PDA

View Full Version : লিভারেজ বা ধার নিয়ে ট্রেড ক্করা।



Fxaziz
2016-03-22, 09:49 PM
ফরেক্স মার্কেট এ অনেক ফরেক্স ট্রেডার আছে যারা ট্রেড করে অনন্যার কাছ থেকে টাকা ধার করে।আমি তাদের উদ্দেশে এই কথা বলবো আপনারা যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে চান তাহলে কারো কাছ থেকে টাকা ধার নিয়ে ট্রেড করবেননা।এতে আপনি ফরেক্স মার্কেট এ লোভ করে ট্রেড করে লস করবেন।আপনি যদি ধার করে ট্রেড করেন তাহলে আপনার ট্রেড খবে জুয়া খেলার মত।আপনার মাথাই একটাই চিন্তা থাকবে আপনি কি ভাবে আপনার ধার করা টাকা পরিশোধ করবেন।

Md Akter Hossain
2016-03-22, 11:12 PM
হা হা হা । এই প্রথম শুনলাম আপনার কাছ থেকে যে এমন কেহ অঅছে যারা ধার করে ট্রেড করেন । খুবই খারাপ একটা দিক । কেননা ধার করা টাকা লস করলে একদিনে যেমন পাওনাদার তাকে পেশার দিবে আবার মার্কেটে লস করার কারণে তার নিজেরও সাইকোলজি ফেল করব । যা ফরেক্স ক্যারিয়ার নষ্ট করে দিতে পারে ।

abdulguffer
2016-03-23, 01:36 AM
ভাই ভালো একটা প্রসঙ্গ তুলে ধরেছেন। এমন অনেক ট্রেডার আছে যারা অন্যের কাছ থেকে টাকা বা ওআলেট ধার নিয়ে ট্রেড করে । এদের মধ্যে কেউ কেউ টাকা বা ওআলেট ফেরত দেয়, আবার কেউ কেউ দেই ,দিচ্ছি বলে বছর ঘুরে যায়। ধার করা টাকা দিয়ে ট্রেড করলে , নিজের পার্সোনালিটি খুন্ন হয়, তা বুঝা উচিত।

basaki
2016-03-23, 07:20 PM
আমি মনেবকরি কোন কিছুই ধার করে করা ভাল না। আপনি যদি ধার করে ব্যবসা করতে চান তবে আমি মনে করি আপনার ব্যবসায় সফলতা কম আসবে আর যদি আপনার নিজের টাকা ইনভেস্ট করে আপনি ব্যবসা করেন তবে আমি মনে করি অনেক ভাল হবে আর যা ব্যবসা করে থাকবে সব আপনার থাকবে।

Realifat
2016-03-24, 12:45 AM
হ্যা, আপনি খুবই ভালো বলেছেন।ফরেক্সের মত মার্কেটে সকল দোষ পরিহার করে সঠিকভাবে ট্রেড করতে হবে।কোনোধরনের এক্সট্রা প্রেসার নিয়ে ট্রেড করা যাবেনা।এজন্য কখনই ধার কররা টাকা ফরেক্সে ডিপোজিট করে ট্রেড করা ভালো নয়।তাই যে ধার বা লোনের টাকায় ট্রেড করার চিন্তা করছেন তারা এসব চিন্তা মাথা থেকে ছুড়ে ফেলুন।

dwipFX
2016-05-12, 07:55 PM
আমি মনে করি ফরেক্স মার্কেটে এবং শেয়ার বাজারে কখনো ধার করে ট্রেড করা যাবেনা কারন এই দুই মার্কেট সম্পর্কে সঠিক ভাবে কেই বলতে পারবেনা। তাই আমাদের প্রথমে ফোরামে কাজ করে ফরেক্স শিখতে হবে তার পর নিজের থেকে কিছু ডলার নিয়ে রিয়াল মার্কেটে ইনভেস্ট করতে পারেন।

sharifulbaf
2016-05-13, 11:14 PM
ধার করে ট্রেডিং করা ভাল না, আমাদের ট্রেডিং করার জন্য নিজের টাকা ডিপোজিট করে ট্রেডিং করা ভাল না,নিজের না থাকলে করা দরকার নেই, তার পরে ধার করে ট্রেডং করতে গেলে লাভ না হয়ে লস হয়ে গেল তাহলে আর বেশি লসে পড়ে যাবেন তাই ধার না করে ট্রেডিং করেন তাহলে ভাল হয়।

