PDA

View Full Version : Eur/jpy বাই করব না সেল করব।



Tazul Islam
2016-03-30, 09:45 AM
অভিজ্গ ট্রেডার রা একটু জানাবেন এই মুহর্তে eur/jpy বাই নাকি সেল এনিট্র নেব।

Md Akter Hossain
2016-03-30, 12:03 PM
আসলে সাধারনত এটা বলা খুব কঠিন ব্যাপর । কেননা মার্কেট সম্পর্কে আগে থেকে বলা খুব কঠিন কিছু । তবে সর্ট টাইমের জন্য আপনি বাই করতে পারেন । আর যে পেয়ার সম্পর্কে আপনার কোন স্পষ্ট ধারণা না থাকবে সে পেয়ারে ট্রেড না করাই ভাল । এতে করে লসের সম্ভাবনা থাকে ।

Tazul Islam
2016-03-31, 04:10 PM
আমি ও বুজতে পারছি না এই পেয়ার টা বাই না সেল করব। তরে আমি যখন ফরেক্ন মার্কেটে আমি তখন এত মুল্যে ছিল না । তাই আমার মনে হয় সেল নিলে লং টাইম এর জন্য প্রফিট হতে পারে। এটা আমার একান্ত মন্তব্য।

Arif87
2017-12-17, 06:27 PM
এই পেয়ারের ইউরো মুদ্রা চতুর্থ ওয়েব সংশোধনিতে রয়েছে, এখানে কি ঘটছে, এবং এটি কেন পরিষ্কার নয়, এখন কেন ট্রেড করার জন্য উপযুক্ত নয়, কিন্তু এটা অনুমান করা সম্ভব যে এই পেয়ার এখনও পতন হতে পারে, অবশ্যই, প্রথমে এটিকে 131.330 লেভেলে পৌঁছাতে দিন, এবং তারপর দেখা যাক এটা কি হতে পারে।

4578

Montu Zaman
2018-09-25, 04:08 PM
Eur/Jpy পেয়ারের টেকনিক্যাল বিশ্লেষণ-- ২৫শে সেপ্টেম্বর ২০১৮/বুধবার।
http://forum.mt5.com/attachment.php?attachmentid=86156&cid=1&stc=1
পিভট পয়েন্ট: 132.48
১ম রেসিস্টেন্স লেভেল: 133.07
২য় রেসিস্টেন্স লেভেল: 133.67
৩য় রেসিস্টেন্স লেভেল: 134.26

১ম সাপোর্টিং লেভেল: 131.88
২য় সাপোর্টিং লেভেল: 131.29
৩য় সাপোর্টিং লেভেল: 130.69

Montu Zaman
2018-10-03, 01:31 PM
EUR/JPY পেয়ারের টেকনিক্যাল বিশ্লেষণ-- ৩রা অক্টোবর, রোজ বুধবার, ২০১৮ইং।
http://forum.mt5.com/attachment.php?attachmentid=86808&cid=1&stc=1
EUR/JPY পেয়ারটিতে আজ একটি বেয়ারিশ ট্রেন্ড দেখা যাচ্ছে।
পিভট পয়েন্ট হল: 131,31
১ম রেসিস্টেন্স লেভেল:: 131.93
২য় রেসিস্টেন্স লেভেল:: 132.62
৩য় রেসিস্টেন্স লেভেল:: 133.24


১ম সাপোর্টিং লেভেল: 130.62
২য় সাপোর্টিং লেভেল: 130.00
৩য় সাপোর্টিং লেভেল: 129.31

