PDA

View Full Version : ডেইলি চার্ট এ ট্রেড করুন



uzzal05
2016-03-28, 04:12 PM
ফরেক্স মেটা ট্রেডার প্লাটফরমে অনেক ধরনের টাইম্ফ্রেম দেয়া আছে। যা আমরা বিভিন্ন সময় বিভিন্ন টাইম্ফ্রেম সুইচ করে মার্কেট আনালাইসিস করে থাকি। তবে সবচেয়ে যে টাইম্ফ্রেম কার্যকর সেটা হছে ডেইলি টাইম্ফ্রেম এ ট্রেড। ডেইলি টাইম্ফ্রেম দেখে ট্রেড নিলে অনেক ভালো ফলাফল পাওয়া সম্ভব।

golam0000
2016-03-28, 05:29 PM
টাইম ফ্রেম ভিত্তিক সফলতাটা আসলে বেক্তিগত ভাবে নির্ভর করে.কারণ এক এক টাইম ফ্রেম এক এক বেক্তির জন্য উপযোগী বলে প্রমানিত হয়ে থাকে.তাই বলে সবাই যে একটি নির্দিষ্ট টাইম ফ্রেম এ ট্রেড করলেই লাভবান হবেন টা কিন্তু না ও হতে পারে.তাই এই ডেইলি টাইম ফ্রেম ভিত্তিক চার্ট ও হতে পারে আপনার জন্য উপযোগী আপনি পর্বেক্ষণ করে সিদ্ধান্ত নিতে পারেন.

raju0000
2016-03-29, 02:44 AM
কোন চার্ট এ ট্রেড এ সফল হবেন তা ত্রাদের হিসেবে আপনার একান্তই বেক্তিগত বিষয়.কারণ এক এক ত্রাদের এক এক টাইম ফ্রেম এ ট্রেড করে সফল হয়েছেন এমন অনেক উধারণ রয়েছে.তাই আপনি ডেইলি টাইম ফ্রেম এর চার্ট এ ট্রেড করবেন কিনা অন্য কোনো টাইম ফ্রেম এর চার্ট এ সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে.তবে একটা মেজরিটি এমন বলে যে লং টাইম ফ্রেম এ ট্রেড করা বেশি সুবিধাজনক.

Md Akter Hossain
2016-03-29, 12:24 PM
আমার কাছেও ডেইলি চার্ট এ ট্রেড করাকে অনেক বেশি সুবিধার বলে মনে হয় । কেননা এত করে ট্রেডে ভুল হবার সম্ভাবনা অনেকটা কমে যায় । আর ডেইলি চার্ট এ ট্রেড করলে আমাকে বার বার মার্কেটে এসে দেখতে হয়না মার্কেটের কি অবস্থা । আর স্ক্যালপিং করার করার কথা মাথায় আসেনা ।

basaki
2016-03-29, 03:54 PM
হা ফরেক্স মার্কেটে ট্রেড যদি আপনি দেইলী চার্ট দেখে ট্রেড করতে পারেন তবে আমি মনে করি ফরেক্স মার্কেটে আপনি ভালব্লাভ করতে পারবেন। আর আপনাকে ফরেক্স মার্কেটে লাভ করতে হলে কম কম করে ফরেক্স ট্রেড করতে হবে আর যদি বেশি লোভ করেন তবে আপনার অনে লস হবে।

bonushunter
2016-03-29, 04:52 PM
আমার মতে সবচেয়ে ভালো টাইম ফ্রেম হলো ৩০ মিনিটের টাইম ফ্রেম, কারন এই টাইম ফ্রেমে ফরেক্স মার্কেট এনালাইসিস অনেক ভালো হয় মার্কেট এর মুভমেন্ট খুব ভালো বুঝা যায়। তবে ডেইলি টাইম ফ্রেমো অনেক ভালো তবে যারা লং টাইমের জন্য ট্রেড করে শুধু তাদের জন্য। টাইম।ফ্রেম ট্রেড করতে সত্যিই অনেক সাহায্য করে তবে এর জন্য ভালো এনালাইসিস করতে হয়। তাহলেই ফরেক্স থেকে প্রফিত করা সম্ভব।

RUBEL MIAH
2016-03-29, 05:50 PM
ডেইলি চার্টে ট্রেড করলে অনেকটা লস থেকে হেফাজতে থাকা যায় । কেননা ডেইলি চার্ট দিয়ে অঅমরা ফরেক্সের গতি মোটামুটি বুঝতে পারি । সুতরাং আমরা সর্বদা চেষ্টা করব ডেইলি চার্ট দেখে তারপর ট্রেড করব তাহলেই সফলকাম হতে পারব ।

Md Sanuwar Hossain Hossai
2016-03-29, 09:39 PM
ফরেক্সে ট্রেড করার আগে আমাদের বাজার এনালাইসিস করে ট্রেড করা উচিৎ।। আমি মনেকরি,, ফরেক্সে আমাদের নিজেদের একটা আলাদা টাইম ফ্রেমে তরি করে আমাদের ট্রেড করা উচিৎ।। আমাদের একটা ডেইলি টাইম ফ্রেম নিরনয় করে যে অনুযায়ী ট্রেড করলে আমাদের লাভ করার সম্ভাবনা বেড়ে যাবে।।।

Fasor
2016-03-30, 12:50 AM
ডেইলি চার্ট এ ট্রেড করলে ট্রেড ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। সব সময় মার্কেট এ বসে থাকতে হয় না। একটা এন্ট্রি নিয়ে আপনি টেক প্রফিট এবং স্টপ লস সেট করে দিতে পাবেন। তাহলে লস হলেও অল্প হবে। আমি মনে করি টিকে থাকার জন্য এইগুলো মেনেচল্লেই হবে। কিন্তু আমি এখনো এইগুলো নিয়ন্ত্রণ করতে পারি না। মাঝে মাঝে লোভ করে শর্ট টাইম এবং বেশি লট এ ট্রেড করি।

