PDA

View Full Version : স্ক্যল্পিং ট্রেডের সুবিধা ও অসুবিধা সমুহ



syed_rana
2016-03-21, 01:39 AM
স্ক্যাল্পিং ট্রেড মানে হচ্ছে কম সময়ের জন্য ট্রেড ওপেন করা এবং প্রফিট নিয়ে বের হয়ে আসা । যদি ও এই পদ্ধতি অনেক জনপ্রিয় এবং অনেক ট্রেডারই এই পদ্ধতিতে প্রফিট করে থাকেন,তবু এই পদ্ধতির সুবিধার পাশাপাশি অসুবিধা ও রয়েছে । স্ক্যাল্পিং এ তেমন এনালাইসিসের প্রয়োজন পড়েনা,মার্কেট বেশি মুভ করলে ও তেমন কিছু হয়না তবে অনেক বেশি পরিমাণে স্প্রেড দিতে হয় ।

Realifat
2016-03-23, 07:42 AM
যে ট্রেডে ২০ পিপসের কম প্রফিট করে ট্রেড ক্লোজ করা হয় তাকে স্ক্যালপিং বলে। স্ক্যালপিং একটা জনপ্রিয় ট্রেডিং স্ট্রাটেজি । স্ক্যালপিং ট্রেডের অনেক সুবিধা রয়েছে।সবচে বড় সুবিধার হচ্ছে স্ক্যালপিং করে খুবই দ্রুতই প্রফিট করা যায়। আর স্ক্যালপিং ট্রেডের সবচে বড় অসুবিধা হচ্ছে স্ক্যালপিং এর কারনে আপনি খুব দ্রুতই জিরো হয়েও যেতে পারেন।সুতরাং স্ক্যালপিং একটা ঝুকিপূর্ন ট্রেডিং স্ট্রাটেজি।

RUBEL MIAH
2016-12-23, 08:08 PM
স্ক্যাল্পিং ট্রেড করে ক্ষণিকের জন্য লাভবান হওয়া যায় কিন্তু স্থায়ীত্বের জন্য নয় । আমরা সব সময় ফরেক্স ব্যবসা ধৈর্য্যের সহিত করার চেষ্টা করব । যে ট্রেডার যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব আমরা সর্বদা স্ক্যাল্পিং বাদ দিয়ে লং ট্রেড করার সিদ্ধান্ত নেব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

vampire
2016-12-24, 10:31 PM
স্কাল্পিং ট্রেডের সব থেকে বড় সুবিধা হল অল্প সময়ে বেশি পরিমানে লাভ করা যাই।আর সব থেকে বড় অসুবিধা হল যদি মার্কেটে এনালাইসিস করা ভুল গেলে অনেক বেশি লসের সম্ভনা থাকে।

uzzal05
2017-06-21, 11:08 PM
স্কাল্পিং অনেক রিস্ক আছে। যত তারাতারি লাভবান হওয়া যায় ঠিক তত তারাতারি একাউন্ট লস ও হয়ে যায়। তাই স্ক্লাপিং আমি করি না। আমি স্কাল্পিং করে প্রফিট ধরে রাখতে পারি না। এখন আমি লং ট্রেড করে থাকি। একেক একটা ট্রেড ক্লোজ হতে অনেক সময় লাগে।

Competitor
2017-06-24, 05:02 PM
স্কাল্পিং হলো স্বল্প সময়ে ট্রেড করে প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাওয়া । অসলে এটা বলা যতটা সহজ করাটা ঠিক ততটা কঠিন । ফরেক্সে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে লাভবান হতে হলে আমাদেরকে সঠিক পদ্ধতিতে ট্রেড করতে হবে। স্কাল্পিং করে যত তারাতারি লাভ হয় অনেক সময় দেখা যায় যে তত তাড়াতাডড়ি লস হয়ে যায় । তাই আমি স্কাল্পিং পছন্দ করি না ।

