PDA

View Full Version : ট্রেন্ড লাইন সম্পর্কে কিছু জরুরি তথ্যঃ



Biplob72
2016-03-29, 05:35 PM
১। অন্তত ২টি টপ (top) অথবা বটম (bottom) পয়েন্ট সংযুক্ত করে ট্রেন্ড লাইন আঁকতে হয়। তবে ৩টি পয়েন্ট হলে ট্রেন্ড লাইন কনফার্ম হয়।
২। সাপোর্ট এবং রেসিসট্যান্স লাইনের মত যতই প্রাইস ট্রেন্ড লাইনগুলোকে টেস্ট করবে, ট্রেন্ড লাইনগুলো তত শক্তিশালী হবে।
৩। জোর করে ট্রেন্ড লাইন আঁকার চেষ্টা করবেন না যদি। সেক্ষেত্রে তা ভ্যালিড ট্রেন্ড লাইন হবে না।

Sahed
2016-07-29, 03:40 PM
ভাই ফরেক্স *মার্কেটে আমি এখনও নতুন বলা চলে । মার্কেটে অমি এখনও ট্রেন্ড লাইন অথবা চ্যানেল কিছুই আকতে পারি না । যেটুকু আকি তা জোর করে আকার মত হয়ে যায় । সঠিক ভাবে আমি এখনও ট্রেন্ড লাইন আকতে পারছি না । তবে আমি খুব দ্রুত তা শেখার চেষ্টা করব ।

milonkhanfx1993
2016-10-03, 10:32 PM
১। অন্তত ২টি টপ (top) অথবা বটম (bottom) পয়েন্ট সংযুক্ত করে ট্রেন্ড লাইন আঁকতে হয়। তবে ৩টি পয়েন্ট হলে ট্রেন্ড লাইন কনফার্ম হয়।
২। সাপোর্ট এবং রেসিসট্যান্স লাইনের মত যতই প্রাইস ট্রেন্ড লাইনগুলোকে টেস্ট করবে, ট্রেন্ড লাইনগুলো তত শক্তিশালী হবে।
৩। জোর করে ট্রেন্ড লাইন আঁকার চেষ্টা করবেন না যদি। সেক্ষেত্রে তা ভ্যালিড ট্রেন্ড লাইন হবে না।

ভাই কয়টা পয়েন্ট এক সাথে টাচ করতে ট্রেন্ড লাইন টা শক্তিশালী হয় বলে আপনি মনে করেন আর উপরে আর নিচে কি সরবোচ্চ আর সবনিম্ন পুয়েন্ট টা টাচ করাবো নাকি কি করব?

MoinFX
2016-10-06, 10:15 AM
ফরেক্স মার্কেটে আমাদের কে কিছু নিয়মের মধ্যে ট্রেড করতে হয় তার মধ্যে একটি হল ট্রেন্ড লাইন আমাদের কে ট্রেন্ড লাইন দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয়।ট্রেন্ড তিন প্রকার আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইড ওয়ে ট্রেন্ড। আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড সঠিক ভাবে ট্রেড করা যায়।

md mehedi hasan
2016-11-02, 09:57 AM
ফরেক্স মার্কেটে ট্রন্ড লাইন সঠিক ভাবে অংকন করা জানতে হবে।ট্রেন্ড লাইন আকার মাধ্যমে আমর প্রফিটেবল ট্রেড করতে পারবো।এই ট্রেন্ড লাইন আকার সময় নূনতম দুটি টপ ও দুটি বটম পয়েন্ট সংয়ুক্ত করতে হবে।ট্রেন্ড লাইন আকার সময় যত টপ পয়েনট ও বটম পয়েন্ট যুক্ত হবে ট্রেন্ড লাইন ততো শক্তি শালী হবে।মনে রাখবেন জোর করে ট্রেন্ড লাইন আকার চেষ্টা করবেন না।

nbfx
2016-12-18, 11:23 PM
টেকনিক্যাল অ্যানালাইসিসের সবচেয়ে প্রচলিত এবং জনপ্রিয় একটি টুলস হল ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন সহজেই বোঝা যায়। ট্রেন্ড লাইন যদি সঠিকভাবে আকা যায় তবে তা অন্য যেকোনো মেথড থেকে ভাল ফলাফল দেয়। কিন্তু অধিকাংশ ট্রেডার সঠিকভাবে ট্রেন্ড লাইন আঁকতে পারে না এবং জোর করে ট্রেন্ড লাইন আকে জার ফলে তা কার্যকর হয় না।

ট্রেন্ড লাইন আঁকার জন্য মেটা ট্রেডার এর টুলস থেকে ট্রেন্ড লাইন টুল দিয়ে লাইন টানতে হয়।

লো পয়েন্টগুলো একটি ট্রেন্ড লাইনের মাধ্যমে কানেক্ট করতে হয় এবং হাই পয়েন্টগুলো একটি ট্রেন্ড লাইনের মাধ্যমে কানেক্ট করতে হয়।