RUBEL MIAH
2016-05-15, 12:19 PM
আমরা ফরেক্স ব্যবসা করার জন্য মোটেই ধার করব না । ধার করে যদি কেহ ফরেক্স করে থাকেন তাহলে অবশ্যই লসে পড়বেন । সুতরাং আমরা সর্বদা এই চিন্তা করব যে কখনো ধার করব না । টেকনিক্যাল এ্যানালাইসিস করব তাহলেই সফলকাম হতে পারব ।

fatema begum
2016-07-31, 10:23 PM
আপনারা চাইলে এই ফোরামে প্রশ্ন করে তার উত্তর পেতে পারেন।অনেক কিছু আমি আগে জানতাম না ।কিন্তু এখন জানতে পেরেছি ।সেজন্য আমি খুব আনন্দিত।আমার মত অপনারা চেষ্টা করলেও কিছু হলেও ফল পাবেন।আর আমাদের ফরেক্স ট্রেডিং এ বড় শত্রু হচ্ছে লোভ এবং বেশি সুবিধা ভুক্ত একাউন্ট সুতরাং আমাদের এগুলোর বিষয়ে একটু সজাগ হয়ে কাজ করতে হবে ।

nisho5533
2016-07-31, 10:51 PM
Fxaziz
ভাই আমি আপনার সাথে একমত ধার করা টাকা দিয়ে ট্রেড না দেওয়া ভালো কারন ফরেক্স মাকেট এক্টী রিক্সি মার্কেট এখান থেকে আপনি লাভ করতে পারবেন তখনি আপনি যখন একজন আভিগ্র টেডার হতে পারবেন | আমি মনে করি তা না হলে আপনি লস করবেন|

fardin222333
2016-08-02, 10:11 AM
ফরেক্স র্মাকেট এবং শেয়ার র্মাকেট এ কেউ ধার করে ট্রেড করতে যাবেন না কারন এই র্মাকেটে কখন কি হয় তা কেউই যানেনা, বলতে পারেনা। তাই আপনার কাছে যে পরিমান সম্ভব আপনি তা দিয়ে ট্রেড করবেন। তাই আপনি ভাল ভাবে ফরেক্স এ শিখে ট্রেড করুন ভাল মুনাফা আয় করতে পারবেন।

shimul77ss
2016-11-25, 10:22 PM
আমি ধার করে ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার পক্ষে না।কারন ফরেক্স মার্কেট যেকোন একটা নিজের ভুলের কারনে একাউন্ট ০ হয়ে যেতে পারে।তাই যাদের ইনভেস্ট করার ক্ষমতা নেই তারা বাংলাফোরামে পোস্ট করে বোনাস নিয়ে ট্রেড ওপেন করতে পারেন।

MMD RAIHAN
2016-11-26, 11:24 AM
অর্থ উপার্জন একটি আর্ট। কিছু আর্টিস্ট আছে যারা ইউনিক শিল্প তৈরি করে, কেও মডিফাই করে। কেও ধার করে নতুন কিছু তৈরি করে।

nisho5533
2016-11-26, 07:57 PM
ভাই আপনি যদি উপদেশ চান তবে বলব আপনি ভুলেও এমন কাজ করবেন না ধার করে ফরেক্স মাকেট | ফরেক্স মাকেট আমার দেখা বা জানা মতে ফরেক্স মাকেট হল সব থেকে রিক্সি মাকেটে এখানে লস হবার ভয় থাকে বেশি পরিমান | আপনি ফরেক্স লস করলে আপনার ধার করা টাকা আপনাকে তারিয়ে নিয়ে বারাবে | আমি এর পক্ষপারি না |