Montu Zaman
2018-10-09, 12:12 PM
https://e.top4top.net/p_1011zwz3z1.jpg
এই পেয়ারটির প্রাইস ইদানিং একটি সাইওয়ের ট্রেন্ড দিয়ে প্রভাবিত হয়েছে ফলে মুল ইন্ডিকেটরগুলি পরস্পরের বিরোধিতা করছে যদিও বুলিশ বুলিশ চ্যানেলকে ব্রেক সাপোর্ট না করে বরং উল্টোটা হয়েছে। যার কারনে বর্তমানে প্রাইস 131.35 এর দিকে এগিয়ে যাচ্ছে যা আগামীদিনের ট্রেডগুলোর জন্য নেতিবাচক হয়ে দেখা দিতে পারে। এই নতুন নেতিবাচক ঘটনায় ফলে, আগামীতে কিছু সময় পরেই 129.85 থেকে 128.95 এর মধ্যে সাপোর্ট পাবার সাথে সাথে নতুন একটি নেতিবাচক টার্গেট রেকর্ড করার জন্য এটির একটি প্রস্তুতির থাকতে হবে। 131.35 এর উপরে একটি ব্রেকআউট নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে সরে দাড়াবে এবং ইতিবাচক প্রতিক্রিয়া জানাতে শুরু করবে, কারণ এটি 131.70 এবং 132.20 এর দিকে ধাবিত হবার আশা রয়েছে, যার জন্য মুল চ্যানেলের প্রধান অংশগুলির স্থির থাকতে হবে।

Montu Zaman
2018-10-22, 04:53 PM
EUR/JPY পেয়ারের টেকনিক্যাল বিশ্লেষণ- ২২শে অক্টোবর, রোজ সোমবার, ২০১৮ইং।
http://forum.mt5.com/attachment.php?attachmentid=88752&cid=1&stc=1
EUR/JPY পেয়ারটিতে আজ একটি বেয়ারিশ ট্রেন্ড দেখা যাচ্ছে।
পিভট পয়েন্ট হল: 129.22
রেসিস্টেন্স লেভেল:130.60
সাপোর্টিং লেভেল: 128.00

SumonIslam
2018-12-04, 05:13 PM
6735
আমি মনে করিছি eur/jpy পেয়ারটি ডাউন ট্রেড হচ্ছে এবং প্রথমবারের মত 128.55 পজিশনটি হিট করবে এবং 128.55 লেভেলটি যদি অতিক্রম করতে পারে তবে 128.20 তে হিট হবে এবং তৃতীয় বারের মত 127.85 লেভেলটি ছুড়ে আসতে পারে। কিন্তু মুভ করতে শুরু করলে ট্রেড চলবে 129.25। ডাউন ট্রেড এর সাপোর্ট 129.25।

FXOCM
2018-12-09, 11:32 AM
আমার জানা মতে, ফান্ডামেন্টাল+টেক নি ক্যাল এ্যানালাইসিস টা ভাল ভাবে জানতে হবে । সাথে ভাল ভাবে ডেমো তে ট্রেড করে ভাল ভাবে এ্যানালাইসিস করে এগিযে জেতে পারেন ।

FXOCM
2018-12-09, 03:34 PM
eur/jpy টা এসিযান পিযার । এই পিযার এ টাইম ফ্রেম 1h বা 4hকরে ট্রেড করা ভাল । এটি ট্রেড করার জন্য ভাল সময হল - সকল ৬ টা থেকে বিকাল ৩ টা পযন্ত । এই শময় মার্কেট ভাল মভম্যন্ত করে ...
এসিযান সকল পিযার সকাল ৬ টা থেকে বিকাল ৩ টা পযন্ত ভাল আপ - ডাইন করে ...

Rassel Vuiya
2019-02-25, 04:50 PM
ট্রাম্প গ্রিন সিগন্যাল দিয়েছে ট্যারিফ হাইক আগেই হচ্ছে না, আপাতত ট্যারিফ হাইক স্থগিত হতে পারে। এই নিউজেই eurjpy, audjpy, nzdjpy, পেয়ারটিগুলোর প্রাইস ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
7225

Montu Zaman
2019-02-26, 04:23 PM
https://forum.mt5.com/attachment.php?attachmentid=102984&d=1551164137
হ্যালো এই ফোরামের সকল ট্রেডারদের বলছি এই EUR/USD কারেন্সী পেয়ারটি খুবই ধীর গতিতে শক্তিশালী হয়েছে, তাই বর্তমানের বুল ট্রেন্ডটি ধীরে ধীরে এটার প্রাইস উপরের দিকে নিয়ে যাচ্ছে। গতকাল থেকেই প্রাইস আপওয়ার্ড এবং এটা তার সর্বোচ্চ পজিশনেমেুভ করতে পেরেছিল। ঠিক এখনও আমরা পেয়ারটিতে কনসোলিডেটেড হবার চেষ্টা করছে। সুতরাং এটা সহজেই অনুমান করা যায় যে এই প্রচেষ্টা সফল হবে।