01797733223
2018-01-03, 08:49 PM
আসলে ফরেক্স মার্কেটে যারা মনে করেন স্ক্যাল্পিং ট্রেড করেন তার সাধারণত সর্ট টাইম ফ্রেম নিয়ে কাজ করতে বেশি পছন্দ করেন । সাধারন ভাবে দেখা যায় যে যারা এই ব্যবসায় একদম নতুন তারাই মূলত স্ক্যাল্পিং করতে ভালবাসেন। কেননা এতে করে আপনি ১ মিনিট, ৫ মিনিট, ১৫ মিনিট ও ৩০ মিনিটের টাইমফ্রেম ধরে ট্রেড করবেন, এবং তাতে বিশেষ যে সুবিধাটা হবে সেটা হল আপনি খুব কম সময়ে আপনার ট্রেডগুলো ক্লোজ করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি প্রফিট নিয়ে বেরিয়ে আসতে পারবেন। এগুলোই সুবিধা। আর অসুবিধাগুলো হলো সময় বেশি লাগবে এটাই আরকি।

Mahidul84
2018-01-10, 07:03 PM
আসলে ভাই স্ক্যাল্পিং তাদের জন্যই প্রযোজ্য যারা ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ ও দক্ষ। কেননা স্ক্যাল্পিং হচ্ছে ছোট টাইম ফ্রেমে ট্রেড করার একটি কৌশল। আর অল্প সময়ের মধ্যে নতুন ট্রেডাররা স্ক্যাল্পিং করে প্রফিট অর্জন করতে পারবে না তাই নতুনদের জন্য স্ক্যাল্পিং মোটেই উচিত না আমার মতে। এতে করে আমি মনে করি নতুনদের জন্য স্ক্যাল্পিং সুবিধার চেয়ে বিপদই ডেকে আনে বেশি। আর যারা অভিজ্ঞ ও দক্ষ এবং মার্কেটের ট্রেডিং কৌশলগুলো সস্পর্কে ভাল বুঝতে সক্ষম তাদের জন্যই আমার স্ক্যাল্পিং সবচেয়ে সুবিধা জনক একটি ট্রেডিং কৌশল।

expkhaled
2018-01-10, 07:20 PM
ফরেক্স ট্রেডিং স্ক্যালপিং ছোট টাইমফ্রেমে অল্প সময়ে ট্রেড করা। অল্প সময়ে হওয়ার কারনে লস হওয়ার সম্ভাবনা বেশী থাকে তাই নতুনদের জন্য অত্যান্ত বিপদজনক। খুব তারাতারি ডিসিশন নিতে হয়। যারা অত্যান্ত অভিজ্ঞ ও দক্ষ তারা যদি স্ক্যালপিং করেন তাহলে লাভবান হতে পারেন। স্ক্যালপিং করে বেশী দিন মার্কেটে টিকে থাকা যায় না। আসলে ফরেক্স এ অল্প সময়ে ভাল কিছু করার কোন সুযোগ নেই। আমাদের সময়ের সাথে পাল্লা দিয়ে অভিজ্ঞতা অর্জন এবং দক্ষতা অর্জন করার পরই লাভবান হতে পারবো।

Grimm
2018-01-10, 11:34 PM
আমার মতে স্কেলপিং ট্রেডে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি কিন্তু অন্যরা সেটা মনে করনে না। কারণ তারা মনে করেন এর মাধ্যমে অনেক মুনাফা অর্জন করা যায় তাও আবার খুবই অল্প সময়ে। কিন্তু আমি তা মনে করি না। কারণ অল্প সময়ে মুনাফা করতে গেলে অনেক সময় দেখা যায় অনেক লস হয়ে যায় আর সেটা ফিরে পাওয়ার জন্য অনেকে আরও বড় ধরনের ঝুকি নিয়ে থাকে যার ফলে আরও বেশি লসের সম্মুখীন হতে হয়।

Mahidul84
2018-01-11, 07:02 PM
আমি বিশ্বাস করি স্ক্যাল্পিং ট্রেডের সুবিধার চেয়ে অসুবিধাই সবচেয়ে বেশি। কেননা অনেক ট্রেডার মনে করে অল্প সময়ে ট্রেড ভাল আয় করা সম্ভব কিন্তু এটা মোটেও ঠিক না। কারণ অল্প সময়ে ভাল প্রফিট অর্জন করা সম্ভব কিন্তু কোন ট্রেড যদি লসে চলে যায় তাহলে সেই লস কভার করা কখনও সম্ভব হয়ে উঠে না বরং আপনি সেই লস কভার করার উদ্দেশ্য নিয়ে আরও বড় ধরনের ঝুকি নিয়ে থাকেন, যার ফরেক্স আপনি আরও বেশি লসের সম্মুখীন হয়ে পড়েন। তাই আমি মনে করি স্ক্যাল্পিং নতুন এবং মধ্যম ট্রেডারের জন্য খুবই ঝুকিপূর্ণ।