যদি কোন ক্যানডেল ট্রেন্ড লাইন ক্রস করে ওপরে বা নিচে চলে যায়, তখন বুঝতে হবে ট্রেন্ড লাইন ব্রেক হয়েছে।
ট্রেন্ড ৩ রকমঃ

আপট্রেন্ড (higher lows)
ডাউনট্রেন্ড (lower high)
সাইডওয়ে ট্রেন্ড (ranging)
আপট্রেন্ডে মার্কেট ঊর্ধ্বমুখী থাকে। তাই আপনি বাই করতে পারবেন। ডাউনট্রেন্ডে মার্কেট নিম্নমুখী থাকে। তাই আপনি সেল করতে পারবেন। সাইডওয়ে ট্রেন্ডে মার্কেট একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ঘুরতে থাকে। তাই সাইডওয়ে ট্রেন্ডে ট্রেড না করাই ভাল।

riponinsta
2016-12-20, 11:57 AM
ফরেক্স মার্কেট এ যারা টেড লাইন একে যারা টেড করে তাদের অনেক লাভ করে । ট্রেন্ড লাইন দিয়ে টেড করতে হলে আপনাকে ফরেক্স মার্কেট এ ট্রেন্ড লাইন টেড করা শিখতে হবে । ট্রেন্ড লাইন দিয়ে টেড করলে আপনি ১ঃ৩ তে টেড করতে পারবেন যা আপনার জন্য লাভজনক তাই আপনি ট্রেন্ড লাইন এর পোস্ট গুল পরুন আর বুজতে সিখুন আর লাভ করুন ।

shohanjacksion
2017-02-08, 10:24 AM
ফরেক্স মার্কেটে আমাদের কে কিছু নিয়মের মধ্যে ট্রেড করতে হয় তার মধ্যে একটি হল ট্রেন্ড লাইন আমাদের কে ট্রেন্ড লাইন দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয়।ট্রেন্ড তিন প্রকার আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইড ওয়ে ট্রেন্ড। আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড সঠিক ভাবে ট্রেড করা যায়।

ভাই, দয়া করে যদি ট্রেন্ডগুলো গ্রাফ/চার্ট এর ছবি সহ বিস্তারিতভাবে বুঝিয়ে দিতেন তবে উপকৃত হতাম বলে মনে হয়।

edottc
2017-02-08, 10:30 AM
আমি এই মার্কেেট এ একেবারেই নতুন ট্রেড লাইন সম্পর্কে আমার কোন ধারনা নেই । কিভাবে এটা আকতে হয় তা জানিনা দয়া ্করে আমাকে যদি বলতেন থাহলে আমার উপকার হত ।

RUBEL MIAH
2017-04-28, 06:00 PM
সাপোর্ট এবং রেসিসট্যান্স লাইনের মত যতই প্রাইস ট্রেন্ড লাইনগুলোকে টেস্ট করবে, ট্রেন্ড লাইনগুলো তত শক্তিশালী হবে । আপনার জন্য লাভজনক তাই আপনি ট্রেন্ড লাইন এর পোস্ট গুল পরুন আর বুজতে সিখুন আর লাভ করুন । ট্রেন্ড লাইন আঁকতে পারে না এবং জোর করে ট্রেন্ড লাইন আকে জার ফলে তা কার্যকর হয় না ।

uzzal05
2017-06-11, 05:58 AM
মার্কেট এ সব সময় ট্রেন্ড লাইন আকা যায় না। আবার আপনি যদি জোর করে ট্রেন্ড লাইন আকেন সেটা ইনভ্যালিড ট্রেন্ড লাইন হবে। সেই ট্রেডটি ও ভ্যালিড হবে না। মার্কেট কম পক্ষে দুইটা টপ বা বটম ধরে ফরেক্স মার্কেট এ ট্রেন্ড লাইন আকতে হয়। ট্রেন্ড লাইন আকতে পারলে ভালো প্রফিট হয়।

Nur Alam
2017-06-11, 07:47 PM
সাধারনত ফরেক্স ব্যবসায় অনেকগুলো নিয়ম কানুন রয়েছে তার মধ্য থেকে ট্রেড লাইন অন্যতম। আপনাকে ট্রেড করার সময় অবশ্যয় ট্রেড লাইন মাথায় রাখতে হবে। নিয়মিত ট্রেড লাইন চেক করা আপনার জন্ন্য অনেক লাভজনক। ট্রেড লাইন ফরেক্সে অনেক গুরুত্বপূর্ন। সুতরাং বলা যায় যে ফরেক্সে প্রফিট আয়ের জন্য আপনাকে সবার আগে ট্রেড লাইন সম্পর্কে অভিজ্ঞ হতে হবে।