Montu Zaman
2019-04-30, 04:03 PM
https://forum.mt5.com/attachment.php?attachmentid=112681&stc=1&d=1556600507
সম্প্রতি এই পেয়ারটি নেগেটিভ টার্গেট নিয়ে 124.10 তে পৌঁছেছ, যা একটি নতুন রেকর্ড তৈরী করেছে, এটা নিশ্চিত যে এটি ডাউনসাইডের কাছে আত্মসমর্পণ করেছে। আমরা আশা করছি এটা চ্যানেলের মধ্যে নেগেটিভ প্রেসারের কারনে একটি নেগেটিভ ফল আশা করা যায়। যেহেতু স্টচাস্টিক এর মধ্যে অতিরিক্ত বাই জোন দেখা যায় এবং বর্তমানে প্রাইস বৃদ্ধি পাবার সম্ভাবনা নেই বললেই চলে। তাই আশা করা যায় আজকের ট্রেডিং রেঞ্জটি হল124.80 এবং 123.50 এর মধ্যে থাকবে।

BDFOREX TRADER
2019-05-14, 04:25 PM
EURJPY D1 চার্টে আমরা লক্ষ্য করলে দেখতে পাই,
7953
শর্ট ডাউনট্রেন্ড ফলো করছে মার্কেট। আবার একই চার্ট জুম আউট করলে দেখা যায় লং আপট্রেন্ড ফলো করছে মার্কেট। এবার #EURJPY Weekly চার্টে গেলে আমরা পরিস্কার আপট্রেন্ডে মার্কেটকে দেখতে পাই। তিনটি চার্টই একই সাথে নিচের ছবিতে দেখতে পাবেন যেখানে আমি লেভেলগুলো মেনশন করে দিয়েছি সকলের বোঝার সুবিধার্থে। এ থেকে পরিস্কার বোঝা যায় যে, মার্কেট শর্ট ডাউনট্রেন্ডকে ক্রস করে আপে যাবার মত কোন কনফার্মেশন দিলেই আমরা নিশ্চিত হতে পারব যে মার্কেট আপে যেতে চলেছে। সেক্ষেত্রে সুন্দর একটি বাই ট্রেড অর্ডার করাই যেতে পারে।
তাহলে এখন কি করবেন?? কনফার্মেশনের জন্য আমার এনালাইসিস এর সাথে আপনার নিজের ট্রেডিং স্ট্রাটেজী মিলিয়ে ট্রেড সেট আপ বের করুন। আপনার জন্য রইল শুভকামনা।

SaifulRahman
2019-09-23, 04:39 PM
8920
eur/jpy পেয়ারটিরে দাম একটা শক্তিশালী রেসেস্টেন্স এর নিচে রয়েছে এবং weekly চার্ট এ অনেকটাই শক্তিশালী দেখা যাচ্ছে, ফলে আমি এখানে একটি স্ত্রং সেল সিগনাল পাচ্ছি, তাই সেল এন্ট্রি নিলাম। পুরো সপ্তাহ এই এন্ট্রি টা ধরে রাখার ইচ্ছা আছে।

Rassel Vuiya
2020-05-14, 12:48 PM
10965
eur/jpy পেয়ারটির h1 চার্টে রাইজিং ওয়েজ প্যার্টাণটি ব্রেক করে বেয়ারিশ ক্যান্ডেল দিয়ে একবার রিট্রেসমেন্ট করে ফেলেছে। এদিকে হ্যাগিং ম্যান দেখা যাচ্ছে, সুতরাং আমি এখন ক্যান্ডেলস্টিক কনফার্মেশন এর জন্য অপেক্ষা করছি।
10966
এছাড়া eur/jpy পেয়ারটির h4 চার্টে এই চ্যানেল ব্রেক করেছে, এখন বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যার্টাণটি এর জন্য অপেক্ষা করতে হবে।