Mamun13
2018-01-17, 07:59 PM
স্ক্যাল্পিং ট্রেড মানে হচ্ছে কম সময়ের জন্য ট্রেড ওপেন করা এবং প্রফিট নিয়ে বের হয়ে আসা । যদি ও এই পদ্ধতি অনেক জনপ্রিয় এবং অনেক ট্রেডারই এই পদ্ধতিতে প্রফিট করে থাকেন,তবু এই পদ্ধতির সুবিধার পাশাপাশি অসুবিধা ও রয়েছে । স্ক্যাল্পিং এ তেমন এনালাইসিসের প্রয়োজন পড়েনা,মার্কেট বেশি মুভ করলে ও তেমন কিছু হয়না তবে অনেক বেশি পরিমাণে স্প্রেড দিতে হয় ।

স্ক্যালপিং বা শর্ট ট্রেড করা হয় সাধারণত ছোট ছোট টাইমফ্রেম দেখে৷তাই স্ক্যালপিং বা শর্ট ট্রেডে অল্প সময়ে বেশী প্রফিট আসে৷কিন্তু ছোট ছোট টাইমফ্রেমে ট্রেড করা খুবই রিস্কি৷অনভিজ্ঞ ট্রেডারগণ এই স্ক্যালপিংএর লোভে পড়ে বেশী বেশী লাভের আশায় তাদের ব্যালেন্সগুলো দ্রূত শুন্য করে ফেলে৷

Grimm
2018-01-17, 10:58 PM
আমি বিশ্বাস করি স্ক্যাল্পিং ট্রেডের সুবিধার চেয়ে অসুবিধাই সবচেয়ে বেশি। কেননা অনেক ট্রেডার মনে করে অল্প সময়ে ট্রেড ভাল আয় করা সম্ভব কিন্তু এটা মোটেও ঠিক না। কারণ অল্প সময়ে ভাল প্রফিট অর্জন করা সম্ভব কিন্তু কোন ট্রেড যদি লসে চলে যায় তাহলে সেই লস কভার করা কখনও সম্ভব হয়ে উঠে না বরং আপনি সেই লস কভার করার উদ্দেশ্য নিয়ে আরও বড় ধরনের ঝুকি নিয়ে থাকেন, যার ফরেক্স আপনি আরও বেশি লসের সম্মুখীন হয়ে পড়েন। তাই আমি মনে করি স্ক্যাল্পিং নতুন এবং মধ্যম ট্রেডারের জন্য খুবই ঝুকিপূর্ণ।

এটা ঠিক কথা যে স্ক্যালপিং ট্রেডে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি। আমার জানামতে যে সমস্ত ট্রেডাররা সবচেয়ে বেশি ক্ষতি করেছে তারা স্ক্যালপিং এর মাধ্যমেই বড় ধরনের পরিমাণ ক্ষতি করেছেন। আর স্ক্যালপিং করলে মনের ভিতর লোভ জেগে উঠে আর লোভ নিয়ে এই ব্যবসা করা অসম্ভব। তাই আপনি যদি এই ব্যবসা হতে নিরাপদে মুনাফা উপার্জন করতে চান তাহলে আপনাকে স্ক্যালপিং পরিহার করতে হবে, নয়তোবা আপনিও বেশিদিন এই ব্যবসা করতে পারবেন না।