Tazul Islam
2016-03-30, 09:03 AM
টাইম ফ্রেম কোনটি সিলেক্ট করবেন তা নির্ভর করে আপনি কি ধরনের ট্রেড করবেন।লং টাম ট্রেডের জন্য আমরা ডেইলি , উইকলি এবং মাসিক চার্ট দেখে থাকি। আর যদি আমরা শর্ট টার্ম ট্রেড করি তাহলে মিনিট ৫ চার্ট দেখতে হবে।একেক ধরনের ট্রেডের জন্য একেক ধরনের টাইম ফ্রেম ভাল।

monorom
2016-03-30, 10:01 AM
ফরেক্স ট্রেডিং এ এনালাইসিস করতে হলে আপনাকে সব ধরনের টাইম ফ্রেম দেখে এনালাইসিস করে ট্রেড করতে হবে । আপনি কোন ধরনের ট্রেড করবেন এটা নির্ভর করে টাইম ফ্রেম নির্বাচন করতে হবে । আপনি যদি স্কাল্পিং করে ট্রেড করেন তাহলে আপনাকে ৫ মিনিট ১৫ মিনিট এর টাইম ফ্রেম দেখে ট্রেড করতে হবে । আপনি যদি লং টাইম ট্রেড করেন তাহলে আপনাকে ৩০ মিনিট ১ ঘণ্টা এবং ৪ ঘণ্টার টাইম ফ্রেম দেখে ট্রেড করতে হবে । এছাড়া আপনি যদি আরও বেশি লং টাইম ট্রেড করেন তাহলে আপনাকে ১ দিন এবং সাপ্তাহিক টাইম ফ্রেম দেখে ট্রেড করতে হবে ।

nur751
2016-03-30, 11:03 AM
আমি মনে করি,যার যার সুবিধা মতে সবাই ট্রেড করে সবাই এক চার্ট এ ট্রেড করে না সব ট্রেডাররা তাদের সুবিধা অনুযায়ী চার্ট দেখে ট্রেড করে। তবে আমিw1 d1 h4 দেখে ট্রেড করে থাকি।

nawfal
2016-08-31, 02:24 AM
ট্রেড করেছি।প্রথমে ডেমোতে লস হত কিন্তু কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। অনেক দিন ট্রেড করার পরে আমি ডেমোতে প্রায় সময় লাভ করতাম।আমি যখন দেখলাম ডেমোতে ট্রেড করার পরে বেশীর ভাগ সময়ে লাভ হয় তখনই রিয়ালে ট্রেড শুরু করলাম।আপনি ও প্রথেমে ডেমোতে শুরু

nbfx
2016-12-12, 10:31 PM
আপনারা যারা টাইমফ্রেম ভিত্তিক সফলতা ব্যক্তিগত সফলতা বলছেন । সেটা ঠিক না। যারা স্ক্যাপ্লিং করে সফলতা অর্জন করেছে তারা ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক বেশী জানে। তারা ছোট টাইমফ্রেমে ট্রেড করে ঠিকই কিন্তু সাথে কোরিলেশন অর্থাৎ সমন্বয়ের জন্য বড় টাইমফ্রেম ৪ঘন্টা ও ডেইলি চার্ট ফলো করে। আমি আপনার সাথে চ্যালেঞ্জ করছি আপনি যদি বড় টাইমফ্রেম ফলো না করে শুধু ছোট টাইমফ্রেম ব্যবহার করে ট্রেড করেন তাহলে ঘটনা ঘটবে এটাই যে, ২০ টি ট্রেডে যে লাভ করবেন তা ১টি বা ২টি ট্রেডের লসে সব শেষ হয়ে যাবে। ডেমোতে যাচাই করেই দেখুন।

nazib72
2016-12-13, 10:13 AM
প্রত্যেক ট্রেডার আলাদা আলাদা টাইম ফ্রেম ব্যাবহার করে থাকে সকলেই এক টাইম ফ্রেম এ ট্রেড করে সুবিধা করতে পারে না।আওয়ারলি,ডেইলি, উইকলি, মন্থলি টাইম ফ্রেম এর মধ্যে একেকজন একেক্টা ফ্রেম অনুসরন করে ট্রেড করে, আবার শ্ররট টাইমে কেউ ৫- ১০ মিনিটএর টাইম্ফ্রেম অনুসরন করেও ট্রেড করে।

msisohel
2016-12-13, 10:22 AM
আমার মতে ডেইলি এবং ১ ঘণ্টার টাইম ফ্রেম অনুসরন করা ভালো।

uzzal05
2016-12-13, 10:35 AM
আমরা মেটা ট্রেডার প্লাট ফরামে বিভিন্ন টাইম্ফ্রেম দেখে থাকি। আমরা আমাদের সুবিধা অনযায়ী আমাদের ট্রেডিং সিস্টেম অনুযায়ী ট্রেড করে থাকি। তবে এখানে সবচেয়ে ডেইলী চার্ট অনেক ভাল কাজ করে। কিন্তু অন্য টাইম্ফ্রেম গুলো তেমন ভাল কাজ করে না।

Skfarid
2016-12-13, 10:45 AM
পারেক্স মার্কেটে ট্রেড কে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় একটি হল শর্ট টাইম ট্রে অন্যটি হল লং টাইম ট্রেড, শর্ট টাইম ট্রেডের জন্য মুলত ট্রেডারেরা ১ মিনিট ৫ মিনিট, ১৫ মিনিট ১ ঘন্টর টাইম ফ্রেম ইউজ করে। আর লং টাইম ট্রেডের জন্য ট্রেডারেরা ১ দিন, ১সাপ্তাহ, ১মাস এর টাইম ফ্রেম ইউস করে থাকে ট্রাডারেরা তাদের সুবিধামত টাইম ফ্রেম বেচে নেয়। আমি ১ ডে টাইম ফ্রেমই পচন্দ করি।

ONLINE IT
2016-12-13, 10:57 AM
ডেইলি চার্টে সবাই ট্রেড করতে পারে না। আপনি যদি ডেইলি চার্টে ট্রেড করতে চান তাহলে আপনাকে ফরেক্স নিউজ গুলো সম্পর্কে ভাল ধারনা রাখতে হবে। সাধারনত যারা লং ট্রেড করে থাকে তারাই ডেইলি চার্ট ফলো করে থাকে। এর জন্য আপনাকে ফান্ডামেন্টাল নিউজগুলো বেশি পর্যবেক্ষন করতে হবে এবং এ সম্পর্কে ব্যাপক ধারনা রাখতে হবে।

riponinsta
2016-12-13, 11:01 AM
আমি আগে সময় পাইতাম না তখন ডেইলি চার্ট টেড করতাম । ডেইলি চার্ট টেড করলে অনেক ভাল সিগনাল পাওয়া যাই ভাল লাভ ও হয় । যারা জব করে বা অনেক ডলার ইনভেস্ত করার মত টাকা আছে তারা ডেইলি চার্ট এ টেড করে । আমার মনে হই যাদের হাতে অনেক সময় আছে তাদের তাদের ৪ গন্তা বা ১ দন্তা চাট এ টেড করা উচিত ।