Rassel Vuiya
2020-06-23, 06:38 PM
Eur/jpy টেকনিক্যাল অ্যানালাইসিস,২৩শে জুন ২০২০

সবাই কেমন আছেন.
Llr ব্যবহার করে এই পেয়ারটির ডেইলী শর্ট টার্ম অ্যানালাইসিস
eur/jpy পেয়ারটি বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে
ইউরো/ইয়েন পেয়ারটি আজ সাপোর্ট থেকে ঘুরে দাড়িয়েছে চিত্র নং 1 অনুসারে 120.01 এর লেভেলে। এই ঘুরে দাড়ানো নীচের চার্টে উল্লিখিত 122.00 লেভেলের দিকে থেকে আরও আপওয়ার্ড মুভমেন্ট এর চলাচলের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। এখানে এই পেয়ারটি সম্ভবত বেশ শক্ত রেজিস্টেন্স এর মুখোমুখি হতে পারে, কারণ এই লেভেলটি গত সপ্তাহের সর্বোচ্চ পজিশনে হিসাবে কাজ করেছিল। আমি আশা করি যে ইউরো/ইয়েন জুটি পুরো সপ্তাহের ট্রেডিং সপ্তাহ শেষ হবার মধ্যেই ব্যয় করবে। সম্ভবত আগামীকাল, আরও কিছু প্রাসঙ্গিক লেভেলে উপস্থিত না হওয়া অবধি বর্তমান ট্রেডিং দিনের শর্ট পজিশনগুলি বিবেচনা করা সম্ভব হবে। সুতরাং, আজ আমি ট্রেডিং পরিচালনা করতে যাচ্ছি না তবে আগামীকাল পর্যন্ত কেবল মার্কেট দেখবো।
11355

Rakib Hashan
2020-07-16, 03:36 PM
Eur/jpy পেয়ারটিতে ট্রায়এঙ্গেল প্যাটার্ন ঘরে রেখেছে। 4h টাইমফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে এই পেয়ারটি একটি ফলস্ ব্রেকআউট করেছে এবং ফিরে এসেছে। গতকাল থেকে এটা এটি কিছুটা কমেছে। তবুও, এটি এখনও 122.34 এর রেজিস্টেন্স লেভেলের উপরে স্থির হতে পারছে না। সুতরাং, এই ট্রায়এঙ্গেল প্যাটার্নের মধ্যেই ট্রেড হয়ে চলেছে।
11618
1h চার্টে, পেয়ারটির ট্র্যাজেক্টরি আরও স্পষ্টভাবে দেখা যায়। এই পেয়ারটি সম্ভবত ট্রায়এঙ্গেল এর নীচের সীমানায় নেমে যাবে, আরও স্পষ্টভাবে 121.62 এর লেভেলে যেখানে মুভিং এভারেজ কাছাকাছি অবস্থিত। সুতরাং, এই লেভেলটিতে পেয়ারটি দাম ভেঙে যেতে পারে। এই পেয়ারটি এখনও ট্রায়এঙ্গেল মধ্য দিয়েও ব্রেক করে যায় নি, তাই 121.60 থেকে 122.30 এর রেঞ্জ এর ভিতরে সাইডওয়ে ট্রেন্ড এর জন্য অপেক্ষা করা ভাল হবে।
11619

Montu Zaman
2020-07-16, 04:13 PM
গতকাল থেকেই eur/jpy পেয়ারটিতে আপওয়ার্ড মুভমেন্ট চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং এটা ব্যর্থ হয়েছিল।কিন্তু আজও এই পেয়ারটিতে ডাউনট্রেন্ডে দাম কমছে। এটি এখন d1 টাইমফ্রেমে আপট্রেন্ড লাইনটি পরীক্ষা করছে। যদি এটি এর নীচে একত্রিত করতে পরিচালিত হয় তবে এটি পরবর্তীতে আপট্রেন্ড d1 লাইনে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এই পেয়ারটি 121.39-121.03 তে ডেইলী সাপোর্ট জোনও পরীক্ষা করতে পারে। এখন এটি 121 এ ট্রেড করছে। এটি যদি ডেইলী ট্রেন্ডটি লাইনের নিচের থেকে এটা যদি ঠিক করতে না পারে তবে এটির ডেইলী রেজিস্টেন্স জোন 122.66 - 122.84 এ উঠতে পারে। সুতরাং ডাউনট্রেন্ডটি আরো থাকবে দেখাচ্ছে।
11623
11624

Rokibul7
2020-07-16, 09:46 PM
আজকে এই পেয়ারটিতে ১২২.৪৪ রেট থেকে সেল দিয়েছি।৫০পিপস টিপি দিছি।যদি ৫০পিপস সেল হয় তাহলে আমি প্রফিট করবো।

