PDA

View Full Version : ডেমো ট্রেড করে কি শিখা যায়?



abdulguffer
2016-03-18, 12:29 PM
ডেমো ট্রেড এর মাধ্যমে কিভাবে বাই/সেল ট্রেড ওপেন ও ক্লোজ করতে হয়, স্টপ লস ও টেক প্রফিট কিভাবে সেট করতে হয়, এছাড়া টেকনিক্যাল এনালাইসিস এর বিভিন্ন কৌশল ডেমো ট্রেড এর মাধ্যমে শিখা যায় । ডেমো ট্রেড এ ট্রেডার ভার্চুয়াল টাকা দিয়ে ট্রেড করে। তাই লস হলে কোনো ক্ষতি নেই। ডেমো ট্রেড যত বেশি করবেন ফরেক্স এ দক্ষতা তত বেশি বৃদ্ধি পাবে।

basaki
2016-03-19, 03:53 PM
ডেম ট্রেড করলে আপনি শিখতে পারবেন কিভাবে আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করবেন আর কিভাবে আপনি ফরেক্স মার্কেটে লাভ করবে অথবা আপনার লস হবে। আর আপনি যদি কোন তত্ত পান বা এনালাইসিস পান সেটা আপনি ফরেক্স ডেমো ট্রেডের মধ্যমে এপ্লাই করে বুঝে নিতে পারবেন।

ASADUR RAHMAN
2016-03-19, 08:40 PM
আমি মনে করি ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে আপনি ফরেক্সের বিভিন্ন কৌশল গুলো শিখতে পারবেন
বিভিন্ন ট্রেডিং স্ট্রাটেজি টেস্ট করতে পারবেন
আপনার লস করার কারন গুলো চিহ্নিত করতে পারবেন এবং তা শুধরে নিতে পারবেন
নতুন কোন ea কিংবা ইন্ডিকেটরের কার্যকারিতা পরীক্ষা করে দেখতে পারেন

fatemaakhter
2016-03-19, 10:41 PM
আমার কাছে ডেমো প্রেকটিস করতে ইচ্ছা করত না এখন বাস্তবের সাথে একত্রিত হলাম একন বুঝতেছি কি করা উচিত ছিল আমার ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের আগে সিরিয়াসলি ভাবে ডেমো প্রেকটিস করতে হবে। ডেমোতে কম ভলিউমে ভাল সফলতা পান তাহলে আপনি সফল ট্রেডার হতে পার বেন না হয় লস ছাড়া এই মার্কেটে কিছুই পাবেন না। ডেমোতে আপনি ফরেক্সে টিকে থাকার মন্ত্র রপ্ত করতে পারবেন ।

Md Akter Hossain
2016-03-20, 09:13 AM
ডেমো ট্রেড আর রিয়ালে ট্রেড অনেক পার্থক্য । কেননা আপনি দেথবেন যে ডেমোতে ট্রেড নিলেই কেবল প্রফিট আর প্রফিট । আর রিয়ালে ট্রেড নিলেই কেবল লস আর লস । এটার সবথেকে বড় কারণ হল ফরেক্স সাইকোলজি । রিয়ালে ট্রেড করতে দরকার হয় উন্নত সাইকোলজি । সাইকোলজি ঠিক তো আপনার ফরেক্স ঠিক ।

majidiqbal
2016-03-20, 11:14 AM
ডেমো ট্রেড এর মাধ্যমে আমরা যা যা শিখে থাকি:
• ট্রেড ওপেন
• ট্রেড ক্লোজ
• স্টপ লস এবং টেক প্রফিট সেট
• টেকনিক্যাল এনালাইসিস
• ট্রেড দক্ষতা বৃদ্ধি করণ
• বিভিন্ন কৌশল গুলো আয়ত্ব করণ
ইত্যাদি।

