View Full Version : পিভট পয়েন্ট
Biplob72
2016-03-31, 01:13 PM
আসলে পিভট পয়েন্ট খুব কাজ করে । তাই আমি সবসময় পিভট পয়েন্ট নিয়ে কাজ করি কিন্তু আমি আমার ব্রোকার এর উপর খুব নির্ভরশীল কারণ আমি সবসময় এই ব্রোকার থাকে সব রকম এর সুবিদ্ধা পাই । MXTrade এর কাছ আমি বিভিন্ন রকম সুবিধা প্রতিদিন পাই । আমার ট্রেডিং লাইফ টা আসলে খুব ভাল যাচ্ছে । কারণ এরকম সুবিধা সবাই পায় না ।
Sahed
2016-05-14, 03:20 PM
হ্যা ফরেক্স মার্কেটে পিভট পয়েন্ট খুবই গুরুত্বপূর্ন কাজ করে । আসলে মার্কেটে কখন কোন ইন্ডিকেটর বা কোন এ্যনালাইসিস কাজে দেবে তা বলা মুশকিল । পিভট পয়েন্টের মাধ্যমে মার্কেটে সহজে সাপোর্ট এবং রেসিসটেন্ট লেভেল নির্ধারণে সহায়তা করে । ফলে ট্রেডিয়ে অনেকটা সহায়তা পাওয়া যায়।
HasanXM
2016-08-23, 01:57 PM
বাই-সেল সিগন্যাল নির্ধারণ করার জন্য পিভট পয়েন্ট ফরেক্সে অনেক জনপ্রিয় একটি মেথড। রিভার্সাল পয়েন্ট (যেখানে গিয়ে প্রাইস বিপরীত দিকে ফিরে আসে) চিহ্নিত করার জন্য ট্রেডাররা পিভট পয়েন্ট ব্যাপকভাবে ব্যবহার করে। পিভট পয়েন্টে চার্টটিকে কয়েকটি সেকশনে ভাগ করা হয়। মাঝের পয়েন্টটি হল পিভট পয়েন্ট (pp)। পিভট পয়েন্টের ওপরে প্রাইস থাকলে মার্কেট বুল্লিশ (মার্কেটের গতিবিধি ঊর্ধ্বমুখী) এবং পিভট পয়েন্টের নিচে প্রাইস থাকলে মার্কেট বিয়ারিশ (মার্কেটের গতিবিধি নিম্নমুখী)। r1, r2 এবং r3 হল রেসিসট্যান্স লেভেল এবং পিভট পয়েন্টের (pp) অপরে থাকে। s1, s2 এবং s3 হল সাপোর্ট লেভেল এবং পিভট পয়েন্টের (pp) নিচে থাকে।
Mamun13
2017-07-23, 10:12 PM
পিভট পয়েন্ট হচ্ছে ট্রেডিং চার্টের একটি ক্লোজড কেন্ডেলের গড় হিসাব৷কেন্ডেলটির ওপেন প্রাইস,ক্লোজড প্রাইস,হাই প্রাইস,লো প্রাইস-এগুলোর গড় যোগ করে যোগফলকে তিনভাগে ভাগ করলেই যে পয়েন্ট পাওয়া যাবে তাকে সবাই পিভট পয়েন্ট বলে থাকে৷সাধারণত ট্রেডিং চার্টের টেকনিক্যাল এনালাইসিসের সময়েই এই পিভট পয়েন্ট অনেকে ব্যাবহার করে থাকেন৷
samun
2021-07-18, 09:11 PM
ফরেক্স মার্কেটে আমি নতুন তাই এ বিষয়ে সম্পর্কে আমার কোন ধারণা অভিজ্ঞতা নেই এবং যদি সম্পর্কে আরো ব্যাপকভাবে বিস্তৃত হবে কেউ পোস্ট করে তাহলে হয়তো ভালোভাবে জানতে পারবো
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2026 vBulletin Solutions, Inc. All rights reserved.