PDA

View Full Version : ফরেক্সে নতুন ট্রেডার



Biplob72
2016-03-29, 01:15 PM
ফরেক্সে নতুন ট্রেডারদের ৯৫% তাদের প্রথম একাউন্ট হারায়। ৯৫% সংখ্যাটা কম নয়। এখন আপনি নিজেই লাইভ ট্রেডিংয়ের আগে চিন্তা করুন আপনার মাঝে এমন কি আছে যা ঐ ৯৫% এর নেই?

basaki
2016-03-29, 03:37 PM
ফরেক্স মার্কেটে প্রতিদিন অনেক নতুন ফরেক্স ট্রেডার আগমন করছে আর এটার জন্য ফরেক্স মার্কেটে ভাল হচ্ছে। আর যারা ফরেক্স মার্কেটে নতুন আসছে তাদের জন্য আমার একটা অনুরোধ থাকবে যে আপিনার না বুঝে ফরেক্স ট্রেড করতে যাবেন না তাহলে আপনাদের অনেক লস হতে পারে।
নায়া

abdulguffer
2016-03-29, 07:01 PM
ফরেক্স এ নতুন ট্রেডারদের 95% তাদের একাউন্ট ব্যালেন্স হারিয়ে তার মূল কারণ হচ্ছে ফরেক্স কে বুঝতে না পারা এবং ফরেক্স না শিখেই রিয়াল ট্রেড। করা। অনেকে ফরেক্স কে টাকার মেশিন মনে করি । কয়েকটি ট্রেড এ লাভ হলেই মনে করে ফরেক্স শিখেগেছি। ট্রেড করলেই তো লাভ। খালি লাভ আর লাভ , লস এর কথা ভুলেই যাই। চার/পাচ টা ট্রেড এ প্রফিট করে যা লাভ হয় , একটি লসে ক্লোজ হওয়া ট্রেডে ঐ লাভ সহ পুরো ব্যালেন্সটাই শেষ হয়ে যায়।

abdulguffer
2016-03-29, 07:07 PM
ফরেক্স এ যারা নতুন তাদের রিয়েল লাইফ ট্রেড করার আগে ডেমো ট্রেড করতে হবে , কমপক্ষে ছয় মাস । ফরেক্স এর বেসিক ভালোভাবে শিখতে হবে । ফরেক্স এর বিভিন্ন কৌশল , সাপোর্ট ও রেজিস্টানস লেভেল নির্নয় , চ্যানেল ও ট্রেনড লাইন আকা, টেকনিক্যাল এনালাইসিস , ফান্ডামেন্টাল এনালাইসিস , বিভিন্ন ইনডিকেটর এর ব্যবহার ইত্যাদি ভালোভাবে শিখতে ও বুঝতে হবে। তবেই সফলতা আসবে।

Biplob72
2016-04-03, 07:48 PM
#abdulguffer ভাই আপনি সত্য কথাই বলেছেন। এই গুলো ছাড়া লাভ করা সম্ভব নয়।

askam
2016-04-04, 10:12 AM
আমার মতে নুতুন যারা লসের মুখমুখি হয় তাড়া অনেকেই ফরেক্স এ ট্রেড করে লক মুখে শুনে । তারা কোন শিক্ষা নিয়ে ফরেক্স এ ট্রেড করেনা । আমার মনে হয় অতি লোভে না বুঝে এবং সঠিক মানি ম্যানেজমেন্ট না করাই প্রধান কারন গুলোর মধ্যে অন্যতমও ।

RUBEL MIAH
2016-05-18, 06:15 PM
ফরেক্সে নতুন ট্রেডারদের জন্য দু:খের সংবাদ হল না বুঝে ট্রেড করা । যখন তারা ট্র্রেড করে তখন তারা খুব আনন্দের সহিত থাকে আর যখন তারা লসের দিকে যায় তখন তাদের অবস্থা খুব খারাব হয়ে যায় । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য আগে শিখব তারপর ট্রেড করব ।

maziz6989
2016-06-01, 10:11 PM
আসলে তা সঠিক হিসেব নয়। নতুন ট্রেডার শতকরা পচানব্বই জন নয় শতকরা একশত জনই তার একাউন্ট হারায়। কেউ এক দিনে আবার কেউ এক সপ্তাহে অথবা এক মাসে। তাই আমি বলব কেউ এভাবে হিসেব না করে আসল হিসেব করুন। এখানে শতকরা পচানব্বই জন লুজার।

