি ট্রেডার তার নিজস্ব বুদ্ধিমত্তা খাটিয়া যে এনালাইসিস করে থাকেন তাই সেন্টিমেন্টাল এনালাইসিস বা ফরেক্স সেন্টিমেন্ট। প্রত্যেক ট্রেডারেরই মার্কেট সম্পর্কে সেন্টিমেন্ট বা বুদ্ধিমত্তা রয়েছে। এটি একেক জনের ক্ষেত্রে একেক রকম হয়ে থাকে। এই ভিন্নতার কারণে একই মার্কেট থেকে একই সাথে কেউ হয়তো লস করলেন আবার কেউ হয়তো প্রফিট করলেন। মার্কেট এনালাইসিস এর ক্ষেত্রে ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিসের সাথে সেন্টিমেন্টাল এনালাইসিস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেটা ফরেক্স এনালাইসিস এর ক্ষেত্রে অপরিহার্য।

মার্কেটের সেন্টিমেন্ট বোঝা খুবই গুরুত্বপূর্ণ। ফরেক্স মার্কেটে মার্কেট সেন্টিমেন্ট একেকজনের একেক রকম হয়ে থাকে। আর এই বিভিন্নতার কারণেই একই পেয়ারে ট্রেড করে কেউ লাভবান হচ্ছেন আবার কেউ ক্ষতিগ্রস্থ হচ্ছেন। টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস এর সাথে সেন্টিমেন্টাল এনালাইসিস অঙ্গাঙ্গিভাবে জড়িত। এ তিনটি অ্যানালাইসিসের কোন একটিকে বাদ দিয়ে সঠিক এনালাইসিস করা সম্ভব নয়।ফরেক্স ট্রেডিংয়ে সেন্টিমেন্টকে প্রোপার ইউজ না করতে পারলে কখনোই কাঙ্ক্ষিত ফলাফল এক্সপেক্ট করা যায় না। তাই সব ধরনের এনালাইসিসের সংমিশ্রণ করেই ট্রেড নিতে হবে।

md mehedi hasan
2021-01-24, 12:42 PM
ফরেক্স মার্কেটে মূলত তিন ধরনের এনালাইসিস আছে।টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসি ও সেন্টিমেন্টাল এনালাইসিস।আপনি যে ভাবেই ফরেক্স মার্কেটে ট্রেড করেন না কেন সেন্টিমেন্টাল এনালাইসিস আপনাকে করতে হবেই।আপনি যদি টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করেন তারপর সেন্টিমেন্টাল এনালাইসিস এর প্রয়োজন পরবে।আপনি একটি ট্রেডে কত লস নিবেন কত প্রফিট নিবেন বা ট্রেড কত সময় চালু রাখবেন এটাই মূলত সেন্টিমেন্টাল বিষয়।

KF84
2021-01-27, 04:14 PM
ফরেক্স এ মার্কেট সেন্টিমেন্ট বলতে যা বুঝায় তা হল মার্কেটের মুভমেন্টগুলো আসলে কেমন । কারন আমরা জানি যে মার্কেট সব দিন একভাবে মুভ করে না কোন দিন মন্থর আবার কোন দিন লাগামহীন আবার কোন দিন হটাত করেই প্রচুর মুভ করে থাকে যা কোন এনালাইসিস দিয়ে বুঝা সম্ভব হয় না । তাই আমরা ট্রেডার রা যদি মার্কেট সেন্টিমেন্ট না বুঝে ট্রেড করি তাহলে আমরা অনেক লস করে বসব ।

sss21
2021-01-27, 06:59 PM
ফরেক্স মার্কেটে আমরা সবসময়ই চার্জ দেখি। এই চার্ট মার্কেটের বর্তমান এবং অতীত অবস্থা নির্দেশ করে। এরপর কি যা দেখে আমরা মার্কেটের মুভমেন্ট বোঝার চেষ্টা করি তাকে বলে মার্কেটের সেন্টিমেন্ট এনালাইসিস।