Fxaziz
2016-03-22, 09:59 PM
ডেমো একাউন্ট এ ট্রেড করে আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো ধারণা পেতে পারি।ডেমো একাউন্ট এ ট্রেড করলে আমাদের কোন লস নাই।ডেমো একাউন্ট এ সব কিছুই ভার্চুয়াল।ডেমো একাউন্ট আপনি আপনার মত করে পুঁজি নিতে পারেন।এতে আমাদের কোন লস নাই।ফরেক্স মার্কেট এর রিয়েল একাউন্ট এ ট্রেড করার জন্য সবাই কে অবশ্যই ডেমো একাউন্ট এ ট্রেড করতে হবে।আমরা ডেমো একাউন্ট এ যত বেসি ট্রেড করবো ততবেসি আমরা ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে পারবো।

Realifat
2016-03-24, 11:52 AM
ডেমো ট্রেডের মাধ্যমে অনেককিছুই শেখা সম্ভব হতে পারে।প্রথমত ডেমোর মাধ্যমে বাই সেল শিখা যায়।স্টপলস এবং টেকপ্রফিট ব্যবহার করা শিখা যায়।আবার বিভিন্ন ইন্ডিকেটর এবং মুভিং এভারেজ ব্যবহার করা শিখা যায়।আবার বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে আমরা ডেমোতে টেস্ট করে সফলতা পেতে পারি।

RUBEL MIAH
2016-04-01, 06:19 PM
ডেমো ট্র্র্রেড করে অবশ্যই রিয়েল ট্রেড করা শেখা যায় । যে ট্রেডার যত বেশী ডেমো ট্রেড করবে সে তত বেশী রিয়েল ট্রেডে সফলতা অর্জন করবে । সুতরাং আমরা সর্বদা রিয়েল ট্রেড করার আগে অবশ্যই ডেমো করার চেষ্টা করব ।

sharifulbaf
2016-05-20, 09:58 AM
ফরেক্স মার্কেটে ডেমো ট্রেডিং করতে হলে আমাদের ডেমো একাউন্ট করে নিতে হবে,তার পরে আমাদের এই ডেমো একাউন্টে ট্রেডিং করে ট্রেড করে প্রফিট করার অভজ্ঞতা অর্জন করতে হবে,ফলে মার্কেট হতে আমরা অনেক ভাল প্রফিট করতে পারব,ফরেক্স মার্কেটে নিম্নপক্ষে ৬ থেকে ৮ মাস ডেমো ট্রেডিং করতে হবে।

HKProduction
2016-06-23, 05:25 AM
ডেমো ট্রেড করে আমরা ফরেক্স সম্পর্কে ট্রেডের ধারণা নিতে পারি। এখানে প্রশিক্ষিত হয়ে নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে রিয়েল মার্কেটে উপস্থাপন করতে পারি। ডেমো ট্রেড কমপক্ষে এক বছর করা উচিৎ। এখান থেকেই নিজেকে যাচাই করে নেওয়া উচিত যে আমি ফরেক্স মার্কেট থেকে প্রফিট করতে সক্ষম কিনা। আমরা যদি ডেমোতে নিয়মিত প্রাকটিস করি তাহলে আমাদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং আমরা আয় করতে সক্ষম হব।

Rahat015
2016-06-23, 12:14 PM
ডেমো ট্রেড মূলত হচ্ছে আপনি ফরেক্স এর বেসিক গুলা ডেমোতে এপ্লাই করবেন। এতে আপনি বুজনবেন কখন কি করতে হবে। মার্কেট ট্রেন্ড ধরতে পারবেন। মার্কেট এনালাইসিস করতে পারবেন। কোন ভুল হলে আপনি ঠিক করে নিতে পারবেন। মুলত ডেমো আপনার স্কিল কে বাড়ানোর জন্য।। বাই সেল শিখার জন্য ডেমো করা লাগে না। তাই নিজের এনালাইসিস কে আরো পরিনত করার জন্য ডেমো ট্রেড করুন।

