PDA

View Full Version : ফরেক্স এ লস এর কারনগুলো কি কি?



abdulguffer
2016-03-20, 03:02 AM
ফরেক্স এ লস কারন গুলো চিহ্নিত করা গেলে সফলতার দিকে কয়েক ধাপ এগিয়ে যাওয়া যাবে। ফরেক্স এ লস এর প্রধান কারণ --
1 ) এনালাইসিস ছাড়া ট্রেড করা ,
2) অন্যের দেয়া সিগন্যাল এর উপর নির্ভর করা ,
3)বড় রিস্ক নিয়ে বা রড় লট এ ট্রেড করা,

abdulguffer
2016-03-20, 03:04 AM
4)ইন্ডিকেটর এর ব্যবহার না জানা
5)ডেমো ট্রেড এ প্রেকটিস না করা
6) বেশি লাভ করার লোভ সামলাতে না পারা
7)অভিজ্ঞতার অভাব
8) ট্রেডিং স্ট্রাটাজি না থাকা

abdulguffer
2016-03-20, 03:05 AM
9)বেশি আত্মবিশ্বাস থাকা
10)অতিঅতিরিক্ত চিন্তা ভাবনা করা
11)রিস্ক -রিওয়ার্ড রেশিও না মানা
12)টাইম ফ্রেমের ব্যবহার নাজানা, অর্থাৎ লং টার্ম ট্রেড এর জন্য ছোট আর সর্ট টার্ম ট্রেড এর জন্য বড় টাইম ফ্রেম ব্যবহার করা

Md Akter Hossain
2016-03-20, 07:46 AM
ফরেক্স মার্কেটে লস করা মার্কেটেরই একটা বিশেষ অংশ । তবে বিশ কিছু কারণে লস হতে পারে । যেমন , মানি ম্যানেজম্যান্ট জানা সত্তেও তা সঠিক ভাবে না মানা । অ্যানালাইসিস ছাড়া ট্রেড করা । একই পেয়ারে একই সাথে অকাধিক ট্রেড ওপেন করা । ফরেক্স সম্পর্কে দক্ষতা না থাকা ।

MotinFX
2016-03-21, 01:26 PM
ফরেক্স মার্কেটে লসের অনেক গুলো কারন রয়েছে তার মধ্যে একটি হল অতিরিক্ত ট্রেড করা, মানি মেনেজম্যেন্ট মেনে ট্রেড করা থেকে দুরে থাকে, লোভ করা, না জেনে রিয়াল মার্কেটে তারা তারি আসা বিভিন্ন কেন্ডেলস্টিক দেখে ট্রেড করা যা মার্কেটে সম্পর্কে ধারনা দেইনা।

Fxaziz
2016-03-22, 11:04 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করার পিছনে আমাদের কিছু সাধারণ ভুল রয়েছে।আমরা যদি আমাদের ভুল গুলো সুদ্রে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে টিকে থাকতে পারবো।যেমন-আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় এনালাইসিস করি না।আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় অন্নের এনালাইসিস কে অনুস্মরণ করি।আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় বেসি লোভ করি।তাই আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করি।

RUBEL MIAH
2016-06-15, 11:56 PM
ফরেক্সে লসের অনেকগুলো কারণ রয়েছে । নিম্নে সেগুলো দেয়া হল :
(১) ফরেক্সে উপর দক্ষতা অর্জন না করা ।
(২) ডেমো ট্রেড না করা ।
(৩) মার্কেট এ্যানালাইসিস না করা ।
(৪) ধৈর্য্য ধারণ না করা ।

Rahat015
2016-06-16, 12:12 AM
ফরেক্স এ লসের কারন অনেক। তবে সব চেয়ে গুরুত্বপূর্ন যা আসলেই মারাত্বক তা হল
ফরেক্সে উপর দক্ষতা অর্জন না করা ।
এনালাইসিস ছাড়া ট্রেড করা
বড় রিস্ক নিয়ে বা রড় লট এ ট্রেড করা
ডেমো ট্রেড এ প্রেকটিস না করা
বেশি লাভ করার লোভ সামলাতে না পারা