Eefatali
2017-01-27, 08:02 PM
ফরেক্সের মার্কেট সবসময় উঠানামা করে।দেখা যায় পাচ মিনিটে বিশ পিপস আপ করে পরের বিশ মিনিটে ত্রিশ পিপস নেমে গেলে।এভাবে আপ এবং ডাউনের মাধ্যমে দিনের শেষে আপ অথবা ডাউনে সত্তর থেকে ১৫০ পিপস মুভও বা তার কম বেশি ও মুভ করতে পারে। এভাবে দিনের হিসেবে যে মুভ করে সেটা ধরতে পারলেই ফরেক্সে নিয়মিত প্রফিট করা যায়।তাই ডেইলি টািমফ্রেম বুঝে ট্রেড করা ভালো।

Mamun13
2017-11-11, 11:33 PM
ফরেক্স মার্কেটে পেশাদার ও প্রতিষ্ঠিত ট্রেডারগণ সবাই D1 ট্রেডিং চার্ট হিসাবে ব্যাবহার করে থাকেন৷এই D1 চার্টে Daily কেন্ডেলগুলো এনালাইসিস করা তুলনামূলক সহজ৷নতুন শিক্ষার্থী ট্রেডারদের অবশ্যই D1 চার্ট দেখে ট্রেড করার অভ্যাস করা জরুরী৷নিখুঁত প্রফিটেবল ট্রেডিংয়ের জন্য D1 চার্টই সর্বাধিক নির্ভরযোগ্য৷

01797733223
2017-12-30, 08:53 PM
হ্যা ভাই ডেইলি চার্ট বলেন আর সাপ্তাহিক বলেন কিংবা মাসিক চার্ট সবগুলোই আসলে একই ধরনের। কারন এই সবগুলোতেই কিন্তু আপনাকে আপনার ঐ নিজস্ব একটা সিস্টেম ফলো করে কাজ করতে হবে। কাজেই এখানে আপনাকে যে জিনিসটার প্রতি বেশি গুরুত্ব দিতে হবে সেটা হল আপনার ধৈর্য, আপনাকে অপেক্ষা করতে হবে মার্কেট যতক্ষন না আপনার ফেবারে আসে, তার আগে কখনই আপনি পজিশন না পাওয়া পর্যন্ত ট্রেডে যেতে পারবেন না।

expkhaled
2017-12-30, 09:12 PM
আসলে ঠিকই বলেছেন এবং এটা বাস্তব সম্মত টেডিং টিপস্। কারণ আমি আগে কখনও ভাল কোন প্রফিট করতে পারিনি কিন্ত ডেইলি এবং এইচ৪ চার্টে এনালাইসিস করে টেড করে লাভ করতে পারছি। আমার মনে হয় এই দুটি টাইমফ্রেম ইউনিভার্সাল। সুতরাং সবাইকে বলবো লাভবান ট্রেডার হতে হলে অাপনাকে লং টাইম নিয়ে এনালাইসিস করতে হবে। আর ট্রেডিং করার সময় মানি ম্যানেজমেন্ট জরুরী। মানিম্যানেজমন্টে হলো সেফ্টিলক আপনার একাউন্ট এর জন্য।

Mahidul84
2017-12-31, 06:46 PM
ভাই আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করার ডেইলি চাট এর চেয়ে সপ্তাহিক চার্ট বেশি বেশি ফলো করুন। কেননা নতুন ট্রেডারদের জন্য সপ্তাহিক চার্ট সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। যখন আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠতে পারবেন তখন হতে ডেইলি চার্ট অথবা ৪ঘন্টার চার্ট ফলো করলে আপনি বেশ প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। এজন্য আপনাকে বেশি বেশি মানি ম্যনেজমেন্ট সম্পর্কে জানতে হবে আর নিউজগুলো বুঝার ক্ষমতা অর্জনে সক্ষম হতে হবে।

Grimm
2018-01-28, 07:50 PM
আমার মনে হয় দৈনিক চার্টে ট্রেড করা অনেক লাভজনক, কারণ এই চার্টের মাধ্যমে খুব সহজেই বাজারের ট্রেন্ড ধরা যায়। আপনি এই চার্টের সাহায্যে বেশি লোভ না করে ট্রেড করেন তাহলে আপনার প্রায় ট্রেডই সফল হবে। আমি সাধারণত বর্তমানে সাপ্তাহিক আর দৈনিক চার্টের এর ভিত্তিতে বাজার বিশ্লেসণ করতেছি আর এতে আমি ভাল ফলাফল দেখতে পারতাছি।

iloveyou
2018-09-15, 02:49 PM
আসলে ডেইলি চার্ট-এ ট্রেড করা অনেক সুবিধাজনক। কেননা এখানে আপনার এ্যানালাইসিসের জন্য সময় তুলনামূলকভাবে অনেক কম লাগবে। কারন মার্কেটটা এক ঝলক দেখে নিলেই আপনার এ্যানালাইসিসের প্রায় অর্ধেক কাজ ৫ মিনিটেই সম্পূর্ণ হয়ে যাবে। এবং এই চার্টে আরেকটি বিশেষ সুবিধা হলো আপনি ট্রেড যদিওবা কম পাবেন অর্থাৎ* মাসে ১ টা দুটো, কিন্তু আপনার রির্স্কের পরিমাণটাও অনেক কম থাকবে।

Mahidul84
2018-09-17, 07:01 PM
আমার মতে দৈনিক চার্টে যারা ফরেক্স মার্কেটে ট্রেড করে তারা সাধারণত বেশ লাভজনক ভাবেই ট্রেড করে মুনাফা উপার্জন করতে পারে। বিশেষ ডেইলি চার্ট করে ট্রেড করা বেশ সুবিধাজনক ও লাভজনক কারণ খুব সহজেই ফরেক্স মার্কেটে চার্টের মাধ্যে ট্রেন্ড ধরা যায়। আর এই চার্টের মাধ্যমে বেশির ভাগ ট্রেডার সফলভাবে ট্রেড করতে পারে বলে আমার বিশ্বাস। আর আমি সাধারণত ডেইলি চার্টের উপর নির্ভর করে ট্রেড করি আর এতে করে বেশ ভাল মুনাফা উপার্জনে সক্ষম হয়েছি।

