View Full Version : ভুল করেও শিখা যাচ্ছেনা
Fasor
2016-03-18, 02:39 PM
আমি অনেকবার ভুল করে লস করেছি। কিন্তু পরে আমি সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু পরবর্তীতে সেটাও হচ্ছে না। মনে হয় সবসময় মার্কেট আমার বিপক্ষে অবস্থান করছে। যখনি ট্রেড ক্লোজ করে দেই। তখন মনে হয় আর কিছুখন রাখালে লাভ হত। কিন্তু পরেরবার যখন বেশিখন রাখি তখন বেশী লস হয়। আমি বুঝতে পারছি না যে আসলে আমি শিখব কিভাবে।
sharifulbaf
2016-03-21, 08:47 AM
আমরা ফরেক্স ট্রেড করার সময় বেশির ভাগ সময় মার্কেটের বিপক্ষে থাকি।বিধায় আমাদের লাভ না হয়ে লস হয় বেশি,তাই আমি।আপনাকে।বলতে চাই ফরেক্স ট্রেডিং ভাল করে শিখতে হলে অনেক বেশি পড়াশোনা করে যদি কেউ ফরেক্স মার্কেট এনালাইসিস করে ট্রেডিং করতে পারে তাহলে ভাল প্রফিট করতে পারবে।
raju0000
2016-03-22, 06:45 PM
আপনি আপনার ভুল শুধরে নিয়ে ট্রেড করেছেন কিন্তু তারপর ও লস করেছেন কিন্তু কেন দ্বিতীয় বার লস করেছেন টা কি জেনেছেন??হতে পারে আপনি এই ভুল অন্য কোনো কারণে করেছেন.কারণ যেহেতু আপনি আগে লস করার ফলে নতুনরূপে ট্রেড করেছেন সেহেতু এইটি ও হতে পারে.হিত আপনি আপনার ভুল কোন যায়গায় সেইটাও বের করতে পারেননি.
rahmot255
2016-03-22, 07:06 PM
দূরভাগ্য আপনার, এজন্য আপনি নিজেই দায়ী। আমরা ফরেক্স ট্রেড করার সময় বেশির ভাগ সময় মার্কেটের বিপক্ষে থাকি।বিধায় আমাদের লাভ না হয়ে লস হয় বেশি,তাই আমি।আপনাকে।বলতে চাই ফরেক্স ট্রেডিং ভাল করে শিখতে হলে অনেক বেশি পড়াশোনা করে যদি কেউ ফরেক্স মার্কেট এনালাইসিস করে ট্রেডিং করতে পারে তাহলে ভাল প্রফিট করতে পারবে।
RUBEL MIAH
2016-04-30, 05:33 PM
ভুল করেও শেখা যাচ্ছে না কারণ হল ধৈর্য্য কম থাকার কারণে । যে যত বেশী ধৈর্য্যশীল সে তত বেশী সফলকাম হতে পারবে । আমাদের অবশ্যই ধৈর্য্য ধারণ করে তারপর এই ব্যবসা করতে থাকব তাহলেই সফলকাম হতে পারব ।
basaki
2016-05-11, 06:58 AM
মানুষ ভুল করেই কিছু শিখতে পারে আর সেটা যদি আপনি কম কম ভুল করেন তবে আমি আপনাকে বলতে পারি আপনি যদি আপনার মানি মেনেজমেন্ট ঠিক রাখনে তবে ফরেক্স মার্কেটে আপনি খুব খারাপ করবেন না আপিনি কম কম করে যদি লাভ করেন তবেই ফরেক্স মার্কেটে আপনলাভ করতে পারবেন।
dwipFX
2016-05-11, 11:39 AM
আমি আপনার সাথে একমত হতে পারলাম না কারন ভুল হবে সেই ভুল থেকে আমাদের কে বের করতে হবে কেন আমার ভুল হল। কি আমার মানার ক্ষেত্রে ভুল হয়েছে না জানার সময় ভুল হয়েছে। ফরেক্স মার্কেটে ভুল হয় নাই এরকম লোক খুজে পাওয়া কঠিন।