Starship
2021-01-27, 10:57 PM
ফরেক্সের সাধারণত আমরা তিনটি এনালাইসিস করে থাকি, এদের মধ্যে একটি হলো টেকনিক্যাল এনালাইসিস অপরটি হল ফান্ডামেন্টাল এনালাইসিস এবং তৃতীয়টি হলো সেন্টিমেন্টাল এনালাইসিস। সেন্টিমেন্টাল এনালাইসিস হলো টেকনিক্যাল এনালাইসিস এবং ফান্ডামেন্টাল এনালাইসিস এর সমন্বয়ে আমরা নিজেদের যে সিদ্ধান্ত গ্রহণ করে বানিয়ে থাকি এই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া হল সেন্টিমেন্টাল এনালাইসিস। মূলত সেন্টিমেন্টাল এনালাইসিস হলো ফান্ডামেন্টাল এবং টেকনিকাল এনালাইসিস এর ভিত্তি করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া হল সেন্টিমেন্টাল এনালাইসিস।

jedi1212
2021-01-28, 12:50 AM
ফরেক্স মার্কেটের সেন্টিমেন্ট মানে বাজারের ক্রিয়া বা ব্যবহারকে স্বীকৃতি দেওয়া (ট্রেন্ডিং, রেঞ্জিং, একীকরণ) এবং সেই অনুযায়ী বাণিজ্য বাণিজ্য গঠন করা। সহজ ভাবে বললে, 'ভোক্তা অনুভূতি বুঝতে এবং বাজারের নীরব ভাষা সঙ্গে হেটে যেতে হয়।

Smd
2021-04-23, 04:29 PM
মার্কেট মুভমেন্ট সমন্ধে একটা ধারনা মনের ভিতর বদ্ধমুল হয়।যেমন বিভিন্ন সময়ের মার্কেটের উন্নথান পতন বা কেন্ডল এর পরিচিতি বা মুভমেন্ট বুজতে পাড়া যায়। ফরেক্স মার্কেটিং এ ট্রেড করার জন্য একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় হছে সেন্টিমেন্টাল। সাধারন কথায় বলতে গেলে মার্কেটের বর্তমান অবস্থাকে আমরা সেন্টিমেন্টাল বলে থাকি। ফরেক্স মার্কেটে সেন্টিমেন্টাল হয়ে যদি কেও ট্রেড করে।

samun
2021-04-24, 11:20 AM
সেন্টিমেন্ট এনালাইসিস হল নিজস্ব মেধা এবং দক্ষতায় ফরেক্স মার্কেটে ট্রেড করার পূর্বে যে এনালাইসিস করা হয় তাকে সেন্টিমেন্ট এনালাইসিস বলে সেন্টিমেন্ট এনালাইসিস এর গুরুত্ব অত্যধিক কারণ অনেক সময় ফান্ডামেন্টাল এনালাইসিস এর প্রয়োজন হয় না সেন্টিমেন্টাল এনালাইসিস এর মাধ্যমে অনেক সময় ফরেক্স মার্কেটে টিকে থাকতে হয় সেন্টিমেন্টাল এনালাইসিস করতে হলে অবশ্যই সঠিক সম্পর্কিত জ্ঞান দক্ষতা এবং অভিজ্ঞতার প্রয়োজন অভিজ্ঞতার আলোকে সেন্টিমেন্টাল এনালাইসিস করা সম্ভব হয় যদি শারীরিক সম্পর্কে কোন জ্ঞান না থাকে তবে সেন্টিমেন্টাল এনালাইসিস করা সম্ভব না