Mahidul84
2018-01-18, 06:59 PM
স্ক্যাল্পিং হচ্ছে শর্ট ট্রেডিং একটি কৌশল। অর্থাৎ কম সময়ের মধ্যে ট্রেড করে প্রফিট অর্জন করাটা হচ্ছে স্ক্যাল্পিং এর কাজ। তবে এটা যেমন প্রফিট অর্জন করতে ট্রেডারদের সহায়তা প্রদান করে থাকে। তার চেয়ে বেশি ক্ষতি এনে দিতে পারে এই স্ক্যাল্পিং। কেননা স্ক্যাল্পিং সবার জন্য সফুল বয়ে আনতে পারে না। যে সব ট্রেডাররা ফরেক্স নিউজ সম্পর্কে জ্ঞান অর্জনে অভিজ্ঞ ও দক্ষ তাদের জন্য স্ক্যাল্পিং সুবিধা জনক, নয়তোবা আপনি স্ক্যাল্পিং করে কোনদিনই নিরাপদে মুনাফা উপার্জন করতে পারবেন না।

milu
2020-09-15, 04:32 PM
স্ক্যাল্পিং ট্রেড মানে হচ্ছে কম সময়ের জন্য ট্রেড ওপেন করা এবং প্রফিট নিয়ে বের হয়ে আসা । যদি ও এই পদ্ধতি অনেক জনপ্রিয় এবং অনেক ট্রেডারই এই পদ্ধতিতে প্রফিট করে থাকেন,তবু এই পদ্ধতির সুবিধার পাশাপাশি অসুবিধা ও রয়েছে । আর স্ক্যালপিং ট্রেডের সবচে বড় অসুবিধা হচ্ছে স্ক্যালপিং এর কারনে আপনি খুব দ্রুতই জিরো হয়েও যেতে পারেন।সুতরাং স্ক্যালপিং একটা ঝুকিপূর্ন ট্রেডিং স্ট্রাটেজি।

Sid
2020-09-15, 06:37 PM
স্কাল্পিং অনেক রিস্ক আছে। যত তারাতারি লাভবান হওয়া যায় ঠিক তত তারাতারি একাউন্ট লস ও হয়ে যায়। তাই স্ক্লাপিং আমি করি না। আমি স্কাল্পিং করে প্রফিট ধরে রাখতে পারি না। এখন আমি লং ট্রেড করে থাকি। একেক একটা ট্রেড ক্লোজ হতে অনেক সময় লাগে।

dipon012
2020-09-15, 10:22 PM
স্কাল্পিং তিনটি সুবিধা আছে মানে কারণ কারণ করে ট্রেড করতে পারলে অল্প সময়ে অনেক টাকা উপার্জন করা যায় আর এসব উপার্জন গুলো এরপর এক স্কাল্পিং এর মাধ্যমে বাইনারি আকারে যোগ হতে পারে

ABDUSSALAM2020
2020-09-15, 10:38 PM
স্ক্যল্পিং ট্রেডের সুবিধা ও অসুবিধা সমুহ
স্ক্যাল্পিং ট্রেড মানে হচ্ছে কম সময়ের জন্য ট্রেড ওপেন করা এবং প্রফিট নিয়ে বের হয়ে আসা । যদি ও এই পদ্ধতি অনেক জনপ্রিয় এবং অনেক ট্রেডারই এই পদ্ধতিতে প্রফিট করে থাকেন,তবু এই পদ্ধতির সুবিধার পাশাপাশি অসুবিধা ও রয়েছে । স্ক্যাল্পিং এ তেমন এনালাইসিসের প্রয়োজন পড়েনা,মার্কেট বেশি মুভ করলে ও তেমন কিছু হয়না তবে অনেক বেশি পরিমাণে স্প্রেড দিতে হয় ।তবে ফরেক্স ট্রেডে সকল বিষয়েই দুটি নিয়ম থাকে একটি বিপন্ন একটি সুযোগ সুবিধার সাথে কাজ করলে সফলতা জন্য অনেক ভালো হবে তবে ঝুঁকি নিয়েই সব কাজ করতে হবে তাহলে নিজেকে প্রতিষ্ঠা করা যাবে এবং সফলতা অর্জন করতে পারবে।

tutul07
2020-09-15, 10:38 PM
স্ক্যালপিং ট্রেডের অনেক সুবিধা রয়েছে।সবচে বড় সুবিধার হচ্ছে স্ক্যালপিং করে খুবই দ্রুতই প্রফিট করা যায়। আর স্ক্যালপিং ট্রেডের সবচে বড় অসুবিধা হচ্ছে স্ক্যালপিং এর কারনে আপনি খুব দ্রুতই জিরো হয়েও যেতে পারেন।আর স্ক্যালপিং ট্রেডের সবচে বড় অসুবিধা হচ্ছে স্ক্যালপিং এর কারনে আপনি খুব দ্রুতই জিরো হয়েও যেতে পারেন।সুতরাং স্ক্যালপিং একটা ঝুকিপূর্ন ট্রেডিং স্ট্রাটেজি।

