PDA

View Full Version : কিভাবে পিভট পয়েন্ট হিসাব করা হয়ঃ



Biplob72
2016-03-29, 05:31 PM
High = গতকাল প্রাইস সর্বোচ্চ যে প্রাইসে গিয়েছে
Low = গতকাল প্রাইস সর্বনিম্ন যে প্রাইসে গিয়েছে
Close = গতকাল মার্কেট যে প্রাইসে ক্লোজ হয়েছে

ক্যালকুলেশনঃ
R3 = High + 2 x (PP – Low)
R2 = PP + (High – Low) = PP + (R1 – S1)
R1 = (PP x 2) – Low
PP = (High + Low + Close) / 3
S1 = (PP x 2) – High
S2 = PP – (High – Low) = PP – (R1 – S1)
S3 = Low – 2 x (High – PP)

আপনি এখন কষ্ট করে High, low এবং close বের করে পিভট পয়েন্ট বের করতে পারেন।

আশা করি এটা আপনাদের অনেক উপকারে লাগবে।:p:bravo:

yasir arafat
2016-04-06, 01:26 PM
পিভট পয়েন্ট ইন্ডিকেটর হচ্ছে এমন একটি চিহৃ নির্দেশক যা মার্কেটের অবস্থা নির্নয়ে সহায়তা করে।যেমন বর্তমানে মার্কেট কোথায় আছে,এর পরে মার্কেট কোথায় যাবে এবং পরবর্তীতে কী হবে তা বুঝাতে সহায়তা করে।সুতরাং ইন্ডিকেটর হচ্ছে একটি স্মারক বিশেষক যা আমাদেরকে মার্কেটের অবস্থা সর্ম্পকে অবগত করে এবং এর সর্ম্পকে ধারনা দেয়।

md mehedi hasan
2016-11-02, 07:01 AM
আমার পিভেট পয়েন্ট সম্পর্কে তেমন কোন ধারনা ছিলনা এবং পিভেট পয়েন্ট কি ভাবে বের করা যায় ে বিষয়ে ও সঠিক ভাবে জানতাম না।কিন্তু আজ এই পোষ্টটি পরে আমি জানতে পারলাম যে ফরেক্স মার্কেটে কি ভাবে পিভেট পয়েন্ট বেরকরা যায়।পিভেট পয়েন্টের মাধ্যমে আমরা মার্কেটের আচারন সহজেই বুঝতে পারি।

Mamun13
2017-10-23, 07:18 PM
হাইয়ার টাইমফ্রেম অনুযায়ী যেকোনো ক্লোজড ক্যেন্ডেলের ওপেনিং প্রাইস+ক্লোজিং প্রাইস+হাইয়ার প্রাইস+লোয়ার প্রাইস ইত্যাদিকে যোগ করে যোগফলকে তিনভাগে ভাগ করলে প্রতি ভাগকে আপনি পিভট পয়েন্ট বলবেন৷প্রতিটি ক্লোজড ক্যান্ডেলের এই পিভট পয়েন্টগুলোই নির্দেশ করবে ক্যান্ডেলটি বিয়ারিশ না বুলিশ ছিল ? যা দেখে বুঝে ট্রেডারগণ পরবর্তীতে ট্রেড করার জন্য প্রিপারেশন নেয়৷যদি ক্যান্ডেলটি দুইভাগ বিয়ারিশ হয় ও একভাগ বুলিশ হয় তাহলে ট্রেডারগণ পরবর্তী ক্যান্ডেল শুরু হওয়ার সময় সাধারণত sell মুডে ট্রেড করবে আর বিপরীত হলে ট্রেডও বিপরীত করবে৷