PDA

View Full Version : স্কাল্পিং



Biplob72
2016-03-31, 01:28 PM
স্কাল্পিং অনেক পপুলার একটি ট্রেডিং কৌশল। বেশির ভাগ নতুন ফরেক্স ট্রেডার রা স্কাল্পিং করতে পছন্দ করেন। আমি TradingBanks ট্রেডিং ব্রোকার এ যে কোন ধরনের ট্রেডিং কৌশল ব্যবহার করতে পারি । এবং আমি আমার ব্রোকার এ হেজিং করার সুবিধা ও পেয়ে থাকি।

ahal
2016-04-29, 11:58 AM
স্ক্যাল্পিং যেমন পপুলার তেমনি রিস্ক । সল্প সময়ে ট্রেড করে যেমন লাভ করা যায় আবার যদি সঠিক ভাবে মার্কেট এনালাইসিস না হয় বা ভুল হয় তাহলে লসের পরিমান যে কম হয়না । খুব অল্প সময় নিয়ে ট্রেড করা আমার কাছে অনেক ঝুঁকি মনে হয় । তাই স্ক্যাল্পিং এর চাইতে আমি লং টাইম ফ্রেমে ট্রেডে করতে পছন্দ করি ।

edottc
2016-06-07, 10:07 AM
স্কালপিং করে তারা প্রফিট অজন করতে পারবে যারা এফিলিয়েটে লাভ করতে চাই কিন্তু এটা ভয়ংকার যে কোন সময় আপনার ব্যলানস কে শেষ করে দিতে পারে তাই সবাইকে পরামর্শ লং ট্রেড করেন লাভ করতে পারবেন

Md. Tariqul Islam
2016-07-20, 01:32 PM
স্ক্যাল্পিং যেমন পপুলার তেমনি রিস্ক । সল্প সময়ে ট্রেড করে যেমন লাভ করা যায় আবার যদি সঠিক ভাবে মার্কেট এনালাইসিস না হয় বা ভুল হয় তাহলে লসের পরিমান যে কম হয়না । খুব অল্প সময় নিয়ে ট্রেড করা আমার কাছে অনেক ঝুঁকি মনে হয় । তাই স্ক্যাল্পিং এর চাইতে আমি লং টাইম ফ্রেমে ট্রেডে করতে পছন্দ করি ।

maziz6989
2016-07-23, 09:56 AM
আর বলবেন না ভাই। এই স্ক্যল্পিং করতে গিয়ে কম একাউন্ট লাল করি নি। তবে এখন আর এই ভূত মাথার মধ্যে নেই। তাই আমি নিজের মধ্যে এই জিনিস তৈরী করেছি যে এটা অনেক বড় একটা বিষয় এবং অনেক পরের একটা বিষয়। কেননা এর জন্য অনেক ব্যালান্স দরকার হবে।

nisho5533
2016-07-28, 05:48 PM
ফরেক্স মার্কেট একটি রিক্সি মার্কেট । মার্কেটে আমি একজন নতুন সদস্য । তাই মার্কেটে আমার ব্যালেন্সও খুব সামান্য॥ তাই মার্কেটে আমি স্ক্যাল্পিং করার সাহস পাই না । মার্কেটে স্ক্যাল্পং করার জন্য অনেক ব্যালেন্সের দরকার বলে আমি মনে করি । আমার মতে মার্কেটে অভিজ্ঞ না হয়ে স্ক্যাল্পিং না করাটাই ভাল

Sahed
2016-07-29, 06:43 PM
ফরেক্স মার্কেট স্ক্যাল্পিং করাটা অনেক ঝুকিপূর্ণ বলে আমি মনে করি । অধিকাংশ ট্রেডাররাই স্ক্যাল্পিং করে মার্কেটে লস করে থাকে । হ্যা অনেক সময় স্ক্যাল্পিং করে লাভ করা যায় ঠিকই তবে অতিরিক্ত স্ক্যাল্পিং নেশার মত হয়ে যায় যার ফলে মার্কেটে ঠিকে থাকা কষ্টকর হয়ে যায় । তাই আমি মার্কেটে কখনো স্ক্যাল্পিং করি না । ধন্যবাদ ।