Sahed
2016-07-24, 05:27 PM
নতুন ট্রেডারদের কথা চিন্তা করে ডেমো একাউন্ট এর আবিস্কার । ফরেক্স একটি জটিল ব্যবসায় । তাই নতুন অবস্থায় আপনি অবশ্যই চাইবেন না যে টাকা ডিপোজিট করে ট্রেড করতে । তাই ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেড করতে হয় এবং মার্কেট সম্পর্কে ভালভাবে পরিচিতি লাভ করার জন্য ডেমো ট্রেডের ব্যবস্থা করা । তাছাড়া আপনি বিভিন্ন রোবটের কার্যকারীতা পরীক্ষ করার জন্য ডেমো একাউন্টে সাহায্য নিতে পারেন ।

md mehedi hasan
2016-12-02, 05:16 PM
আমি মনেকরি ফরেক্স মার্কেটে একজন ট্রেডারের মূল ভিত্তি তৈরি করতে ডেমো প্রাক্টিসের কোন বিকল্প নেই।আপনি ফরেক্স মার্কেটে যত ডেমো প্রাক্টিস করবেন আপনার ট্রেডিং দক্ষতা ততো বাড়বে।ফরেক্স মার্কেটে ডেমো প্রাক্টিস ছারা রিয়েল ট্রেড করলে আপনি শতভাগ লস করবেন।

kumarkhali
2016-12-02, 05:55 PM
ফরেক্স ট্রেড করতে হলে ডেমো ট্রেড করতে হবে ১০০%, ফরেক্স ট্রেড শিখতে হলে ডেমো ট্রেড ছাড়া কোন উপাই নেয়,আর ডেমো ট্রেড করে ফরেক্স ট্রেডিং এর জন্য সব কিছু শিখা জাই,ডেমো ট্রেডিং এর পার্থক্য শুধু এক টাই, সেটা হচ্ছে আপনার ট্রেডিং করে লস বা প্রফিট হলে সেটা কোন মুল্ল নেয়, কিন্তু আপনার সব কিছু শিখা হবে ডেমো ট্রেড করেলে।

amdad123
2016-12-07, 10:35 PM
ডেমো ট্রেড হল ফরেক্স ট্রেড শিখার অন্যতম একটি উপায় । ডেমো ট্রেডের মাধ্যমে আপনি শিখতে কিভাবে একটি ট্রেড এন্ট্রি করা যায এবং তা ক্লোজ করা যায়, স্টপ লস, টেক প্রফিট দেয়া যায়, বিভিন্ন ধরনের এনালাইসিস যেমন টেকনিক্যাল এনালাইসিস , ফান্ডামেন্টাল এনালাইসিস ও সেন্টিমেন্টাল এনালাইসিস ব্যবহার করে ট্রেড করা য়ায়। এককথায় ডেমো ট্রেড প্র্যাকটিস করে নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারবেন।

Hassan Raja
2016-12-08, 01:23 PM
ডেমো ট্রেড এবং রিয়েল ট্রেড এর মধ্যে ট্রেডিং এর সিষ্টেম গত কোন পার্থক্য নাই। আপনি রিয়েল ট্রেডিং এর সকল ট্রেকনিক্যাল ইকুইপমেন্ট ডেমো এ্যাকাউন্টেও পারেন । এখানে শুধু আপনাকে আপনার পকেটের টাকা ডিপোজিট করতে হবে না । আর এখান হতে প্রাপ্ত প্রফিট ও আপনি উত্তলন করতে পারবেনা।ডেমো ট্রেডিং এর মাধ্যমে আপনি শিথতে পারবেন কিভাবে রিয়েল ট্রেডিং করতে হয় । বাড়াতে পারবেন আপনার দক্ষতা অভিজ্ঞতা যা আপনাকে ট্রেডিং এ সফলতা আনতে ফরেক্সে মার্কেটে।