Panna1989
2019-08-25, 05:59 PM
আমরা জানি ভাই আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করার ডেইলি চাট এর চেয়ে সপ্তাহিক চার্ট বেশি বেশি ফলো করুন। কেননা নতুন ট্রেডারদের জন্য সপ্তাহিক চার্ট সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। যখন আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠতে পারবেন তখন হতে ডেইলি চার্ট অথবা ৪ঘন্টার চার্ট ফলো করলে আপনি বেশ প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। এজন্য আপনাকে বেশি বেশি মানি ম্যনেজমেন্ট সম্পর্কে জানতে হবে আর নিউজগুলো বুঝার ক্ষমতা অর্জনে সক্ষম হতে হবে।

sofiz
2019-08-25, 06:04 PM
আসলে একেকজন একেক ধরনের চার্ট টাইপ ফলো করে আমি সাধারনত ডেইলি এবং ফোর আওয়ার চার্ট ব্যাবহার করে ট্রেড এনালাইসিস করি।আমার কাছে এটা সুবিধা মনে হয় কারন আমি শর্ট টাইপ ট্রেডার আর যারা লং ট্রেডার তারা সাপ্তাহিক, মাসিক চার্ট দেখে ট্রেড করে বলে আমার ধারনা।

samirarman
2019-10-30, 10:13 PM
আমি মনে করি যে, ট্রেড করেছি।প্রথমে ডেমোতে লস হত কিন্তু কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। অনেক দিন ট্রেড করার পরে আমি ডেমোতে প্রায় সময় লাভ করতাম।আমি যখন দেখলাম ডেমোতে ট্রেড করার পরে বেশীর ভাগ সময়ে লাভ হয় তখনই রিয়ালে ট্রেড শুরু করলাম।আপনি ও প্রথেমে ডেমোতে শুরু ।

KF84
2019-10-30, 11:45 PM
ডেইলি চার্ট অনুসরন করা মানে হল লং টার্ম ট্রেডিং করা । আর লং টার্ম ট্রেডিং এর প্রতি আমার আগ্রহ আছে । কিন্তু সমস্যাটি হল একটি ট্রেড যদি লং টার্মের জন্য রেখে দিতে হয় তাহলে সেই মার্কেট অনেক মুভমেন্ট করতে পারে এবং সেই ট্রেড যদি অনেক লসে চলে যায় তাহলে সেখান থেকে ট্রেডটি রিকভার করার জন্য বড় একটি ক্যাপিটাল এর সাপোর্টের প্রয়োজন হয়ে দাড়ায় । তাই ক্যাপিটাল বড় না হলে লং টার্ম ট্রেড করে খুব একটা উপার্জন করা সম্ভব নয় । কারণ .০৫$ ট্রেড করে দুই সপ্তাহ ট্রেড ওপেন রেখে শুধুমাত্র ২০০ পিপ্স বা ১০$ লাভ করে আর যাই হোক নিজের নুন্নতম প্রয়োজন টুকু মাস শেষে মেটানো সম্ভব নয় ওই অর্থ দিয়ে ।

Leee
2019-10-31, 09:12 AM
টাইম ফ্রেম ভিত্তিক সফলতাটা আসলে ব্যক্তিগত ভাবে নির্ভর করে। কারণ এক এক টাইম ফ্রেম এক এক ব্যক্তির জন্য উপযোগী বলে প্রমানিত হয়ে থাকে। তাই বলে সবাই যে একটি নির্দিষ্ট টাইম ফ্রেম এ ট্রেড করলেই লাভবান হবেন তা কিন্তু না ও হতে পারে। তাই এই ডেইলি টাইম ফ্রেম ভিত্তিক চার্ট ও হতে পারে আপনার জন্য উপযোগী আপনি পর্বেক্ষণ করে সিদ্ধান্ত নিতে পারেন। এটা নির্ভর করে একজন ট্রেডারের ট্রেডিং কৌশলের ওপর। তিনি যে ট্রেডিং পরিকল্পনা করেছেন তা যে টাইমফ্রেমকে সবথেকে বেশি স্যুট করে তিনি সেই টাইমফ্রেম অনুযায়ী ট্রেড করবেন।

ARD
2019-10-31, 10:45 AM
আপনি যদি একটি দীর্ঘমেয়াদী বাণিজ্য করতে যা যা দিন বা সপ্তাহ পর্যন্ত চলে যায় তবে আপনি দিন 1 চার্টে বাজার বিশ্লেষণ করতে পারেন। আমি মনে করি না যে এই জাতীয় ট্রেডিং যে কোনও একজন দ্বারা গৃহীত হবে এইচ 1 বা এম 30 টাইম ফ্রেম ব্যবহার করে স্বল্প মেয়াদী ট্রেডিংয়ের চেয়ে যত তাড়াতাড়ি সম্ভব মুনাফা চাইবে

souravkumarhazra6763
2019-10-31, 11:01 AM
সাধারণত আমি নিজেও ডেইলি চার্ট এ এন্ট্রি কনফারমেশন নিয়ে ট্রেড করি,সকল ট্রেডারদের ডেইলি চার্ট এ এন্ট্রি নেওয়া উচিত,সাধারণত আমি সাপ্তাহিক এবং মাসিক চার্ট এ এন্যালাইসিস করে ডেইলি তে এন্ট্রি নিয়,এর ফলে আমার এন্ট্রিতে বেশি লস হয়না,তাই আপনারও ডেইলি চার্ট এ ট্রেড করুন।

TanjirKhandokar1994
2019-10-31, 08:58 PM
, আমরা ফরেক্স ট্রেডিং এ অনেক গুলো ব্রোকার দেখতে পাই। এবং এখানে আমরা ট্রেড করার সময় ডেইলি চার্ট ফলো করেই ট্রেড করে থাকি। এখানে ট্রেড করতে হলে অবশ্যই ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো জ্ঞান ও অবিজ্ঞতা থাকতে হবে। কেননা এখানে আপনার ছোট একটা ভুলের কারণেই একাউন্ট জিরো হওয়ার ঝুঁকি থাকে। যা আমরা কোন ট্রেডারের কাম্য নয়। এজন্য আমাদের ডেইলি চার্ট ফলো করে ট্রেড করতে পারলে খুবই ভালো হয়।

amreta
2020-03-14, 09:57 PM
ফরেক্স মেটা ট্রেডার প্লাটফরমে অনেক ধরনের টাইম্ফ্রেম দেয়া আছে। যা আমরা বিভিন্ন সময় বিভিন্ন টাইম্ফ্রেম সুইচ করে মার্কেট আনালাইসিস করে থাকি। তবে সবচেয়ে যে টাইম্ফ্রেম কার্যকর সেটা হছে ডেইলি টাইম্ফ্রেম এ ট্রেড। ডেইলি টাইম্ফ্রেম দেখে ট্রেড নিলে অনেক ভালো ফলাফল পাওয়া সম্ভব।