dwipFX
2016-06-05, 08:50 PM
অামার মন হয় ফরেক্স মার্কেটে ট্রেড করতে আসা ৯৫% লোক লস করে ফরেক্স থেকে সরে যায়। কারন তারা মনে করে ফরেক্স মার্কেট হল টাকা বানানো মেশিন এইটা চিন্তা করে ফরেক্স মার্কেটে নিজের মত করে ট্রেড দেয় আর লস করে। এক সময় বলে ফরেক্স থেকে কেই লাভ করতে পারে কিনা আমার সন্দেহ হয়।

saiful977
2016-06-09, 12:46 PM
যারা ফরেক্স নতুন তাদের আগে ডেমো ট্রেড করা ভাল এতে ফরেক্স সম্পর্কে জানতে পারবে।

ikhtiikhti
2016-06-12, 01:00 PM
ফরেক্স মার্কেটে প্রতিনিয়ত অগনীত নতুন ট্রেডার যোগ হচ্ছে। এই সকল নতুন ট্রেডারদের অধিকাংশই প্রথম অবস্থায় নিজেদের একাঊন্ট জিরো করে ফেলে। কিন্তু তাই বলে ভয় পেলে হবেনা। আস্তে আস্তে যখন অভিজ্ঞতা বাড়বে তখন প্রফিটও চলে আসবে। আর এ জন্য বেশি বেশি ফরেক্স নিয়ে ঘাটতে হবে।

Rahat015
2016-06-15, 12:25 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে আসা ৯৫% লোক লস করে ফরেক্স থেকে সরে যায়। কারন তারা মনে করে ফরেক্স মার্কেট হল টাকা বানানো মেশিন এবং রাতারাতি ধনী হওয়ার এইটা চিন্তা করে ফরেক্স মার্কেটে নিজের মত করে ট্রেড দেয় আর লস করে। কিন্তু ফরেক্স কি বুজে উঠার আগেই একাউন্ট জিরো।। ভাই, আগে ফরেক্স শিখেন, ডেমো প্রাক্টিস করেন।

Md. Tariqul Islam
2016-06-16, 04:46 PM
অনেকে ফরেক্স কে টাকার মেশিন মনে করি । কয়েকটি ট্রেড এ লাভ হলেই মনে করে ফরেক্স শিখেগেছি। ট্রেড করলেই তো লাভ। খালি লাভ আর লাভ , লস এর কথা ভুলেই যাই। চার/পাচ টা ট্রেড এ প্রফিট করে যা লাভ হয় , ফরেক্স এর বেসিক ভালোভাবে শিখতে হবে । ফরেক্স এর বিভিন্ন কৌশল , সাপোর্ট ও রেজিস্টানস লেভেল নির্নয় , চ্যানেল ও ট্রেনড লাইন আকা, টেকনিক্যাল এনালাইসিস , ফান্ডামেন্টাল এনালাইসিস , বিভিন্ন ইনডিকেটর এর ব্যবহার ইত্যাদি ভালোভাবে শিখতে ও বুঝতে হবে। তবেই সফলতা আসবে।

Md. Tariqul Islam
2016-06-22, 12:05 AM
ফরেক্স এ নতুন ট্রেডারদের 95% তাদের একাউন্ট ব্যালেন্স হারিয়ে তার মূল কারণ হচ্ছে ফরেক্স কে বুঝতে না পারা এবং ফরেক্স না শিখেই রিয়াল ট্রেড। করা। অনেকে ফরেক্স কে টাকার মেশিন মনে করি । কয়েকটি ট্রেড এ লাভ হলেই মনে করে ফরেক্স শিখেগেছি। ট্রেড করলেই তো লাভ। আমার মনে হয় অতি লোভে না বুঝে এবং সঠিক মানি ম্যানেজমেন্ট না করাই প্রধান কারন গুলোর মধ্যে অন্যতমও ।

Md. Tariqul Islam
2016-06-22, 02:39 PM
আর যারা ফরেক্স মার্কেটে নতুন আসছে তাদের জন্য আমার একটা অনুরোধ থাকবে যে আপিনার না বুঝে ফরেক্স ট্রেড করতে যাবেন না তাহলে আপনাদের অনেক লস হতে পারে। কয়েকটি ট্রেড এ লাভ হলেই মনে করে ফরেক্স শিখেগেছি। ট্রেড করলেই তো লাভ। খালি লাভ আর লাভ , লস এর কথা ভুলেই যাই। চার/পাচ টা ট্রেড এ প্রফিট করে যা লাভ হয় , একটি লসে ক্লোজ হওয়া ট্রেডে ঐ লাভ সহ পুরো ব্যালেন্সটাই শেষ হয়ে যায়।