Lipu
2016-12-09, 12:50 PM
ফরেক্স মাকেটে করতে হলে আমি মনে করি আপনাকে ডেমো পারতিস করতে হবে ফরেক্স মাকেট জানতে হলে আপনি যত ডেমো পারতিস করবেন আপনি ফরেএক্স তত শিখতে পারবেন | ফরেক্স থেকে আয় করতে হলে ডেমো পারতিসদ করে দক্ষতা অজন করে তারপর ফরেক্স থেকে আয় করতে পারবেন ধন্যবাদ|

nbfx
2016-12-18, 08:20 PM
অনেক ডেমো ট্রেড করে ফরেক্স ট্রেডের যাবতীয় কলা-কৌশল শিখা যায়। ডেমো একাউন্টের মাধ্যমে যেকোন ইন্ডিকেটর যাচাই বাছাই করা যায়। সবচেয়ে বেশী উপকার হয় ট্রেডের ভুলগুলো ধরা যায় এবং সংশোধন করা যায়। কিন্ত রিয়েল ট্রেডে ভুল সংশোধনের উপায় নেই। লস দিয়েই ভুলের সমাধান করতে হয়।

riponinsta
2016-12-21, 12:48 PM
ডেমো টেড করে ফরেক্স মার্কেট এর ফরেক্স টেড সিখা যাই । আপনাকে ফরেক্স মার্কেট এ টেড করতে হলে ডেমো টেড করতে হবে যারা ভাল আজ ফরেক্স মার্কেট এ ইনকাম করছে তারাও আজ ও ডেমো টেড করতে দেখছি আমি । তাই আপনাকে ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আপনার ডেমো টেড করতে হবে আর লাভ করতে হবে নিয়মিত তা হলে আপনি সফল ।

maziz6989
2016-12-21, 01:49 PM
ট্রেড এর মত করে ট্রেড করলে অবশ্যই ট্রেড শিখা যায়। কিন্তু আপনি যদি সেভাবে শিখেন তবেই। নতুবা শুধু শুধু সময়ই নষ্ট হবে। ডেমোর ডলার কে যদি আপনি রিয়েল ডলারের মত করে মনে করতে পারেন তবে হয়তবা আপনি ট্রেড শিখেও যেতে পারেন।

msisohel
2016-12-21, 10:29 PM
ডেমোতে ট্রেড করলে মানসিক চাপ থাকে না। ফলে ট্রেড একটু লাভজনক পর্যায়ে থাকে, ডেমোতে ট্রেড করার উদ্দেশ্য হল বাজার বোঝা তাই ডেমো আর আসল এ পার্থক্য থাকে।

Amit4040
2016-12-25, 10:01 PM
ফরেক্স মাকেট শিখতে হলে ডেমো পারতিস করতে হবে ফরেক্স থেকে অভিগতা অজন করতে হলে ডেমো পারতিস করতে হবে ডেমো পারতিস ছারা আপনি ফরেক্স থেকে আয়ের আশা করতে পারবেন না| ফরেক্স মাকেটে ডেমো পারতিস এর বিকল্প নেই ফরেক্স মাকেটে আমি মনে করি আয় করতে হলে ডেমো পারতিস করতে হবে |

msisohel
2016-12-26, 08:02 PM
ডেমো হিসাবে ট্রেড করলে সফলতার হার বেরে যায় যদি কেউ অতীত ট্রেড নিয়ে পর্যালোচনা করে। কবে ডেমো এর আসল হিসাবে সাইকলজিক্যাল ফ্যাক্টর এর জন্য পার্থক্য ঘটে।

Mamun13
2017-11-20, 09:16 PM
মূলত ডেমো ট্রেড করেই ফরেক্স ট্রেডিংএর সকল কৌশলাদি,নিয়মনীতি,যাদুমন্ত্র...সবকিছুই শিখা যায়৷ফরেক্স মার্কেটে তাই এই ডেমো ট্রেড অত্যন্ত গুরুত্বপূর্ণ-অতি জরুরী৷ফরেক্স মার্কেটে প্রতিষ্ঠিত হতে চাইলে দীর্ঘদিন ডেমো ট্রেড করে করে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতেই হবে,কোনোও বিকল্প নাই৷