Rokibul7
2020-07-16, 09:53 PM
eur/jpy পেয়ারটিতে আজ বিকালে সেল টেড ধরছি।১২২.৪৪ থেকে ১২২.০০ তে টিপি দিছি। যদি jpy শক্তিশালী হয় তাহলে প্রফিট হবে।

SaifulRahman
2020-07-23, 07:16 PM
Eurjpy পেয়ারটিতে শক্তিশালী আপট্রেন্ড চলছে এবং এটা জুলাই মাসের সর্বোচ্চ রেজিস্ট্যান্স লেভেল অতিক্রম করতে পারে। যদিও eurjpy পেয়ারটি গতকাল 124.00 রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করার পর 124.00 প্রাইসের নিচে এসেছে এবং আজকের সেশনে পেয়ারটি পুনরায় 124.00 প্রাইসটি ব্রেকআউট করতে পেড়েছে। আমার মতে পেয়ারটির বর্তমান টার্গেট জুন মাসের সর্বোচ্চ প্রাইস 124.28 ব্রেক করে 124.75 লেভেল পর্যন্ত মুভ করতে পারে। তারপরেই পেয়ারটি ডাউনট্রেন্ডে শুরু হতে পারে।
11689

Tofazzal Mia
2020-07-30, 03:45 PM
Eurjpy পেয়ারটিতে h4 চার্টে *ধীরগতিতে ট্রেড করলেও আপট্রেন্ড চলছে দেখা যাচ্ছে এবং একটি প্যানেট প্যাটার্ন তৈরি করেছে। পেয়ারটি বর্তমানে ১২৩.৭০ প্রাইসে ট্রেডিং করছে। যা নির্ধারিত ১২৩.৭৮ রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি অবস্থান করছে।পেয়ারটির ক্ষেত্রে বর্তমানে ১২৩.১১ সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। পেয়ারটি ১২৩.৭০ রেজিস্ট্যান্স লেভেল অতিক্রম করতে সক্ষম হলে ২০০ সপ্তাহের মুভিং অ্যাভারেজ(sma)অনুযায় ী ২০১৮ সালের আগস্টের সর্বনিন্ম প্রাইস ১২৪.৯০ আসতে পারে। অপরদিকে পেয়ারটি ১২৩.১১ সাপোর্ট লেভেল অতিক্রমের পরবর্তীতে ৫০ দিনের মুভিং অ্যাভারেজ (sma) অনুযায়ী ১২১.৩১ সাপোর্ট লেভেল আসতে পারে। পেয়ারটির পরবর্তী সাপোর্ট হতে পারে ১০ জুলাইয়ের সর্বনিন্ম প্রাইস ১২০.২৭।
11770

DhakaFX
2020-08-13, 02:13 PM
Eurjpy পেয়ারটি বেশ ভালভাবেই ট্রেডিং করছে। পেয়ারটি ক্রমাগত চার মাসের মতো আপট্রেন্ড অব্যাহত রেখেছে। পেয়ারটি বর্তমানে ১২৬.১৮ প্রাইসের কাছাকাছি ট্রেডিং করছে। ২০১৯ সালের মার্চ মাসে পেয়ারটি সর্বোচ্চ ১২৭.৫০ প্রাইসে উঠেছিল।কমার্জব্য ংক অ্যানালাইসিস্ট কারেন জনসের মতে, পেয়ারটি ১২৭.৬৮ প্রাইসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যা দের বছরের সর্বোচ্চ প্রাইস হিসেবে পরিগনিত হবে। কমার্জব্যাংক অ্যানালাইসিস্ট কারেন জনসের মতে, পেয়ারটির ১২৫.০০ প্রাইসের নিচে আসলে ডাউনট্রেন্ড বৃদ্ধি পেতে পারে। পেয়ারটির পরবর্তী সাপোর্ট হতে পারে জানুয়ারি মাসের সর্বোচ্চ প্রাইস ১২২.৮৮। পেয়ারটি ১২৭.৬৮ প্রাইস অতিক্রম করতে সক্ষম হলে পরবর্তীতে ২০০ মাসের মুভিং অ্যাভারেজ অনুযায়ী ১৩০.৫৭ রেজিস্ট্যান্স লেভেলে আসতে পারে।
11891