Shimul77
2016-11-28, 08:56 PM
আমি ধার বা লোন করে কোন কাজ করা পছন্দ করি না কারন কোন কিছুরই কোন গ্যারান্টি দেওয়া যাই না।আপনি কোন কাজ্ করার জন্য ধার করলেন যদি ঐ কাজে আপনি সাফলতা না পান তাহলে আপনি ধারের টাকা কি করে শোধ করবেন।ফরেক্সে আপনি যদি ধার করে ট্রেড করেন আর যদি ঐ ট্রেড এ লস করেন তাহলে তো আপনি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হবেন।

MMD RAIHAN
2016-11-29, 10:41 AM
আমার একজন শিক্ষক আমাদের বলতেন আমি চাইলে তদের থেকে টাকা নাও নিতে পারি, এতে আমার কিছু হবে না। কিন্তু আমি যদি তদের থেকে টাকা না নেয় তবে তদের পড়ার মনোযোগ থাকবে না। তখন আমরা ভেবে ছিলাম স্যার টাকার জন্য এই কথা বলছে কিন্তু এখন বুঝি যে নিজের টাকা না হইলে কোন কিছুই করা যাবে না, ধার করে আর যাই হক ফরেক্স হবে না।

MADADEE
2016-11-29, 11:15 PM
ফরেক্স মাকেট রিক্সি মাকেট এ মাকেটে যদি দক্ষতা অজন না করা হয় তবে ফরেক্স থেকে আয় করতে পারবেন না | ফরেক্স মাকেট করতে হলে আমি মনে করি কারও কাছ থেকে ধার করেতে পারবেন না এখানে আপনার লস হবার সম্ভবনা অনেক বেশি | ফরেক্স মাকেট থেকে আয় করা অনেক কথিন |

Mamun13
2017-11-04, 03:34 PM
ফরেক্স মার্কেটে সত্যিকারের ব্যাবসা করতে হলে কখোনোও ক্যাশ পুজিঁর প্রয়োজন পড়ে না৷আমরা নতুন অবস্হায় সবাই প্রয়োজনমতো ভার্চুয়াল পুজিঁ দিয়ে দীর্ঘদিন যাবৎ ডেমো ট্রেড করবো দক্ষতা অর্জনের জন্য৷আর দক্ষ হয়ে গেলে পরে আমরা ফোরামের পোষ্টিং বাবদ বোনাস ডলার দিয়ে রিয়েল একাউন্টে অনায়াসে ট্রেড করতে পারবো এবং প্রফিটও উইথড্রো করতে পারবো৷তাহলে কেন আমি নিজের পকেটের টাকাও খোয়াবো আবার অন্যের কাছ থেকে ধার করে করে ঋণী হবো ? ঋণ করার প্রশ্নই আসেনা,কোনোও প্রয়োজনই নাই৷

shamim0976
2017-11-05, 10:52 AM
ধার করে ঝুকি পূর্ণ কোন ব্যবসাই করা উচিত নয়। এর ফরেক্স বা শেয়ার ব্যবসার মতো ঝুকি পূর্ণ ব্যবসার তো প্রশ্নই উঠে না। তারপরও অনেকে কন্ফিএডন্স লেভেল হাই থাকার কারনে ধার কর্য করে ট্রেড করে। যা মোটেও উচিত নয়।

expkhaled
2017-11-06, 03:45 PM
ফরেক্স মার্কেট একটি জটিল এবং রিস্কি মার্কেট এখানে সব সময় মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে পারলে সে প্রফিট করতে পারেন। কারণ মার্কেট এনালিসিস করতে হয় খুব গভীর মনযোগ দিয়ে যাতে কোন রকমের ফাকফোকর না থাকে। ধার করা টাকা নিয়ে যদি ট্রেড করতে আসেন তাহলে তো আপনার মনে ভয় কাজ করবে লস হলে আপনি কিভাবে টাকা শোধ করবেন। এবং তাতে আপনার মার্কেট এনালিসিস করতে সমস্যা হবে এবং ট্রেডিং এ আপনার লস হবে। সুতরাং কখনও ধার করা টাকা নিয়ে আসবেন না।