আমার প্রিয় ভাই, আমরা যদি এখানে কাজ করি, আমি আপনাকে বলি যে এখানে কাজ করার জন্য আমাদের প্রতিদিন বাজারের দিকে নজর রাখতে হবে এবং আমরা যদি বাজারটি অব্যাহত রাখি তবে প্রতিদিন আমাদের বাজার অবাক করতে হবে। সুতরাং আমরা কখনই প্রস্তুত হতে ব্যর্থ হই না। যদি কোনও শুভ রাত্রি আপনাকে পর্যবেক্ষণ করে রাখে তবে আপনি এটির অনেক কিছু করতে সক্ষম হবেন এবং আপনি খুব ভাল লাভও পাবেন।

Lubna1212
2020-03-14, 11:03 PM
হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, এবং আমি আপনার সাথে একমতসময় পরিচালনার উপর নির্ভরশীল অর্জনগুলি ব্যক্তির উপর নির্ভর করে। যেহেতু এক সময়কাল সমস্ত অ্যাকাউন্টের জন্য এক মূল্যবান। ভিত্তিক গ্রাফগুলি আপনার চয়ন করার জন্য মূল্যবান হতে পারে।

Kane
2020-03-14, 11:12 PM
আমার কাছেও ডেইলি চার্ট এ ট্রেড করাকে অনেক বেশি সুবিধার বলে মনে হয় । কেননা এত করে ট্রেডে ভুল হবার সম্ভাবনা অনেকটা কমে যায় । আর ডেইলি চার্ট এ ট্রেড করলে আমাকে বার বার মার্কেটে এসে দেখতে হয়না মার্কেটের কি অবস্থা । আর স্ক্যালপিং করার করার কথা মাথায় আসেনা ।

Hredy
2020-03-15, 06:17 AM
টাইম ফ্রেম ভিত্তিক সফলতাটা আসলে বেক্তিগত ভাবে নির্ভর করে.কারণ এক এক টাইম ফ্রেম এক এক বেক্তির জন্য উপযোগী বলে প্রমানিত হয়ে থাকে.তাই বলে সবাই যে একটি নির্দিষ্ট টাইম ফ্রেম এ ট্রেড করলেই লাভবান হবেন টা কিন্তু না ও হতে পারে.তাই এই ডেইলি টাইম ফ্রেম ভিত্তিক চার্ট ও হতে পারে আপনার জন্য উপযোগী আপনি পর্বেক্ষণ করে সিদ্ধান্ত নিতে পারেন.

Fardin02
2020-03-25, 10:46 PM
আমার কাছেও ডেইলি চার্ট এ ট্রেড করাকে অনেক বেশি সুবিধার বলে মনে হয় । কেননা এত করে ট্রেডে ভুল হবার সম্ভাবনা অনেকটা কমে যায় । আর ডেইলি চার্ট এ ট্রেড করলে আমাকে বার বার মার্কেটে এসে দেখতে হয়না মার্কেটের কি অবস্থা । আর স্ক্যালপিং করার করার কথা মাথায় আসেনা ।

Mas26
2020-03-25, 10:53 PM
ডেইলি চার্টে ট্রেড করলে অনেকটা লস থেকে হেফাজতে থাকা যায় । কেননা ডেইলি চার্ট দিয়ে অঅমরা ফরেক্সের গতি মোটামুটি বুঝতে পারি । সুতরাং আমরা সর্বদা চেষ্টা করব ডেইলি চার্ট দেখে তারপর ট্রেড করব তাহলেই সফলকাম হতে

SR12
2020-03-25, 11:09 PM
লং টাইম ট্রেডাররা মুলত ডে ক্যান্ডেলের হিসেবেই ট্রেড করে থাকে। কারন ডে ক্যান্ডেলে ভালো করে টেকনিক্যাল এনালাইসিস করা যায়। এতে করে সঠিক ট্রেন্ড লাইন, সাপোর্ট রেজিস্টান্স বোঝা যায়। সর্বোপরি ভালো মার্কেট এনালাইসিস ডে ক্যান্ডেলেই অনেক সুবিধাজনক।

SHARIFfx
2020-03-25, 11:13 PM
হা, এটা একটা ভালো দিক। আপনি ফরেক্স ট্রেডিং এ টিকে থাকতে হলে ডেইলি কেন্ডেল ফেলো করে ট্রেড নিতে হবে। আমার জানি ডেইলি কেন্ডেল নিউজ প্রকাশ হবার পরে পরিবর্তন হয়। তাই প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লস ইউজ করে ডেইলি কেন্ডেল ফেলো করে ২০-৩০ পিপ্স অনায়াসে নেওয়া যায়।

Fxxx
2020-04-26, 12:08 PM
ফরেক্সের মার্কেট সবসময় উঠানামা করে।দেখা যায় পাচ মিনিটে বিশ পিপস আপ করে পরের বিশ মিনিটে ত্রিশ পিপস নেমে গেলে।এভাবে আপ এবং ডাউনের মাধ্যমে দিনের শেষে আপ অথবা ডাউনে সত্তর থেকে ১৫০ পিপস মুভও বা তার কম বেশি ও মুভ করতে পারে। এভাবে দিনের হিসেবে যে মুভ করে সেটা ধরতে পারলেই ফরেক্সে নিয়মিত প্রফিট করা যায়।তাই ডেইলি টািমফ্রেম বুঝে ট্রেড করা ভালো।

konok
2020-08-13, 01:21 PM
ফরেক্সের মার্কেট সবসময় উঠানামা করে। দেখা যায় পাচ মিনিটে বিশ পিপস আপ করে পরের বিশ মিনিটে ত্রিশ পিপস নেমে গেলে। এভাবে আপ এবং ডাউনের মাধ্যমে দিনের শেষে আপ অথবা ডাউনে সত্তর থেকে ১৫০ পিপস মুভও বা তার কম বেশি ও মুভ করতে পারে। ডেইলি চার্ট এ ট্রেড করলে আমাকে বার বার মার্কেটে এসে দেখতে হয়না মার্কেটের কি অবস্থা । আর স্ক্যালপিং করার করার কথা মাথায় আসেনা ।

milu
2020-08-13, 02:02 PM
ফরেক্সের মার্কেট সবসময় উঠানামা করে।দেখা যায় পাচ মিনিটে বিশ পিপস আপ করে পরের বিশ মিনিটে ত্রিশ পিপস নেমে গেলে।এভাবে আপ এবং ডাউনের মাধ্যমে দিনের শেষে আপ অথবা ডাউনে সত্তর থেকে ১৫০ পিপস মুভও বা তার কম বেশি ও মুভ করতে পারে।যখন আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠতে পারবেন তখন হতে ডেইলি চার্ট অথবা ৪ঘন্টার চার্ট ফলো করলে আপনি বেশ প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। এজন্য আপনাকে বেশি বেশি মানি ম্যনেজমেন্ট সম্পর্কে জানতে হবে আর নিউজগুলো বুঝার ক্ষমতা অর্জনে সক্ষম হতে হবে।