HKProduction
2016-06-23, 01:48 PM
ফরেক্স মার্কেটে কেউ নতুন এবং প্রথম একাউন্ট ধরে রাখতে পেরেছেন এমনটি আমি কখনো দেখিনি। বরং যারা ছোট ব্যালেন্স নিয়ে ট্রেড করেছেন তারা সব হারালেও অল্পতে ট্রেড শিখতে পেরেছেন। তাই কেহ ট্রেড না জেনে না বুঝে হঠাৎ করে ডিপোজিট করা উচিৎ নয়। আবার রিয়েল প্রাকটিসের জন্য ডিপোজিট না করলে ও নয়। এ ক্ষেত্রে বোনাস মানি আমাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছে। আমরা এজন্যে অনেক কৃতজ্ঞ।

Rahat015
2016-06-24, 01:54 PM
ফরেক্স এ নতুন ট্রেডারদের ৯০% লস করে সব কিছু হারিয়ে ফরেক্স থেকে চলে যায়। আর বাকি ১০% মোটামোটি ভালো করে তাদের ট্রেড কে চালু রাখে। যারা মার্কেট এ নতুন আসছেন, তাদেরকে বলব ফরেক্স এ আবেগের কোন স্থান নাই। না বুজে ফরেক্স এ ট্রেড করবেন না। আগে মিনিমাম ৬ মাস ভালো করে ফরেক্স শিখুন।

milonkhanfx1993
2016-10-03, 11:09 PM
ফরেক্সে নতুন ট্রেডারদের ৯৫% তাদের প্রথম একাউন্ট হারায়। ৯৫% সংখ্যাটা কম নয়। এখন আপনি নিজেই লাইভ ট্রেডিংয়ের আগে চিন্তা করুন আপনার মাঝে এমন কি আছে যা ঐ ৯৫% এর নেই?

শুধু মাত্র এন্ট্রি আর এন্ট্রি একটু সুযোগ পেলেই এন্ট্রি এর পর অ্যানালাইসিস মানে আগে ট্রেড এ এন্ট্রি করার পর তারপর বুঝে উঠা যে ট্রেড টা লাভ এ যাবে নাকি লস এ বিষয় টা তাহলে কেমন একবার ভাবুন,আমাদের মত বেগিনার রা এই কাজটি ই বেশি করে থাকি,আর মানি ম্যনেজমেন্ট বিষয়ে কিছু লিখবেন আশা করি।

MoinFX
2016-10-06, 10:08 AM
ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার ৯৫% লোক একাউন্ট জিরো করে পেলে।। আমি নিজে একজন একাউন্ট জিরো করেছি।। ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে লস গুলোকে আমাদের বিশ্লেষন করতে হবে তাহলে ফরেক্স মার্কেটে আমরা সফলতার সাথে ট্রেড করতে পারব।

md mehedi hasan
2016-11-02, 10:05 AM
ফরেক্স মার্কেটে অর্থ ইনকামের জন্য সকলেই প্রবেশ করে।কিন্তু সকলেই ফরেক্স মার্কেট হতে অর্থ ইনকাম করতে পারেনা।ফরেক্স মার্কেটে শতকরা ১০০ ট্রেডাের মধ্যে মাত্র ৫ ভাগ ট্রেডার টিকে থাকে।আর ৯৫ ভাগ ট্রেডার ফরেক্স মার্কেট থেকে ঝরে যায়।আপনি যদি ৫ ভাগ ট্রেডারের মধ্যে থাকতে তাহলে আপনাকে ফরেক্স বিষয়ে প্রচুর পড়াশুনা ও প্রাক্টিস করতে হবে।

Rahamat123
2016-11-09, 09:17 AM
ভাই আপনি যেহেতু নতুন তাই আপনি ফরেক্স সম্পরকে ভাল ভাবে জানুন বুঝুন তার পর ট্রেড করুন |আমি মনে করি ফরেক্স আয় করতে হলে দক্ষতা প্রযোজন আপনি যত দক্ষ হবেন আপনি তত ফরেক্স থেকে আয় করতে পারবেন আর যদি দক্ষ না হন তবে আপনি লস করবেন | ফরেক্স আপনাকে যেমন লাভ দেয় তেমনি লসের ভাগিও করে তলে |

nisho5533
2016-11-11, 09:20 PM
ফরেক্স ট্রেডিং আপনার কাছে তখনই সহজ বলে মনে হবে যখন আপনি ভাল ফরেক্স ট্রেডিং করতে জানবেন আর আপনি তখনই ভাল ফরেক্স ট্রেডিং জানতে সক্ষম হবেন যখন আপনি নিয়মিত ফরেক্স ট্রেডিংয়ের উপর স্ট্যাডি করবেন,ফরেক্সের ডেমো ট্রেডিংয়ে অনুশীলন করবেন তখন।

