PDA

View Full Version : ফরেক্সে বিনিয়োগ করার পূর্বে আপনাকে অবশ্য



Biplob72
2016-04-01, 03:16 PM
ফরেক্সে বিনিয়োগ করার পূর্বে আপনাকে অবশ্যই বিনিয়োগের লক্ষ্য, অভিজ্ঞতার মাত্রা এবং ঝুঁকির প্রবণতা নির্ধারণ করতে হবে। ফলে লোকসান ও প্রাথমিক বিনিয়োগ হারানোর সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত হতে পারবেন, এমনভাবে বিনিয়োগ করবেন না যা হারালে আপনি প্রাথমিক বিনিয়োগ হারিয়ে ফেলবেন এবং তার যোগান দিতে পারবেন না। আপনি বিনিয়োগ সম্পর্কিত সকল ঝুঁকি সম্পর্কে সচেতন থাকবেন এবং আপনার যদি কোন সমস্যা হয় তাহলে একজন অভিজ্ঞ অর্থ বিষয়ক পরামর্শকের কাছে পরামর্শ চাইতে দ্বিধা করবেন না।

askam
2016-04-04, 10:43 AM
অবশ্যই আমি আপনার কথা কে সাপোর্ট করি । ফরেক্স এ ইনভেস্ট করার আগে ভালো ভাবে এই বিষয় গুলো মাথাই রাখতে হবে । ভালভাবে শিখতে হবে ফরেক্স ট্রেদিং । মানি ম্যানেজমেন্ট বুঝতে হবে । আমি মনে করি ইনভেস্ট করার আগে নিজে ভালভাবে confirm হতে হবে যে আমি যেখানে ইনভেস্ট করছি তা আমার জন্য সঠিক । তাই ফরক্স সম্পর্কে জানুন অভিং্য দের সাথে পরামর্শ করুন তাহলে আমার মনে হয় লস হবে না ।

RUBEL MIAH
2016-05-19, 11:06 PM
ফরেক্স বিনিয়োগ করার পূর্বে অবশ্যই আপনাকে সর্তক থাকতে হবে যে ,আমার দক্ষ আছে কি না । যার যত বেশী দক্ষতা রয়েছে সে তত বেশী সফলকাম হতে পেরেছে । সুতরাং আমরা সকলেই এই চিন্তাভাবনা করব যে , দক্ষতার আগে ট্রেড নয় ।

basaki
2016-05-22, 04:29 PM
বিনিয়োগকারী ইচ্ছে করলেই যে কোন জায়গায় বিনিয়োগ করতে পারে তবে আমি মনে করি আপনি যদি ফরেক্স মার্কেটে আপনার টাকা বিনিয়োগ করতে চান তবে আগে ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান লাভ করেই তবে আপনি ফরেক্স মার্কেটে বিনিয়োগসহ নিজেকে স্বাবলম্বী করতে পারেন।

dwipFX
2016-06-05, 06:05 PM
আমি মনে করি ফরেক্স মার্কেটে বিনিয়োগ করার আগে আমরা চিন্তা করি আমার বিনিয়োগ ঝুকি মুক্ত কিনা। কিন্তু আমি ফরেক্স সম্পর্কে কত টুকু জানলাম সেটা সম্পর্কে মোটেই ভাবিনা তাই আমরা লসের মুখামুখি হয়। আমাদের কে বিনিয়োগ করার আগে ফরেক্স সম্পর্কে বেশি করেো ডেমতে সফল হওয়ার পর আসতে হবে।

Realifat
2016-06-17, 02:28 PM
আমি আপনির সাথে একমত। ফরেক্স এমন একটা মার্কেট যেখানে বিনিয়গের পূর্বে আপনাকে অবশ্যই বিনিয়গের সকল নিতীমালা বুঝতে হবে। কারন ফরেক্সে বিনিয়োগ করতে হবে এমনভাবে যেন আপনি প্রথম বিনিয়গ থেকে পুরো লস করলে আবার যেন বিনিয়োগ করতে পারেন। কেননা ফরেক্সে অধিকাংশ সময়ই প্রথম বিনিয়গ জিরো হয়ে যেতে পারে।

basaki
2016-07-21, 03:58 PM
ফরেক্স মার্কেটে বিনিয়োগ করার আগে আসলেই আপনাকে আগে ভাল করে জেনে শুনে ট্রেড করতে হবে কারন ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেখানে আপনি যদি একবার ভুল করেন তবে আওঅঅনার এই ভুল ঠিক করতে গেলে অনেক সময় লেগে যাবে বলে আমি মনে করি।