FREEDOM
2020-09-22, 09:13 AM
আমার মতে স্কেলপিং ট্রেডে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি কিন্তু অন্যরা সেটা মনে করনে না। কারণ তারা মনে করেন এর মাধ্যমে অনেক মুনাফা অর্জন করা যায় তাও আবার খুবই অল্প সময়ে। কিন্তু আমি তা মনে করি না। কারণ অল্প সময়ে মুনাফা করতে গেলে অনেক সময় দেখা যায় অনেক লস হয়ে যায় আর সেটা ফিরে পাওয়ার জন্য অনেকে আরও বড় ধরনের ঝুকি নিয়ে থাকে যার ফলে আরও বেশি লসের সম্মুখীন হতে হয়।

uzzal05
2020-09-27, 04:53 AM
ফরেক্স এ সবচেয়ে দ্রুত প্রফিট করা যায় স্কালপিং এর মাধ্যেমে। স্কালপিং করে অল্প সময়ের মধ্যে প্রফিট হয়। সেকারনে বেশির ভাগ সময় ট্রেডাররা স্কালপিং পছন্দ করে থাকে। আসলে লং ট্রেড করতে গেলে অনেক চলে যায়। সেজন্য আমি ও স্কালপিং করে থাকি।

sss21
2020-11-30, 08:42 PM
স্ক্যাল্পিং ট্রেড মানে হচ্ছে কম সময়ের জন্য ট্রেড ওপেন করা এবং প্রফিট নিয়ে বের হয়ে আসা । যদি ও এই পদ্ধতি অনেক জনপ্রিয় এবং অনেক ট্রেডারই এই পদ্ধতিতে প্রফিট করে থাকেন,তবু এই পদ্ধতির সুবিধার পাশাপাশি অসুবিধা ও রয়েছে । আর স্ক্যালপিং ট্রেডের সবচে বড় অসুবিধা হচ্ছে স্ক্যালপিং এর কারনে আপনি খুব দ্রুতই জিরো হয়েও যেতে পারেন।সুতরাং স্ক্যালপিং একটা ঝুকিপূর্ন ট্রেডিং স্ট্রাটেজি।

JoyantyThakur71
2020-11-30, 08:55 PM
স্বল্প সময়ের জন্য ট্রেড ওপেন করে কিছু প্রফিট করার প্রক্রিয়া হল স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং স্বল্প সময়ের জন্য করা হয়। যার কারণে স্বল্প সময়ের মধ্যে কিছু প্রফিট পাওয়া যায়। যাদের মূলধন অনেক বেশি তারাই স্ক্যাল্পিং করে থাকেন। তবে স্কাল্পিং এর কিছু লিমিটেশন আছে। ছোট পরিসরের টাইমফ্রেমে এই ট্রেড করা হয়ে থাকে যার কারনে মার্কেটের মুভমেন্ট সঠিক বোঝা যায় না। অন্যদিকে যাদের মূলধন কম তাদের জন্য এটা ঝুঁকিপূর্ণ।

