PDA

View Full Version : কতটি শিক্ষা প্রতিষ্ঠান আছে?



Biplob72
2016-03-29, 05:12 PM
এখন পর্যন্ত আপনারা কতটি শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম শুরু করেছেন?

basaki
2016-03-31, 06:58 AM
আমার জানা মতে ফরেক্স মার্কেটের কোন প্রকার প্রতিস্টান নেই যারা ফরেক্স মার্কেটে ট্রেড করে আমি মনে করি তারা যদি একটু মন দিয়ে ফরেক্স মার্কেট কে নিয়ে ভালবে তাহলে আমি মনেবকরি তারা ফরেক্স মার্কেটে অনেক ভাল কিছু করতে পারবে বলে আশা করি আর টাকা ইনকাম করতে পারবেন।

Md Akter Hossain
2016-03-31, 10:56 AM
আমি যতদূর জানি বাংলাদেশে এখনো পর্যন্ত ফরেক্সের উপর কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই । আর থাকার কথাও না । কেননা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিষেধ করা আছে । তবে কিছু কিছু ব্রোকারের প্রতিনিধি আছে যারা আপনাকে তাদের আইবি তে অ্যাকাউন্ট করার শর্তে ট্রেনিং দিয়ে থাকবে ।

sharifulbaf
2016-10-30, 07:01 PM
ফরেক্স শিক্ষার জন্য আমাদের বাংলাদেশে তেমন কোন ভাল শিক্ষা প্রতিষ্ঠান নেই তার পরেও আমরা ফরেক্স মার্কেটের শিক্ষা অর্জন করতে পারি,ফরেক্স মার্কেটের শিক্ষা ভাল করে নিতে হলে আমাদের অনলাইন থেকে ভিডিও টিউটোরিয়াল ডাউনলোড করে আর ইবুক পড়ে ফরেক্স শিখতে পারি।

instasaiful
2016-10-31, 10:50 AM
ফরেক্স শিক্ষার জন্য এদেশে কোন শিক্ষা প্রতিষ্ঠান আছে বলে আমার জানা নেয়। তবে এক ভায়ের কাছে শুনেছিলাম যে ফরেক্সের উপর পড়ার মত বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট আছে যা চার বছরের কোর্স।

Hassan Raja
2016-11-04, 11:01 PM
ফরেস্ক এর কোন শিক্ষা প্রতিষ্টন নাই । বাংলাদেশে ও আরো না কারন বাংলাদেশ ব্যাংক এর অনুমতি না থাকায় ফরেক্স ট্রেডিং নিষেধ । তবে শিক্ষা প্রতিষ্টান না থাকলেও ফরেক্স শেখার অনেক সোর্স আছে প্রতিটি বোকার হাউস তাদের কায়েন্ট জন্য শিক্ষামুলক ভিটিও আটির্কেল প্রকাশ করে থাবে । ইউটিউ এ প্রচুর লার্নিং ভিটিও সহ অনেক ব্লগ আছে যা ফরেক্স নিয়ে আলোচনা করে।

md mehedi hasan
2016-11-05, 08:09 AM
ফরেক্স শিখার জন্য আমাদর দেশে কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই।তবে অনেকে আছে যারা সামান্য কিছু টাকার বিনিময়ে আপাকে ফেরেক্স শিখাতে পারে।আর আপনি যদি একাএকা ফরেক্স শিখতে চান তাহলে আপন অনাইন থেকে ফরেক্স বিষয়ে ডাউনলোড দিতে পারেন এবং অনেক ফরেক্স ফোরাম রয়েছে সেখান থেকে ফরেক্স শিখতে পারেন।

MoinFX
2016-11-06, 11:38 AM
আমার জানা মতে ফরেক্স সম্পর্কে কোন শিক্ষা প্রতিস্ঠান নেই কারন ফরেক্স আমাদের দেশে এখনো বৈদতা পাইনি। ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে আমাদের কে অনেক বেশি করে পরিশ্রম করতে হবে।

Rahamat123
2016-11-08, 03:42 PM
ভাই আমার জানা মনে ফরেক্স এর কন প্রতিষ্টাণ নেই | আমি আমার বর ভায়ের কাছ থেকে ফরেক্স সম্পরকে শিখছি আর যদি থাকত হবে আমি শেখানে শিখতে যেতাম আপনার জানা থাকলে আমাকে বলবেন | ধন্যবাদ

nisho5533
2016-11-08, 11:14 PM
ভাই আমি কিছু দিন যাবত ফরেক্স মাকেট করছি আমার সথিক জানা নেই ফরেক্স কতটি শিক্ষা প্রতিষ্ঠা আছে | তবে আপনারা যদি কেও জানেন তবে আমাকে জানালে অনেক উপকারিত হব | ফরেক্স এর পাশে থাকুন ফরেক্স থেকে আয় করুন | ধন্যবাদ

