PDA

View Full Version : Adx ইন্ডিকেটর এরব্যবহার #



abdulguffer
2016-03-20, 03:41 AM
Adx ইন্ডিকেটর টি ডিফল্ট হিসেবে মেটা ট্রেডার 4 এ দেয়া আছে। এই ইন্ডিকেটর ব্যবহার করে আমরা মার্কেট এর ট্রেন্ড কি শক্তিশালী না দুদুর্বল সে সম্পর্কে জানতে পারি। এটি মূলত মার্কেট নির্দিষ্ট কোন রেন্জের মধ্যে ঘুরপাক খাচ্ছে, না মার্কেটে নতুন কোনো ট্ট্রেন্ড শুরু হতে চলেছে তা বুঝতে সাহায্য সাহায্য করে।

abdulguffer
2016-03-20, 04:04 AM
Adx ইন্ডিকেটর এ 0 থেকে 100 পর্যন্ত একটি রিডিং স্কেল আছে।মার্কেটের একটি ট্রেন্ড যদি রিডিং স্কেল এর 20 এর নিচে থাকে (adx<20) তাহলে বুঝতে হবে ট্রেন্ড টি দুর্বল অবস্থায় আছে ।মার্কেটের একটি ট্রেন্ড যদি রিডিং স্কেল এর 50 এর উপরে থাকে (adx>50) তাহলে বুঝতে হবে ট্রেন্ড টি অনেক শক্তিশালী অবস্থায় আছে ।

Md Akter Hossain
2016-03-20, 07:43 AM
খুবই উপকারী একটা পোষ্ঠ করলেন । অঅমি এতদিন Adx ইন্ডিকেটর এর ব্যবহার করা জানতাম না । আজ অাপনার পোস্টিং এর সুবিধার্তে জানা গেল । তবে অারো বিস্তারিত জানতে পারলে ভাল হত । যেমন কখন Adx ইন্ডিকেটর দিয়ে ট্রেড করলে ভাল রেশিও পাওয়া যায় ।

dwipFX
2016-05-19, 10:31 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে বিভিন্ন ইনডিকেটর সম্পর্কে ধারনা নিতে হবে কারন ফরেক্স মার্কেটে দক্ষতা অর্জনের জন্য এই সকল ইনডিকেটর দেখে ট্রেড করতে হয়। কখনো ইনডিকেটর বা টেকনিক্যাল এনালাইসিস মার্কেটে সঠিক নির্দেশনা দেয়।আমাদের মত নতুন দের অনেক কিছু দেখে ট্রেড করতে হয়।

md mehedi hasan
2016-12-03, 08:22 PM
ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এনালাইসিস এর জনপ্রিয় টুলস হচ্ছে এডেক্স ইন্ডিকেটর।এর পূর্ণ অর্থ হল এভারেজ ডিরোকশনাল ইনডেক্স।এই ইন্ডিকেটর দিয়ে বর্তমান ট্রেন্ডটি শক্তিশালী না দুর্বল তা নির্ধারন করা হয়।আমিও এই ইন্ডিকেটরটি ব্যবহার করি।