ForexStar
2020-11-30, 09:01 PM
আপনার ক্যাপিটাল যদি কম হয় আর আপনি যদি ফরেক্সে নিউ ট্রেডার হন তাহলে আপনার জন্য অবশ্যই স্কল্পিং গুড অপশন। তবে স্কাল্পিং এর কিছু গুড সাইড থাকলেও অনেক ব্যাড সাইড রয়েছে। ফরেক্সে অনেকগুলো টাইমফ্রেকে দুটি ভাগে ভাগ করা যায়। যথা- সর্ট টাইম টাইমফ্রেম এবং লং টাইম টাইমফ্রেম। আপনি যদি দক্ষ ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো লং টাইমফ্রেমে ট্রেড করতে বলবো আর যদি ফরেক্সে নতুন হন তহলে অবশ্যই সর্ট টাইমফ্রেমে করা উচিত। নতুনদে ছোট ছোট লটে সর্ট টাইম ট্রেড করা উচিত এতে করে লাভ কম হলেও লস হওয়ার সম্ভাবনা কম থাকে। আপনি কোন টাইমফ্রেমে ট্রেড করবেন সেটা নির্ভর করে আপনার দক্ষতা, অভিজ্ঞতা, সময় ও মূলধনের উপর। আপনাকে নির্ধারন করতে হবে আপনি ফরেক্সে কতোটা সময় দিতে পারবেন। যদি সময় দিতে পারেন তাহলে ১ ঘন্টা বা ৩০ মিনিটের টাইমফ্রেমে ট্রেড করতে পারেন।

যদি সময় দিতে না পারেন তাহলে লং টাইমফ্রেমে ট্রেড করতে পারেন। যেমন- ৪ ঘন্টা, ১ দিন বা ১ সপ্তাহের টাইমফ্রেমে ট্রেড করতে পারেন। উল্লেখ্য যে, লং টাইমের জন্য ট্রেড করতে অভিজ্ঞতা ও মুলধন একটু বেশি থাকা দরকার। সেক্ষেত্রে কমপক্ষে ২০০ ডলার ক্যাপিটাল থাকার দরকার আছে। দক্ষ ট্রেডাররা ১ দিন বা ১ সপ্তাহের টাইমফ্রেমে ট্রেড করে থাকেন কারন সেখানে লস হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। সিদ্ধান্ত আপনার আপনি লং নাকি সর্টটাইম ট্রেড করবেন।

Md.shohag
2020-11-30, 10:25 PM
যে ট্রেডে ২০ পিপসের কম প্রফিট করে ট্রেড ক্লোজ করা হয় তাকে স্ক্যালপিং বলে। স্ক্যালপিং একটা জনপ্রিয় ট্রেডিং স্ট্রাটেজি । স্ক্যালপিং ট্রেডের অনেক সুবিধা রয়েছে।সবচে বড় সুবিধার হচ্ছে স্ক্যালপিং করে খুবই দ্রুতই প্রফিট করা যায়। আর স্ক্যালপিং ট্রেডের সবচে বড় অসুবিধা হচ্ছে স্ক্যালপিং এর কারনে আপনি খুব দ্রুতই জিরো হয়েও যেতে পারেন।সুতরাং স্ক্যালপিং একটা ঝুকিপূর্ন ট্রেডিং স্ট্রাটেজি।

FRK75
2021-03-20, 03:01 PM
স্ক্যাল্পিং ট্রেড করে ক্ষণিকের জন্য লাভবান হওয়া যায় কিন্তু স্থায়ীত্বের জন্য নয় । আমরা সব সময় ফরেক্স ব্যবসা ধৈর্য্যের সহিত করার চেষ্টা করব । যে ট্রেডার যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে ।কারণ অল্প সময়ে মুনাফা করতে গেলে অনেক সময় দেখা যায় অনেক লস হয়ে যায় আর সেটা ফিরে পাওয়ার জন্য অনেকে আরও বড় ধরনের ঝুকি নিয়ে থাকে যার ফলে আরও বেশি লসের সম্মুখীন হতে হয়।

EmonFX
2021-03-20, 08:41 PM
স্ক্যাল্পিং ট্রেড মানে হচ্ছে কম সময়ের জন্য ট্রেড ওপেন করা এবং প্রফিট নিয়ে বের হয়ে আসা । যদি ও এই পদ্ধতি অনেক জনপ্রিয় এবং অনেক ট্রেডারই এই পদ্ধতিতে প্রফিট করে থাকেন,তবু এই পদ্ধতির সুবিধার পাশাপাশি অসুবিধা ও রয়েছে । স্ক্যাল্পিং এ তেমন এনালাইসিসের প্রয়োজন পড়েনা,মার্কেট বেশি মুভ করলে ও তেমন কিছু হয়না তবে অনেক বেশি পরিমাণে স্প্রেড দিতে হয় ।