Tofazzal Mia
2020-08-25, 07:40 PM
২৫ ই আগস্ট eur/jpy এর জন্য আউটলুক
প্রিয় ট্রেডার ভাইযেরা শুভ বিকাল,
ক্রেতারা এখনও খুব সক্রিয় এবং তারা দামটিকে আরও বেশি চাপ দিচ্ছে। যাইহোক, তারা রেজিস্টেন্স লেভেলটি ভাঙ্গতে ব্যর্থ হয়েছিল এবং দামটি সীমা নিচের সীমাতে ফিরে আসে। সেখানে, দামটিও সমস্যার মুখোমুখি হয়েছিল এবং লেভেলটি অতিক্রম করে নি। যে কারণে এটি এখনও সাইডওয়ে ট্রেন্ড ধরে ট্রেডিং করছে। মূল ট্রেন্ডটি আপওয়ার্ড । ক্রেতারা সত্যই শক্তিশালী এবং কারেন্সী পেয়ারটিকে আরও বেশি চাপ দিচ্ছে। আমি এই মুহুর্তে বাই ডিল খোলার পরামর্শ দিই।
ইউরো/ইয়েন চার্টটি একবার দেখে নেওয়া যাক।
যদি পেয়ারটি 125.32 এর পজিশনের রেজিস্টেন্স লেভেলটি ভেঙে ফেলে এবং এটির উপরে স্থির হয়, তবে এটি অবশ্যই উপরের দিকে মুভমেন্ট হতে থাকবে। বিকল্প পরিস্থিতি অনুসারে, এইপেয়ারটি অিনেক বেশি বিক্রেতাদের কার্যকলাপের মধ্যে 124.92 এ পজিশনটি সাপোর্ট লেভেলটিকে পার করতে পারে। এর পরে, আপট্রেন্ড বন্ধ হয়ে যেতে পারে এবং দামটি বিপরীত হবে।
12020
উপরের সীমাটি বিরতি বা পুলব্যাকের পরে ডিলগুলি খোলা ভাল।
আমি আপনাকে লাভজনক ডিল আশা করি!

Montu Zaman
2020-09-03, 07:21 PM
Eur/jpy ট্রেডিং সবাই কেমন করছেন?
যারা ট্রেডিং এর জন্য ডেইলী চার্ট ব্যবহার করেন এবং লং পজিশনে ট্রেড খুলেন, তাদের জন্য বাই-সেল প্রাইস নীচে রয়েছে: সর্বোচ্চে 127.05 এবং নীচে 114.40।
12113
h4 চার্ট অনুসারে, যথাক্রমে 127.05 এবং 124.41 লেভেলে বাই-সেল করা সম্ভব।
12114
দ্রুত মার্কেটে এন্ট্রি নেবার জন্য, আপনার প্রতি ঘন্টার টাইম ফ্রেম ব্যবহার করা উচিত। 127.05 এবং 125.17 এর লেভেলগুলি যথাক্রমে h1 এ বাই ও সেল অর্ডার লেভেল হিসাবে দেখা যেতে পারে। যদি প্রতি ঘন্টার চার্টে ক্যান্ডেল বন্ধ হয় তবে এটি একটি সেল ট্রেড খোলা সম্ভব হবে। কেনার ডিলের জন্য, একটি স্টপ লস অর্ডার 126.05 এ রাখা যেতে পারে, যখন একটি টেক প্রফিট অর্ডার 130.05 এর লেভেলে সেট করা যায়। সেলস করার জন্য, স্টপ লস সেট করুন এবং টেক প্রফিট অর্ডার 126.17 এবং 122.17 এর লেভেলে সেট করা উচিত। ট্রেডাররা কেবল টিপি বা এসএল মাধ্যমে অর্ডার বন্ধ করা উচিত। অন্যথায় ডিপোজিটের আকার বাড়তে পারে এবং মুনাফাও হ্রাস পেতে পারে।
12115
মার্কেটে এন্ট্রি নেবার আগে, দয়া করে নিশ্চিত করুন যে অ্যাকসিলারেটর অসিলিটর ইন্ডকেটরটি কোন উপযুক্ত সিগন্যাল দেয় কিনা। সবুজ স্ট্রিপগুলি বাই ডিল খোলার সম্ভাবনা নির্দেশ করে, যখন লাল গুলোতে - সেলস।