আমি একজন নতুন ট্রেডার হিসেবে আমি কাউকে উপদেশ দেব না । তবে আমি মনে করি যে আমাদের মধ্য ফরেক্স এর যে বিষয়টাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে তা হল একটা ভালো পরিকল্পনা । আর পরিকল্পনা যত বেশি ভালো হবে তত বেশি সামনের দিকে অগ্রসর হওয়া যাবে । আর আমি মনে করি যে আমাদের পরিকল্পনাগুলো হতে কার্যকরী । ইচ্ছামত পরিকল্পনা করলে খুব একটা বেশি সুফল পাওয়া যায় না ।
basaki
2016-07-06, 11:06 PM
এটা ঠিক না ভুলভকরতে করতেই আপনি একডিন ভাল করে শিখতে পারবে বলে আমি মনে করি কারন একটা কথায় আছে না একবার নাপারিলে দেখ শত বার। তাই চিনা না করে আপনি সামনের দিখে এগিয়ে যান কোন না কোন একদিন আপনি আপনার লক্ষে যেতে পারবেন বলে মনে হয়।
Md Masud
2017-03-28, 04:06 PM
অামরা ভুল করেও শিখতে পারি না লোভের কারণেই । লোভ এমন অবস্থা যাকে পায় তার অবস্থা কাহিল বানিয়ে দেয় । অামরা লোভ থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা বেশী লটি ট্রেড করব না । বেশী লটে ট্রেড করলেই সমস্যায় পড়ে যাব ।
Momen
2017-03-28, 04:12 PM
ফরেক্স মার্কেট এর ট্রেড গুলা ওভার কনফিডেন্স নিয়ে করা যাবে না। আপনার মধ্যে ওভার কনফিডেন্স কাজ করছে তাই আপনার এমন হচ্ছে। আপনি কোণ ধরনের মার্কেট এনালাইসিস ছাড়াই ট্রেড ওপেন করলে তো ট্রেড লসের দিকে যাবেই। তখন মনে হবেই যে আর একটু সময় রাখি লাভ হবে/লসের দিকে যাচ্ছে ক্লোজ করে দেই ইত্যাদি। তাই ফরেক্স এ মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করুন, এনালাইসিস করুন, ফরেক্স কে ভালো ভাবে জানুন।
ভাই জাতে বাঙ্গালী তো উপদেশ দিতে পছন্দ করি। আমি আপনাকে উপদেশ দিচ্ছি না অনুরোধ করছি। আপনার যে কোন পছন্দের ইন্ডিকেটর থাকতে পারে,মুভিং এভারেজ ক্রসিং ৫০/১৪ , সাথে আর এস আই ব্যবহার করে দেখুন। ভাল ফল পাবেন। টাইমফ্রেম অবশ্যই ১ ঘন্টা ব্যবহার করতে হবে। বুঝতে সমস্যা হলে আমাকে মেছেজ করুন।
Mamun13
2017-03-29, 12:13 AM
ধীরে ধীরে ঠান্ডা মাথায় ফোরামের সকল বিষয় গুলো পড়ুন ও মূল লেখাগুলো নোট করে আস্তে আস্তে ডেমো ট্রেডিং এ প্র্যাকটিস শুরু করুন৷দীর্ঘ সময় নিয়ে প্র্যকটিস করতে করতে একসময় ঠিকই দক্ষতা অর্জন হয়ে যাবে ও নিয়মিত প্রফিট করতে পারবেন৷প্রচুর আত্নবিশ্বাস চলে আসবে৷তখন সহজেই বুঝতে পারবেন আপনি একজন সফল ট্রেডার৷নিয়মিত কঠোর প্র্যাকটিস করেই দক্ষ ট্রেডার হতে পারবেন৷আর লাগবে ধৈর্য্য,একাগ্রতা,দৃঢ় প্রত্যয়,ঠিক যেন কচ্ছপের মত ৷
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.