স্কাল্পিং এবং লং ট্রেড দুটোই ফরেক্স ট্রেডিংয়ের অংশ তাই আপনি স্কাল্পিং নাকি লং ট্রেড করবেন সেটা একান্তই আপনার নিজস্ব ব্যাপার। আপনি স্ক্যাল্পিং নাকি লং ট্রেন্ডে ট্রেড করবেন সেটা নির্ভর করে আপানার ফরেক্স অভিজ্ঞতার উপর। আপনি কোন টাইমফ্রেমে ট্রেড করবেন সেটা নির্ভর করে আপনার দক্ষতা, অভিজ্ঞতা, সময় ও মূলধনের উপর। আপনাকে নির্ধারন করতে হবে আপনি ফরেক্সে কতোটা সময় দিতে পারবেন। যদি সময় দিতে পারেন তাহলে ১ ঘন্টা, ৩০ মিনিট বা ১৫ মিনিটের টাইমফ্রেম মানে স্ক্যাল্পিং ট্রেড করতে পারেন। আর যদি সময় দিতে না পারেন তাহলে লং টাইমফ্রেমে ট্রেড করতে পারেন। যেমন- ৪ ঘন্টা, ১ দিন বা ১ সপ্তাহের টাইমফ্রেমে ট্রেড করতে পারেন।

উল্লেখ্য যে, লং টাইমের জন্য ট্রেড করতে অভিজ্ঞতা ও মুলধন একটু বেশি থাকা দরকার। সেক্ষেত্রে কমপক্ষে ৪০০-৫০০ ডলার ক্যাপিটাল থাকার দরকার আছে। দক্ষ ট্রেডাররা ১ দিন বা ১ সপ্তাহের টাইমফ্রেমে ট্রেড করে থাকেন কারন সেখানে লস হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। স্ক্যাল্পিং করে ছোট ছোট প্রফিট করতে পারলেও যেকোনো সময় বড় ধরনের লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লংটাইম ট্রেড করা হলো স্মার্ট ট্রেডিং। সবথেকে বড় কথা হলো আপনি যদি ফরেক্সে দক্ষ হন তাহলে সব রকম ট্রেডেই ভালো করতে পারবেন। তাই ট্রেড নেয়ার আগে দক্ষতা বাড়ানোর দিকে একটু বেশি মনোযোগ দেয়া উচিত।

Smd
2021-05-25, 10:35 PM
অনেক ট্রেডার মনে করে অল্প সময়ে ট্রেড ভাল আয় করা সম্ভব কিন্তু এটা মোটেও ঠিক না। কারণ অল্প সময়ে ভাল প্রফিট অর্জন করা সম্ভব কিন্তু কোন ট্রেড যদি লসে চলে যায় তাহলে সেই লস কভার করা কখনও সম্ভব হয়ে উঠে না বরং আপনি সেই লস কভার করার উদ্দেশ্য নিয়ে আরও বড় ধরনের ঝুকি নিয়ে থাকেন। স্ক্যাল্পিং এ তেমন এনালাইসিসের প্রয়োজন পড়েনা,মার্কেট বেশি মুভ করলে ও তেমন কিছু হয়না তবে অনেক বেশি পরিমাণে স্প্রেড দিতে হয় ।তবে ফরেক্স ট্রেডে সকল বিষয়েই দুটি নিয়ম থাকে একটি বিপন্ন একটি সুযোগ সুবিধার সাথে কাজ করলে সফলতা জন্য অনেক ভালো হবে তবে ঝুঁকি নিয়েই সব কাজ করতে হবে।

FRK75
2021-10-07, 02:26 PM
ট্রেডে ২০ পিপসের কম প্রফিট করে ট্রেড ক্লোজ করা হয় তাকে স্ক্যালপিং বলে। স্ক্যালপিং একটা জনপ্রিয় ট্রেডিং স্ট্রাটেজি । স্ক্যালপিং ট্রেডের অনেক সুবিধা রয়েছে।সবচে বড় সুবিধার হচ্ছে স্ক্যালপিং করে খুবই দ্রুতই প্রফিট করা যায়। আর স্ক্যালপিং ট্রেডের সবচে বড় অসুবিধা হচ্ছে স্ক্যালপিং এর কারনে আপনি খুব দ্রুতই জিরো হয়েও যেতে পারেন।সুতরাং স্ক্যালপিং একটা ঝুকিপূর্ন ট্রেডিং স্ট্রাটেজি।