sohrab
2016-11-11, 10:41 PM
ফরেক্স নতুন ট্রেডাররা অনেক বড় বড় আশা নিয়ে ট্রেড শুরু করে । তাই নতুন ট্রেডার দের প্রধান কাজ হল সময় দিয়ে শেখা ।কারন আপনিযতই সময় দিয়ে শিখবেন ততই অভিজ্ঞ এবং দক্ষ হবে । ফরেক্স মার্টেকে এই অভিজ্ঞতা এবং দক্ষতাই আপনাকে সফল করবে ।

nisho5533
2016-11-16, 09:10 PM
ফরেক্স মাকেটে জ়াড়া একাউন্ট হারায় তারা ফরেক্স সম্পরকে দক্ষ না তাই তাদের ভুলে ফরেক্স একাউন্ট হারায় | আমি মনে করি ফরেক্স মাকেটে টিকে থাকা হল ফরেক্স এর দক্ষতা ফরেক্স থেকে আয় করতে গিয়ে অনেকে তাদের অধিক লোভের কারনে ফরেক্স থেকে বিদায় নেয় | ফরেক্স মাকেটে দক্ষতা অজন করেন আর ফরেক্স থেকে আয় করেন ধন্যবাদ|

Lipu
2016-11-17, 12:15 AM
ট্রেডিং এর ভালো সময় টা আমি ঠিক জানি না, টার কারণ হছে, ফরেক্স মার্কেট কখনো ঘুমায় না, এখানে রাত দিন এর কোনো পার্থক্য নাই, রাতে ভালো ট্রেড হবে, আর দিনে হবে না, অথবা দিনে ভালো ট্রেড হয় আর রাতে হয় না, এই বেপা টা সঠিক হয় না. আপনি চাইলে যে কোনো সময় এ ট্রেড করতে পারেন, মার্কেট ট্রেড নেয়ার উপযোগী হলে কোন সময়ে ট্রেড নিছেন ইটা কোনো বেপার না.

hasan019
2016-11-19, 11:52 AM
মানি ম্যানেজমেন্ট ফলো করে না বিগিনাররা। তারা আসলে বর লটে ট্রেড দেয় লাভ করার জন্য। আর একবার না একবার লস করেই আর তাতেই তাদের অ্যাকাউন্ট চলে যায়। আসলে লোভ করে বসে সবাই আর সবাই ভুল ধারনা নিয়ে আসে এখানে অনেক টাকা কামানো যায়।

nisho5533
2016-11-20, 07:29 PM
ফরেক্স 95% ট্রেডার লস করে তাই ফরেক্স লস করার জন্য আমি মনে করি আমাদের অসচেতন হবার কারনে আমরা ফরেক্স থেকে লস করে থাকি | আমি মনে করি ফরেক্স করতে হলে ভাল পরিশ্রম করতে হবে তবেই ফরেক্স এ আমরা টিকে থাকব | আপনি ফরেক্স মাকেটে যত দক্ষতা অজন কর*তে পারবেন আপনি তত আয় করতে পারবেন |

Mamun13
2017-10-31, 08:18 PM
নতুন শিক্ষার্থী ট্রেডারগণদের মধ্যে শতকরা 95% জন অল্প কয়েকদিনে খরগোশের মতো লাফালাফি করে হারিয়ে যায়৷তারা কচ্ছপের মতো দৃঢ় সংকল্পবদ্ধ নয়,তারা অস্হির-চঞ্চল,লোভী মন মানষিকতা৷তারা ফরেক্সের কলাকৌশল তেমন কিছুই শিখে না,শিখতে চায়না,অধৈর্য্যের কারনে শিখতে পারেনা৷আর মাত্র 5% নতুন শিক্ষার্থী ট্রেডারগণ দীর্ঘদিন যাবৎ কষ্ট করে,প্রচন্ড ধৈর্য্য ধরে নিয়মিত ফরেক্সের খুটিঁনাটি সব বিষয় শিখতে পারে এবং নিয়মিত প্র্যাকটিস করে করে ঠিকই পেশাদার ট্রেডার রূপে প্রতিষ্ঠিত হয়ে যায়৷এখানে প্রতিষ্ঠিত 5% সফল ট্রেডার হতে হলে অবশ্যই ধৈর্য্য,নির্লোভ মন,একাগ্রতা,দৃঢ়তা,মেধা, দীর্ঘ সময় ও কচ্ছপের মতো স্বভাব-চরিত্র প্রয়োজন হবে৷