muslima
2020-08-15, 01:51 AM
আপ এবং ডাউনের মাধ্যমে দিনের শেষে আপ অথবা ডাউনে সত্তর থেকে ১৫০ পিপস মুভও বা তার কম বেশি ও মুভ করতে পারে। এভাবে দিনের হিসেবে যে মুভ করে সেটা ধরতে পারলেই ফরেক্সে নিয়মিত প্রফিট করা যায়।তাই ডেইলি টাইমফ্রেম বুঝে ট্রেড করা ভালো। অনেক দিন ট্রেড করার পরে আমি ডেমোতে প্রায় সময় লাভ করতাম।আমি যখন দেখলাম ডেমোতে ট্রেড করার পরে বেশীর ভাগ সময়ে লাভ হয় তখনই রিয়ালে ট্রেড শুরু করলাম।আপনি ও প্রথেমে ডেমোতে শুরু ।

Soh1952
2020-08-15, 07:13 PM
ডেইলি চার্ট এ ট্রেড করাকে অনেক বেশি সুবিধার বলে মনে হয় । কেননা এত করে ট্রেডে ভুল হবার সম্ভাবনা অনেকটা কমে যায় । আর ডেইলি চার্ট এ ট্রেড করলে আমাকে বার বার মার্কেটে এসে দেখতে হয়না মার্কেটের কি অবস্থা । আর স্ক্যালপিং করার করার কথা মাথায় আসেনা ।লং টাম ট্রেডের জন্য আমরা ডেইলি , উইকলি এবং মাসিক চার্ট দেখে থাকি। আর যদি আমরা শর্ট টার্ম ট্রেড করি তাহলে মিনিট ৫ চার্ট দেখতে হবে।একেক ধরনের ট্রেডের জন্য একেক ধরনের টাইম ফ্রেম ভাল।

FREEDOM
2020-08-15, 11:10 PM
ডেইলি চার্টে সবাই ট্রেড করতে পারে না। আপনি যদি ডেইলি চার্টে ট্রেড করতে চান তাহলে আপনাকে ফরেক্স নিউজ গুলো সম্পর্কে ভাল ধারনা রাখতে হবে। সাধারনত যারা লং ট্রেড করে থাকে তারাই ডেইলি চার্ট ফলো করে থাকে। এর জন্য আপনাকে ফান্ডামেন্টাল নিউজগুলো বেশি পর্যবেক্ষন করতে হবে এবং এ সম্পর্কে ব্যাপক ধারনা রাখতে হবে।

Sid
2020-08-16, 07:02 PM
আমার কাছেও ডেইলি চার্ট এ ট্রেড করাকে অনেক বেশি সুবিধার বলে মনে হয় । কেননা এত করে ট্রেডে ভুল হবার সম্ভাবনা অনেকটা কমে যায় । আর ডেইলি চার্ট এ ট্রেড করলে আমাকে বার বার মার্কেটে এসে দেখতে হয়না মার্কেটের কি অবস্থা । আর স্ক্যালপিং করার করার কথা মাথায় আসেনা ।

jimislam
2020-08-19, 12:00 PM
হ্যা ভাই ডেইলি চার্ট বলেন আর সাপ্তাহিক বলেন কিংবা মাসিক চার্ট সবগুলোই আসলে একই ধরনের। কারন এই সবগুলোতেই কিন্তু আপনাকে আপনার ঐ নিজস্ব একটা সিস্টেম ফলো করে কাজ করতে হবে। সাধারনত যারা লং ট্রেড করে থাকে তারাই ডেইলি চার্ট ফলো করে থাকে। এর জন্য আপনাকে ফান্ডামেন্টাল নিউজগুলো বেশি পর্যবেক্ষন করতে হবে এবং এ সম্পর্কে ব্যাপক ধারনা রাখতে হবে।

FRK75
2020-10-28, 09:02 AM
ফরেক্স ট্রেডিং এ এনালাইসিস করতে হলে আপনাকে সব ধরনের টাইম ফ্রেম দেখে এনালাইসিস করে ট্রেড করতে হবে । আপনি কোন ধরনের ট্রেড করবেন এটা নির্ভর করে টাইম ফ্রেম নির্বাচন করতে হবে । আপনি যদি স্কাল্পিং করে ট্রেড করেন তাহলে আপনাকে ৫ মিনিট ১৫ মিনিট এর টাইম ফ্রেম দেখে ট্রেড করতে হবে । আপনি যদি লং টাইম ট্রেড করেন তাহলে আপনাকে ৩০ মিনিট ১ ঘণ্টা এবং ৪ ঘণ্টার টাইম ফ্রেম দেখে ট্রেড করতে হবে ।

sss21
2020-11-18, 04:15 PM
আমার মনে হয় দৈনিক চার্টে ট্রেড করা অনেক লাভজনক, কারণ এই চার্টের মাধ্যমে খুব সহজেই বাজারের ট্রেন্ড ধরা যায়। আপনি এই চার্টের সাহায্যে বেশি লোভ না করে ট্রেড করেন তাহলে আপনার প্রায় ট্রেডই সফল হবে। আমি সাধারণত বর্তমানে সাপ্তাহিক আর দৈনিক চার্টের এর ভিত্তিতে বাজার বিশ্লেসণ করতেছি আর এতে আমি ভাল ফলাফল দেখতে পারতাছি।

samun
2020-11-20, 12:29 AM
আমার মতে, ফরেক্স মার্কেটে ট্রেড করার ডেইলি চাট এর চেয়ে সাপ্তাহিক হিক চার্ট উত্তম। কেননা নতুন ট্রেডারদের জন্য সপ্তাহিক চার্ট সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিজ্ঞ ট্রেডারগণ মনে করেন। যখন আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠতে পারবেন তখন হতে ডেইলি চার্ট অথবা ৪ঘন্টার চার্ট ফলো করলে আপনি বেশ প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। এজন্য আপনাকে বেশি বেশি মানি ম্যনেজমেন্ট সম্পর্কে জানতে হবে আর নিউজগুলো বুঝার ক্ষমতা অর্জনে সক্ষম হতে হবে।

zakia
2020-11-21, 06:14 PM
প্রত্যেক ট্রেডার আলাদা আলাদা টাইম ফ্রেম ব্যাবহার করে থাকে সকলেই এক টাইম ফ্রেম এ ট্রেড করে সুবিধা করতে পারে না।আওয়ারলি,ডেইলি, উইকলি, মন্থলি টাইম ফ্রেম এর মধ্যে একেকজন একেক্টা ফ্রেম অনুসরন করে ট্রেড করে, আবার শ্ররট টাইমে কেউ ৫- ১০ মিনিটএর টাইম্ফ্রেম অনুসরন করেও ট্রেড করে।যখন আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠতে পারবেন তখন হতে ডেইলি চার্ট অথবা ৪ঘন্টার চার্ট ফলো করলে আপনি বেশ প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। এজন্য আপনাকে বেশি বেশি মানি ম্যনেজমেন্ট সম্পর্কে জানতে হবে আর নিউজগুলো বুঝার ক্ষমতা অর্জনে সক্ষম হতে হবে।

