Log in

View Full Version : টেকসই পণ্যের চাহিদা



Biplob72
2016-04-01, 07:52 PM
টেকসই পণ্যের চাহিদা' প্রতিবেদনটি পরিমাপ করে দেখায় যে, যুক্তরাষ্ট্রের কত বেশি মানুষ টেকসই পণ্য (যেসব পণ্য ৩ বছরেরও বেশি সময় টিকে থাকে) কেনাকাটায় খরচ করে। এই প্রতিবেদনটি তৈরি করা হয় প্রতি মাসের ২৬ তারিখের ৮:৩০ এএম এর দিকে এবং প্রস্তুতকারী শিল্পকারখানাগুলোর ভবিষ্যৎ কর্মকাণ্ডের প্রতি দৃষ্টি প্রদান করা হয়। এই প্রতিবেদনগুলো শিল্প অনুযায়ী ভাগ করা হয় যার ফলে তাৎক্ষণিক প্রতিরক্ষাজনিত খরচকেও চিহ্নিত করা সম্ভব হয়। বিনিয়োগকারীরা সামগ্রিক অবস্থার উপর দৃষ্টি রাখে এবং অধিকাংশ শিল্পের বাজার পরিস্থিতি সাধারণ গতিতে চলতে থাকে।

sharifulbaf
2016-05-20, 09:53 AM
আমরা যদি টেকসই পন্যের উপরে ভাল করে প্রচার করলে ভাল বেচাকিনা করা যায়,তেমনি ফরেক্স মার্কেটে অনেক কারেন্সি আছে যে গুলির উপরে বেশির ভাগ ট্রেডার ট্রেডিং করে থাকে,তাই আমি ফরেক্স মার্কেটে ইউরো, উএসডি,জিবিপি,তে বেশি ট্রেডিং করে থাকি,এভাবে ট্রেডিং করে ভাল প্রফিট করা যায়।

RUBEL MIAH
2016-05-27, 10:25 PM
কথাটা ঠিকই । ভালো পণ্য সকলেরই চাহিদা । আমরা যদি ফরেক্স মার্কেটটিকেও এভাবে দেখি তাহলে আমরা লাভবান হয়ে যেতে পারি । যেমন eur , usd .gbp ।ইত্যাদি কারেন্সীগুলো যদি অামি সুন্দরভাবে দেখতে পারি তাহলে অবশ্যই সফলকাম হতে পারব ।

md mehedi hasan
2016-12-02, 08:21 PM
আমি আপনাদের এই পোষ্টটি বুঝতে পারলাম না।আমি ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করি আর তাই ফান্ডামেন্টাল এনালাইসিস সঠিক ভাব বুঝিনা।