majidiqbal
2016-07-31, 05:47 PM
আপনি যদি মার্কেট থেকে খুব অল্প কিছু পিপস পাওয়ার আশায় কোনো ট্রেড ওপেন করেন, তাহলে তা স্ক্যাল্পিং। যেকোনো সময় আপনি এ ধরনের ছোটখাটো ট্রেড খুলে কিছু পিপস পেতে পারেন, বিশেষ করে মার্কেট যখনি একটা রেঞ্জ এর মধ্যে থাকে।স্কাল্পিং এর জন্য m5 অথবা m15 টাইম ফ্রেম উইজ করা ভাল। শর্ট টাইম প্রাইস মুভমেন্ট বোঝার জন্য এই দুইটা টাইমফ্রেম বেস্ট।

fatema begum
2016-07-31, 11:29 PM
স্কালপিং বলতে কোন একটা ট্রেডকে কিছুক্ষনের জন্য ওপেন রেখে তার কাঙ্খিত ফলাফল পাওয়ার পর তা বন্ধ করা ।ফরেক্স মার্কেটে অনেকে স্কালপিং করে থাকেন ।এতে আমাদের জন্য ভাল দিক হচ্ছে অল্প সময়ে প্রফিট করা যায়।তবে আমি মনে করি এতে রিস্ক আছে।তবে এখান থেকে ভাল প্রফিট করা যায়।

HasanXM
2016-08-23, 01:21 PM
আপনি হয়তো অনেক জায়গায় স্ক্যাল্পিং শব্দটি শুনেছেন। মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা সাধারন ট্রেড হয়ে যায়। মার্কেট সবসময়ই ওঠা-নামা করে। আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে কিছু পিপস লুফে নিতে পারেন। কিন্তু স্ক্যাল্পিং কিন্তু ঝুকিপূর্ণ। অনেকেই দেখা যায় কিছু না বুঝে রিস্ক নিয়ে স্ক্যাল্পিং করে। কিন্তু স্ক্যাল্পিংয়েও অ্যানালাইসিস করা উচিত। কোন ট্রেডেই অ্যানালাইসিস ছাড়া প্রবেশ করা উচিত নয়। স্ক্যাল্পিং করার সময় ট্রেন্ডের দিকে ট্রেড দেয়াই ভাল। সেক্ষেত্রে ট্রেডে লাভ করার সম্ভবনাটা তুলনামুলক ভাবে বেশি থাকে।

abdulguffer
2016-08-23, 01:36 PM
স্কালপিং হচ্ছে একটি পরিচিত ও পপুলার সর্ট টার্ম ট্রেড । স্কালপিং এর মাধ্যমে অল্প সময়ের মধ্যে যেকোনো পেয়ার এ ট্রেড করে অনেক পিপস প্রফিট করা যায় । তবে এই স্কালপিং করার আগে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে অন্যথায় ফরেক্স এ স্কালপিং করতে গিয়ে লাভ এর পরিবর্তে মুলধন হারানোর ভয় থাকে । তাই নতুনরা সবাই শুরুতে স্কালপিং না করাই ভালো ।

Shuvo Ghosh
2016-09-04, 10:15 PM
আমার প্রীয় বন্ধুরা আমার জানা অনুসারে স্ক্যালপিং অনেক কঠিন কারন যারা স্ক্যাল্পিং করে তাদের কে অধিকতর অভিজ্ঞ হতেও অভিজ্ঞ হতে হয়। কারন স্ক্যার্পিং এর সময় খুবি অল্প সময়ের মধ্যে ডিসিশন ফাইনাল করে ট্রেড দিতে হয় নাহলে ট্র্রেন্ড মিস হয়ে যায় অপরদিকে যদি ভুর ডিসিশন নেয়া হয় তাহরেই লসরে ওপরে লস। থাই বলা যায় স্ক্যাল্পিং সবার জন্য নয়।

vodrolok
2016-09-10, 03:12 PM
স্কাল্পিং নতুনদের ট্রেডের একমাত্র পদ্ধতি। আর যারা অভিজ্ঞ তারা নিউজ ট্রেডের ক্ষত্রে স্কাল্পিং করে থাকে। অনেকে আবার লং টার্মের পাশাপাশি নিরাপদ ও যথেষ্ট লাভজনক কোনো স্কাল্পিং চালু রাখে। আমার লন্ডন সেশনের শুরুতে একটা স্কাল্পিং স্ট্রাটেজি আছে সপ্তাহে চারদিন করি। কিন্তু এজন্য অনেক সমস্যা পোহাতে হয়। চিন্তা করছি এর জন্য একটা ea তৈরী করে নিবো।