Smd
2021-06-18, 09:13 PM
আমি আগে কখনও ভাল কোন প্রফিট করতে পারিনি কিন্ত ডেইলি এবং এইচ৪ চার্টে এনালাইসিস করে টেড করে লাভ করতে পারছি। আমার মনে হয় এই দুটি টাইমফ্রেম ইউনিভার্সাল। সুতরাং সবাইকে বলবো লাভবান ট্রেডার হতে হলে অাপনাকে লং টাইম নিয়ে এনালাইসিস করতে হবে। কেননা নতুন ট্রেডারদের জন্য সপ্তাহিক চার্ট সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। যখন আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠতে পারবেন তখন হতে ডেইলি চার্ট অথবা ৪ঘন্টার চার্ট ফলো করলে আপনি বেশ প্রফিটেবল ট্রেডার হতে পারবেন।

Sakib42
2021-06-18, 11:30 PM
আসলে টাইমফ্রেম এর উপর একজন ব্যক্তির এনালাইসিস কে কেন্দ্র করে ট্রেডিং করা হয়। একেকজনের চিন্তাভাবনা একেক রকম হয়ে থাকে। ঠিক যেমন ভাবেই মার্কেট এনালাইসিস একেকজনের একেক রকম হবে এটাই স্বাভাবিক। কারো কাছে ডেইলি চার্ট অথবা কারুর কাছে H4 চার্জ বেশি পছন্দের। ব্যক্তিগত মতামত কে কে বলতে চাই আমার কাছে মনে হয় ডেইলি চারটে থেকে h4 চার্ট দিয়ে ট্রেডিং করলে বেশি ভালো ফলাফল পাওয়া সম্ভব।

Starship
2021-06-19, 11:49 AM
ফরেক্স ট্রেড করার জন্য আমরা বিভিন্ন টাইমফ্রেম দেখতে পাই এখানে যাওয়ার যে সুবিধা অনুযায়ী টাইমফ্রেমে ট্রেড করে থাকেন। একেকজনের ট্রেডিং কৌশল একেক ধরনের সে ক্ষেত্রে টাইম ফ্রেম ভিন্নতা পরিলক্ষিত হয়। আমি চার ঘন্টা টাইম সীমিত করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। 4 ঘন্টা টাইম ফর মেন অ্যানালাইসিস করা এবং উক্ত এনালাইসিস অনুযায়ী ট্রেড করার সুবিধাঃ পেয়েছি আমি। আমার মনে হয় ডেইলি টাইমফ্রেম ছাড়াও চারঘন্টা টাইমফ্রেমে বেশি ট্রেড করতে পছন্দ করেন।

Mas26
2021-06-19, 12:24 PM
টাইম ফ্রেম ভিত্তিক সফলতাটা আসলে বেক্তিগত ভাবে নির্ভর করে।কারণ এক এক টাইম ফ্রেম এক এক বেক্তির জন্য উপযোগী বলে প্রমানিত হয়ে থাকে।তাই বলে সবাই যে একটি নির্দিষ্ট টাইম ফ্রেম এ ট্রেড করলেই লাভবান হবেন টা কিন্তু না ও হতে পারে।তাই এই ডেইলি টাইম ফ্রেম ভিত্তিক চার্ট ও হতে পারে আপনার জন্য উপযোগী আপনি পর্বেক্ষণ করে সিদ্ধান্ত নিতে পারেন।আমার মতে সবচেয়ে ভালো টাইম ফ্রেম হলো 4 ঘনটার টাইম ফ্রেম, কারন এই টাইম ফ্রেমে ফরেক্স মার্কেট এনালাইসিস অনেক ভালো হয় মার্কেট এর মুভমেন্ট খুব ভালো বুঝা যায়। তবে ডেইলি টাইম ফ্রেমো অনেক ভালো তবে যারা লং টাইমের জন্য ট্রেড করে শুধু তাদের জন্য। টাইম।ফ্রেম ট্রেড করতে সত্যিই অনেক সাহায্য করে তবে এর জন্য ভালো এনালাইসিস করতে হয়। তাহলেই ফরেক্স থেকে প্রফিত করা সম্ভব।তাহলে লস হলেও অল্প হবে। আমি মনে করি টিকে থাকার জন্য এইগুলো মেনেচল্লেই হবে। কিন্তু আমি এখনো এইগুলো নিয়ন্ত্রণ করতে পারি না। মাঝে মাঝে লোভ করে শর্ট টাইম এবং বেশি লট এ ট্রেড করি।

md mehedi hasan
2021-06-19, 02:16 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন টাইম ফ্রেমে ট্রেড করবেন।যারা শর্ট ট্রেড করে তাদের জন্য ৩০ মিনিট ও ১ ঘন্টার টাইম ফ্রেম উপযুক্ত।আবার যারা লং ট্রেড করেন তাদের জন্যই ডেলি টাইম ফ্রেম।আমি ডেলি টাইম ফ্রেমে ট্রেড করি।এই টাইম ফ্রেমে আপনি খুব সহজেই সিগন্যাল ও ট্রেন্ড বুঝতে পরবেন।

Smd
2021-09-19, 08:56 PM
আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। অনেক দিন ট্রেড করার পরে আমি ডেমোতে প্রায় সময় লাভ করতাম।আমি যখন দেখলাম ডেমোতে ট্রেড করার পরে বেশীর ভাগ সময়ে লাভ হয়। আমরা যদি বাজারটি অব্যাহত রাখি তবে প্রতিদিন আমাদের বাজার অবাক করতে হবে। সুতরাং আমরা কখনই প্রস্তুত হতে ব্যর্থ হই না। যদি কোনও শুভ রাত্রি আপনাকে পর্যবেক্ষণ করে রাখে তবে আপনি এটির অনেক কিছু করতে সক্ষম হবেন।

