PDA

View Full Version : ফরেক্স ট্রেডিং



Biplob72
2016-04-01, 03:14 PM
ফরেক্স ট্রেডিং (বৈদেশিক বিনিময়) এর ক্ষেত্রে মার্জিন প্রচুর ঝুঁকি বহন করে এবং সকল বিনিয়োগকারীর জন্য এটা উপযুক্ত নাও হতে পারে। অধিক লিভারেজ আপনার জন্য অধিক ঝুঁকি বহন করে, আবার অধিক লাভের উৎস হিসাবেও এটা কাজ করে।

RUBEL MIAH
2016-05-18, 05:49 PM
ফরেক্স ট্রেডিং আমাদের ব্যবসায়ীর সকলের জন্য প্রয়োজন । ফরেক্স ট্রেডিং করে যদি আমরা দক্ষতাবান হতে পারি তাহলে অবশ্যই সে সফলকাম হতে পারবে । সুতরাং আমরা এই ব্যবসা করার জন্য অভিজ্ঞতা অর্জন করব তাহলেই সফলকাম হতে পারব ।

dwipFX
2016-05-18, 08:31 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করে আমরা সবাই লাহবান হতে পারি। ফরেক্স মার্কেটে সকল শ্রেণী পেশার মানুষ ট্রেড করতে পারে। ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আমাদের লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয়না। এই খানে এক হাজার ডলারের বিপরীতে এক হাজার গুন পর্যন্ত লিভারেজ নিতে পারি। আর এই লিভারেজ থাকার কারনে আমাদের মত ক্ষুদ্র ট্রেডার মার্কেটে আসছে।

Realifat
2016-06-21, 08:00 AM
আমি আপনার সাথে পুরোপুরি একমত। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই ঝুকি গ্রহন করতরতে হবে। কারন ফরেক্সে প্রচুর ঝুকি রয়েছে। যেমন অল্প মানি দিয়ে যারা ট্রেড করতে পারেনা তারা লিভারেজ নিয়ে থাকে। এই লিভারেজ যে যত বেশি নেয় সে তত ট্রেড করতে পারে আর বেশি ট্রেড করা অবশ্যই ঝুকির আওতায় পরে।