milonkhanfx1993
2016-09-20, 10:48 PM
স্কাল্পিং দ্বারা খুব তাড়াতাড়ি প্রফিট করা যাই। কিন্তু আসলে এটা অনেক রিস্কি আমার কাছে,কারন অনেকে খুব সল্প পিপ্স নিয়ে ট্রেড কেটে দেয় কিন্তু লট আকার নেয় বড় তাই রিস্ক এর পরিমান টাউ বেরে যায়। তাই সাবধান।

Dilip05
2016-10-01, 01:32 AM
স্ক্যাল্পিং হলো অল্প সময়ের জন্য ট্রেড অপেন করা। নতুনরা স্ক্যাপিং বেশি করে থাকে। তবে বেশি বেশি স্ক্যাপিং করলে লসের সম্ভাবনা থাকে।

Dilip05
2016-10-01, 07:31 PM
স্ক্যাল্পিং এর ভাল ও খারাপ দু দিক ই আছে। তবে নতুনরা প্রথমেই অল্প ডলার ইনভেস্ট করে স্ক্যাল্পিং এর দিকে বেশি ঝোকে। তবে আমার মতে স্ক্যাল্পিং না করাই উত্তম।

mithun30
2016-10-05, 01:53 PM
হ্যা এমন একটি সময় ছিল যখন আমি ফরেক্সে স্ক্যাল্পিং ট্রেড করতে ভালবাসতাম আর সেই ভালবাসা থেকেই আমি প্রথম স্ক্যাল্পিং করতে শুরু করি এবং পর পর বেশ ভালই প্রফিটের দেখা পাই কিন্তু এক সময় আমি এই স্ক্যাল্পিয়ের জন্য সর্বশান্তি হয়ে যাই সেই থেকে আমি আর কখনই এখানে স্ক্যাল্পি ট্রেড করি না। আসলে স্ক্যাল্পিং ট্রেড করার সময় লোভ অনেক বেশি নিজেকে তারিত করে থাকে

tarekbsl101
2016-10-06, 01:51 PM
আমি যখন নতুন ফরেক্স এ তখন স্কাল্পিং করে অনেক লাভ করছিলাম কিন্তু পরে দেখি জেই রকম লাভ সেইকম রস্ক স এখন লং টাইম ট্রেড করি

nbfx
2016-11-01, 03:52 PM
স্ক্যাপ্লিং শব্দের সাথে সব ট্রেডারাই কম বেশী পরিচিত। ফরেক্স মার্কেট বেশ ঝুকিপূর্ণ আমরা জানি। তদুপরি স্ক্যপ্লিং করা আরো বেশী ঝুকিপূর্ণ। আমার মতে পর্যাপ্ত জ্ঞান না থাকলে এ পথে আসা ঠিক না। আসুন আমরা সবাই ট্রেড করতে শিখি। জাত ট্রেডার হতে চাই।

nbfx
2016-11-12, 10:39 PM
ছোট ছোট পিপসের লাভগুলোকেই স্ক্যাপ্লিং বলে। ফরেক্স মার্কেট অনরবত উঠা-নামা করে। নতুন ট্রেডারদের দেখা যায় এই সুযোগকে কাজে লাগিয়ে ছোট ছোট লাভকেই বেশী পছন্দ করে। স্ক্যাপ্লিং করার জন্য অনেক বেশী ফরেক্সের জ্ঞান প্রয়োজন। সেটা না থাকার জন্য অনেক নতুন ট্রেডাররাই ক্ষতির সম্মুখীন হয়। যারা স্ক্যাপ্লিং পছন্দ করেন তাদের জন্য বলছি ১ঘন্টার টাইমফ্রেমকে সাপোর্ট নিয়ে ৫মিনিটের টাইমফ্রেমে স্ক্যাপ্লিং করুন সফলতা পাবেন। এবং বেস্ট ট্রেডিং সেশন হলো লন্ডন সেশনের শেষ থেকে আমরিকান সেশন। সবাই ভাল থাকুন।