Realifat
2016-06-16, 08:22 AM
আপনি ঠিকই বলেছেন বলে আমি মনে করি । ফরেক্সে সবাই কমবেশি লস করে আর লসের জন্য কিছু কারনও থাকে।অনেকেই ভালোভাবে ফরেক্স না শিখে না বুঝে আন্তাজে অ্যানালাইসিস ছাড়া ট্রেডিং করে তারা বেশিরভাগে অনায়াসে লস করে। মূলত ভালোভাবে ফরেক্স না শিখতে পারলে শুধু লস আর লস হবে।

HKProduction
2016-06-21, 05:13 AM
ফরেক্স মার্কেটে লস করার সবচেয়ে বড় কারণ হলো আমাদের অজ্ঞতা। আমরা যদি প্রথম থেকেই ডেমো ট্রেড করে কমপক্ষে এক বছরের ট্রেডিং অভিজ্ঞতা নিয়ে ট্রেড করতাম তাহলে আমরা কখনোই লস করতাম না। কিন্তু বোনাস মানি পেয়েও আমি সফল হতে পারছি না । কেননা আমার অভিজ্ঞতার অনেক অভাব রয়েছে। যা এখনো পরিপূর্ণ হয়নি। তবে আশাকরি আগামি ছয় মাসে আমি অনেক এগিয়ে থাকব।

Rahat015
2016-06-21, 08:43 AM
ফরেক্স মার্কেট এ লস করার সবচেয়ে বড় কারন হচ্ছে মার্কেট না বুজা, ফরেক্স সম্পর্কে ধারনা না রাখা। কারন যে ফরেক্স মার্কেট সম্পর্কে ধারনা রাখবে তবে সে নিশ্চয় তার একাউন্ট কে বাচানোর জন্য সবরকম ব্যবস্থা করবে। আর অনেকে জানার পরও লস করে সেটা হচ্ছে উদাসীনতা। উদাসীনতার কারনে সে প্রয়োজনীয় সব কিছু করতে অপারগ ছিলো। তাই ফরেক্স কে সিরিয়াসলি নিতে হবে। ভালো প্রফিট পেতে হলে।

Md. Tariqul Islam
2016-06-21, 05:11 PM
আমরা যদি আমাদের ভুল গুলো সুদ্রে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে টিকে থাকতে পারবো।যেমন-আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় এনালাইসিস করি না।আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় অন্নের এনালাইসিস কে অনুস্মরণ করি।আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় বেসি লোভ করি।

Sahed
2016-07-24, 07:12 PM
অধিকাংশ ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে লোভের কারনে । শতকরা প্রায় ৯৫ জন ট্রেডারই এ মার্কেটে লস করে যার ফলে অকালেই অনেকে এই মার্কেট হতে ঝরে পড়ে । মার্কেট থেকে লাভ করা বা লস করা কোন ভাগ্যের ব্যাপার নয় । এটা সম্পূর্ণ ভাবে নির্ভর করে ব্যক্তির অভিজ্ঞতা, মার্কেট এ্যনালাইসিস, মানি ম্যানেজমেন্ট ইত্যাদির উপর । তাছাড়া ফরেক্স না শিখে না বুঝে অনেকে ট্রেড করার কারনেও লস করে থাকে ।

md mehedi hasan
2016-12-02, 10:31 AM
আমি ফরেক্স মার্কেটে লসের বহু কারন আছে বলে মনে করি।এর মধ্য লসের প্রধান কারণ হচ্ছে অতিরক্ত লোভ ও ধৈর্যহীনতা।এছাড়াও সঠিক ভাবে মানিমেনেজমেন্ট না করা,ওভার ট্রেড করা ও একাউনটের উপর অতিরক্ত রিক্স নিয়ে ট্রেড করা ফরেক্স মার্কেটে লসের অন্যতম কারন।

Mamun13
2017-11-15, 09:49 PM
ফরেক্স মার্কেটে লসের অনেক কারন থাকতে পারে৷প্রথমত অনভিজ্ঞতা ও সঠিক শিক্ষার অভাবই মূলত দায়ী৷এছাড়াও অনেকেই ট্রেডিং রুলস বা ট্রেডিং ডিসিপ্লিন যাথাযথ ভাবে মেনে চলেনা৷আবেগের বসে নিজের মনমতো ট্রেড করতে থাকে,বেশি লাভের আশায় লোভে পড়ে উল্টাপাল্টা ট্রেড করতে থাকে৷ফলে লস দিতে দিতে ক্লান্ত হয়ে একসময় মার্কেট থেকেই পালিয়ে যায়৷