Montu Zaman
2020-09-14, 06:13 PM
http://forex-bangla.com/customavatars/185504197.jpg
EUR/JPY এখনও ওয়েভ ii কারেকশনে রয়েছে। উক্ত কারেকশনের লক্ষ্যমাত্রা হবে 124.82 - 125.18 এর সাপোর্ট অঞ্চল। সেখান থেকে নতুন ইম্পালসিভ ওয়েভ 127.08 এর লক্ষ্যমাত্রায় এগিয়ে যেতে থাকবে এবং উক্ত লক্ষ্যমাত্রা অতিক্রম করতে পারলে তা 129.24 লেভেল বা আরও উপরে পৌঁছাতে পারে। স্বল্পমেয়াদে রেসিস্ট্যান্সের অবস্থান 125.88 এবং 126.12 লেভেল। R3: 126.25 R2: 126.12 R1: 125.88 পিভট: 125.77 S1: 125.48 S2: 125.21 S3: 124.82 ট্রেডিংয়ের পরামর্শ: আমরা 124.41 লেভেল থেকে ইউরোতে লং পজিশনে আছি এবং 124.35 লেভেলে স্টপ নির্ধারণ করেছি।
ফরেক্স বিশেষজ্ঞদের Torben Melsted এর মতে: https://www.instaforex.org/bd/forex_analysis/187611

Rakib Hashan
2020-09-15, 05:04 PM
হ্যালো ফোরাম ট্রেডাররা!
চীনের শক্তিশালী ইকোনোমিক ডাটা থাকার কারনে যা সাধারণত ইয়েনকে সাপোর্ট দিচ্ছে, এই পেয়ারটি মূলত ইউরোর সামগ্রিক শক্তিশালী হবার কারনে ধন্যবাদ জানায়। তবে জার্মানি থেকে জেডউইউ ইকোনোমিক সেন্টিমেন্ট ইনডেক্স আগে ইউরোর আপট্রেন্ড অল্প সময়ের জন্য থাকতে পারে যা প্রত্যাশিত।
এছাড়াও, h1 টাইম ফ্রেমে কয়েকটি ডোজি ক্যান্ডেল পেয়ারটিকে স্পষ্ট ট্র্যাজেক্টরির অভাবের সিগন্যাল দিচ্ছে। এই মুহুর্তে, বুল 125.67 এর লেভের এর নীচে স্থির হওয়ার চেষ্টা করছে। যদি তারা এটি পরিচালনা করে থাকে তবে আমরা 125.43 এবং 125.19 এর লেভেলটি পরীক্ষা করে নিচের দিকে সংশোধন আশা করতে পারি। 125.19 এর লেভেলটি সর্বশেষ সাপোর্ট হিসাবে কাজ করছে। এই সাপোর্টটি অগ্রগতি ডাউনওয়ার্ড ওয়েভ তৈরী করতে পারে। তবে এই মুহুর্তে ব্রেকআউট হওয়ার সম্ভাবনা নেই।
1223112232

Rakib Hashan
2020-10-15, 04:06 PM
Eur/jpy পেয়ারটি প্রথম চেষ্টাতে 123.5 এরসাপোর্ট লেভেলেটি ভেঙে ফেলতে ব্যর্থ হয়েছিল।
আজ, আমি আশা করি এই পেয়ারটি আবার এই লেভেলটি কাটিয়ে উঠার চেষ্টা করবে। তারপরে এটি স্পষ্ট হয়ে উঠবে দামটি কোন দিকে যেতে পারে।
এই মুহুর্তে h1 চার্টে চ্যানেল এবং ইন্ডিকেটর পেয়ারটির অবিরত ডাউনট্রেন্ড এর নির্দেশ করছে। অতএব, আমি এখনও লং পজিশনের কথা চিন্তা করছি না। মূল ট্রেন্ডটি বরাবর শর্ট পজিশনকে অগ্রাধিকার দিতে থাকবে যতক্ষণ না দাম 123.5 এর লেভেলটি পরীক্ষা করে।
h4 চার্টে আরও একটি নিচের দিকে মুভমেন্ট রয়েছে। সুতরাং, আমরা আজ খুব কষ্টের সাথে টিকে থাকার চেষ্টা করব।
12581