shaminfx
2016-11-22, 07:26 PM
ফরেক্স মার্কেটে সর্ট খাট প্রফিট বা লস করার মতো একটা জিনিষ আছে সেটা হচ্ছে স্কাল্পিং, আপনে যদি খুব তারাতারি প্রফিত করতে চান তাহলে স্কাল্পিং ট্রেড করতে পারেন,আর এই টা করার জন্য আপনে ১ মিনিট-৫ মিনিত-১৫ মিনিট এর টাইমে ধরে করতে পারেন, তাহলে আপনার স্কাল্পিং ট্রেড করা হবে,তবে স্কাল্পিং ট্রেড কিন্তু অনেক রিস্ক, কারন এখানে ১ টা ট্রেড লস গেলে আপনে তখন অনেক বড় লস করে বসবেন,এছারা নিউস টাইমে স্কাল্পিং ট্রেড থেকে বিরত থাকা বেটার.........।

Dilip05
2016-11-23, 08:41 PM
ট্রেড করে অল্প সময়ে লাভ বা লস নিয়ে মার্কেট হতে বের হইয়ে আসা হলো স্ক্যাল্পিং । স্ক্যাল্পিং যেমন পপুলার তেমনি রিস্ক । সল্প সময়ে ট্রেড করে যেমন লাভ করা যায় আবার যদি সঠিক ভাবে মার্কেট এনালাইসিস না হয় বা ভুল হয় তাহলে লসের পরিমান যে কম হয়না । খুব অল্প সময় নিয়ে ট্রেড করা আমার কাছে অনেক ঝুঁকি মনে হয় । তাই স্ক্যাল্পিং এর চাইতে আমি লং টাইম ফ্রেমে ট্রেডে করতে পছন্দ করি ।

riponinsta
2016-12-14, 04:37 PM
স্কাল্পিং একটী ভাল টেড ইং সিস্টেম । স্কাল্পিং করে ফরেক্স মার্কেট এ অনেক লাভ করা যাই । অনেক টেড আর আছে যারা সুধু স্কাল্পিং টেড করে থাকে । আপনি অনলাইন এ অনেক ভাল ভাল স্কাল্পিং টেড ইং সিস্টেম পাবেন তা দিয়ে টেড করে দেখতে পারেন । ফ্রী যে সব স্কাল্পিং টেড ইং সিস্টেম পাউয়া যাই তা দিয়ে ও ভাল লাভ করতে দেকছি আমি ।

siddiquecec
2017-02-02, 03:13 PM
স্কালপিং ফরেক্স এর জন্য ভাল একটি profitable ভাষা আপনি যদি স্কাপিং করে আয় করতে পারেন ভাল। আমার মতে চাকুরীিজিবি এবং ছাত্রদের জন্য স্পাল্পিং খুব জরুরী। আমি একটি স্পার্পিং করার জন্য ই এ খুজছিলা কিন্তু ভাল কিছু পাওয়া গেল না।

RUBEL MIAH
2017-03-08, 06:34 PM
ফরেক্স মার্কেটে স্ক্যাল্পিং একটি ঝুকিপূর্ণ মাধ্যম । অনেকেই দেখা যায় কিছু না বুঝে রিস্ক নিয়ে স্ক্যাল্পিং করে থাকে । কিন্তু স্ক্যাল্পিংয়েও অ্যানালাইসিস করা উচিত । মার্কেট যখনি একটা রেঞ্জ এর মধ্যে থাকে স্ক্যাল্পিং তখনই দরকার হয় । ।স্কাল্পিং এর জন্য m5 অথবা m15 টাইম ফ্রেম কাজ করা ভাল ।

Mamun13
2017-11-19, 08:48 PM
নতুন ট্রেডারদের প্রায় সবাই বেশি লাভের আশায় খুবই অল্প সময়ে দ্রূত প্রফিট করতে চান তাই তারা স্ক্যালপিং করতে পছন্দ করেন৷অথচ তারা নতুন অবস্হায় একটুও বুঝতে পারেনা যে স্ক্যালপিং কতটুকু ঝুঁকিপূর্ণ ট্রেড এবং স্ক্যালপিং তাদের জন্য মোটেই প্রযোজ্য নয়৷নতুন,অনভিজ্ঞ ও অদক্ষ অবস্হায় ব্যালেন্সগুলো জিরো করার সহজ পথ হলো এই স্ক্যালপিং বা শর্ট ট্রেড৷