Mamun13
2017-10-22, 03:05 PM
কিছু কিছু কোচিং বা ট্রেইনিং সেন্টার আমাদের দেশের বিভিন্ন জেলা শহরে আছে৷সেখানে তেমন ভালো ট্রেইনার আছে কী না এখনোও সেরকম নির্ভরযোগ্য কোনো কথা শুনিনি৷প্রায়ই শুনে থাকি কিছু নগদ টাকার বিনিময়ে মাত্র তিন দিনে আপনাকে ফরেক্স গুরু বানিয়ে দিবে,মাঝেমধ্যে বিজ্ঞাপনও দেখি,যা খুবই দূর্ভাগ্যজনক প্রতারণা ! আমার পরামর্শ হচ্ছে একদম নতুনদের ফরেক্স বেসিক শিক্ষার জন্য আমাদের এই ফোরামই যথেষ্ঠ৷এছাড়াও ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও টিউটোরিয়াল পাবেন,অনলাইনে অনেক ই-বুক পাবেন,অন্যান্য অনেক ফোরাম থেকেও কিছু কিছু পাওয়া যাবে,ইন্সটাফরেক্সেও অনেক টিউটোরিয়াল আছে৷আমি এভাবেই গত ৪ বছর ধরে একটু একটু করে শিখেছি৷

expkhaled
2017-10-22, 04:10 PM
আমার জানা মতে বাংলাদেশে ফরেক্স এর কোন প্রতিষ্ঠান এর নায়। তবে কেউ যদি ফরেক্স এর ব্যপারে জানতে বুঝতে এবং পড়ালেখা করতে চায়, তবে তার জন্য নেট এর বিকল্প নায়। টিউটোরিয়াল ভিডিও, বিডিপিপস, বেবিপিপস এর মত সায়েট থেকে আপনি পর্যাপ্ত পরিমানে জানার সুযোগ রয়েছে। আর ডেমো ট্রেড করলে আমার মনে হয় আপনার অনেক কিছু জানা হয়ে যাবে।

shamim0976
2017-10-23, 04:45 AM
প্রাতিষ্ঠানিক কোন প্রতিষ্ঠান হয়ত নাই কারন কোন বিজ্ঞাপন চোখে পড়ে নাই। বিক্রয় ডট কম বা ক্লিক বিডি তে সার্চ দিলে বেশ কিছু বিজ্ঞাপন চোখে পড়ে যেখানে একক কোন ব্যক্তি বেশ কিছু টাকার বিনিময়ে ফরেক্স শিক্ষা দেয়।
আমি এমন একজনের সাথে আলাপ করেছি, তিনি মূলত ৩/৪ দিনে ১০,০০০ টাকার বিনিময়ে ফরেক্স শিখাতে চেয়েছেন। উনার সাথে কথা বলে বুঝতে পারলাম উনি ফরেক্স এর বিভিন্ন বিষয় যেমন ফরেক্স কি, কিভাবে একাউন্ট করা যায়, কিভাবে ট্রেড করা যায়, এনালাইসিস সর্ম্পকে ধারনা ইত্যাদি আলোচনা করা হয়। বস্তুত: ইন ডেপথ আলোচনা করা হয় না।

Rokibul7
2020-05-17, 08:36 PM
ফরেক্স যেহুতো আমাদের দেশে বেআইনি মানিলংন্ডারিং বোঝায়, সেহুতো আমাদের দেশে এর কোন প্রতিষ্ঠান বেআইনি।তাই ফরেক্স শেখার উপায় কোন টেডার বা ওনলাই এর মাধ্যমে।তাই আপনার নিজের আগ্রহ নিয়ে ওনলাই বা বই পড়ে শিখতে পারেন।

FREEDOM
2020-07-25, 10:12 PM
ফরেক্স শিখার জন্য আমাদর দেশে কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই।তবে অনেকে আছে যারা সামান্য কিছু টাকার বিনিময়ে আপাকে ফেরেক্স শিখাতে পারে।আর আপনি যদি একাএকা ফরেক্স শিখতে চান তাহলে আপন অনাইন থেকে ফরেক্স বিষয়ে ডাউনলোড দিতে পারেন এবং অনেক ফরেক্স ফোরাম রয়েছে সেখান থেকে ফরেক্স শিখতে পারেন।