Shadhin
2017-06-11, 08:51 PM
ফরেক্স মার্কেটিং এ ট্রেড লাইন অনেক গুরুত্বপুর্ন । আপনাকে ট্রেড করার আগে অবশ্যয় ট্রেড লাইন সম্পর্কে কিছু ধারনা থাকা দরকার। আপনি যদি ফরেক্সে ট্রেড লাইন না মেনে আজে বাজে ট্রেদ করে থাকেন তাহলে আপনার লস হবার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর আপনি যদি ট্রেড লাইন এর দিকে খেয়াল রেখে বুঝে শুনে ট্রেড করতে পারেন তাহলে ফরেক্স আপনাকে নিয়ে যাবে উন্নতির চরম শেখরে।

Nur Alam
2017-06-12, 10:33 PM
ফরেক্স ব্যবসায় ট্রেড লাইন অনেক গুরুত্ব পুর্ন। আপনি যদি ট্রেড লাইন এর দিকে খেয়াল রেখে বুঝে শুনে ট্রেড করতে পারেন তাহলে আপনি পৌছে যাবেন উন্নতির চরম শেখরে। আর আপনি যদি ট্রেড লাইন এর দিকে খেয়াল না রেখে ট্রেড করে থাকেন তাহলে আপনার ল০স হবার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সুতরাং ফরেক্সে ট্রেড লাইন এর গুরুত্ব অনেক বেশি।

Srabon
2017-06-13, 03:15 PM
আমি ফরেক্স এ খুব নুতুন ।।ট্রেড লাইন আকা বলতে তেমন কিছুই বুজি না তাবে আমি এই গুল বুঝতে চাই যে ট্রেড লাইন টা আসলে কি? এইটা দিয়ে কি করতে হয়।আমি ফরেক্স এর ফোরাম এই পোষ্ট গুলি দেখে কিছু টা বুঝত্র পারি আমি আরো ভাল করে বুঝতে চাই ,আপনাদের ভাল কন পোষ্ট এর জন্য অপেখায় থাকব।

Nur Alam
2017-06-13, 11:30 PM
ফরেক্স ব্যবসায় ট্রেড লাইন অনেক গুরুতে পুর্ন একটি বিষয়। আপনি যদি ট্রেড লাইন সম্পর্কে কিছু না জেনে ফরেক্সে ট্রেড করেন তাহলে আপনি বড় রকম লস খেতে পারেন। আর আপনি যদি ফরেক্সে ট্রেড [লাইন সম্পর্কে বুঝে শুনে একটি ভাল মানের ব্রোকারে ট্রেড করতে পারেন তাহলে ফরেক্স থেকে আপনি ভসফলতা পাবেন। সুতরাং বলা যায় যে ফরেক্সে ট্রেড লাইন অনেক গুরুত্ব পুর্নি একটি বিষয়।

maziz6989
2017-06-29, 10:01 PM
খুবই মজার জিনিস এই ট্রেন্ড লাইন। সঠিক ভাবে আকতে পারলে দশে দশ। আর ভূল করলে সাড়ে সর্বনাশ। তবে আমি মনে করি এত কষ্ট না করে কিছু ইন্ডিকেটর আছে ব্যবহার করলে সব সমস্যার সমাধান চোখের সামনেই। তাই কি দরকার এত কষ্ট করার । জয়তু কোডার ভাইরা যারা কাস্টম ইন্ডিকেটর কোড করেন।

Momen
2017-07-22, 09:20 AM
ট্রেন্ড লাইন একটা গুরুত্বপূর্ন বিষয়। আপনি যদি সঠিকভাবে ট্রেন্ড লাইন না আকতে পারেন তাহলে আপনাকে তা কাজে দিবে না। ট্রেন্ড লাইনে কমপক্ষে ২ টি টপ এবং বটম পয়েন্ট সংযুক্ত করতে হবে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল এর মতন ট্রেন্ড লাইন ও একটি টেকনিক্যাল এনালাইসিস।

Mamun13
2017-11-20, 06:01 PM
ট্রেন্ড লাইন একটি টেকনিক্যাল টুলস বা ইনডিকেটর যা দিয়ে আমরা আমাদের ট্রেডিং চার্টে ট্রেন্ডের ধারণা নিতে পারি৷ট্রেন্ড লাইনের মাধ্যমে সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো দেখে বুঝে ট্রেড করা যায়৷দুইটা টপ বা দুইটা বটম এই ট্রেন্ড লাইনকে টাচ করলে ঐ ট্রেন্ড লাইন কার্যকরী হয়ে যায়৷

Debdas50
2017-12-15, 03:33 PM
১। অন্তত ২টি টপ (top) অথবা বটম (bottom) পয়েন্ট সংযুক্ত করে ট্রেন্ড লাইন আঁকতে হয়। তবে ৩টি পয়েন্ট হলে ট্রেন্ড লাইন কনফার্ম হয়।
২। সাপোর্ট এবং রেসিসট্যান্স লাইনের মত যতই প্রাইস ট্রেন্ড লাইনগুলোকে টেস্ট করবে, ট্রেন্ড লাইনগুলো তত শক্তিশালী হবে।