Rakib Hashan
2020-11-03, 03:41 PM
Eur/jpy পেয়ারের টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল, ৩ রা নভেম্বর ২০২০ইং
আজকে দেখা যায় যে ইউরো/ইয়েন পেয়ারটি বর্তমানে ডাউনট্রেন্ড ধরে ট্রেড করছে। ১২০ দিনের মুভিং এভারেজ দামের উপরে হওয়ায় পেযারটির ডাউনট্রেন্ড এর দিকটি নিশ্চিত করেছে। জিগ জিগ ইন্ডিকেটরটি ক্রেতাদের উপরে বিক্রয়কারীদের সুবিধার দিকেও নির্দেশ করছে। সুতরাং ইন্ট্রাডে ট্রেডিংয়ের হিসাবে প্রফিট পাবার জন্য সবচেয়ে ভাল উপায় হল 121.60কে প্রথম টার্গেট লেভেলে পৌঁছানোর জন্য অপেক্ষা করা এবং একই দৃষ্টিতে 122.00 এর প্রাইস লেভেল থেকে শর্ট পজিশনে ট্রেড করা। 121.20 লেভেলটি দ্বিতীয় টার্গেট লেভেল হিসাবে দেখা যেতে পারে। একটি স্টপ লস অর্ডার 122.30 এর লেভেলে সেট করা যেতে পারে। যদি দামটি 122.60 এর লেভেলটিতে স্থির হবে। আমি লং পজিশন বিবেচনা করব। বাই করার জন্য টেক প্রফিট লেভেলটি 123.00 তে সেট করা যেতে পারে এবং 122.30 এর স্তরে একটি স্টপ লস অর্ডার দেওয়া যেতে পারে।
12760

SumonIslam
2020-11-05, 05:18 PM
Eur/jpy পেয়ারটির চার্ট থেকে এটি দেখা যায় যে, বর্তমানে eur/jp পেয়ারটি ডাউন ট্রেন্ডে চলেছে। ১২০ দিনের মুভিং এভারেজ দামের উপরে হওয়ার কারণে পেয়ারটির নীচের দিকে মুভমেন্ট এর বিষয়টি নিশ্চিত। জিগ জিগ ইন্ডিকেটরটি ক্রেতার চেয়ে বিক্রেতাদের সুবিধার দিকটিই নির্দেশ করেছে। সুতরাং ইস্ট্রাডে ট্রেড হিসাবে, আমি মনে করি যে লাভের সর্বোত্তম উপায় হল 121.60 এর প্রথম লক্ষ্য লেভেলে পৌঁছানোর পর 122.00 এর প্রাইস লেভেল থেকে শর্ট পজিশন খোলা। 121.20 এর লেভেলটিকে দ্বিতীয় লক্ষ্য হিসাবে দেখা যেতে পারে। একটি স্টপ লস অর্ডার 122.30 এর লেভেলে সেট করা যেতে পারে। যদি পেয়ারটি 122.60 লেভেলের উপরে স্থির হয় তবে আমি লং পজিশন নেবার কথা বিবেচনা করব। বাই অর্ডারের জন্য টেক প্রফিট অর্ডারটি 123.00 লেভেলে সেট করা যেতে পারে, যখন একটি স্টপ লস অর্ডার 122.30 এর লেভেলে সেট করা যেতে পারে।
12786

Pavel66
2020-11-07, 07:31 PM
হ্যালো এই ফোরামের সকল ট্রেডারদের বলছি এই eur/usd কারেন্সী পেয়ারটি খুবই ধীর গতিতে শক্তিশালী হয়েছে, তাই বর্তমানের বুল ট্রেন্ডটি ধীরে ধীরে এটার প্রাইস উপরের দিকে নিয়ে যাচ্ছে। গতকাল থেকেই প্রাইস আপওয়ার্ড এবং এটা তার সর্বোচ্চ পজিশনেমেুভ করতে পেরেছিল। ঠিক এখনও আমরা পেয়ারটিতে কনসোলিডেটেড হবার চেষ্টা করছে। সুতরাং এটা সহজেই অনুমান করা যায় যে এই প্রচেষ্টা সফল হবে।