PDA

View Full Version : পিভট পয়েন্ট কি?



syed_rana
2016-03-20, 11:24 PM
ফরেক্সে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই পিভট পয়েন্ট বুঝতে হবে। বাই/সেল নির্ধারণ করার জন্য পিভট পয়েন্ট অনেক জনপ্রিয় একটি মেথড । রিভার্সাল পয়েন্টে (যেখানে গিয়ে প্রাইস বিপরীত দিকে ফিরে আসে

জ্যাক কয়েন
2016-05-15, 05:27 PM
আমার জানামতে বাই-সেল সিগন্যাল নির্ধারণ করার জন্য পিভট পয়েন্ট ফরেক্সে অনেক জনপ্রিয় একটি মেথড। তবে রিভার্সাল পয়েন্ট যেখানে গিয়ে প্রাইস বিপরীত দিকে ফিরে আসে চিহ্নিত করার জন্য ট্রেডাররা পিভট পয়েন্ট ব্যাপকভাবে ব্যবহার করে। আমি যতটুকু জানি পিভট পয়েন্টে চার্টটিকে কয়েকটি সেকশনে ভাগ করা হয়।

dwipFX
2016-05-16, 10:30 AM
পিভট পয়েন্ট সম্পর্কে আমার জানা নেই আপনাদের লেখার মাধ্যমে জানতে পারলাম পিভট পয়েন্ট কি। আমাদের ট্রেড করতে ফরেক্স সম্পর্কে জানার কোন শেষ নেই। তবে আপনাকে মেজর সব দিক সম্পর্কে ধারনা রাখতে হবে। ফরেক্স সম্পর্কে যত বেশি জানবেন ততবেশি এক্সপার্ট হবেন।

amin rabby
2016-05-16, 06:57 PM
ফরেক্স ট্রেড এ যে সকল ইন্ডিকেটর ব্যবহার করে থাকে পিভট পয়েন্ট এরকমই একটি ইন্ডিকেটর। পিভট পয়েন্ট এর মাধ্যমে মার্কেটের সাপোর্ট এবং রেসিস্টেন্স খুব সহজে বের করা যায়, যার ফলে ট্রেডে এন্ট্রি, স্টপ লস ও টেক প্রফিট দেওয়া যায়। শর্ট টাইম ট্রেডাররা স্বল্প টাইম ফ্রেমে পিভট পয়েন্টের মাধ্যমে ট্রেড করার ফলে খুব কম সময়ে সফলতা পান।

Mamun13
2017-06-19, 04:28 PM
একটি ক্লোজড ক্যান্ডেলের ওপেন প্রাইস,ক্লোজ প্রাইস,হাই ও লো প্রাইস গুলো যোগ দিয়ে তিন ভাগে ভাগ করে যে অনুপাত বা পয়েন্ট বের করা হয় তাকে পিভট পয়েন্ট বলা হয়৷এই পিভট পয়েন্ট দিয়ে ট্যাকনিক্যাল এনালাইসিস করা হয়ে থাকে৷বহুল ব্যাবহৃত এই পিভট পয়েন্ট দিয়ে অনেকেই ট্রেড করেন৷

jasminbd
2019-01-08, 06:02 PM
পিভট পয়েন্ট হল টেকনিক্যাল আনাল্যসিস ইনডিকেটর যা বিভিন্ন সময় ফ্রেমের মার্কেটর সামগ্রিক ট্রেন্ড নির্ধারণ করতে ব্যবহৃত হয়। পিভট পয়েন্ট পূর্ববর্তী ট্রেডিং দিনের হাই, লো এর গড় দাম হিসাব করে নির্ধারণ করতে হয়।। পরবর্তী দিনে, পিভট পয়েন্টের উপরে ট্রেডিং চলমান বুলিশ সেন্টিমেন্ট নির্দেশ, আর যখন পিভট পয়েন্টের নিচে ট্রেডিং হলে এটি বিয়ারিশ সেন্টিমেন্ট নির্দেশ করে।

মার্কেটে পিভট পয়েন্ট (P) গণনার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। এর মধ্যে কয়েকটি হল
P = (H + L + C) / 3.
P = (H + L + C + C) / 4,
P = (H + L + O + O) / 4.


high (H), low (L), closing (C), opening price (O),

sumon918
2019-01-09, 01:14 AM
পিভট পয়েন্ট মুলত টেকনিক্যাল অ্যানালাইসিস এর জন্য হিসাব করতে হয়।যারা শর্ট ট্রেড করে তারা পিভট পয়েন্ট এর উপর নির্ভর করেই ট্রেড করে।পিভট পয়েন্ট মুলত হল একটি ক্লোজড কেন্ডেলের ওপেন প্রাইস ক্লোজড প্রাইস হাই প্রাইস লো প্রাইস কে যোগ করে তিন ভাগে ভাগ করে অনুপাত করলে যে পয়েন্ট পাওয়া যায় তাকেই মুলত পিভট পয়েন্ট বলে।

Jony Shill
2019-01-09, 10:36 AM
ফরেক্স এ ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই পিভট পয়েন্ট সম্পরকে ধারনা থাকতে হবে।বাই/সেল সিগ্কনাল নিরধারন করার সময় এই মেথড টা অনেক জরুরি।

মার্কেটে পিভট পয়েন্ট পদ্ধতি ঃ
P = (H + L + C) / 3.
P = (H + L + C + C) / 4,
P = (H + L + O + O) / 4.
high (H), low (L), closing (C), opening price (O),