PDA

View Full Version : নামের নিচে banned /senior member স্টাটাস দ্বারা কি বুঝি



Tazul Islam
2016-03-25, 09:55 AM
আমি অনেক মেম্বার দের নামের নিচে Junior member আবার কারো নামের নিচে senior member কারো নামের নিচে banned লেখা দেখি । এ দ্বারা আমি কি বুজব।

Fxaziz
2016-03-25, 10:40 AM
আমরা যখন ফোরাম এ পোস্টিং করি তখন আমাদের কে ফোরাম এর কিছু আইন মেনে পোস্টিং করতে হবে।হ্যাঁ হয় ফোরাম করতিপক্ষ আমাদের কে আমাদের নামের সাথে একটা উপাদি জুলিয়ে দিবে।যেমন কারো নামের নিচে ব্যান্ড আবার কারো নামের নিচে সিনিয়র মেম্বার লেখা।ফোরাম এ ব্যান্ড মানে হচ্ছে ফোরাম আপনাকে আর ফোরাম এ পোস্টিং করতে দেবে না।কারণ আপনি ফোরাম এর আইন অমান্য করে ফোরাম এ পোস্টিং করেছেন।তাই ফোরাম এর আইন মেনে ফোরাম এ পোস্টিং করুণ।

Mamun13
2017-06-04, 10:34 PM
কোনো ট্রেডারের নামের নীচে banned বা ব্যান্ড লেখা থাকলে স্বাভাবিক ভাবেই বুঝবেন ঐ সদস্য পদ বাতিল করা হয়েছে৷সে ফোরামের নিয়ম নীতি না মেনে পোষ্ট লিখেছে শুধু মাত্র বোনাস ডলার পাওয়ার উদ্দেশ্যে৷তাই সে কলংকের বোঝা মাথায় নিয়েছে৷ যারা নতুন সদস্য ও মাত্র কয়েকটা পোষ্ট লিখেছে তাদেরকে বলা হচ্ছে junior member৷আর যারা ২০ টি পোষ্টের বেশি পোষ্ট লিখেছে এবং নিয়মিত লিখেই চলেছে তাদের senior member বলা হয়৷সতর্ক থাকা উচিৎ যেন আমরা কেউই যেন banned না হই৷বোনাস ডলার দিয়ে রিয়েল একাউন্টে ট্রেড করার জন্য সুযোগ করে দেয়ার ফলে আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকবো ৷ফোরামের নিয়ম ও শৃঙ্খলার প্রতি সকলেরই আন্তরিক ও শ্রদ্ধাশীল থাকা বান্হনীয়৷

rakib.r
2020-04-12, 10:38 PM
এটা দিয়ে আসলে একজন ফোরাম সদস্যের ফোরামের মর্যাদা টাইপ কিছু বুঝানো হয়। একটা নিদ্রিস্ট পরিমান পোষ্ট করার আগ পর্যন্ত আপনি একজন জুনিয়র মেম্বার থাকবেন , তারপর জুনিয়র মেম্বার হয়ে যাবেন। আর ব্যান মানে হলো ফোরাম থেকে তাকে বাদ দেওয়া হয়েছে বা নিষিদ্ধ করা হয়েছে । এখন ব্যান করার অনেক কারন ই থাকতে পারে। তবে এটা নিশ্চিত যে ফোরামের রুলস না মানলে তাকে ব্যান করা হয়ে থাকে

Md.Moniruzzaman
2020-04-13, 12:22 PM
ফরেক্স সদস্যদের জন্য একাউন্টের নামের নিচে তাদের পদবী দেওয়া থাকে। ফরেক্সে লেখালেখি করার জন্য আপনাকে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে।যখনই আপনি এই সব নিয়ম অমান্য করে লেখালেখি করবেন নিয়ম অমান্য করার জন্য ফরেক্স থেকে আপনার সদস্য পদ বাতিল করে আপনাকে Banned বা নিষিদ্ধ করবে।আর আপনি যদি সব নিয়ম মেনে ফোরামে নিয়মিত লেখালেখি করেন তাহলে আপনার পদন্নোতি হয়ে সদস্য পদ থেকে senior member হিসেবে মূল্যায়ন করবে।

XXXTentacion
2020-04-13, 12:53 PM
সম্ভব।ফরেক্স ট্রেডিং কে আমি পেশা হিসেবে গ্রহণ করে ভবিষ্যতে সুদূরপ্রসারী প্লানিং এর মাধ্যমে এখান থেকে নিয়মিতভাবে আয় করতে চাই সেজন্য আমি মনে করি এখন ফরেক্স ট্রেডিং বিষয়ে যাবতীয় জ্ঞান এবং দক্ষতা অর্জন করাই হলো সব থেকে বড় কাজ এবং চ্যালেঞ্জ যা ভবিষ্যতে আমাকে একজন দক্ষতা সম্পন্ন ফরেক্স ট্রেডার এ রূপান্তর করতে সহায়তা করবে।