FRK75
2021-12-02, 08:45 PM
স্কাল্পিং ট্রেডের সব থেকে বড় সুবিধা হল অল্প সময়ে বেশি পরিমানে লাভ করা যাই।আর সব থেকে বড় অসুবিধা হল যদি মার্কেটে এনালাইসিস করা ভুল গেলে অনেক বেশি লসের সম্ভনা থাকে।

FRK75
2022-02-26, 09:48 AM
স্ক্যাল্পিং ট্রেড করে ক্ষণিকের জন্য লাভবান হওয়া যায় কিন্তু স্থায়ীত্বের জন্য নয় । আমরা সব সময় ফরেক্স ব্যবসা ধৈর্য্যের সহিত করার চেষ্টা করব । যে ট্রেডার যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব আমরা সর্বদা স্ক্যাল্পিং বাদ দিয়ে লং ট্রেড করার সিদ্ধান্ত নেব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

samun
2022-07-21, 10:54 AM
স্ক্যাল্পিং ট্রেডের সুবিধার চেয়ে অসুবিধাই সবচেয়ে বেশি। কেননা অনেক ট্রেডার মনে করে অল্প সময়ে ট্রেড ভাল আয় করা যায় কথাটা যতটা সত্য ততটাই লস হয় এটাও সত্য। স্ক্যালপিং ট্রেডের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে স্ক্যালপিং এর কারনে খুব দ্রুতই জিরো হয়েও যেতে পারে। তবে হ্যা দক্ষ এবং অভিজ্ঞ ট্রেডারদের জন্য প্রফিট অর্জন করতে স্ক্যাল্পিং সহায়তা প্রদান করে থাকে। তার চেয়ে বেশি ক্ষতি এনে দিতে পারে এই স্ক্যাল্পিং। কেননা স্ক্যাল্পিং সবার জন্য সফুল বয়ে আনতে পারে না। যে সব ট্রেডাররা ফরেক্স নিউজ সম্পর্কে জ্ঞান অর্জনে অভিজ্ঞ ও দক্ষ তাদের জন্য স্ক্যাল্পিং সুবিধা জনক, নয়তোবা আপনি স্ক্যাল্পিং করে কোনদিনই নিরাপদে মুনাফা উপার্জন করতে পারবেন না।

Mas26
2023-03-15, 11:10 AM
স্কাল্পিং অনেক রিস্ক আছে। যত তারাতারি লাভবান হওয়া যায় ঠিক তত তারাতারি একাউন্ট লস ও হয়ে যায়। তাই স্ক্লাপিং আমি করি না। আমি স্কাল্পিং করে প্রফিট ধরে রাখতে পারি না। এখন আমি লং ট্রেড করে থাকি। একেক একটা ট্রেড ক্লোজ হতে অনেক সময় লাগে।আসলে ফরেক্স মার্কেটে যারা মনে করেন স্ক্যাল্পিং ট্রেড করেন তার সাধারণত সর্ট টাইম ফ্রেম নিয়ে কাজ করতে বেশি পছন্দ করেন।সাধারন ভাবে দেখা যায় যে যারা এই ব্যবসায় একদম নতুন তারাই মূলত স্ক্যাল্পিং করতে ভালবাসেন। কেননা এতে করে আপনি ১ মিনিট, ৫ মিনিট, ১৫ মিনিট ও ৩০ মিনিটের টাইমফ্রেম ধরে ট্রেড করবেন, এবং তাতে বিশেষ যে সুবিধাটা হবে সেটা হল আপনি খুব কম সময়ে আপনার ট্রেডগুলো ক্লোজ করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি প্রফিট নিয়ে বেরিয়ে আসতে পারবেন। এগুলোই সুবিধা। আর অসুবিধাগুলো হলো সময় বেশি লাগবে এটাই আরকি।