Grimm
2018-02-07, 11:24 PM
আপনি যদি নিয়মিত ডেমোতে গুরুত্বসহকারে ট্রেড করেন তাহলে আপনি এই ব্যবসা সম্পর্কে অনেক কিছুই শিখতে পারবেন, তাছাড়া ডেমোতে আপনি আপনার দূর্বল জায়গাগুলো খোজে বের করতে পারবেন আর সেগুলো খুব সহজেই ঠিক করতে পারবেন ফলে যখন আপনি রিয়েলে ট্রেড করবেন তখন ঐই দূর্বল অংশটুকু আপনাকে কখনই ব্যর্থ হতে দিবে না।

amreta
2020-01-25, 06:51 PM
প্রিয় বন্ধু আপনি কেমন আছেন আমি আশা করি আপনারা সবাই ভাল আছেন, আমি আশা করি আপনারা সবাই এই দিনগুলিতে ভাল লাভ করছেন প্রিয় বন্ধু আমি যদি আপনার দৈনিক টাইম ফ্রেমে এই মুদ্রার জুটি শক্তিশালী করে দেখি তবে আপনি আমার এনজেডডি সিএডি মুদ্রা জুটির বিশ্লেষণটি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই বিয়ারিশ ট্রেন্ড আমরা ফরেক্স ট্রেডিং থেকে লাভ পেতে চাইলে এটি বিক্রি করা প্রয়োজন আপনাকে ধন্যবাদ
* সংযুক্ত চিত্রসমূহ

Rokibul7
2020-05-05, 12:46 PM
ডেমো এবং রিয়েল এ একটাি পাথক্য আর সেটা হলো রিয়েল মানি।ডেমো তে ভারচুয়াল মানি আর রিয়েলএ পকেট এর মানি।তাছারা সব একই। আপনি যদি ফরক্স এর কোন কোন অভিজ্ঞতা ছারাই লাইভ টেড এ অংশ নেন।তাহলে কিছু বোঝার আগেই ব্যালেন্স জিরো হয়ে যাবেন।তাই ডেমো প্লাটফর্ম এর আবিষ্কা, ডপমো তে এই রিয়েল টাকা হারানোর ভয় নেই।কারন ডেমো খোলা হয় ভারচুয়াল মানি দিয়ে।শুধু পরেক্স টেড শেকা ও এনালাইসিস এর জন্য।ডেমোতে আপনি রিয়েল এর সব কিছু শিকতে বা পরিচিত হতে পারবেন।সব ধারনের এনালাইসিস এর দক্ষতা অজন করতে পারবেন।দক্ষতা অজন করে রিয়েল এ অংশ নিলে আপনার টেডিং অভিজ্ঞতা র সাফল্যেে রিয়েল মানি প্রপিট করতে পারবেন

Rokibul7
2020-05-05, 12:49 PM
ট্রেড এর মত করে ট্রেড করলে অবশ্যই ট্রেড শিখা যায়।আপনি যদি নিয়মিত ডেমোতে গুরুত্বসহকারে ট্রেড করেন তাহলে আপনি এই ব্যবসা সম্পর্কে অনেক কিছুই শিখতে পারবেন, এর বিশ্লেষণ করতে পারবেন।এর গতি বুঝবেন,যেটা রিয়েল এর সময় আপনাকে কাজে দিবে। মূলত ডেমো ট্রেড করেই ফরেক্স ট্রেডিংএর সকল কৌশলাদি,নিয়মনীতি,স বকিছুই শিখা যায়৷ফরেক্স মার্কেটে তাই এই ডেমো ট্রেড অত্যন্ত গুরুত্বপূর্ণ-অতি জরুরী৷ফরেক্স মার্কেটে প্রতিষ্ঠিত হতে চাইলে দীর্ঘদিন ডেমো ট্রেড করে করে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতেই হবে,কোনোও বিকল্প নাই৷

FREEDOM
2020-08-23, 02:14 PM
ফরেক্স মার্কেটে ডেমো ট্রেডিং করতে হলে আমাদের ডেমো একাউন্ট করে নিতে হবে,তার পরে আমাদের এই ডেমো একাউন্টে ট্রেডিং করে ট্রেড করে প্রফিট করার অভজ্ঞতা অর্জন করতে হবে,ফলে মার্কেট হতে আমরা অনেক ভাল প্রফিট করতে পারব,ফরেক্স মার্কেটে নিম্নপক্ষে ৬ থেকে ৮ মাস ডেমো ট্রেডিং করতে হবে।