Mas26
2021-09-19, 09:59 PM
আসলে আমি মনে করি ফরেক্স মার্কেটে বিভিন্ন ধরনের ট্রেডার আছে যারা বিভিন্ন টাইমফ্রেমে কাজ করে। তাদের সুবিধামত তাদের কাজ করা উচিত যে টাইমফ্রেমে কাজ করে প্রফিট ভাল হয় তার সেই টাইমফ্রেমে কাজ করা উচিত। এবং মাঝে মধ্যে চেঞ্জ এর দরকার আছে আসলে একটা ফ্রেমে সবসময় প্রফিট করা সম্ভব হয় না তাই মাঝে মাঝে কিছু সময় টাইমফ্রেম চেঞ্জ করে কাজ করা উচিত। এটা তার জন্য ভালো এবং প্রত্যেকটা টাইম সম্পর্কে ধারণা থাকা ও আমি মনে করি ভাল কোন টাইমফ্রেমে কখন সেট করা যায় এটা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। তাই যে টাইমফ্রেমে প্রফিট করতে সক্ষম তার উচিত সেই ভাবে কাজ করা তাহলেই সে প্রফিট্যাবল হতে পারবে।

samun
2021-11-14, 09:13 AM
ডেইলি চার্ট বলেন আর সাপ্তাহিক বলেন কিংবা মাসিক চার্ট সবগুলোই আসলে একই ধরনের। কারন এই সবগুলোতেই কিন্তু আপনাকে আপনার ঐ নিজস্ব একটা সিস্টেম ফলো করে কাজ করতে হবে। একেকজন একেক ধরনের চার্ট টাইপ ফলো করে আমি সাধারনত ডেইলি এবং ফোর আওয়ার চার্ট ব্যাবহার করে ট্রেড এনালাইসিস করি।আমার কাছে এটা সুবিধা মনে হয় কারন আমি শর্ট টাইপ ট্রেডার আর যারা লং ট্রেডার তারা সাপ্তাহিক, মাসিক চার্ট দেখে ট্রেড করে। কাজেই এখানে আপনাকে যে জিনিসটার প্রতি বেশি গুরুত্ব দিতে হবে সেটা হল আপনার ধৈর্য, আপনাকে অপেক্ষা করতে হবে মার্কেট যতক্ষন না আপনার ফেবারে আসে, তার আগে কখনই আপনি পজিশন না পাওয়া পর্যন্ত ট্রেডে যেতে পারবেন না।

IFXmehedi
2021-11-14, 11:57 AM
টাইম ফ্রেম ভিত্তিক সফলতাটা আসলে ব্যক্তিগত ভাবে নির্ভর করে। কারণ এক এক টাইম ফ্রেম এক এক ব্যক্তির জন্য উপযোগী বলে প্রমানিত হয়ে থাকে। তাই বলে সবাই যে একটি নির্দিষ্ট টাইম ফ্রেম এ ট্রেড করলেই লাভবান হবেন তা কিন্তু না ও হতে পারে। তাই এই ডেইলি টাইম ফ্রেম ভিত্তিক চার্ট ও হতে পারে আপনার জন্য উপযোগী আপনি পর্বেক্ষণ করে সিদ্ধান্ত নিতে পারেন। এটা নির্ভর করে একজন ট্রেডারের ট্রেডিং কৌশলের ওপর।আমার কাছেও ডেইলি চার্ট এ ট্রেড করাকে অনেক বেশি সুবিধার বলে মনে হয় । কেননা এত করে ট্রেডে ভুল হবার সম্ভাবনা অনেকটা কমে যায় । আর ডেইলি চার্ট এ ট্রেড করলে আমাকে বার বার মার্কেটে এসে দেখতে হয়না মার্কেটের কি অবস্থা ।

FRK75
2022-07-24, 10:10 PM
প্রথমে ডেমোতে লস হত কিন্তু কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। অনেক দিন ট্রেড করার পরে আমি ডেমোতে প্রায় সময় লাভ করতাম।আমি যখন দেখলাম ডেমোতে ট্রেড করার পরে বেশীর ভাগ সময়ে লাভ হয় তখনই রিয়ালে ট্রেড শুরু করলাম।আপনি ও প্রথেমে ডেমোতে শুরু ।টাইম ফ্রেম ভিত্তিক সফলতাটা আসলে বেক্তিগত ভাবে নির্ভর করে.কারণ এক এক টাইম ফ্রেম এক এক বেক্তির জন্য উপযোগী বলে প্রমানিত হয়ে থাকে.তাই বলে সবাই যে একটি নির্দিষ্ট টাইম ফ্রেম এ ট্রেড করলেই লাভবান হবেন টা কিন্তু না ও হতে পারে.তাই এই ডেইলি টাইম ফ্রেম ভিত্তিক চার্ট ও হতে পারে আপনার জন্য উপযোগী আপনি পর্বেক্ষণ করে সিদ্ধান্ত নিতে পারেন.

FRK75
2023-04-23, 01:27 PM
ফরেক্স মার্কেটে পেশাদার ও প্রতিষ্ঠিত ট্রেডারগণ সবাই D1 ট্রেডিং চার্ট হিসাবে ব্যাবহার করে থাকেন৷এই D1 চার্টে Daily কেন্ডেলগুলো এনালাইসিস করা তুলনামূলক সহজ৷নতুন শিক্ষার্থী ট্রেডারদের অবশ্যই D1 চার্ট দেখে ট্রেড করার অভ্যাস করা জরুরী৷নিখুঁত প্রফিটেবল ট্রেডিংয়ের জন্য D1 চার্টই সর্বাধিক নির্ভরযোগ্য৷একেক ন একেক ধরনের চার্ট টাইপ ফলো করে আমি সাধারনত ডেইলি এবং ফোর আওয়ার চার্ট ব্যাবহার করে ট্রেড এনালাইসিস করি।আমার কাছে এটা সুবিধা মনে হয় কারন আমি শর্ট টাইপ ট্রেডার আর যারা লং ট্রেডার তারা সাপ্তাহিক, মাসিক চার্ট দেখে ট্রেড করে বলে আমার ধারনা।ফরেক্স মার্কেটে ট্রেড করার ডেইলি চাট এর চেয়ে সপ্তাহিক চার্ট বেশি বেশি ফলো করুন। কেননা নতুন ট্রেডারদের জন্য সপ্তাহিক চার্ট সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। যখন আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠতে পারবেন তখন হতে ডেইলি চার্ট অথবা ৪ঘন্টার চার্ট ফলো করলে আপনি বেশ প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। এজন্য আপনাকে বেশি বেশি মানি ম্যনেজমেন্ট সম্পর্কে জানতে হবে আর নিউজগুলো বুঝার ক্ষমতা অর্জনে সক্ষম হতে হবে।