Smd
2021-08-23, 11:20 PM
এই চার্টে মার্কেটে পূর্ব অবস্থা এবং বর্তমানের অবস্তা নির্দেশ করে। আমরা এই চার্টের অ্যানালাইসিস করে মার্কেটের পরবর্তী মুভমেন্ট কোথায় হবে তা নির্দারন করার চেষ্টা করি তাকে বলেলে মার্কেটের সেন্টিমেন্ট অ্যানালাইসিস। অ্যানালাইসিস এর সমন্বয়ে তৈরি হয় সেন্টিমেন্টাল অ্যানালাইসিস । আর সেন্টিমেন্টাল অ্যানালাইসিসকে আমরা সহজভাবে মার্কেট সেন্টিমেন্ট বলে থাকি ।

FRK75
2022-01-24, 05:22 PM
ফরেক্স অনেক ধরনের কৈশল আছে । তার মধ্য সেন্টিমেন্টাল এনা্লাইসিস অন্যতম । আমি মনে করি যে ফরেক্সে সেন্টিমেন্টাল বা সেন্টিমেন্ট এর আলাদা একটা দাম আছে । কেননা আমরা মার্কেটের আচরণ সেন্টিমেন্ট দ্বারাই বুঝতে পারি । ফরেক্সে সেন্টিমেন্ট বুঝতে পারাটা অনেক বেশি কঠিন । নিজের এনালাইসিসটা কতটা যৌক্তিক সেটা নির্ভর করবে সেন্টিমেন্টাল এনালাইসিসের উপর ।

habibi
2022-01-25, 01:24 PM
মার্কেট সেন্টিমেন্ট একটি নির্দিষ্ট কারেন্সি পেয়ার বা স্টক মার্কেটে প্রতি বিনিয়োগকারী বা ট্রেডারদের সামগ্রিক মনোভাবকে বোঝায়। বিস্তৃত পরিভাষায় বলতে গেলে, একটি নির্দিষ্ট কারেন্সি পেয়ার বা স্টক মার্কেটে ক্রমবর্ধমান প্রাইস বুলিশ মার্কেট বা ঊর্ধ্বমুখী মার্কেট সেন্টিমেন্ট নির্দেশ করে, এর অর্থ বেশিরভাগ বিনিয়োগকারী বা ট্রেডাররা বাই অর্ডার দিচ্ছে অন্যদিকে একটি নির্দিষ্ট কারেন্সি পেয়ার বা স্টক মার্কেটে প্রাইস কমে যাওয়াকে বিয়ারিশ মার্কেট বা নিম্মগামী মার্কেট সেন্টিমেন্ট নির্দেশ করে এর অর্থ বেশিরভাগ বিনিয়োগকারী বা ট্রেডাররা সেল অর্ডার দিচ্ছে।


মার্কেট সেন্টিমেন্ট ইনডিকেটর
সেন্টিমেন্ট ইন্ডিকেটর হল সংখ্যাগত বা গ্রাফিক উপস্থাপনা যে কতটা আশাবাদী বা হতাশাবাদী বিনিয়োগকারী বা ট্রেডারদের অবস্থা সম্পর্কে। এটি একটি কারেন্সি পেয়ার বা স্টকে পজিশন নিয়েছে এমন ট্রেডারদের পার্সেন্টেজ উল্লেখ করে। উদাহরণ স্বরূপ, ৭০% ট্রেডার লং পজিশন এবং ৩০% ট্রেডার শর্ট পজিশন হওয়ার মানে হল ৭০% ট্রেডার এই কারেন্সি পেয়ারে বাই অর্ডার নিয়েছেন তার মানে মার্কেট সবাই এখন বাই অর্ডার খুলছেন তার এটি হল বুলিশ মার্কেট সেন্টিমেন্ট ।

ফরেক্স ট্রেডারদের জন্য সর্বোত্তম মার্কেট সেন্টিমেন্ট ইনডিকেটর কগুলির মধ্যে রয়েছে IG ক্লায়েন্ট সেন্টিমেন্ট এবং কমিটমেন্ট অফ ট্রেডার্স (Commitment of Traders) রিপোর্ট, যা সিওটি বা COT রিপোর্ট নামেও পরিচিত।
16578